সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সাবেক ডিসি নাজমুল আহসানের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধনতরুণদল সাতক্ষীরা সদর থানা শাখার কমিটি অনুমোদনদ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সাতক্ষীরায় ছাত্র শিবিরের র‍্যালিসাতক্ষীরায় মাসব্যাপী সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির উদ্বোধনবন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আয়োজনে স্মৃতি চারন ও দোয়ারমজানের পবিত্রতা রক্ষায় নগ্নতা বন্ধসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় মিছিলআহলে হাদীছ যুব সংঘ সাতক্ষীরার মাহে রামাযানের পবিত্রতা রক্ষায় র‌্যালিসাতক্ষীরা সদর বিআরডিবি ইউসিসিএর বার্ষিক সাধারণ সভাসঙ্গীতা মোড়ে নিউ ভ্যারাইটি স্টোরের উদ্বোধনশেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় খালাস সাবেক সাংসদ হাবিব : সাতক্ষীরায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় বিরোধপূর্ণ জমিতে শ্রমিক হত্যা মামলার বাদী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বিরোধপূর্ণ জমিতে শ্রমিক হিসেবে ডেকে নিয়ে হত্যার ঘটনায় মামলার বাদী পরিবর্তন এবং অন্যান্য আসামীদের নাম অন্তভূক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেওসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালার জেঠুয়া গ্রামের শের আলী ফকিরের ছেলে দ্বীন মজুর মো: রেজাউল ফকির।

লিখিত বক্তব্যে তিনি বলেন আমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছি। আমার তিনপুত্র তারাও চাষাবাদ এবং শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে। গত ২০২০ সালের ২ আগস্ট নেহালপুর গ্রামের আনোয়ার শেখের পুত্র জাকির হোসেন আমার মেঝপুত্র রইছ ফকির (৩০) কে তাদের বিরোধপূর্ণ জমিতে কাজ করার জন্য ডেকে নিয়ে যায়। সেখানে জাকির হোসেনের প্রতিপক্ষ একই এলাকার আতিয়ার রহমান শেখের নেতৃত্বে হাসান শেখ, ফারুক শেখ, আফাজ উদ্দিন শেখের পুত্র নাসির শেখ, বছির শেখ, মুনছুর শেখ গং হামলা করে। এসময় সুকৌশলে জাকির হোসেন আমার পুত্রকে সামনে এগিয়ে দিলে তাদের হামলায় আমার পুত্র গুরুতর আহত হয়ে পরে মারা যায়। আমার পুত্রের মৃত্যুর ঘটনাটিকে পুঁজি করে জাকির গংয়ের দীর্ঘদিনের বিরোধপূর্ণ সম্পত্তি দখলের চক্রান্ত শুরু করে। আর এ কারনেই তড়িঘড়ি করে জাকির তার বেয়াই বাহারুল মোল্যাকে বাদী সাজিয়ে মামলা করে। যার মামলা নং-০২, তাং-০৪.০৮.২০২০, জি আর ৬৮/২০। আমি তখন পুত্র হারানোর শোকে হতভম্ব। সে সুযোগে জাকির নদীর ওপার গোনালী নলতা এলাকার ওই ব্যক্তিকে বাদী করায়।

তিনি আরো বলেন পুত্র মারা গেছে আমার। রেখে যাওয়া দুটি শিশু সন্তানকে নিয়ে তার স্ত্রীসহ আমার পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়ে। হত্যা মামলার বাদী হবে হয়ত তার স্ত্রী, না হলে আমি (পিতা) অথচ নিজেদের স্বার্থে সেটি করেনি জাকির। সে সময় তাদের কৌশল বুঝে উঠতে না পারলেও এখন বুঝতে পারছি। ইতোমধ্যে জাকির হোসেন মামলা তুলে নেওয়ার শর্তে আতিয়ার গং এর সাথে দীর্ঘদিনের জমির বিরোধের মিমাংসা করে নিচ্ছে। অথচ আমি ছেলে হারিয়েছি, পুত্রবধু তার স্বামী হারিয়েছে এবং দুটি শিশু তাদের পিতাকে হারিয়েছে সেই বিচার না করে তারা নিজেদের স্বার্থে ব্যস্ত। যদি এক্ষুনে ওই মামলার বাদী পরিবর্তনপূর্বক যারা ডেকে নিয়ে আমার পুত্রকে হত্যা করেছে তাদের নাম মামলায় অন্তভূক্ত করা না হয় তাহলে আমরা ন্যায় বিচার বঞ্চিত হবো, দুটি শিশু সন্তান তাদের পিতা হত্যার ন্যায় বিচার পাবে না।
আমি একজন অসহায় সন্তান হারা পিতা হিসেবে অবিলম্বে ওই হত্যা মামলার বাদী পরিবর্তন এবং অন্যান্য আসামীদের নাম অন্তভূক্তি পূর্বক ন্যায় বিচার নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলা গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন নিয়ে প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ের (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান সফল করতে সদর উপজেলা ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করা হয়েছে। শনিবার (৮ জুন) বিকালে সদর উপজেলা ডিজিটাল কন্যারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংকালে উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের নিমিত্ত মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহীন পরিবারকে জমিসহ একক গৃহপ্রদান কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় সদর উপজেলার “ক” শ্রেণীর ৫৬৪ টি পরিবারকে চিহ্নিত করা হয়।

১ম পর্যায়ে ৩০০টি, ২য় পর্যায়ে ১০০টি, ৩য় পর্যায় ৮৫টি ও ৪র্থ পর্যায়ে ৭৯টি পরিবারকে ইতোপূর্বে গৃহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। ৫ম পর্যায়ের সদর উপজেলার বালিথা এল্লারচর আশ্রয়ণের জরাজীর্ণ ব্যারাক হাউজের পরিবর্তে একক গৃহ প্রতিস্থাপন করা হয়েছে ১৬০ পরিবারকে। ইতোপূর্বে ৫০ পরিবারকে একক ঘর প্রদান করা হয়েছে। আগামী ১১ জুন বাকী ১১০ পরিবারকে গৃহ প্রদানের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল ইসলাম, সদর উপজেলা সমবায় কর্মকর্তা কারিমুল হক সহ আরো অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে রিমালে ক্ষতিগ্রস্ত ১শ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার বিকাল চারটায় কালিগঞ্জে প্রেরণার নিজস্ব কার্যালয়ে ক্ষতিগ্রস্থ ১শ পরিবারের মধ্যে পরিবার প্রতি ৬ হাজার টাকা বিতরণ করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের বাস্তবায়নে ক্রিশ্চিয়ান এইড ও স্টার্ট ফান্ড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রজেক্ট কো অর্ডিনেটর বিজয় বিশ্বাস, প্রেরনার নির্বাহী প্রধান শম্পা গোস্বামী,ক্রিশ্চিয়ান এইডের একাউন্টিবিলিটি এন্ড সেফগার্ডিং কোর্ডিনেটর দেলোয়ার নয়ন। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজাদী সংঘের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

প্রেস বিজ্ঞপ্তি ঃ
আজাদী সংঘের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশি। সাধারণ সম্পাদক আকবর আলী সরদার এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি পৌল সাহা, কাজী তাজউদ্দীন, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসান সাদ্দাম, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ মঞ্জুর এলাহি বাপ্পি, ক্রিয়া সম্পাদক শেখ জাহিদ হাসান, তথ্য ও প্রচার সম্পাদক কাজী মুস্তাফিজুর রহমান শুভ,

কার্যনির্বাহী সদস্য প্রবীর পোদ্দার, মোঃ মোস্তাফিজুর রহমান, শেখ সিরাজুল ইসলাম ডালিম, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। সভায় ক্লাবের উন্নয়নে উপকমিটি গঠন, অন্তকক্ষ ক্রিয়া প্রতিযোগিতা পরিচালনায়, অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংসদে বাজেট পেশ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় যুবলীগের আনন্দ মিছিল

জাতীয় সংসদে যুব-বান্ধব ও স্মার্ট বাজেট পেশ করায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে শুভেচ্ছা -অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত ৮টায় সাতক্ষীরা পৌর যুবলীগের আয়োজনে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক তানভীর হোসাইন সুজন, কাজি নজরুল ইসলাম হিল্লোল, জেলা যুবলীগের সদস্য বসীর আহমেদ, পৌর আওয়ামীলীগের ইউসুফ সুলতান মিলন, রবিউল ইসলাম, জাকির হোসেনসহ জেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফাতিমা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের নতুন শাখা উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি : ফাতিমা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫জুন) বিকাল সাড়ে ৫ টায় সাতক্ষীরা মেডিকেল হাসপাতাল সংলগ্ন ফাতিমা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো নজরুল ইসলাম।

তিনি বলেন জনগণের স্বাস্থ্য সেবার জন্য এধরনের প্রতিষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ। তবে স্বাস্থ্য সেবার মান আরো উন্নত করতে হবে।

ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মির্জা কামরুজ্জামান সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মারুফ হোসেন প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফারুক ইসলাম ইমাম সাতক্ষীরা মেডিকেল কলেজ জামে মসজিদ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:

“করবো ভূমি পুনরুদ্ধার রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ‍্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, সহকারি প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাল, সেনেটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা, সহ সরকারি কর্মকর্তা ও সকল এনজিও’র কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজাদী সংঘের ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন

আজাদী সংঘের ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার সংঘের সদস্যদের সম্মতিক্রমে রাশেদুজ্জামান রাশিকে সভাপতি ও আকবর আলী সরদারকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি পৌল সাহা, শ্যামল কুমার বিশ^াস, কাজী তাজউদ্দীন, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক মাহবুবার রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসান সাদ্দাম, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,

দপ্তর সম্পাদক তরুণ সাহা, সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মুনজুর এলাহী বাপ্পী, সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম হোসেন, ক্রীড়া সম্পাদক শেখ জাহিদ হাসান, তথ্য ও প্রচার সম্পাদক কাজী মুস্তাফিজুর রহমান শুভ, কার্যনির্বাহী সদস্য প্রবির পোদ্দার, মোস্তাফিজুর রহমান, শেখ সিরাজুল ইসলাম ডালিম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest