সর্বশেষ সংবাদ-
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপনসাতক্ষীরায় ১২০ লিটার ভেজাল দুধ জব্দ: দেড় লক্ষ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদ-সাতক্ষীরায় ৪ টি অস্ত্র, ২৯ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন জব্দসাতক্ষীরা সদর উপজেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান শামস্ : কোহিনুরকালিগঞ্জ সীমান্ত থেকে ১১টি এয়ারগান,৬ হাজার ৯শ রাউন্ড গুলি জব্দসদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের মনোনয়নপত্র বৈধসাতক্ষীরা কম্পিউটার সমিতির পূর্ণাঙ্গ কমিটির সংবর্ধনাবঙ্গমাতা সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভাআশাশুনি থেকে জেলি পুশরত চিংড়িসহ নারী শ্রমিক আটকসাতক্ষীরায় ৭২০ কেজি আম, ৪০৯ কেজি চিংড়ী জব্দ : ১লক্ষ ৫ হাজার টাকা জরিমানা

এ যেন সেই আগের জার্মানি। নিজেদের অর্ধ থেকে খেলা গড়ে হঠাৎ গতি বাড়িয়ে আক্রমণ। মাঝমাঠে বারবার দিক পরিবর্তন। ক্যামেরুনের বিপক্ষে নবীনদের দিয়ে সেই খেলাটাই খেলালেন জোয়াকিম লো। ৩-১ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি নিশ্চিত হয়েছে তার দলের। সেমিতে তাদের প্রতিপক্ষ মেক্সিকো। অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেমি নিশ্চিত হয়েছে চিলির। তাদের প্রতিপক্ষ পর্তুগাল।

জার্মানি এদিন একমাত্র স্ট্রাইকার টিমো ঋনারকে সামনে রেখে ৩-৬-১ ফর্মেশনে দল সাজায়। ক্যামেরুন আক্রমণাত্মক ফর্মেশন ৪-৩-৩ এ যায়।

আক্রমণভাগের বাঁ-দিক থেকে ড্রাক্সলার শুরু থেকে ক্যামেরুনের জন্য হুমকি হয়ে ওঠেন। ২১ এবং ২৮তম মিনিটে দারুণ দক্ষতায় বক্সের কাছে বল নিয়ে গেলেও টার্গেট ঠিক রাখতে পারেননি।

সময় যত বাড়তে থাকে, ক্যামেরুনও নিজেদের গুছিয়ে আক্রমণে উঠতে থাকে।

৪৩তম মিনিটে বাঁ-দিক থেকে ড্রাক্সলার প্লাটেনহার্ডটকে দারুণ একটি পাস দেন। ঋনারকে চোখে রেখে বিপজ্জনক নিচু ক্রস পাঠান তিনি। কিন্তু স্ট্রাইকার ঋনার অফসাইড হওয়ায় সুযোগটি লুফতে ব্যর্থ হন।

৪৫তম মিনিটে জার্মানিকে বাঁচিয়ে দেন বার্সার হয়ে খেলা গোলরক্ষক টের স্টেগেন। ক্যামেরুনের আঙ্গুইসা বক্সের ডান কোনা থেকে বলের নিচে টোকা দিয়ে ব্যাকপোস্টে বল রাখেন। স্টেগেন কোনমতে পাঞ্চ করে কর্নার বানিয়ে দলকে বিপদের হাত থেকে বাঁচান।

দ্বিতীয়ার্ধের শুরুতে, ৪৮তম মিনিটে গোলের দেখা পায় জার্মানি। ড্রাক্সলারের সঙ্গে দারুণ বোঝাপড়ায় দিমিরবে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল করে দলকে এগিয়ে দেন। মাঝমাঠের ঠিক উপরে বল পান ড্রাক্সলার। প্রতিপক্ষ ডিফেন্ডারকে ডজ দিয়ে দেখার মতো ব্যাকপাসে মিডফিল্ডার কিরেম দিমিরবেকে বল ছাড়েন। দিমিরবে বল নিয়ে সামনে এসে জায়গা বানিয়ে গোলের ডানকোনা দিয়ে বক্সের বাইরে থেকেই জাল খুঁজে নেন।

৫৩ মিনিটে মাঝমাঠ থেকে আরেকটি মাটিকামড়ানো পাস দেন ওই ড্রাক্সলার। স্ট্রাইকার টিমো ঋনার ফাঁকায় থেকে বল ধরেন। দ্রুত গতিতে সামনে এগিয়ে যান। শটও নেন। কিন্তু ভারসাম্য ঠিক রাখতে পারেননি।

পরের মিনিটে ঋনার আরেকটি সুযোগ হাতছাড়া করেন। গোলরক্ষককে একা পেয়েও বিট করতে ব্যর্থ হন। পা দিয়ে কোনমতো বল দূরে ঠেলে দেন ক্যামেরুনের গোলরক্ষক। ফিরতি বল পান কিমিচ। তিনি শটও নেন। বার্সার রিজার্ভ গোলরক্ষক ওনডোয়া ডাইভ দিয়ে বল ক্লিয়ার করেন।

দল যখন একের পর কাউন্টার অ্যাটাকে দিশেহারা, তখন মাঝমাঠে সতেজতা আনতে ডোজুমকে উঠিয়ে নেন ক্যামেরুন কোচ ব্রুস। নাগামেলুকে স্মরণ করেন তিনি।

৬৪ মিনিটে মবৌকা লালকার্ড দেখে মাঠ ছাড়েন। রেফারি প্রথমে ভুল করে সিয়ানিকে লাল কার্ড দেখান। ক্যামেরুনের খেলোয়াড়রা তর্ক জুড়ে দিলে মাঠের রেফারি রিভিউ নিয়ে ভিডিও পরখ করেন। সাইডলাইনের পাশে মনিটর দেখে তিনি নিশ্চিত হন ফাউল ছিল মবৌকার। পরে সিদ্ধান্ত বদল করে ‘আসল দোষী’কে মাঠ থেকে বের করে দেন। ১০ জনের ক্যামেরুন পরে লড়াই করেও ব্যবধান কমিয়ে রাখতে পারেনি।

ঠিক পরের মিনিটে ঋনার অতিমানবীয় এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন। এটি তার প্রথম আন্তর্জাতিক গোল। জার্মানির মিডফিল্ডার ই ক্যান লম্বা পাসে উইঙ্গার কিমিচকে বল দেন। কিমিচ ডান কোনায় ছিলেন। তখন বক্সের ভেতর ঋনারকে চোখে রেখে সুস্বাদু ক্রস পাঠান। এক ড্রপে বল আসে ঋনারের কাছে। রিসিভ করতে গেলে সময় নষ্ট হবে। আগুয়ান গোলরক্ষক তাতে বলে আসার সুযোগ পাবেন। সেই চিন্তা থেকে ঋনার ডাইভ দিয়ে হেড দেন। গোল!

মাঝমাঠে গতি আনতে ৭৩তম মিনিটে জোয়াকিম লো মিডফিল্ডার রুডিকে উঠিয়ে নেন। মাঠে আসেন আরেক মিডফিল্ডার বেঞ্জামিন হেনরিকস। লো এখানেই ক্ষান্ত দেন না। খেলার গতি বাড়াতে আক্রমণভাগে শক্তি বাড়ান। ৭৮তম মিনিটে মিডফিল্ডার দিমিরবেকে উঠিয়ে ফরওয়ার্ড ব্রানডটকে নামিয়ে দেন।

কয়েক সেকেন্ড বাদে ডিফেন্ডার নিকলাস সুলের ভুলে গোলহজম করতে হয় জার্মানিকে। পাতে আম্বৌকার তার সামনে থেকে হেড করে যান। অথচ তিনি বলে না যেয়ে হাত দিয়ে হালকা একটু ধাক্কা দেয়ার চেষ্টা করেন। ডিফেন্ডারের এহেন কাণ্ড দেখে স্টেগেন ক্ষোভ ঝাড়েন। ততক্ষণে বল জালে!

আক্রমণভাগে শক্তি বাড়িয়ে ফল পান লো। ব্রানডট দারুণ ড্রিবলিংয়ে বল বাড়ান আরেক বদলি খেলোয়াড় হেনরিকসকে। তিনি বল দেন বক্সের ভেতর অলস দাঁড়িয়ে থাকা স্ট্রাইকার ঋনারকে। ঋনার রিসিভ না করেই গোলে বিদ্যুৎগতির শট নেন। হয়ে যায় তার দ্বিতীয় গোল।দুদলের ব্যবধান ৩-১!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রোববার সারাদেশে পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। পরমাত্মায় জীবাত্মার মুক্তিকে চিরমুক্তি বলে বিশ্বাস করে হিন্দু সম্প্রদায়। সেই পারলোকিক মুক্তি কামনায় ভগবানের কৃপা প্রার্থনা করে রথযাত্রার র‌্যালি ও আলোচনা সভাসহ সকল কার্যক্রম পালন করে থাকেন তারা। মানভঞ্জনের পর শ্রীকৃষ্ণের বৃন্দাবন ফেরার তিথিকে হিন্দু সম্প্রদায় রথযাত্রা হিসেবে উদযাপন করে থাকে। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিথে শুরু হয় এ উৎসব, আর একাদশী তিথিতে হয় প্রত্যাবর্তন। অর্থাৎ রথযাত্রার প্রথম দিন, যেখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়। আট দিন পর আবার সেখানেই ফিরিয়ে আনা হয়। সেটাই হলো উল্টো রথ। সারা দেশের ন্যয় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ির নাট মন্দিরে রোববার সকাল ৮টা থেকেশুরু হয় মুল আচার অনুষ্ঠান। বিকেল সাড়ে তিনটায় সময় রথযাত্রা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জয়মহাপ্রভু সেবক সংঘের সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। সম্মানিত অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরের অধ্যক্ষ পরমপুরুষ কৃষ্ণদাস ব্রহ্মচারি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ কুমার সাধু। জয়মহাপ্রভু সেবক সংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ সুশান্ত কুমার ঘোষ, সংগঠণের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ম-লীর সদস্য গোষ্ট বিহারী ম-ল, জেলা মন্দির সমিতির উপদেষ্টা ধীরু ব্যানার্জী, রথযাত্রা আয়োজক কমিটির আহবায়ক জিতেন্দ্র নাথ ঘোষ, সদস্য সচিব প্রাণনাথ দাস, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, যুব কমিটির সভাপতি রণজিৎ বিশ্বাস, সহসভাপতি সুমন অধিকারী প্রমুখ। পরমপুরুষ কৃষ্ণদাস ব্রহ্মচারি বলেন, রথযাত্রায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতি ও জগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করা হয়। বিশ্ব শান্তির জন্য ভক্তরা আজ সম্মিলিত প্রার্থনায় জগন্নাথ দেবের আরাধনা করছেন। হিন্দুরা চায় সাম্প্রদায়িক শক্তি ও অশুভ চেতনার বিনাশ হোক। এ জগৎ যেন সকলের বাসযোগ্য ভূমিতে পরিণত হয়। আলোচনা সভা শেষে বিকেল সাড়ে চারটায় মায়ের বাড়ি থেকে জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে নানা উপাচারে সাজিয়ে বের হয় রথ। এর সঙ্গে যোগ দেয় বাজুয়ারডাঙার রথ। এ রথের রশি ধরে টেনে নিয়ে বের হন কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু। ভক্তদের বিশ্বাস এ রথের দড়ি ধরে টানলে তাদের আর পূর্ণজন্ম হবে না। রথযাত্রার র‌্যালিটি সাতক্ষীরা শহরের নবারুর মোড়, পৌরদীঘি, পাকাপুলের মোড়, পোষ্ট অফিস মোড়, ফুড অফিস মোড়, সরকারি কলেজ হয়ে আবারো মায়ের বাড়িতে ফিরে আসে। আগামি ৩ জুলাই আবারো বের হবে উল্টো রথ। এ উপলক্ষে আয়োজন করা হবে র‌্যালি ও আলোচনা সভার। মায়ের বাড়ি ছাড়া কাটিয়া মায়ের মন্দিরে রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে ধুলিহার থেকে একটি রথ যোগ দেয়। এ ছাড়া কলারোয়া উপজেলার জয়নগর, তালা উপজেলার গোপালপুর, কালিগঞ্জের কালিবাড়ি,বালিয়াডাঙা, শ্যামনগর ও দেবহাটায় রথযাত্রা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ধুলিহর প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব রোববার সকাল থেকে শুরু হয়েছে। আগামী ৩ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর রাধা-গোবিন্দ মন্দির কমিটির আয়োজনে রোববার দুপুরে ডিবি ইউনাইটেড হাইস্কুল গেট থেকে রথযাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি কানাই লাল সাহা কানুর সভাপতিত্বে লাল ফিতা কেটে রথযাত্রার উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা এস, এম শহিদুল ইসলাম, মেম্বার রেজাউল করিম মঙ্গল, দূর্গাপূজা কমিটির সভাপতি স্বপন সাহা, রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তনুপ সাহা, সুবীর সাহা, বিন্দা সাহা, গোবিন্দ লাল সাহা, গৌর চন্দ্র পাল, পুুরোহিত ভবসিন্ধু বর, ঠাকুর দাশ কর্মকার, বিপ্লব সাধু, রিপন সাহা, মদন মোহন দত্ত, সুব্রত বিশ্বাস, শ্যাম সুন্দর সাধু খাঁ, ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস, আই এমদাদুল হক প্রমূখ। রথযাত্রাটি ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল গেট থেকে শুরু হয়ে কাটিয়া কর্মকারপাড়া সার্বজনীন মন্দিরে গিয়ে শেষ হয়। আগামী ৩ জুলাই উল্টো রথযাত্রা কাটিয়া কর্মকারপাড়া সার্বজনীন মন্দির থেকে শুরু হয়ে ব্রহ্মরাজপুর রাধা-গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে। রোববারের রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের বিপুল সংখ্যক নারী-পুরষ অংশগ্রহন করে। রথযাত্রাটি পৃষ্টপোষকতা করছেন সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী দীনবন্ধু মিত্র ও গৌর দত্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

লন্ডনে গিয়ে যৌথ প্রযোজনার ছবি ‘চালবাজ’ এর শুটিং করতে পারেননি ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও তার টিমের অন্য অভিনেতা এবং অভিনেত্রীরা।
কলাকুশলীদের বাধার মুখে লন্ডনে কোনো শুটিংই হয়নি। টালিগঞ্জে কলাকুশলীদের নিয়ন্ত্রক সংস্থা ‘ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া’-র পরামর্শ দিয়েছিলেন কলাকুশলীদের কাজ না করতে। তারাও লন্ডনে গিয়েও কাজ না করে বসে ছিলেন। খবর- কালের কন্ঠ

নিয়ন্ত্রক সংস্থার দাবি, ধানুকারা নিয়ম-মাফিক ১৯ জন কলাকুশলী নিয়ে যাননি বলে এই পদক্ষেপ নেয়া হয়েছে। তাদের এ কর্মকাণ্ডে মাথায় হাত শুটিং পণ্ড হওয়া ছবির প্রযোজক-গোষ্ঠীর অন্যতম কর্ণধার হিমাংশু ধানুকারের।

এখন লন্ডনে থাকা সেই টেকনিশিয়ান ও অভিনেতাদের দেশে ফেরাতে হিমশিম খাচ্ছেন তিনি। শনিবারটা তার কেটেছে বিমানের টিকিট জোগাড়ের হয়রানির মধ্যে। ঈদের মৌসুমে এখন টিকিটের তুমুল চাহিদা। ওই ইউনিটের যারা ব্রিটেনে গিয়েছিলেন, তাদের ‘রিটার্ন টিকিট’ ছিল জুলাইয়ের। তা এগোনো দুঃসাধ্য। এই অবস্থায় এক পিঠের ফিরতি টিকিট কাটা হচ্ছে বাড়তি খরচে। ১২ জন টেকনিশিয়ানের এদিন স্থানীয় সময় রাত সাড়ে ন’টায় এয়ার ইন্ডিয়ার বিমান ধরার কথা। লন্ডনে গিয়েছিল মোট ৩৭ জনের ইউনিট।

প্রয়োজকদের তরফে হিমাংশুর বাবা অশোক ধানুকা এদিন বলেন, বহু কষ্টে এমিরেটসের বিমানে কিছু টিকিট মিলেছে। তাতে ২৬ জুন (সোমবার) দুবাই হয়ে বেশ কয়েকজন ফিরবেন।

ব্রিটেনের প্লিমেথ থেকে হিমাংশু জানিয়েছেন, ছবির নায়িকা শুভশ্রী সোমবার রাতের প্লেন ধরবেন। আর নায়ক শাকিব খানের রোববার রাতে ঢাকা ফেরার কথা। অন্যদের ফেরার দিন অনিশ্চিত।

ধানুকাদের দাবি, টিকিটের পেছনেই বাড়তি ১৩-১৪ লাখ টাকা খেসারত দিতে হচ্ছে। মোট ক্ষতির বহর এখনও হিসেব হয়নি।

তিনি বলেন, কম-বেশি সাড়ে চার কোটি টাকার ছবির বেশির ভাগটাই বিলেতে শুট করার ছিল। বিদেশে শুটিংয়ের খরচ ছিল আড়াই কোটির মতো। হোটেলের খরচ-টরচ আগেই পকেট থেকে বেরিয়ে যায়। তার কতটা ফেরত আসবে বোঝা যাচ্ছে না।

ইদানীং বেশির ভাগ বাংলা ছবি যেখানে খরচই তুলতে পারে না, সেখানে এই বাড়তি বোঝা প্রয়োজকের পক্ষে মর্মান্তিক বলে অনেকেই মানছেন।

তবে সংসদ সদস্য-নায়ক দেব থেকে শুরু করে টালিউডের অনেকেই মনে করেন, প্রযোজক নিয়ম ভাঙলে পরে শাস্তিমূলক পদক্ষেপ নেয়া যেত। কিন্তু কাজ বন্ধ করা ঠিক হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল পৃথক বাণীকে তারা এই শুভেচ্ছা জানান।

বাণীতে রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, পবিত্র রমজানে মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে সমাগত হয় শাওয়ালের নতুন চাঁদ, পবিত্র ঈদুল ফিতর। ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বাংলায়।

তিনি বলেন, শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যায় গ্রামে, আপনজনের কাছে। মিলিত হয় আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সাথে। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

এদিকে, প্রধানমন্ত্রী তার বাণীতে বলেছেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।

শেখ হাসিনা বলেন, আগামী দিনগুলো সত্য ও সুন্দর হোক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রানের বড় জয় পেয়েছে ভারত। অজিঙ্কা রাহানের (১০৩) সেঞ্চুরি ও কুলদিপ যাদবের বোলিংয়ে হেসে খেলেই ম্যাচ জিতেছে কোহলিরা।

এর আগে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানান, উইন্ডিজ ক্যাপ্টেন জেসন হোল্ডার। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজের সামনে মাত্র ৪৩ (ডিএল) ওভারে ৩১১ রানের টার্গেট দেয় ভারত। রাহানের সেঞ্চুরির সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই দুরন্ত ছন্দে থাকা শিখর ধাওয়ান এদিনও হাফ সেঞ্চুরি(৬৩) করেন।

আর কোচ বিবাদ মাঠের বাইরে ফেলে রেখে বিস্ফোরক ব্যাটিং করেন অধিনায়ক বিরাট কোহলি(৬৬ বলে ৮৭)। এদিন রান পাননি যুবরাজ সিং(১৪)। ক্যারিবিয়ানদের হয়ে জোসেফ দু’টি উইকেট নেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ২০৫ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়দের হয়ে শাই হোপ সর্বোচ্চ ৮১ রান করেন। ভারতের হয়ে কুলদিপ যাদব ৩টি, ভুবনেশ্বর কুমার ২টি ও অশ্বিন ১টি উইকেট নেন। ম্যাচ সেরা হন অজিঙ্কা রাহানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ ভাব-গাম্ভীর্য্যরে মধ্য দিয়ে ঈদ-উল ফিতর উদযাপিত হয়েছে। সকালে বৃষ্টির কারণে বেশিরভাগ স্থানে ঈদগাহের পরিবর্তে মসজিদে পবিত্র ঈদ- উল ফিতরের নামাজ আদায় করেছে ধর্ম-প্রাণ মুসল্লীরা। সাতক্ষীরা কেন্ত্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় পবিত্র ঈ-উল ফিতরের নামাজ শুরু হয় শহরের মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহে। কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল লতিফ খান, দৈনিক কাফেলার ভারপ্রাপ্ত সম্পাদক ডা. রফিক উজ্জ্বল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীন, আবু আফফান রোজ বাবুসহ বিভিন্ন শ্রেণি- পেশার বিপুলসংখ্যক মানুষ। নামাজে ইমামতি করেন মাওলানা রফিকুল ইসলাম। ঈদের জামাত শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন সকল পর্যায়ের মানুষের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। ঈদের জামাত উপলক্ষে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয় কেন্দ্রীয় ঈদগাহ ও আশপাশের এলাকায়। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। এছাড়াও বিভিন্ন স্থানে পবিত্র ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়-
কালেক্টরেট জামে মসজিদে সকাল ৭টা-১৫ মিনিটে, সাতক্ষীরা স্টেডিয়াম ও পলাশপোল তেঁতুলতলা জামে মসজিদে সকাল ৮টা-১৫ মিনিটে, সুলতানপুর জামে মসজিদে ৮টা-১৫ মিনিটে, পি.এন.স্কুল এন্ড কলেজ চত্বরে শহর আহলে হাদিস এর সকাল ৮টা-৩০মিনিটে, মধুমাল্লারডাঙ্গী জামে মসজিদে সকাল ৮টা -১৫ মিনিটে, ইটাগাছা আয়েনউদ্দিন মহিলা মাদ্রাসা জামে মসজিদে সকাল ৯টায়, পুরাতন সাতক্ষীরা ছয়আনি জামে মসজিদে সকাল ৯টায়, কাশেমপুর মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০মিনিটে, নলকুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, আবহাওয়া না থাকলে নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদে, লাবসা ফুটবল ময়দানে সকাল ৮টা ৩০মিনিটে, বাঁকাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯টায় পবিত্র ঈদ-উল ফিতরের জামাত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগ‌ঞ্জে এক গৃহবধুর আত্নহত্যা

ভ্রাম্যমান প্র‌তি‌নি‌ধি, কা‌লিগঞ্জঃ কা‌লিগ‌ঞ্জের মৌতলা ইউনিয়‌নে পুর্ব মৌতলা গ্রা‌মে ছ‌কিনা খাতুন (২০) না‌মের এক গৃহবধু আত্নহত্যা ক‌রে‌ছে। স্থা‌নিয় সু‌ত্রে জানা যায় র‌বিবার আনুমানিক দুপুর দুইটার সময় শ্বাশু‌রির নির্যাত‌নে ঘ‌রের আড়ার সা‌থে ওড়না দি‌য়ে ফাস লা‌গি‌য়ে আত্নহত্য কর‌ে। সে কা‌লিগঞ্জ উপ‌জেলার কুশু‌লিয়া ইউনিয়‌নের বাজার গ্রাম এলাকার আদম জোর্য়াদা‌রের মেজ মে‌য়ে। পা‌রিবা‌রিক সু‌ত্রে জানা যায় দীর্ঘ ৫ বছর আগে মৌতলা গ্রা‌মের ফল ব্যবসায়ী খান জহু‌রের একমাত্র ছে‌লে ফজলুর সা‌থে বি‌য়ে হয় মামাত বোন ছ‌কিনা খাতু‌নের সা‌থে। বি‌য়ের দুই বছর পর তা‌দের ঘর আলো ক‌রে আসে এক‌টি ছে‌লে সন্তান। স্বামী ও স্ত্রীর মধ্য ভালবাসার ঘাট‌তি না থাক‌লেও ভাল সম্পর্ক ছিল না শ্বাশু‌রির সাথ‌ে। বি‌য়ের এক বছর পর থে‌কেই মান‌সিক ও শা‌রিরিক ভা‌বে নির্যাতন করত আপন ফুফু ছ‌কিনার শ্বাশু‌রি। এই জন্য শ্বাশু‌রির নির্যাত‌নে প্রায় বাবার বা‌ড়ি চ‌লে যেত ছ‌কিনা। গত ১৫ দিন আগেও শ্বাশু‌রির নির্যাতন সহ্য কর‌তে না পে‌রে বাবার বা‌ড়ি চ‌লে যায় ছ‌কিনা। কিন্তু সংসা‌রে মায়া ও স্বামীর প্র‌তি অগাধ ভালবাসার কার‌নে শ্বশু‌রের ফোন পে‌য়ে গত শুক্রুবার (২৩-৬-১৭)তা‌রি‌খে আবার স্বামীর বা‌ড়ি ফি‌রে আসে ছ‌কিনা।‌কিন্তু ভাগ্যের নির্মম প‌রিহাস স্বামীর বাড়ী ফি‌রে আস‌লেও আবার শুরু হয় শ্বাশু‌রির নির্মম নির্যাতন র‌বিবার দুপু‌রে শ্বাশু‌রির মানসীক নির্যাতন সহ্য কর‌তে না পে‌রে নি‌জের বাস ঘ‌রেই ওরনা দি‌য়ে টি‌নের চা‌লের আড়ার সা‌থে ফাস দি‌য়ে আত্নহত্যার পথ বে‌ছে নি‌তে বাধ্য হয় ছ‌কিনা। এ বিষ‌য়ে ছ‌কিনার মা মে‌য়ের শো‌কে বিলাপ কর‌তে কর‌তে ব‌লেন আমার মে‌য়েটা‌কে বড় সাধ কর‌ে ওর ফুফাত ভাই‌য়ের সা‌থে বি‌য়ে দি‌য়ে ছিলাম। কিন্তু আমার মে‌য়ে‌কে ওর ফুপু প্র‌তি‌নিয়ত মারধর করত কিন্তু আমর‌া কোন‌দিন কিছু ব‌লি‌নি আমার মে‌য়ে তার অত্যাচার সহ্য কর‌তে না পে‌রে আত্নহত্য কর‌ে‌ছে। এলাকা বাসীরা ব‌লেন মে‌য়েটাক‌ে ওর শ্বাশু‌রি প্র‌তি নিয়ত শা‌রিরীক ও মান‌সিক নির্যাতন করত র‌বিবার দুপু‌রেও আমরা চিৎকার শুন‌তে পায় কিন্তু আমরা এটা প্র‌তি‌দি‌নের ব্যাপার ম‌নে ক‌রে আমরা কেউ ও‌দের বা‌ড়ি‌তে আসে‌নি কিন্তু এতবড় একটা দূর্ঘটনা ঘ‌টে যা‌বে আমরা একটুও বুঝ‌তে পা‌রি‌নি তিন বছ‌রের এক‌টি বাচ্চা রে‌খে শ্বাশু‌রির নির্যাতন সহ্য কর‌তে না পে‌রে আত্নহত্যার পথ বে‌ছে নে‌বে মে‌য়ে‌টি আমরা ভাব‌তেও পা‌রি‌নি। এ বিষ‌য়ে কা‌লিগঞ্জ থানার উপ-পর‌দির্শক শুধাংশু শেখর হালদার ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন এ বিষ‌য়ে স‌খিনার প‌রিবার মামলা কর‌তে না চওয়ায় তা‌দের লি‌খিত আবেদনের প্রে‌ক্ষি‌তে ময়না তদন্ত না ক‌রে লাশ তার বাবার নিকট হস্তান্তর করা হ‌য়ে‌ছে। এ বিষয় থানার উপ-প‌রিদর্শক ইমদাদুল হক বাদী হ‌য়ে এক‌টি অপমৃত্যু দা‌য়ের ক‌রে‌ছে (মামলা নং-১৫ তা‌রিখ ২৫-৬-১৭ ইং খ্রিঃ)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest