সর্বশেষ সংবাদ-
স্থানীয় জাতবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণে নেপালের পারমাকালচারের প্রতিনিধি দলসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাসাতক্ষীরায় জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় ইসলামী সংগীত পরিবেশন : পুলিশ সদস্য মহিবুল্লাহ বরখাস্তসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও তার ছেলেকে কারাগারে প্রেরণসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি  লতিফ ও তার ছেলে রাসেল আটকসাংবাদিক মোমিনের সুস্থ্যতা কামনায় সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতিশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দসাতক্ষীরায় ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছোঁড়া বিস্ফোরক দ্রব্যে আহত-২সাতক্ষীরায় বাস ইজিবাইক সংঘর্ষে একজনের মৃত্যু : আহত ৭তালায় খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে দুর্ধর্ষ চুরি

সাতক্ষীরায় জামায়াতের যুব প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : গণঅভ্যুত্থানের সুফল ধরে রাখতে যুবসমাজকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, যুবসমাজ যেকোনো দেশের মূল্যবান সম্পদ।

জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই জাতির ভবিষ্যৎ নির্ধারণ হয়। ফলে যেকোনো পরিস্থিতিতে সাহসিকতা, হিকমত ও বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা ইয়ুথ লিডারশীপ প্রোগ্রামে ইউনিয়ন প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল।

শনিবার (১৭মে) সাতক্ষীরার আল আমিন ট্রাস্টে কাজী শামসুর রহমান মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ডাঃ মাহমুদুল হক, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, শহর আমীর জাহিদুল ইসলাম, সেক্রেটারী খোরশেদ আলম, সহকারী সেক্রেটারী এড. আবু তালেব প্রমুখ।

প্রধান অতিথি বলেন, যুবকদের নিজেরে চেষ্টার পরে আল্লাহর সাহায্যের ওপর নির্ভরশীল হতে হবে। সংগঠনের নির্দেশনা গুরুত্বের সঙ্গে নিয়ে স্বতঃস্ফূর্ত অনুগত্যের মূর্ত প্রতীক হতে হবে। গণঅভ্যুত্থানের সুফল দেশবাসীর কাছে পৌঁছে দিতে ছাত্র—জনতার পাশাপাশি যুবসমাজকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখতে হবে।

সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, যুবসমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখি, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা সম্ভব। আজকের যুবসমাজই জাতির আগামী দিনের ভবিষ্যৎ। যুগে যুগে যুবকরাই ইতিহাস সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাদের প্রচেষ্টায় রাতারাতি গতিধারাও পরিবর্তন হয়ে যায়। তিনি দেশে চলমান রাজনৈতিক সংকটের কথা উল্লেখ করে বলেন, দেশ ও জাতি এক গভীর ক্রান্তিকাল অতিক্রম করছে। এমতাবস্থায় দেশ ও জাতির সত্যিকার মুক্তির জন্য যুবকদের ৪৮৮+ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। অন্যথায় আমাদের মুক্তি মিলবে না জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান বলেন, পৃথিবীর ইতিহাস যুবসমাজের হাত ধরেই নির্মিত হয়েছে।

বাংলাদেশের যত বড় বড় অর্জন সেগুলোও যুবসমাজের পরিশ্রমের ফসল। হাজী শরীয়তুল্লাহ, শহীদ তিতুমিরের মতো প্রাণচঞ্চল যুবকদের হাতেই এসেছে আমাদের বড় বড় অর্জন। তাই জাতির এই ক্রান্তিকালে যুবসমাজকে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই বরং সত্যের পতাকা উড্ডীন ও আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের জন্য নতুন করে শপথ গ্রহণ করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা প্রেসক্লাবের অসাংবাদিক-অপসাংবাদিকদের নিয়ে গঠিত কথিত দখলদার কমিটির অপতথ্য ছড়ানোর প্রতিবাদ

সাতক্ষীরা প্রেসক্লাবের অসাংবাদিক-অপসাংবাদিকদের নিয়ে গঠিত কথিত দখলদার কমিটির অসৎ উদ্দেশ্যে দেওয়া একটি বিবৃতির আমাদের দৃষ্টিতে এসেছে।

বিবৃতিটির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নবগঠিত সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রেসক্লাবের সম্মানিত সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দল,প্রশাসন তথা আপামর জনসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, জুলাই অভ্যুত্থানের পর ২৪ আগস্ট ৯৬ জন সাধারণ সদস্যের বিপরীতে মাত্র ৪১ জন সদস্যের স্বাক্ষরে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

শতকরা ৫১ ভাগ সদস্যের স্বাক্ষর ছাড়া সাধারণ সভা তলবের সুযোগ নেই। এছাড়া ৪১ জন সদস্যের আশ^াস দেওয়া হয়েছিল, জুলাই অভ্যুত্থানের মুল স্পিরিট প্রত্যক্ষ ভোটে কমিটি গঠনের লক্ষ্যে এডহক কমিটি গঠনের। কিন্তু বিগত সময়ের সর্বোচ্চ সুবিধাভোগী কুচক্রিদের পদের লোভে ২৪ আগস্ট-২৫ তারিখে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে ফ্যাসিস্ট ও ফ্যাসিস্টের দোসরদের স্থান দেওয়া হয়।
এনিয়ে সম্মানিত সাধারণ সদস্যদের ব্যাপক ক্ষোভ পরিলক্ষিত হয়। পরবর্তীতে নির্বাচনের দাবিতে ৫৬ জন সাধারণ সদস্যের স্বাক্ষর সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের কাছে দেওয়া হয়। পিকনিক থেকে ফিরে এসে নির্বাচনের আশ^াসও দিয়েছিলেন দখলদার কমিটির সাধারণ সম্পাদক। কিন্তু নির্বাচনের সেই আখাঙ্খাকে পদদলিত করে বেশ কয়েকজন সম্মানিত সদস্যকে বহিস্কারের সিদ্ধান্ত নেয় দখলদার কমিটি। সাধারণ সদস্যদের সুখ-দু:খ দেখাসহ সাংবাদিকতার উপযুক্ত পরিবেশ বজায় রাখা প্রেসক্লাব সংগঠনের মুল কাজ হলেও তারা এসবের তোয়াক্কা না করে প্রেসক্লাব বিধ্বংসী কর্মকান্ডে মেতে উঠায় প্রেসক্লাবকে রক্ষা ও সদস্যদের সম্মান বজায় রাখার স্বার্থে গঠনতন্ত্র মোতাবেক ১৬ মে-২৫ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের সবশেষ নির্বাচিত সভাপতির কাছ থেকে দায়িত্ব গ্রহণও করা হযেছে। এ কমিটির কাজ হলো-যাচাই-বাছাইয়ের পর নতুন সদস্য প্রদান ও একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়া। সুতরাং অসাংবাদিকদের কোনরুপ বিবৃতি বা অপচেষ্টায় বিভ্রান্ত না হওয়ার জন্য সম্মানিত সাংবাদিকসহ সবাইকে অনুরোধ জানানো হলো।

0 মন্তব্য
1 FacebookTwitterGoogle +Pinterest
সমৃদ্ধ সাতক্ষীরা গড়ার লক্ষ্যে কদমতলায় পথ সভা

নিজস্ব প্রতিনিধি: সমৃদ্ধ সাতক্ষীরা গড়ার লক্ষ্যে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতি ও জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির যৌথ আয়োজনে এবং কদমতলা বাজার কমিটির সার্বিক সহযোগিতায় কদমতলা বাজারস্থ সাতক্ষীরা-যশোর মহাসড়কে জেলা ভুমিহীন সমিতির সহ সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।

জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জাতীয়তাবাদী জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা এডভোকেট খগেন্দ্রনাথ ঘোষ, জাসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সদস্য সচিব মুনসুর রহমান, আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আঃ রাজ্জাক, জেলা ভুমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক জিএম রেজাউল করিম রেজা,

মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, নাজমা আক্তার নদী, শাহানারা খাতুন রিনা, পানি কমিটির সদস্য আসাদুল ইসলাম প্রমূখ। পথসভায় প্রশাসন ও সরকারের কাছে ভুমিহীন মুক্ত জেলা ঘোষনা বাতিল করে হতদরিদ্র উচ্ছেদকৃত ভুমিহীনদের ও ভুমিহীনদের পুনঃ বাসনসহ জলবদ্ধতা নিরসন, টেস্টাইল মিল চালু, ড্রেন সংস্কার, কদমতলা বাজারস্থ মাছ বাজার চাননি নির্মাণ, কাঁচা বাজার চাননি ছাউনি সংস্কার, কদমতলা বাজার চত্বরে ডাস্টবিন স্থাপন ও নদী খাল সংস্কারের দাবি জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বপ্নসিঁড়ির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

১৬ মে ২০২৫ সন্ধ্যায় স্মার্ট মেডিকেল সেন্টারে স্বপ্নসিঁড়ির কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির সভাপতি নাজমুল হক। স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চলনায় বক্তব্য রাখেন সহ সভাপতি ওহিদুল ইসলাম, সালাউদ্দীন রানা, আসাদুল্লাহ আল গালিব, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মীর তাহমিদুর রহমান, সহ প্রচার সম্পাদক সম্পাদক বেগম নিশাত আনম, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি আল শাহরিয়ার অনিক।

প্রসঙ্গত, সাতক্ষীরার প্রাক্তন ও বর্তমান রোভার স্কাউটরা আগামী ৩০ মে তরিখের মধ্যে ফরম পূরণ করে স্বপ্নসিঁড়ির সদস্য হতে পারবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেলোডী শিল্পী গোষ্ঠীর কমিটির গঠন

মেলোডী শিল্পী গোষ্ঠীর কমিটির গঠন করা হয়েছে। শুক্রবার শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে অনুষ্ঠিত শিল্পী সমাবেশে সভাপতিত্ব করেন শিল্পী গোষ্ঠীর সদস্য মো: জাহিদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও হাজারো শিল্পীদের ওস্তাদ টিভি নাট্য পরিচালক মো: মুছা করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো: ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক আ: সেলিম। আলোচনা শেষে উপস্থিত শিল্পীদের মতামতের ভিত্তিতে আগামী ৩ বছরের জন্য কমিটি গঠিত হয়।

কমিটির সভাপতি হিসেবে নির্বাচিন হন শেখ বোরহান উদ্দীন ডাবলু, সিনিয়র সহ-সভাপতি হিসেবে প্রভাষক আহসান হাবিব,সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো: ইবাহিম হোসেন ও মো: ওয়াদুদ শাহী, সাধারণ সম্পাদক টিপু সুলতান, যুগ্ম সম্পাদক মুজাহিদ আল মাসউদ, সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ হাসান, দপ্ত সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: নুর হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক সাজিদ হাসান সৈকত, নাট্য সম্পাদক মো: হযরত আলি, নির্বাহী সদস্য হিসেবে নাজিম উদ্দীন, রাশেদুজ্জামান, সিরাজুল ইসলাম ও আ: সবুর নির্বাচিত হন।
##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় মহানবী (সঃ) সম্পর্কে কটুক্তি করার মামলায় আটক

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় মহানবী (সঃ) সম্পর্কে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মামলায় পুলিশ ১জনকে গ্রেফতার করেছে। আটককৃত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৭৩)। তিনি দেবহাটা উপজেলার পারুলিয়া ফুলবাড়িয়া মৃত জিহাদ আলীর ছেলে এবং একজন বীর মুক্তিযোদ্ধা।

শুক্রবার সকাল ১০টার দিকে তাকে আটক করে জেলহাজতে প্রেরন করা হয়েছে। স্থানীয়রা জানান, আটক শহিদুল ইসলাম পারুলিয়া মৎস্য সেডে সাবেক ইউপি সদস্য জিয়াদ আলীর মৎস্য ঘেরে বসে মহানবী হজরত মুহাম্মদ (সঃ) ও বিশিষ্ট আলেম প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদী এবং মিজানুর রহমান আজহারী সম্পর্কে বিভিন্ন অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে। তখন বিষয়টি লোকজন স্থানীয় মুফতি ফজলুল হক আমেনিসহ আলেমদেরকে জানালে তারা সেখানে যান।

একপর্যায়ে লোকজন উত্তেজিত হয়ে উঠলে দেবহাটা থানা পুলিশকে জানালে দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসানের নির্দেশনায় এসআই আদনান বিন আজাদ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে পারুলিয়া গরুহাট এলাকার ইলিয়াস গাজীর ছেলে মুজাহিদ ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মহানবী (সঃ) সম্পর্কে কটুক্তি করায় শহিদুল ইসলামের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৬, তাং- ১৬/০৫/২৫ ইং। স্থানীয়রা জানান, আটককৃত শহিদুল ইসলাম ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। ভারতের বারাসাতে তার বাড়ি আছে।

মুক্তিযোদ্ধা হওয়ায় তিনি সম্প্রতি পারুলিয়া ফুলবাড়ি এলাকায় একটি সরকারী বাড়ি করে নিয়েছেন। ভাতা উঠানোর সময় তিনি ভারত থেকে বাংলাদেশে আসেন। দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ তৎপর রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলে ওসি জানান।

0 মন্তব্য
1 FacebookTwitterGoogle +Pinterest
শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা বাস টার্মিনাল শাখার অফিস উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা বাস টার্মিনাল শাখার অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকালে বাস টার্মিনালের সামনে শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা শহর শাখার আয়োজনে এ অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রমিকনতা শেখ মোজাফফর হোসেন এর সভাপতিত্বে ও শেখ রাশেদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন বাস টার্মিনাল শাখার অফিস উদ্বোধন করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর মো. জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফফার, সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি মো. খোরশেদ আলম, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মেহেরুল্লাহ, মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আরশাদ আলী খোকা, ট্রেড সভাপতি মো. হাফিজুর রহমান। এসময় বিভিন্ন পর্যায়ের শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিকরা মানুষের কল্যাণে কাজ করে কিন্তু তাদেরই সমাজে অপমান, বঞ্চিত করা হয়। আমরা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি । দুনিয়ার জীবনের পাশাপাশি পরকালের আমলনামার পথ দেখিয়ে দিতে চাই আমরা। এক শ্রেণির মানুষ শ্রমিকদের ব্যবহার করে নিজেদের সম্পদের পাহাড় গড়ে তুলে থাকে। সেই বঞ্চিত শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। তিনি আরো বলেন, ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে শ্রমিকরা এগিয়ে আসলে আমাদের দেশ একটি কল্যাণময় রাষ্ট্র হিসেবে গড়ে তুলা সহজ হবে। অফিস উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গ্রামের কথা নিউজ পোর্টাল’র  দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেককাটা

প্রেস বিজ্ঞপ্তি :
জনপ্রিয় নিউজ পোর্টাল গ্রামের কথা’র দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ১০ টায় শহরের ম্যানগ্রভ সভাঘরে এ কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক দিনকালের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল বারী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাও. আজিজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রামের কথা নিউজ পোর্টাল’র সম্পাদক ও দৈনিক চিত্র পত্রিকার জেলা প্রতিনিধি শেখ কামরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা, মাছরাঙা টিভি ও দৈনিক আমাদের আমাদের সময়ের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সিনিয়র সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিস, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস, ডিবিসি চ্যানেলের জেলা প্রতিনিধি এম বেলাল হুসাইন।

দৈনিক লাখোকন্ঠ ও দি ডেইলি ভয়েস অব এশিয়া পত্রিকার জেলা প্রতিনিধি ফিরোজ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা জজকোর্ট এর আইনজীবী মো. আবু তালেব, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান আলী মিঠুন, একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ আলী। এসময়সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest