সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে আশা ব্রিক্সের লেলিহান শিখায় জনজীবন বিপর্যস্তসাতক্ষীরায় উন্নয়ন কাজে নিরব চাঁদাবাজী: পুলিশ পাহারায় কাজ শেষ করলো ঠিকাদারস্বাধীনতা বিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষরদেবহাটায় হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরনসাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস পালনতালায় সেতু আবুলসহ ৩ জন আটকসাউথ-এশিয়ান পিপলস ডায়ালগে জলবায়ু সংকট মোকাবিলায় এগ্রোইকোলজির গুরুত্বারোপগ্রীন টিভির সাতক্ষীরা প্রতিনিধি হলেন মীর খায়রুলস্থানীয় জাতবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণে নেপালের পারমাকালচারের প্রতিনিধি দলসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ এর মায়ের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ এর মাতা দিলারা খাতুন মৃত্যুবরণ করেছেন।

শনিবার সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি তিন পুত্র ও ছয় কন্যাসহ নাতি-নাতনী, আত্মীয়-স্বজন ও অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

মৃতের স্বজনরা জানান, দিলারা খাতুন বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। গতকাল শুক্রবার বিকালে তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে থাকা অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

শনিবার বাদ আছর পলাশপোল (রসুলপুর) গোরস্তান জামে মসজিদে নামাজে জানাযা শেষে রসুলপুর সরকারি গোরস্থানে তাকে কবরস্ত করা হয়।

জানাযায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নেতা নুরুল হুদা, যশোর জেলা আ’লীগের সহ সভাপতি মোহাম্মাদ আলী রায়হান, পলাশপোল গোরস্তান মসজিদের সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, রবিউল ইসলাম, মনিরুল ইসলাম মনি, মেহোদী আলী সুজয়, সাংবাদিক হাবিবুল বাশার ফারহাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সচিব মো. মাহবুবর রহমান, কেড়াগাছি ইউপির চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন টিটু,
জেলা গনফোরামের আলীনূর খান বাবুল, আশাশুনি শ্রমিক লীগের সভাপতি ঢালী শামসুল আলম, জেলা মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান অলি, যুব গণফোরামের গোলাম সরোয়ার বাপ্পীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় মসজিদের মুসল্লী ও গনমান্য ব্যক্তিবর্গ।

জানাযা নামাজের ইমামতি করেন, মরহুমার ভাগ্নে আশাশুনির তুয়ারডাঙ্গা জামে মসজিদের ইমাম মো. আব্দুস সবুর।

এর আগে অধ্যক্ষ আবু আহমেদের মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে তাকে দেখতে আসেন, সাতক্ষীরার জ্যেষ্ঠ সাংবাদিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, ইত্তেফাকের মনিরুল ইসলাম মিনি, এটিন বাংলার এম কামরুজ্জামান, আবু নাসের মো. আবু সাইদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, সাংবাদিক গোলাম সরোয়ারসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এদিকে অধ্যক্ষ আবু আহমেদ’র মায়ের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন, সাতক্ষীরা প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত ১০ টায় তুফান কনভেনশন সেন্টারের বিশিষ্ট সমাজসেবক চিংড়ি পোনা ব্যবসায়ী ডঃ আবুল কালাম বাবলা ‘র সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক ও মেসার্স শম্পা ফিসের সত্বাধিকারী বিশ্বনাথ ঘোষ , উপদেষ্টা মেসার্স সততা এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী আইয়ূব হোসেন, আহ্ছানিয়া ফিসের সত্বাধিকারী মিলন সরকার, সৈকত ফিসের সত্বাধিকারী ইব্রাহিম হোসেন, সমিতির বার্ষিক আয় ও ব্যয়ের হিসাবের বিবরণী পেশ করেন সমিতির কোষাধ্যক্ষ ও মেসার্স পাপড়ি ফিসের সত্বাধিকারী মোঃ রুহুল আমিন। বার্ষিক সাধারণ সভা -২০২৪ আয় ও ব্যয়ের হিসাবের বিবরণী সর্বমোট আয় -১১,০৭,৪৯২ টাকা সর্বমোট ব্যয় ৫,৯২,৬৭০ টাকা ধার হয়। এছাড়া সমিতির উদ্যোগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এসময় সভাপতি তার বক্তব্য বলেন, সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির স্বার্থ যেকোনো সিদ্ধান্ত ঐক্যমতের ভিত্তিতে নেয়া হবে।ব্যবসার উন্নয়নে ঐক্যের কোন বিকল্প নেই। সমিতির সকল ব্যবসায়ী কে সৎ ও সততা সাথে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। সকল ব্যবসায়ীদের এক থাকতে হবে। বর্তমানে খরচের খাত অনেক বৃদ্ধি পেয়েছে। সে অনুযায়ী ব্যবসায় লাভ হচ্ছে না।

কক্সবাজার নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে যাতে সকল ব্যবসায়ীরা লাভবান হতে পারে সে উদ্যোগ গ্রহণ করা হবে। এর আগে সমিতির মৃত্যুত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় মদিনা ফিস এর সত্বাধিকারী মরহুম মিজানুর রহমান মিজান, ড়াবলু এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী মরহুম মোঃ মোঃ রবিউল ইসলাম রবি,লিলিমা ফিস এর সত্বাধিকারী মরহুম সাহাবুদ্দিন লাল্টু সহ সকল চিংড়ি পোনা ব্যবসায়ী দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেসার্স ফিস প্যালেস এর সত্বাধিকারী ওবায়দুর রহমান লিটন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিড়ির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে জেলা রোভার স্কাউটস ভবনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বপ্নসিড়ির উপদেষ্টা ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আজিজুর রহমান পলাশ।

স্বপ্নসিড়ির সভাপতি মুহা. আলতাফ হোসেন এ-র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রভাষক আশরাফ হোসেন, বাংলাদেশ স্কাউটস এ-র সহকারী পরিচালক দয়াময় হালদার, জেলা রোভার স্কাউটস এ-র প্রাক্তন সম্পাদক এ এস এম আব্দুর রশিদ, জেলা স্কাউটস এ-র কমিশনার আবদুল মাজেদ,

স্বপ্নসিড়ির উপদেষ্টা ঈদুজ্জামান। বক্তব্য রাখেন স্বপ্নসিড়ির উপদেষ্টা জামাল উদ্দিন, রেবেকা সুলতানা, সাধারণ সম্পাদক নাজমুল হক, রোভার নেতা সেলিম আকুঞ্জি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল­াহ আল মামুন, সালাউদ্দিন রানা, সদস্য মাহবুব সিয়াম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর ৫নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও কর্মীসভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌর ৫নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শুক্রবার বিকালে শহরের মেঝোমিয়ার মোড়ে ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক(একাংশের) মাসুম বিল্লাহ শাহীন।

৫নং ওয়ার্ড বিএনপির সদস্য হাফিজুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শাহ কামরুজ্জামান কামু,সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন রহমান, জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান বাবু,

জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবিদুল হক মুন্না, পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাগর খান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রফেসর মিলন, ৫নং ওর্য়াড বিএনপির সদস্য আব্দুল মাজেদ,হারুনার রশীদ, জাহাঙ্গীর ইসলাম, মিজানুর রহমান,শাহাজানসহ আরো অনেকে।

এসময় বক্তরা বলেন,ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাস্টিট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। মেগা দুর্নীতি করে তিনি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছেন।

বিগত সময়ে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ রাজনৈতিক দলের নেতাকর্মীদের হামলা মামলা করে নির্যাতন করেছিলো আওয়ামী লীগ সরকার। প্রতিটি ওয়ার্ডে জাতীয়তাবাদী আদর্শের সকল নেতাকর্মীকে সাধারণ জনগণের সুখে দুঃখে পাশে থাকতে হবে। কেউ যাতে অন্যায় কাজ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। বক্তারা আরো বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে সেগুলো প্রতিটি ঘরে ঘরে গিয়ে বোঝাতে হবে এবং বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক কিশোরী নিহত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১০ টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা–আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার কাছে এই ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম আসপিয়া খাতুন (১৭)। সে পুরাতন সাতক্ষীরা কলোনিপাড়া এলাকার আব্দুস সবুরের মেয়ে।

নিহতের চাচাতো মামা মহসিন আলী জানান, আশপিয়া খাতুন বৃহস্পতিবার বিকালে পরিবারের অন্য তিন সদস্যদের সাথে সদর উপজেলার ধুলিহর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল মাহফিল শুনতে। শুক্রবার সকালে একটি ইজিবাইকে তারা সবাই বাড়ি ফিরছিল। পথিমধ্যে বেলা সাড়ে দশটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা–আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত আশপিয়ার গায়ের ওড়না ইজিবাইকের চাকার সাথে জড়িয়ে গেলে সে ছিটকে নিচে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পায় সে। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসার তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদস হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্তলে ‍ুলিশ পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ফুটবল স্ট্রাইকার হ্যান্টিং প্রতিযোগিতার উদ্বোধন জেলা প্রশাসক

প্রেস বিজ্ঞপ্তি :এসো দেশ বদলাই, পৃথিবী বদলায় এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় ফুটবল স্ট্রাইকার হ্যান্টিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল স্ট্রাইকার হ্যান্টিং প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, ফুটবল স্ট্রাইকার হ্যান্টিং প্রতিযোগিতার কোচ ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য ইকবাল কবির খান বাপ্পি, বিসিবির কোচ ফজলুর রহমান, স্বপন প্রমুখ।

ফুটবল স্ট্রাইকার হ্যন্টিং প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৬ চারটি দল অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা অফিসার্স ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্টে ওসি চ্যাম্পিয়ন

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা অফিসার্স ক্লাব কর্তৃক আয়োজিত ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী চ্যাম্পিয়ন হয়েছেন। দেবহাটা অফিসার্স ক্লাবের উদ্যোগে ইউএনওর বাসভবনের পাশে উক্ত টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত খেলায় ৮টি জুটি অংশগ্রহণ করে।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার, দেবহাটা থানার অফিসার ইনচার্জসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে ৮টি জুটিতে সৌহার্দ্যপূর্ন ও আনন্দমুখর পরিবেশে উক্ত খেলাটি বেশ উপভোগ্য হয়।

খেলার ফাইনালে একদিকে অংশগ্রহণ করে দেবহাটা থানার ওসির নেতৃত্বে ওসি ও দেবহাটা এসি ল্যান্ড অফিসের বড়বাবু মোজাম্মেল হোসেন জুটি এবং অন্যদিকে অংশগ্রহণ করে দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান ও দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন জুটি। খেলায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী জুটি বিজয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার আর্প দলসহ সেরা খেলোয়াড়কে পুরষ্কার প্রদান করা হয়।

চ্যাম্পিয়ন হওয়ার পরবর্তী দেবহাটা থানার ওসি হযরত আলী চমৎকার এই আয়োজনের জন্য দেবহাটা অফিসার্স ক্লাবের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানসহ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। খেলাটি দেখতে অনেক দর্শক দুর দুরান্ত থেকে সমবেত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভ‚মিহীনদের পূর্ণবাসন, সদর হাসপাতালে রোগীদের খাদ্যে অনিয়ম এবং অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে সাতক্ষীরায় পথসভা

সরকারি খাস জমিতে ভ‚মিহীনদের পূর্ণবাসন, সদর হাসপাতালে রোগীদের খাদ্যে অনিয়ম, চিকিৎসক সংকটে রোগীদের ভোগান্তি এবং অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে সাতক্ষীরায় পথসভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা ভ‚মিহীন সমিতি ও জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির আয়োজনে বৃহস্পতিবার বিকালে নিউ মার্কেটের সামনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন, জেলা ভ‚মিহীন সমিতির সভাপতি মো: কওছার আলী।
সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা এ্যাড. খগেন্দ্র নাথ ঘোষ, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির জেলা সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভ‚মিহীন সমিতির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, জেলা ভ‚মিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক জি এম রেজাউল করিম রেজা, মানবাধিকার কর্মী কুমারেশ দাশ, সদস্য ভ‚মিহীন নেত্রী রওশানারা খাতুন, খাদিজা খাতুন, বিপ্লব হোসেন রানা, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, আব্দুল্যা বিশ^াস, মানবাধিকার কর্মী হোসেন আলী, শেখ রিয়াজুল ইসলাম, সাংবাদিক মুনসুর রহমান, শ্যামনগরের ভ‚মিহীন নেতা মোকছেদ আলী। বক্তারা বলেন, সাতক্ষীরা জেলায় শত শত বিঘা খাস জমি রয়েছে। কতিপয় ভ‚মিদস্যু নামধারী ব্যক্তিরা বছরের পর বছর ধরে এসব লুটে পুটে খাচ্ছে। অথচ অসহায় ভ‚মিহীনরা মাথা গোজার ঠাঁই পাচ্ছে না। সাতক্ষীরার ২২লক্ষ মানুষের চিকিৎসা সেবার জন্য ১৯৮০ সালে সাতক্ষীরায় প্রতিষ্ঠিত হয় সদর হাসপাতাল। কিন্তু জেলার গরিব অসহায় মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। হাসপাতালে গিয়ে গরিব অসহায় রোগীরা কোন ঔষধ পায় না।

চিকিৎসকরা রোগীদের সাথে ভালো ব্যবহার করে না। এছাড়া ১৭ বছর আগের টেন্ডারেই চলছে সদরের খাদ্য সরবরাহ। তালার নজরুল নামের এক ব্যক্তি সুকৌশলে আদালতে মামলা দায়ের করে রেখেছে। যাতে নতুন কোন টেন্ডার না হয়। খাদ্যের নামে অখাদ্য সরবরাহ করে যাচ্ছে। মাছ মাংসের নামে ছোট ছোট টুকরো দিয়ে দায় এড়াচ্ছেন তিনি।

একইভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজের টেন্ডার প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে আদালতে মামলা দায়ের করেছে দেলোওয়ার হোসেন দুলাল। শুরু থেকেই দুলাল এককভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজের টেন্ডার বাণিজ্য করে যাচ্ছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বক্তারা আরো বলেন, কাগজপত্র না থাকার পরও কিভাবে ইটভাটাগুলো সাতক্ষীরায় চলে আমাদের বুঝে আসে না। প্রতি বছর ইটভাটায় নামমাত্র জরিমানা করা হয়। এভাবে জরিমানা করে কোন ভাবেই অবৈধ ইটভাটা বন্ধ করা যাবে না। অবিলম্বে কাগজপত্র বিহীন ভাটাগুলো বন্ধ করা না হলে প্রাকৃতিক বিপর্যয় ঘটবে। সাতক্ষীরার পরিবেশকে রক্ষায় যাদের কাগজ নেই তাদের ইটভাটা দ্রæত বন্ধ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest