সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, শরিবার বেলা দুইটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আবুধাবির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
রবিবার সকালে তিনি ইত্তিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে আবুধাবি ছেড়ে যাবেন।

যুক্তরাষ্ট্র পৌঁছালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন তাকে অভ্যর্থনা জানাবেন। খবর: বাসস’র।

নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। সফরকালে প্রধানমন্ত্রী নিউইয়র্কের হোটেল গ্র্যান্ড হায়াত-এ অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। ভাষণে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরবেন এবং এই সমস্যা সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা কামনা করবেন। এছাড়া প্রধানমন্ত্রী তার বক্তৃতায় গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরবেন। একইদিন তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতরেসের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন বলেও জানা গেছে।

এছাড়া প্রধানমন্ত্রী নিউইয়র্ক, ওয়াশিংটন ও ভার্জিনিয়ায় অবস্থান করে জাতিসংঘ অধিবেশনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রক্তপিপাসু এক বর্মী জেনারেল

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সংর্ঘষে মিয়ানমার সেনাকমান্ডার মিন অং হ্লাইং এর নির্দেশে আরাকান রাজ্যে এক সহিংস অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। বিদ্রোহী রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও পুলিশ হামলা চালিয়েছে দাবি করে সাম্প্রতিক এই রোহিঙ্গা নিধনে নামে মিয়ানমারের সেনাবাহিনী।

এই হামলায় এখন পর্যন্ত পাচঁ হাজার মানুষ নিহত হয়েছে। দেশ ত্যাগে বাধ্য হয়েছে চার লাখ মানুষ, এক লাখ মানুষ দেশের ভেতর স্থানান্তরিত হয়েছে। রোহিঙ্গাদের কে জীবিত পুড়িয়ে তাদের ঘরে হত্যা করা হয়েছে, এমনকি মিয়ানমার সরকারী সেনাবাহিনী, ভিক্ষু, অস্ত্রধারী সরকারী গোষ্ঠি রোহিঙ্গা শিশুদেরকে হত্যা করছে বলে জানিয়েছে হাফপোস্ট। সারাবিশ্ব এই ঘটনায় অং সান সুচিকে দায়ী করে নিন্দা জ্ঞাপন করে আসছে। রোঙ্গিার উপর চালানো আক্রমণকে পাঠ্য বইয়ের জাতিগত নির্মূলের নিকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে বলে মনে করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা।

এই রোহিঙ্গা নিধনের নেপথ্য রয়েছে সেনাবাহিনীর কমান্ডার মিন অং হ্লাইং। তিনিই প্রথম রোহিঙ্গাদের শুট করার নির্দেশ দেন। মিয়ানমার সরকার পরিচালিত হচ্ছে সেনাসমর্থিত সরকারের মাধ্যমে। এমনকি তাদের সংবিধান সামরিক-খসড়া সংবিধান হওয়ায় সেনাবাহিনীর উপর সুচি ‘র কোন নিয়ন্ত্রণ নেই। সুতরাং বেসামরিক নেতৃত্বাধীন সরকার থাকা সত্ত্বেও মিয়ানমার সেনাবাহিনী প্রকৃত ক্ষমতার অধিকারী। মিয়ানমারের সেনাবাহিনী সেদেশের পুলিশ, সিকিউরিটি সার্ভিসেস, জেল, সীমান্ত বিষয়, বেসামরিক নিয়োগসহ পার্লামেন্টের ২৫ শতাংশ সদস্য নিয়োগ করার ক্ষমতা রাখে।

সংবিধান সংশোধনী আনার জন্য সংসদের ৭৫% ভোটের প্রয়োজন হয়। তাই মিন অং চাইলেই সংবিধান সংশোধনীতে ভেটো দেয়ার বড় ধরণের ক্ষমতা রাখেন। এজন্য তাকে মিয়ানমারের অস্ত্রধারী দ্বিতীয় সরকার বলা হয়।

মিয়ানমার সেনাকমান্ডার মিন অং হ্লাইং কে যুদ্ধাপরাধের সমান অন্যায় করছেন। তিনি সেনাবাহিনীকে বিশ্বের মানবতার বিরুদ্ধে সবচেয়ে খারাপ ভাবে পরিচালনা করছেন। তার বাহিনী সম্প্রতি রোহিঙ্গা হামলার পিছনেই শুধু নয় মিয়ানমারের অন্য জাতী গোষ্ঠির উপর হামলা চালিয়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে। শুধু রাখাইন রাজ্যে সেনাবাহিনী অত্যাচার চালায়নি এছাড়াও আরো দুটি রাজ্যে এরকম হামলা চালিয়ে গৃহযুদ্ধ বাধিয়েছেন।

তিনি এ বছর এশিয়ায় ভারত, জাপানসহ জামার্নির রাষ্ট্র প্রধানদের সঙ্গে সাক্ষাত করেন। জাতিগত উৎখাতের ব্যাপারে থাইল্যান্ড এবং ভিয়েতনাম সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা পৌছান। সবকিছু মিলিয়ে তিনি জাতিগত উৎখাতের যে ক্যাম্পেইন করেছিলেন তাতে সফল হয়েছেন।

তবে এভাবে বৈদেশিক সাহায্য সহযোগিতার হাত যদি মিয়ানমার সেনাবাহিনীর দিকে চলতে থাকে তাহলে চলমান সমস্যার সমাধান অনিশ্চিত। কুটনৈতিক, অর্থনৈতিক, আইনগতভাবে মিন অং হ্লাইং উপর আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করতে হবে। বন্ধ করতে হবে সামরিক মহড়া, সামরিক সহায়তা, এবং সেনাবাহিনীর বদলে পুলিশকে জরুরী অবস্থায় নামাতে হবে। সেনা সমর্থিত সকল কোম্পানি বন্ধ ঘোষণা করা উচিৎ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন সুষমা স্বরাজ

রোহিঙ্গা ইস্যু নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

নিউইয়র্কে জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে এ বছরও যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রতিনিধিত্ব করছেন।

জানা যায়, ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবার নিউইয়র্ক সফর করছেন। তাই তিনিই রোহিঙ্গা ইস্যু নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানাতে চান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: কালিগঞ্জে আছানুর আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম রহিমপুর গ্রামের এক কলেজ ছাত্রীকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনায় থানায় মামলা হওয়ায় ধর্ষক কলেজ ছাত্র আছানুরকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বাজার গ্রাম রহিমপুর এলাকার মোঃ বাবর আলী গাজীর কন্যা ও রোকোয়া মনসুর মহিলা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রীর সাথে কালিগঞ্জ কেন্দ্রীয় দাখিল মাদ্রাসার দপ্তরী (অবঃ) ইব্রাহিমের পুত্র আছানুর রহমান (২২)এর সাথে দীর্ঘ ৬ বছর যাবৎ প্রেমের সম্পর্ক চলতে থাকে। এই প্রেমের সম্পর্কের জের ধরে লম্পট আছানুর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ৬ বছর যাবৎ ধর্ষণ করে আসছিল। এমনকি লম্পট আছানুর ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে তাছলিমাকে ঢাকায় নিয়ে স্বামী স্ত্রীর পরিচয়ে বাসা ভাড়া করে, বিয়ে না করে ২ বছর যাবৎ তার সাথে সংসার করে আসছিল। এদিকে ভিকটিমের অভিভাবক জানত সংসারে অভাবের জন্য ও পড়ালেখার খরচ চালাতে সে ঢাকাতে একটি পোশাক কোম্পানিতে কাজ করছে। ঢাকাতে অবস্থান রত অবস্থায় ভিকটিম আছানুরকে বার বার বিয়ের তাগিদ দিলেও লম্পট আছানুর কৌশলে বিষয়টি এড়িয়ে যেত। অবশেষে ভিকটিম বুঝতে পারে লম্পট আছানুর তাকে বিয়ে করবে না। সে জন্য মনের কষ্ট বুকে চেপে রেখে গ্রামে বাবা মায়ের কাছে ফিরে আসে। কিন্তু তারপরও ভিকটিমের পিছু ছাড়েনি আছানুর। ভিকটিম গ্রামে ফিরে আসার কিছু দিন পর আছানুর গ্রামে ফিরে এসে আবার ও তাকে ফুসলাতে থাকে।এক পর্যায়ে তাকে আবারও বিয়ের প্রলোভন দেখিয়ে বৃহস্পতিবার বিকালে নিজের স্ত্রী পরিচয়ে লম্পট আছানুর তার দূরসম্পর্কের আত্বীয় উপজেলার মৌতলা ইউনিয়নের বাহাউদ্দিন কারিগরের বাড়িতে নিয়ে যায়। সেখানে সুযোগ বুঝে তাকে আবারও ধর্ষণ করে। এরপর ওই বাড়ি থেকে বের হয়ে মৌতলা বাজারে এসে পৌছালে বিয়ে নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এসময় স্থানীয় গ্রামবাসী দুজনের মধ্যে ঝগড়ার কারণ জানতে চাইলে মেয়েটি সব কিছু তাদের কাছে খুলে বলে। এসময় ভিকটিম আছানুরকে বিয়ের জোর দাবি জানায়, অবশেষে স্থানীয় ইউপি সদস্য সাদেক হোসেন থানায় খবর দিলে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক প্রকাশ ঘোষ তাদেরকে আটক করে নিয়ে আসে। এরপর কলেজ ছাত্রী ভিকটিমের পরিবারের মতামতের ভিত্তিতে তার পিতা মোঃ বাবর আলী গাজী বাদি হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে (মামলা নংÑ১২)। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক বলেন বাদির মামলার ভিত্তিতে ধর্ষক আছানুরকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা সম্পন্নের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি : সদরের ভোমার ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ভোমার ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা শেষে সাত সদস্যের এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মনিরুল ইসলাম।
ভোমার ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নূর আলী গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেরা কমান্ডার হাসানুজ্জান। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি। এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হাসানুল ইসলাম, আব্দুল গফুর, জুলফিকার আলী, মূসা আমীন, আবুল হোসেন, মো. নজরুল ইসলাম, আজিজুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাঈফুল ইসলাম, জোসনা আরা, রিয়াজুল ইসলাম, নাসির খান, সেহেলী ফেরদৌস দিবা, বাবলুর রহমান, আনোয়ার হোসেন ও সেলিমুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোর্স নজরুল হত্যা: আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা-কালিগঞ্জ রোডে দেবহাটার কুলিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পুলিশ সোর্স নজরুল হত্যাকারীদের বিচার ও দ্রুত গ্রেফতারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার বিকালে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কুলিয়া ইউপি সদস্য ও কুলিয়া ইউনিয়ন পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সদ্য বিলুপ্ত উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেক লীগের সভাপতি দেবাশীষ মন্ডল, আব্দুস সালাম, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম। এসময় আরোও উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, যুবলীগ নেতা আল-মামুন, সেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ আলম, সরদার মিঠু, আব্দুল কাদের, আব্দুল আলিম, ডাক্তার মনিরুল ইসলাম, নাজিম সরদার, ইউপি সদস্য আমিরুল ইসলাম প্রমূখ। এসময় বক্তরা নজরুল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী সহ হত্যাকারীদের নজরুলের পরিবারকে বার বার হুমকি প্রদানের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এসময় বক্তরা মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে প্রকৃত খুনিদের সনাক্ত করার আহবান জানান এবং দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যানের বেশামাল কার্যকলাপে সমালোচনা করেন। বক্তরা বলেন উপজেলা ভাইস চেয়ারম্যানের নামে নিহত নজরুলের পরিবার হত্যা মামলা দায়ের করার পরে তিনি বিভিন্ন ভাবে নজরুলের পরিবারকে মামলা তুলে নেওয়া সহ বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে। তারা বলেন ঘটনার দিন ভাইস চেয়ারম্যান নিজে নিহত নজরুলকে অজ্ঞাতনামা লাশ হিসাবে সনাক্ত করেন এবং তার ফেসবুকে লাশের ছবি দেন ও তিনি এই লাশের পরিচয় জানতে চান কিন্তু নিহত নজরুলের সাথে উপজেলা ভাইস চেয়ারম্যানের দীর্ঘ ৮-১০ বছরের বন্ধুত্ব ছিল। বক্তাদের প্রশ্ন এত বছরের বন্ধুকে তিনি কেন চিনেও না চেনার ভান করলেন? বক্তারা অভিযোগ করে বলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ক্ষমতা ও অর্থের জোরে এখনো হত্যা মামলার আসামী হয়েও প্রশাসনকে ম্যানেজ করে প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত বক্তারা হত্যাকারীরা যতই শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার ও সঠিক তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানান। উল্লেখ যে, গত ৩১ শে আগষ্ট রাত ৯টার দিকে কে বা কারা সেচ্ছাসেবকলীগ নেতা পুলিশ সোর্স নজরুলকে হত্যা করে বিদ্যুৎ না থাকার সুযোগে সাদা প্রাইভেটকারে করে সখিপুর হাসপাতালে ট্রলিতে ফেলে রেখে যায়। পরে হাসপাতাল কতৃপক্ষ তাকে মৃত অবস্থায় দেখে দেবহাটা থানা পুলিশকে খবর দেয় এবং তাৎক্ষনিক উপস্থিত ব্যক্তিরা তার লাশের সনাক্ত করতে না পারায় পুলিশ অজ্ঞাত পরিচয় হিসাবে লাশ ময়না তদন্ত করে সাতক্ষীরা শহরে রসুলপুর সরকারি কবরস্থানে দাফন করে। পরে ফেসবুকের সূত্র ধরে নজরুলের পরিবার লাশের পরিচয় শনাক্ত করিলে আদালতে শরণাপন্ন হয়ে বিভিন্ন প্রক্রিয়ার পর তার লাশ গত ১৪ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর ও দেবহাটা থানা পুলিশের লাশ উত্তোলন করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কৃষ্ণনগরে যুবতী ধর্ষণ, ধর্ষক আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বুধবার দিবাগত রাতে অপহরণের পর এক যুবতী ধর্ষণের শিকার হয়েছে। সে কৃষ্ণনগর ইউনিয়নের আফছার আলীর মেয়ে (১৯)। এই ঘটনায় পুলিশ কৃষ্ণনগর ইউনিয়নের শফিকুল ইসলামের ছেলে ধর্ষক সুজন ইসলাম (২০) কে আটক করেছে। স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায় উভয়ের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু গত কিছু দিন তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।
এ ব্যাপারে ভিকটিমের ভাই মহাসীন সরদার বাদি হয়ে সুজন ও তার সহযোগী কামরুলকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে (মামলা নং-১১,তাং ১৩-৯-১৭ ইং)। মামলার প্রেক্ষিতে থানার উপÑপরিদর্শক মামুনুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সুজন ইসলামকে আটক করে কিন্তু অপর আসামি কামরুল পলাতক রয়েছে। এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষককে আটক করা হয়েছে। পলাতক আসামিকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। ডাক্তারী পরিক্ষা সম্পন্ন শেষে ভিকটিমকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর ০৪ নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি সুজন ও সম্পাদক খোকন

নিজস্ব প্রতিবেদক : ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ^ শান্তির দর্শন’ ‘জনগণের ক্ষমতায়ন সুদৃঢ় করাই আমাদের অঙ্গিকার’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, পৌর ০৪ নং ওয়ার্ড যুবলীগের দ্বি বার্ষিক সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজ মাঠে ৪নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মো. আক্তারুজ্জামান সুজনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দিন, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, জেলা তরুণলীগের সভাপতি শেখ তৌহিদুজ্জামান চপল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোমীন গাজী খোকন প্রমুখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ তুহিনুর রহমান তুহিন। সম্মেলনে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম প্রমুখ। সম্মেলনে ৪নং ওয়ার্ড যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়- এ কমিটির সভাপতি মো. আক্তারুজ্জামান সুজন ও সাধারণ সম্পাদক মোমীন গাজী খোকন। এসময় পৌর যুবলীগের সহ সভাপতি হিসেবে শেখ জিয়াউল হক বনির নাম ঘোষণা করেন জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান। সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠুর সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ তাওহিদ হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest