সর্বশেষ সংবাদ-
কোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদেররাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাবতালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিতভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণসাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ইটাগাছা এলাকা পরির্দশনে সদর ইউএনওপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় শিক্ষার্থীদের জন্য ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ !জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমানের পিতার মৃত্যুখুলনার নাছিরপুর খাল উন্মুক্ত হলো: ২০ গ্রামের মানুষের উচ্ছ্বাস উল্লাস

ভারতের বিপক্ষে ব্যর্থতার বৃত্তেই বন্দি শ্রীলঙ্কা। প্রথম টেস্টে ৩০৪ রান এবং পরের ম্যাচে ইনিংস ও ৫৩ রানের বিশাল ব্যবধানে হার মেনেছিল স্বাগতিক দল। পাল্লেকেলেতে সিরিজের শেষ টেস্টেও শ্রীলঙ্কানদের সামনে হারের আশঙ্কা।

রবিবার ম্যাচের দ্বিতীয় দিনে রেকর্ড বইয়ে নাম ওঠানো হার্দিক পান্ডিয়ার ঝড়ো সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ভারত করেছে ৪৮৭ রান। জবাবে মাত্র ১৩৫ রানে অলআউট হয়ে ফলোঅনে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১৯ রান নিয়ে দিন শেষ করেছে তারা। ইনিংস হার এড়াতে স্বাগতিকদের প্রয়োজন আরও ৩৩৩ রান।

ইদানীং শ্রীলঙ্কান ক্রিকেটের দুর্দশার অন্যতম কারণ ব্যাটিং। রবিবারও ব্যাটসম্যানদের ব্যর্থতা লজ্জায় ফেলে দিয়েছে তাদের। মোহাম্মদ সামির জোড়া আঘাতে শুরুতেই বিপদে পড়ে যায় শ্রীলঙ্কা। ইনিংসের তৃতীয় ও পঞ্চম ওভারে উপুল থারাঙ্গা (৫) ও দিমুথ করুনারত্নেকে (৪) ফিরিয়ে দেন সামি।

নবম ও দশম আবার জোড়া আঘাত। প্রথমে রান আউট হন কুশল মেন্ডিস (১৮), পরের ওভারে অ্যাঞ্জেলো ম্যাথুসকে (০) এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন পান্ডিয়া। ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তখন দিশেহারা।

এরপর নিরোশান ডিকবেলাকে নিয়ে ৬৩ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেছিলেন অধিনায়ক দিনেশ চান্ডিমাল। দলীয় ১০১ রানে ডিকবেলা (২৯) কুলদীপ যাদবের বলে কট বিহাইন্ড হওয়ার পর আবার শুরু ব্যাটিং ধস। ৪৮ রান করা চান্ডিমাল লড়াইয়ের চেষ্টা করলেও লাভ হয়নি, কুলদীপ ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে ৩৪ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ফলোঅনের লজ্জায় পড়ে যায় শ্রীলঙ্কা।

৪০ রানে ৪ উইকেট নেওয়া কুলদীপ ভারতের সেরা বোলার। সামি ও অশ্বিনের শিকার ২টি করে উইকেট।

দিনের শুরুটা ছিল হার্দিক পান্ডিয়ার। ৬ উইকেটে ৩২৯ রানে খেলা শুরু করা ভারতের স্কোরবোর্ড সমৃদ্ধ হয়েছে এই তরুণ অলরাউন্ডারের দুর্দান্ত ইনিংসে। টেস্টে ভারতের পক্ষে এক ওভারে রেকর্ড ২৬ রান তুলে নিয়েছেন পান্ডিয়া। দুর্ভাগা বোলারের নাম মালিন্দা পুষ্পাকুমারা। ভারতের হয়ে ওভারে ২৪ রানের আগের রেকর্ডটি যৌথভাবে ছিল সন্দীপ পাতিল ও কপিল দেবের দখলে।

মাত্র ৮৬ বলে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া পান্ডিয়া থেমেছেন ১০৮ রানে। ৯৬ বলের ঝড়ো ইনিংসটা সাজানো ৮টি চার ও ৭টি বিশাল ছক্কায়। ভারতকে পাঁচ শ’র কাছাকাছি পৌঁছে দিতে কুলদীপ আর উমেশ যাদবের অবদানও কম নয়। অষ্টম উইকেটে কুলদীপকে (২৬) নিয়ে ৬২ রানের জুটি গড়েছেন পান্ডিয়া। উমেশ অবশ্য ৩ রানের বেশি করতে পারেননি, তবে শেষ জুটিতে পান্ডিয়াকে দারুণ সঙ্গ দিয়েছেন তিনি। উমেশের সঙ্গে ৬৬ রানের জুটি গড়ে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন পান্ডিয়া।

৫ উইকেট নিলেও সেজন্য লাকশান সান্দাকানের খরচ ১৩২ রান। আরেক বাঁহাতি স্পিনার পুষ্পাকুমারার খরচ ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: প্রথম ইনিংস ৪৮৭ (ধাওয়ান ১১৯, পান্ডিয়া ১০৮, রাহুল ৮৫, কোহলি ৪২, কুলদীপ ২৬; সান্দাকান ৫/১৩২, পুষ্পাকুমারা ৩/৮২)

শ্রীলঙ্কা: প্রথম ইনিংস ১৩৫ (চান্ডিমাল ৪৮, ডিকবেলা ২৯; কুলদীপ ৪/৪০) ও দ্বিতীয় ইনিংস ১৯/১ (করুনারত্নে ১২*; উমেশ ১/৩)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বরফে ঢাকা এন্টার্কটিকায় হয়তো বিশ্বের সবচেয়ে বিরূপ প্রাকৃতিক পরিবেশ। কিন্তু ব্রিটিশ এক প্যাকেট ফ্রুটকেক ১০০ বছরেরও বেশি সময় ধরে তা সহজেই সামলেছে।

এন্টার্কটিক হেরিটেজ ট্রাস্টের গবেষকরা বলছেন কেপ এডেয়ার নামে একটি জায়গায় তারা ব্রিটেনের তৈরি ১০৬ বছরের পুরনো একটি ফ্রুটকেক খুঁজে পেয়েছেন। ধারণা করা হচ্ছে বিখ্যাত ব্রিটিশ অভিযাত্রিক রবার্ট ফ্যালকন স্কট এই কেক নিয়ে এন্টার্কটিকাতে গিয়েছিলেন।

কেকের টিনে জং ধরে গিয়েছে, কিন্তু কেকটি যথেষ্ট ভালো আছে। তাতে কেকের সুগন্ধও অবশিষ্ট রয়েছে।

কেকটি পাওয়া গেছে এন্টার্কটিকার সবচেয়ে পুরনো স্থাপনাটির ভেতরে। ১৮৯৯ সালে নরওয়ের একটি অভিযাত্রী দল এই কুড়ে ঘরটি তৈরি করেছিলো।

১৯১১ সালে তার টেরা নোভা অভিযানের সময় ক্যাপ্টেন স্কট এই ঘরটি ব্যবহার করেছিলেন।

নিউজিল্যান্ড ভিত্তিক এন্টার্কটিক হেরিটেজ ট্রাস্টের লিযি মিক ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকাকে বলেন – হান্টলে এ্যান্ড পামারস নামে ব্রিটিশ বিস্কিট কোম্পানির তৈরি এই ফ্রুটকেক মি স্কটের খুব প্রিয় ছিল।

“এন্টার্কটিকায় থাকতে ও কাজ করার সময় চর্বিযুক্ত, মিষ্টি খাবারের প্রতি মানুষের আসক্তি হয়। ফলে সেখানে চা-কফির সাথে ফ্রুটকেক একদম আদর্শ খাবার।”

২০১৬ সালের মে মাস থেকে নরওয়েজিয়ানদের তৈরি এন্টার্কটিকার ঐ কুঁড়েঘরে ঐতিহাসিক নিদর্শন খুঁজছে হেরিটেজ ট্রাস্ট। পোশাকসহ দেড় হাজারের মত নানা জিনিস পেয়েছেন তারা ঐ ঘরে। এমনকী মাছ-মাংসও পেয়েছেন। জ্যাম পেয়েছেন।

তবে প্রায় তাজা অবস্থায় পাওয়া কেকের টুকরাটি গবেষকদের সবচেয়ে চমৎকৃত করেছে।

তার নিয়ে যাওয়া কেকটি এতদিন থেকে গেলেও ক্যাপ্টেন স্কট এবং তার দলের সদস্যদের ঐ অভিযানে মৃত্যু হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডিজাইনার ববি

কর্তৃক Daily Satkhira

ফিল্মপাড়ায় যে কয়জন অভিনেত্রী নজর কাড়েন তাদের মধ্যে অন্যতম। আবার শারীরিক অবয়বে অনেককেই ছাপিয়ে যান তিনি।
রুপালি পর্দায় দর্শকরা যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ চান তার সিংহভাগ রয়েছে এই অভিনেত্রীর মাঝে। বলছি, অভিনেত্রী ববির কথা। সবকিছু ঠিক থাকলে শিগগিরই বিজলী হয়ে চমকাবেন বড় পর্দায়। বর্তমান ব্যস্ততা তার হোম প্রোডাকশনের এই ‘বিজলী’ নিয়ে। বিগত কয়েক মাস ছবিটি নিয়ে বেশ ব্যস্ততার মধ্যে ছিলেন ববি। বাংলাদেশ ছাড়াও ইফতেখার চৌধুরী পরিচালিত এ ছবির শুটিং হয়েছে আরও তিনটি দেশে। ভারত ও থাইল্যান্ড পাড়ি দিয়ে আইসল্যান্ডেও প্রথমবারের মতো শুটিং হলো বাংলাদেশের কোনো ছবির। ববি চেষ্টা করেছেন বিজলীকে পুরোপুরি মনের মতো সাজাতে। বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই জানালেন তিনি। এ ছাড়া এর মাধ্যমে নতুন পরিচয়ে আবির্ভূত হলেন এ লাস্যময়ী। ‘বিজলী’ সিনেমায় তার কস্টিউম ডিজাইন তিনি নিজেই করেছেন। ববি বলেন, ড্রেসের ডিজাইন করতে ভালো লাগে। আমার ড্রেসের ডিজাইন অধিকাংশ সময় নিজেই করি। এ সিনেমায়ও আমার পোশাকের ডিজাইন নিজেই করেছি। ’ বিজলী সিনেমায় নাম ভূমিকায় সুপারওম্যান চরিত্রে অভিনয় করেছেন ববি। এতে তার বিপরীতে রয়েছেন কলকাতার মডেল রণবীর। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জাহিদ হাসানকে। আরও অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, শতাব্দী রায়, দিলারা জামান, আহমেদ রুবেল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : ষোড়শ সংশোধনী রায়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রবিার দুপুরে কেন্দ্রীয় ঘোষিত জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের আহবানে জেলা আইনজীবি সমিতির সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আওয়ামী আইনজীবি পরিষদের সভাপতি এড. এস এম হায়দারের সভাপতিত্বে ও অতিরিক্ত পিপি এড. আজহারুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী আইনজীবি পরিষদের সাধারণ সম্পাদক ও জজ কোর্টের পিপি এড. ওসমান গণি, জিপি এড. গাজী লুৎফর রহামান, এড. আব্দুস সামাদ, এড. রুহুল আমিন, অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, এড. শাহনাজ পারভীন মিলি, অতিরিক্ত পিপি এড. জিয়াউর রহমান, এড.শম্ভু নাথ সিংহ, এড. একেএম তৈহিদুর রহমান শাইন, এপিপি এড. তামিম আহমেদ সোহাগ, এড. বাসার, এড. সাইদুজ্জামান জিকো, এড. আমিনুল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিম্নমানের ইট খোয়া ও বালু দিয়ে তৈরি হচ্ছে কদমতলা থানাঘাটা-বিজিবি ক্যাম্প সড়ক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের কদমতলা ভায়া থানাঘাটা হয়ে বিজিবি ক্যাম্প পর্যন্ত ২৩শ’৭০ মিটার রাস্তা পাকা করণে নিন্মমানের আমা ইট, খোয়া ও বালু ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। রাতের আঁধারে এধরনের উপকরণ ব্যবহার করছে বলে পথচারীরা জানিয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কতৃক ৫২ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন এ রাস্তায় অত্যান্ত নিন্মমানের নম্বরবিহীন ইট দিয়ে চলছে রাস্তা পাকাকরণের নির্মাণ কাজ। এলাকাবাসী ও পথচারীদের অভিযোগ কতৃপক্ষের যোগসাজসেই এমন অনিয়ম ও দুর্নীতি। লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বাবু জানান, কাজটি আমার ইউনিয়নের মধ্যে বলে একাধিক ব্যক্তি রাস্তা পাকা করণে নিন্মমানের আমা ইট, খোয়া ও বালু ব্যবহারের অভিযোগ করেছে। এব্যাপারে ঠিকাদার শেখ সিরাজুল হকের সেলফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহারিত ফোনটি বন্ধ পাওয়া যায়। তার ম্যানেজার মুজিবুর রহমান জানান, আমার খোয়া দেওয়ার কথা আমি ভাটা থেকে খোয়া এন দিচ্ছি। জনগণ বলছে ইট এনে খোয়া করতে পারবোনা। দরকার হলে ভাটায় ইট হলে তখন কাজ করবো। এব্যাপারে সদর উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম জানান, আমাদের সহকারী প্রকৌশলী জাহানারা কাজটি দেখছে। আমি তার সাথে কথা বলব এবং যদি নিন্মমানের সামগ্রী ব্যবহার করে তবে ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে সচেতন মহল ও সাধারণ পথচারীরা বলছে এধরনের নিন্মমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ হলে এ রাস্তা এক মাস ও টিকবে না। খুব দ্রুত এ রাস্তা নষ্ট হয়ে যাবে। রাস্তাটির কাজ সিডিউল অনুযায়ী করার দাবি জানিয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে কবি শাহাবুদ্দীনের ভারসাম্য শুন্য পংক্তিমালা বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে জেলা অফিসার্স ক্লাবে সব্যসাচী আবৃত্তি সংসদের সাতক্ষীরার আয়োজনে সব্যসাচী আবৃত্তি সংসদের সভাপতি হেনরী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক উপ-ভাষা গবেষক কাজী মুহম্মদ অলিউল্লাহ, আলোচক হিসবে বক্তব্য রাখেন শুভ্র আহমেদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন এন.ডি.সি আবু সাঈদ, এস.এম নাজমুল হাসান, আবু আফফান রোজ বাবু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত, কবি স.ম তুহিন, তৃপ্তি মোহন মল্লিক, কন্ঠ শিল্পি মনজুরুল হক, দিলরুবা রোজ, চিত্র শিল্পি এমএ জলিল, সাহিত্যিক সিদ্দিকুর রহমানসহ জেলা বিভিন্ন কবি ও সাহিত্যিকরা।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সব্যসাচী আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছট্রু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটার জুজখোলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন সাতক্ষীরা-১ (তালা কলারোয়া) আসনের এমপি এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
রবিবার বিকাল ৫টায় জুজখোলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, নগরঘাটা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, ক্লিনিক কমিটির সভাপতি ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ক্লিনিকের কর্মরত সিএইচ সি পি মোঃ আল-আমিন সহ কমিটির অন্য নেতৃবৃন্দ। সরেজমিনে ঘুরে এমপি জুজখোলা ক্লিনিকের চারপাশে প্রাচীর না থাকায় প্রযোজনীয়তা উপলব্ধি করেন। এবং অতি দ্রুততার সাথে প্রাচীরের ব্যবস্থা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : ১৫ আগষ্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যেগে জাতীয় শোক দিবসের দিন দুপুরে গরীব ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণের লক্ষে গতকাল রবিবার বিকাল ৫ টায় জেলা স্বেচ্ছাসেবকলীগের অস্থায়ী কার্যালয়ে পৌর স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা শেখ মারুফ হাসান মিঠু’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক জেলা ছাত্রলীগ-যুবলীগের সভাপতি শেখ সাহিদ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মীর মোস্তাক আলী, সাবেক ছাত্রলীগ নেতা কাজী আক্তার হোসেন, আবু ছালেক, এড. ফারুক হোসেন, শাহাদাত হোসেন, মতিউর রহমান, শেখ জাহাঙ্গীর কবির, স্বপন, শফি, উজ্জল, খন্দকার আনিসুর রহমান, জীনব, হযরতসহ নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest