সর্বশেষ সংবাদ-
গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিসড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারিসাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : জামায়াত সমর্থিত ৫টি পদে বিজয়সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগে চাকুরিচ্যুত দুই শিক্ষক ভ্রাতা চাকুরি ফিরে পেতে মরিয়াসাতক্ষীরায় অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওর জন্য মতবিনিময় Master Your Game with These Winning Strategies at Kyngs Casinoসাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলাম

কে এই বাবা রাম রহিম?

তার বিরুদ্ধে খুন, ধর্ষণ ও শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ। কিন্তু ভক্ত হৃদয়ে তিনি বিশ্বপ্রেমের প্রতীক।
‘তোমার প্রেমই পৃথিবীতে বসন্তের সমাগম করে। ‘ ২০১৪ সালে মুক্তি পাওয়া গানের অ্যালবাম ‘হাইওয়ে লাভ চার্জার’-এ গেয়েছিলেন গুরমিত রাম রহিম সিং ইনসান, যাকে দুনিয়া চেনে ‘রকস্টার বাবা’ হিসেবে। এর এক বছরের কম সময়ের মধ্যে তার প্রথম সিনেমা MSG: The Messenger of God ডেরা সাচা প্রধানের রকস্টার বাবা ভাবমূর্তি পোক্ত করে। হাই ভোল্টেজ এই গুরুর জীবন কিন্তু শুরু হয়েছিল যথেষ্ট সাদামাটা ভাবে।

রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলার অখ্যাত গ্রাম গুরুসর মোদিয়ায় জন্ম গুরমিত রাম রহিম সিং ইনসানের। শৈশবে অবশ্য তাকে মিতা নামে চিনতেন পড়শিরা। ১৯৯০ সালে হরিয়ানার সিরসা শহরের ডেরা সাচা সওদার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মিতা। সেই সময় সাধারণ সফেদ কুর্তা-পাজামাই তার পোশাক ছিল। কিন্তু কয়েক বছরের মধ্যে নিজের পোশাক ও জীবনযাত্রায় নজরকাড়া পরিবর্তন আনেন ডেরা প্রধান। নিজের নতুন নামকরণের মাধ্যমে সর্বধর্ম সমন্বয়ের প্রয়াস ছাড়াও তার বেশভূষা দেখে তাক লেগে যায় সকলের।

নিন্দুকরা অবশ্য বলেন, তার ওয়ার্ড্রোব আসলে বি আর চোপড়ার জনপ্রিয় টিভি সিরিয়াল ‘মহাভারত’ এবং মার্কিন রক শিল্পীর স্টাইলের মিশেল। কিন্তু লাখ লাখ ভক্তের দৃষ্টিতে তিনি একাধারে সন্ত, দার্শনিক, ধর্ম প্রচারক, সঙ্গীতশিল্পী, বহুমুখী ক্রীড়াবিদ, বাস্তুকার, অটোমোবাইল ইঞ্জিনিয়ার, সিনেমা পরিচালক, অভিনেতা, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক, লেখক, গীতিকার এবং আরও অনেক কিছু।

পঞ্চাশের এই গুরুর মূল শক্তি আসলে বিশ্বজোড়া কয়েক লাখ ভক্ত। সারা দুনিয়ায় তার কোটি কোটি ডলার মূল্যের সম্পত্তি ছড়িয়ে রয়েছে। আদালতে যতই তার বিরুদ্ধে বিবিধ অপরাধের অভিযোগ উঠুক না কেন, বিশ্বাসীদের চোখে তিনি একই অঙ্গে একজন সমাজ সংস্কারক, আধ্যাত্মিক শিক্ষক, কৃষি বিজ্ঞানী এবং চিন্তাবিদ।

মুখে না বললেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ভক্তজনের জবানে নিজেকে ‘পরম পবিত্রময়’ এবং নিজ পরিবারকে ‘রাজ পরিবার’ হিসেবে শুনতে পছন্দ করেন গুরমিত রাম রহিম সিং ইনসান।

গত কয়েক দশক ধরে বিলাসবহুল জীবনে তিনি অভ্যস্ত। তার গ্যারাজে রয়েছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের কয়েকশো গাড়ি ও মোটরবাইক। এছাড়া নিজস্ব জেটও রয়েছে। আর সে সবই তার নিজস্ব নকশায় সাজানো হয়েছে বলে ভক্তদের দাবি।

এ পর্যন্ত MSG-সহ মোট ৫টি সিনেমা তিনি তৈরি করেছেন। দেশের হাতেগোনা ভিভিআইপিদের অন্যতম এই ধর্মগুরু সরকারি জেড-প্লাস নিরাপত্তা পেয়ে থাকেন।

সূত্র: এই সময়

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদে মুক্তি পাচ্ছে সাতক্ষীরার মঈনের মাদিনাওয়ালা

বিনোদন ডেস্ক : শিল্পী এস এম মঈন এর কাওয়ালী/সুফী ঘরোয়ানার গান -মাদিনাওয়ালা-ঈদ-উল-আয্হাতে প্রকাশ পেতে যাচ্ছে।
উল্লেখ্য, শিল্পী এস এম মঈন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের শেখ মনাজাত হুসাইনের কনিষ্ঠ পুত্র। শৈশব কাল থেকেই সঙ্গীত নিয়ে পথচলা। শিল্পীর মা বলেন- ছোট বেলায় রেডিও থেকে আব্দুল আলিমের গান শুনে হুবহু তার মত করে গাওয়ার চেষ্টা করতেন। ঢাকা কলেজে বাংলাতে অনার্স ও মাস্টার্স করার পাশাপাশি সঙ্গীত জগতে বিভিন্নভাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন কালচারাল গ্রুপের সাথে কাজ করেছেন। সারাদেশে বিভিন্ন স্টেজে গান গেয়ে নাম করলেও আর্থিক সংকটের কারণে ভাল কোন মিউজিক কম্পোজ করে গান বানানো সম্ভব হয়নি। তিনি একাধারে শিল্পী, কবি, গীতিকার, সুরকার, অভিনেতা এবং আদর্শ একজন শিক্ষক। তারপরেও তিনি শিল্পী হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশি পছন্দ করেন। মাদিনাওয়ালা গানটি নিয়ে তিনি খুবই আশাবাদী, তিনি সবার নিকট দোয়া চেয়ে বলেন- গানটি প্রায় অর্ধহাজার বার গাওয়া হয়েছে, আর তাই দর্শক শ্রোতাদের উৎসাহে আমি এই গানটি নিয়ে সবার সামনে হাজির হয়েছি, সৃষ্টিকর্তার কৃপা থাকলে গানটি সারা পৃথিবীতে স্থান করে নেবে। মাদিনাওয়ালা গানটির সঙ্গীতায়োজন করেছেন ইন্টারন্যাশনাল মিউজিক কম্পোজার পারভেজ জুয়েল, গানের কথা ও সুর দিয়েছেন শিল্পী নিজেই। শিল্পী এস এম মঈন বলেন ঈদের আগেই গানটি তার নিজস্ব অনলাইন youtube channel =(sm moin singer ) – এ প্রকাশ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলায় পুলিশের অভিযানে আটক ৭৭

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৫৪ জন, কলারোয়া থানা ৬ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ২ জন, শ্যামনগর থানা ৫ জন, আশাশুনি থানা ২ জন, দেবহাটা থানা ২ ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে সোলার প্যানেল প্রদান

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে জেলা মায়ের বাড়ি মন্দিরে সোলার প্যানেল প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে জেলা মন্দির সমিতির নিজস্ব কার্যালয়ে সোলার প্যানেল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাউন্সিলর জোস্ন্যা আরা, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, জেলা সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, গোষ্ট বিহারী মন্ডল, এড. সোমনাথ ব্যনার্জী, নিত্যানন্দ আমীন, বিকাশ চন্দ্র দাস, অসীম দাস সোনা, আনন্দ দাস, রনজিত সরকার, প্রাণনাথ দাস প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : ‘জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার যুবলীগ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে যুবলীগ’ এই আদর্শকে ধারণ করে সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে পুরাতন সাতক্ষীরা হাটখোলায় পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দিন। এসময় তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এ দিন নির্মমভাবে হত্যা করা হয় তার পরিবারের সদস্যদেরকে। ঐ দিন এ জাতি যা হারিয়েছে সে ক্ষতি কখনও পূরণ হবার নয়। ১৫ আগাস্টের ষড়যন্ত্রকারীরা আজো সক্রিয়। বাঙালি জাতির অধিকার নিশ্চিত করতে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে কারণে তার জনপ্রিয়তা সহ্য হয়নি এদেশে ঘাপটি মেরে থাকা পাকিস্থানি এজেন্টদের। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার বাঙালির ভাগ্যন্নোয়নে নিরলসভাবে কাজ করে উন্নয়নের অগ্রযাত্রায় ইতিহাস সৃষ্টি করেছে। তাই এখনও ষড়যন্ত্রকারীরা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন বাঙালির স্বপ্ন ও বাস্তবতার সার্থক রূপকার। সকলকে ঐক্যবদ্ধ হয়ে ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। শোকের মাসে এই হোক আমাদের অঙ্গিকার।’ আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড যুবলীগ নেতা কামরুল ইসলাম, ইউছুফ সুলতান মিলন, ইলিয়াস কবির, শরিফুল ইসলাম, মেহেদী হাসান তুহিন, মাসুম, জজ, হাবিব, আজিজুল, রনি, সাগর, হাসান ও সুজন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম রকি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় প্যারামেডিকেল ডাক্তার ও নার্স প্রশিক্ষণ উদ্বোধন

তালা প্রতিনিধি : প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) বোর্ড কর্তৃক পরিচালিত তালায় প্যারামেডিকেল ডাক্তার ও নার্স প্রশিক্ষন কোর্সের ১ম ব্যাচের ক্লাস উদ্বোধন হয়েছে। শুক্রবার সকালে তালা সরকারি কলেজ কেন্দ্রে এক অনুষ্ঠানে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাসের উদ্বোধন করেন।
প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) বোর্ড এর চেয়ারম্যান এ. কে. আজাদ (ইকতিয়ার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. শাহারুল ইসলাম, তালা টেকনিক্যাল এন্ড বি.এম. কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান, রিপোটার্স ক্লাবের সদস্য সচিব বি. এম. জুলফিকার রায়হান ও তালা সদর ইউনিয়ন পরিষদের সদস্য মীর কল্লোল।
প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) বোর্ড তালা শাখার আয়োজনে এবং শাখা পরিচালক মো. সোহরাব হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামীলীগ নেতা আব্দুল বারী, সাংবাদিক রফিকুল ইসলাম, মীর হিল্লোড়, পুরোহিত তপন হালদার এবং শিক্ষার্থী আয়েশা সিদ্দিকী প্রমুখ বক্তৃতা করেন।
প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) বোর্ড এর চেয়ারম্যান সাংবাদিক এ.কে. আজাদ (ইকতিয়ার) জানান, তালা সরকারি কলেজের পূর্ব পার্শ্বে অবস্থিত অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে মেডিকেল ফ্যাকাল্টি, ক্লিনিক্যাল নার্স, মেডিকেল এ্যাসিসট্যান্ট, নার্সিং এ্যাসিসট্যান্ট, মাদার এন্ড চাইল্ড হেলথ্ কেয়ার, ডেন্টাল কেয়ার, হোমিও প্যারামেডিকেল, সার্ভেয়ার ও ইউনানী মেডিসিন সহ ১৩ বিষয়ের উপর ডিপ্লোমা ডিগ্রী অর্জন করার সুযোগ রয়েছে। চলতি বছর এই প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে বিপুল সংখ্যাক শিক্ষার্থী ভর্তি হয়েছে। ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম ক্লাস শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মানব কল্যাণ সোসাইটির বৃক্ষ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা মানব কল্যাণ সোসাইটির পক্ষ থেকে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দরিদ্র মানুষের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে চারা বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ আব্দুল আলম, শেখ ফেরদৌসুল ইসলাম ময়না, মোঃ আব্দুস সোবহান, মোঃ জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম মিলন, সাহরিন দিশু, রিজিয়া খাতুন, আরিফুর রহমান জেমস, আব্দুল হান্নান প্রমুখ। উল্লেখ্য, সংগঠনটি গত ২৩ আগস্ট বানভাসী শিশুদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ অনুষ্ঠানে নগদ অর্থ প্রদান করে। এছাড়া সংগঠনটি সমাজের বিভিন্ন মানবকল্যাণ কাজে নিয়োজিত রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় কুলিয়ায় জনবহুল এলাকায় পোল্ট্রি খামার নির্মাণ!

কে এম রেজাউল করিম : দেবহাটার কুলিয়ায় সরকারি নির্দেশনা অমান্য করে জনবহুল এলাকায় পোল্ট্রি খামার নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। আগামী ২৯ আগস্ট এব্যাপারে খুলনা পরিবেশ অধিদপ্তরের শুনানীর দিন ধার্য থাকার আগে পোল্ট্রি খামারের কাজ করায় এলাকাবাসী বিষ্ময় প্রকাশ করেছেন।
জানা গেছে, দেবহাটা উপজেলার পশ্চিম কুলিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের ছেলে মহিউদ্দীন আহমেদ ও তার বোন শাজেদা খাতুনসহ কতিপয় ব্যক্তি বাদি হয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে তাদের বসত ভিটার ১০০ গজের মধ্যে একই গ্রামের ফজর আলীর ছেলে ফজলুর রহমান পোল্ট্রি খামার নির্মাণ করছেন বলে গত ৫মে ইং তারিখে একটি লিখিত অভিযোগ প্রেরণ করেন। ইউএনও বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তদন্ত করে প্রতিবেদন প্রদান করেন। প্রতিবেদন মতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ৫জুন তারিখে তার অফিসের স্মারক নং- ০৫.৪৪.৮৭২৫.০০১.১১.০০৭.১৭-৫৫৯ -তে জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা ২০০৮ এর ৬.১.১.১ অনুচ্ছেদের “ক” এ স্পষ্টভাবে বলা হয়েছে বাণিজ্যিক খামার ঘনবসতি এলাকা এবং শহরের বাইরে স্থাপন করতে হবে। সুতরাং পোল্ট্রি খামার স্থাপনের স্থাপন উপযুক্ত নয় এবং উক্ত স্থানে বাণিজ্যিকভাবে পোল্ট্রি খামার নির্মাণ হলে মারাত্মক পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনা আছে মর্মে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তার প্রতিবেদনে উল্লেখ করেন, সেহেতু ফজলুর রহমানকে পোল্ট্রি ফার্ম নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য ইউএনও নির্দেশ দেন। এছাড়া বিষয়টি খুলনা পরিবেশ অধিদপ্তরে প্রেরণ করেন। আগামী ২৯ আগস্ট এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরে শুনানীর দিন ধার্য্য আছে বলে জানা গেছে। কিন্তু সেসব নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ফজলুর রহমান একই স্থানে গত ২/৩ দিন আগে থেকে তার পূর্বের স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest