সর্বশেষ সংবাদ-
স্কাউটদের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের সমাপ্তিসাতক্ষীরা সরকারি গোরস্থান মসজিদে আলোচনায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদসাতক্ষীরায় সেনাবাহিনীর হাতে প্রতারক চক্রের ২ সদস্য আটকআইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের মাসিক সভাসাতক্ষীরায় খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান প্রকল্পের অবহিতকরণ সভাসাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক’কে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নত করতে কর্মশালাআশাশুনিতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু দেবহাটায় ব্রেকিং দ্যা সাইলেন্সের সুরক্ষা প্রদান প্রকল্পের অবহিতকরণ সভাআনুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট সভাসাতক্ষীরা শহরের রহমতপুর ক‌লোনী‌তে বারসিকের স্বাস্থ্য সেবা ক্যাম্প

বর্তমান সরকার দেশের ও কৃষকদের কল্যাণে কাজ করছে-ডা: রুহুল হক এমপি

কে এম রেজাউল করিম দেবহাটা : সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সমাজকল্যাণ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার গরীব, অসহায় ও কৃষক বান্ধব সরকার। এ সরকার সর্বদা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

যার ফলে বিগত দিনের ন্যায় এখন আর সারের জন্য কৃষকদের গুলি খেয়ে মরতে হয় না। এখন কৃষি উপকরণ দেওয়ার জন্য কৃষকদের খুঁজে খুঁজে বের করা হচ্ছে। রুহুল হক উল্লেখ করেন, দেশের মানুষের জন্য কোথায় কি দরকার, কি করা লাগবে এটা নিয়ে সবসময় ভাবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই হাত ধরে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় নতুন সড়ক, মেডিকেল কলেজ হাসপাতাল, ম্যাটর্স, ব্রিজসহ নানামুখী উন্নয়ন বাস্তবায়ন হয়েছে। প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করে ধর্মীয় প্রচার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে সাতক্ষীরায় আগামী এক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজ শুরু হবে, রেল লাইন হবে, ইপিজেট নির্মাণের জমি অধিগ্রহণ হয়েছে বলে তিনি জানান। তিনি আরো বলেন, সাতক্ষীরাকে এগিয়ে নিতে ভোমরা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, কালিগঞ্জ বসন্তপুর নৌ বন্দর পুন:রায় চালু করা হবে। কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে। তাই সরকারের এই উদ্যোগকে বাস্তবায়ন করতে আসুন সবাই মিলে এক সাথে কাজ করি। শুক্রবার (৫ জুলাই) দেবহাটা উপজেলা মডেল মসজিদ চত্বরে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে কৃষি প্রণোদনার সার, বীজ, নারিকেলের চারা এবং এলজিইডির পক্ষ থেকে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণকালে এসব কথা বলেন তিনি।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, কৃষক হাবিবুল্লাহ হাবিব প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ সরদার, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষসহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ ও কৃষকগন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম।

এসময় ৮শ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়। এছাড়া ২শ জনের মাঝে ৫টি করে উন্নত নারিকেলের চারা প্রদান করা হয়। একই সাথে ৫ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি বাপ্পা ও সম্পাদক মুকুল

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে.বাপ্পা ও সাধারন সম্পাদক হিসেবে ওমর ফারুক মুকুল নির্বাচিত হয়েছেন। শুক্রবার ক্লাবের এক সাধারন সভায় সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সাংগঠনিক কার্য্যক্রম গতিশীল করাসহ বিভিন্ন বিষয়ের উপরে ক্লাবের আহবায়ক সহকারী অধ্যাপক ইয়াছিন আলীর সভাপতিত্বে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

সভায় আহবায়ক কমিটির অন্যান্য সদস্য যথাক্রমে রিয়াজুল ইসলাম আলম, সহকারী অধ্যাপক জাফর ইকবাল, মজনুর রহমান, কে.এম রেজাউল করিম, সাবেক কার্য্যকরী সদস্য আর.কে.বাপ্পা, সাবেক সভাপতি মোঃ অহিদুজ্জামান, সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মোড়ল, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, আবির হোসেন লিয়ন, আব্দুল্লাহ আল মামুন, শহিদুল ইসলাম, মহিউদ্দিন লাল্টু, হিরন মন্ডল,

আশরাফুল ইসলাম বাদলসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকতার মান মর্যাদা বৃদ্ধি, সমাজের বিভিন্ন অবহেলিত জনগোষ্ঠীর কল্যানের জন্য সকল সাংবাদিকদেরকে এগিয়ে আসার আহবান জানানো হয়। পরে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটির সকল সদস্য এবং সাধারন সদস্যদের মতামত ও বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যের সাথে সমন্বয় করে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি হিসেবে মোহনা টিভি, আলোকিত বাংলাদেশ ও দৈনিক পূর্বাঞ্চলের প্রতিনিধি আর কে.বাপ্পা ও সম্পাদক সম্পাদক হিসেবে ওমর ফারুক মুকুলের নাম ঘোষনা করা হয়। এই কমিটি আগামীতে পূর্নাঙ্গ কমিটি করে ক্লাবের সার্বিক কাজ পরিচালনা করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সারকারি কলেজ বিভিন্ন শিক্ষকদের ১০ দিন ব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি :
শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় সাতক্ষীরা সরকারি কলেজে সাতক্ষীরার বিভিন্ন কলেজের শিক্ষকদের নিয়ে ১০ দিন ব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণ কোর্স এর সমাপনী এবং সনদপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানুল্লাহ আল হাদী। প্রধান অতিথি ছিলেন সিইডিপি’র প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ খালিদ রহিম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আনারুজ্জামান।

অনলাইনে বক্তব্য রাখেন কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট এর সিনিয়র প্রোগ্রাম অফিসার প্লানিং প্রোফেসর ড. একেএম খলিলুর রহমান, প্রোগ্রাম অফিসার আব্দুস সালাম। কোর্স পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম চপল এবং আইসিটি বিভাগের প্রভাষক দেবাশীষ দাশ।
অনুষ্ঠান সহকারী অধ্যাপক ওলিউল রহমান।

জাতীয় বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বিশ্ব ব্যাংক, কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর যৌথ আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনায় গত ২৫ জুন কোর্সটি শুরু হয়। কোর্সে সাতক্ষীরা জেলার বিভিন্ন কলেজের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। হাঁস, মুরগী থেকে শুরু করে বিড়ি, সিগারেট, সোনার গহনা ও নগদ টাকা চুরি হচ্ছে বলে জানা যাচ্ছে। পুলিশী টহল থাকা সত্ত্বেও চুরির ঘটনায় উদ্বিগ্ন শহরবাসি।

শহরের ইটাগাছা বাঙালের মোড় সংলগ্ন আব্দুল খালেকের ছেলে বাবু জানান, বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে তার চায়ের দোকানে চুরি সংঘটিত হয়েছে। রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে কোন এক সময় এ চুরির ঘটনা ঘটনা ঘটে। চোর চক্র তার দোকানের দরজা খুলে বড় বাক্সে রাখা চার হাজার টাকার সিগারেট ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। পাশের ফিরোজ আহমেদের দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে ১৮ থেকে ২০ বছর বয়সী একজন নারীকে দোকানের দরজা খুলে চুরি করতে দেখা যায়। তার পরণে ছিল থ্রি-পিস।

এর আগে বুধবার (৩ জুলাই) রাতে একই এলাকার আমেনা খাতুন নামের এক নারীর বাড়ি থেকে লক্ষাধিক টাকার সোনার গহনা চুরি হয়। ইটাগাছা পূর্বপাড়ার মরহুম সাদের মোড়লের কন্যা আমেনা খাতুন জানান, তার মেয়ের একটি একভরি ওজনের সোনার চেইন, দু’জোড়া সোনার কানের দুল, দু’টি সোনার আংটি, পায়ের নুপুর ও নগদ ৪৮ হাজার টাকা চুরি হয়েছে। আমেনা খাতুন আরও জানান, স্বামীর মৃত্যুর পর তিনি অতি কষ্টে দুই মেয়ের জন্য গহনাগুলো তৈরি করেছিলেন। গহনাগুলো চুরি হওয়ায় তিনি সর্বশান্ত হয়েছেন। এ ঘটনায় আমেনা খাতুন বৃহস্পতিবার সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন বলে জানান।

এদিকে গত ২৩ জুন রাতে সাতক্ষীরা শহরের ইটাগাছা বাঙ্গালের মোড়ে অবস্থিত গরিব অসহায় আব্দুল জলিলের চায়ের দোকানে কাঠের বাক্স ভেঙ্গে সিগারেটসহ কিছু খাদ্য সামগ্রী চুরি হয়। যার মুল্য প্রায় ৪ হাজার টাকা। এর আগে একই মোড়ে আরিকুলের চায়ের দোকান থেকে ৩ হাজার টাকা দামের একটি ব্যাটারি চুরি হয় বলে জানান স্থানীয়রা।

এর আগে ইটাগাছা পূর্বপাড়ার আশরাফ আলী কন্ট্রাক্টর ও ব্যবসায়ী ইয়াসির আজাদের বাড়ি থেকে একই রাতে কবুতর, হাঁস-মুরগী ও পোষা পাখি চুরির ঘটনা ঘটে।

সিরিজ চুরির ঘটনায় এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে বলে জানান এলাকাবাসি। এলাকাবাসি চুরি ঠেকাতে পুলিশী টহল জোরদার করার দাবি জানিয়েছেন পুলিশ সুপারের কাছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহিলা এমপি সেজুতির সাথে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সংরক্ষিত মহিলা এমপি লায়লা পারভীন সেজুতির সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় এমপির নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক বিজয় কুমার ঘোষ, সদস্য সচিব মো. আব্দুর রশিদ, যুগ্ন আহবায়ক কাজী মিঠু, আশরাফুল হাসান খান চৌধুরী শান্ত, সদস্য-প্রভাস কুমার দাস, মো: জামাল হোসেন, মো: হুমায়ুন কবির মনা,

এ্যাডভোকেট আশরাফুল আলম বাবু, মো. রফিকুল ইসলাম বাবলু, মো. সাইফুল ইসলাম, মো. রাজু আহমেদ পিয়াল, মো. আলমগীর হোসেন, মো. হুমায়ুন কবির, হাসানুর রহমান নুর, মো. জাহাঙ্গীর আলম লিটন, মো. সাইফুল ইসলাম মিন্টু, মো. সামিউল হাসান সজল, নাদিয়া ইয়াসমিন বিথি, মো. আব্দুর রাশেদ, কাজী রাশেদুল হক ও মো. সাইফুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে কৃষকলীগ নেতাকে ঘেরের মধ্যে কুপিয়ে হত্যা

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরায় শ্যামনগরে  কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম কাগুজীকে চিংড়ী মাছের গভীর রাত্রে ঘেরের মধ্যে উপুর্যপুরী কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে জেলার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায়।

সাতক্ষীরার শ্যামনগর থানার সাব ইন্সপেক্টর-এসআই সরল কুমার বিশ্বাস জানান, (৫ জুলাই ২৪) আনুমানিক রাত সোয়া বার’টা থেকে সাড়ে বারটার মধ্যের কোন এক সময়ে মাছের ঘেরে নিজ বাড়ির সন্নিকটে খোলপেটুয়া গ্রামের মাছের ঘেরে অবস্থানকালে আবুল কাশেম কাগুজী (৪৫) কে উপুর্যপুরী কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। কাশেম স্থানীয় মৃত নেছার আলী কাগুজীর ছেলে। 

সন্ত্রাসীরা হত্যা নিশ্চিত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় ঘের কর্মচারীদের খবরে পরিবারের লোকজন ও পুলিশ সেখানে যায়। লাশ দ্বীপ ইউনিয়ন গাবুরা থেকে গ্রহণ করে সাতক্ষীরায় ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোন মামলা প্রদান করা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি বলেও জানান পুলিশ কর্মকর্তা সরল বিশ্বাস।

কাশেম কাগুজির ছেলে আবু হুরাইরা জানান, কাশেম কাগুজীর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। গাবুরা এলাকাটি অত্যন্ত সন্ত্রাস প্রবণ জনপদ। এখানে জমিজমা সংক্রান্ত বিরোধ লেগেই থাকে। তার বাবা অত্যন্ত নিরীহ প্রকৃতির। এর আগে ২০১৮ সালে আমার বাবাকে হত্যার পরিকল্পনা করে কোনো রকম বুঝতে পেরে এলাকা ছাড়েন এবং বেচে যান,কিন্তু এবার শেষ রক্ষা হলো না আমার বাবার।তার বাবাকে যারা নৃশংস ভাবে হত্যা   করেছে সেই সব এলাকার গডফাদার সহ সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন তিনি।

কৃষক লীগের শ্যামনগর উপজেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম খোকন বলেন, আবুল কাশেম কাগুজী কৃষক লীগের গাবুরা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক একই সাথে তার প্রতিবেশী। সংগঠন ও দলের নিবেদিত নেতা ছিলেন কাশেম। রাতের কোন এক সময়ে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে কাশেমকে। গাবুরার খোলপেটুয়া তথা ১ নম্বর ওয়ার্ড এলাকাটিকে অত্যন্ত সন্ত্রাস প্রবণ এলাকা বলে উল্লেখ করে তিনি অবিলম্বে খুনীদের গ্রেপ্তারের দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বিদ্যুৎ স্পর্শে সেনাসদস্যের  মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে বিদ্যুৎ স্পর্শে আফজাল হোসেন ( ২৬) নামে এক সেনাসদস্যের লাগবে দিলে হয়তো তার মানে কি মৃত্যু হয়েছে। বুধবার (৩জুলাই) দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে মৃত্যু হয় তার। মারা যাওয়া আফজাল হোসেন বড়বিলা গ্রামের শেখ আয়ুব আলীর ছেলে। সে বান্দরবন জেলা সদরে সেনাক্যান্টমেন্টে সৈনিক পদে কর্মরত ছিল বলে জানা গেছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে সুরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই জানান, আফজাল ঈদের ছুটিতে বাড়ি গ্রামে বাড়িতে বেড়াতে আসে। আজই তার ছুটির শেষ দিন ছিল। বেলা ১টার দিকে সে নিজের ঘরে ফ্যান চালাতে যায় সে।ওই সময় সে অসাবধান বসত সে বিদ্যুতায়িত হয়।পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালার ধুলন্ডা গ্রামে পানি নিস্কাসনের খাল দখল করে বাড়ি নির্মানে জনমনে ক্ষোভ

তালা প্রতিনিধি
তালার ধুলন্ডা গ্রামে প্রায় ৫০ বছরের ব্যবহৃত পানি নিস্কাসনের সরকারি ছোট খাল (নালা) দখল করে বাড়ি নির্মান করা হয়েছে। বালি ও মাটি দিয়ে সরকারি জমির নালাটি ভরাট করার সময় এলাকার লোকজন বাঁধা দিলেও তা উপেক্ষা করে উল্টো হুমকি দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। নালাটি ভরাট করায় চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিস্কাসন হতে না পেরে ওই এলাকায় জলাবদ্ধতার আশংকা দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এলাকার একাধিক ব্যক্তি জানান, তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরা-জেঠুয়া সড়কের ধুলন্ডা গ্রামের মতিয়ার শেখ’র বাড়ির পাশের মোড় থেকে ধুলন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিমুখে ইটের রাস্তার পশ্চিম পাশ দিয়ে সরকারি জমির উপর একটি নালা রয়েছে। প্রায় ৫০ বছর ধরে ধুলন্ডা ও মাগুরা বারুইপাড়া এলাকার বর্ষার পানি এই নালাটির মাধ্যমে নুরাজখালী বিল হয়ে কপোতাক্ষ নদের সংযোগ খাল দিয়ে নদীতে নিস্কাসন হয়। ফলে এলাকায় অদ্যবদী জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। কিন্তু একই গ্রামের কওছার শেখ’র ছেলে মতিয়ার শেখ তার জমিতে পাকা বাড়ি করার সময় বাড়ির সীমানা বরাবার ওই নালাটি মাটি ও বালি দিয়ে ভরাট করে পুরো জমি দখল করে নিয়েছে। এসময় এলাকার লোকজন বাঁধা দিলেও তিনি তা’ উপক্ষো করে বালি ভরাট করে এবং বাঁধা প্রদানকারী গ্রামের একাধিক ব্যক্তিকে হুমকি প্রদান করে। বর্তমানে সরকারি নালাটি পুরোপুরি বালি-মাটি দিয়ে ভরাট করে দখল করে রেখেছে মতিয়ার শেখ। এরফলে চলমান বর্ষায় এলাকার পানি নিস্কাসন হতে না পেরে যত্রতত্র পানি জমে রয়েছে। এই পানি পচে সেখানে এডিস মশার জন্ম সহ নানান জীবানু সৃষ্টির আশংকায় মানুষ আতংকিত হয়ে পড়েছে।

এব্যপারে জানতে চাইলে সংশ্লিষ্ট মতিয়ার শেখ জানান, বিভিন্ন লোক এই নালার অনেক স্থান ভরাট করে দখল করে নিয়েছে। তাই আমিও আমার রেকর্ডীয় জমি সহ জমীর সীমানা দিয়ে নালার ২/৩ ফুট মতো জমি বালি দিয়ে ভরাট করেছি। সরকার বা প্রশাসন অন্য স্থানগুলো উদ্ধার করে আমাকে বললে আমিও নালার সরকারি জমি ছেড়ে দিবো।
কিন্তু তার এই বক্তব্য অবিশ^াস করে এলাকার একাধিক ব্যক্তি বলেন, বালি ও মাটি দিয়ে যেভাবে সরকারি নালা ভরাট করা হয়েছে তাতে সে ওই নালাটি উন্মুক্ত করে দিবে তা বিশ^াস করা যায়না। লোকজন আশংকা ব্যক্ত করে জানান, চলমান বর্ষা মৌসুমে ভারি বৃষ্টি হলে ধুলন্ডা ও বারুইপাড়া গ্রামের প্রায় ৩শ পরিবার সহ দু’টি গ্রামের শত শত বিঘা পান বরজ, ধান, আখ ও শব্জি ক্ষেত প্লাবিত হয়ে কোটি টাকার উপরে ক্ষয়-ক্ষতি হবে। এছাড়া ধুলন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভোট কেন্দ্র জলাবদ্ধ হয়ে বিদ্যালয়ের লেখাপড়া বন্ধ হওয়া সহ ভোটের সময় ভোট গ্রহন কার্যক্রম বাঁধাগ্রস্থ হবে। এলাকার পানি নিস্কাসনের এই একটি মাত্র পথ দখল ও ভরাট হওয়ায় এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। এলাকাবাসী অবিলম্বে পানি নিস্কাসনের নালাটি উদ্ধার সহ উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest