সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে আশা ব্রিক্সের লেলিহান শিখায় জনজীবন বিপর্যস্তসাতক্ষীরায় উন্নয়ন কাজে নিরব চাঁদাবাজী: পুলিশ পাহারায় কাজ শেষ করলো ঠিকাদারস্বাধীনতা বিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষরদেবহাটায় হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরনসাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস পালনতালায় সেতু আবুলসহ ৩ জন আটকসাউথ-এশিয়ান পিপলস ডায়ালগে জলবায়ু সংকট মোকাবিলায় এগ্রোইকোলজির গুরুত্বারোপগ্রীন টিভির সাতক্ষীরা প্রতিনিধি হলেন মীর খায়রুলস্থানীয় জাতবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণে নেপালের পারমাকালচারের প্রতিনিধি দলসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা দেয়া হয়ছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৬ মার্চ) সকাল ১১ টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, মুক্তিযুদ্ধ কমান্ডার মুক্তিযোদ্ধা মশিউর রহমান মোশু, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক মোঃ আরাফাত হোসেন।

অনুষ্ঠানে জেলার ৩৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সকল সদস্যদের সম্মানি, উত্তরীয় ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৭ বছর পর সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রদলের ইফতার

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর পর সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৪ রমজান সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে (শহীদ মিনারের সামনে) এক মনোমুগ্ধকর পরিবেশে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ গত ১৭ বছর ধরে কলেজ ক্যাম্পাসে এমন কোনো ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়নি। এই বিশেষ আয়োজনে কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ, বিএনপি, অঙ্গ সংগঠন ও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে রমজান মাসের পবিত্রতা ও ইসলামের শিক্ষা নিয়ে আলোচনা করা হয়, এরপর সকলের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। ইফতার শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানে নিহত হওয়া সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এসময় ছাত্রদলের নেতারা বলেন, এই মাহফিল শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ছাত্র সমাজের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য প্রতিষ্ঠার একটি মাধ্যম। তারা সকলের প্রতি আহ্বান জানান, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখে কাজ করার জন্য।

এই ১৭ বছরের দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হওয়া ইফতার মাহফিল সবার মধ্যে আনন্দ এবং উচ্ছ্বাসের সৃষ্টি করেছে। উপস্থিত সকলেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠান কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে, যা ছাত্র-ছাত্রীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেউ দখলবাজি, চাঁদাবাজি ও মামলাবাজি করলে দল থেকে বহিষ্কার করা হবে– জেলা বিএনপির আহবায়ক

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ.এম রহমাতুল্লাহ পলাশ বলেছেন, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ যদি কেউ করে যেমন, দখলবাজি, চাঁদাবাজি, মামলাবাজি, ভুমি দখল ও কোন মানুষকে নির্যাতন করা এ ধরনের কোন কোজ কাজ করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। তিনি আজ মঙ্গলবার দুপুর ১২টায় সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে জিয়া পরিষদের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি এসময়, এখন থেকে একটি সহনশীল বিএনপি, একটি জনপ্রিয় বিএনপি, একটি সুন্দর বিএনপি সাতক্ষীরা জেলায় প্রতিষ্ঠা করার জন্য সবাইকে এক সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান মনির সঞ্চলনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটিসহ অন্যান্যরা।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এসময় মহান স্বাধীনতা দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনাসভা শেষে জিয়াউর রহমানের আতœার মাগফেরাত কামনায় ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষীকির অনুষ্ঠানে এসময় জেলা ও উপজেলা পর্যায়ের জিয়া পরিষদের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ীতে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল

শ্যানরগ প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিমাড়ী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ২৪ রমজান কাশিমাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী উপজেলা নায়েবে আমির মাওলানা এ ইউ এম গোলাম বারীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- প্রধান আলোচক বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী, প্রধান অতিথি সাবেক এমপি ও জেলা কর্মপরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম, বিশেষ আলোচক জামায়াতে ইসলামী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, শ্যামনগর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- কাশিমাড়ী ইউনিয়ন বিএনপি সদ্য সাবেক সভাপতি আজিজুল হক সরদার,

জামায়াতে ইসলামী কাশিমাড়ী ইউনিয়ন আমির মাওলানা রুহুল কুদ্দুস, সাবেক আমীর মাওলানা নজরুল ইসলাম, যুব বিভাগের শ্যামনগর উপজেলা সভাপতি সাইদ, প্রভাষক আব্দুস সামাদ প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন- ডাঃ আজহারুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈমান আনার পরে কোরআনের আইন কায়েম করা ফরজ– মুহাঃ আব্দুল খালেক

নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, বিশ্বে অশান্তির মূল কারণ অসৎ নেতৃত্ব। কোরআন ও সুন্নাহর আলোকে সৎ মানুষের শাসন ব্যবস্থা না থাকার কারণে সারা বিশ্বে আজ অশান্তি বিরাজ করছে।

অসৎ লোকের নেতৃত্বের কারণে গোটা সমাজে শান্তি নেই। কোরআন—ই আমাদের শান্তির ঠিকানা। ঈমান আনার পরে কোরআনের আইন কায়েম করা ফরজ। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আয়োজনে নিউমার্কেট চত্বরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, সাবেক চেয়ারম্যান শহিদ হাসান, শহর জামায়াতের নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, মাওলানা মুস্তাফিজুর রহমান, সহকারী সেক্রেটারী মাষ্টার বদিউজ্জামান, অ্যাডভোকেট আবু তালেব, আমিরুল ইসলাম প্রমুখ।

ইফতার মাহফিলে জেলার শীর্ষ রাজনৈতিক নেতা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, পেশাজীবী, শিক্ষাবিদ, কবি—সাহিত্যিক, ডাক্তার, সাংবাদিক, গবেষক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের অংশী—জনদের উপস্থিতিতে সাতক্ষীরা নিউমার্কেট চত্বর কানায় কানায় ভরে যায়।

ইফতার মাহফিলে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআনের আইন ও সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে আন্দোলন করে আসছে। সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং একটি উন্নত সমৃদ্ধশালী সুখী শান্তিময় বাংলাদেশ কায়েম করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি। মহান স্বাধীনতার সুফল যাতে বাংলাদেশের মানুষ ভোগ করতে পারে সেজন্য সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকারও আহ্বান জানান বক্তারা।

কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, ফিলিস্তিনের মানুষের উপর আজ বর্বর নির্যাতন চালানো হচ্ছে। ফিলিস্তিনের নারী, শিশু ও বৃদ্ধরা নির্মম নির্যাতনের শিকার। ফিলিস্তিনে চলছে গণহত্যা। এই গণহত্যা চালাচ্ছে বিশ্ব মানবতার দুশমন ইসরায়েল।

বক্তরা বলেন,স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর কেটে গেছে, বহুবার ক্ষমতার হাত বদল হয়েছে, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম তা আজ পূরণ হয়নি। কেন তা পূরণ হয়নি তা বিশ্লেষণের অবকাশ নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী ব্যাংকার’স এসোসিয়েশনের দোয়া

নিজস্ব প্রতিনিধি : বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার তুফান মিলনায়তনে জাতীয়তাবাদী ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরা অঞ্চলের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয়তাবাদী ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরা অঞ্চলের আহবায়ক শেখ সালাহ্উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, , সোনালী ব্যাংক যশোর শাখার জেনারেল ম্যানেজার ইকবাল কবির, সাতক্ষীরা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে এম ফারুক ফয়সাল, অগ্রনী ব্যাংকের এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার জিল্লুর রহমানসহ অন্যরা।

জাতীয়তাবাদী ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরা অঞ্চলের সদস্য সচিব নাছির উদ্দীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন, আল মামুন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন এ্যাড খোকন

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা পৌর শহরের কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট শফিুকুল ইসলাম খোকন।যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো: কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। অনুমোদিত এ্যডহক কমিটি আগামী ৬ মাসের জন্য গঠিত হয়েছে।

এ্যাডভোকেট শফিকুল ইসলাম খোকন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা এ্যাড. সামছুল হকের বড় ছেলে। তিনি সাতক্ষীরা টেনিস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জেলা সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি ও বিগত জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া কমিটির অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন কামালনগর দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা ও সার্কিট হাউজ মোড়স্থ গাজী ইজিবাইক বাজার নামক ব্যবসায়ীক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোশাররফ হোসেন,শিক্ষক প্রতিনিধি হিসেবে গোলাম মূর্তজা ও সদস্য সচিব স্কুলের প্রধান শিক্ষক রোকসানা পারভীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০৬। গ্রেপ্তারকৃতের নাম মোঃ আব্দুল মান্নান গাজী (৫৫)।

সে দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের মোঃ জামাল গাজীর ছেলে। রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামী মোঃ আব্দুল মান্নান গাজী সাতক্ষীরা সদর ও খুলনা মহানগর এলাকায় দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিল।

২০২২ সালে খুলনা মহানগর এলাকায় মাদক ব্যবসা পরিচালনাকালে হনিণটানা থানায় মাদকসহ আটক হয়ে তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু হয়। বর্নিত আসামি মামলা রুজুর পর থেকে পলাতক থাকে।

মামলার বিচারকার্য় শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত আসামি মোঃ আব্দুল মান্নান গাজীকে ৫বছর সাজা প্রদান করেন। আসামি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে র্দীঘ ৪ বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়।

পরবর্তীতে র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামির অবস্থান নিশ্চিত করে আসমিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest