সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণদেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে থানায় মামলাস্বৈরাচার ঠেকিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপিরসাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদেররাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাবতালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিতভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণসাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ইটাগাছা এলাকা পরির্দশনে সদর ইউএনও

বঙ্গবন্ধু হত্যার তদন্তে দুর্বলতা ছিল : প্রধান বিচারপতি

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে রাঘব বোয়ালরা জড়িত থাকলেও তদন্তে দুর্বলতার কারণে তাদের বিচারের আওতায় আনা যায়নি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রক্তদান কর্মসূচিতে সুপ্রিম কোর্ট ও আপিল বিভাগের বিচারপতিসহ অন্যরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান বিচারপতি বলেন, ‘আজকে আমাদের ইতিহাসের একটি মর্মান্তিক দিন। বাংলার মানুষ স্বাধীনতার স্থপতিকে শুধু হারায়নি, তার বিশ্বাস, তার ভবিষ্যৎ সবাইকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। এই উপমহাদেশের দুই জাতির পিতাকে হত্যা করা হয়েছে। একজন মহাত্মা গান্ধী, আরেকজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু এই দুই মহান নেতার মৃত্যুর কারণ কিন্তু দুটো।’

তিনি বলেন, ‘মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল তিনি পাকিস্তান এবং ভারতের মধ্যে যে রায়ট লেগেছিল এবং পশ্চিমবঙ্গ-পাঞ্জাবে রক্তের বন্যা বয়েছিল। কোনোমতেই উনি সরকারকে, নেহরু প্রধানমন্ত্রী; তাকে বলেছিলেন রায়ট বন্ধ করতে। সর্দার বল্লভ ভাই প্যাটেল ডেপুটি প্রাইম মিনিস্টার এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। উনিও অনেক চেষ্টা করেছিলেন কিন্তু করেন নাই।’

এসকে সিনহা বলেন, ‘রায়টের সময় পশ্চিমবঙ্গে শুধু ১০ লাখ লোক মারা যায়। এর মধ্যে ২ লাখের ওপর মুসলমান মারা যায়। এরপর মহাত্মা গান্ধী আমরণ অনশনে বসলেন এবং বললেন এই রায়ট যদি বন্ধ না করা হয় আমি অনশন বন্ধ করব না। ভারত সরকার তখন সজাগ হলো, রায়টটা বন্ধ হয়ে গেল। হিন্দু উগ্রবাদী মথুরাম গোৎসে সহ্য করতে না পেরে তাকে হত্যা করলো। এটা সম্পূর্ণভাবে সাম্প্রদায়িকতা, অন্ধ বিশ্বাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

গতকাল ছিল তার জন্মদিন। আর বিশেষ এই দিনে তিনি জানালেন, পাঁচ মাসের গর্ভবতী তিনি। এতদিন পরিবার এবং কাছের কিছু মানুষেরা জানলেও মিডিয়াকে জানতে দেননি। শুভদিনে খবরটি সবাইকে জানান গায়িকা। এই বিষয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার বাবা বিষয়টির সত্যতা স্বীকার করেন।

এ প্রসঙ্গে সুনিধির বাবা বলেন, ‘সুনিধির জীবনে এটা একটা নতুন অধ্যায়। আমরা সকলেই খুব খুশি। ও সব সময়ই খুব পরিশ্রমী ছিল। ওর কাজের মাধ্যমে আমাদের গর্বিত করেছে। ওর যাবতীয় কমিটমেন্ট শেষ করেছে। এবার আমরা সকলে মিলে ওর এই অবস্থায় বাড়ি থেকে না বেরনোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ ওর সুস্থ থাকাটা এখন আমাদের কাছে সবার আগে।’

১৮ বছর বয়সে গায়িকা বিয়ে করেছিলেন কোরিওগ্রাফার ববি খানকে। তবে সে দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। এরপর দু’বছর প্রেম করার পর ২০১২-তে মিউজিক কম্পোজার হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি। এই সংসারে আসছে নতুন অতিথি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস পালিত

আরাফাত হোসেন লিটন: দেবহাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসকে ঘিরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শোক র‌্যালী, আলোচনাসভা, চিত্রাঙ্কন, ভিডিও প্রদর্শন, উপস্থিত বক্তব্য, বঙ্গবন্ধুর জীবন আর্দশ নিয়ে রচনা, কুইজ প্রতিযোগীতা ও দোয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খানবাহাদুর আহছান উল্লা কলেজ: উপজেলার ঐতিহ্যবাহী খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রভাষক আবু তালেবের সঞ্চলনায় আইসিটি কক্ষে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ আলহাজ্জ আব্দুল মজিদ, শিক্ষকদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন বাংলা বিভাগের প্রধান পিযুষ কান্তি মল্লিক, সহকারী অধ্যাপক আলহাজ্জ এস এম হারুন-অর রশীদ, কামিদুল হোসেন, শেখ মিজানুর রহমান, স্বপন মন্ডল, আকবর আলী, আজহারুল ইসলাম, আব্দুল আজিজ, আলহাজ্জ মনিরুল ইসলাম, মইনুদ্দিন খান, আকরাম হোসেন, আলহাজ্জ মাসুদ করিম, রনঞ্জন কুমার মন্ডল, আব্দুর রহমান, ফেরদৌসি পপি, রাবেয়া খাতুন, দৌলতুননেছা পারুল, রিতা রানী প্রমূখ। এসময় সকল বিভিাগের শিক্ষক-শিক্ষিকা, কলেজ স্টাফ বৈদ্যনাথ সরদার, আলিম, মামুন, ফাতেমাসহ বিভিন্ন শিক্ষক-কর্মচারী, রোভার স্কাউট সদস্য ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
হাজী কেয়ামউদ্দীনউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ: উপজেলার সখিপুরস্থ হাজী কেয়ামউদ্দীন মহিলা কলেজে যথাযথ মর্যাদায় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শোক র‌্যালী শেষে আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ আবুল কালমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মাজেদ, কলেজ প্রতিষ্ঠাতা আলহাজ্ব সালামোতুল্লাহ গাজী, মনোরঞ্জন মুখার্জি মনি বাবু। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, জাহাঙ্গীর কবির, ক্রীড়া শিক্ষক মিলনী রানী প্রমূখ।

সখিপুর হাই স্কুল: দেবহাটায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয় বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আলোচনা সভায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন ও অন্যান্য সদস্য উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ইয়াকুব আলী, আলমগীর কবির, নির্মল কুমার গাইন, শাহিনা আখতার, রেকসোনা তরফদার, মনিকা রানী বসু প্রমুখ।

উদায় প্রি-ক্যাডেট স্কুল: দেবহাটায় ধোপাডাঙ্গাস্থ উদায়ন প্রিক্যাডেট স্কুলে শোক দিবস পালিত হয়েছে। স্কুলের সার্বিক ব্যবস্থাপনায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা আবু হাসান, প্রধান শিক্ষক ইশারাত আলী, শিক্ষক মামুন আহম্মেদ, লাবনী বিশ্বাস, সনিয়া আক্তার, সঞ্জয় সরকার, রাজা, ফতেমা খাতুন, টুকটুকি, ফরিদা খাতুন, প্রিয়াংকা, সাহানারা খাতুন প্রমূখ।
চন্ডিপুর প্রি-ক্যাডেট স্কুল: উপজেলার চন্ডিপুর প্রি-ক্যাডেট স্কুলে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা করিমউল্লাহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবহাটা থানার এসআই মাজরিহা হোসাইন, শিক্ষক আবু সাঈদ, আব্দুর রশিদ, মনোজ কুমার, জয়দেব কুমার, রেশমা খাতুন, সমাপ্তি, সম্পা, ইরানি, লিপি প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা কারেন হাফেজ আব্দুল হান্নান। অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে খিঁচুরি পরিবেশন করা হয়।

ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়: ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতার ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল ৯টায় র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশীদ, ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক আব্দুর রব লিটু ও কেএম রেজাউল করিম, সহকারী শিক্ষক এবরান আলী, সাইফুল্লাহ আল তারিকসহ সকল শিক্ষক-শিক্ষিকারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নানা আয়োজনে দেবহাটায় জাতীয় শোক দিবস পালিত

কেএম রেজাউল করিম: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মুক্তিযুদ্ধের স্থপতি, বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনে দেবহাটায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে শোক র‌্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে শোক দিবসের কার্যক্রম শুরু করা হয়। উপজেলা শহিদ মিনার চত্তরে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি, দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমূখ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরুপ কুমার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, যুবউন্নয়ন কর্মকর্তা ইসমোআরা বেগম, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাঈন, হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুস সামাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। শেষে যুবঋণের চেক বিতরণ, সমাজসেবার পক্ষ থেকে দুই মুক্তিযোদ্ধাকে হুইল চেয়ার, মেধাবী ও দারিদ্র ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি এবং রচনা, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তব্য, কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহনে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

সদর ইউনিয়ন: দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়নের বিভিন্ন স্থানে শোক দিবস পালিত হয়েছে। দেবহাটা বাজারে, সদর ইউনিয়ন পরিষদেসহ বিভিন্ন স্থানে শোক র‌্যালী ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক আনারুল হক, আব্দুর রউফ, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনিস সরদার, ইউপি সদস্য আরমান হোসেন, সিরাজুল ইসলাম শিরু, আওয়ামী নেতা আনারুল ইসলাম, শ্যামল কুমারসহ বিভিন্ন স্থরের নের্তৃবৃন্দ। এছাড়া টাউনশ্রীপুরস্থ সদর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শোক দিবস পালিত হয়েছে। সভাপতি আবুল কাশেমের নেতৃত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বক্কার গাজী, অধ্যাপক ডাঃ আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মিহির কুমার মন্ডল, ডাঃ নিমাই চন্দ্র মন্ডল, শরিফুল ইসলাম প্রমুখ।

সখিপুর ইউনিয়ন: উপজেলার সখিপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শোক দিবস পালিত হয়েছে। সখিপুর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।সখিপুরের ঈদগাহ বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নানের নির্দেশনায় ৭ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, বিজন কুমার ঘোষ, নওয়াব আলী, আরশাদ আলী, ইউপি সদস্য মোনাজাত আলী ও আবুল হোসেন, হাফিজুর রহমান হাফিজ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, সাধারন সম্পাদক মহব্বত আলী, রুহুল আমিন খোকন, মঈনউদ্দীনসহ সর্বস্থরের জন সাধারণ। অন্যদিকে, সখিপুরের ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বটতলা মোড়ে ইউপি সদস্য নির্মল কুমার মন্ডলের আয়োজনে এবং ৮নং ওয়ার্ডের পাকড়াতলা মোড়ে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলামের উদ্যোগে শোক দিবস পালিত হয়েছে। এছাড়া সখিপুর মোড়ে কয়েকটি ওয়ার্ডের সমন্বয়ে শোক দিবসের কর্মসূচি পালিত হয়। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নওয়াপাড়া ইউনিয়ন: উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বাঙ্গালী জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার গাজীরহাটস্থ নওয়াপড়া ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় হতে শোক র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের অজয় ঘোষ, মোখছেদ আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম ঘোষ, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইমান আলী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মামুন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য আবুল কাশেম, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মহানন্দ সরকার, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিশ্বনাথ ঘোষ, যুগ্ন-সম্পাদক ও ইউপি সদস্য মিজানুর রহমান, ৫নং ওয়ার্ড ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আসমাতুল্লা আসমান, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল করিম, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামসুর রহমান, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মমিন গাজী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শ্যাম মোল্যা, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, ইউনিয়ন পুলিশিং ফোরামের সভাপতি আসাদুর জামান রব, সাধারণ সম্পাদক আনিসউজ্জামান বকুল,ইউনিয়ন যুবলীগের সভাপতি সুধান বর, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, আনারুল ইসলাম, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের ছাব্বির হোসেন, সাগর হোসেন, আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম, যুবলীগনেতা আমিনুর রহমান বাবু, মনিরুল ইসলাম, অশোক ঘোষ প্রমূখ।

পারুলিয়া ইউনিয়ন: পারুলিয়াস্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে র‌্যালি ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে শোক দিবস পালিত। উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শোক র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আলোচনা অনুষ্ঠানে সমাবেত হয়। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা আওয়ামলীগের সভাপতি শফিকুর রহমান সেজ খোকন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামসেদ আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দীন বিশ্বাস আবারাসহ সর্বস্থরের আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ।
এদিকে, কুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান ইমাদুল ইসলামের নের্তৃত্বে বর্ণাঢ্য শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই ভাবে কুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নানা আয়োজনে শোক দিবস পালিত হয়েছে। .

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাগেরহাটে পুলিশ প্রহরায় আ ’লীগের দুই গ্রুপের শোক দিবস পালন

মো: শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশ প্রহরায় আওয়ামীলীগের দুই গ্রুপ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম জাতীয় শোক দিবস পালন করেছে। অনাকাঙ্খিত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ও প্রশাসনের শর্তে উভয় গ্রুপের মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ছিল। উভয় গ্রুপের কর্মসূচি সীমাবদ্ধ ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সমাবেশ, পথসভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের মধ্যে। এ নিয়ে উভয় গ্রুপে কর্মী সমর্থকদের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করে।
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন সমর্থিত গ্রুপ সকালে মোরেলগঞ্জ বাজারের পুরাতন মাছ বাজার এলাকায় কর্মসূচি পালন করে। এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.শাহ-ই আলম বাচ্চু। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শফিকুর রহমান লাল, ইব্রাহিম হোসেন হাওলাদার, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল হাওলাদার ভিপি, চেয়ারম্যান এইচ এম মাহামুদ আলী, যুবলীগ উপজেলা আহবায়ক মোজাম্মেল হোসেন মোজাম, পৌর আহবায়ক আসাদুজ্জামান বিপু, আরিফুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল হালিম জোমাদ্দার, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক ইলিয়াস হোসেন দুলাল, কেএম শহিদুল ইসলাম, শ্রমিকলীগ সভাপতি আলমগীর হোসেন বাদশা, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সুমন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি কার্যনির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড.আমিরুল আলম মিলন, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক এমদাদ ও পৌর আওয়ামীলীগ সভাপতি মেয়র এ্যাড.মনিরুল হক তালুকদারের নেতৃত্বাধীন গ্রুপ পৌর ভবনের সমানে কর্মসূচি পালন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব সরোয়ার হোসেন, সাবেক সভাপতি ডাঃ মোসলেম উদ্দিন, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন মৃধা, দপ্তর সম্পাদক মাষ্টার সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা চেয়ারম্যান ডাঃ আকরাম হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, জেলা ছাত্রলীগ নেতা মেজবাহ ফাহাদ সহ অঙ্গ সংগঠন ও ইউনিয়নের নেতা কর্মী।
এছাড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে ১৫ আগস্ট উপলক্ষ্যে শোক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকালে শোক র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভা শেষ অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ ই আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আলমগীর হুসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মুফতি কামাল, উপজেলা কৃষি অফিসার অনুপম রায়, উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার ঘোষ,সমাজসেবা অফিসার মঞ্জুরুল হাচান, জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনা, থানা অফিসার ইন চার্জ মো. রাশেদুল আলম, উপজেলা সাব-রেজিষ্টার লুৎফুন নাহার লতা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শেখ মো: ওহাব, অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল হান্নান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় জাতীয় শোক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

তালা প্রতিনিধি : তালায় ১৫ আগস্ট মঙ্গলবার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষীকি উপলক্ষ্যে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের হয়ে উপ-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তালা শিল্পকলা একাডেমি চত্বরে শেষে হয়। এরপর শিল্পকলা একাডেমি হলরুমে জাতীর জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পূস্পর্ঘ অর্পনের মধ্য দিয়ে সর্বপ্রথম সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) মাননীয় সংসদ এ্যড. মুস্তফা লুৎফুল্লা, তালা উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ, তালা প্রেসক্লাব, উপজেলা ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি, বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এনজিও বিভিন্ন রাজনৈতিক দল শ্রাদ্ধা নিবেদন করেন । পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) মাননীয় সংসদ এ্যড. মুস্তফা লুৎফুল্লা। তালা প্রেসক্লাবের যুগ্ন-আহবায়ক ও উপজেলা ছাত্রলীরে সভাপতি সরদার মশিয়ারের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, সহকারী কমিশনার(ভুমি) মোঃ লিটন আলী কেন্দ্রী যুবলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা থানা অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ মোল্যা জাকির হোসেন, তালা উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মাষ্টার আলাউদ্দীন জোয়াদ্দার, তালা থানা উপ-পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাড. আব্দুর রহমান প্রমুখ। এসময় উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক পাড় গোলাম মোস্তফা, জেএসডি নেতা মীর জিল্লুর রহমান ও আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ’র নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সর্বশেষ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পাওনা টাকা চাইতে গিয়ে দায়ের কোপে মৃত্যু শয্যায় হাসান

কেএম রেজাউল করিম : দেবহাটাস সখিপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে আহত হাসানের অবস্থা সংকটাপন্ন। বর্তমানে সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে। এদিকে হাসানকে দা দ্বারা কোপানো আসামী আদালতে আত্মসমর্পন করেছে বলে জানা গেছে। এ বিষয়ে দেবহাটা থানায় একটি মামলা হয়। স্থানীয়রা জানায়, সখিপুর গ্রামের সামছুর রহমানের পুত্র হাসান (৪২) এর কাছে একই গ্রামের আজিবর রহমানের পুত্র মোনাজাত আলী (৪০) ৩ শত টাকা পেত। ঐদিন সন্ধ্যায় মোনাজাত আলী হাসানের কাছে তার টাকা চাইলে হাসান সেসময় টাকা নেই পরে দেব বলে বলে জানায়। এতে মোনাজাত ক্ষিপ্ত হয়ে হাসান রাতে বাড়ি যাওয়ার পথে তাকে দা দিয়ে কোপায়। এ ঘটনায় হাসানের পিতা দেবহাটা থানায় গত ৭/৮/২০১৭ ইং তারিখে নং-৮৭/২০১৭মামলা করলে পুলিশ মোনাজাতের পিতা আজিবরকে আটক করে জেলহাজতে প্রেরন করে। আর হাসান মারাত্মক আহত হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রসুলপুর হাইস্কুলে জাতীয় শোক দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ছাত্র-ছাত্রীদের মধ্যে হামদ-নাত/ভক্তিগান, আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এই প্রতিযোগিতা পরিচালনা করেন। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. নজরুল ইসলাম, চেয়ারম্যান, জেলা পরিষদ, সাতক্ষীরা ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, চেয়ারম্যান উপজেলা পরিষদ, সাতক্ষীরা, মিজানুর রহমান খান রবি ও সিরাজউদ্দীন খানসহ সুধীবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবুল বাসার। আরো উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য মো. শামসুর রহমান, লিয়াকত আলি খান, সৈয়দ রেজাউল হোসেন ও রোখসানা খাতুন। নজরুল ইসলাম বলেন,- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী আজকের দিনে শাহাদৎ বরণ করেন। তাঁর কন্যার হাতকে শক্তিশালী করে আমাদের মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমাদের বেশি বেশি করে জাতির জনকের জীবনী পড়তে হবে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরিশেষে মহান নেতা ও তাঁর পরিবারের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরিচালনা করেন শিক্ষক মাওলানা মো. মিজানুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest