সর্বশেষ সংবাদ-
আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারের ওয়াবদা রাস্তার কাজ ১০ দিনেও শুরু হয়নিআশাশুনি সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ নজরুল ইসলামের সংবর্ধনাচাঁদা না দেওয়ায় পাকাপুল মোড়ে দেছার আলীর হোটেলে ভাংচুরভোমরায় কৃষকদলের ইফতারসাতক্ষীরার নারায়নজোল ব্রীজটি সংস্কারের দাবিশিবপুর ইউনিয়ন কৃষকদলের ইফতার ও দোয়াদেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন তাঁতীদলের মতবিনিময়সাতক্ষীরায় পিপি অফিস দুর্নীতিমুক্ত করতে যা করলেন এড. শেখ আব্দুস সাত্তারসাতক্ষীরায় তিনতলা ভবন জায়গা দেখিয়ে রেজিষ্ট্রি : সরকারের রাজস্ব ফাঁকি ২০ লাখ টাকা !সাতক্ষীরার সাবেক ডিসি নাজমুল আহসানের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

ফরিদপুরে দুর্ঘটনায় নিহত ১৩: পাঁচজনই এক পরিবারের সদস্য

অনলাইন ডেস্ক :
ফরিদপুরের কানাইপুরে ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের ১৩ যাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তাদের বাড়ি আলফাডাঙ্গায়।

নিহত এক পরিবারের পাঁচ সদস্য হলেন- আলফাডাঙ্গা এ জেড পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ফরিদ হোসেনের মা, তার বড় মেয়ে, ভাই মিলন, মিলনের স্ত্রী এবং এক সন্তান।

এই পরিবারের মোট ছয়জন ছিলেন ওই পিকআপে। একজন গুরুতর আহতাবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরের অ্যাবলুম রেস্টুরেন্টের সামনে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় হতাহতদের সবাই জেলার বোয়ালমারী ও আলফাডাঙ্গার বাসিন্দা। তবে সবার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী কানাইপুরের তেঁতুলতলা এলাকার বাসিন্দা শিক্ষক মোশাররফ হোসেন বলেন, ‘ইউনিক পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি আলফাডাঙ্গা ও বোয়ালমারী থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ শব্দ পেয়ে রাস্তায় দৌড়ে এসে এই মর্মান্তিক দুর্ঘটনা দেখতে পাই।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, নিহত ও আহতদের বাড়ি বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায়। এর মধ্যে আলফাডাঙ্গা এ জেড পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরিদ স্যারের মা, বড় মেয়ে, স্যারের ভাই মিলন, মিলনের স্ত্রী ও ছেলে-মেয়েসহ ছয়জন সদস্য ছিল। তাদের পাঁচজনই ঘটনাস্থলে মারা গেছেন।’

এ বিষয়ে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুজন মারা যায়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব অর্থায়নে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করলেন ডা: রাজু

প্রেস বিজ্ঞপ্তি : ৫ জন অসহায় প্রতিবন্ধীদের মধ্যে নিজস্ব অর্থায়নে হুইল চেয়ার বিতরণ করেছেন ডা: রাজু আহমেদ। গতকাল বিকালে সুলতানপুরস্ত নিজস্ব বাসবভনে এসব হুইল চেয়ারম্যান বিতরণ করেন তিনি।

ডা: রাজু আহমেদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের একমাত্র পুত্র এবং ফিংড়ী এন আই ফাউন্ডেশনের সভাপতি।

তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিকস চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জরিমানা ব্যাতীত মোটরযান ও ড্রাইভিং লাইসেন্সের হালনাগাদ করার সময় বৃদ্ধি

প্রেস বিজ্ঞপ্তি : জরিমানা ব্যাতীত মূল কর ও ফিস জমা প্রদান পূর্বক মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নে হালনাগাদ করনের দ্বিতীয় ধাপে সময়সীমা পূনরায় (৩০ জুন’২৪) পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থ বিভাগের গত ৭ মার্চ ২০২৪ তারিখের ০৭.০০.০০০.১৪৩.৫০.০০৩.২১-৭৩ স্বারকের সম্মতির প্রেক্ষিতে জরিমানা ব্যাতীত মূল কর ও ফিস জমা প্রদান পূর্বক মোটরযানের (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুটপারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ১৫ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।

পরবর্তীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার ১৫ এপ্রিল ২০২৪ তারিখের ৩৫.০০.০০০০.০২০.০৪.০১৭.১৩-২১৮ স্বারকে মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নে হালনাগাদ করনের দ্বিতীয় ধাপে সময়সীমা পূনরায় (৩০ জুন’২৪) পর্যন্ত বৃদ্ধি করেছে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপ সচিব মোঃ মনিরুল আলমের স্বাক্ষরিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উপজেলা নির্বাচনে লড়তে পদত্যাগ করলেন খাজরা ইউপি চেয়ারম্যান ডালিম

আশাশুনি ব‍্যুরো:

বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে পদত্যাগ করেছেন আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম।

উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সোমবার (১৫ এপ্রিল) দুপুরে তিনি আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুরের কাছে পদত্যাগপত্র জমা দেন।

শাহনেওয়াজ ডালিম আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। এর আগে তিনি উপজেলার এগারোটি ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে কুল্যা দরবার শরীফের মাজার জিয়ারত করেন। এরপর সহস্রাধিক মোটরসাইকেল, ইঞ্জিন ভ্যান, মহেন্দ্র, ইজিবাইক, পিকআপ যোগে হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিল সহকারে আশাশুনি উপজেলা পরিষদের সামনে হাজির হন।

পদত্যাগপত্র জমা দেওয়ার সময় তার সাথে ছিলেন দরগাহপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মিয়াজ আলী, কাদাকাটি ইউনিয়নের চেয়ারম্যান দীপঙ্কর সরকার দ্বীপ, কুল্যা ইউনিয়নের চেয়ারম্যান ওমর সাকি পলাশ, বুধহাটা ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুল হক বাবলু, আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দীপু, বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, খাজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাম পদ সানাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর বলেন, খাজরার চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের পদত্যাগপত্র পেয়েছি। পদত্যাগপত্রে তিনি উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার কথা উল্লেখ করেছেন।

আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপির সদস্য পদত্যাগকারী চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম বলেন, আমি আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো। আশা করি সর্বস্তরের মানুষের সমর্থনে আমি উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হবো। সবাই আমার জন্য দোয়া করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুরাতন সাতক্ষীরায় ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল খেলা

নিজস্ব প্রতিনিধি ঃ “মাদককে না, খেলা ধুলাকে হ্যা বলি” এই স্লোগানে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পুরাতন সাতক্ষীরায় ঈদ পরবর্তী পুনর্মিলনী ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৫এপ্রিল ২০২৪ বিকাল ৫টায় পুরাতন সাতক্ষীরা যুব সমাজের আয়োজনে পল্লীমঙ্গল স্কুল মাঠে লালদল ও সবুজ দলের মধ্যে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

লাল দলের অধিনায়ক সাবেক কাউন্সিলার আব্দুস সেলিমের নেতৃত্বে রবিউল. গফুর, সিরাজুল, শহিদুল, আয়ুবসহ ১১জন ও সবুজ দলের অধিনায়ক আনোয়ার হোসেন চান্দুর নেতৃত্বে শেখ ফিরোজ হোসেন, আবুল কালাম, রোকন, টিটু. মোতাজুল, বাবুল সহ ১১জন প্লেয়ার খেলা করে।

প্রীতি ফুটবল ম্যাচটি উভয় দলের প্লোয়ার ভাল খেলার কারনে ১-১ গোলে ড্র হয়। এ উপলক্ষে রাতে প্রীতি ভোজ অনুষ্ঠিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারপিটে রক্তাক্ত জখম

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারপিটে রক্তাক্ত জখম হওয়ার ঘটনা ঘটেছে। এতে আহতদের সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহত হাবিবুল্লাহর স্ত্রী ফরিদা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, উপজেলার চাঁদপুর গ্রামের মৃত শেখ নুর আহম্মেদের ছেলে আমিরুল ইসলাম (৫৫) এর সাথে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এবিষয়ে বাদী ফরিদা খাতুন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত, সাতক্ষীরাতে একটি পিটিশন মামলা দায়ের করেছেন। মামলাটি নিষ্পত্তি হওয়ার পূর্বেই ইং- ১৫/০৪/২০২৪ তারিখ সকাল ৮টার দিকে তাদের পোষা হাঁস জমিতে খাবার থাকা অবস্থায় প্রতিশোধ পরায়নবশত ও আদালতে মামলা করায় হিংসাত্মকভাবে আমার পোষা হাসকে মারতে থাকে। এসময় বাদীসহ তার পরিবারের লোকজন তাদেরকে বাধা দিলে আমিরুল, শামীমা খাতুন, আবুল হোসেনের স্ত্রী
ফতেমা খাতুন ও আবুল হোসেন বাদীদেরকে বেধড়ক মারপিট করে। এসময় তার ভাসুর সাইফুল্লাহ গাজী (৫১) ও জা রওশনারা খাতুন (৪০) ঠেকাইতে গেলে আসামীগন তাদের উপরে চড়াও হয়।

এতে তারা রক্তাক্ত জখম হয় এবং ভাসুর সাইফুল্লাহকে লোহার রড দ্বারা তার মাথায় বাড়ি মারিলে মাথা ফেটে যায়। একপর্যায়ে স্থানীয়রা এসে আহতদেরকে উদ্ধার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবিষয়ে দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাঁচ দিন পর শুরু হলো ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম

নিজস্ব প্রতিনিধি : ভোমরা স্থল বন্দরে পাঁচদিন পর শুরু হলো আমদানি-রপ্তানি কার্যক্রম। গত ১০ এপ্রিল থেকে শুরু হওয়া ঈদ উল ফিতরের ছুটির পর ১৫ এপ্রিল (সোমবার) থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলো।
ভোমরা বন্দরে কর্মরত রবিউল ইসলাম বলেন, ‘ঈদের ছুটির পর আজ কাজ শুরু হলো।

সব সুষ্ঠভাবে পরিচালনা হচ্ছে। ছুটির পর প্রথম দিন ইন্ডিয়ান গাড়ির সংখ্যা কম আছে। তবে তা সময়ের সাথে সাথে বাড়বে।’ভোমরা স্থলবন্দর সিএন্ডএফএজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ এজাজআহমেদ স্বপন জানান, ‘পাঁচ দিন ছুটির পর আজ (১৫এপ্রিল) প্রথম স্থল বন্দর খুলেছে।

আমরা আশা করছি আজ প্রায় ৩০০ পন্যবাহী ট্রাক বন্দরে পন্য খালাসের জন্য ঢুকবে। এছাড়াও রপ্তানি পন্য যাবে। আমাদের শ্রমিক ভাইদের হাতে কাজ থাকবে। ট্রান্সপোর্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পন্য পৌছে যাবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দেশ সেরা পাঁচ নারী ক্রীড়াবিদকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় দেশ সেরা পাঁচ নারী ক্রীড়াবিদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) জেলা প্রশাসকের বাংলো নীহারিকার কনফারেন্স রুমে তাদের সংবর্ধনা দেয় সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থা।

সংবর্ধনাপ্রাপ্তরা হলেন, বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের ক্যাপ্টেন সাবিনা খাতুন, ষোলবার দ্রুততম মানবীর খেতাবপ্রাপ্ত অ্যাথলেট এবং বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার, অনুর্ধ্ব ১৯ জাতীয় মহিলা ফুটবল দলের ক্যাপ্টেন আফঈদা খন্দকার প্রান্তি, বক্সিং এ গোল্ড মেডেলপ্রাপ্ত বক্সার আফরা খন্দকার প্রাপ্তি এবং বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের ডিফেন্ডার মোছাঃ মাছুরা খাতুন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জেলা প্রশাসক পত্নী মিসেস জেসমিন জাহান। এছাড়াও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দিবা খান সাথীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মিসেস জেসমিন জাহান বলেন, সাতক্ষীরার মেয়েরা দেশের মহিলা ক্রীড়াঙ্গনের রোল মডেল। সাতক্ষীরার মেয়েদের সাফল্য বাংলাদেশকে যেমন আন্তর্জাতিক অঙ্গনে সম্মান এনে দিয়েছে, তেমনি দেশের সকলের কাছে সাতক্ষীরার ভাবমূর্তি উজ্জ্বল করেছে। যা জেলার মানুষকে গর্ব করার সুযোগ করে দিয়েছে। বৈষম্য নয়, নারীরা যেন ক্রীড়াক্ষেত্র থেকে শুরু করে সবজায়গাতেই সমান অধিকার পায়, সেটা নিশ্চিত করা জরুরী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest