সর্বশেষ সংবাদ-
আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারের ওয়াবদা রাস্তার কাজ ১০ দিনেও শুরু হয়নিআশাশুনি সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ নজরুল ইসলামের সংবর্ধনাচাঁদা না দেওয়ায় পাকাপুল মোড়ে দেছার আলীর হোটেলে ভাংচুরভোমরায় কৃষকদলের ইফতারসাতক্ষীরার নারায়নজোল ব্রীজটি সংস্কারের দাবিশিবপুর ইউনিয়ন কৃষকদলের ইফতার ও দোয়াদেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন তাঁতীদলের মতবিনিময়সাতক্ষীরায় পিপি অফিস দুর্নীতিমুক্ত করতে যা করলেন এড. শেখ আব্দুস সাত্তারসাতক্ষীরায় তিনতলা ভবন জায়গা দেখিয়ে রেজিষ্ট্রি : সরকারের রাজস্ব ফাঁকি ২০ লাখ টাকা !সাতক্ষীরার সাবেক ডিসি নাজমুল আহসানের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

দেবহাটায় মেরিন ফিসারিজ প্রকল্পের আওতায় খাল খননের উদ্বোধন

কে এম রেজাউল করিম দেবহাটা :সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্পের আওতায় খাল খনন কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।

দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্য্যালয়ের আয়োজনে সোমবার ৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ঢেপুখালী এলাকায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার আনিসুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, মেরিন ফিশারিজ অফিসার সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে দায় বুড়ির ঘের হতে ঢেপুখালি সাইক্লোন সেন্টার হয়ে চারকুনী ব্রিজ পর্যন্ত ৫.২৭০ কিমি খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ইউএনও’র অসহায়দেরকে ঈদ সামগ্রী বিতরণ

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান আসন্ন ঈদুল ফিতরের জন্য অসহায়দেরকে ঈদ সামগ্রী বিতরন করেছেন। ঈদের আনন্দ যাতে সবাই ভাগাভাগি করে উপভোগ করতে পারে এজন্য ইউএনও মোঃ আসাদুজ্জামান এই ঈদ সামগ্রী বিতরন করছেন।

উপজেলার বিভিন্ন এলাকার শতাধিকের বেশি অসহায় ছিন্নমূল মানুষদেরকে বাছাই করে এই ঈদ সামগ্রী বিতরন করা হচ্ছে। এবিষয়ে ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান, ঈদ হচ্ছে মহান আল্লাহতায়ালার পক্ষ থেকে একটি আনন্দের দিন। এই দিনে ধনি গরীব সবাই সমানভাবে আনন্দের ভাগিদার হন। যাতে আমরা সবাই মিলে এই আনন্দ উপভোগ করতে পারি তার জন্য সামান্য প্রচেষ্টা করা হচ্ছে।

ইউএনও সমাজের সকল বিত্তবান মানুষদের অসহায় দুঃখী মানুষের কল্যানে এগিয়ে আসার আহবান জানান। অসহায় মানুষগুলো ইউএনওর এধরনের ঈদ সামগ্রী পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদ উল ফিতর উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির খাদ্য সামগ্রি বিতরণ

ঈদ উল ফিতর উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে দরিদ্র অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।
৮ এপ্রিল সোমবার বিকাল ৪ টায় সাতক্ষীরা নিউ মাকের্ট চত্বরে অনুষ্ঠিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক ও সহ-সমন্বয়ক তারিকুল ইসলামসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দন্র। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইনজীবী মরহুম এড. আবুল হোসেনের রুহের মাগফেরাত’র লক্ষ্যে দোয়া

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক বিজ্ঞ সিনিয়র আইনজীবী মরহুম এ্যাড. আবুল হোসেন (২) সাহেবের রুহের মাগফেরাত’র লক্ষ্যে দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ রমজান সোমবার (৮ এপ্রিল) বিকেল ৫টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি’র হল রুমে বিজ্ঞ সরকারি কৌশুলী (জি.পি) ও সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি পরিচালনা কমিটির আহ্বায়ক এ্যাড. শম্ভুনাথ সিংহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এসোসিয়েটস প্রধান এ্যাড. মোঃ শহীদ হাসান।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক বিজ্ঞ সিনিয়র আইনজীবী মরহুম এ্যাড. আবুল হোসেন (২) সাহেবের রুহের মাগফেরাত’র কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমপি আশরাফুজ্জামান আশুর সাথে স্বপ্নসিঁড়ির মতবিনিময়

সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর সাথে সাতক্ষীরা প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সংসদ সদস্যের বাসভবনে মতবিনিময়কালে সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু বলেন, মানুষের সেবা হলো বড় সেবা।

মানুষের সেবা করার মধ্যে জীবনের স্বার্থকতা নিহিত। তিনি সকলকে মানবসেবায় কাজ করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক সেলিম হোসেন প্রমুখ। ঈদের পরদিন প্রাক্তন ও বর্তমান রোভার স্কাউট মিলনমেলায় সংসদ সদস্য উপস্থিত থাকার সম্মতি প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সনদপ্রাপ্ত হাফেজদের পাগড়ি ও ক্রেস্ট প্রদান

নিজস্ব প্রতিনিধি : সনদপ্রাপ্ত হাফেজদের পাগড়ি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এর আয়োজনে ( ৮ এপ্রিল) রবিবার বিকালে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার হলরুমে সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এর সভাপতি মোঃ আব্দুর রব ওয়ার্ছি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও হাফেজদের পাগড়িসহ সনদ প্রদান করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, অধ্যাপক মোজাম্মেল হোসেন, প্রকৌশলী শেখ তৌহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান রাসেল প্রমুখ।

এসময় সম্মানিত হাফেজ রা কুরআন তেলাওয়াত করে শোনান। ৮ জন ৩০ পারা কোরআনের হাফেজ কে পাগড়ি পরান হয়। ক্রেস্ট, সনদপত্র প্রদান ও পবিত্র কোরআন, নামাজের পাটি সহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিশন মসজিদের ইমাম হাফেজ ইব্রাহিম খলিল সহ শিক্ষক অভিভাবক সুশীল সমাজের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এর সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার ড. মুফতি আক্তারুজ্জামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালীগঞ্জে ইছামতি নদী থেকে বালু উত্তোলনের আড়ালে  চলছে রমরমা মাদক ব্যবসা

বিশেষ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার বিজিবি ক্যাম্প শোলপুর বিওপি হতে তিন কিলোমিটার দক্ষিনে ও শূন্য লাইন হতে দেড়শত গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর চকগোবিন্দপুর দমদমিয়া নামক স্থানে ও খানজিয়া ক্যাম্প থেকে দুই শত গজ উত্তরে সীমান্ত শুন্য লাইন থেকে একশত গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর খানজিয়া নামক স্থানে স্থানীয় বেসামরিক প্রশাসনের অনুমতি নিয়ে শেখ সাব্বির আহমেদ ও কুদ্দুস গাজী গং বালু উত্তোলনের পাশাপাশি  মাদকের রমরমা ব্যাবসা চালিয়ে যাচ্ছে।

এতে করে হুমকির মুখে পড়া সহ মাদক ব্যাবসায়িদের কাছে জিম্মি হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষ।বিলীন হতে চলেছে বাংলাদেশের ভূখণ্ড দেশ হারাচ্ছে সীমানা। আর এই বালু উত্তোলনের আড়ালে  চলছে চোরা কারবারীদের রমরমা মাদক ব্যবসা।তারা এই রুট টাকে তাদের সেভজন হিসেবে বেছে নিয়েছে। বালু ভর্তি কারগো ও ট্রলার এবং বলগেটে করে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নিয়ে আসছে কোটি কোটি টাকার ভারতীয় নিষিদ্ধ বিভিন্ন মাদকদ্রব্য। যেকারণে ধ্বংস হতে চলেছে সমাজ।

বিশ্বস্ত সুত্রে জানা যায় উক্ত  দুটি বালুমহল বাতিল সহ তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছেন বডার গাড বাংলাদেশ ১৭ বিজিবি ও জেলা প্রশাসন। জানা গেছে উক্ত বালুমহলের স্বত্তাধীকারি শেখ সাব্বির আহমেদ ও কুদ্দুস গাজীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ জমা পড়েছে। কারণ লাইসেন্স এর স্বত্তাধিকারী শেখ সাব্বির আহমেদ পিতা ইয়াসিন আলি নামে নাজিমগঞ্জ বাজারের অপর পার্শ্বে কালিগঞ্জ পুরাতন বাজার নদী সংলগ্ন একটি (আফগারি) মদের লাইসেন্সের দোকান আছে আবার এই সাব্বির আহমেদের নামে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্য‍্যালয়ের দপ্তর থেকে তার নামে বালুমহলের লাইসেন্স রয়েছে উক্ত বালুমহল ডাকার জন্য। নামে শুধু সাব্বির আহমেদ এর থাকলেও এইসব অবৈধ ব্যাবসা চালায় তার অপর পাটনার কুদ্দুস গাজী ও হাতকাটা রনি।এইসব গুলো বডার গাড বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে তারা সবসময়ই দেশের কল্যানে কাজ করা সীমান্ত এলাকায় জনগন এবং বাংলাদেশের সীমানাকে রক্ষার কাজে বিজিবি সদা জাগ্রত রয়েছে এবং দেশের ভূ- খন্ড রক্ষার কাজে নিজেদেরকে সবসময়ই উৎসর্গ করতে প্রস্তুত।

বিজিবি সীমান্তে চোরাচালান দমনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিয়োজিত থেকে সবসময় দেশের সীমানা এবং ভূ-খন্ড রক্ষার কাজে নিয়োজিত থাকেন সীমান্ত অতন্ত্র প্রহরী হিসাবে তারা।উল্লেখ্য বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি ১৯৭৫ অনুযায়ী সীমান্তে শূন্য রেখা হতে ১৫০ গজের মধ্যে এ ধরনের কার্যক্রম নিষিদ্ধ ডেজার মেশিনের মাধ্যমে প্রতিনিয়ত বালু উত্তোলনের কারণে ইছামতি নদীর আশেপাশের এলাকায় এবং বেড়িবাধের ব্যাপক ক্ষয়ক্ষতির হওয়া সহ বিভিন্ন হুমকির সম্মুখীন হতে হচ্ছে। বাংলাদেশ বডার গাড ১৭ বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে এইসব এলাকার  নদী হতে বালু উত্তোলনের ফলে বেড়িবাধে ভেঙ্গে সীমান্তবর্তী জন সাধারণ চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছে এবং সীমান্ত এলাকায় বিজিবি অপারেশনাল কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা ব্যাহত হচ্ছে। অন্যদিকে নদীর গভীরতা বৃদ্ধি পেয়ে নদীর স্রোতের দিকে পরিবর্তন হওয়ায় বেড়িবাধ ভেঙে যাচ্ছে।নদীর পাড় ভাঙ্গনের ফলে ভারতের পার্শ্ব চর সৃষ্টি হচ্ছে এবং  আন্তর্জাতিক সীমারেখা হারিয়ে যাচ্ছে। বর্ডার আউট পোস্ট (বিওপি) সমূহ বেড়িবাধের অতি নিকটবর্তী হওয়ায় সকল স্থাপনা সমূহ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে।বালু উত্তোলনের কারনে নদীর গতিপথ অতিক্রম করায় আমরা নিজস্ব ভুমি হারাচ্ছি এবং সীমানা কমে যাচ্ছে।বালু উত্তোলনের ফলে  আন্তঃ সীমারেখা অতিক্রম করার পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আন্তর্জাতিক সু-সম্পর্কের অবনতি হচ্ছে।ইছামতি নদীর পাড় ভেঙ্গে বাংলাদেশের পার্শ্বের  জমি নদী গর্ভে বিলীন হওয়ার ফলে সীমান্ত শূন্য রেখা বাংলাদেশের দিকে এগিয়ে আসছে এবং বাংলাদেশের ভূখণ্ড হ্রাস পাচ্ছে।বালু উত্তোলনকারী বাংলাদেশী শ্রমিকদের গমনা গমন ও বালু উত্তোলনের প্রাক্কালে সীমান্ত অতিক্রমের কারণে বিএসএফ কর্তৃক বাধা প্রদান ও আপত্তি উত্থাপিত হতে পারে। উক্ত বালু উত্তোলন কারীগন প্রত্যাক্ষ ও পরোক্ষভাবে স্থানীয় চোরা কারবারিদের সাথে চোরাচালানে সম্পৃক্ত রয়েছে এবং উক্ত বালুমহল সর্বচ্চ মুল্যে ডেকে তাদের বালুভর্তি নৌকার মধ্যে করে নিষিদ্ধ মাদকদ্রব্য ও চোরাচালানের সাথে জড়িয়ে পড়েছে।
অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে উপরন্ত এসব বিষয়ে প্রতিপক্ষের সাথে নতুন করে বিরোধে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তারা আরও বলেন ইছামতি নদী হতে বিগত পাঁচ বছরে বালু উত্তোলনের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় যে উত্তোলনকৃত বালু বেড়িবাধের উপর স্তুপ করে রাখার কারণে বেড়িবাধের উপর দিয়ে জনসাধারণের চলাচলে ব্যাপক বিঘ্নের সৃষ্টি হচ্ছে। এছাড়াও বিজিবি টহল দল কর্তৃক প্রতিপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ ও অপারেশনাল কার্যক্রম পরিচালনায় ব্যাপক অসুবিধা সৃষ্টি হচ্ছে।

যে কারণে বিজিবি সহ স্থানীয় জনসাধারণের দুর্ভোগ এবং আশেপাশে এলাকার ও স্থাপনা সমুহের সম্ভাব্য সকল হুমকি ও ক্ষতির হাত থেকে রক্ষার জন্য বিষয়টি বিবেচনা করে জরুরি ভিত্তিতে বালু উত্তোলন বন্ধ ও বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সহ বিভিন্ন দপ্তরে বডার গাড বিজিবির পক্ষ থেকে ও স্থানিয়ভাবে এবং  প্রশাসনিক ভাবে  অভিযোগ দায়ের করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার

প্রেস বিজ্ঞপ্তি :

সাতক্ষীরা সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা পলাশপোলস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবেদুর রহমান, সাবেক যুগ্ম সচিব ফজলুর রহমান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবু হেলাল প্রমুখ।

ইফতার ও দোয়া পরিচালনা করেন ইসলামী ফাউন্ডেশনের সাবেক উপ পরিচালক এটিএস মাসুদুর রহমান।

উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ডা: সুশান্ত ঘোষ, প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর লিয়াকত পারভেজ, বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকনসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest