সর্বশেষ সংবাদ-
আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারের ওয়াবদা রাস্তার কাজ ১০ দিনেও শুরু হয়নিআশাশুনি সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ নজরুল ইসলামের সংবর্ধনাচাঁদা না দেওয়ায় পাকাপুল মোড়ে দেছার আলীর হোটেলে ভাংচুরভোমরায় কৃষকদলের ইফতারসাতক্ষীরার নারায়নজোল ব্রীজটি সংস্কারের দাবিশিবপুর ইউনিয়ন কৃষকদলের ইফতার ও দোয়াদেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন তাঁতীদলের মতবিনিময়সাতক্ষীরায় পিপি অফিস দুর্নীতিমুক্ত করতে যা করলেন এড. শেখ আব্দুস সাত্তারসাতক্ষীরায় তিনতলা ভবন জায়গা দেখিয়ে রেজিষ্ট্রি : সরকারের রাজস্ব ফাঁকি ২০ লাখ টাকা !সাতক্ষীরার সাবেক ডিসি নাজমুল আহসানের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

এতিম,প্রতিবন্ধী,গরীব অসহায় দরিদ্র পরিবারের মাঝে আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের ঈদ সামগ্রী বিতরণ

এসো বই পড়ি – আলোকিত জীবন গড়ি, ভালো কিছু করি আত্মমানবতার সেবাই একসাথে এই শ্লোগানকে সামনে রেখে আছিয়া বেগম স্মৃতি পাঠাগার গতকাল শনিবার (০৬/০৪/২০২৪) বিকাল সাড়ে ৩টায় আলিপুর বাজার খোলাস্থ আছিয়া স্মৃতি পাঠাগারের নিজস্ব কার্যালয়ে এতিম,প্রতিবন্ধী,গরীব অসহায় দরিদ্র পরিবার ও পরিবারের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করেছে। উক্ত ঈদ সামগ্রী আলিপুর চেকপোষ্ট, উচ্চ পোতা, দিঘীর পাড় নাথ পাড়া ঢালী পাড়া আলিপুর হাটখোলা, মাহমুদপুর সহ বিভিন্ন এলাকার দেড়শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেককে সেমাই,চিনি ও লুডুজ প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক শেখ ইজাজ আহমেদ স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের সম্মানিত উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ মফিজুর রহমান।

আরো উপস্থিত ছিলেন উপস্থিত আছিয়া স্মৃতি পাঠাগারের কার্যনির্বাহী উপদেষ্টা মোঃ আলমগীর হোসেন, মোঃ নূরুজ্জামান প্রমুখ । সভাপতিত্ব করেন আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।উপস্থিত সকল বক্তা আছিয়া বেগম স স্মৃতি পাঠাগারের আত্ম মানবতার সেবায় কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য সমাজের বিত্তবান ও সুহৃদয় বান ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ অহিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোয়াব দাতব্য সংস্থার পক্ষ থেকে ঈদ সামগ্রি, ইফতার ও নলকূপ বিতরণ

সোয়াব দাতব্য সংস্থার পক্ষ থেকে ৬শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রি, ৪শতাধিক পরিবারের মধ্যে ইফতার ও নলকূপ বিতরণ করা হয়েছে। শনিবার সদর উপজেলার আখড়াখোলা বাজারস্থ জান্নাতুল ফেরদৌস মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ঈদ সামগ্রি বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সোয়াব সংস্থার পরিচালক মো: জামিলুজ্জামান।

জান্নাতুল ফেরদৌস মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ডা: আবুল কালাম বাবলা, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, উপজেলা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, সাবেক চেয়ারম্যান বজলুর রহমান, বল্লী ইউনিয়ন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান প্রমুখ।

এসময় অত্র এলাকার ৬শ পরিবারের মধ্যে ঈদ উপহার, ৪শ পরিবারের মধ্যে ইফতার সামগ্রি, দুটি পরিবারের মধ্যে টিউবওয়েল বিতরণ করা হয়। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা আ’লীগের সভাপতির সাথে সৈনিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটির সাক্ষাত

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সাথে বঙ্গবন্ধু সৈনিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটির সৌজন্য সাক্ষাত, কমিটি হস্তান্তর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ভার্চুয়ালি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল একে ফজলুল হকের নিজস্ব কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মাহমুদ আলী সুমন, যুগ্ম আহবায়ক এড. একেএম তৌহিদুর রহমান শাইন, অন্যতম নেতা আমজাদ হোসেন শোভন, তায়হাতুল ইসলাম মুকুল, মারুফ আহমেদ খান শামীম, শেখ আব্দুল আলিম, আমজাদ হোসেন আমু, শেখ শাহাদাত আলম রিপন, মেহেদীআলী সুজয়, অহিদুজ্জামান বকুল, সিরাজুল শাহ, শাহিনুর ইসলাম, আব্দুল গফফার, মাস্টার জাহাঙ্গীর আলম, খবির হোসেন, নূরুল হুদা, সাইফুল ইসলাম রঞ্জু, শেখ রেজাউল ইসলাম বাবলু, প্রমুখ। সৌজন্য সাক্ষাতে নেতৃবৃন্দ সৈনিক লীগ নিয়ে সাতক্ষীরার পরিস্থিতি তুলে ধরেন। এছাড়া নবগঠিত আহবায়ক কমিটির তালিকা তুলে দেওয়া হয়। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এর আগে সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে জেলা সৈনিকলীগের আহবায়ক জেলার নেতৃবৃন্দকে নিয়ে কয়েকটি ইউনিয়নের কমিটি গঠন করার উদ্দেশ্যে খন্ড খন্ড মিটিং করেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আল হেরা ফাউন্ডেশনের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ছাগল ও ভ্যান বিতরণ

স্বেচ্ছাসেবী সংগঠন আল হেরা ফাউন্ডেশনের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ছাগল ও ভ্যান বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে আল হেরা ফাউন্ডেশনের আয়োজনে রসুলপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সেখ শফিক উদ্দ দৌলা সাগর। বিশেষ অতিথি ছিলেন, ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন।

সংগঠনের সভাপতি মো আজিজুল ইসলাম ইমরানের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল্লা আল মাসুমের সঞ্চালনায় কোরআন ও আযান প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনে ফিল্ড সুপারভাইজার মো: আসাদুল্লাহ। উপস্থিত ছিলেন শেখ ওয়াদুদ , মামুন, রানা, সাগর,আমিরুল, নাহিদ। এসময় দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টি ছাগল এবং অসহায় এক ব্যক্তিকে ভ্যান প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর আসনের এমপি আশুকে জেলা ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ শুভেচ্ছা

প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু এমপিকে ফুলের শুভেচ্ছা ও সৌজন্যে সাক্ষাৎ করেছেন জেলা ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ। শুক্রবার সকাল ১০ টার সময় কাটিয়া লস্করপাড়ার এমপির নিজস্ব বাসভবনে আশরাফুজ্জামান আশু এমপিকে জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানান ও সৌজন্যে সাক্ষাৎ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী বদিউজ্জামান বদু, জেলা ভুমিহীন সমিতির সহ-সভাপতি শেখ শওকত হোসেন, ইউসুফ আলী সরদার, স্বপন পান্ডে, শেখ ফারুক হোসেন, শেখ রিয়াজুল ইসলামসহ ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ প্রমূখ। এসময় এমপি আশুর কাছে ভুমিহীনদের পুনঃ বাসনসহ সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতাল দুনীতি ও অনিয়মের বিষয়েসহ রোগীদের নানা সমস্যার কথা তুলে ধরেন নেতৃবৃন্দ।

উক্ত বিষয় গুলো এমপি আশু মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয় গুলো তিনি সমাধানের জন্য চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলাও নির্যাতনের প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি : ফিলিস্তিনের শিশু ও মুসলিমদের প্রতি নির্যাতনের তিব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন। দেবহাটা পারুলিয়া মসজিদ আল- মোস্তফা (শিয়া-মসজিদ) ফিলিস্তিনের গাজা সহ অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিরীহ ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে, দেবহাটা পারুলিয়া মসজিদ আল-মোস্তফার আয়োজনে (শিয়া) মসজিদের মুসল্লীবৃন্দ।

৫ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য ইসলাম প্রিয় নিরীহ মানুষের উপরে যুদ্ধ বন্ধ রাখার জন্য এই মানববন্ধন।

উক্ত মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইউনুস আলী গাজী, উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, মাওলানা শফিকুল ইসলাম, মুসল্লী আয়ুব হোসেন, বাবলু গাজী,মামুন গাজী,সহ আরো অনেকেই সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ ফরহাদ হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির হাজরাখালি গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি গ্রামে এক গৃহবধূ ঘরের বাশেঁর আড়ার সাথে তার নিজের ব্যবহারিত ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এ ঘটনায় তার স্বামী মৃত আলী গাজীর ছেলে হযরত আলী গাজী (৫৫) থানায় লিখিত অভিযোগে জানান, তার স্ত্রী মোছাঃ হেনা পারভীন (৫০) শুক্রবার সকাল অনুঃ সাড়ে ৯টার সময় ঘরের বাশেঁর আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। পুত্র বধু শাহারিয়া খাতুন (১৬) বাড়ির মধ্যে ডেকে না পেয়ে ঘরের মধ্যে যেয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

সে চিৎকার করলে পরিবার সহ আশপাশের লোকজন ছুটে আসে। তাকে বাঁচানোর জন্য দ্রুত নামিয়ে ডাক্তারকে খবর দেয়।

ডাক্তার এসে দেখাশোনার পর তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তিনি। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার জানান মৃতর স্বামী লিখিতভাবে থানা পুলিশকে জানালে এসআই সাব্বির আহমেদকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।

সে সুরতহাল তৈরিপূর্বক পরিবারের কোন অভিযোগ না থাকায় দাফন কাফনের জন্য তার পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে বিদ্যুৎ স্পৃষ্টে এক জনের মৃত্যু

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনিতে বিদ্যুৎ স্পৃষ্টে এক জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে এ মৃতর ঘটনাটি ঘটে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে। এ ঘটনায় মৃতের বোনাই আজগর আলী থানায় হাজির হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। জানা গেছে, মোঃ আবুল বাশার সানার ছেলে সাহারুল্লাহ ইসলাম (৩০) শুক্রবার সকাল আনুঃ ৯টার সময় তার নিজ বসত ঘরের মধ্যে বৈদ্যুতিক সুইচ বোডে ডান হাত দিয়ে মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় অসাবধানতা বশতঃ তার ডান হাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চিৎকার দিয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে। ওই সময় পার্শ্ববর্তী লোকজন চিৎকার শুনতে পেয়ে ঘরের মধ্যে যেয়ে মেইন সুইচ বন্ধ করে উদ্ধারপূর্বক স্থানীয় ডাক্তারের ওখানে নিয়ে যায়।

ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার ঘটনা নিশ্চিত করে জানান, এস আই শ্যামাপ্রসাদ রায়কে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফন কাফনের অনুমতি করতে দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest