সর্বশেষ সংবাদ-
কোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদেররাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাবতালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিতভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণসাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ইটাগাছা এলাকা পরির্দশনে সদর ইউএনওপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় শিক্ষার্থীদের জন্য ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ !জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমানের পিতার মৃত্যুখুলনার নাছিরপুর খাল উন্মুক্ত হলো: ২০ গ্রামের মানুষের উচ্ছ্বাস উল্লাস

স্প্যানিশ লিগ শুরুর আগেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচটি দারুণ উপভোগ করেছে ফুলবল প্রেমীরা। তবে শেষ হাসিটা অবশ্য রিয়াল সমর্থকদের।
যদিও জয় ছাপিয়ে এখন আলোচনায় রিয়ালের সেরা তারকা রোনালদোর লাল কার্ড।

প্রথমার্ধে মাঠে ছিলেন না। ম্যাচের ৫৮তম মিনিটে যখন মাঠে নামেন তখন পিকের আত্মঘাতী গোলে এগিয়ে সফরকারীরা। তাই তো দর্শকদের দুয়ো ধ্বনির মধ্য দিয়ে মাঠে নামেন সিআর সেভেন। তবে জবাব দিতে বেশি সময় নেননি পর্তুগাল অধিনায়ক। ম্যাচের ৮০তম মিনিটে পাল্টা আক্রমণে জোরালো শটে ন্যূ ক্যাম্পকে স্তব্ধ করে দেন রোনালদো। এখানেই থেমে থাকেননি, গোলের পর জামা খুলে গর্জন করে পেশী প্রদর্শন করে হলুদ কার্ডও দেখেন তিনি।

এরপর সেই অপ্রীতিকর ঘটনা। অবশ্য যে কারণে তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেওয়া হয়েছে সেটা নিয়েও বিতর্ক কম নয়। গোল করার পরের মিনিটেই ডি-বক্সে পায়ে বল রাখতে না পেরে পড়ে গিয়েছিলেন রোনালদো। তখন ডি-বক্সে ডাইভের অভিযোগে তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। হলুদে হলুদে মিলে যেটা হয়ে যায় লাল কার্ড। বিতর্কিত ওই সিদ্ধান্তে মেনে নিতে পারেননি পর্তুগিজ তারকা। বেরিয়ে যাওয়ার আগে আস্তে করে ধাক্কা মেরে বসেন রেফারিকে।

অবশেষে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে আরেকটি শিরোপা জয়ের পথে এগিয়ে যায় রিয়াল। তবে রেফারি ম্যাচের প্রতিবেদনে ধাক্কা মারার বিষয় উল্লেখ করার এখন আলোচনা রোনালদোর সেই ধাক্কা। যার সর্বোচ্চ শাস্তি ১২ ম্যাচের নিষেধাজ্ঞা।

স্প্যানিশ ফেডারেশনের শৃঙ্খলতাজনিত বইয়ের ৯৬ নম্বর আর্টিকেলে আছে, ‘রেফারিকে মৃদু আঘাত করলে ৪-১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ করা যেতে পারে। ’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সঞ্জয়ের ‘ভূমি’তে সানি লিওনের ফার্স্ট লুক

বলিউডে বেশ এক দশক পার করলেও এখনও মূল ধারার সিনেমাতে নায়িকা হিসেবে সুযোগ পাননি সানি লিওন। তবে আইটেম গার্ল হিসেবে তার জয়জয়কার চলছেই।
শাহরুখ খানের ‘রইস’ সিনেমায় ‘লায়লা’ হয়ে ঝড় তুলেছিলেন। অজয় দেবগনের বহুল আলোচিত সিনেমা ‘বাদশাহো’তেও আইটেম গার্ল সানি। ছবিটি এখনো মুক্তি পায়নি। এরইমধ্যে আইটেম গানটি জনপ্রিয়তা শীর্ষে।

দীর্ঘ সময় পর ‘ভূমি’ দিয়ে বলিউডে ফিরছেন সঞ্জয় দত্ত। বাবা-মেয়ের কাহিনী নিয়ে নির্মিত এ ছবিতেও আইটেম গার্ল হিসেবে দেখা যাবে সানি লিওনকে। গতকাল গানটিতে নিজের ফার্স্ট লুক প্রকাশ করেছেন তিনি।
আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘ভূমি’। ছবিতে সঞ্জয়ের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি। ছবিটি পরিচালনা করছেন উমাঙ্গ কুমার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে বিএনপি ও জামায়াতের তিন নেতাকর্মীসহ ৬৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২ বোতল ফেন্সিডিল, ১৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ২৯ জন, কলারোয়ায় ছয়জন, তালায় ১০ জন, কালিগঞ্জে পাঁচজন, শ্যামনগরে চারজন, আশাশুনিতে চারজন, দেবহাটায় পাঁচজন ও পাটকেলঘাটা থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৯টি মামলা করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

স্পোর্টস ডেস্ক : গোল পেলেন লিওনেল মেসি। দুর্দান্ত গোলের পর লাল কার্ড দেখলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আত্মঘাতী গোল, হলুদ কার্ডের ছড়াছড়ি; রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। ফুটবল বিশ্ব দেখলো আরেকটি রোমাঞ্চকর ক্লাসিকো। কাম্প নউয়ে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে আরেকটি শিরোপা জয়ের পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।
অথচ রোববার রাতে ম্যাচের প্রথমার্ধ দেখে মনেই হয়নি এতটা রোমাঞ্চ অপেক্ষা করছে।
পিএসজিতে চলে যাওয়া নেইমারকে ছাড়া প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামে বার্সেলোনা। রিয়ালের প্রথম একাদশে ছিলেন না রোনালদোও।
দশম মিনিটে গোলের প্রথম সুযোগ লুইস সুয়ারেস নষ্ট করেন গোলরক্ষক কেইলর নাভাস বরাবর মেরে। ২৫তম মিনিটে মেসির ফ্রি-কিক ক্রসবারের একটু ওপর দিয়ে যায়। বলার মতো তেমন সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল।
প্রথমার্ধেই হলুদ কার্ড দেখেন কাসেমিরো, গ্যারেথ বেল, দানি কারভাহাল, মেসি ও জেরার্দ পিকে।
তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জমে উঠে ম্যাচ। আর পঞ্চম মিনিটেই পিকের ভুলে এগিয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে মার্সেলোর ক্রস তেমন কোনো চাপ ছাড়াই বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালে জড়িয়ে দেন স্প্যানিশ এই ডিফেন্ডার। বাকি সময়টায়ও নিজের মান অনুযায়ী খেলতে পারেননি।
একটু পরই সমতা ফেরানোর দারুণ সুযোগ নষ্ট করে বার্সেলোনা। ডান দিক থেকে জর্দি আলবার নিচু ক্রসে পা লাগাতে পারেননি মেসি। বল পেয়ে বাঁ থেকে জেরার্দ দেউলোফেউ আরেকটি ক্রস বাড়ান। এবারও সংযোগ ঘটাতে পারেননি আর্জেন্টিনার ফরোয়ার্ড।
৫৫তম মিনিটে পিকেকে পায়ের কাজে বোকা বানিয়ে নেওয়া বেনজেমার ক্রসে কারভাহালের শট গোললাইন থেকে ফেরান জর্দি আলবা।
৫৮ মিনিটে দুয়ো ধ্বনির মধ্য দিয়ে বেনজেমার বদলে মাঠে নামেন রোনালদো। বেশিক্ষণ থাকতে পারেননি মাঠে, তবে জবাবটা ঠিকই দিয়ে দিয়েছেন স্বাগতিক দর্শকদের।
৭১ মিনিটে খুব কাছ থেকে মার্সেলোর শট ঠেকিয়ে বিপদ বাড়াতে দেননি বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
অপর প্রান্তে সমতা ফেরানোর সবচেয়ে সহজ সুযোগটা নষ্ট করেন সের্হিও বুসকেতস। জটলা থেকে দেনিস সুয়ারেসের বাড়ানো বল খুব কাছ থেকে মারেন ক্রসবারের উপর দিয়ে।
কয়েকটি সুযোগ নষ্ট করা মেসি অবশেষে ৭৭তম মিনিটে সমতা ফেরান পেনাল্টি থেকে বুদ্ধিদীপ্ত কিকে নাভাসকে উল্টো দিকে পাঠিয়ে। সুয়ারেসকে ফেলে দেওয়ার অভিযোগে নাভাসের বিরুদ্ধে দেওয়া সিদ্ধান্তটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
তখনও বাকি ছিল রোনালদোর চমক। ৮০তম মিনিটে পাল্টা আক্রমণ ইসকোর বাড়ানো বল ধরে পায়ের কাজে পিকেকে পরাস্ত করে ডি-বক্সে ঢুকেই জোরালো শটে চুপ করিয়ে দেন কাম্প নউকে। উপরের ডান কোনা দিয়ে জালে ঠোকা বলটি ঠেকানোর কোনো উপায় জানা ছিল না গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের।
গোলের পর জামা খুলে গর্জন করে সুগঠিত শরীর দেখান পর্তুগিজ অধিনায়ক। দেখেন হলুদ কার্ডও।
দুই মিনিট পর ডি-বক্সে ডাইভের অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হন রোনালদো। রেফারির এই অভিযোগ নিয়েও বিতর্ক উঠতে পারে। তবে লাল কার্ড দেখে মেজাজ হারিয়ে হাত দিয়ে রেফারির পিঠে ধাক্কার জন্য শাস্তিও মুখোমুখি হতে পারেন চার বারের বর্ষসেরা এই ফরোয়ার্ড।
প্রতিপক্ষ দলে একজন কম থাকার সুবিধা নিয়ে বার্সেলোনা ঘুরে দাঁড়াতে পারেনি। উল্টো ম্যাচের শেষ দিকে লুকাস ভাসকেসের বাড়ানো বলে আসেনসিওর আরেকটি দুর্দান্ত গোলে জয় নিশ্চিত হয়ে যায় জিনেদিন জিদানের দলের।
বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরতি লিগে ঘুরে দাঁড়াতে হলে অসাধ্যই সাধন করতে হবে এরনেস্তো ভালভেরদের দলকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

স্পোর্টস ডেস্ক : পিএসজির হয়ে অভিষেকে আলো ছড়ালেন নেইমার। বল পায়ে দারুণ সব কারুকাজে মুগ্ধ করলেন ভক্ত-সমর্থকদের। সেই সঙ্গে একটি করে গোল করলেন ও করালেন। সঙ্গে এদিনসন কাভানির নৈপুণ্যে লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে পিএসজি পেল টানা দ্বিতীয় জয়।
রোববার রাতে ফ্রান্সের লিগ ওয়ানে গ্যাঁগোঁর মাঠে ৩-০ গোলে জিতেছে প্যারিসের ক্লাবটি।
ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন এদিনসন কাভানি। শেষ দিকে জয় নিশ্চিত করেন বার্সেলোনা থেকে আসা নেইমার। পুরো ম্যাচেই গোলের বেশ কিছু সুযোগ তৈরি করার পাশাপাশি দেখিয়েছেন ট্রেডমার্ক পায়ের কাজ।
ম্যাচের ৩৫তম মিনিটে ডান দিক থেকে নেইমারের দারুণ এক ক্রসে মার্কিনিয়োসের হেড ক্রসবারে লাগায় এগিয়ে যাওয়া হয়নি পিএসজির। পরের মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে এদিনসন কাভানির বিদ্যুৎ গতির ফ্রি-কিক শেষ মুহূর্তে কোনোমতে ঠেকান গোলরক্ষক।
শুরু থেকে একচেটিয়া আক্রমণ করে যাওয়া পিএসজির গোলের অপেক্ষা শেষ হয় দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে। অবশ্য সেটা প্রতিপক্ষের হাস্যকর ভুলে; ডি-বক্সের মধ্যে থেকে ব্যাকপাস দিয়েছিলেন ইকোকা, ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি গোলরক্ষক।
৬২তম মিনিটে নেইমারের লম্বা রক্ষণচেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন গত মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা কাভানি।
৬৭তম মিনিটে কাভানির কাটব্যাক ফাঁকায় পেয়েছিলেন নেইমার; কিন্তু ঠিকমতো শট নিতে পারেননি। ৮১তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কোনাকুনি জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।
তবে পরের মিনিটেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যান বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। প্রথম প্রচেষ্টায় ঠিকমতো হেড করতে পারেননি; কিন্তু কাভানির ফিরতি পাস পেয়ে কাছ থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ২২ কোটি ২০ লাখ ইউরো মূল্যের এই খেলোয়াড়। আর তাতে জয়টাও নিশ্চিত হয়ে যায় গত পাঁচ মৌসুমে চারবার লিগ ওয়ান চ্যাম্পিয়নদের।
আরেক ম্যাচে রাদামেল ফালকাওয়ের হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে মোনাকো। দিজোঁর মাঠে ৪-১ গোলে জিতেছে গত মৌসুমে আলো ছড়ানো কিলিয়ান এমবাপেকে বেঞ্চে বসিয়ে খেলতে নামা বর্তমান চ্যাম্পিয়নরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চুল ও ত্বকের যত্নে খেজুরের গুণাবলি!

খেজুর খেতে আমরা অনেকেই ভালবাসি। কিন্তু আমরা অনেকেই জানি না যে, সৌন্দর্য বজায় রাখতেও খেজুরের অনেক গুন রয়েছে। চুল ও ত্বকের ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করে এই খেজুর।

খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, কে ফলিক অ্যাসিড, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, সালফার, প্রোটিন, ভিটামিন, ফাইবার এবং আয়রন রয়েছে। যা স্বাস্থ্যের জন্য উপকারি এবং চুল ও ত্বকের স্বাস্থ্যের জন্যও উপযোগী।

যদি প্রতিদিন খেজুর খাওয়া যায় তাহলে তা আমাদের শরীরকে প্রয়োজনীয় ভিটামিন সি সরবরাহ করে। যার ফলে আমাদের ত্বক স্বাস্থ্যকর হয়। অন্যদিকে খেজুরে যে প্রোটিন রয়েছে তা আমাদের শরীরের ক্ষতিগ্রস্ত কোষগুলিকে নতুন করে তৈরি করে। চলুন জেনে নেওয়া যাক চুল ও ত্বকের ক্ষেত্রে খেজুরের গুণাবলিঃ

১। চুলের গোড়া মজবুত করেঃ খেজুর থেকে যে তেল বের হয় তা পুষ্টিতে পরিপূর্ণ। এই তেল মাথার ত্বকের শুষ্কতা দুর করে এবং তুলের গোড়া মজবুত করে। ফলে চুল খুব দ্রুত বেড়ে উঠে।

২। ত্বককে টানটান করেঃ মোটা থেকে রোগা হলে চেহারা ও মুখের ত্বক অনেকটা ঝুলে যায়। এক্ষেত্রে খেজুর খুবই উপকারি, কারণ খেজুরের পুষ্টিগত যোগত্যার কারণে তা ত্বককে নরম ও মোলায়েম করে পাশাপাশি ত্বককে ভিতর থেকে হাইড্রেড করে।

৩। বলিরেখা দূর করেঃ অ্যান্টি এজিং খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ম্যাগনেশিয়াম,সালফার, ফাইবার রয়েছে, যা বয়সের সঙ্গে বেড়ে ওটা বলিরেখাকে অনেকাংশে দূর করে। নিয়মিত খেজুর খেলে চেহারায় বলিরেখা আসার সময় কিছুটা মন্থর করতে পারে।

৪। চুল পরা বন্ধ করেঃ প্রত্যেকদিন যদি ৪-৫ টি খেজুর খাওয়া যায়, তাহলে তা চুলের গোড়া মজবুত করে। এর ফলে চুল পরাও ৮০ শতাংশ কম হয়ে যায়।

৫। স্ট্রেচ মার্ক দুর করেঃ খেজুরে ভিটামিন বি রয়েছে। যা ত্বকের পক্ষে অত্যন্ত উপকারী। সন্তানের জন্ম দেওয়ার পর পেটে যে স্ট্রেচ মার্ক দেখা যায় তা অনেকটা দূর করার ক্ষমতা রাখে খেজুর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দিনাজপুরে বন্যায় চার উপজেলায় ৮ শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ১ জন নিখোঁজ রয়েছে। এদিকে সেনাবাহিনীর সদস্যরা দুপুর থেকে উদ্ধার কাজ শুরু করেছে। এ পর্যন্ত ৬৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে ৯০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোকলেসুর রহমান জানান, বিরল উপজেলার বন্যায় পানিতে ডুবে ৫ জন ও সাপের কামড়ে ১ জন মারা গেছে। এরা হলেন- হাসিলা গ্রামের আব্দুর রহমানের মেয়ে চুমকি (১৩), ছেলে শহিদ আলী (১০) ও সিয়াদ (৭), প্রতিবেশী সাঈদ হোসেনের ছেলে সিহাদ (৭), মালঝাড় এলাকার বাবলু রায়ের স্ত্রী দিপালী রায় (৩২), মালঝাড় এলাকার বাবলু রায়ের স্ত্রী দিপালী রায় (৩২)।

কাহারোল উপজেলায় একই পরিবারের ৪ শিশুসহ ৫ জন পানিতে ডুবে মারা গেছেন। কাহারোল থানার ওসি মনসুর রহমান জানান, রোববার বেলা সাড়ে ৩টায় উপজেলার ঈশ্বরগ্রাম থেকে নিজের তিন সন্তান ও প্রতিবেশী এক শিশুকে নিয়ে কলা গাছের ভেলায় চড়ে বিরল উপজেলার হাসিলা গ্রামে বাড়িতে যাচ্ছিলেন আব্দুর রহমানের স্ত্রী সোনাভান বেগম। এ সময় ভেলা উল্টে চার শিশুর মৃত্যু হয় বলে জানান তিনি। একজনের পরিচয় জানা যায়নি।

এদিকে দিনাজপুর শহরের বালুবাড়ী ঢিবিপাড়া এলাকার মেহেদী হাসান (১৫), মির্জাপুর এলাকার আবু নাইম (১৩) ও সদরের দরবারপুর গ্রামের মেহের আলীর ছেলে চাঁন মিয়া (৫৫) পানিতে ডুবে মারা যায়। নিখোঁজ রয়েছে একজন।

এছাড়াও বীরগঞ্জ উপজেলায় ১ জন শিশু মারা গেছে বলে জানা গেছে।

বন্যা দুর্গত মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা হিসাবে এক লাখ ২৫ হাজার টাকা ও ৬৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ত্রাণ মন্ত্রণালয়ে ৫০ লাখ টাকা ও ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ চেয়ে চিঠি দেয়া হয়েছে।

জেলা প্রশাসক মীর খায়রুল আলম ১৪ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যেই সেনাবাহিনী বিজিবি সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রথমবারের মত এক সঙ্গে তারা তিনজন

প্রথমবারের মত একই ফ্রেমে ধরা দিলেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। তবে কোন সিনেমার জন্য না। দেশের বে-সরকারী টেরিভিশন বাংলাভিশনের ‘তারায় তারায় আনন্দ উৎসবের গল্প’ শিরোনামে একটি অনুষ্ঠানে দেখা যাবে তাদের তিনজনকে।

চিত্রনায়ক ফেরদৌস বিডি২৪লাইভকে বলেন, ‘এই প্রথমবার আমার সাথে মৌসুমী, পূর্ণিমা একত্রে হচ্ছে। আলাদা আলাদা ভাবে তাদের সাথে কাজ করলেও দর্শক এই প্রথমবার আমাদের তিনজনকে এক সঙ্গে দেখতে পাবেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কাজ এবং ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হবে।

সোনিয়া হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ। আসছে ঈদ-উল-আযহা’র বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দিন বিকেল ৫টা ১০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে এই অনুষ্ঠানটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest