সর্বশেষ সংবাদ-
স্থানীয় জাতবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণে নেপালের পারমাকালচারের প্রতিনিধি দলসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাসাতক্ষীরায় জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় ইসলামী সংগীত পরিবেশন : পুলিশ সদস্য মহিবুল্লাহ বরখাস্তসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও তার ছেলেকে কারাগারে প্রেরণসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি  লতিফ ও তার ছেলে রাসেল আটকসাংবাদিক মোমিনের সুস্থ্যতা কামনায় সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতিশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দসাতক্ষীরায় ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছোঁড়া বিস্ফোরক দ্রব্যে আহত-২সাতক্ষীরায় বাস ইজিবাইক সংঘর্ষে একজনের মৃত্যু : আহত ৭তালায় খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে দুর্ধর্ষ চুরি

তালার ইসলামকাটিতে যৌথ পরিকল্পনা উন্নয়ন বিষয়ক সংলাপ সভা

প্রেস বিজ্ঞপ্তি : তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কার্যালয়ে মানবাধিকার সুরক্ষা কমিটি ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে যৌথ পরিকল্পনা উন্নয়ন বিষয়ক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ মে মঙ্গলবার সকালে বেসরকারি সংস্থা রিইব এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মো. গোলাম ফারুক।

সভায় সিএসও সদস্য, স্টান্ডিং কমিটির প্রতিনিধিবৃন্দ, ইউপি সদস্য, প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, বাল্যবিবাহ নিরোধ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, গভীর নলকূপ স্থাপনের প্রস্তাবনা, নারী ও কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাজেট প্রণয়নে দলিত, প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা, মাছের ঘের মালিকদের সাথে সচেতনতা মূলক সেশন পরিচালনা, জন সাধারণের চলাচলের রাস্তা বাঁধাই সহ বর্ষামৌসুমে সকলে যাতে অবাধে চলাচল করতে পারেন প্রভৃতি বিষয়ে যৌথ উদ্যোগে পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভাটি পরিচালনা করেন, রিইব এর এরিয়া সমন্বয়কারী রেহেনা পারভীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধহাটায় মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে  যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে মেহেদী হাসান হৃদয় (১৮) নামের এক কিশোর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টার দিকে বুধহাটা বাজারের গাজী ট্রেডার্স (আনারের সারের দোকান) এর সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় সাতক্ষীরা খুলনা রোড মোড়ে একটি মোবাইল এক্সেসরিজ এর দোকানে কাজ করেতে এবং বিভিন্ন বাজারে মোবাইলের দেকানে এক্সেসরিজের মাল বিক্রি করতেন ঘটনার সময় সে মোটরসাইকেলযোগে সাতক্ষীরায় যাওয়ার সময় দ্রুতগামী ট্রলির সাথে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পথেই তার মৃত্যু হয়।

আশাশুনি উপজেলার বেউলা গ্রামের জামাল উদ্দিনের একমাত্র সন্তান সে। তার বাবা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় পরিবারের আয়ের একমাত্র ভরসা ছিল হৃদয়।

হৃদয়ের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন জানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্ব মা দিবস উপলক্ষে মর্নিং সান প্রি- ক্যাডেট স্কুলে ফ্রি  চক্ষু ক্যাম্প

বিশ্ব মা দিবস উপলক্ষে মর্নিং সান প্রি- ক্যাডেট স্কুলে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা গ্রামী চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের সকল শিক্ষার্থীদের চোখ পরীক্ষা করা হয়। চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন গ্রামীন চক্ষু হাসপাতাল সাতক্ষীরা এর ব্যবস্থাপক মোঃ মোর্ত্তজা আলী।
সম্মানিত অতিথি হিসাবে উপস্তিত ছিলেন শিশু সংগঠক ও সামাজিক ব্যক্তিত্ব শেখ ফারুকুজ্জামান ডেভিড, সামাজিক সংগঠক ও জেলা ক্লিনিক মালিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল। উপস্থিত ছিলেন গ্রামীণ হাসপাতালের কর্মকর্তা কামাল পারভেজ, আউট রিস আরাফাত হোসেন, মহুয়া খাতুন, ময়না খাতুন ও মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুল এর পরিচালক ও প্রধান শিক্ষক শেখ আমিনুর রহমান কাজলসহ স্কুলের সকল শিক্ষক ও অভিভাবক বৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার শিয়ালডাঙ্গায় বসতঘরে আগুন : ২ লক্ষ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি :
পূর্ব শত্রুতা জের ধরে সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের একটি বসতবাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি শনিবার (১০ মে) রাত তিনটার দিকে সদরের শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙ্গা গ্রামের (দক্ষিণপাড়া) আব্দুর সবুরের (৪২) বসত বাড়িতে ঘটে।

সরেজমিনে শনিবার (১০ মে) ভুক্তভোগীর সাথে কথা হলে তিনি অভিযোগ করে বলেন, আমাদের গ্রামের আব্দুস সবুরের ছেলে শিমুল ও মোকসেদ আলীর ছেলে লাল্টু পূর্ব শত্রুতার জের ধরে আমার বসতঘরে আগুন লাগিয়ে দেয়। গতরাতে ওদের সাথে ঝগড়া হলে আমরা কেউ ওই বাড়িতে ছিলাম না। এই সুযোগে ওরা এসে আগুন দিয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা ২ টি খাট, শাড়ি কাপড়, শোকেজ, আলমারি আলনা, টিভি, গ্যাসের চুলা, প্রায় ২ হাজার গোবর নুড়ি যা ঘরের পাশেই ছিল। আগুনের লেলিহান শিখায় ঘরের চালে লাগানো টিনও পুড়ে যায়। ঘরের পাশে থাকা ফলজ বৃক্ষও পুড়ে যেতে দেখা গেছে।

বসত ঘরে আগুন দেওয়ার কারন হিসেবে তিনি বলেন, আমার ছেলে আরাফাত হোসেন (২১) এর সাথে তুচ্ছ ঝগড়ার জের ধরে গতকাল রাত এগারোটার দিকে শিমুল ও লাল্টু আমাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায়। পথিমধ্যে স্থানীয় মহিলারা ও মেম্বার শফিকুল ইসলাম আমাকে ওদের হাত থেকে ছাড়িয়ে নেয়। কিন্তু রাত গভীর হলে ওরা আমার ওই বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মেম্বার শফিকুল ইসলাম না থাকলে হয়তো ওরা আমাকে মেরেই ফেলতো।

স্থানীয় গ্রামবাসী সাথে কথা বলে জানা যায়, শিমুল ও লাল্টুদের ভাগ্নির সাথে আরাফাতের প্রেমের সম্পর্ককে পুঁজি করে গত দুই মাস আগে আরাফাতকে ওরা বেদম মারপিট করে। এরই জের ধরে শুক্রবার বিকালে আরাফাত ওদের পিতাকে একা পেয়ে চড় থাপ্পড় মারে। এতে রাত এগারোটার দিকে শিমুল ও লাল্টু দলবদ্ধ এসে আরাফাতের পিতা আব্দুর সবুরকে ধরে মারপিট করতে করতে নিয়ে যেতে থাকে। একপর্যায়ে শফিকুল মেম্বার সে সময় মীমাংসা করে দেয়। কিন্তু রাত তিনটার দিকে কে বা কারা আব্দুর সবুরের বাড়িতে আগুন লাগিয়েছে। তবে ওই বাড়িতে কেউ না থাকার সুবাদে ঘরে থাকা আসবাবপত্র শাড়ি কাপড় সহ ঘর গৃহস্থালির অন্যান্য জিনিসপত্র পুড়ে গিয়ে ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

এ বিষয়ে শিবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শফিকুল ইসলাম বলেন, রাত এগারোটার দিকে সবুরের সাথে শিমুল ও লাল্টুর একটা ঝামেলা হয়েছিল। কিন্তু রাত সাড়ে তিনটার দিকে মোবাইলে জানতে পারি আব্দুর সবুরের বসতঘরে আগুন লেগেছে। স্থানীয়দের সহযোগিতায় সে আগুন নিভানো সম্ভব হলেও অনেক ক্ষতি হয়েছে। আমি ঘটনাস্থলে সকালে গিয়েছিলাম।

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বসত ঘরে আগুন লাগার খবর শুনে আমি সকালে গিয়েছিলাম। ঘরে থাকা সবকিছু পুড়ে গেছে। তারা থানায় যেতে চেয়েছিল।

তবে এ বিষয়ে অভিযুক্ত শিমুল ও লালটুর সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়। ভুক্তভোগী আব্দুস সবুর থানায় এখনো মামলা করা হয়নি জানিয়ে বলেন, এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। আমি আমি সুষ্ঠু ও ন্যায় বিচার কামনা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা প্রতিনিধি : সকাল থেকেই ঠা ঠা রোদে শুরু হচ্ছে দিন। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে দেবহাটার মানুষের জনজীবন। প্রতিদিন একটু একটু করে বাড়ছে সূর্যের তাপ। প্রচণ্ড গরমে বেলা বাড়তেই পথে-ঘাটে কমে যাচ্ছে লোকের সংখ্যা। তাপপ্রবাহের জেরে ঘেমেনেয়ে একাকার মানুষ। কাজের সূত্রে সারা দিনের জন্য যাদের রাস্তায় থাকতে হচ্ছে, তাদের অবস্থা তো দফারফা।

দেবহাটায় সারা দিন রোদের তীব্রতা এতটাই বেশি যে, মানুষজন অতিষ্ঠ হয়ে পড়ছেন। দিন ভর রোদের প্রভাবে রাতেও বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। একটুখানি বৃষ্টির জন্য হাহাকার করছেন মানুষ। মাঝেমধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হলেও কিছুক্ষণ পর তা মিলিয়ে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রাও বাড়তে থাকে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যেতে চাইছে না। দুপুর ১২টার পর রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ে। প্রচণ্ড গরমে শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন বেশি। একটু স্বস্তির আশায় মানুষ ছায়া খুঁজে বেড়াচ্ছে। তেষ্টা মেটাতে কেউ ডাবের পানি পান করছে। এ ছাড়া বিভিন্ন ধরনের শরবত বিক্রি হচ্ছে প্রচুর।

কিছুটা প্রশান্তির জন্য মানুষ ছুটছেন গাছের ছায়া কিংবা শীতল কোনো স্থানে। গরমের তীব্রতা সহ্য করতে না পেরে শিশুরা পুকুর কিংবা নদীর পানিতে সময় পার করছে। অতিরিক্ত গরমে দেবহাটার জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বাড়ছে পানিবাহিত রোগ। ডায়রিয়ার পাশাপাশি জ্বর, সর্দিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ।

বৃষ্টির দেখা না থাকায় তীব্র গরমে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে পুকুর, খাল, বিলের পানির তাপমাত্রা। অতিরিক্ত গরম পানির কারণে মাছের বিভিন্ন রোগের প্রকোপও দেখা দিচ্ছে। অনেক ঘেরের মাছ মরে ভেসে উঠছে। তীব্র এ গরমে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
দেবহাটা সরকারি বিবিএমপি স্কুলের সহকারি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, তীব্র এ গরমে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র গরমে বয়স্ক, শিশুরা পড়েছে সব থেকে বেশি ভোগান্তিতে। একটু স্বস্তি পেতে ঠান্ডা শরবত, পানি, আইসক্রিম খেয়ে তৃষ্ণা মেটাছে সাধারণ মানুষ।

সাংবাদিক সৈয়দ রেজাউল করিম বাপ্পা ও অধ্যাপক ইয়াসিন আলী বলেন টানা তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচন্ড গরমের সাধারণ ও কর্মজীবী মানুষেরা অস্বস্তিতে পড়েছেন। তাপমাত্রাজনিত কারণে শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগে পড়েছেন। প্রখর রোদের ঘাম ঝরানো তাপমাত্রার কারণে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন চরম বিপাকে। বিশেষকরে তীব্র রোদের তাপের কারণে দিনমজুর, রিকশাচালক, ঠেলা ও ভ্যানচালকরা কাজ করতে পারছেন না। ফলে তীব্র তাপদাহে অনেকে অলস সময়ও পার করতে দেখা গেছে। আবার অনেকেই জীবন-জীবিকার তাগিদে প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে কাজে বেরিয়েছেন। তীব্র এ গরমে কাজের সন্ধানে ঘরের বাইরে আসা শ্রমজীবী মানুষ পড়েছেন চরম বিপাকে। অনেককে গাছ তলায় অবস্থান নিয়ে বিশ্রাম নিতে দেখে গেছে। বন বিবির বটতলায় গাছের ছায়ায় ভ্যান চালক বিশ্রাম নেওয়া সময় মোহাম্মদ রবিউল ইসলাম, মোঃ মোসলেম হোসেন, জাহাঙ্গীর হোসেন,বলেন, ‘রোদ তো না, যেন আগুনের হল্কা বের হচ্ছে। বাইরে দুই চার মিনিট থাকা যাচ্ছে না। খুব তেষ্টা পাচ্ছে। শরীর জ্বলে পুড়ে যাচ্ছে।’ বৃষ্টিপাত না হওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে জীব-বৈচিত্র্যের ওপর। এমন প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠেছে দেবহাটাবাসী। একটু শীতলতার জন্য শিশু-কিশোর সবাই পুকুর-নদী-বিলে ছোটাছুটি করছে। অসহনীয় প্রচন্ড গরমে গ্রামাঞ্চলের শিশু, বয়স্কদের জ্বর-সর্দি- ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বাড়ছে। তাপের কারণে নানা বয়সীদের দেখা দিয়েছে চর্ম রোগও।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ‘এই গরমে সব বয়সী মানুষের ডায়রিয়াসহ পেটের নানা ধরনের পীড়া দেখা দিতে পারে। বয়স্ক যারা তাদের হিট স্ট্রোক হতে পারে। শ্রমজীবী মানুষকে তো আটকে রাখা যাবে না। তাদের জন্যে পরামর্শ, সকাল সাড়ে দশটা ও বিকেলের দিকে যেন তারা কাজ করেন।’ বেশি বেশি পানি ও তরল জাতীয় খাবার বিশেষ করে ডাব এর পানি খেতে হবে এবং ভাজা পোড়া খাবার পরিহারের পরামর্শ দেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১১ মে) সকালে শহরের উত্তর পলাশপোল এলাকায় প্রধান অতিথি হিসেবে মসজিদের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা ও সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের সভাপতি শেখ আমজাদ হোসেন, সেক্রেটারী শেখ ওয়ালিউল ইসলাম, এ্যাড. শহিদুল্লাহ, সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব আব্দুল গফ্ফার, বড় বাজার জামে মসজিদের পেশ ইমান মুহাদ্দিস আব্দুল খালেক, ব্যাংকার মো. আব্দুল মোমেন, মফিজুর রহমান, জান্নাতুল ফিরদাউস কুরআনিয়া মাদ্রাসার সেক্রেটারী মফিজুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী আশরাফুল ইসলাম খোকন, বায়তুল ফালাহ জামে মসজিদের কোষাধ্যক্ষ মো. আফতাবুজ্জামান সুমন, মো. তফুর আলীসরদার, নজিবুর রহমান ঢালী, নুরুজ্জামান, শামিমুল ইসলাম সোহাগ, গোলাম রসুল, মো. আব্দুল মাজেদ, মো. শওকত আলী, ডা. মো. মফিজুর রহমান, সিরাজুল ইসলাম, আজগর হোসেন, আব্দুল হান্নান, মোজাম্মেল হক, আবুল হোসেন, জনি বিফ হাউজের স্বত্বাধিকারী শেখ আজহারুল ইসলাম জনি, সৈয়দ এ রহমান মুকুল ও সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মহিবুল্লাহ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহী মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা হাফিজুর রহমান।

এসময় সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদ কমিটির সদস্য, জান্নাতুল ফিরদাউস কুরআনিয়া মাদ্রাসা কমিটির সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং মসজিদের মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খাস জমি উদ্ধার পূর্বক ভ‚মিহীনদের মধ্যে বন্টনের দাবিতে সভা

প্রেস বিজ্ঞপ্তি : দরিদ্র পরিবারের সদস্যদের পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদের প্রতিবাদ ও খাস জমি ভ‚মিদস্যুদের কবল থেকে উদ্ধার করে দরিদ্র পরিবারদের মধ্যে বন্টনের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে বাংলাদেশ ভ‚মিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ভ‚মিহীন সমিতির সভাপতি আশরাফুল ইসলাম গাজী। বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, মহিলা সম্পাদিকা মনিরা খাতুন, মরিয়মসহ স্থানীয় ভ‚মিহীন নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, জেলায় হাজার হাজার বিঘা খাস জমি প্রভাবশালী নামধারী ভ‚মিদস্যুরা লুটেপুটে খাচ্ছে। অথছ জেলায় হাজার অসহায় ভ‚মিহীন পরিবারের মাথা গোজার ঠাঁই নেই। অবিলম্বে ওই ভ‚মিহীন দস্যুদের কবল থেকে খাস জমি উদ্ধার করে প্রকৃত ভ‚মিহীনদের মধ্যে বন্টনের দাবি জানান বক্তারা। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন: জামায়াত নেতা ডাঃ তাহের

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বলেছেন, ইসলামে সন্ত্রাসের কোন জায়গা নেই। ইসলাম সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। আমরা পাঁচদফা প্রস্তাবনা দিয়েছি। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন থাকবো। ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশের মানুষ ভয় পায় না। ভারত মিসাইল ছুঁড়লে আমরা সেই মিসাইল ভারতে পাঠিয়ে দিব। আমরা মানুষের ভোটাধিকার নিশ্চিত করব। মানুষের বাক স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে কেয়ারটেকার সরকার গঠনের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা সংস্কারের কাজ করে যাচ্ছি। আমরা পরীক্ষিতভাবে সৎ। আমরা সৎ লোকের শাসন চাই, আল কোরআনের আইন চাই। বাংলাদেশ জামাত ইসলাম সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। আমাদের কমিটমেন্ট থাকবে উন্নত শিক্ষা ব্যবস্থা। সবার জন্য ভাত কাপড় শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা নিশ্চিত করা হবে। সবাই থাকার জন্য ঘর পাবে। ফ্রি শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপি’র শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি। এখন বাকি আছে একটি দল। সেই দলের নাম বাংলাদেশ জামাত ইসলামি। আমাদেরকে ভোট দিন, নির্বাচিত করুন, আমরা আপনাদের অধিকার ফিরিয়ে দেব। আমরা এদেশের সকল ধর্মের মানুষের সম অধিকার নিশ্চিত করবো। আমরা নারীর মর্যাদা সমুন্নত করবো। মহানবী হযরত মুহাম্মদ (স) এর হাদিস বর্ণনা করে তিনি বলেন, ইসলামে কোন নারীকে হত্যা করা যাবে না।

তিনি আরও বলেন, আমরা সোনার বাংলার স্লোগান শুনেছি, আমরা ছয়দফার স্লোগান শুনেছি। কিন্তু সোনার বাংলার স্লোগান এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি।

প্রধান অতিথি বলেন, দরকার হলে পাঁচ বছরের জন্য জামাতের কাছে বাংলাদেশকে লিজ দিন। আমরা যদি ব্যর্থ হই, তাহলে কান ধরে বের করে দিবেন। আমরা ব্যর্থ হবো না- ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি উদাহরণ দিয়ে বলেন, লুটপাট, চাঁদাবাজির কথা বললে একটি বড় দল মাথায় দেন। লুটপাট, দুর্নীতি, জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন আর অপশাসন চালিয়ে এদেশ থেকে পালিয়ে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নেতা-কর্মীরা। এখন আবার আর একটি দল সেই একইভাবে লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি শুরু করেছে। তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।

প্রধান অতিথি এসময় সাতক্ষীরার প্রত্যেকটি সংসদীয় আসনে স্ব-স্ব দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

শনিবার (১০ মে) বিকাল ৩টায় সাতক্ষীরার কালিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ আব্দুস সামাদ স্মৃতি ময়দানে কর্মী সম্মেলনে সভপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী।

কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রউফ ও সরকারি সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলামের পরিচালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা জোনাল সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, জেলা ছাত্র শিবিরের নেতা এমামুল ইসলাম, কালিগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর সাবেক আমীর জিএম আব্দুল গফ্ফার, শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান, আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ওলিউল ইসলাম, শহিদ আরিফুজ্জামানের পিতা আবতাবুজ্জামান, সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি এসএম জোবায়ের হোসেন, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান, সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ওমর ফারুক, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম প্রমুখ।

এর আগে একই দিন সকালে একই ময়দানে জামায়াতে ইসলামীর মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

গ্রীষ্মের তীব্র তাপদাহ উপেক্ষা করে সম্মেলনে হাজার হাজর মানুষ স্লোগানে স্লোগানে মুখরিত করে উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে স্থানীয় মোহনা শিল্পগোষ্ঠীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest