সর্বশেষ সংবাদ-
দেবহাটা সদর ইউনিয়নকে শিশু শ্রম মুক্ত ঘোষনাসাতক্ষীরায় পাখিমারা টিআরএমের বকেয়া ৪৮ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে স্মারকলিপিকালিগঞ্জের সাবেক সমাজসেবা অফিসার শহিদুরের বিরুদ্ধে প্রতিবন্ধীর নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগসাতক্ষীরায় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: ভোলা জেলাকে ৪-১ গোলে হারাল সাতক্ষীরাদেবহাটার নোড়ারচকে নাটক সাজিয়ে অস্ত্র মামলায় বৃদ্ধাকে গ্রেফতার করানোর অভিযোগসাতক্ষীরায় সংলাপ বক্তারা: আগামী নির্বাচনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিশ্রæতি চায়হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশের ক্রিকেটে সফল অধিনায়ক মাশরাফি।ক্রিকেটে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে সম্মানজনক সেরা বাঙালি পুরস্কারে ভূষিত করলো কলকাতার এবিপি মিডিয়া গ্রুপ। আজ (শনিবার) সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টাইগারের হাতে সম্মাননাটি তুলে দেওয়া হয়। সপরিবারে পুরস্কারগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন মাশরাফি। তার হাতে পুরস্কার তুলে দেওয়ার আগে মঞ্চের পর্দায় প্রদর্শিত হয় মাশরাফিকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র, যেখানে তুলে ধরা হয় নড়াইল এক্সপ্রেসের বেড়ে ওঠা এবং আজকের দিনের অপ্রতিরোধ্য বাংলাদেশ দলের অধিনায়ক হয়ে ওঠার গল্প।

এর আগে, সাবেক বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক হাবিবুল বাশার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মর্যাদাপূর্ণ এ সম্মানে ভূষিত হন। পাঁচ বছর পর বাংলাদেশের কোনো ক্রিকেটার হিসেবে মাশরাফিকে এ সম্মাননা দেওয়া হলো। এবিপি মিডিয়া গ্রুপ প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বাঙালিদের পুরস্কৃত করে থাকে। এখানে কোনো আঞ্চলিক বাধা নেই। এবারের সংস্করণে খেলোয়াড় বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়ে সেরা বাঙালি খেলোয়াড় নির্বাচিত হন টাইগারদের বর্তমান ওয়ানডে অধিনায়ক।

ভারতীয় বাঙালিদের মধ্যে এ পুরস্কারে ভূষিত হন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারি, নারী ক্রিকেটার ঝুলন গোস্বামী, নোবেলজয়ী বাংলাদেশের ড. মুহাম্মদ ইউনূস, অভিনেতা মিঠুন চক্রবর্তী ও ভারতের অমর্ত্য সেন। এবিপি বিশ্বাস করে, ক্রিকেটে বাঙালিদের গর্ব মাশরাফি এবং বাঙালিকে বিশ্ব দরবারে উপস্থাপন করে বিশেষ অবদান রেখেছেন। আধুনিক ক্রিকেটে যিনি বাংলাদেশকে অনেক দূর নিয়ে গেছেন।

মাশরাফির বলিষ্ঠ নেতৃত্বগুণে বদলে গেছে বাংলাদেশ জাতীয় দল। অভিজ্ঞদের পাশাপাশি একঝাঁক প্রতিভাবান তরুণদের সমন্বয়ে গড়া দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। নড়াইল এক্সপ্রেসের অধিনায়কত্বে টানা ছয়টি ওয়ানডে হোম সিরিজ জেতা টিম বাংলাদেশ এখন ক্রিকেট বিশ্বেই এক পরাশক্তি দলের নাম। মাশরাফির হাত ধরে ২০১৫ বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলার গৌরব অর্জন করে টাইগাররা। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলার কীর্তিতে নিজেদের নতুন উচ্চতায় তুলে ধরে লাল-সবুজের জার্সিধারীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শরীর যত সুস্থ এবং সুন্দর থাকবে, মন এবং জীবন তত আনন্দে ভরে উঠবে। তবে এই কথাটা কজনই বা মেনে চলেন। তাই তো এত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এমন কিছু মশলা নিয়ে আলোচনা করা হল, যা গত কয়েক বছরে বৃদ্ধি পাওয়া প্রতিটি রোগকে আপনার থেকে দূরে রাখতে সক্ষম।

যে যে মশলাগুলির হাতে রয়েছে সুস্বাস্থ্যের চাবিকাঠি, সেগুলি হলঃ

১। হলুদঃ অ্যালঝাইমার এবং ক্যান্সার রোগকে দূরে রাখতে হলুদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এই মশলায় উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট নানাভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়, সেই সঙ্গে দেহের ভিতর যাতে কোনও ভাবেই রোগ সৃষ্টিকারি উপাদানগুলি শক্তিশালী না হয়ে ওঠে সেদিকেও খেয়াল রাখে। হলুদে উপস্থিত কার্কিউমিন নামে একটি উপাদান শরীরে অতিরিক্ত মেদ জমতে দেয় না। ফলে ওজন বৃদ্ধির আশঙ্কাও হ্রাস পায়।

২। দারুচিনিঃ জ্বর, পেটব্যথা বা এ জাতীয় সমস্যা সারাতে দারুচিনি খেতে পারেন। দারুচিনিতে রয়েছে ক্যালসিয়াম, ফাইবার, আয়রন, ম্যাঙ্গানিজ এবং কয়েক ধরনের এসেনশিয়াল অয়েল। প্রতিদিন দারুচিনি খেলে রক্তে শর্করার মাত্রা বাড়ার সুযোগই পায় না। ফলে ডায়াবেটিসের মতো রোগ দূরে থাকে।

৩। গোলমরিচঃ শরীরে জমে থাকা ক্যালোরি বার্ন করতে এই মশলাটির কোনও বিকল্প হয় না বললেই চলে। প্রতিটি খাবারে এই মশলাটি মেশালে, খাবার প্রতি প্রায় ১০০ ক্যালোরি বার্ন হয়। এই পরিমাণ ক্যালোরি যদি প্রতিদিন বার্ন হতে থাকে, তাহলে ওজন কমতে যে একেবারেই সময় লাগবে না।

৪। আদাঃ নানাবিধ রোগের চিকিৎসায় সেই আদি কাল থেকে কাজে লাগানো হচ্ছে এই মশলাটিকে। আদাতে উপস্থিত বেশ কিছু উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ওজন হ্রাসেও বিশেষ ভূমিকা নেয়। যাদের ওজন বৃদ্ধি এবং ডায়াবেটিস রোগের আশঙ্কা রয়েছে, তারা আদা সঙ্গে রাখতে ভুলবেন না।

৫। রসুনঃ খাবারকে সুস্বাদু বানানোর পাশাপাশি একাধিক নন-কমিউনিকেবল ডিজিজকে দূরে রাখতে রসুনের কোনও বিকল্প হয় না বললেই চলে। শুধু তাই নয়, ওজন কমাতেও এই মশলাটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। সূত্রঃ ফিট ইন্ডিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

টোবি রোল্যান্ড-জোন্সের ডানহাতি পেসে দ্বিতীয় দিনই ভেঙে পড়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ১২৬ রানে দিনের খেলা শেষ করেছিল তারা। শনিবার তৃতীয় দিন বাকি দুই উইকেটে খুব বেশিদূর এগোতে পারেনি প্রোটিয়ারা। ১৭৫ রানে অলআউট হয় তারা। লাঞ্চের আগেই তাদের ‍গুটিয়ে দিলেও দ্বিতীয় ইনিংস খুব বেশিক্ষণ খেলতে পারেনি ইংল্যান্ড। বৃষ্টিতে দিন কেটেছে শেষ দুই সেশনের বেশিরভাগ সময়।

তৃতীয় দিন মরনে মরকেলকে নিয়ে আরও ৩৫ রান যোগ করেছিলেন তেম্বা বাভুমা। জেমস অ্যান্ডারসনের বলে ১৭ রানে মরকেল আউট হলে ভাঙে ৪৭ রানের এ জুটি। আগের দিন ৪ উইকেট পাওয়া জোন্স অভিষেক ম্যাচেই ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন বাভুমাকে আউট করে। ইনিংস সেরা ৫২ রানে আউট হন প্রোটিয়া ব্যাটসম্যান।

১৬.৪ ওভারে ৪ মেডেনসহ ৫৭ রান দিয়ে ৫ উইকেট নেন জোন্স। ৩টি পেয়েছেন অ্যান্ডারসন। ১৭৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামে ইংল্যান্ড।

দলীয় ৩০ রানে ওপেনার অ্যালিস্টার কুককে (৭) ফেরান মরকেল। এর পর চা বিরতির খানিক্ষণ আগে নামে দ্বিতীয় দফায় বৃষ্টি। আর বল মাঠে গড়ায়নি। প্রায় ঘণ্টাখানেকের বৃষ্টিতে দিনের শেষ ঘোষণা করেন আম্পায়াররা। কিটন জেনিংস ও টম ওয়েস্টলের অপরাজিত জুটিতে ১ উইকেটে ৭৪ রানে দিন শেষ করে ইংল্যান্ড। জেনিংস ৩৪ ও ওয়েস্টলে ২৮ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

৯ উইকেট হাতে রেখে ২৫২ রানে এগিয়ে ইংল্যান্ড। ক্রিকইনফো

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

৫৫০ রানের পাহাড় ডিঙানো এমনিতেই শ্রীলঙ্কার জন্য ছিল কঠিন চ্যালেঞ্জের। এর ওপর আবার ইনজুরির কারণে ব্যাট করতে পারলেন না লঙ্কান দুই ব্যাটসম্যান। যাতে ভারতের জয়ের পথটা হয়ে গেল আরও সহজ। চতুর্থ দিনের সকালে দ্বিতীয় ইনিংস ঘোষণার পর দিনের শেষভাবে ৩০৪ রানের বড় জয় নিশ্চিত করে ভারত। রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে গল টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। স্কোরবোর্ডে অলআউট দেখালেও স্বাগতিকরা হারিয়েছে আসলে ৮ উইকেট। চোটের কারণে ব্যাট করতে পারেনি অসেলা গুনারত্নে ও রঙ্গনা হেরাথ।

দিনের শুরুতে বিরাট কোহলি সেঞ্চুরি তুলে নেওয়ার পর আর দেরি করেননি ইনিংস ঘোষণা করতে। ৩ উইকেটে ২৪০ রানে ভারত ঘোষণা করে দ্বিতীয় ইনিংস। ওই স্কোরেই রান পাহাড়ে চাপা পড়ে শ্রীলঙ্কা। চতুর্থ দিনের শুরুতে ঝোড়ো ব্যাটিং করেছেন কোহলি ও আজিঙ্কা রাহানে। আগের দিন ৭৬ রানে অপরাজিত থাকা কোহলি তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি, অধিনায়ক হিসেবে এটা আবার তার দশম শতক। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ১০৩ রানে। ১৩৬ বলের ইনিংসটি কোহলি সাজিয়েছিলেন ৫ চার ও ১ ছক্কায়। আর রাহানে ১৮ বলে অপরাজিত ছিলেন ২৩ রানে।

ইনিংস ঘোষণার পর ভারতীয় বোলাররা তাণ্ডব চালায় শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে। যার নেতৃত্ব দিয়েছে জাদেজা ও অশ্বিন, দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট। এরপরও যে শ্রীলঙ্কা আড়াই শ ছুঁইছুঁই স্কোর করতে পেরেছে, তার পুরো কৃতিত্ব পাবেন দিমুথ করুণারত্নে। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করা এই ওপেনার সতীর্থদের ব্যর্থতার মাঝে লড়াই চালিয়ে গেছেন।

তিনি লড়াই করলেও পারেননি অন্য ওপেনার উপুল থারাঙ্গা। মোহাম্মদ সামির ঝড়ে শুরুতেই আউট হয়ে যান তিনি। মাত্র ১০ রান করে প্যাভিলিয়নে ফেরেন এই ব্যাটসম্যান। ওই ধাক্কা সামলে ওঠার আগেই আবার আঘাত হানেন উমেশ যাদব। দানুস্কা গুনাথিলাকাকে ফেরান মাত্র ২ রানে। কুশল মেন্ডিসকে নিয়ে বিপর্যয়টা কাটিয়ে উঠেছিলেন অবশ্য করুণারত্নে। তাদের তৃতীয় উইকেট জুটিতে স্বস্তি ফেরে শ্রীলঙ্কা ক্যাম্পে।

কিন্তু রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে কুশল ৩৬ রান করে আউট হলে আবার ধাক্কা খায় শ্রীলঙ্কা। তার ফেরার পরপরই যে স্বাগতিকরা হারায় অ্যাঞ্জেলো ম্যাথুজের (২) গুরুত্বপূর্ণ উইকেট। এই শিকারটাও জাদেজার।

১১৬ রানে ৪ উইকেট হারানো শ্রীলঙ্কার হারটা তখন ছিল সময়ের অপেক্ষায়। তবে অত সহজে হার মানেননি করুণারত্নে ও নিরোশান ডিকবিলা। পঞ্চম উইকেটে তাদের ১০১ রানে জুটিতে বেশ ভালোই প্রতিরোধ গড়ে তুলেছিল স্বাগতিকরা। যদিও ৬৭ রান করা ডিকবিলার আউটের পর ভারতের জয়টা চলে আসে হাতের মুঠো। যা পূর্ণতা পায় করুণারত্নের আউটের মধ্যে দিয়ে। এই ওপেনার খেলেছেন ধৈর্যশীল ৯৭ রানের ইনিংস। ২০৮ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৯ বাউন্ডারিতে। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর :

ভারত : ৬০০ ও দ্বিতীয় ইনিংসে ৫৩ ওভারে ২৪০/৩ (ডিক্লে.) (কোহলি ১০৩*, মুকুন্দ ৮১, রাহানে ২৩*; গুনাথিলাকা ১/১৬)।

শ্রীলঙ্কা : ২৯১ ও দ্বিতীয় ইনিংসে ৭৬.৫ ওভারে ২৪৫ (করুণারত্নে ৯৭, ডিকবিলা ৬৭, কুশল ৩৬, দিলরুয়ান ২১*; অশ্বিন ৩/৬৫, জাদেজা ৩/৭১)।

ফল : ভারত ৩০৪ রানে জয়ী।

ম্যাচসেরা : শিখর ধাওয়ান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দলবদল নিয়েই এখন সরগরম ফুটবল বিশ্ব। রোমেল লোকাকু, জেমস রদ্রিগেজ, দানি আলভেজের মতো তারকা ফুটবলাররা এই মৌসুমে দলবদল করেছেন। এরই মধ্যে মৌসুমের প্রস্তুতি পর্বও সারছে ইউরোপের বড় ক্লাবগুলো। আমেরিকায় ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ নামে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলছে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদের মতো দল। এশিয়া সফরে রয়েছে বায়ার্ন মিউনিখ, এসি মিলান, আর্সেনাল। তবে এই মুহূর্তে সারা বিশ্বের চোখ প্রীতি এই ফুটবল টুর্নামেন্টে। কারণ রোববার ভোরে পরস্পরের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। মৌসুম শুরুর আগে এল ক্লাসিকোর স্বাদ পেতে যাওয়ায় দারুণ খুশি ফুটবলপ্রেমীরা।

লা লিগার ম্যাচ না হলেও এই ম্যাচটার গুরুত্ব অনেক। কারণ স্পেনের বাইরে ৩৪ বছর পর প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্পেনের বাইরে সর্বশেষ ১৯৮২ সালে ভেনেজুয়েলায় মুখোমুখি হয়েছিল এই দুটি দল। সেই ম্যাচে অবশ্য জয় পেয়েছিল বার্সেলোনা।

অন্য কারণেও এই ম্যাচ দারুণ গুরুত্বপূর্ণ। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে লা লিগা শিরোপা হেরে বসে বার্সেলোনা। এবার শিরোপা পুনরুদ্ধার করতে চায় মেসির দল। আবার স্পেনে নিজেদের রাজত্ব চায় কাতালান ক্লাব। এই ম্যাচ জিতলে পুরোনো আত্মবিশ্বাস ফিরে পাবে বার্সা।

অপরদিকে রিয়ালের জন্য এটি সম্মান রক্ষার ম্যাচ। দলের প্রধান তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নামা আগের দুটি ম্যাচেই হেরেছে রামোস-বেলরা। প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে হারের পর দ্বিতীয় ম্যাচে ৪-১ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। বলাই বাহুল্য, দুই ম্যাচ হেরে রিয়ালের আত্মবিশ্বাস এখন তলানিতে। বার্সেলোনার বিপক্ষে জিতলে কিছুটা হলেও ছন্দে ফিরবে জিনেদিন জিদানের দল। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। সরাসরি দেখাবে টেন-২।

গত দুই ম্যাচে জিতলেও বিভিন্ন নেতিবাচক সংবাদের কারণে শিরোনামে রয়েছে বার্সেলোনা। ২২২ মিলিয়ন ডলারে নেইমারকে কিনতে চায় প্যারিস সেন্ট জার্মেইন। এই চুক্তি নিয়ে বেশ ঝামেলায় রয়েছে দলটি। অন্যদিকে ট্রেনিং সেশনে সেমেদোর সঙ্গে মারামারি করেছেন নেইমার। এই সংবাদেও দারুণ বিব্রত দলটি। যে কোনো মূল্যে নেইমারকে আটকাতে চায় বার্সেলোনা। নেইমারকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কি না সেটা জানার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে।

এই ম্যাচের পর আগামী ২ আগস্ট আমেরিকার দল এমএলএস অল স্টারের বিপক্ষে খেলবে জিদানের দল। এই দলটিতে কাকা, ডেভিড ভিলা, বাস্তিয়ান সোয়ার্জনেগারের মতো তারকা ক্রিকেটার রয়েছেন। এরপর ৮ আগস্ট উয়েফা সুপার কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। ১১ আগস্ট শুরু হচ্ছে স্প্যানিশ প্রিমিয়ার লিগ। এর দুদিন পরই অর্থাৎ ১৩ আগস্ট স্প্যানিশ সুপার কাপে আবার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এর ঠিক তিনদিন পর দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। যার অর্থ দাঁড়াচ্ছে, এই ম্যাচের পরেও কয়েকদিন মধ্যে আরো দুবার এল ক্লাসিকোর স্বাদ উপভোগ করবে ফুটবল বিশ্ব।

সূত্র : গোল ডটকম

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নাটোরের গুরুদাসপুরে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিয়াঘাট এলাকার বাবলাতোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট এলাকার বাবলাতোলা এলাকার মিন্টু হোসেনের দুই সন্তান রাব্বানী হোসেন (৩) ও মেঘলা খাতুন (৭) এবং একই এলাকার শিমুল হোসেনের দুই মেয়ে রাত্রী খাতুন (৬) ও সন্ধ্যা খাতুন (৮)।

গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার জানান, শনিবার বিকেলে বাড়ির পার্শ্বে একটি পুকুর পাড়ে খেলতে যায় চার শিশু। সন্ধ্যার পরেও বাড়ি ফিরে না আসায় তাদের খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে পুকুরের পানিতে এক শিশুর মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

পরে নিহত শিশুর স্বজনরা এসে পানিতে খোঁজাখুঁজি করে আরও তিন শিশুর মরদেহ উদ্ধার করে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে ওসি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বগুড়ায় সদ্য এসএসসি পাস এক ছাত্রীকে কলেজে ভর্তি করানোর কথা বলে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকারের বিরুদ্ধে। শুধু তাই নয়, পরে স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলরের সহযোগিতায় উল্টো মেয়েটিকেই এ ঘটনার জন্য দায়ী করে বিচারের নামে নির্যাতিতা ও তার মাকে ন্যাড়া করে দেওয়া হয়। এরপর তাদের এলাকা ছাড়া করার জন্য এসিড মারার হুমকি দেওয়া হয়েছে। ১৭ জুলাই ঘটা ধর্ষণের ওই ঘটনার পর শুক্রবার (২৮ জুলাই) দুপুরে তাদের চুল কেটে দিলে নির্যাতিতরা থানায় মামলা করেন। এরপর শুক্রবার রাতেই ধর্ষক হিসেবে অভিযুক্ত বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার (২৮)সহ তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, ‘শনিবার (২৯ জুলাই) দুপুরে কিশোরীর মা সদর থানায় তুফান, তার আত্মীয় সংরক্ষিত আসনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিসহ ১০ জনের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও অন্যান্য ধারায় মামলা করেছেন।’ তিনি জানান, ‘গ্রেফতার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও নির্যাতনের কথা স্বীকার করেছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

গ্রেফতার হওয়া অপর আসামিরা হলো তুফান বাহিনীর সদস্য কসাইপাড়ার দুলু আকন্দের ছেলে আলী আজম দিপু (২৫), খান্দার সোনারপাড়ার মোখলেসার রহমানের ছেলে আতিক (২৫) ও কালিতলার জহুরুল হকের ছেলে রুপম (২৪)।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ‘যতই প্রভাবশালী হোক আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাউন্সিলর রুমকি ও অন্য আসামিরা গ্রেফতার হবে।’

তিনি আরও জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুফান ওই ছাত্রীকে ধর্ষণ ও অন্যরা সহযোগিতার কথা স্বীকার করেছে। তুফানের বিরুদ্ধে একটি মাদক আইনের মামলা বিচারাধীন রয়েছে।’

মামলা সূত্রে জানা গেছে তুফান সরকারের আত্মীয় বগুড়া পৌরসভার ২ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি শুক্রবার (২৮ জুলাই) বিচারের নামে উল্টো ভিকটিম ও তার মাকে বাড়িতে ডেকে নিয়ে তুফান বাহিনীর সদস্যদের দিয়ে নির্যাতন চালিয়েছে। নাপিত ডেকে এনে দুইজনের মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। এরপর তাদের বাড়িতে পাঠিয়ে দিয়ে বগুড়া ত্যাগে এসিড মারার হুমকিও দেওয়া হয়। এমনকি মালামাল পরিবহনের সুবিধার্থে বাড়িতে পিকআপ ভ্যান পাঠানো হয়েছিল।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে প্রতিবেশীরা জানার পর মা ও মেয়েকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের ফিমেল সার্জারি বিভাগে ভর্তি করান।

শনিবার দুপুরে শজিমেক হাসপাতালের সার্জারি বিভাগের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতর ওই ছাত্রী জানান, ‘সে এ বছর এসএসসি পাস করেছে। ফল ভালো না হওয়ায় কলেজে ভর্তি হওয়া নিয়ে চিন্তিত ছিল। বাসার বাইরে গেলে তুফান ও তার লোক দিপু তাকে উত্ত্যক্ত করতো। রিকশা থামিয়ে তার কাছে ফোন নম্বর চাইতো। এক পর্যায়ে তুফান ও দিপু তাকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ভর্তি করে দেওয়ার প্রস্তাব দেয়। সে তাদেরকে কাগজপত্র ও ৪ হাজার টাকা দেয়। গত ১৭ জুলাই তুফান তাকে ভর্তির কাগজপত্রে স্বাক্ষর দেওয়ার নামে তার চকসূত্রাপুরের বাড়িতে ডেকে পাঠায়। ছাত্রীটি যেতে না চাইলে তাকে চালক জিতুকে দিয়ে গাড়ি পাঠিয়ে বাড়িতে নেওয়া হয়। স্ত্রী আশা খাতুন বাড়িতে না থাকায় তুফান ওই ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় তার সহযোগী মুন্না, জিতু ও আতিক পাহারা দেয়। এরপর মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ বা অন্য কাউকে জানালে বাড়িতে ককটেল মারার হুমকি দেয়। লোকলজ্জা ও সন্ত্রাসীদের ভয়ে সে তাৎক্ষণিকভাবে ধর্ষণের কথা কাউকে বলতে পারেনি।’

নির্যাতিতা ছাত্রীটি আরও জানান, ‘তুফানের সহযোগী আতিকের মাধ্যমে তুফানের স্ত্রী আশা খাতুন ঘটনাটি জানতে পারেন। এরপর তিনি তুফানকে এ ঘটনার জন্য দায়ী না করে উল্টো তার ওপর ক্ষিপ্ত হন। এরপর তার (আশা) বোন বগুড়া পৌরসভার ২ নম্বর সংরক্ষিত আসনের (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি ও মা রুমি খাতুনের সহায়তায় তার বিচার করার পরিকল্পনা করেন। তিনি (ভিকটিম) ও তার মা বাড়িতে না থাকায় ওয়ার্ড কমিশনার রুমকি বৃহস্পতিবার (২৭ জুলাই) তাদের ঘরে তালা ঝুলিয়ে দেয়। শুক্রবার (২৮ জুলাই) দুপুরের দিকে তারা বাড়িতে ফিরলে কাউন্সিলর রুমকি তাদের দুইজনকে তার বাদুড়তলার নিজের বাসায় ডেকে নেন। এসময় রুমকি, আশা ও তাদের মা রুমা খাতুন ছাড়াও তুফান বাহিনীর বেশ কয়েকজন সদস্য ছিল।

ছাত্রীটি জানান, ‘এসময় তারা ধর্ষণের ঘটনার জন্য উল্টো আমাকেই দায়ী করে। এক পর্যায়ে কাউন্সিলর রুমকি প্রকাশ্যে আমার গায়ে হাত দেয় এবং আমার মাসহ আমাকে মারধর করার জন্য বাকিদের নির্দেশ দেয়। তার নির্দেশ পেয়ে অন্য ক্যাডাররা আমাদেরবেধড়ক মারধর করে। আমরা তখন তাদের হাতে পায়ে ধরেছিলাম। কিন্তু, তাও রুমকির দয়া হয়নি। তিনি কাঁচি দিয়ে আমাদের চুল কেটে দেওয়ার নির্দেশ দেন। এতেও কাউন্সিলর রুমকি, তার বোন আশা সন্তুষ্ট হয়নি। এরপর তারা নাপিত ডেকে মাসহ আমার মাথা ন্যাড়া করে দেয়।’

নির্যাতিতা কাঁদতে কাঁদতে জানান, ‘এরপর পৌরসভার কাউন্সিলরের প্যাডে জোর করে আমাদের স্বাক্ষর নেওয়া হয়। তারা মারধর করে উল্টো আমাদের ইয়াবা ট্যাবলেট দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখায়। এরপর আমাদের বাড়িতে পাঠিয়ে কয়েক মিনিটের মধ্যে বগুড়া ত্যাগ করার নির্দেশ হয়। নাহলে তুফান বাহিনীর সদস্যদের দিয়ে এসিড মারার হুমকি দেয়।’

নির্যাতিতা আরও জানান, কাউন্সিলর রুমকি ও অন্যরা এসময় তাদের হুমকি দিয়ে বলে তারা সরকারি দলের লোক। পুলিশ প্রশাসন তাদের হাতের মুঠোয়। তাই কেউ তাদের কিছু করতে পারবে না। পরে বাসায় পিকআপ পাঠিয়ে তাদের মালপত্র তুলে অন্যত্র চলে যেতে বলা হয়।

শজিমেক হাসপাতাল ও সদর থানায় গিয়ে দেখা গেছে, তুফানকে গ্রেফতার করা হলেও তারই লোকজন ওই ছাত্রী ও তার মাকে পাহারা দিচ্ছেন। তারা শনিবার (২৯ জুলাই)দিনভর তারা সদর থানা ও শজিমেক হাসপাতালের সার্জারি ওয়ার্ডের আশপাশে অবস্থান নিয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক চকসূত্রাপুরের কয়েকজন বাসিন্দা জানান, শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার জেলা যুবলীগের নেতা মতিন সরকারের ছোট ভাই। এ পরিবারের বিরুদ্ধে নির্বাচনে ভোট ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তুফান সরকার ও তার বাহিনী বগুড়ায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশাগুলোও নিয়ন্ত্রণ করে থাকে। দৈনিক চাঁদা ছাড়াও প্রতিটি গাড়ি থেকে এককালীন দেড় হাজার করে চাঁদা নেওয়ার অভিযোগও আছে তুফানের বিরুদ্ধে। অনেক গাড়ির পেছনে লাগানো প্লেটে তুফানের নামও লেখা আছে। প্রশাসন তার মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিষয়টি জানলেও অজ্ঞাত কারণে কোনও ব্যবস্থা নেয় না। অভিযোগ রয়েছে, তারা প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাদের মাসোহারা দেওয়ার বিনিময়ে অপরাধ করে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : এক মা কখনো আরেক মায়ের চোখের পানি সইতে পারে না। ডেইলি সাতক্ষীরায় সংবাদ প্রকাশের (বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার ১০ মাসের শিশু ইব্রাহীম) পর সাতক্ষীরা সদর হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডের ১নং বেড়ে মৃত্যুর মুখে থাকা শিশু ইব্রাহিমকে দেখতে যান সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার। এ সময় তিনি শিশু ইব্রাহিমের মায়ের হাতে চিকিৎসার জন্য সহায়তা তুলে দেন এবং চিকিৎসা সংক্রান্ত সার্বিক খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত সাংবাদিক আকরামুল ইসলাম, আল হুসাইন অমি, শিশুটির বাবা শেখ জয়নাল আবেদীনসহ আরো অনেকে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার বলেন, আমি আরো বিভিন্নভাবে সহযোগিতা করবো। আপনারা শিশুটির চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিন। এ সময় তিনি সমাজের বিত্তশালী ও হৃদয়বান মানুষের কাছে অসুস্থ শিশু ইব্রাহিমের জন্য সহায়তার আহব্বান জানান।
এর আগে শিশুটিকে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর উদ্যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তাওহিদুর রহমান জানান, “বাচ্চাটির জন্মগত সমস্যা রয়েছে। গ্রালোনুমেটাস রোগে আক্রান্ত বাচ্চাটি। সাতক্ষীরা হাসপাতালে শিশুটির চিকিৎসা সম্ভব নয়। তবে ঢাকার কোন অত্যাধুনিক হাসপাতালে চিকিৎসা করালে বাচ্চাটি সুস্থ হয়ে যাবে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দেন।”
এর আগে গত মঙ্গলবার “বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার ১০ মাসের শিশু ইব্রাহিম” শিরোনামে সর্বপ্রথম ডেইলি সাতক্ষীরা’য় এবং পরদিন বৃহস্পতিবার দৈনিক আজকের সাতক্ষীরাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরই শুরু হয় শিশুটির চিকিৎসার বিষয় নিয়ে তৎপরতা। শিশুটিকে চিকিৎসা করানোর জন্য যে কোন মুহূর্তে ঢাকাতে নেওয়া হবে।
এগার মাস বয়সী শিশু ইব্রাহিম সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের শেখ জয়নাল আবেদীনের ছেলে। শহরের বড় বাজার এলাকার ফল ব্যাবসায়ী বাবা ছেলের চিকিৎসার জন্য ইতোমধ্যে সবটুকুই শেষ করে ফেলেছেন। এরপর থেকেই অবহেলা আর অনাদরে শিশু ইব্রাহিমের মৃত্যুর প্রহর গুণছিলো পরিবারটি।
বাচ্চাটিকে সুস্থ করতে কেউ সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করতে পারেন বাচ্চাটির বাবা শেখ জয়নাল আবেদীন (০১৭১৯৪৮২২৯৯) এর সাথে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest