সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার নারায়নজোল ব্রীজটি সংস্কারের দাবিশিবপুর ইউনিয়ন কৃষকদলের ইফতার ও দোয়াদেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন তাঁতীদলের মতবিনিময়সাতক্ষীরায় পিপি অফিস দুর্নীতিমুক্ত করতে যা করলেন এড. শেখ আব্দুস সাত্তারসাতক্ষীরায় তিনতলা ভবন জায়গা দেখিয়ে রেজিষ্ট্রি : সরকারের রাজস্ব ফাঁকি ২০ লাখ টাকা !সাতক্ষীরার সাবেক ডিসি নাজমুল আহসানের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধনতরুণদল সাতক্ষীরা সদর থানা শাখার কমিটি অনুমোদনদ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সাতক্ষীরায় ছাত্র শিবিরের র‍্যালিসাতক্ষীরায় মাসব্যাপী সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির উদ্বোধনবন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আয়োজনে স্মৃতি চারন ও দোয়া

কালিগঞ্জে আকস্মিক বজ্রপাতে কিশোরের মৃত্যু

কালিগঞ্জ প্রতিনিধি:

সাতক্ষীরা কালিগঞ্জে আকস্মিক বজ্রপাতে শিমুল হোসেন (১৪) নামে মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

সে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের ইছার আলী ছেলে। পাশ্ববর্তী একটি মাদ্রাসায় ৮ম শ্রেণিতে পড়ত।

বৃহস্পতিবার (৯ মে) দুপুর ২ টার দিকে পার্শ্ববর্তী খালে মাছ ধরতে যাওয়ার এক পর্যায়ে এই ঘটনা ঘটে।

বজ্রপাতের নিহতের মা শিরিনা পারভিন জানান, পার্শ্ববর্তী খালে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে শিমুল হোসেন বজ্রপাতের কবলে পড়ে।

বৃষ্টি ধরণ দিলেও ছেলের আসতে দেরি হচ্ছে বলে আমি খোঁজ নিতে যাই গিয়ে দেখি আমার ছেলে মাটিতে পরে আছে। তাৎক্ষণিক স্থানীয়রা জানতে পেরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আছে এবং স্থানীয় চিকিৎসক মোস্তাফিজুর রহমান মনুকে খবর দেন স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় ও পরিবারের মধ্যে শুভেচ্ছা নেমে এসেছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে উপজেলা চেয়ারম্যান হলেন সাঈদ-উজ জামান. ভাইস চেয়ারম্যান রিপন. মহিলা ডলি

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রভাষক সাঈদ-উজ জামান। আনারস প্রতীক নিয়ে তিনি ৪৯ হাজার চারশ ৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পঞ্চম উপজেলা পরিষদে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাঈদ-উজ জামান প্রতিদ্বন্দীর তুলনায় ১৬ হাজার আটশ ৫৯ ভোট বেশী পেয়ে নিবাচিত হন। তার প্রধান প্রতিদ্ব›দ্বী ছিলেন গোলাম মোস্তফা বাংলা পেয়েছেন ৩২ হাজার ছয়শ ৩৭ ভোট। এবারের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করেন তিন জন। যারা সকলে আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত। সাঈদ-উজ জামান ছাড়া অপর দুই প্রার্থী ছিলেন যথাক্রমে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার কৈখালী ইউনিয়ন আ’লীগের আইন বিষয়ক সম্পাদক। এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডলের ভোট ১০ হাজার চারশ ৩০।
এর আগে বুধবার সকাল থেকে উপজেলার ৯২টি কেন্দ্রে ভোট গ্রহজন শুরু হয়। ভোর রাতে বৃষ্টি হওয়ায় সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও দুপুরের পর উল্লেখযোগ্য সংখ্যক ভোটার কেন্দ্রে পৌছে ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে নারী ভোটারদের উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা যায়।
উল্লেখ্য একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত শ্যামনগর উপজেলায় মোট ভোটার ছিল দুই লাখ ৮৪ হাজার তিনশ ২৬ ভোট।
এদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে নাজমুল হুদা রিপন এবং হাঁস প্রতীক নিয়ে খালেদা আইয়ুব ডলি বিজয়ী হয়েছেন। রিপনের প্রাপ্ত ভোট যথাক্রমে ১৯ হাজার দুইশ ১৩ ভোট। খালেদা আইয়ুব পেয়েছেন ৫৬ হাজার আটশ ৭৪ ভোট। রিপন ছাত্রলীগের সাবেক কর্মী এবং ডলি উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক।

সরেজমিন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। দুপুর ১২টা পর্যন্ত উপজেলার নুরনগর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে দুই হাজার নয়শ পাঁচ ভোটের মধ্যে দুইশ ৭২ ভোট পড়ে। যা ছিল মোট ভোটের প্রায় ১০ শতাংশ। এছাড়া উপজেলার ১৫৬ নং দক্ষিন বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেয়ার অভিযোগে জামাল নামের এক যুবককে আটক করা হয়। তবে পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত হয়ে তাকে ছেড়ে দেন।
সরজেমিন পরিদর্শনকালে উপজেলার সবগুলো কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় ৯২টি কেন্দ্রের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি। কেন্দ্রগুলোতে ভীড় না থাকায় ভোটারদের নির্বিঘেœ ভোট দিতে দেখা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সুমন, ভাইস চেয়ারম্যান পুরুষ বাবলু – মহিলা আফি বিজয়ী

কালিগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে ৭৯টি ভোট কেন্দ্রে কোন বিশৃঙ্খলা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শেখ মেহেদী হাসান সুমন (আনারস) প্রতীক কে ৬২ হাজার ৬৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাঈদ মেহেদী (ঘোড়া) প্রতীক কে ৩২ হাজার ৯৪৬ ভোট পেয়েছে। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে শেখ ইকবাল আলম বাবলু (বই) প্রতীক কে ৬১ হাজার ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নাজমুল ইসলাম (তালা) প্রতীক কে ২৪ হাজার ৩৬৫ ভোট পায়। ভাইস চেয়ারম্যান অন্য প্রার্থীরা মুকুল বিশ্বাস (টিয়া) পাখি ৪ হাজার ৬৫৬ ভোট পায়, কাজী মুফক্ষরুল ইসলাম নিলু (চশমা) প্রতীকে ১ হাজার ৬৫৩ ভোট পায় ও কাজী আব্দুস সালাম (উড়োজাহাজ) প্রতীক কে ২ হাজার ২১৪ ভোট পায়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারজানা শওকাত আফি (হাঁস) প্রতীকে ৪৬ হাজার ১৭৪ ভোট পায়। নিকটতম দিপালী রানী ঘোষ (ফুটবল) প্রতীক ২০ হাজার ৪৫১ পায়। সুমাইয়া পারভিন সুমি (কলস) প্রতীক কে ১৬ হাজার ৩২৯ ভোট ও শ্যামলী অধিকারী (পদ্মফুল) প্রতীকে ১০ হাজার ৩১১ ভোট পায়।
রাত সাড়ে দশটার পরে কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামের হলরুমে ফলাফল ঘোষণা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার অনুজ কুমার গাইন ও থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন সহ প্রার্থী ও প্রার্থীদের এজেন্ট এবং সাংবাদিকবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
“নানা রঙের রবীন্দ্রনাথ” বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীত অনুষ্ঠিত

রবীন্দ্র সংগীতের সুরে সুরে প্রথম আলো বন্ধুসভার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সবুজ তরফদার গানের মধ্য দিয়ে ২৫ শে বৈশাখ বুধবার বিকাল ৫ টায় ম্যানগ্রোভ সভাঘরে প্রথম আলো বন্ধুসভা ও ব্যাঘ্রতট এর আয়োজনে নানা রঙের রবীন্দ্রনাথ শিরোনামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীত অনুষ্ঠিত হয়।

ভাষা গবেষক কাজী মোহাম্মদ ওলিউল্লাহ সভাপতিত্বে আলোচক হিসিবে রবীন্দ্রনাথের উপর আলোচনা করেন কবি কিশোরী মোহন সরকার, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, ব্যাঘ্রতট এর সমন্বয়ক সাংবাদিক হাফিজুর রহমান মাসুন, প্রাবন্ধিক কবির রায়হান, ইংরেজী সাহিত্যের অধ্যাপক ইদ্রিস আলী,শিক্ষক ও কবি গাজী মোমিন উদ্দিন, উদীচির সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, লেখক ও গবেষক অরবিন্দু মৃধা, বন্ধুসভার দপ্তর সম্পাদক তারিক ইসলাম।

কবিতা আবৃত্তি করেন রবীন্দ্র পরিষদের সভাপতি মন্ময় মনির,বর্ণ ও সংগীত পরিবেশন আব্দুল হামিদ মোল্যা,ও বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য সীমা মন্ডল।

উপস্থিত ছিলেন কবি শুভ্র আহমেদ,গল্পকার বাবলু ভঞ্জ চৌধুরী, চিত্রশিল্পী সুরেশ পান্ডে, সাবেক অধ্যক্ষ পবিত্র মোহন দাশ,কবি প্রানকৃষ্ণ সরকার, কবি মনিরুজ্জামান, রবীন্দ্র পরিষদ এর সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক তোফিক আহমেদ, সাতক্ষীরা বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক আবু তাহের,অর্থ সম্পাদক সাগরিকা আক্তার,দূর্য়োগ ও ত্রান বিষয়ক সম্পাদক মো পারভেজ সহ বন্ধুসভার বন্ধুরা।

সমগ্র অনুষ্ঠিত সঞ্চলনা করেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ভূমি কর্মকর্তা তপন কর্তৃক না মেনে প্রাচীর নির্মান বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের সবুজবাগে ভূমি কর্মকর্তা তপন হালদার কর্তৃক পৌর আইন না মেনে অবৈধভাবে প্রতিবেশীর ভবনের গাঁ ঘেষে প্রাচীর নির্মান বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাতক্ষীরা সদরের পলাশপোল সবুজবাগ গ্রামের মৃত কালিদাসের পুত্র রবিন কুমার মল্লিক।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমরা সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের পলাশপোল সবুজবাগ এলাকার বাসিন্দা। আমাদের প্রতিবেশী বনমালি হালদারের পুত্র ভূমি অফিসের পেশকার তপন হালদার পৌর আইন না মেনে আমার ভবনের গা ঘেঁষে বহুতল ভবন নির্মান শুরু করেছে।

এবিষয়ে আমরা স্থানীয় কমিশনার শফিকুল ইসলাম বাবু’র কাছে অভিযোগ করলে তিনি দুইবার সেখানে প্রতিনিধি পাঠিয়ে তাকে কাজ বন্ধ করার নির্দেশ দিলেও সে প্রভাব খাটিয়ে কাজ বন্ধ না করে অব্যাহত রেখেছে। ভূমি অফিসে পেশকারের চাকুরি করার দোহাই দিয়ে তিনি পৌরসভার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। সেখানে অবৈধভাবে নির্মাণ কাজ সমাপ্ত করলে আমি দারুনভাবে ক্ষতিগ্রস্থ হবো।

তপন হালদার ভূমি অফিসের কর্মকর্তা হওয়ার সুযোগে মানুষকে জিম্মি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে খুলনায় জমি কিনেছেন, সাতক্ষীরা শহরের দুই স্থানে জমি কিনেছেন। এছাড়া অগাধ টাকা পায়সার মালিক হয়েছেন। যে কারনে কাউকেই তিনি দাম দেন না। কারো কথায় কর্ণপাত করেন না। তিনি আইনও মানে না। আমরা নিরিহ ভদ্র মানুষ হওয়ায় তার কাছে অসহায় হয়ে পড়েছি। এবিষয়ে তদন্ত পূর্বক উক্ত স্থানে পৌর আইন কার্যকর পূর্বক ভবন নির্মাণ বন্ধের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পৌর মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক জুলফিকারের পিতা রাহাতুল্লাহ সরদারের সুস্থতা কামনা

প্রেস বিজ্ঞপ্তি :

ঢাকা থেকে প্রকাশিত দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা থেকে প্রকাশিত জনপ্রিয় নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরার সাংবাদিক জুলফিকার আলীর পিতা রাহাতুল্লাহ সরদার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি গত ২০ এপ্রিল শনিবার দুপুর আড়াইটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরা স্বপ্ন ক্লিনিকে ভর্তি করানো হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে আইসিউতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সাতক্ষীরা মেডিকলের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি,দুই বার নির্বাচিত সদর বিআরডিবির ডাইরেক্টর, সাবেক মেম্বর, হাওয়াল খালী দক্ষিণপাড়া সমবায় সমিতি লিমিটেডের বর্তমান ম্যানেজার রাহাতুল্লাহ সরদার। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও দ্রুত সুস্থতা কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতিপক্ষ প্রার্থী কর্তৃক হুমকি ধামকির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদের সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : অবাধ, সুষ্ঠ ও নিরেপক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ উজ জামান সাঈদ। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাঈদ উজ জামান সাঈদ বলেন, আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা। বিগত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ভাইস চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে আগামী ৮ মে ২০২৪ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছি।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনারের পক্ষ থেকে নিরেপক্ষ এবং সুষ্ঠ ভোট উপহারের অঙ্গীকার থাকলেও আমার প্রতিপক্ষ প্রার্থী গোলাম মোস্তফা বাংলা উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্ট না হতে আমার সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করছে। একই সাথে নির্বাচনের দিনে ত্রাস সৃষ্ঠি করার মাধ্যমে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন থেকে ২০ হাজার ভোট কেটে নেবে এবং অন্যান্য ইউনিয়ন থেকে কেন্দ্র প্রতি ২/৩শ ভোট ভোটারদের নিকট থেকে টেবিলের উপরে সিল মেরে নেওয়া অথবা ব্যালেট পেপারে জোর পূর্বক নিজের প্রতিকে তার পোলিং এজন্টদের দিয়ে সিল মেরে নেবে এমনভাবে প্রচার করছে। বিষয়টি নিয়ে উপজেলার সাধারণ ভোটারদের মধ্যে ভীতশাস্ত্রতা কাজ করছে। আমার প্রতিপক্ষের এমন ধরনের বক্তব্য প্রদানের কারণে ভোটার গন ভোট কেন্দ্রে আসতে নিরুৎসাহিত হচ্ছে।

তিনি বলেন, এ বিষয় তিনি রির্টানিং কর্মকর্তাসহ উদ্ধর্তন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। তিনি আশা করছেন মাননীয় নির্বাচন কমিশনার একটি অবাধ, সুষ্ঠ ও নিরেপক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সাতক্ষীরায় ছাত্রলীগের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি :
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।

সোমবার সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও সিটি কলেজে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক সুমন হোসেন, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি আবিদ হাসান,সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার তৌকির রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ আরো অনেকে।

সমাবেশে ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী হামাসের চলমান অভিযানের প্রতি পূর্ণ সমর্থন জানান শিক্ষার্থীরা। পাশাপাশি ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন এবং বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা এবং বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠে সমাবেশে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest