নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার দেবহাটায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পূজার সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দেবহাটা উপজেলার নাংলা বাজারস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা অনিক ফাউন্ডেশনের আয়োজনে প্রায় ২ শতাধিক সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এই পূজার সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজসেবা অধিদপ্তরের পরিচালক(কার্যক্রম) ও সরকারের যুগ্ম সচিব আবু ইউসুফ।
অনিক ফাউন্ডেশনের পরিচালক মেহের আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশীষ সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ডাঃ অধির কুমার গাঈন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, প্রতিষ্ঠানটির উপ-পরিচালক আবু সাঈদ, বিশিষ্ট সমাজসেবক বাবুর আলী প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার গরিব, অসহায় সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে ময়দা, ডাল, তেল ও সাবান প্রদান করা হয়। এসময় সমাজসেবা অধিদপ্তরের সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন পরিচালনা পরিষদের সহ-সভাপতি মো. ফজলুর রহমান, শেখ তহিদুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সিরাজুল হক, সহ-সম্পাদক মো. মজিব হোসেন নান্নু, কার্যকরী সদস্য কাজী আমিরুল হক আহাদ, মিশন আদর্শ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ ও ডা. শেখ আব্দুস সামাদ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. জাহাঙ্গীর আলম জিয়া। এসময় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।