ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাতক্ষীরার আরেক কৃতি সন্তান মোঃ শরিফুজ্জামান বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক মনোনীত হয়েছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের মাস্টার্স এর ছাত্র শরিফুজ্জামানের গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে। তিনি ২০০৭ সালে সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় হতে এস এস সি এবং ২০০৯ সালে সাতক্ষীরা সিটি কলেজ থেকে এইচ এস সি পাস করেন। সাধারণ মানুষের ভালবাসাকে সম্বল করে তিনি একজন সৎ, আদর্শবান এবং বিচক্ষণ রাজনীতিবিদ হতে চান। তার এ লক্ষ্য পূরণে তিনি সাতক্ষীরাবাসির নিকট দোয়াপ্রার্থী।

আসাদুজ্জামান : আগামিকাল ভয়াল ২৫ মে। সর্ব গ্রাসী আইলার ৮ বছর পেরিয়ে গেলেও দক্ষিন-পশ্চিম অঞ্চলের উপকুলজুড়ে ক্ষতিগ্রস্ত আইলা কবলিত হাজার হাজার পরিবার এখনও পূর্নবাসিত হয়নি। আশ্রয়হীন জনপদে এখনও চলছে অন্ন, বস্ত্র, বাসস্থান ও খাবার পানির জন্য তীব্র হা-হা-কা-র। সর্বগ্রাসী আইলা আজও উপকুলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার ক্ষতিগ্রস্ত হাজার, হাজার মানুষকে কুরে কুরে খাচ্ছে।
কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর কবিরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। ধর্ষণের মামলা হওয়ার পর ময়মনসিংহ জেলা ছাত্রলীগ প্রথমে ইউনিয়ন কমিটি বিলুপ্তি করে পরে তাঁকে দল থেকে বহিষ্কার করে।
মোস্তফা কামাল : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে গাবুরা নিজামিয়া দাখিল মাদ্রাসায় ছাত্রীদের অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালিন সময় হঠাৎ বিষ ক্রিয়ায় আক্রান্ত হয়ে ২০ ছাত্রী গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। এ সময় ছাত্রীদের সমস্ত শরীর ফুলে ওঠে এবং প্রচন্ড চুলকানী শুরু হয়। দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। গতকাল বুধবার সকাল ১০টার দিকে পরীক্ষা শুরু হওয়ার আগ মুহুর্ত্বে এ ঘটনা ঘটে।
দেশের যেকোনো প্রতিষ্ঠানের চেয়ে বিচারবিভাগ ১০০ ভাগ ভালো এবং বিচারবিভাগের প্রতি দেশের ৯০ ভাগের বেশি মানুষের আস্থা আছে বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। তবে এ নিয়ে নিজের অসন্তোষ্টির কথা জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল।
কোনো আগুন ছাড়াই কেবল রোদের তাপে রান্না হচ্ছে মাংস। বিজ্ঞানের কেরামতিতে এই আপাত অসম্ভব কাজটিই করে দেখালেন ভারতের পশ্চিমবঙ্গের যুবক সৌম্য সেন।
মাহফিজুল ইসলাম আককাজ : প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার উন্নয়নের জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র -নৃগোষ্ঠীভূক্ত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি’র ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ এবং মসজিদ ও হিন্দু ধর্মীয় উপসানলয়ের জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।