মীর খায়রুল আলম: দেবহাটায় ৩ কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় ও চিহ্নিতকরণ কার্ড প্রদান করা হয়েছে।
উপজেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উন্নয়ন পাইলটিং প্রকল্প এর আওতায় শনিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ইনোভেশন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) এ এফ এম এহতেশামূল হক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান। উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সমাজসেবা কর্মকর্তা হারুন অর রশীদ, হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুস সমাদ, প্রাণি সম্পদেরব ভিএস কর্মকর্তা জিএম আব্দুল কুদ্দুস,অধ্যাপক পরিমল সানা, আলমগীর কবির প্রমূখ।