সর্বশেষ সংবাদ-
গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিসড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারিসাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : জামায়াত সমর্থিত ৫টি পদে বিজয়সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগে চাকুরিচ্যুত দুই শিক্ষক ভ্রাতা চাকুরি ফিরে পেতে মরিয়াসাতক্ষীরায় অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওর জন্য মতবিনিময় Master Your Game with These Winning Strategies at Kyngs Casinoসাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলাম

কালিগঞ্জে বিজিবির অভিযানে ফেন্সিডিল আটক

তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় শুক্রবার (২৫ আগস্ট) আনুমানিক রাত সাড়ে ৩ টার সময় বর্ডার গার্ড বাংলাদেশ-১৭বিজিপি’র শুইলপুর বিওপি’র বিশেষ অভিযানে ৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে।
শুইলপুর বিওপি’র টইল কমান্ডার হাবিলদার মো. মমিনুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলার স্লুইচগেট এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে বিজিপি। আটকৃত ফেন্সিডিলের মূল্য ২৭ হাজার টাকার মত। এসময় চোরাকারবারী কোন সদস্যকে আটক করা সম্ভব হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধর্মগুরু রাম রহিমের বিরুদ্ধে রায়, নিহতের সংখ্যা বেড়ে ২৮

ধর্ষণের মামলায় ভারতীয় ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং-কে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণার পর তার সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রায় ঘোষণার পরপরই উত্তাল হয়ে উঠে পাঞ্জাব-হরিয়ানা। রাম রহিম-কে বিশেষ সিবিআই আদালত দোষী সাব্যস্ত করতেই আদালত চত্বরের বাইরে শুরু হয়ে যায় তাণ্ডব। লাঠি, বাঁশ, ইট-পাথর নিয়ে পুলিশের উপর হামলা হয়েছে। লাঠি চালিয়ে এবং কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে পাঁচকুলায় পুলিশ গুলি চালিয়েছে। সেখানে পুলিশের গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপেক্ষ ২০০ জন। পাঞ্জাব-হরিয়ানাজুড়ে বিভিন্ন স্থানে এমন সহিংসতায় নিহত হয়েছে অন্তত ২৮ জন।

পাঞ্জাবের দু’টি রেলওয়ে স্টেশনে ইতিমধ্যেই আগুন লাগিয়ে দিয়েছেন রাম রহিমের অনুগামীরা। দুই রাজ্যের বিভিন্ন এলাকায় থানা এবং সরকারি দফতরে আগুন লাগানো হয়েছে। পাঁচকুলা শহরের কিছু আবাসিক কলোনিতেও ভাঙচুর এবং একটি পেট্রল পাম্প ও পাঁচতারকা হোটেলে আগুন ধরিয়ে দেয় রাম রহিমের বিক্ষুব্ধ সমর্থকরা।

পাঁচকুলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। দূর থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে আদালত চত্বরে। ওই এলাকায় ইতোমধ্যেই অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশের সঙ্গে ডেরা অনুগামীদের সংঘর্ষে অন্তত ২০০ জন আহত হয়েছেন। পাঁচকুলার হাসপাতালগুলিতে রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না বলে খবর আসছে। শহরে রক্তের অভাব দেখা দিয়েছে।

অশান্তি শুরু হতেই পাঁচকুলায় কারফিউ জারি করেছিল প্রশাসন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। পুলিশের সঙ্গে প্রবল সংঘর্ষে জড়িয়ে পড়েছেন ডেরা অনুগামীরা। লাঠি চার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি আয়ত্তে আনা যায়নি। তাই পুলিশ গুলি চালিয়েছে বলে খবর। পুলিশের গুলিতেই ডেরা অনুগামীদের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে প্রশাসনিক সূত্রে এখনও সে বিষয়ে কিছু জানানো হয়নি।

ডেরা সচ্চা সৌদার সদর দফতর যেখানে, হরিয়ানার সেই সিরসাতেও তাণ্ডব প্রবল আকার নিয়েছে বলে খবর। পুলিশের সঙ্গে সেখানেও সংঘর্ষ হয়েছে ডেরা অনুগামীদের। বাবা রাম রহিমের ভক্তদের হাতে সিরসায় আক্রান্ত হয়েছে সংবাদমাধ্যমও। তবে শুধু সিরসাতে নয়, পাঁচকুলাতেও সংবাদমাধ্যম আক্রান্ত হয়েছে। মিডিয়ার একাধিক গাড়ি এবং ওবি ভ্যান নষ্ট করে দিয়েছে হামলাকারীরা।

পাঁচকুলায় থানা এবং বিভিন্ন সরকারি দফতরে রাম রহিমের ভক্তরা আগুন লাগিয়ে দিয়েছেন বলে অভিযোগ। গোটা শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। আগুন লাগানো হয়েছে বহু গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ৬ কলাম সেনা পাঠানো হয়েছে পাঁচকুলায়।

পরিস্থিতি প্রবল উত্তপ্ত পাঞ্জাবেও। ভাতিন্ডা এবং মলোত রেলওয়ে স্টেশনে তাণ্ডবকারীরা আগুন লাগিয়ে দিয়েছে। অশান্তি ছড়িয়ে পড়েছে দিল্লিতেও। রাজধানীর আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে একটি ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে খবর। উত্তর-পূর্ব দিল্লির লোনি চকে জ্বালিয়ে দেওয়া হয়েছে একটি বাসও, খবর দিল্লি পুলিশ সূত্রের।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ফোনে কথা বলেছেন পাঞ্জাব ও হরিয়ানার মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ এবং মনোহরলাল খট্টরের সঙ্গে। অশান্তি রুখতে পাঞ্জাবে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে রাজনাথকে জানিয়েছেন অমরেন্দ্র।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরও জানিয়েছিলেন যে, ধর্ষণের মামলায় রায় যা-ই হোক, পরিস্থিতি আয়ত্তের বাইরে যাবে না, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু শুক্রবার বিশেষ সিবিআই আদালত বাবা রাম রহিমকে দোষী সাব্যস্ত করতেই গোটা হরিয়ানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে বাবে ভেঙে পড়েছে, তাতে স্পষ্ট যে খট্টরের প্রতিশ্রুতি ভিত্তিহীন ছিল। প্রধানমন্ত্রীর দফতর থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রীর কাছ থেকে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং ডেরা সমর্থকদেরকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বাবা রাম রহিম নিজেও শান্তিই চাইছেন, জানানো হয়েছে সরকারের তরফে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। দুই রাজ্যের বিভিন্ন এলাকা এখন তাণ্ডবের গ্রাসে। হরিয়ানা সীমান্ত সিল করে দিয়েছে উত্তরপ্রদেশ এবং দিল্লির পুলিশ কিন্তু তা সত্ত্বেও দিল্লিতে অশান্তি ছড়িয়ে পড়া রোখা যায়নি। উত্তরাখণ্ড থেকেও সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দল বিভাগীয় চ্যাম্পিয়ন

মাহফিজুল ইসলাম আককাজ : জেএফএ কাপ জাতীয় অনুঃ ১৪ জেলা মহিলা ফুটবল দল খুলনা আঞ্চলিক পর্যায়ের ফাইনাল খেলায় নড়াইল জেলা মহিলা দলকে -১-০ গোলে পরাজিত করে আঞ্চলিক পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার বিকালে যশোর পুলিশ লাইন মাঠে আঞ্চলিক পর্যায়ের ফাইনাল খেলায় সাতক্ষীরা জেলা মহিলা দলের পক্ষে জয় সুচক গোলটি করে ১৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুন্নি। এর আগে গত বৃহস্পতিবার একই মাঠে সেমিফাইনালে খুলনা জেলা মহিলা দলকে ৯-৮ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে সাতক্ষীরা জেলা দল। জেএফএ কাপ জাতীয় অনুঃ ১৪ জেলা মহিলা ফুটবল দল খুলনা আঞ্চলিক পর্যায়ের ফাইনাল খেলায় বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় জেলা মহিলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশনের উপদেষ্টা জেলা পুলিশ সুপার মো. আলতাপ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ,কে.এম আনিছুর রহমান, জেলা মহিলা মহিলা ফুটবল কমিটির সভাপতি জেলা প্রশাসক পত্মী সেলিনা আফরোজ, জেলা মহিলা ফুটবল কমিটির সিনিয়র সহ-সভাপতি জেলা পুলিশ সুপার পত্মী মেহের নিগার আক্তার, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, জেলা মহিলা ফুটবল কমিটির সম্পাদিকা পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলীসহ জেলার ক্রীড়ামোদি ব্যক্তিবর্গ। জেলা মহিলা দলের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন কিরণ¥য় সরকার এবং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আকবর আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনির পল্লীতে পানিতে ডুবে ২ বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চেউটিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম কারিমা খাতুন। সে উপজেলার খাজরা ইউনিয়নের চেউটিয়া গ্রামের শিক্ষক কামরুল সানার মেয়ে।
স্থানীয়রা জানান, বিকেলে শিশু কারিমা তাদের বাড়ির পাশর্^বর্তী পুকুর ধারে খেলা করছিল। এ সময় সে হঠাৎ অসাবধান বশতঃ পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তার স্বজনরা তার মরাদেহ পুকুরের পানি থেকে উদ্ধার করেন। এদিকে, শিশু কারিমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্রিকেট ছেড়ে অন্য খেলায় মজেছেন মুস্তাফিজ!

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ আগস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে মুখোমুখি হচ্ছে টাইগাররা।
এদিকে আসন্ন সিরিজকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন টাইগার ক্রিকেটাররা।
কিন্তু দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়েও ক্রিকেট ছেড়ে অন্য খেলায় মন দিচ্ছেন কাটার মাস্টার মোস্তুফিজুর রহমান। আর সেটি হল লুকোচুরি খেলা। যার প্রমাণও তিনি হাজির করেছেন ফেসবুকে। লুকোচুরি খেলার সময়কার তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন এই কাটার মাস্টার।
তবে তা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কারণ পুরো ঘটনাটাই মজার জন্য করেছেন মোস্তাফিজ। লুকোচুরি নিয়ে নয় বরং ক্রিকেট নিয়েই ব্যস্ত আছেন মুস্তাফিজ। অনুশীলনের সময় তোলা একটি ছবি শেয়ার করেই মজার একটি শিরোনাম জুড়ে দিয়েছেন তাতে। আর সাথে আরও জুড়ে দিয়েছেন, যদিও আমি এটা পছন্দ করি না।
র‌্যাংকিংয়ে নিজেদের চতুর্থ অবস্থান ধরে রাখতে অজিদের সিরিজ জয়ের বিকল্প নেই। অন্যদিকে, টাইগারদের সামনে অষ্টম স্থানে ওঠার হাতছানি!
জয় ছাড়া অন্য কোনো ফলাফলে অস্ট্রেলিয়ার অবনমন নিশ্চিত। সিরিজ ড্র কিংবা বাংলাদেশ ১-০ তে জিতলে নেমে যেতে হবে পাঁচে। স্বাগতিকদের কাছে দুই ম্যাচই হেরে গেলে ষষ্ঠ স্থানের লজ্জা হজম করতে হবে স্মিথ-ওয়ার্নারদের।
আগামী ২৭ আগস্ট মিরপুরে প্রথম টেস্ট ও চট্টগ্রামে ৪ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ও শেষ ম্যাচ। এদিকে, চলমান ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের সিরিজও র‌্যাংকিংয়ে প্রভাব ফেলবে। এজবাস্টনে অনুষ্ঠিত প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হার মানে ক্যারিবীয়রা। পরের ম্যাচ (২৫ আগস্ট শুরু) হারলেই আটে উঠে যাবে বাংলাদেশ। দু’দলের রেটিং পয়েন্টের পার্থক্য এখন মাত্র ৬। যথাক্রমে ৭৫, ৬৯।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাখাইনে সংঘর্ষ চলছে, নিহতের সংখ্যা বেড়ে ৭১

মিয়ানমারের রাখাইনে জঙ্গি হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১২ জন সদস্যসহ ৭১ জন নিহত হয়েছে। শুক্রবার সকালে পুলিশের ২০ টির বেশি ফাঁড়িতে হামলা চালিয়েছে দেড় শতাধিক অজ্ঞাত লোক।

মিয়ানমারের সেনাবাহিনী বলছে, জঙ্গিদের অনেকের কাছেই বন্দুক থাকলেও, বেশিরভাগ লোক হামলা চালিয়েছেন বাড়িতে বানানো বিস্ফোরক দিয়ে।

জঙ্গিরা ২৪টি পুলিশ ফাঁড়িতে হামলার চেষ্টা করে। তারা সেনা ঘাঁটিতে ঢুকে পড়ারও চেষ্টা চালায়। এদিকে, চলতি মাসে রাখাইন প্রদেশে সেনা মোতায়েন করার পর থেকেই ওই এলাকা থেকে পালাচ্ছে রোহিঙ্গা মুসলিমরা।

দেশটির সেনাবাহিনী বলছে, কিয়ার গ্যাং টং এবং নাট চাং গ্রামে এখনও সংঘর্ষ চলছে। সেনাবাহিনী এবং পুরিশ সদস্যরা যৌথভাবে বিদ্রোহী বাঙালিদের পিছনে হটিয়ে দেয়ার চেষ্টা করছে।’ রোহিঙ্গা মুসলমানদের বরাবরই বাঙালি বলে দাবি করে থাকে মিয়ানমার।

শান্তিতে নোবেল বিজয়ী দেশটির নেত্রী অং সান সুচি বলেন, ‘নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ১২ জন সদস্য এবং ৫৯ জন জঙ্গি নিহত হয়েছে।’

সেখানকার একজন রোহিঙ্গা মোবাইলে এএফপির প্রতিনিধিকে জানান, ‘এখনও গুলির শব্দ শুনতে পাচ্ছি। মারা যাওয়ার ভয়ে আর বাড়িতে যেতে পারছি না।’

চলতি সপ্তাহে কমপক্ষে তিন হাজার পাঁচশ রোহিঙ্গা বাংলাদেশে পৌঁছেছে। বাংলাদেশ-মিয়ানমারকে বিভক্ত করা নাফ নদীর কাছাকাছি কক্সবাজার এলাকায় ইতোমধ্যেই শরণার্থী ক্যাম্পগুলোতে অতিরিক্ত লোকজনে গাদাগাদি করে থাকছে। সেখানে আরও রোহিঙ্গা এসে আশ্রয় নিচ্ছে; ফলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে।

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে ১০ লাখের বেশি মুসলিম রোহিঙ্গার বসবাস। সরকার ওই অঞ্চলে জাতিগত নিধন চালাচ্ছে এমন অভিযোগে সেখান থেকে পালিয়ে বেড়াচ্ছে আতঙ্কিত রোহিঙ্গারা।

ওই অঞ্চলে সেনাবাহিনী ব্যাপক নিপীড়ন, হত্যা, গণধর্ষণ এবং গ্রামের বাড়ি-ঘর পুড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ এনেছে রোহিঙ্গারা।

এর আগে গত বছরের অক্টোবরে একই ধরনের হামলায় ১০ পুলিশ সদস্য নিহত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করেই রাখাইনে সেনা মোতায়েন করে মিয়ানমার সরকার। সেনাবাহিনীর অত্যাচার, নিপীড়ন থেকে বাঁচতে রোহিঙ্গারা প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে আসছে।

সূত্র : এএফপি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশের ‘মিস ফায়ারে’ ঢাকা শিক্ষা বোর্ডের সচিব আহত

পুলিশের শটগান থেকে ‘মিস ফায়ারে’ বের হওয়া রাবার বুলেটে আহত হয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল খবির চৌধুরী। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে। তিনি বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো.সালাউদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাতে সচিব মহোদয় হোটেলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন বেশ দূরে অবস্থান করা পুলিশ সদস্যদের শটগান লোড-আনলোডের সময় অসতর্কতাবশত ‘মিস ফায়ার’ হয়।’
তিনি বলেন, ‘শটগান থেকে বের হওয়া রাবার বুলেটের  ভেতরের বলসদৃশ অংশগুলো সাধারণত ছড়িয়ে যায়। এর চার-পাঁচটি গিয়ে  শাহেদুল খবির চৌধুরীর শরীরে লাগে। তিনি হাত-পা ও পেটে আঘাত পান ।’
সালাউদ্দিন মিয়া বলেন, ‘শুরুতে তিনি নিজেও আহতের  বিষয়টি বুঝতে পারেননি। পরে যখন হালকা ব্যাথা অনুভব করেন, তখন দেখতে পান আঘাতপ্রাপ্ত জায়গা সামান্য ফুলে গেছে। পরে আমরা তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করি। তিনি এখন সুস্থ আছেন ।’ আঘাত সামান্য হলেও পুলিশের ভুলের কারণে যেহেতু হয়েছে, তাই বিষয়টি আমরা খতিয়ে দেখছি বলে জানান গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া।

শাহেদুল খবির চৌধুরী গুলিবিদ্ধের ঘটনায় পুলিশের দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

ডিএমপি’র গুলশান জোনের ডিসি এসএম মোস্তাক আহমেদ বলেন, ‘ এ ঘটনায় আমরা প্রাথমিকভাবে দুই পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছি।  তারা হলেন- কন‌স্টেবল ইমরান ও আশরাফুল। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

এদিকে ইউনাইটেড হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহেদুল খবির চৌধুরী বর্তমানে কেবিনে শঙ্কামুক্ত আছেন। তার চিকিৎসা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধর্ষণে অভিযুক্ত ভারতীয় ধর্মগুরুর রায় ঘিরে সহিংসতায় নিহত ৫

বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং-এর রায় ঘিরে উত্তাল হয়ে পড়েছে ভারতের উত্তরাঞ্চল। নিজ আশ্রমে দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) একটি আদালত। এরপরই পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে তাণ্ডব শুরু করে তার অনুসারীরা। তারা রাস্তায় যানবাহন ভাঙচুর এবং অন্তত দুটি রেলওয়ে স্টেশনে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশের গুলিতে রাম রহিমের পাঁচ অনুসারী নিহত হন। সংঘর্ষ আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাঞ্জাবের বিভিন্ন এলাকায় টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করে রাম রহিমের ক্ষুব্ধ সমর্থকদের নিয়ন্ত্রণের চেষ্টা করছে নিরাপত্তা বাহিনীগুলো। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। দুই রাজ্যের নিরাপত্তা রক্ষায় মাঠে নেমেছে ৫৭ হাজার পুলিশ সদস্য। তাদের সঙ্গে রয়েছে সামরিক ও আধা সামরিক বাহিনীর কয়েক হাজার সদস্য।

আগামী সোমবার রাম রহিমের সাজা ঘোষণা করবেন উচ্চতর আদালত। এতে তার সাত বছরের কারাদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগেই হরিয়ানার আদালত এলাকায় পৌঁছেছেন দুই লক্ষাধিক রাম রহিম সমর্থক। এর মধ্যে শুধু আদালতের কাছাকাছি এলাকাতেই জড়ো হয়েছেন তার প্রায় ৪০ হাজার ভক্ত। হাতে মোটা বাঁশের লাঠি বা হকিস্টিক নিয়ে শহরজুড়ে মহড়া দিচ্ছেন তারা। উদ্ভূত পরিস্থিতিতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সিবিআই কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার পর অবশ্য অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন গুরমিত রাম রহিম সিং। এরইমধ্যে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে হরিয়ানার পুলিশ। তবে তাকে সেনা হেফাজতে পাঠানো হবে বলে জানা গেছে।

গুরমিত রাম রহিম সিং-এর ধর্মীয় সম্প্রদায়ের নাম রাখা হয়েছে তার হরিয়ানার আশ্রমের নাম অনুসারে। এ সম্প্রদায়ের নাম ‘ডেরা সাচ্চা সৌদা’। এ সম্প্রদায়ের অনুসারীর সংখ্যা পাঁচ কোটি। প্রশাসনের আশঙ্কা, প্রত্যাশিত রায় না পেলে রাম রহিমের অনুসারীরা দুই রাজ্যে আরও ব্যাপক আকারে তাণ্ডব চালাতে পারে। কারণ ইতোপূর্বে তাদের দাঙ্গা বাধানোর রেকর্ড রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের মধ্যে চলাচলকারী দুই শতাধিক ট্রেন চলাচল পরবর্তী তিনদিনের জন্য স্থগিত করা হয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আগামী ৭২ ঘণ্টা মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। পাঁচকুলা আর চন্ডীগড়ের স্টেডিয়াম ও স্কুলগুলোকে প্রশাসন নিজেদের দখলে নিয়ে অস্থায়ী কারাগার তৈরি করেছে, যাতে প্রচুর সংখ্যায় ওই ‘গুরু’র ভক্তদের গ্রেফতার করতে হলে তাদের রাখার ব্যবস্থা করা যায়।

প্রায় ১৫ বছর আগে রাম রহিমের এক সাবেক নারী অনুসারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। ২০০২ সালে করা ওই মামলায় বলা হয়, হরিয়ানার রাম রহিমের নিজ আশ্রমেই তার হাতে ধর্ষণের শিকার হন ওই নারী। গত ১০ বছরে প্রায় ২০০টি শুনানির পর শুক্রবার রায় দেন (সিবিআই)-এর আদালত।

প্রশাসন প্রথমে আদালত সংলগ্ন এলাকায় রাম রহিম ভক্তদের বিপুল সংখ্যায় জমায়েত নিয়ে ব্যবস্থা না নিলেও বৃহস্পতিবার পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের নির্দেশে রাত থেকে নিরাপত্তার কড়াকড়ি করে। এজন্য চণ্ডীগড়-পাঁচকুলা পৌঁছানোর সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়, তল্লাশি চলতে থাকে সব গাড়িতে। রাতভর পুলিশ কর্মকর্তারা মাইক হাতে রাস্তায় ঘুরে বেড়েয়েছেন জমায়েত হওয়া ভক্তদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে।

অনেক রাতে গুরমিত রাম রহিম সিং-এর একটি ভিডিও বার্তা ইন্টারনেটে প্রকাশ করা হয়, যাতে তিনি শান্তি বজায় রাখার এবং ভক্তদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তবে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় বেশিরভাগ ভক্তর কাছেই সেই বার্তা পৌঁছায়নি বলে প্রশাসন মনে করছে।

গত বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রতি সমর্থন দিয়েছিলেন গুরমিত রাম রহিম সিং। বিজেপির অনেক নেতা-মন্ত্রী-সংসদ সদস্যই ওই ধর্মগুরুর সঙ্গে ঘনিষ্ঠতার কথা সামাজিক মাধ্যমে নানা সময়ে প্রকাশ করেছেন। ভারতের অজস্র গডম্যান বা ধর্মগুরুর মধ্যে রাম রহিম ব্যতিক্রম। তিনি একাধারে ধর্মপ্রচারক, সমাজ সংস্কারক, গায়ক, সিনেমার নায়ক ও পরিচালক। সেই সব চলচ্চিত্রে নানা রকম স্টান্ট দেখান তিনি। হরিয়ানার সিরসায় তার ডেরা সাচ্চা সৌদা আশ্রমের প্রাঙ্গণে নিয়মিত বসে পপ কনসার্ট। সেখানে গান রাম রহিম সিং নিজেই। তার তুমুল জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ইউ আর মাই লাভ চার্জার’।

‘এমএসজি: মেসেঞ্জার অব গড সিরিজে’র যে সিনেমাগুলোতে বাবা রাম রহিম নিজেই নায়ক গুরুজির অভিনয় করেছেন, হাজার হাজার গাড়ির কনভয় নিয়ে সেই ছবি দেখতে এসে তার ভক্তরা একাধিকবার দিল্লির কাছে গুরগাঁও অচল করে দিয়েছেন! শিখ, হিন্দু, মুসলিম সব ধর্মের চেতনার মিশেলে তৈরি হয়েছে তার ধর্মীয় সম্প্রদায় ‘ডেরা সাচ্চা সৌদা’।

সূত্র: বিবিসি, এনডিটিভি, রয়টার্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest