সর্বশেষ সংবাদ-
ভোমরায় কৃষকদলের ইফতারসাতক্ষীরার নারায়নজোল ব্রীজটি সংস্কারের দাবিশিবপুর ইউনিয়ন কৃষকদলের ইফতার ও দোয়াদেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন তাঁতীদলের মতবিনিময়সাতক্ষীরায় পিপি অফিস দুর্নীতিমুক্ত করতে যা করলেন এড. শেখ আব্দুস সাত্তারসাতক্ষীরায় তিনতলা ভবন জায়গা দেখিয়ে রেজিষ্ট্রি : সরকারের রাজস্ব ফাঁকি ২০ লাখ টাকা !সাতক্ষীরার সাবেক ডিসি নাজমুল আহসানের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধনতরুণদল সাতক্ষীরা সদর থানা শাখার কমিটি অনুমোদনদ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সাতক্ষীরায় ছাত্র শিবিরের র‍্যালিসাতক্ষীরায় মাসব্যাপী সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির উদ্বোধন

সাতক্ষীরা উপজেলা আওয়ামী লীগের শোক জ্ঞাপন

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উপাধাক্ষ্য শাহজাহান সিরাজ এর মা আর নেই।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক মো: শাহাজাহান আলী সহ সদর উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা উপজেলা চেয়ারম্যান পদে-৫: ভাইস চেয়ারম্যান-২ : মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়নপত্র জমা

কে এম রেজাউল করিম দেবহাটা : আগামী ২১ মে দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশন থেকে যে নির্বাচনী তফশীল ঘোষনা করা হয়েছে তাতে ১১ মে ভোট হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে লড়াই করতে বিভিন্ন প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়ে আসছেন। নির্বাচনী তফশীল অনুযায়ী ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

এদিন বিকাল ৪টা পর্যন্ত জমা প্রদানের শেষ সময় পর্যন্ত নির্বাচন অফিস সূত্র মতে জানা গেছে, দেবহাটা উপজেলা চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়নপত্র জমা প্রদান করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা এড. গোলাম মোস্তফা, সাবেক জেলা আওয়ামীলীগের সদস্য ব্যবসায়ী আলহাজ¦

রফিকুল ইসলাম, ব্যবসায়ী ও সাবেক জেলা পরিষদ সদস্য আলফেরদাউস আলফা ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতু মনোনয়নপত্র জমা প্রদান করেছেন।

ভাইস চেয়ার পুরুষ পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য হাবিবুর রহমান সবুজ ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি জি.এম স্পর্শ এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেত্রী আমেনা রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফশীল অনুযায়ী আগামী ২৩ এপ্রিল যাছাই বাছাই, ৩০ এপ্রিল প্রত্যাহার ও ২রা মে প্রতিক বরাদ্দ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রিধান-১০২ জাতের ধান চাষে আশার আলো দেখছেন কৃষকরা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্রিধান-১০২ জাতের ধান চাষে দ্বিগুন লাভের মূখ দেখছেন চাষীরা। কৃষি অধিদপ্তরের সহযোগিতায় কম খরচে অধিক ফলন হওয়ায় হাসি ফুটেছে কৃষকদের মূখে। ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি প্রকল্পের আওতায় ব্রি ধান-১০২ চাষ করে অল্প দিনেই ফলন পাওয়ার পাশা পাশি ২৮মণ করে ধান পাওয়ায় খুশি কৃষকরা।

রোববার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার উত্তর মাহমুদপুর মাঠে অনুষ্ঠিত মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠানে অতিথিবৃন্দ এসব কথা বলেন।
মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, সদর
উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপসহকারী কৃষিকর্মকর্তা (মাহমুদপুর ব্লক)এস এম ইকবাল আহমেদ, উপ সহকারী কৃষি অফিসার ইমরুল কবির, আই এফ ডিসির ফিল্ডসুপার ভাইজার শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা তরিকুল ইসলাম। কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেন আমজাদ হোসেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, আইএফডিসি’র জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম।

বক্তারা আরো বলেন, আবহাওয়া ও জলবায়ুপরিবর্তন জনিত পরিবেশের সাথে খাপখাইয়ে নিরাপদ সবজি উৎপাদনে কৃষি অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সবজি চাষে আশার আলো দেখছেন কৃষকরা। এই প্রযুক্তিতে আবাদকৃত ব্রি ধান-১০২ জাতেরফলন ও খরচ সাশ্রয়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। যে কারনে সকলকে রড মিনিকেট বাদ দিয়ে ব্রি ধান ১০২ জাতের ধানচাষে উদ্বুদ্ধ করছি। এই ধানে জিংক আছে। ফলে শরীরে জিংকের ঘাটতি কমায় ও শিশুদের ডায়রিয়া রোধকরে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৫ম বর্ষে সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ি

প্রেস বিজ্ঞপ্তি:
৫ম বর্ষে পদার্পণ করেছে সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ি। ২০ এপ্রিল ৪র্থ বর্ষ পুর্তি ও ৫ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকালে শহরের কফিভিলাতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির সভাপতি মুহা. আলতাফ হোসেন।

প্রধান অতিথি ছিলেন স্বপ্নসিঁড়ির উপদেষ্ঠা ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আজিজুর রহমান।

অতিথি ছিলেন স্বপ্নসিঁড়ির উপদেষ্টা ও বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের ডিআরসি ইদিজুজ্জামান ঈদ্রিস, হাজী নাসির উদ্দীন কলেজের প্রভাষক ওবায়দুল্লাহ, উপদেষ্টা নাজরানা কাকলী, রেবেকা সুলতানা। বক্তব্য রাখেন স্বপ্নসিঁড়ির সিনিয়র সহ সভাপতি ও প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন কমিটির আহবায়ক অহিদুল ইসলাম, সহ সভাপতি সালাউদ্দীন রানা, সাধারণ সম্পাদক নাজমুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক সেলিম হোসেন, ইমতিয়াজ সিয়াম, বেগম নিশাত আনম, মুক্তাদির হোসেন, জাকির হোসেন, ওয়াহেদুজ্জামান সোহাগ, তাকের, এস এম হাবিবুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় তীব্র তাপদাহে বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ কর্মসুচি উদ্বোধন

চলমান তীব্র তাপদাহের প্রেক্ষিতে সাধারণ জনগনকে সচেতন করতে এবং শ্রমজীবী মানুষদের হীট স্ট্রোক থেকে পরিত্রানের অংশ হিসেবে শহরের দুইটি জনবহুল স্পটে বিনামূল্যে সার্বক্ষণিক জারের পানি সরবরাহ এবং ভাম্যমান মানুষদের বোতলজাত পানি বিতরণের কর্মসুচি উদ্বোধন করা হয়েছে।

সামাজিক সংগঠন আমরা সাতাশ সাতক্ষীরা ও সাতক্ষীরা ব্লাড মিডিয়ার আয়োজনে শনিবার সকাল দশটায় শহরের সরকারি কলেজ মোড়ে কর্মসুচির উদ্বোধন করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা ও সাবেক সদর উপজোলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু।

এসময় উপস্হিত ছিলেন আমরা সাতাশ ও সাতক্ষীরা ব্লাড মিডিয়ার প্রধান সমন্বয়কারী শেখ ফারুকুজ্জামান ডেভিড, আমরা সাতাশ সভাপতি শেখ আমিনুর রহমান কাজল, সমন্বয়ক মোঃ কামরুজ্জামান, মোঃ কবির উদ্দীন, যুগ্ম সম্পাদক মোহসিনুল ইসলাম বিপু, আমিনুল হক সান্টু, মোঃ খালিদ আহমেদ, আব্দুল হাকিম, মুসতানসির বিল্লাহ, মোঃ হুমায়ুন কবির, গাজী হাফিজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালার শিক্ষক সুভাষ ন্যায় বিচার পাবেন : আশ্বস্ত করলেন পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি ঃ নির্যাতিত ও মিথ্যা মামলা শিকার সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ চন্দ্র দাসকে নিঃশর্ত মুক্তি, হামলা ও মামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রাথমিক শিক্ষক সমিতির তালা উপজেলা শাখার নেতৃবৃন্দ পুলিশ সুপার মোঃ মতিউর রহমান ছিদ্দিকির কাছে দাবি জানিয়েছেন। শনিবার সকাল ১১টায় তারা সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে এসে এ দাবি করেন।

পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত শিক্ষকম-লী ছিলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির তালা শাখার সভাপতি সূর্য পাল, সাধারণ শিক্ষক মঞ্জুরুল আলম, ১০৫ নং ইসলামকাটি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, নগরঘাটা গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা, সহ.শিক্ষক সঞ্জয় কুমার দাস, মোঃ মফিজুল ইসলাম, সাঈদুর রহমান, মোঃ নজরুল ইসলাম, স্বপন কৃমার বাছাড়, রোকসানা আক্তার, মাহাবুবর রহমান, বাসুদেব সেন ও রেখা দাস।

এ ব্যাপারে সাতক্ষীরা প্রলিশ সুপার মতিউর রহমান ছিদ্দিকিী বলেন, ০৭ মার্চের সুভাষ দাসের মোবাইল ফোনের অবস্থান যাঁচাই করা হবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয় নিয়ে যাঁচাই বাছাই করে ঘটনার সত্যতা না পেলে সুভাষ দাসকে মামলা থেকে অব্যহতি দেওয়া হবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রী’র আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় স্বামী আজহারুল ইসলামের পুরুষাঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রী ঝর্ণা খাতুন আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জের ধরে শনিবার ভোররাতে কলারোয়ার পাঁচপোতা গ্রামে এঘটনা ঘটে।

আজহারুল ইসলাম পাঁচপোতা গ্রামের বাসিন্দা।

কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, ‘‘ আজহারুল ইসলামের দুই স্ত্রী। তার বড় স্ত্রীর নাম রাশিদা খাতুন ও ছোট স্ত্রীর নাম ঝর্না খাতুন।প্রথম স্ত্রীকে নিয়ে সম্প্রতি দ্বিতীয় স্ত্রী ঝর্ণা খাতুনের সাথে আজহারুল ইসলামের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। শনিবার রাতে আজহারুল ইসলামকে ভাতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয় ঝর্ণা খাতুন। পরে ঘুমন্ত স্বামী আজহারুল ইসলামকে হাত-পা বেঁধে তার পুরুষাঙ্গ কেটে নেয় সে। একপরযায়ে ঝর্ণা খাতুনও ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। ভোররাতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে তাদের অবস্থা অবনতি হলে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’’

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিষ্ট্রার ডাক্তার মানস কুমার জানান, ‘‘সামেক হাসপাতালে ভর্তি হওয়ার আগে ঝর্না খাতুন মারা গেছে। আর আজহারুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

শ্যামনগর প্রতিনিধি:
সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী এলাকায় বাঘের আক্রমণে মৌয়াল মনিরুজ্জামান বাচ্চু নিহত হয়েছেন। শনিবার সকালে এঘটনা ঘটে।

মনিরুজ্জামান বাচ্চু শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাসেম গাজীর ছেলে।

সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুরে আলম জানান,মনিরুজ্জামান চলতি মাসের ২ তারিখে মধু আহরণে সুন্দরবনে যান। শনিবার সকালে তিনি নোটাবেকী এলাকায় মধু সংগ্রহ করছিলেন। এসময় হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করে গহীন বনে নিয়ে যেতে থাকে। মনিরুজ্জামানের সহকর্মীরা লাটি-সোটা নিয়ে বাঘের ওপর ঝাপিয়ে পড়ে তাকে বাঘের কাছ থেকে ছিনিয়ে নেয়। ইতোমধ্যে তার মৃত্যু ঘটে।

রেঞ্জ কর্মকর্তা আরও জানান, মনিরুজ্জামানের মরদেহ ফিরিয়ে আনতে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে। ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest