সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ৭২০ কেজি আম, ৪০৯ কেজি চিংড়ী জব্দ : ১লক্ষ ৫ হাজার টাকা জরিমানাকলারোয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যুআশাশুনিতে আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ সম্পত্তিতে ঘর নির্মাণের অভিযোগদেবহাটায় অপরিপক্ক ক্যামিক্যাল মিশানো ১১৫০ কেজি আম বিনষ্টজাতীয় শিক্ষা সপ্তাহে সাতক্ষীরা জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হাওয়ায় আলআমিনকে সম্বর্ধনাসাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধনজাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভাকালিগঞ্জে আকস্মিক বজ্রপাতে কিশোরের মৃত্যুশ্যামনগরে উপজেলা চেয়ারম্যান হলেন সাঈদ-উজ জামান. ভাইস চেয়ারম্যান রিপন. মহিলা ডলিকালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সুমন, ভাইস চেয়ারম্যান পুরুষ বাবলু – মহিলা আফি বিজয়ী

সৌদি আরবে নিরাপত্তা ব্যবস্থায় জড়িত পদগুলোতে ব্যাপক রদ-বদল এনেছেন সৌদি বাদশাহ সালমান। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রেও এসেছে ব্যাপক পরিবর্তন।

রাজকীয় নিরাপত্তা দেখ-ভাল করার কাজে নিয়োজিত বাহিনীর প্রধানকেও সরিয়ে দিয়ে দায়িত্ব দেয়া হয়েছে নতুন আরেকজনকে।

ক’দিন ধরেই রদবদলের খবর আসছে তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব থেকে।

ভ্রাতুষ্পুত্রের জায়গায় নিজের পুত্রকে আকস্মিক যুবরাজ ঘোষণার খবর পুরনো হতে না হতেই এবার এসেছে দেশটির নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার খবর।

রাজ-নিরাপত্তার সাথে জড়িত উঁচু পদগুলোতে ব্যাপক পরিবর্তন এনেছেন সৌদি বাদশাহ সালমান।

নতুন করে গঠন করেছেন একটি নিরাপত্তা এজেন্সি বা ‘সিকিউরিটি কাউন্সিল’।

এই এজেন্সিতে, একই ছাতাতলে কাজ করবে কাউন্টার টেররিজম এন্ড ডোমেস্টিক ইন্টেলিজেন্স বা সন্ত্রাস বিরোধী ইউনিট এবং সৌদির অভ্যন্তরীণ গোয়েন্দা-বাহিনী।

রাজ-নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর প্রধানকে-ও তার পদ থেকে সরিয়ে দিয়ে নিয়োগ দেয়া হয়েছে নতুন আরেকজনকে।

সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান, যিনি মাত্র ক’দিন আগেই আকস্মিকভাবে যুবরাজ হিসেবে অভিষিক্ত হয়েছেন, তার টিমেও এসেছে পরিবর্তন।

বাদশাহ সালমানের ভাতিজা মোহাম্মদ বিন নায়েফ-এরই যুবরাজ এবং ভবিষ্যতে সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার কথা ছিল।

কিন্তু হঠাৎ করেই সিংহাসনের উত্তরাধিকারীর দায়িত্ব পান বাদশার নিজের পুত্র সালমান।

সৌদি নিরাপত্তাখাতে যে ব্যাপক রদবদল এসেছে, তা জানা গেছে বৃহস্পতিবারে, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-এর প্রকাশিত খবরের বরাতে।

নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার কারণ হিসেবে বলা হয়েছে, সম্প্রতি যে সব পরিবর্তন এসেছে তার সাথে সঙ্গতি রেখে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি রাখতেই আনা হয়েছে এই পরিবর্তন।

নতুন যে সিকিউরিটি এজেন্সি গঠিত হয়েছে এর প্রধানের দায়িত্ব পেয়েছেন আব্দুলাজিজ বিন মোহাম্মদ আল-হাওয়াইরিনি।

নতুন এই এজেন্সির সকল তথ্য জানিয়ে এই জেনারেল সরাসরি সৌদি বাদশার কাছে রিপোর্ট করবেন।

রয়াল গার্ডের জেনারেল হামাদ আল-আওহালীর জায়গায় স্থালিভিষিক্ত হয়ে নতুন প্রধানের দায়িত্ব পেয়েছেন জেনারেল সুহেইল আল-মুতিরি।

আর এজেন্সি প্রধানের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আল-কুয়ওয়াইজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পারিবারিক ও রোমান্টিক গল্পে আসছেন চার তারকা। তারা হলেন নাঈম, অপর্ণা ঘোষ, অ্যালেন শুভ্র ও শাহতাজ।

নাটকের নাম ‘শেষের কাব্য তুমি’। রচনা ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মাহফুজ আদনান।

নাটকের কাহিনিতে দেখা যাবে যুক্তরাষ্ট্র থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করে বাংলাদেশে এসেছেন নাঈম। মায়ের ইচ্ছে ভালো একটা মেয়ে দেখে তার বিয়ে দেওয়া। এদিকে নাঈমের কাজিন শাহতাজকে দেখেই প্রেমে পড়ে যায় অ্যালেন শুভ্র। আর অ্যালেনের বোন অপর্ণাকে নাঈমের জন্য পছন্দ করে শাহতাজ। কিন্তু রাস্তায় দেখা এক মেয়ের প্রেমে পড়ে যান নাঈম!

মাছরাঙায় টিভিতে শুক্রবার (আজ) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি। এটি প্রযোজনা করেছেন আব্দুল্লাহ আল মামুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রতিদিন এক মুঠো বাদাম খেলে দূরে থাকতে পারবেন বিভিন্ন রোগ থেকে- এমনটিই জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাদামে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান মস্তিষ্ক ও হার্ট ভালো রাখে। পাশাপাশি কর্মক্ষমতা বাড়ায় ও ক্যান্সারের ঝুঁকি কমায়।

জেনে নিন বাদামের পুষ্টিগুণ সম্পর্কে-

  • ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বাদাম। বাদামে উপস্থিত পলিফেনোলিক অ্যান্টি-অক্সিডেন্ট একাধিক ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভবনা হ্রাস করে। বিশেষ করে কোলোন ক্যান্সারের প্রকোপ কমাতে কার্যকরী বাদাম।
  • হার্টের স্বাস্থ্যের উন্নতিতে বাদাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে উপস্থিত বেশ কিছু উপাদান শরীরের খারাপ কোলেস্টরলের মাত্রা কমায়। ফলে হার্ট অ্যাটাকের আশংকা কমে যায়। প্রতিদিন বাদাম খেলে শরীরে মনো এবং পলি-স্যাচুরেটেড ফয়াটের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে হার্ট ভালো থাকে।
  • বাদামে রয়েছে ভিটামিন বি৩ এবং রেসভেরাট্রল। এই দুটি উপাদান মস্তিষ্কে রক্ত চলাচল বাড়িয়ে দেয়। ফলে মস্তিষ্ক ভালো থাকে ও স্মৃতিশক্তির উন্নতি ঘটে।
  • বাদামে রয়েছে টাইটোফন নামক একটি অ্যামাইনো অ্যাসিড যা শরীরে নানান ধরনের হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণে রাখে।
  • একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে, প্রতিদিন ৩০ গ্রাম করে বাদাম খেলে পিত্তথলিতে পাথর  হওয়ার সম্ভবনা প্রায় ২৫ শতাংশ কমে যায়।
  • অ্যালঝাইমার রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে বাদাম। বাদামে থাকা নিয়াসিন নামক উপাদান অ্যালঝাইমার রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে।
  • গর্ভবতী মায়েরা নিয়মিত খেতে পারেন বাদাম। বাদামে থাকা ফলিক অ্যাসিড হবু মাকে সুস্থ রাখে।
  • বাদামে উপস্থিত ভিটামিন, খনিজ এবং অ্যান্টি-অক্সিডেন্ট শরীরকে সচল রাখতে সাহায্য করে। তাই কর্মক্ষমতা বাড়াতে প্রতিদিন বাদাম খান।

তথ্য: বোল্ডস্কাই    

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জন্মের পর থেকে শেষ দিন পর্যন্ত রোগের সঙ্গে আমাদের যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। কখনও আমরা জিতে যাই আবার কখনও রোগ ব্যাধির কাছে আমাদের হার মেনে নিতে হয়।

একটা সময় ছিল যখন অনেক খুঁজলেও ডায়াবেটিস রোগীদের সন্ধান পাওয়া যেত না। কিন্তু এখন প্রতি ঘরে একজন করে ডায়াবেটিস, অথবা ব্লাড প্রেসারের রোগী আছেই আছে। বর্তমান পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গেছে। এখন রোগের সঙ্গে আমাদের লড়াইটা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে।

আয়ুবের্দিক মেডিসন খেলে কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা থাকে না। ফলে রোগ তাড়াতাড়ি সেরে যায়, সেই সঙ্গে শরিরের ক্ষতি হওয়ার আশঙ্কাও হ্রাস পায়। আজকের প্রজন্ম যেসব রোগে বেশি মাত্রায় আক্রান্ত হয়ে থাকে সেগুলির মধ্যে অন্যতম হল স্ট্রেস, ডিপ্রেশন, বন্ধাত্ব্য, সংক্রমণ, সেই সঙ্গে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট ডিজিজ প্রভৃতি। এসব রোগের প্রকোপ কমাতে পারে একটি মাত্র আয়ুর্বেদিক ওষুধ, চলুন জেনে নেই সেই আয়ুবের্দিক ওষুধ সম্পর্কেঃ

ওষুধটি বানাতে যে যে উপকরণগুলির প্রয়োজনঃ

১। শুঁকনো জলপাই গাছের পাতা, ৫-৬ টা।
২। দুই গ্লাস খাবার পানি।

এই ঘরোয়া ওষুধটি বাস্তবিকই আধুনিক সব রোগ সরাতে কার্যকরি ভূমিকা নিয়ে থাকে। জলপাই বা অলিভ পাতার গুণাগুণ কী কম? এতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট, বিশেষ কিছু এনজাইম এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রপাটিজ সংক্রমণের প্রকোপ কমানোর পাশাপাশি হজম ক্ষমতার উন্নতিতে, কোলেস্টরল কমাতে, ওজন হ্রাসে এবং কোষেদের কর্মক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

অলিভ পাতায় উপস্থিত অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রপাটিজ ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসদের দ্রুত মেরে ফেলে। ফলে ঠান্ডা লাগা, ভাইরাল ইনফেকশন, ভাইরাল ফিবার, গলার সংক্রমণ, ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন, টিউবারকুলোসিস এবং হার্পিসের মতো রোগ হওয়ার সম্ভাবনা একেবারে থাকে না বললেই চলে।

ওষুধটি বানানোর পদ্ধতিঃ

১। পরিমাণ মতো পানিতে শুঁকনো জলপাই পাতাগুলিকে কম করে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন।
২। ১৫ মিনি শেষে পানি ছেঁকে নিন এবং ভাল করে ফুটিয়ে নিন।
৩। পানি ফোটানো শেষ হলে, পানিয়টা একটা বোতলে ভরে রাখুন এবং প্রতিদিন ব্রেকফাস্টের পর এই পানিয়টি পান করুন।
৪। প্রয়োজন হলে এই পানিয়টা বানানোর সময় হালকা মধু মিশিয়ে নিতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এম. শাহীন গোলদার : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১টি মটরসাইকেল, ২৩৮ বোতল ফেন্সিডিল, ৮পিচ ইয়াবা, ৪৮ পিচ ভারতীয় ছাতা ও ৩৪ পিচ টুথপেষ্ট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও এসব মালামাল করা হয়েছে। এ সময় ০৯ টি মামলা দায়ের করা হয়।
পুলিশ জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন, কলারোয়া থানা ০৫ জন, তালা থানা ০৩ জন, কালিগঞ্জ থানা ০২ জন, শ্যামনগর থানা ০৩ জন, আশাশুনি থানা ০৩ জন, দেবহাটা থানা ০১ ও পাটকেলঘাটা থানা থেকে ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : যশোরে সিআইডি পুলিশের এসআই আজিজুল হক সবুজের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রী মরিয়ম খাতুন পারুলকে (৩০) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার তিনি নিজ প্রাইভেটকারে করে মরিয়ম খাতুন পারুলের লাশ ফেলে পালিয়ে গেছেন। সেই থেকে এসআই আজিজুল হক সবুজ আত্মগোপনে রয়েছেন। মোবাইল ফোন সেটও বন্ধ রেখেছেন। এসআই আজিজুল হক সবুজ বর্তমানে রাজধানী ঢাকার মালিবাগে সিআইডি পুলিশের সদর দফতরের কর্মরত। তার বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটার সরুইলিয়া গ্রামে। পিতার নাম আনারুল ইসলাম। অপরদিকে মরিয়ম খাতুন পারুল যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চৌঘাটা গ্রামের আজিজুল হকের মেয়ে।

মরিয়ম খাতুন পারুলের ভাই জিয়াউর রহমান জানান, তারা দুই ভাই এবং এক বোন। মরিয়ম খাতুন পারুল সকলের ছোট। প্রায় ১৫ বছর আগে সিআইডি পুলিশের কর্মকর্তা আজিজুল হক সবুজের সাথে তার বোনের বিয়ে হয়। বিয়ের সময় আজিজুল হক সবুজ কনস্টেবল পদে চাকরি করতেন। বোনের বয়স কম থাকা সত্বেও তিনি এক প্রকার জোর করে তাকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের রাহাতুল হক প্রান্ত নামে একটি ছেলে এবং লাবিবা নামে একটি মেয়ে রয়েছে। রাহাতুল হক প্রান্ত সপ্তম শ্রেণীর ছাত্র এবং লাবিবা তৃতীয় শ্রেণীর ছাত্রী। তিনি অভিযোগ করেন, একমাত্র বোন হওয়ায় তারা যশোর সদর উপজেলার রঘুরামপুরে ৭ শতক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় আরো ৭ শতক জমি কিনে দিয়েছেন। এই জমি বোনের নামে। রঘুরামপুরে জমিতে তারা বাড়িও নির্মাণ করে দিয়েছেন। কিন্তু তার ভগ্নিপতি এসআই আজিজুল হক সবুজ মাদকাসক্ত হয়ে পড়েছেন। পরকীয়াতেও তিনি জড়িয়ে পড়েছেন। রাতে বাড়ি ফিরে মাদকের ট্যাবলেট খেয়ে তার বোন মরিয়ম খাতুন পারুলকে নির্যাতন করতেন। বোনের নামের ১৭ শতক জমি তার নামে লিখে দিতে হবে, নয়তো ১৮ লাখ টাকা যৌতুকের দাবিতে এভাবে দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়ে আসছেন এসআই আজিজুল হক। তিনি বলেন, গতকাল বেলা এগারটার দিকে শহরের আর এন রোডে বসবাসকারী তার মামা মাসুদুর রহমানের কাছে মোবাইলে ফোন করেন এসআই আজিজুল হক সবুজের পরিবারের লোকজন। ফোন করে তাকে জানানো হয়, মরিয়ম খাতুন পারুল আত্মহত্যা করেছেন। এরপর তারা মামার কাছ থেকে মরিয়ম খাতুন পারুলের মৃত্যুর খবর পান। স্বজনদের অভিযোগ, এসআই আজিজুল হক দুপুর একটা ১০ মিনিটের দিকে নিজ প্রাইভেটকারে করে স্ত্রীর লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। সাথে তার ছেলে ছিলো। এরপর এসআই আজিজুল হক সবুজ দ্রুত হাসপাতালে তার স্ত্রীর লাশ ফেলে পালিয়ে যান।

এদিকে নিহত মরিয়ম খাতুন পারুলের মামা মাসুদুর রহমান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, এসআই আজিজুল ইসলাম যশোর সিআইডি অফিসে থাকাকালে ইয়াবা ট্যাবলেট এবং ফেনসিডিলে আসক্ত হয়ে পড়েন। এছাড়া অন্য নারীর সাথে তার পরকীয়া সম্পর্ক রয়েছে। এজন্য তিনি ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোনে অন্য নারীদের সাথে কথা বলতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য চলছিলো। এছাড়া মরিয়ম খাতুন পারুলের নামে ক্রয়কৃত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশের জমি এসআই আজিজুল হক তার নামে লিখে দেওয়ার জন্য তাকে চাপ দিতেন। রাজি না হওয়ায় মরিয়ম খাতুন পারুলকে নির্যাতন করতেন এসআই আজিজুল হক। এক সপ্তাহ আগে এসআই আজিজুল হক ছুটিতে ঢাকা থেকে যশোরে বাড়িতে আসেন। গতকাল বেলা ১২ টার দিকে তাদের ছেলে প্রান্ত এবং মেয়ে লাবিবা স্কুলে ছিল। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে গোলাযোগের এক পর্যায়ে আজিজুল হক ঘরের দরজা বন্ধ করে মরিয়ম খাতুন পারুলকে মারধর করেন বলে জানতে পেরেছেন। পরে তাকে গলাটিপে হত্যা করেছেন এসআই আজিজুল হক। ঘটনাটি ভিন্নখাতে নিতে মরিয়ম খাতুন পারুলের লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিলো। মরিয়ম খাতুন পারুলের ভাই জিয়াউর রহমান অভিযোগ করেন, আজিজুল হক সবুজ নিজেই প্রাইভেটকারে করে তার বোনের লাশ হাসপাতালে এনে ফেলে পালিয়ে গেছেন। অপরদিকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন কোতয়ালি মডেল থানা পুলিশের এসআই সোবহান শরীফ। তিনি বলেন, মরিয়ম খাতুন পারুলের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

অন্যদিকে একটি সূত্র জানায়, এসআই আজিুল হক ইতোপূর্বে ডিবি পুলিশে কর্মরত ছিলেন। সেখানেও তার আচরণ ভালো ছিলনা। পরে তিনি সিআইডি যশোর অফিসে বদলি হন। তার নির্যাতনের কারণে অতিষ্ঠ হয়ে মরিয়ম খাতুন পারুল সিআইডির একজন উর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে এসআই আজিজুল হককে যশোর থেকে সিআইডির ঢাকা সদর দফতরে বদলি করা হয়। এদিকে স্বজনদের একটি সূত্র জানায়, মরিয়ম খাতুন পারুলকে হত্যা করায় আজিজুল হকের বিরুদ্ধে তারা থানায় মামলা করবেন। এদিকে এসআই আজিজুল হকের বক্তব্য নেওয়ার জন্য তার ব্যবহৃত মোবাইল ফোনে (০১৭২৬২৪০৬৯) রিং দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগ এনে আগৈলঝাড়ার ভূতপূর্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারেক সালমানের জামিন বাতিল করে তাকে টেনে হিঁচড়ে কোর্ট হাজতে নিয়ে যাওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সংগঠনটির এক জরুরি সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। সংগঠনটির মহাসচিব কবির বিন আনোয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি জামিনযোগ্য অপরাধের সি. আর মামলায় সমনের প্রেক্ষিতে স্বেচ্ছায় হাজির হওয়া ব্যক্তির জামিন নামঞ্জুর করা সম্পূর্ণ নজিরবিহীন। বাদী ও অন্যান্য আইনজীবী একটি কল্পিত বিষয়ের ওপর আদালতে অরাজক পরিস্থিতি ও চাপ সৃষ্টি করে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আদালতের প্রতি সম্মান জানিয়ে ১৯ জুলাই বুধবার গাজী তারেক সালমান আদালতে উপস্থিত হলে প্রথমে তার জামিন নামঞ্জুর করা হয় এবং তাকে জেল হাজতে নেওয়ার সময় পুলিশ সদস্যরা তার ওপর বল প্রয়োগ করেন এবং তাকে টেনে হিঁচড়ে হাজতে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে আদালতের এমন নজিরবিহীন আদেশ দিয়ে জেল হাজতে পাঠানোসহ পুলিশের অবমাননাকর ও আইন বহির্ভূত আচরণ এবং বাদী ও অন্যান্য আইনজীবীর আদালতে চাপ প্রয়োগের ঘটনার তীব্র সমালোচনা করা হয়েছে ওই সভায়।

সভায় আদালতের দেওয়া এমন আদেশ, পুলিশি আচরণ এবং ‘তথাকথিত নামধারী স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের’ বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

উল্লেখ্য, গাজী তারেক সালমান বর্তমানে বরগুনার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালের ২৬ মার্চ আগৈলঝাড়াতে একই দায়িত্ব পালনের সময় স্থানীয় এক শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আমন্ত্রণপত্র ছাপিয়েছিলেন তিনি। এ ঘটনার এক বছর পর বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ এনে তার বিরুদ্ধে আদালতে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু দণ্ডবিধির ১৮৬০ এর ৫০১ ধারায় মামলা করলে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিষয়টি আমলে নেন। ১৯ জুলাই আদালতে উপস্থিত হওয়ার পরে এসব ঘটনা ঘটে। পরে অবশ্য জামিন পান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রির্পোট : ‘মুক্তামনির শারীরিক অবস্থা আমাদের আশানুরূপ পর্যায়ে পৌঁছায়নি, এর জন্য আরও কিছুদিন সময় লাগবে। তার ওপর মুক্তামনির শরীরে নতুন উপসর্গ দেখা দিয়েছে। গত দুই দিনের জ্বর ও রক্তপাতে তার শরীর অনেক দুর্বল। এ অবস্থায় আমরা তাকে শিগগিরই অপারেশন করাতে পারছি না।’ মুক্তামনির শারীরিক অবস্থার ব্যাপারে প্রশ্ন করলে এসব কথা বলেন ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) মুক্তামনির চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড বসেছিল জানিয়ে ডা. সামন্ত লাল সেন আরও বলেন, ‘মুক্তামনির চিকিৎসায় গঠিত হওয়া আগের মেডিক্যাল বোর্ডের সঙ্গে ঢামেক হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম কে খানও যুক্ত হয়েছেন। বৃহস্পতিবার পুরো মেডিক্যাল বোর্ড বসেছিল। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, মুক্তামনি শারীরিকভাবে পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তার বায়োপসি হবে না।’
ডা. সামন্ত লাল সেন আরও বলেন, ‘বুধবার (১৯ জুলাই) রক্ত দেওয়ার পর মুক্তামনির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তাকে ফিট করার জন্য আরও চেষ্টা করতে হবে। এজন্য আমরা তাকে পুষ্টিকর খাবার দিচ্ছি। বায়োপসি না করা পর্যন্ত কোনও ডায়াগনসিসে যেতে পারবো না আমরা। বায়োপসি করার মতো শারীরিক অবস্থায় সে পৌঁছায়নি। এর জন্য আরও চার থেকে পাঁচ দিন সময় লাগবে। আমরা আশা করছি, আগামী সপ্তাহে হয়তোবা তার বায়োপসি করতে পারবো। ততোদিন পর্যন্ত তার অপারেশন করা যাবে না।’
প্রাথমিকভাবে মুক্তামনি বিরল ‘লিমফেটিক ম্যালফরমেশন’ রোগে আক্রান্ত বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তার চিকিৎসায় আট সদস্যের একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। মুক্তামনির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, মেয়ে মুক্তামনির শারীরিক অবস্থা নিয়ে নিজের ভয়ের কথা জানিয়েছেন তার বাবা ইব্রাহীম হোসেন। তিনি বলেন, ‘মঙ্গলবার (১৮ জুলাই) রাতে মেয়ের জ্বর ছিল ১০২ ডিগ্রি, বুধবারও সারাদিনও জ্বর ছিল। সকাল থেকে ডান হাত থেকে অল্প অল্প করে রক্ত পরলেও দুপুরের পর থেকে সেটা বেড়েছে। একের পর এক ডাক্তাররা আসছেন, কিন্তু আমি তো মেয়েটাকে নিয়ে ভয় পাচ্ছি।’
১১ বছরের মুক্তামনির ডান হাত ফুলে গিয়ে দেহের চেয়েও ভারী হয়ে গেছে। ফুলে যাওয়া সেই অংশে সাদা রঙের শত শত পোকা ঘুরে বেড়াচ্ছে। চার বছর ধরে এ রোগ বয়ে বেড়াচ্ছে ছোট্ট শিশুটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest