সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার নারায়নজোল ব্রীজটি সংস্কারের দাবিশিবপুর ইউনিয়ন কৃষকদলের ইফতার ও দোয়াদেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন তাঁতীদলের মতবিনিময়সাতক্ষীরায় পিপি অফিস দুর্নীতিমুক্ত করতে যা করলেন এড. শেখ আব্দুস সাত্তারসাতক্ষীরায় তিনতলা ভবন জায়গা দেখিয়ে রেজিষ্ট্রি : সরকারের রাজস্ব ফাঁকি ২০ লাখ টাকা !সাতক্ষীরার সাবেক ডিসি নাজমুল আহসানের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধনতরুণদল সাতক্ষীরা সদর থানা শাখার কমিটি অনুমোদনদ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সাতক্ষীরায় ছাত্র শিবিরের র‍্যালিসাতক্ষীরায় মাসব্যাপী সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির উদ্বোধনবন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আয়োজনে স্মৃতি চারন ও দোয়া

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

কে এম রেজাউল করিম দেবহাটা : “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টিমানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে। সোমবার (১৩ মে) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়।

রেলি পরবর্তী আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সদস্য সচিব ডাঃ এসএম সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমান্ত কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ এইচ মইনুল হোসেন,

পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম, দেবহাটা সরকারি বিবিএমপি ইন্সিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সখিপুর আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, পারুলিয়া আইডিয়াল পরিচালক ডাঃ নজরুল ইসলাম প্রমুখ। পরে সপ্তাহব্যাপী পুষ্টি মেলার উপজেলাব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পুষ্টি সমৃদ্ধি রান্না ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে ৩ সদস্য বিশিষ্ট কমিটি ও পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ১২০ লিটার ভেজাল দুধ জব্দ: দেড় লক্ষ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদ-

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার আশাশুনি থেকে ১২০ লিটার ভেজাল দুধ জব্দের পর দুই ব্যবসায়ীকে দেড় লক্ষ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামে অভিযান চালিয়ে উক্ত ১২০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়। এ সময় দুধে ভেজাল মেশানোর অভিযোগে দুই ব্যবসায়ীকে দেড় লক্ষ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহি মাজিস্ট্রেট পলাশ আহম্মেদ।

নির্বাহি ম্যাজিস্ট্রেট পলাশ আহম্মেদ জানান, আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুধে ভেজাল মেশানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ১২০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়। এ সময় দুধে ভেজাল মেশানোর অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক পুরোহিতপুর গ্রামের আশুতোষ ঘোষের পুত্র সহাদেব ঘোষকে ১ লক্ষ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এছাড়া সদর উপজেলার ব্রহ্মরাজপুর এলাকার একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুধে ভেজাল মেশানোর সরঞ্জাম জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠান মালিক চয়ন ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করে ভ্রাম্যমান আদালত।

এসময় অভিযানে আরো উপস্থিত ছিলেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান, জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপঙ্কর দাশ, জেলা ক্যাব সদস্য সাকিবুর রহমানসহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান বলেন, মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারো দুধে ভেজাল মেশানোর কারনে সহাদেব ঘোষকে জরিমানার সাথে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া আর এক ব্যবসায়ীকেও জরিমানা করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৪ টি অস্ত্র, ২৯ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন জব্দ

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল ও দুটি দেশীয় ওয়ান সুটারগান জব্দ করেছে র‌্যাব-৬এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। এসময় সেখান থেকে ২৯ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনও জব্দ করা হয়। সোমবার ভোর রাত তিনটার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম মাহমুদপুর এলাকার একটি বাগানের মধ্যে শপিং ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় উক্ত অস্ত্র গুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় র‌্যাব সদস্যরা কোন চোরাকারবারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি নাজমুল হক জানান, র‌্যাব সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকায় টহল ডিউটি করছিলেন। এসময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই ইউনিয়নের সীমান্ত গ্রাম মাহমুদ এলাকার একটি এক তলা বিশিষ্ট পাঁকা বসতঘরের পাশে বাগানের ভিতর পরিত্যক্ত অবস্থায় সন্দেহজনক বস্তু পড়ে রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শপিং ব্যাগের মধ্যে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় ওয়ান সুটারগান, ২৯ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন জব্দ করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান শামস্ : কোহিনুর

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে ৩ জনই মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী ঘোষিত হতে যাচ্ছেন শামস ইশতিয়াক। অপরদিকে সোনিয়া পারভীন শাপলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করায় সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলামই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা সদর উপজেলায় ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপের দায়ে প্রার্থীতা বাতিল হয় অ্যাড. তামিম আহমেদ সোহাগের। পরে তিনি আপিলে টিকে যান। ফলে সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় করছেন ৫ জন। তারা হলেন,আওয়ামী লীগের শওকত হোসেন, অ্যাড. তামিম আহমেদ সোহাগ,গোলাম মোরশেদ,সুশান্ত মন্ডল ও জাতীয় পার্টির মশিউর রহমান বাবু।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তারা হলেন,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান মারুফ তানভীর হুসাইন সুজন,ছাত্রলীগের আরেক সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা,মো: বদরুজ্জামান ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ সংসদীয় আসন থেকে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিকারী আফসার আলীর ছেলে শামস ইশতিয়াক। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে শামস ইশতিয়াক ছাড়া বাকী তিনজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে শামস ইশতিয়াক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

অভিযোগের বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা জানান,‘‘টাকার নেওয়ার অভিযোগ সঠিক নয়। আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অসহযোগীতার জন্য। ’’

এদিকে ফেসবুকে নাতিদীর্ঘ একটি বক্তব্য পোস্ট করেছেন সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন। ফেসবুকে তিনি মনোনয়ন প্রত্যাহারের কারণ হিসেবে আওয়ামী লীগ নেতাদের সহযোগীতা না পাওয়া ও নির্বাচনে তার পক্ষে কাজ করার স্বজনদের অনুপস্থিতির কথা উল্লেখ করেছেন।

কথা বলতে তানভীর হুসাইন সুজনের কাছে ফোন করলে তার ব্যবহৃত নাম্বার বন্ধ পাওয়া যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ সীমান্ত থেকে ১১টি এয়ারগান,৬ হাজার ৯শ রাউন্ড গুলি জব্দ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্ত থেকে ১১টি এয়ারগান ও ৬ হাজার ৯শ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। ১১ মে বিকালে ১৭ বিজিবি’র নীলডুমুর ব্যাটালিয়নের সদস্যরা কালীগঞ্জ সীমান্তের বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে এ অস্ত্র গোলাবারুদ জব্দ করে।

১২ মে বেলা ১২ টায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, বসন্তপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ মহসীন হাওলাদারের নেতৃত্বে বিজিবি’র একটি বিশেষ টহলদল কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শীতলপুর তালবাগান এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন ১১টি এয়ারগান এবং ৬ হাজার ৯শ রাউন্ড গুলি, ০৩টি কাউন্টার রিকয়েল ম্যাকানিজম স্প্রীং, ২২টি ওয়াসার এবং ১৬টি নাট জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র গোলাবারুদ কালীগঞ্জ থানায় জমা করা হয়েছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের মনোনয়নপত্র বৈধ

আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শেখ তামিম আহমেদ সোহাগের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৯ মে ২৪ তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসক ও ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আপীল কর্তৃপক্ষ মোহাম্মদ হুমায়ুন কবির তার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন।

এর আগে জেলা রিটার্নিং অফিসার তার মনোনয়ন পত্রটি বাতিল ঘোষণা করলে তিনি ৭ মে মনোনয়ন ফিরে পেতে তিনি জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন। জেলা প্রশাসক বাচাই-বাছাই করে বৈধ ঘোষনা করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা কম্পিউটার সমিতির পূর্ণাঙ্গ কমিটির সংবর্ধনা

সাতক্ষীরা কম্পিউটার সমিতির পূর্ণাঙ্গ কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে কম্পিউটার সমিতির উপদেষ্টাবৃন্দ, ইমপোর্টার হাউজের প্রতিনিধি এবং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য নিত্যনন্দ সরকার,সভাপতি হাফিজ আল আসাদ সান্নু, সহ-সভাপতি আফিউর রহমান পাওয়ার, সাধারণ সম্পাদক ইমরান খান ডেনি, সাংগঠনিক সম্পাদক আল ইমরান হোসেন সুমন, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান মুন্নাসহ অন্যান্যরা।

উপস্থিত সকলের সম্মতি ক্রমে কম্পিউটার ব্যবসায়ীগণ অরজিনাল প্রোডাক্ট বিক্রির পক্ষে জোরালো বক্তব্য প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫টায় শহরের মাওয়া চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মো: সাইদুর রহমান অপু। উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আমিনুর রহমান উল্লাস,যুগ্ম সাধারণ সম্পাদক কাজি সাদিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো: রুবেল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুর রহমান জেমস, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক উম্মে সালমা,

ধর্ম বিষয়ক সম্পাদক মো: মিজানুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাতুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক তাহিরা রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডি রাসেল, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আল আমিন, নির্বাহী সদস্য তৌফিক ওমর, শেখ জুবায়দুল ইসলাম রানা, ফরহাদ হোসেন নাসিম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক রায়হাতুল জান্নাত রিমি।

সংগঠনটি সুস্থ সাংস্কৃতির মাধ্যমে জেলার তরুন প্রজন্মকে সাথে নিয়ে সামাজিক বিভিন্ন প্রকার কার্যক্রমে অংশগ্রহণ ও সেবা মূলক স্বেচ্ছাসেবী কাজ করবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest