স্পোর্টস ডেস্ক: সুপারক্লাসিকো জিতলেন নেইমার। হেরে গেলেন মেসি। বিশ্বকাপ বাছাইয়ের খেলায় আর্জেন্টিনাকে ৩-০ গোলে পরাজিত করেছে ব্রাজিল। নিজেদের মাঠে নেইমারদের লড়াইটা ছিল দুর্দান্ত।
খেলাটা ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইয়ের। কিন্তু মর্যাদা পেয়েছে সুপারক্লাসিকোর। রয়েছে মেসি-নেইমার দ্বৈরথ। তিন ম্যাচ পর মেসি ফিরলেন আকাশি-সাদা জার্সিতে। কিন্তু নেইমারের কাছে বিলীন হয়ে গেলেন আজ। নেইমার খেলেছেন, খেলিয়েছেন। নিজে গোলও করেছেন। অন্যদিকে মেসিকে আজও মনে হয়েছে একা। হিগুয়েন ও ডি মারিয়ারা মাঠে ছিলেন। কষ্ট করে তাঁদের খুঁজে বের করতে হয়েছে।
আর্জেন্টিনার মাঝমাঠ দুর্বল। আর ওই সুযোগটাই নিয়েছে নেইমারের ব্রাজিল। ম্যাচের শুরুতেই আক্রমণে যায় আর্জেন্টিনা। কিন্তু মাঝমাঠের দুর্বলতায় পাল্টা আক্রমণের সুযোগ নেয় ব্রাজিল। আর প্রথম আক্রমণেই ম্যাচের ২৫ মিনিটে রোমেরোকে বোকা বানিয়ে গোল করেন ফিলিপ্পে কটিনহো। এরপর উভয় দলের আক্রমণ-পাল্টা আক্রমণ ছিল। তবে যত সময় গেছে, ব্রাজিল ততই গুছিয়ে আক্রমণে যায়। আর এতেই প্রথমার্ধ শেষ হওয়ার কিছু আগে গোল পেয়ে যান নেইমার।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনাকে আরো অগোছালো মনে হয়। বিলিয়া প্রথমার্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে আরো নিষ্প্রভ হয়ে যান। মাচেরানো নিচের দিকে নেমে যান; ব্যস্ত হয়ে পড়েন গোল বাঁচানোর জন্য। কড়া নজরদারির কারণে মেসিও দ্বিতীয়ার্ধে খুব একটা বল পাননি। ৫৮ মিনিটেই পলিনহো ব্যবধান বাড়ান।
নেইমার ব্যবধান আরো বাড়াতে পারতেন। তবে শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণে তা হয়নি। অন্যদিকে মেসিও তাঁর প্রিয় জায়গায় ফ্রিকিক পেয়েছিলেন, যা দুর্দান্ত এক সেভে ব্যর্থ করে দেন গোলরক্ষক অ্যালিসন।
ম্যাচে ব্রাজিল খেলেছে ৪-৩-৩ ফরম্যাটে। অন্যদিকে আর্জেন্টিনা খেলেছে ৪-৩-৩ পদ্ধতিতে।

বিনোদন ডেস্ক: ভারতের দিল্লিতে এখন বায়ু দূষণ প্রকট আকার ধারণ করেছে। যার এর প্রভাব পড়েছে অনেকের মতো বলিউড অভিনেত্রী বিপাশা বসুর ওপরও। দূষণ ও ধোঁয়াশার কারণে গলায় সংক্রমণ হয়েছে নায়িকার।
স্বাস্থ্য ও জীবন: প্রচলিত একটি কথা আছে, প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম। ব্রণ থেকে মুক্তি পেতে হলে আপনাকে আগে জানতে হবে ব্রণ কি, কেন হয়, কি করণীয়।
স্বাস্থ্য ও জীবন: হাড় মানুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। হাড় মজবুত হলে মানুষের শরীরের কাঠামো শক্তিশালী হবে। হাড়কে অবহেলা করলে হাড় ক্ষয়, কোমড় ব্যথা, ঘাড় ব্যথা, মেরুদন্ডের সমস্যা দেখা দেয়। কিছু খাবার আছে যা নিয়মিত খাওয়ার ফলে হাড় ক্ষয় রোধ করবে তার সাথে হাড় মজবুত রাখবে। চলুন পাঠক জেনে নেই কোন খাবারগুলো হাড়কে শক্তিশালী করবে জেনে নিই।
বিনোদন ডেস্ক: এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থালি গার্ল হতে চলেছেন মিমি চক্রবর্তী। প্রথমে শোনা গিয়েছিল, এবছর চলচ্চিত্র উৎসবে থালি গার্ল হতে চলেছেন নুসরাত জাহান। কিন্তু সম্প্রতি খবরে এসেছে নুসরাত নন। মিমি হবেন থালি গার্ল।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হলে প্রকাশ্যে নগ্ন হওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া। নির্বাচনে জিতে প্রেসিডেন্ট পদে আসীন হতে চলেছেন ট্রাম্প। ট্রাম্প প্রেসিডেন্ট হলে দেশের ফার্স্ট লেডি পদে আসীন হবেন তার লাস্যময়ী স্ত্রী মেলানিয়া। সেই কথা এবার রাখার পালা। কিন্তু পারবেন কি মডেল থেকে মার্কিন ফার্স্টলেডি হতে যাওয়া মেলানিয়া প্রকাশে নিজেকে নগ্ন করে তুলে ধরতে?
ভিন্ন স্বাদের সংবাদ: এখন আর অ্যাকুরিয়ামে খাবার দেয়া লাগবে না, থাকবে না পানি পাল্টানোর ঝামেলাও। তাছাড়া অ্যাকুরিয়ামের বেশ কিছু প্রজাতির আকর্ষণীয় মাছের আয়ু খুব বেশি দীর্ঘ হয় না। তাই অ্যাকুরিয়ামে মাছের বাড়তি সুবিধা দিতে জাপানের বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন ধরনের মাছ, যা টিকে থাকবে বহুদিন।
স্পোর্টস ডেস্ক: একটি টি-টোয়েন্টি ম্যাচ। অথচ দুই দল মিলিয়েও ‘টোয়েন্টি’ ওভার খেলা হলো না! মাত্র ১৮.৪ ওভারেই খেলা শেষ! টিকিট কেটে মাঠে ঢোকা দর্শকেরা তাতে মনঃক্ষুণœ হতে পারেন, তবে তা নিয়ে ভাবতে রংপুর রাইডার্সের বয়েই গেছে। খুলনা টাইটানসকে গতকাল বিপিএলের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট করে ‘মিনি টি-টোয়েন্টি’ ম্যাচটা রংপুর জিতে গেছে ৯ উইকেটে। একদিন আগেই যে দল দুর্দান্ত এক জয় পেল, আজ তাদের কী হতশ্রী চেহারা! ১ রানেই প্রথম উইকেট নেই। টুপটাপ করে নিমেষেই ঝরে গেল বাকি ৯টিও। রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনা টাইটানস অলআউট ৪৪ রানে। বিপিএলে এটিই দলীয় সর্বনিম্ন রান। টি-টোয়েন্টির ইতিহাসে খুলনার স্কোরটা থাকবে আরও তিনটি দলের সঙ্গে তিনে। পাঁচজন ব্যাটসম্যানের নামের পাশে ‘শূন্য’Ñবোঝাই যাচ্ছে কী ভগ্নদশা খুলনার ব্যাটিংয়ে। শুভাগত হোম শুধু ছুঁতে পেরেছেন দুই অঙ্ক। বাকি পাঁচজনের রানÑ৬, ৫, ২, ৭ ও ৮!