সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

শিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে শিল্পকলা একাডেমির শোক

বিশিষ্ট সংগীত শিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের সমবেদনা জানানো হয়েছে। বিবৃতিদাতারা হলেন, জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন, সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, সদস্য সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক,, সদর উপজেলা নির্বাহী অফিসার নুর হোসেন সজল, এডিসি আব্দুল হান্নান, এনডিসি, শেখ নূরুল হক, মঞ্জুরুল হক, হেনরি সরদার, নাসরিন খান লিপি, আবু আফফান রোজবাবু, বরুন ব্যনার্জী, শামিমা পারভীন রতœা, ফারহা দিবা খান সাথী, এড. শাহনেওয়াজ পারভীন মিলি, পল্টু বাসার, শেখ নিজাম উদ্দীন, কালচারাল অফিসারসহ সাতক্ষীরার সর্বস্তরের কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ কৃষ্ণনগরে ধর্ষণ চেষ্টাকালে এক লম্পটের লিঙ্গচ্ছেদ!

কৃষ্ণনগর প্রতিনিধি : বৃহস্পতিবার সকালে কৃষ্ণনগর হোসেনপুর গ্রামে মাছ ব্যবসায়ী জবেদ আলী গাজীর স্ত্রী(৩৬)-কে রঘুনাথপুর গ্রামের সৈয়েদ আলীর পুত্র গোলাম হোসেন(৩৫) জোরপূর্বক ধর্ষণ করতে গেলে তিনি তার লিঙ্গ ব্লেড দিয়ে কর্তন করে দেন। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ব্যবসার সুবাদে বাড়িতে না থাকায় সেই সুযোগে লম্পট গোলাম হোসেন ওই নারীকে জোর পূর্বক ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে এবং তাকে মারাত্মক জখম করে। ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে ওই নারী তার হাতের কাছে থাকা ব্লেড দিয়ে গোলাম হোসেনের লিঙ্গ কর্তন করে নেয়। গোলাম হোসেনের চিৎকারে খবর পেয়ে স্থানীয় জনতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অন্যদিকে ওই নারী গুরতর হওয়ায় চিকিৎসার জন্য তাকে বাইরে পাঠানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজের বাবাকেই বিয়ে করেন তারা!

মা ও মেয়ে নাকি সতীন। এমনই নাকি রীতি! ভারতের অসম, নাগাল্যান্ড, মেঘালয় এবং বাংলাদেশে বিভিন্ন স্থানে বসবাস করা মান্ডি উপজাতিদের মধ্যে রয়েছে এই অদ্ভুত প্রথা।

এই সম্প্রদায়ের মেয়েদের বিয়ে করে শ্বশুরবাড়ি ‌যেতে হয় না। নিজের বাবাকেই তারা বিয়ে করেন। শুনতে অদ্ভত লাগলেও এটাই সত্যি। এটাই তাদের রীতি।

বাংলাদেশের মধুপুরের বাসিন্দা অরোলা ডালবোট জানান, তখন তিনি খুব ছোট, তার বাবা মারা ‌যাওয়ায় মা আরেকটা বিয়ে করেন, আর তার মা-র দ্বিতীয় স্বামীকেই বিয়ে করতে হয় তাকে।

অরোলা জানান, তিনি তার বাবার ঔরসজাত তিন সন্তানের মা, আবার তার মায়েরও দুই সন্তান। এখানে আরও একটি প্রথা রয়েছে ‌যদি অল্প বয়সে মহিলারা বিধবা হন তাহলে তিনি তার স্বামীর পরিবারের কারোর সঙ্গেই আবার বিয়ে হন।

ভারতীয় পত্রিকা জি নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত ও বাংলাদেশে মিলিয়ে মান্ডি উপজাতির প্রায় ২০ লাখ মানুষ রয়েছেন। সূত্র: আমাদের সময়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টিজারেই উষ্ণতা ছড়াচ্ছে ‘জুলি টু’ (ভিডিও)

২০০৪-এ নেহা ধুপিয়ার ‘জুলি’র কথা মনে আছে? এ বার সেই ছবিরই সিক্যুয়েল ‘জুলি টু’-এর টিজার মুক্তি পেল।

‘জুলি টু’-তে অভিনয়েও নতুন মুখ। গল্প, পরিবেশনাও নাকি আরও বেশি উষ্ণ। ছবির নামের সঙ্গেই লেখা হয়েছে, ‘বোল্ড, বিউটিফুল অ্যান্ড ব্লেসড’। পরিচালক দীপক শিবদিশানির হাত ধরে প্রথম বার বলিউডে পা রাখছেন দক্ষিণী তারকা রাই লক্ষ্মী।

ক্যারিয়ারের শুরুতে এই অভিনেত্রীকে লক্ষ্মী রাই নামে চিনত সবাই। পরে নাম বদলে রাই লক্ষ্মী হয়েছেন তিনি। বলি ডেবিউয়ের প্রথম ধাপেই তাঁর সাহসী অথচ সাবলীল ভঙ্গি কিন্তু যথেষ্ট নজর কেড়েছে দর্শকদের। টুইটারে ছবির টিজার শেয়ার করেছেন রাই। তবে টিজার দেখে দর্শকদের বোঝার উপায় নেই যে, ছবিতে আর কোন অভিনেতাকে দেখা যাবে। আপাতত, নায়িকার সোনা গলানো রঙের চামড়ায় ঢাকা শরীরের বিভিন্ন ঝলক দিয়েই টিজার প্রকাশ করেছে ‘জুলি টু’-এর নির্মাতারা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোরবানির মাংস সংরক্ষণের কিছু উপায়

আর মাত্র দুদিন বাকি পবিত্র ঈদুল আযহার। এ দিনে আল্লাহর সন্তুষ্টি কামনায় পশু কোরবানি করা হয়। ফলে প্রায় সারাদিন ধরেই প্রতি ঘরে ঘরেই চলে কোরবানির মাংস রান্না। কেউবা প্রয়োজন মতো খাওয়ার মাংস রান্না করে বাকিটা তুলে রাখবেন ফ্রিজে।

কিন্তু ফ্রিজে তুলে রাখলেই যে মাংস সঠিকভাবে সংরক্ষণ করা হয় এমনটি নয়। আবার যাদের ফ্রিজ নেই, তারা সংরক্ষণ করবেন কীভাবে? ফ্রিজে হোক কিংবা সাধারণভাবেই হোক সঠিক উপায়ে মাংস সংরক্ষণ করা না হলে তা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। কাজেই সঠিক উপায়ে মাংস সংরক্ষণের জন্য কিছু পদ্ধতি জানা জরুরি।

জেনে নিন কোরবানির মাংস সঠিকভাবে সংরক্ষণের কিছু সহজ পদ্ধতি-

ফ্রিজে রেখে মাংস সংরক্ষণ
সবচেয়ে সহজ পদ্ধতি হলো ফ্রিজে রেখে মাংস সংরক্ষণ করা। কিন্তু এতেও কিছু নিয়ম মেনে চলতে হয়। এগুলো হলো-

# মাংস সংরক্ষণ করার আগে ফ্রিজ ভালোভাবে পরিষ্কার করে নিন। কারণ মাছ, মাংস রাখতে রাখতে ফ্রিজের ভেতরে একটা বাজে গন্ধ হয়ে যায়। তাই ঈদের আগে ফ্রিজ পরিষ্কার না করে মাংস সংরক্ষণ করলে সেই মাংসে গন্ধ হওয়ার আশঙ্কা থাকে।

# মাংস সংরক্ষণের আগে তা পানি দিয়ে ধুয়ে রক্ত পরিষ্কার করে নিন। এবার বড় চালনিতে করে মাংসের পানি ঝরিয়ে ফ্যানের নিচে রেখে শুকাতে দিন। সব পানি ঝরে গেলে পলিথিনের প্যাকেটে ভরে মাংস ফ্রিজে সংরক্ষণ করুন।

# মাংস যদি ধুতে না চান তাহলে পরিষ্কার শুকনা কাপড় দিয়ে মাংসের গায়ে লেগে থাকা রক্ত ভালমতো মুছে নিন। এবার পলিথিনে করে ফ্রিজে মাংস সংরক্ষণ করুন।

# ফ্রিজে মাংস সংরক্ষণের জন্য একটু মোটা পলিথিন ব্যবহার করাই ভালো। তাহলে ফ্রিজ থেকে মাংস বের করার সময় প্যাকেট ছিঁড়ে যাবে না।

# মাঝে মাঝে ফ্রিজে রাখা প্যাকেটগুলো একটু নাড়াচাড়া করুন। এতে করে প্যাকেট একটার সঙ্গে অন্যটা লেগে যাবে না।

# মাংস প্যাকেট করে ফ্রিজের ভেতর রাখার সময় দুই প্যাকেটের মধ্যে মোটা কাগজ বা পাতলা কাঠের টুকরা দিতে পারেন। এতে মাংসের প্যাকেট একটার গায়ের সঙ্গে আরেকটা এঁটে যাওয়ার চিন্তা থাকবে না।

# মাংস সংরক্ষণ করার জন্য অবশ্যই পরিষ্কার পলিথিন ব্যবহার করুন। আগে ব্যবহার করা হয়েছে এমন পলিথিন না নেওয়াই ভালো, কারণ এতে মাংসে গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে।

# ফ্রিজে মাংস রাখার পর এর তাপমাত্রা বাড়িয়ে দিন। তাহলে মাংস দ্রুত শক্ত হবে।

যাদের ফ্রিজ নেই তারা নিম্নোক্তভাবে মাংস সংরক্ষণ করতে পারেন-

জ্বাল দিয়ে মাংস সংরক্ষণ
জ্বাল দিয়ে মাংস সংরক্ষণ করতে হলে মাংসে চবির্র পরিমাণ একটু বেশি থাকাই ভালো। কারণ এতে মাংস দীর্ঘদিন ভালো থাকে। প্রথমে মাংস ভালো করে ধুয়ে বড় একটা হাঁড়িতে নিন। এবার হলুদ ও লবণ মিশিয়ে পরিমাণমতো পানি দিয়ে মাংস জ্বাল দিন। এই মাংস দিনে কমপক্ষে ২ বার নিয়ম করে জ্বাল দিতে হবে।

রোদে শুকিয়ে মাংস সংরক্ষণ
ফ্রিজ ও জ্বাল ছাড়াও রোদে শুকিয়ে মাংস সংরক্ষণ করা যায়। এই উপায়ে মাংস সংরক্ষণ করলেও তা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে।

# রোদে শুকিয়ে মাংস সংরক্ষণ করতে হলে চর্বি ছাড়া মাংস নিতে হবে। প্রথমে মাংস পরিষ্কার করে ধুয়ে ছোট টুকরা করে নিন। এবার তারে একটার পর একটা মাংস গেঁথে নিন।

# তারে গাঁথা মাংস ছাদে বা বারান্দায় কাপড় শুকানোর মতো করে টানিয়ে দিন। এছাড়া চুলার উপরে তার বেঁধেও আগুনের তাপে মাংস শুকানো যায়। এই উপায়ে মাংস সংরক্ষণ করলে মাংসের সমস্ত পানি টেনে মাংস একদম শুকিয়ে যায়, ফলে দীর্ঘদিন তা ভালো থাকে।

# ছাদে মাংস শুকাতে হলে পাতলা কাপড় বা নেট দিয়ে মাংস ঢেকে দিন। এতে করে ধুলোবালি পড়ে মাংস নোংরা হবে না।

# পর পর ৫-৬ দিন মাংস রোদে দিন। মাংস শুকিয়ে একদম শক্ত হলে মুখ বন্ধ করা পাত্রে বা টিনের কৌটায় মাংস ভরে ভালমতো মুখ বন্ধ করে রাখুন। মাঝে মাঝে কৌটা ধরে মাংস রোদে দিন। তাহলে পোকার আক্রমণ হবে না।

# রোদে শুকানো মাংস রান্না করার আগে কমপক্ষে ১ ঘণ্টা হালকা গরম পানিতে মাংস ভিজিয়ে রাখুন, এতে মাংস নরম হবে।

গরুর মাংসে ১৫ থেকে ২৫ শতাংশ প্রোটিন থাকে, যা অত্যন্ত উচ্চ মানের। এছাড়া এই মাংসে লৌহ, ফসফরাস ও ভিটামিন ডি থাকে। তাই মাংসের এই পুষ্টিগুণ যাতে অতি সহজেই নষ্ট না হয় সেজন্য সঠিক নিয়মে মাংস সংরক্ষণ করা উচিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যে খাবার

ঋতুর পরিবর্তন সাথে সাথে তার প্রভাব শরীরের উপর পরে। অনেকই জ্বর-সর্দি-কাশি ইত্যাদি রোগে ভোগেন। শরীরটা বেশি কাবু হলে যেতে হয় চিকিৎসকের কাছে, চলে ওষুধপথ্য সেবন। তবে প্রাকৃতিক কিছু খাবারও কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ দেয়। চলুন জানা যাক, কোন কোন খাবারের কী গুণ-

১। পালং শাক-
পালং শাকে রয়েছে নানা ধরনের পুষ্টি উপাদান। এর মধ্যে একটি অন্যতম উপাদন হলো ফলেট। এটি মানুষের শরীরে নতুন কোষ তৈরি ও ডিএনএ মেরামতে ভূমিকা রাখে। এ ছাড়া আঁশ ও ভিটামিন সি-এর মতো বিভিন্ন অ্যান্টি-অক্সিডেন্টের উৎস পালং শাক।

২। আদা-
অ্যান্টি-অক্সিডেন্টেরও ভালো উৎস আদা। খাবারের ঝাঁজ বাড়াতে আদার তুলনা নেই। অনেকের তো আদা-চা ছাড়া কোন পানীয় মুখেই রোচে না। সর্দি-কাশি কমাতে আদার ঔষধি গুণ অপরিসীম। আর ফলমূল বা সবজি থেকে পাওয়া অ্যান্টি-অক্সিডেন্ট শরীরে কাজও করে তাড়াতাড়ি।

৩। চিকেন স্যুপ-
চিকেন স্যুপ মানুষের শরীরের জন্য খুব উপকারী। এতে কারনোসিন নামের একটি রাসায়নিক পদার্থ থাকে। এটি ভাইরাসজনিত জ্বরের সংক্রমণ থেকে মানুষের শরীরকে বাঁচাতে ভূমিকা রাখে।

৪। রসুন-
রান্না করা খাবারের স্বাদ বাড়িয়ে দেয় রসুন। কাঁচা রসুন ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকজনিত আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। বিশেষ করে, ত্বকের সংক্রমণ নিরাময়ে ভালো কাজ করে রসুন। শরীরের কোলেস্টরলের পরিমাণ কমাতেও কাজ করে এটি।

৫। দই-
দুধ এবং দুধের তৈরি দইয়ে থাকা ‘ল্যাকটিক অ্যাসিড’ ব্যাকটেরিয়া, যা পেট বা অন্ত্র পরিষ্কার রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ‘ইমিউন সিস্টেম’-কে আরো শক্তিশালী করে। তবে কৃত্রিম উপায়ে তৈরি বা মিষ্টি দই না খেয়ে প্রকৃতিক উপায়ে তৈরি টক বা সাদা দই, মানে ঘরে পাতা দই খাওয়াই উত্তম। সূত্রঃ প্রিভেনশন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আকাশ নয়, মহাকাশেও ছুটবে রাশিয়ার নতুন যুদ্ধবিমান!

মিগ-৩১ ফাইটার জেটের নতুন ভার্সন তৈরি করছে রাশিয়া। তবে শুধু আধুনিকীকরণই নয়, একেবারে নতুন রূপে আনা হচ্ছে এই যুদ্ধবিমান।
এমনটাই জানানো হয়েছে রাশিয়ান সংবাদমাধ্যমে। আর এই যুদ্ধ বিমান শুধু মাত্র আকাশ নয়, মহাকাশেও ছুটবে!

মিগ সংস্থার সিইও জানিয়েছেন, এই যুদ্ধবিমানের মেশিন এতটাই আধুনিক হবে যে এটি মহাকাশেও চালানো যাবে এটি। থাকবে নতুন অস্ত্র, অধিক গতি, অনেক বেশি অপারেশনাল রেঞ্জ।

এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সিইও ইলিয়া তারানেসকো জানিয়েছেন, যুদ্ধবিমানের নির্মাণ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি একেবারে নতুন চেহারায় ফিরে আসবে। যেখানে থাকবে একেবারে নতুন প্রযুক্তির ব্যবহার।

রাশিয়ার পুরো সীমান্ত জুড়ে তৎপর নজরদারি চালাবে এই যুদ্ধবিমান। পরবর্তীতে পাইলট ছাড়াও উড়তে পারবে এটি, এমনটাই জানানো হয়েছে। তবে যুদ্ধবিমান সম্পর্কে খুব বেশি তথ্য এখনও প্রকাশ্যে আনা হয়নি। এর আগে রাশিয়া জানিয়েছিল, এই যুদ্ধবিমানে শক্তিশালী লেজার থাকবে যা শত্রুপক্ষের মিসাইলকে আঘাত করতে পারবে। হামলাকারী মিসাইলকে জ্বালিয়ে-পুড়িয়ে দেবে এই লেজার।

রাশিয়া নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে রেডিও ইলেক্ট্রনিক টেকনোলজি গ্রুপ এর উপদেষ্টা ভ্লাদিমির মিখিয়েভ জানান, ইতোমধ্যেই রাশিয়ার হেলিকপ্টার ও যুদ্ধবিমানে লেজার প্রযুক্তি স্থাপন করা হয়েছে। তিনি বলেন, কোনও মিসাইল রাশিয়ার দিকে ফিরে তাকালেও তাকে শেষ করে দেওয়া হবে। আর স্বাভাবিকভাবেই নতুন সিক্সথ জেনারেশন ফাইটার জেটে থাকবে এই প্রযুক্তি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘প্রত্যেকদিন হাজার হাজার প্রেমের প্রস্তাব আসে’

শ্রীলেখা মিত্র, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। আবেদনময়ী এ তারকার কমেডি শো ‘মীরাক্কেল’-এর বিচারক হিসেবে রয়েছে দারুণ জনপ্রিয়তা।
আর ক্যারিয়ারে ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘এক মুঠো ছবি’, ‘কাঁটাতার’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘চৌকাঠ’-এর মতো বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্রও উপহার দিয়েছেন তিনি। অভিনয় ও রূপের জাদুতে দুই বাংলায় রয়েছে তার অসংখ্য ভক্ত।

ব্যক্তি জীবনে শ্রীলেখা ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। তাদের ঘরে রয়েছে এক কন্যা সন্তান। তবে দীর্ঘ দিনের সংসার জীবনের ইতি টেনে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। এ আলাপচারিতায় প্রেম-বিয়েসহ নানা বিষয় উঠে এসেছে। এ সময় তাকে প্রশ্ন করা হয়, এখনো কী তিনি একাই আছেন? বয়ফ্রেন্ড বা নতুন করে বিয়ে করার কথা ভাবছেন কিনা?

জবাবে শ্রীলেখা বলেন, ‘না, বিয়ের কথা ভাবছি না। আমার মনে হয় না বিয়ে করব। বন্ধুবান্ধব অবশ্যই রয়েছে। বয়ফ্রেন্ড ওরকম কেউ নেই। বন্ধু রয়েছে। বান্ধবীরা রয়েছে। আমি নিজেকে একা মনে করতেই পারি না। সবচেয়ে বড় কথা, আমার মেয়ে রয়েছে। আমার একটা কুকুর ছানা রয়েছে। সে আমার ছেলে- চিন্তামণি। সুতরাং আমি একদম একা ফিল করি না। ’

কারো কারো কাছে এখনো তিনি ফ্যান্টাসি। এখন প্রেমের প্রস্তাব এলে কী করবেন? জবাবে শ্রীলেখা বলেন, ‘প্রেমের প্রস্তাব প্রত্যেকদিন হাজার হাজার আসে। তার মানে আমি গদগদ হয়ে যাই তা নয়। আমারও তো ভালো লাগতে হবে। সবার সঙ্গে তো আমি প্রেম করতে পারব না। যারা এসব করতে চান করুন। আমার অসুবিধে নেই। অভিনেত্রীদের লোকে যদি ফ্যান্টাসাইজ না করে তা হলে সে কীসের অভিনেত্রী। আমার অভিনয় বা আমার শরীর দেখতে যদি কারো ভালো লাগে ক্ষতি কী? আমার এসব নিয়ে মাথাব্যথা নেই। কেউ যদি প্রেম নিবেদন করে তাকে দেখব। আমার ভালো লাগলে প্রেম করব না হলে নয়। প্রচুর লোককে আমি ফোনে ও হোয়াটসঅ্যাপে ব্লক করেছি। ’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest