সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণদেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে থানায় মামলাস্বৈরাচার ঠেকিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপিরসাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদেররাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাবতালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিতভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণসাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ইটাগাছা এলাকা পরির্দশনে সদর ইউএনও

মুক্তামনির ড্রেসিং সম্পন্ন, সুস্থ আছে

ডেস্ক রিপোর্ট : চলতি সপ্তাহের শুরুতে অস্ত্রোপচারের পর আজ বুধবার ড্রেসিং সম্পন্ন হয়েছে বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনির। সকাল ৯টায় মুক্তামনির ড্রেসিং শুরু হয়। ১০টার দিকে ড্রেসিং শেষ হয়।

ড্রেসিং করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম ও সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

এ বিষয়ে সামন্ত লাল সেন বলেন, ড্রেসিংয়ের সময় মুক্তামনিকে রক্ত দেওয়া হয়েছে। এখন সে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) আছে। তার শারীরিক অবস্থা ভালো।

গত শনিবার সকালে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের দ্বিতীয় তলার অপারেশন থিয়েটারে (ওটি) মুক্তামনির অস্ত্রোপচার সম্পন্ন হয়। সে সময় টিউমারের মতো দেখতে তার হাতের বাড়তি অংশ কেটে ফেলা হয়। অস্ত্রোপচার শেষে তাকে দ্বিতীয় তলার আইসিইউর ৫ নম্বর কেবিনে রাখা হয়।

গত ৫ আগস্ট সকালে মুক্তামনির ডান হাতের বায়োপসি পরীক্ষা করা হয়। এর পর ৮ আগস্ট মুক্তামনির চিকিৎসার জন্য গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ড তার বায়োপসি রিপোর্ট পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।

গত মাসে সাতক্ষীরা থেকে উন্নত চিকিৎসার জন্য মুক্তামনিকে সরকারি উদ্যোগে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বিরল রোগে আক্রান্ত শিশুটির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রী চিকিৎসার খরচ বহনের কথা জানান।

মুক্তামনিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার কথা ছিল। কিন্তু সেখানকার চিকিৎসকরা টেলি কনফারেন্সের মাধ্যমের তাঁর শরীরের পরীক্ষা-নিরীক্ষা প্রতিবেদন দেখেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে সিঙ্গাপুরের চিকিৎসকরা এ ধরনের জটিল অস্ত্রোপচারে করতে আগ্রহী নন বলে জানান। তখন ঢামেকের চিকিৎসকরাই সাহস করে মুক্তামনির অস্ত্রোপচারে এগিয়ে আসেন।

মুক্তামনি সাতক্ষীরার সদর উপজেলার কামারবায়সা গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে। তার এখন ১২ বছর বয়স। ছয় মাস বয়সে তার ডান হাতে একটি গোটা দেখা দেয় এবং ধীরে ধীরে তা বাড়তে থাকে। একপর্যায়ে সেটি তার হাত থেকে বড় হয়ে যায়। ফলে চলাফেরা করতে সমস্যা দেখা দেয়। প্রায় তিন বছর ধরে সে বিছানায় ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

উয়েফা বর্ষসেরা ফুটবলের সংক্ষিপ্ত তালিকায় লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো থাকেনই। এবার সেই তালিকায় তৃতীয়জন হয়ে নাম লেখালেন ইতালীয় তারকা জিয়ানলুইজি বুফন। ১০ জনের তালিকা কেটে ছেঁটে তিনজনের এই তালিকা প্রকাশ করেছে উয়েফা। যার আনুষ্ঠানিক ঘোষণা হবে ২৪ আগস্ট মোনাকোতে।

গত মৌসুমে জুভেন্টাসের ত্রাতা ছিলেন ৩৯ বছর বয়সী বুফন। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছানের পিছনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন ইতালীয় এই গোলরক্ষক। যদিও ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হয়েছে তার দলকে।  তবে জুভেন্টাসকে টানা তৃতীয়বার সিরি আ’র শিরোপা ও কোপা ইতালিয়া জিততে ভূমিকা ছিল তার।

উল্টো দিকে রোনালদোর জন্য গত মৌসুমটা ছিল রোনালদোময়। চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে দলকে জিতিয়েছেন লা লিগার শিরোপা। উয়েফা সুপার ও ক্লাব বিশ্বকাপ জিততেও ভূমিকা ছিল রিয়াল মাদ্রিদ প্রাণভোমরার।  তুলনার বিচারে মেসির ঝুলিতে ছিল কেবল কোপা দেলরের শিরোপা। এছাড়া লা লিগায় সবচেয়ে বেশি গোল করার কীর্তিটাও ছিল তার দখলে ।

ইউয়েফার এই বর্ষসেরা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় কাজ করেছেন চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের গ্রুপ পর্বে খেলা ৮০টি ক্লাবের কোচ ও ৫৫ জন ক্রীড়া সাংবাদিক। যেখানে মেসি ও রোনালদো-এর পুরস্কার জিতেছেন দুবার করে।

এদিকে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ চারজন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন শীর্ষ ১০ জনের তালিকায়। তবে গত মৌসুমে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৩৭ গোল করা লুই সুয়ারেস ও তার ক্লাব সতীর্থ নেইমার এই তালিকা থেকে বাদ পড়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত ১০ অক্টোবর পর্যন্ত চলবে

আইন-আদালত : নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করতে সরকারকে ফের ১০ অক্টোবর পর্যন্ত সময় দিলো আপিল বিভাগ।
বুধবার (১৬ আগস্ট) রাষ্ট্র পক্ষের করা এক সময় আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় ১০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ।
এর ফলে এই সময় পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আইনগত কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে উপস্থিত ছিলেন রিটকারী ব্যারিস্টার হাসান এমএস আজিম।
এর আগে গত ১১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা সংক্রান্ত ২০০৯ সালের আইনের ১১টি ধারা ও উপধারাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেন হাইকোর্ট। একইসঙ্গে এই আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাও অবৈধ ঘোষণা করা হয়।
এরপর গত ১ আগস্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আজ রবিবার (১৬ আগস্ট) পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সিয়েরা লিওনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত ৪০০ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির উদ্ধারকর্মীরা। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৬০০ জন। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির রাজধানী ফ্রিটাউনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। প্রেসিডেন্ট আর্নেস্ট বাই কোরোমা বলেছেন, ‘পুরো এলাকা ভেসে গেছে। আমাদের জরুরি সহায়তা দরকার।’

রেড ক্রসের পক্ষ থেকে জানানো হয়, তাদের হাতে সময় খুব কম। লাশঘরেও পর্যাপ্ত জায়গা নেই। এজন্য গণকবরেরও চিন্তা করা হচ্ছে। প্রধান করোনার সেনেহ ডামবুইয়া বলেন, ‘আমরা ৪০০ মরদেহ উদ্ধার করেছি। তবে ৫০০ এরও বেশি মানুষ নিহত হয়েছে বলে আমাদের ধারণা।’

মর্গের প্রধান ওউজ কোরোমা বলেন, আমাদের এখানে পর্যাপ্ত জায়গায় নেই। খুব তাড়াতাড়িই আমাদের ডেথ সার্টিফিকেট দিয়ে দাফন করতে হচ্ছে। বৃহস্পতিবার তাদের দাফন করা হতে পারে বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র কর্নেলিস দোভো।

প্রবল বর্ষণ আর ভূমিধসে পশ্চিম আফ্রিকার বিপন্ন দেশ সিয়েরা লিয়ন এখন অচেনা মৃত্যুপুরী। রাজধানী ফ্রিটাউনের কাছের এক অঞ্চল ঢেকে গেছে কাদামাটিতে। তলিয়ে গেছে অধিকাংশ বাড়িঘর। কাদামাটির স্রোতে ভেসে বেড়াচ্ছে মানুষের মরদেহ। চারপাশ জুড়ে কেবল মৃত্যুর গন্ধ। তবু জীবন বাজি রেখে কাদামাটির স্তূপ থেকে প্রাণের স্পন্দন শোনার চেষ্টা করছেন উদ্ধারকারীরা।

মঙ্গলবার ভাইস প্রেসিডেন্ট ভিক্টর ফোহ বলেছিলেন, অনেকেই কাদার মধ্যে ডুবে গেছে। কাজেই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, ‘বিষয়টি এতটাই মর্মান্তিক যে, আমি নিজেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। আমরা এলাকাটি ঘিরে রেখে দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শিবিরকর্মীসহ আটক ৫১, মাদক উদ্ধার

এম. শাহীন গোলদার : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে জামায়াত-শিবিরের এক কর্মীসহ ৫১ জানকে আটক করা হয়েছে। এ সময় ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং বিভিন্ন অভিযোগে ০৮টি মামলা দায়ের করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ১৬ জন, কলারোয়া থানা ০৪ জন,তালা থানা ০৭ জন, কালিগঞ্জ থানা ০৭ জন, শ্যামনগর থানা ০৯ জন, আশাশুনি থানা ০৫ জন, দেবহাটা থানা ০১ ও পাটকেলঘাটা থানা থেকে ০২ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন-আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অপারেশন আগস্ট বাইট; কে এই জঙ্গি সাইফুল?

ডেস্ক রিপোর্ট : রাজধানীর পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালের চতুর্থ তলায় পুলিশের ‘অপারেশন আগস্ট বাইট’ নামের জঙ্গি অভিযানে নিহত সাইফুল ইসলাম চাকরি খুঁজতে ঢাকায় এসেছিল বলে জানা গেছে। সাইফুলের বাড়ি খুলনার ডুমুরিয়ায় সাহস ইউনিয়নের নোয়াকাটি গ্রামে।

গত শুক্রবার (১১ আগস্ট) বিকেলে নিজ বাড়ি থেকে ঢাকায় রওনা হন সাইফুল ইসলাম। গত রোববার (১৩ আগস্ট) বিকেলে পরিবারের লোকজনের সঙ্গে সর্বশেষ কথা বলেন তিনি। এরপর আর কোনো যোগাযোগ করেননি বলে জনিয়েছেন সাইফুলের ছোট বোন ইরানি খাতুন।

সাইফুলের গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, তাঁর বাবার নাম আবুল খায়ের মোল্লা। তিনি নোয়াকাটি গ্রামে মাঠের হাট মসজিদের ইমাম। সাইফুলের মা বাক্‌প্রতিবন্ধী। আবুল খায়েরের এক ছেলে ও দুই মেয়ের মধ্যে সাইফুল সবার বড়।

পাইকগাছার একটি মাদ্রাসা থেকে হাফিজি পাস করেন। খুলনার বিএল কলেজে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্র তিনি। পড়াশোনার জন্য খুলনার একটি মেসে থাকতেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার সাইফুলের রেজিস্ট্রেশন কার্ডে তাঁর জন্মতারিখ উল্লেখ করা হয়েছে ১৯৯৬ সালের ১৩ অক্টোবর। সে হিসাবে তাঁর বয়স প্রায় ২১ বছর।

নোয়াকাটি গ্রামের লোকজন জানান, বাড়ি এলে মানুষের সঙ্গে খুব কম মিশতেন সাইফুল। কারও সঙ্গে তেমন কথা বলতেন না। ঘরে একাই থাকতেন তিনি। আচরণে বেশ ভদ্র ও নম্র ছিলেন। কিন্তু তিনি ছাত্রশিবির করতেন কি না—এ ব্যাপারে কোনো তথ্য এলাকাবাসীর কাছে নেই।

সাইফুলের বোন ইরানি খাতুন বলেন, চাকরি না করার কারণে শুক্রবার তাঁর বাবা আবুল খায়ের সাইফুলকে বকা দেন। এরপর জুমার নামাজ পড়ে ঢাকায় যাওয়ার কথা বলেন তিনি। বিকেলে বাড়ি ছাড়েন। রোববার (১৩ আগস্ট) ফোন করে সাইফুল জানান যে সোমবার বিকেলে গ্রামের ফিরে আসবেন। কিন্তু তিনি ফিরে আসেননি। আজ সকালে গ্রামে আত্মীয়স্বজনদের মাধ্যমে সাইফুলের নিহত হওয়ার খবর তাঁরা জানতে পারেন।

এ ঘটনার পর মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সাইফুলের বাবা আবুল খায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য ডুমুরিয়া থানায় নিয়ে যায় পুলিশ।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, সাইফুলের বাবা ইউনিয়ন পর্যায়ে জামায়াতের রুকন এবং ইউনিয়ন জামায়াতের কোষাধ্যক্ষও তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালের চতুর্থ তলায় পুলিশের ‘অপারেশন আগস্ট বাইট’ নামের জঙ্গি অভিযানের সময় মারা যান সাইফুল ইসলাম।

অভিযান শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, ‘যখন পুলিশ অপারেশন শুরু করবে, তখন সে একটি এক্সপ্লোসিভ ব্লাস্ট করে পুরো দরজা ভেঙে ফেলে। আরেকটি বোমা ব্লাস্ট করতে যাবে, তখন পুলিশ গুলি করে। তার সঙ্গে সঙ্গে সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণ ঘটিয়ে সে আত্মঘাতী হয়।’

ধানমন্ডি ৩২ নম্বরে মিছিলে সাইফুল ইসলামের হামলার পরিকল্পনা ছিল জানিয়ে আইজিপি বলেন, ‘এই ৩২ নম্বরকে কেন্দ্র করে যে মিছিলগুলো আসবে, সেই মিছিলে আত্মঘাতী বোমা হামলা করবে এবং শত শত লোককে মেরে ফেলবে- এ ধরনের প্রস্তুতি ছিল তার। আমরা গোয়েন্দারা গতকাল থেকে ফলো করে জঙ্গি আস্তানা পেয়েছি। ওলিও হোটেলে তল্লাশি করে একটি রুমে রেসপন্স পেলাম, তাতে বুঝলাম সে জঙ্গি। আমরা তাকে আটকে রাখলাম এবং তাকে সারেন্ডার করতে বললাম। কিন্তু সে সারেন্ডার করেনি।’

সাইফুল ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত উল্লেখ করে আইজিপি শহীদুল হক বলেন, ‘এই জঙ্গির তথ্য প্রাথমিকভাবে আমরা পেয়েছি। তার নাম সাইফুল ইসলাম। তার বাড়ি খুলনার ডুমুরিয়ায়। তার বাবা একটি মসজিদের ইমাম। সে মাদ্রাসার ছাত্র ছিল, খুলনার বিএল কলেজেরও ছাত্র ছিল এবং ছাত্রশিবির করত। জামায়াত-শিবির না হলে জাতির পিতার মৃত্যুদিবস জাতীয় শোক দিবসে আরেকটি ঘটনা ঘটাতে পারত না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাওর দুর্নীতি মামলার আসামি যুবলীগ নেতা চপল গ্রেফতার

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খায়রুল হুদা চপলকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে সিঙ্গাপুর যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চপল একই সঙ্গে ঠিকাদার ও সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ছিল।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত পৌনে ১২টার দিকে সিঙ্গাপুর যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাহায্যে খায়রুল হুদা চপলকে গ্রেফতার করা হয়। এপিবিএন পুলিশই তাকে গ্রেফতার করে। পরে দুদকে সোপর্দ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিরাপত্তা শঙ্কায় শাকিব-মিমের শুটিং স্থগিত

‘আমি নেতা হবো’ ছবির শুটিং করতে বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সেখানে কলাতলি বিচে মঙ্গলবার উত্তম আকাশ পরিচালিত এই ছবির শুটিং হওয়ার কথা ছিল।
কিন্তু নিরাপত্তা শঙ্কায় শুটিং করতে দেয়নি কক্সবাজার সদর পুলিশ।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান ও পরিচালক উত্তম আকাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

শুটিং করতে না পারায় ক্ষতির কথা জানিয়ে সেলিম খান বলেন, দুইদিন ধরে পুরো ইউনিট নিয়ে বসে আছি। কিন্তু একদিনও শুটিং করতে পারিনি। সোমবার সন্ধ্যায় ছবির মূল নায়ক শাকিব খান কক্সবাজার পৌঁছান। মঙ্গলবার সকালে প্রস্তুতি নিলেও পুলিশ জঙ্গি হামলার আশঙ্কায় শুটিং বন্ধ রাখতে পরামর্শ দিয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ যেহেতু দায়ভার নিতে চাইছে না, তাই বাধ্য হয়ে কোনো ঝুঁকিতে না গিয়ে শুটিং করিনি।

এদিকে, মঙ্গলবার না পারলেও শুটিং করে ফিরতে পারবেন বলে আশাবাদী ছবিটির পরিচালক উত্তম আকাশ। তিনি বলেন, সহজেই শাকিবের শিডিউল পাওয়া যায় না। তাই আমরা এখনো অপেক্ষা করে আছি। আশা করছি, পরিস্থিতি বদলালে আবার শুটিং করতে পারব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest