পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় রেজাউল করিম নামে উন্নয়ন প্রকল্পের এক সভাপতির বিরুদ্ধে কাজ না করে ভুয়া বিল ভাউচার জমা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী বরাবর অভিযোগ দিয়েছেন। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলা রাড়–লী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামের আলহাজ্ব শাহাদাৎ আলী শেখের ছেলে শেখ রেজাউল করিম প্রকল্প সভাপতি হিসাবে ৩১/০৫/২০১৬ ইং তারিখ ৩২নং ক্রমিকে চলতি অর্থবছরে আমজাদ মোল্লার বাড়ি হতে রাজ্জাক মোল্লার বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত বাবদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ১ লক্ষ ১০ হাজার টাকা উত্তোলন করেন। এলাকাবাসীর অভিযোগ কোন উন্নয়ন কাজ না করেই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ভুয়া বিল, ভাউচার জমা দিয়েছেন। উল্লেখ্য ইতোপূর্বে ২০১৪-১৫ অর্থবছরেও তার বিরুদ্ধে উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এ ব্যাপারে জানতে চাইলে প্রকল্প সভাপতি রেজাউল করিম জানান, ভাল মানের ইট না পাওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে অচিরেই কাজ শুরু করা হবে বলে তিনি জানিয়েছেন।




আসাদুজ্জামান: সাতক্ষীরায় দুর্গোৎসাব ও বাংলাদেশ সম্প্রীতির সেতু বন্ধন নামক এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব হলরুমে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত মিলন মেলায় এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এড. মোস্তফা লুৎফুল্লাহ, মহিলা সংসদ সদস্য রিফাত আমিন, জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন, পুলিশ সুপার আলতাফ হোসেন, বিজিবি ৩৮ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন পিএসসি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী প্রমুখ।
আসাদুজ্জামান: সাতক্ষীরার ভোমরা টু সিলেটের তামাবিল ভ্রমণ। বাহন বাইসাইকেল। সঙ্গে জাতীয় পতাকা। উদ্দেশ্য পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কান্ট্রি ক্রস। আর এ লক্ষ্যেকে সামনে রেখে সোমবার সকাল ৯টায় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর জিরো পয়েন্ট থেকে সিলেটের তামাবিলের উদ্দেশ্যে রওনা হয়েছেন সাজনান মোহাম্মদ।