ডেস্ক রিপোর্ট: খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দেশব্যাপী দু:স্থদের মাঝে দশ টাকা কেজি দরে চাল বিক্রির ক্ষেত্রে নানান অনিয়মের অভিযোগ তারাও পেয়েছেন।
এক সাক্ষাতকারে খাদ্যমন্ত্রী বলেছেন, “বিভিন্ন অভিযোগ আসছে আমাদের কাছে। ডিলার নিয়োগের ব্যাপারে অভিযোগ আসছে। ডিলাররা চাল বিলি করার ব্যাপারে বণ্টন করার ব্যাপারে ওজনে কম দিচ্ছে এবং তালিকা তৈরি সঠিকভাবে হয়নি এমন অভিযোগ আসছে। অনেক হতদরিদ্রকে বাদ দিয়ে অবস্থাপন্ন যারা তালিকায় তাদের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে-এমন অভিযোগ আসছে”। এসব অভিযোগের বিষয়ে তদন্ত করে তারা কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে তিনি জানান।
সরকার সেপ্টেম্বর মাসে দশ টাকা দামে চাল বিক্রির এই কর্মসূচি শুরু করার পর থেকেই বিভিন্ন জেলায় অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ আসছে। কমপক্ষে পঁচিশটি জেলা থেকে এমন তথ্য আসে যেখানে বলা হচ্ছে, দুস্থ এবং গরিব মানুষের বদলে অবস্থাপন্ন বা ধনীরাই চাল পাচ্ছেন।
খাদ্যমন্ত্রী মি: ইসলাম স্বীকার করেছেন যে, তারাও এমন তথ্য পেয়েছেন। ডিলার নিয়োগেও দলীয়করণের অভিযোগ এসেছে বলে তিনি জানান। তিনি বলেন, এই কর্মসূচিতে রাজনৈতিক হস্তক্ষেপ ও দলীয়করণের চেষ্টা চালানোর কথা শোনা যাচ্ছে। বিষয়টি মনিটরিং করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, “পত্রিকায় দেখার সাথে সাথে আমরা তাদের বলছি। যারা তালিকা তৈরি করেছে সেইসব মেম্বার চেয়ারম্যানকে আমরা গ্রেপ্তারের ব্যবস্থা নিয়েছি”।
মন্ত্রী কামরুল ইসলাম আরও বলেন, “আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি কোনভাবেই আমাদের দলীয় এমপি বা চেয়ারম্যান মেম্বারদের দলীয়করণ করার সুযোগ আমরা দেব না”। এছাড়া বিশেষ ক্ষমতা আইনে এবং দুদকের পক্ষ থেকে মামলা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। তবে সমস্ত বাংলাদেশে এ নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে তিনি মানতে রাজী নন।
দেশের ৫০ লাখ পরিবারকে ৩০ কেজি করে চাল দিতে এই কর্মসূচি নেয় সরকার। বছরে পাঁচ মাস এই চাল বিতরণ কার্যক্রম চলবে।

ডেস্ক রিপোর্ট: সঙ্গীতশিল্পী জ্যানেট জ্যাকসন নিশ্চিত করেছেন যে ৫০ বছর বয়সে তিনি তাঁর প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। মাইকেল জ্যাকসনের বোন জ্যানেট পিপল ম্যাগাজিনকে একথা নিশ্চিত করেছেন।
ডেস্ক রিপোর্ট: দিনের ব্যস্ত সময়ে হঠাৎ এক মুরগি রাস্তায় চলে এসেছিল। ব্রিটেনের দুন্দির ইস্ট মার্কেটগেট টেসাইড পুলিশের কাছে কয়েকজন গাড়ি চালক ওই মুরগির গতিবিধি নিয়ে খবর দেন। চালকদের অভিযোগ, মুরগিটি রাস্তার মাঝখানে এদিক-ওদিক চলাফেরা করায় সকলেই চিন্তায় পড়েছেন। মুরগির গতিবিধি দেখে গাড়ি চালাতে হচ্ছে। এর ফলে, ওই জায়গায় গাড়ির গতি কমে যায় ও মাঝে মধ্যেই যানজট লাগতে থাকে।
নিজস্ব প্রতিবেদক: ‘বর্তমান সরকারের অগ্রগতি ও উন্নয়ন এবং সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ফুটবল মাঠে সোনাবড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি.এম মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ, সাবেক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় পবিত্র আশুরা উপলক্ষে সাতক্ষীরা শহরের আল রাজি পাঠাগারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্-রাজী পাঠাগারের পরিচালক আতাহার আলী খান। প্রধান অতিথি হিসাবে আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা করেন বিশিষ্ট আইনজীবী ও ইসলামী চিন্তাবিদ এড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাফেজ মাও. আব্দুল হাকিম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ শেখ কামরুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের এই দিনে রাসুল(স:) এর কলিজার টুকরা হাসান(রা:) সহ তার শিশু পুত্রকে নির্মমভাবে শহীদ করা হয়। আজকের এই দিন মুসলামের শোকের দিন। এসময় বক্তারা সকল ভেদাভেদ ভুলে রাসুল (স:) এর দেখানো পথে চলার আহ্বান জানান।