সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস পালনতালায় সেতু আবুলসহ ৩ জন আটকসাউথ-এশিয়ান পিপলস ডায়ালগে জলবায়ু সংকট মোকাবিলায় এগ্রোইকোলজির গুরুত্বারোপগ্রীন টিভির সাতক্ষীরা প্রতিনিধি হলেন মীর খায়রুলস্থানীয় জাতবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণে নেপালের পারমাকালচারের প্রতিনিধি দলসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাসাতক্ষীরায় জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় ইসলামী সংগীত পরিবেশন : পুলিশ সদস্য মহিবুল্লাহ বরখাস্তসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও তার ছেলেকে কারাগারে প্রেরণসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি  লতিফ ও তার ছেলে রাসেল আটকসাংবাদিক মোমিনের সুস্থ্যতা কামনায় সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সীমান্তে বিশেষ অভিযানে হীরার নাকফুল জব্দ করেছে বিজিবি। সোমবার রাতে ভোমরা সীমান্তের শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব হীরার নাকফুল জব্দ করা হয়।

মঙ্গলবার বেলা ১২টায় ৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল আশরাফুল হক জানান, ভোমরা সীমান্তের শ্রীরামপুর ব্রীজ এলাকা দিয়ে হীরার গহনা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় একজন চোরাকারবারী বিজিবির উপস্থিতি বুঝতে পেরে ০১টি প্যাকেট ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে উক্ত ব্যাগ তল্লাশী করে ৯০ টি হীরার নাকফুল জব্দ করা হয়। ৯০টি হীরার নাকফুলের মূল্য ২২ লক্ষ ৯০ হাজার টাকা। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

অনলাইন ডেস্ক :
সাতক্ষীরায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমাবার বেলা সাড়ে ১১টার দিকে পাটকেলঘাটা থানার শাঁকদহা ব্রীজ সংলগ্ন সাতক্ষীরা -খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে। সম্পূর্ণ অচেতন অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইজিবাইক চালকের নাম মোস্তাফিজুর রহমান (৩০)। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে।

জানা যায়, মোস্তাফিজুর রহমান প্রতিদিনের ন্যায় সোমবার সকালে ইজিবাইক নিয়ে ভাড়া খাটতে যায়। পাটকেলঘাটা যাওয়ার কথা বলে কে বা কারা সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে তার ইজি বাইকটি ভাড়া করে। পথে খাবারের সাথে চেতনাতনাশক মিশিয়ে তাকে অজ্ঞান করে শাঁকদহা ব্রীজ এলাকায় সাতক্ষীরা- খুলনা মহাসড়কের পাশে ফেলে রেখে তার ইজিবাইক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সাতক্ষীরার কামালনগর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম বাবলা জানান, খুলনা থেকে ফেরার পথে শাঁকদহা ব্রীজ এলাকায় সড়কের পাশে এক যুবককে পড়ে থাকতে দেখে তিনি গাড়ি থামান। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করান। পরে খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন সড়কের পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকা যুবক একজন ইজিবাইক চালক। কে বা কারা অচেতন করে ফেলে রেখে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। বর্তমানে সে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অচেনা অবস্থায় যুবকটি সদর হাসপাতালে ভর্তি রয়েছে। জ্ঞান ফিরলে তার কাছ থেকে বিস্তারিত জেনে পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বৈরাচার মুক্ত নববর্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি : নববর্ষের ঐক্যতান, স্বৈরাচারের অবসান এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৫ টায় শহরের নিউমার্কেট চত্বর হতে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপি আহবায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। শোভাযাত্রায় বাঙালি সংস্কৃতি গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি অংশ নেয়। এর আগে নিউমার্কেট এলাকায় আনন্দ শোভাযাত্রা পূর্ববর্তি এক আলোচনা সভায় জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, তাসকিন আহমেদ চিশতি, সদর উপজেলা বিএনপিনেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম, নুরে আলম সিদ্দিকী, পৌর বিএনপি নেতা শেখ মাসুম বিল্লাহ শাহিন, বিএনপি নেতা শাহ কামরুজ্জামান কামু, শাহিনুজ্জামান বাবু, আব্দুর রাজ্জাক, নাসির উদ্দিন, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি প্রমুখ।

এ সময় বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৭ টায় নিউমার্কেট এলাকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮ টায় দলীয় কার্যালয়ে পান্তা ভাত ভোজন করা হয়। পরে বিকালে নিউ মার্কেট চত্বরে গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা অনুষ্ঠিত হয়। চারটায় জেলা জাসাসের উদ্যোগে লোকসংগীত ও গ্রামীণ গান অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ফ্যাসিবাদমুক্ত নববর্ষের আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি :
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’—এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরায় ফ্যাসিবাদমুক্ত নববর্ষের আনন্দ শোভাযাত্রা শেষে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আজ ১৪ই এপ্রিল সকাল ৭ টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বর হতে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ মুহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিঞ্চুপদ পাল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপি সদস্য এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা, ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু।

এ সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। পরে সকাল ৯ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

বর্ষবরণে বিগত বছরের জরাকে দূরে ঠেলে আজ বাংলাভাষীদের স্বপ্ন দেখার দিন, নতুন আলোয় অবগাহনের দিন, আনন্দে মেতে উঠারও দিন। হাজার বছরের ঐতিহ্যের বহমানতায় বাংলাদেশের ঘরে ঘরে আজ উৎসবের আমেজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বেড়িবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সহায়তা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। রোববার আশাশুনির আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার পক্ষে আয়োজিত মেডিকেল ক্যাম্প এ চিকিৎসা সেবা প্রদান করেন।

এ সময় ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (যশোর এরিয়া) মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দরিদ্র মানুষের জন্য চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন।
তিনি বলেন যে কোন ধরনের দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী সাধারন জনগণের পাশে থাকে, এই মেডিকেল ক্যাম্পেইন তারই অংশ। বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ জনকল্যাণ এবং স্থানীয় জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা: আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল ইসলাম, আশাশুনি উপজেলা নির্বাহি অফিসার কৃষ্ণা রায়সহ অন্যরা।

মেডিকেল ক্যাম্পে আনুলিয়া ইউনিয়নের ৮০০ ক্ষতিগ্রস্ত নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে ০৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক এর সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দ্বারা দিনব্যাপী চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয় এবং ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আরেফিন সাতক্ষীরা থেকে উদ্ধার

ঢাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আরেফিন সাতক্ষীরা থেকে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :

ঢাকার রামপুরা এলাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলাম (১৭) কে সাতক্ষীরার নিউ মার্কেট এলাকার একটি চায়ের দোকান থেকে উদ্ধার করেছে সাতক্ষীরা সদর থানার পুলিশ। শনিবার ভোররাতে তাকে উদ্ধার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন জানান,সদর থানার একটি টিম ভোররাতে নিউ মার্কেট এলাকা থেকে আরেফিন কামরুল ইসলামকে উদ্ধার করে। তাকে সাতক্ষীরা সদর থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে রামপুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, সাতক্ষীরা সদর থানা পুলিশের হেফাজতে থাকা আরেফিন কামরুল ইসলাম জানায়, বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে বৃহস্পতিবার বিকেলে সে ল্যাপটপ মেরামতের উদ্দেশ্যে এ্যালিফ্যান্ট রোডের একটি দোকানে যাচ্ছিল্ মগবাজার ফ্লাইওভার থেকে নামার পথে কতিপয় অজ্ঞাত ব্যক্তি তাকে ধরে কয়েকবার ঘাড় ঘুর্ণন দেয়। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে দুর্বৃত্তরা তাকে অজ্ঞাত স্থানে নিয়ে মারধর করে। একপর্যায়ে সে তাদের কবল থেকে পালিয়ে কয়েক ঘন্টা হেটে সাতক্ষীরার নিউমার্কেট এলাকায় একটি চায়ের দোকানে যায়। সেখান থেকে সে তার বাবা হারুণ-অর-রশিদের সাথে যোগাযোগ করে।

আরেফিন কামরুল ইসলামের বাবা হারুণ-অর-রশিদ জানান,৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে তার ছেলেকে অপহরণ করে দুর্বৃত্তরা। ছেলেকে ছাড়াতে তিনি ২৬ হাজার টাকাও পরিশোধ করেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় তিনি পুলিশের শরণাপন্ন হন। পুলিশ নারায়ণগঞ্জের কয়েক জায়গায় অভিযানও চালায়। ভোররাতে ছেলের ফোন পেয়ে তিনি সাতক্ষীরাতে আসেন।

উল্লেখ্য ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে বৃহস্পতিবার বিকেলে অপহৃত হয় খিলগাও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলাম। পরে তাকে ফিরে পেতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৬ হাজার টাকা পরিশোধ করা হয়। কিন্তু এতেও তার ছেলেকে ফিরে পেতে ব্যর্থ হয়ে রামপুরা থানায় একটি জিডি করেন পূর্ব রামপুরা সালামবাগ মসজিদ এলাকার বাসিন্দা হারুণ-অর-রশিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির ভাঙনকবলিত ৫০০ পরিবার পেল নগদ ৬ হাজার টাকা ও সহায়তা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে সম্প্রতি ভেঙে পড়া বেড়িবাঁধের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উন্নয়ন সংস্থা উত্তরণ। স্টার্ট ফান্ড বাংলাদেশ-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন “এমার্জেন্সি রিলিফ অ্যাসিস্ট্যান্স ফর এমব্যাংকমেন্ট ব্রিচ অ্যাফেক্টেড কমিউনিটিজ ইন আনুলিয়া ইউনিয়ন, আশাশুনি” প্রকল্পের আওতায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শনিবার (১২ এপ্রিল) বিকালে আনুলিয়া ইউনিয়নের বিছট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রথম ধাপের সহায়তা বিতরণ করা হয়। এই ধাপে ৬৮টি পরিবারকে হাইজিন ও ডিগনিটি কিটস এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ ৬ হাজার টাকা করে প্রদান করা হয়। প্রকল্পের আওতায় মোট ৫০০ পরিবারকে এ সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক উদ্যোগ। উত্তরণ যেভাবে দ্রুত এবং সংগঠিতভাবে সহায়তা দিচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

উত্তরণ-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার মো: রেজওয়ান উল্লাহ, প্রকল্প সমন্বয়কারী পার্থ কুমার দে, ডেভেলপমেন্ট কমিউনিকেশনস অফিসার ও সেফগার্ডিং ফোকাল মাহমুদা ইয়াসমিন কনা এবং হেইস অফিসার মো: আল-আমিন মোল্লা।

স্টার্ট ফান্ড বাংলাদেশ-এর পক্ষে উপস্থিত ছিলেন চিফ ফাইনান্স অ্যান্ড অপারেশন্স অফিসার সুজান লিন, হেড অফ নেটওয়ার্ক অ্যান্ড ডেভেলপমেন্ট সাজিদ রায়হান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর শফিউল আলম ও ডিআরএফ ম্যানেজার এনামুল হক।

অনুষ্ঠানে উত্তরণ-এর প্রোগ্রাম ম্যানেজার মো: রেজওয়ান উল্লাহ বলেন, বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে আমরা বর্তমানে জরুরি সহায়তা প্রদান করছি। কিন্তু যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসইভাবে পুনর্বাসনের জন্য এখন সবাইকে একসাথে এগিয়ে আসা উচিত।

ডেভেলপমেন্ট কমিউনিকেশনস অফিসার মাহমুদা ইয়াসমিন কনা বলেন, দুর্যোগপ্রবণ এ অঞ্চলের মানুষের নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে উত্তরণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রকল্প তারই অংশ।

উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যে উত্তরণ দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী দিনে বাকি ৪৩২টি পরিবারের মাঝেও এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাজায় গণহত্যা বন্ধে সাতক্ষীরা শিবিরের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : গাজায় ইজরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর ও জেলা শাখা। শুক্রুবার, ১১ এপ্রিল সাতক্ষীরা খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্ত্বর থেকে শুরু হওয়া মিছিল নিউমার্কে চত্ত্বেও সমাবেশের মাধ্যমে শেষ হয়। গাজায় গণহত্যা বন্ধে অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর অব্যাহত চাপ সৃষ্টির আহ্বান জানান শিবির নেতারা।

মিছিলে মুখর সেই চেনা স্লোগান ‘ফ্রি ফ্রি ফ্রি প্যালেস্টাইন’। যা ধ্বনিত হচ্ছে পৃথিবীর সকল প্রান্তে। পূর্বঘোষণা অনুযায়ী দুপুর ২টা ১৫ মিনিটে শিবিরের বিক্ষোভ মিছিল শুরু হয় আসিফ চত্ত্বর থেকে। সেখানে বিক্ষোভ সমাবেশে কথা বলেন ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আল মামুন।তিনি বলেন, ‘মুখে মানবাধিকারের কথা বলে ইসরাইল চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ধৃষ্টতা দেখিয়ে চলেছে।’
এসময় বিরোধী মতকে থামাতে ইসরাইলের সঙ্গে চুক্তি করে আড়িপাতার বিভিন্ন প্রযুক্তি কেনায় শেখ হাসিনার সমালোচনা করেন শিবির নেতারা। সেই সব চুক্তি প্রকাশের পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান নেতারা। গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিবির নেতারা।

মিছিল শেষে বক্তব্য রাখেন শিবিরের জেলা সভাপতি ইমামুল হোসেন। তিনি বলেন, ‘আমাদের হৃদয় আজ ক্ষতবিক্ষত, আমাদের কলিজায় দাও দাও করে আগুন জ্বলছে। বর্বর ইসরাইল মুসলমানদের উপর অবৈধ অন্যায়ভাবে হত্যা করছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুর রহিমসহ অনেকে বক্তব্য রাখেন। সমাবেশে বক্তরা বলেন ‘যে বিশ্বের মোড়লরা, ওয়াইসি, জাতিসংঘ মুসলমানদের ওপর হামলায় নিরব থাকে এরকম ওয়াইসি, জাতিসংঘের প্রয়োজন নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest