পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল)-এনের নেতা ও দেশটির খনিজ ও জ্বালানি মন্ত্রী শহীদ খোকন আব্বাসির নাম ঘোষণা করা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার চেয়ারেও বৃষ্টির পানি পড়ে বলে জানিয়েছেন তিনি নিজেই। শনিবার দেশের প্রথম নারী বিচারপতি (অবসরপ্রাপ্ত) নাজমুন আরা সুলতানার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা বলেন, সুপ্রিম কোর্টের মূল ভবনে আমি যে চেয়ারে বসি, সেখানেও পানি পড়ে। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মূল রেকর্ড রুমও এ ভবনে।
বাংলাদেশের নারী বিচারকের অগ্রদূত বিচারপতি নাজমুন আরা সুলতানাকে আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে আজ শনিবার এসব কথা বলেন তিনি। বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এ সম্মাননা দেয়া হয়।
সুপ্রিম কোর্টের মূল ভবনের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি আরও বলেন, ২০ তলা নতুন ভবনের প্রস্তাবটি একনেকেই ঘোরাঘুরি করছে। বর্তমান মূল ভবন মনে হয় আর পাঁচ-ছয় বছরের বেশি টিকবে না। এটি ধসে গেলে মনে হয় আমাদের মাঠে বসেই বিচার কাজ পরিচালনা করতে হবে।
মহিলা জজদের অ্যাসোসিয়েশনের সভাপতি তানজীনা ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি।
বিচার বিভাগের স্বার্থে আমি কথা বলেই যাব
অনুষ্ঠানে প্রধান বিচারপতি আরও বলেন, বিচার বিভাগের স্বার্থে আমি কথা বলেই যাব, কোনোভাবেই ক্ষান্ত হব না। বিচার বিভাগের স্বার্থে কথা বলাকে নির্বাহী বিভাগ রাজনৈতিক বক্তব্য বলে মনে করলেও এসব বিষয়ে আমি কথা বলেই যাব।
আইনমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘মাননীয় মন্ত্রী আপনাকে বলছি, সুপ্রিম কোর্টের মূল ভবন ভঙ্গুর অবস্থায় রয়েছে। আমি যে চেয়ারে বসি সেখানেও বৃষ্টির পানি পড়ে। নতুন একটা অ্যানেক্স ভবন না করলে মাঠে বসে বিচার কাজ করতে হবে। মাননীয় মন্ত্রী বিচার বিভাগ কীভাবে চলবে?’
এ সময় প্রধান বিচারপতি বিভিন্ন সেক্টরে দেশ উন্নত হলেও মানের দিক থেকে বিচার বিভাগকে শূন্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন।
বিচারপতি নাজমুন আরা সুলতানাকে নারী বিচারকদের পথপ্রদর্শক উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর যেকোনো দেশের চেয়ে আমাদের দেশে নারী বিচারকরা অগ্রগামী। সরকার এগিয়ে আসলে হাইকোর্টে আরও নারী বিচারক নিয়োগ দেয়া সম্ভব।
প্রধান বিচারপতি বলেন, আমাদের দেশে রেওয়াজ হয়ে গেছে পলিটিক্যাল সরকার ক্ষমতায় এসে হাইকোর্ট বিভাগে ইচ্ছামত বিচারপতি নিয়োগ দেন। হাইকোর্টের বিচারপতিদের একটা নির্দিষ্ট সংখ্যা থাকতে হবে।
এ সময় সরকারের প্রতি আপিল বিভাগে আরও তিনজন বিচারপতি নিয়োগ দেয়ার আবেদন জানিয়ে বিচার বিভাগ অকেজো হয়ে যাওয়ার আগে সর্বোচ্চ আদালতের বিভিন্ন শূন্যপদে বিচারক নিয়োগ এবং সার্বিক অবকাঠামো উন্নয়নে মনোযোগী হতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা এ দেশ এবং বিচার বিভাগের ইতিহাসের অংশ। তিনি এ দেশের বিচার বিভাগের অহঙ্কার। তাকে অনুসরণ করে অনেক নারী এ পেশায় এসেছেন। আজ তাই দেশে ২৪ শতাংশ নারী বিচারক রয়েছেন।
অনুষ্ঠানে বিচারপতি নাজমুন আরা সুলতানা বলেন, ‘আমি আমার বিচারিক জীবনে ন্যায়বিচার করে গেছি। কখনও ইচ্ছাকৃতভাবে কিংবা অবহেলায় ভুল বিচার করিনি।’
নারী বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রিয় নারী বিচারকরা মনে রাখবেন, বিচারকের জীবন মানেই ন্যায়বিচারের দায়িত্ব কাঁধে নেয়া। আর এ দায়িত্ব পালন করা খুব কঠিন ও পরিশ্রমের।
সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং দেশের নারী বিচারকরাও উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান : ‘বাঘ আমাদের গর্ব, বাঘ রক্ষা করব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ^ বাঘ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে শ্যামনগর উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি স্থানীয় সুন্দরবন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালিতে এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারি, ওয়াইল্ডটিমের সদস্যরা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরে বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জি,এম সালাউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুন্দবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মাকসুদ আলম। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, ওয়াইল্ডটিমের প্রোগ্রাম অফিসার আবু জাফর আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, বাঘ বেঁচে থাকলে সুন্দরবন বাঁচবে। আর তাই বাঘ শিকারিদের অপতৎপরতা বন্ধ করতে না পারলে ভবিষ্যতে সুন্দরবনে বাঘের অস্তিত্বই বিলুপ্ত হবে। বক্তারা এ সময় বাঘ শিকার ও পাঁচার বন্ধ, বাঘের খাদ্য সুন্দরবনের হরিণ রক্ষাসহ সন্নিহিত লোকালয়ের অধিবাসীদের মধ্যে সচেতনা বাড়ানোর তাগিদ দেন।
খন্দকার আনিসুর রহমান আনিস : সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ সাহিদ উদ্দিনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা যুবলীগের পক্ষ থেকে যুবলীগের প্রার্থী ঘোষণা করলেন জেলা যুবলীগের আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আব্দুল মান্নান।
শুক্রবার রাত ৯ টায় শহরের সংগ্রাম টাওয়ারে শহর যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে এই ঘোষনা দেন তিনি। তিনি আরো বলেন, সাহিদ উদ্দিন জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরপর দুইবার নির্বাচিত যুগ্ম সম্পাদক। সে ৮০’র দশকের ত্যাগী ছাত্রনেতা তৎকালীন সময়ে আমরা যখন সাহিদ ভাইয়ের নেতৃত্বে ছাত্রলীগ করেছি সেই সময় তুখোড় এই ছাত্রনেতাই আমাদের বাড়ি থেকে নিয়ে জয় বাংলা বলিয়েছে। সে সময় আমাদের সহযোগিতা করার মত সাহিদ ভাই ছাড়া আর কেউ ছিল না। আজকে যারা সাবেক ছাত্রলীগ যুবলীগ নেতা সবই তার হাতে গড়া। তিনিই দলীয় নমিনেশন পাওয়ার যোগ্য, না হলে এই আসনে হাইব্রিড জুটে যাবে। পরিশেষে তিনি জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহব্বান জানান।
শহর যুবলীগের আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন অনুর সভাপত্বিতে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক শেখ সাহিদ উদ্দিন। বক্তব্য রাখেন শহর যুবলীগের যুগ্ম আহবায়ক তুহিনুর রহমান তুহিন, যুবলীগ নেতা মিলনসহ শহর শাখার নেতৃবৃন্দ। সভাপতির সমাপনি বক্তব্যে শহর যুবলীগের আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন অনু বলেন, সাবেক ছাত্রলীগ নেতা শেখ সাহিদ উদ্দিনের সাথে আমরা সব সময় আছি থাকবো।
প্রসঙ্গতঃ সাতক্ষীরা জেলা আ’লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দিন ৮০’র দশকের ছাত্রলীগ নেতা যে বাইসাইকেলে করে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে কর্মী জোগাড় করে জেলায় ছাত্রলীগকে প্রতিষ্ঠিত করে। তিনি তৎকালীন সময়ে বিএনপি জামায়াত জোট দ্বারাও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হন। ৪দলীয় জোট সরকারের আমলে ২০০২ সালে ক্লিন হার্ট অপারেশনে গ্রেফতার করা হয় এই তুখোড় সাবেক জেলা ছাত্রলীগ সভাপতিকে। গ্রেফতারের পরে তিনি মারপিট, কয়েকটি মামলাসহব্যাপক নির্যাতনের শিকার হয়ে কারাভোগের পর দেশের চিকিৎসায় উন্নতি না হওয়ায় জননেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহযোগীতায় ও নিজের শেষ সম্বল বিক্রি করে ভারত থেকে দীর্ঘ চিকিৎসার পরে দেশে ফিরে আবারও রাজনীতিতে সক্রীয় হন। এবারই প্রথম তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর ২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা মন্দির সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৬টি পদের বিপরীতে দুটি প্যানেলে ৩২ জন প্রতিদ্বন্দিতা করেন।এর মধ্যে বিশ্বনাথ ঘোষ-রঘুজিৎ গুহ পরিষদ নিরষ্কুশ জয় লাভ করেন। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণের কাজ চলে। রাত ১১ টায় গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে বিশ্বনাথ ঘোষ ৪৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দী প্রার্থী নয়ন কুমার সানা ৩২৫ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে রঘুজিৎ গুহ ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী নির্মল কুমার দাস ৩৭১ ভোট পেয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি পদে গোষ্ঠবিহারি মন্ডল ৪২৮ ভোট, অ্যাড. সোমনাথ ব্যানার্জি ৪১৪ ভোট, সনাতন দাস ৩৯৯ ভোট, নয়ন সানা- নির্মল দাস প্যানেলের একমাত্র প্রার্থী অ্যাড.অনিত মুখার্জী ৩৯২ ভোট, বিশ্বানাথ- রঘুজিৎ প্যানেলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিত্যানন্দ আমিন ৪১৩ ভোট,সহ-সম্পাদক বিকাশ দাস ৪১২ ভোট, সাংগাঠনিক সম্পাদক প্রাণ নাথ দাস ৪১৩ ভোট, কোষাধ্যক্ষ আনন্দ কুমার সরকার ৪৩৪ ভোট,সাহিত্য সম্পাদক রনজিৎ সরকার ৪১৮ ভোট, সাংস্কৃতিক সম্পাদক ডাঃ অসীম বিশ্বাস ৪১১ ভোট,অডিটর অসীম কুমার দাস (সোনা) ৪২৯ ভোট,প্রচার সম্পাদক সঞ্জিব কুমার ব্যানার্জী ৪৪০ ভোট ও দপ্তর সম্পাদক হিসেবে কার্ত্তিক চন্দ্র বিশ্বাস ৪২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সমিতির আজীবন সদস্যদের গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে শুরু থেকে ভোটারদের দীর্ঘ লাইন সুশৃংখল ভাবে দাঁড়িয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। কেন্দ্রে মহিলাদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মোট কথা নির্বাচনকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দিন ভর আনন্দ উদ্দীপনা বিরাজ করছিল। নির্বাচনে ১৩২৪ জন ভোটারদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮০৬ জন। এর মধ্যে বাতিল হয়েছে আটটি ভোট। নির্বাচন সুষ্ঠ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচন প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ডাঃ প্রশান্ত কুমার কন্ডু। সহকারী কমিশনার ছিলেন অপরেশ পালও অ্যাড.ড.দিলীপ কুমার দেব। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বপালণকারি ডাঃ প্রশান্ত কুমার কু-ু ভোটের ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
সৌদি আরবের মক্কাকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একটি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে বলে জানিয়েছে সৌদি সেনাবাহিনী। সৌদি সেনাবাহিনী বলছে, মিসাইলটি পবিত্র শহর মক্কাকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। পরে তা মক্কা নগরীর ৭০ কিলোমিটার দক্ষিণে ধ্বংস করা হয়। তবে হুতিরা জানিয়েছে, মিসাইলটি মক্কার কাছে তায়েফ শহরে অবস্থিত সৌদি বিমানঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল।
মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র এই শহরে এখন হজ উপলক্ষে হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেছেন। আর সেটা লক্ষ্য করেই কি এই মিসাইল ছোঁড়া হয়েছিল কিনা তা নিয়েই প্রশ্ন উঠছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হজ বানচাল করার লক্ষ্যে শিয়া হুতিদের একটি চেষ্টার অংশ হিসেবে মিসাইলটি ছোঁড়া হয়েছে। আগামী মাসের শেষ দিকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে।
এর আগেও সৌদি আরবের ভেতরে মিসাইল ছুড়েছিল হুতি বিদ্রোহীরা এবং বলা হয়েছিল এর কোন কোনটি মক্কার দিকে তাক করেই ছোঁড়া হয়েছিল। গত অক্টোবর মাসে হুতিরা একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে, যা মক্কার কাছে ভূপাতিত করা হয়। সৌদি আরবের উপসাগরীয় মিত্ররা এই হামলার নিন্দা জানিয়েছিল। কিন্তু নতুন এই হামলাটি হজের আগে একটি হুমকি হিসেবে মনে করা হচ্ছে। কারণ বিশ লাখের মতো মানুষ এ সময় মক্কা নগরীতে জমায়েত হওয়ার কথা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনে তিনজনের উপাচার্য প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বর্তমান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন ও বিজ্ঞান অনুষদের সাবেক ডিন মো. আব্দুল আজিজ।
উপাচার্য নির্বাচন করতে অর্ধেক সদস্য নিয়ে সিনেটের বিশেষ অধিবেশন বসে আজ শনিবার। অধিবেশন শেষে প্যানেল বিষয়ে উপাচার্য আরেফিন সিদ্দিক সাংবাদিকদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
বিএনপি, জামায়াত-সমর্থিত শিক্ষকদের বর্জন, আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের একটি অংশের বিরোধিতা ও ডাকসু নির্বাচন ছাড়া উপাচার্য নির্বাচন না করতে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
আগামী ২৪ আগস্ট আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ার আগে এই তিনজনের মধ্য থেকে নতুন উপাচার্যকে বেছে নেবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা সিনেট ভবনের ফটকে জড়ো হন। তাঁরা ডাকসুর নির্বাচনের দাবিতে স্লোগান দিতে থাকেন।
বিকেল পৌনে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের পাশের ফটক ভেঙে শিক্ষার্থীরা ভেতরে ঢুকে যান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়।
নেইমারের দলবদলের গুঞ্জন নিয়ে স্বস্তিতে নেই বার্সেলোনার খেলোয়াড়রাও। ড্রেসিংরুমের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে ব্রাজিলিয়ান তারকার এই ইস্যু নিয়ে। নেইমারের ভবিষ্যৎ নিয়ে কেউই নিশ্চিত নন। দলের সিনিয়র খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তাও বিষয়টি নিয়ে চিন্তিত। প্যারিস সেন্ত জার্মেইয়ের বাইআউট ক্লজের শর্ত পূরণ করে দেওয়া প্রস্তাবে নেইমার ‘হ্যাঁ’ বলেছেন কিনা, সেটা এখনও অজানা। তবে বার্সেলোনার কাছে ৩০০ মিলিয়ন ইউরোর চেয়ে নেইমার দামি বলে মনে করেন দলটির অধিনায়ক।
যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুম প্রস্তুতি টুর্নামেন্ট খেলতে গেছে বার্সেলোনা। স্পেন ছেড়ে অন্য মহাদেশে পাড়ি দিলেও পিছু ছাড়ছে না নেইমারের দলবদলের ইস্যু। ক্লাবের কোচ থেকে শুরু করে প্রত্যেক খেলোয়াড়কে শুনতে হচ্ছে ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে প্রশ্ন। ‘এল ক্লাসিকো’র আগে একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ইনিয়েস্তা। তিনি অবশ্য অনুরোধ করেছেন, এই বিষয়টি নিয়ে খুব বেশি কিছু জিজ্ঞেস না করার। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে শুধু এটুকু বলেছেন, ‘ভালো লাগবে যদি সংবাদমাধ্যমগুলো নেইমার বিষয়ে খুব বেশি প্রশ্ন না করে। শেষ পর্যন্ত একটা পথই খোলা আছে এই বিষয়ে, সেটা হলো নেইমারের নিজে কথা বলা।’
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর পিএসজি নেইমারের ব্যাপারে বার্সেলোনার বাইআউট ক্লজের শর্ত পূরণ করতে রাজি। ব্রাজিলিয়ান তারকাকে পেতে হলে ফরাসি ক্লাবটিকে খরচ করতে হবে ২২২ মিলিয়ন ইউরো। তাতে বার্সেলোনার কোষাগারে জমা হবে মোটা অঙ্কের টাকা। ইনিয়েস্তার কাছে এই টাকার মূল্য নেইমারের চেয়ে বেশি না। তার চোখে ব্রাজিলিয়ান তারকার গুরুত্বটা এমন, ‘আমার মনে হয় না নেইমারের চেয়ে ২০০-৩০০ মিলিয়ন ইউরো লাভজনক হবে বার্সেলোনার জন্য। কোনও সন্দেহ নেই আমরা সবাই চাই ও এখানে (বার্সেলোনা) খেলা চালিয়ে যাক।’
মেসি ছিলেন আগে থেকেই। এরপর ২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। ব্রাজিলে খেলার সময়ই তারকাখ্যাতি পেয়ে যাওয়া ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড হয়েছেন আরও পরিণত। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে সবসময় নিজের দলে দেখতে চান ইনিয়েস্তা, ‘ও বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। আর আমি সবসময় আমার দলে চাই বিশ্বসেরা খেলোয়াড়কে।’
অনুশীলন সেশনে নেইমারের মারামারির বিষয়টি নিয়েও কথা বলেছেন ইনিয়েস্তা। সতীর্থ নেলসন সিমোদোর সঙ্গে ঝামেলায় রেগে অনুশীলন ছেড়ে যাওয়ার ঘটনাটি ‘স্বাভাবিক’ হিসেবেই বর্ণনা করেছেন বার্সেলোনা অধিনায়ক। মার্কা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের পরামর্শঃ স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা (এলএপিএ) প্রণয়ন সমস্যা ও সমাধান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।…
অনলাইন ডেস্ক : “আমরা আর কাউকে স্বৈরাচার হতে দেব না—এটাই আমাদের অঙ্গীকার,”—ঠাকুরগাঁওয়ে জুলাই পদযাত্রা কর্মসূচিতে এসব কথা বলেন…
অনলাইন ডেস্ক : গাজায় ২৪ ঘণ্টায় ৭২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছে ২৭৮ জন। খবর আনাদোলু এজেন্সির।…