ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জে ৩পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজা সহ শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে বিশ্বজিৎ দাশ (৪০) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের কাটিবারহল গ্রামের সুজিত দাশের ছেলে। থানার উপ-পরিদর্শক হেকমত আলী জানান মাদক ক্রয়Ñবিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার মৌতলা ইউনিয়নে কাছারীপাড়া গ্রামের সরদার রশিদের বাড়ির সামনে রোডের উপর অভিযান চালায়। এসময় মাদক বিক্রয়রত অবস্থায় ৩ পিস ইয়াবা ও পাঁচ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী বিশ্বজিৎকে আটক করে পুলিশ। এব্যাপারে থানার সহকারী উপÑপরিদর্শক সুজিত বিশ্বাস বাদী হয়ে থানায় একটি মাদক মামলা দায়ের করেছে (মামলা নংÑ১৩,তাং-১৬-৯-১৭ ইং খ্রিঃ)।

বই বিতরণের পূর্বে শিক্ষা দিবস সম্পর্কিত অালোচনা ও সমসাময়িক প্রেক্ষাপটের ভিত্তিতে অদিতি অাদৃতা সৃষ্টি বলেন, ”সংগ্রাম ও ঐতিহ্যের মহান শিক্ষা দিবস অাজ। এই দিনে পাকিস্তানি শাসন, শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াইয়ে অনেকে শহিদ হন। তাঁদের স্মরণে পালিত হয় শিক্ষা দিবস। অাইয়ুব খান ক্ষমতা দখলের পর একটি শিক্ষা কমিশন গঠিত হয়। ২৭ টি অধ্যায়ের এ কমিশনে ধর্মান্ধ, পুঁজিবাদ, রক্ষণশীল, সাম্রাজ্যবাদী ও শিক্ষা সংকোচন নীতির পূর্ণ প্রতিফলন ঘটে। শিক্ষকদের কঠোর পরিশ্রম করানোর জন্য ১৫ ঘণ্টা কাজের বিধান করা হয়েছিলো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্রসহ বহু মানুষ এর বিরুদ্ধে অান্দোলন করে। অান্দোলনে পুলিশ মিছিলের পেছন থেকে লাঠিচার্জ,কাঁদানে গ্যাস ও গুলি করে।
