কালিগঞ্জে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে সংসদীয় পদ্ধতিতে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে ও রাজস্ব অফিস গণপাঠাগারের আয়োজনে মঙ্গলবার বেলা ১০টায় সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্ত¡রে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী‘র সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও স্পিকারের দায়িত্ব পালন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু। এসময় তিনি বলেন, শুধুমাত্র পাঠ্য বইয়ে নয়, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য বেশি বেশি পড়তে হবে, সুশিক্ষায় শিক্ষিত হতে পারলে ভবিষ্যতে তাকে আর পেছনে ফিরে দেখতে হবেনা।

সর্বপরি আজকের এই বিতর্ক প্রতিযোগিতার অবশ্যই প্রসংশনীয়। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক ও প্রবান্ধিক গাজী আজিজুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্যামাপদ দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ওয়াসিম উদ্দিন। বিতর্ক প্রতিযোগিতার প্রথম দিনে পক্ষে ও বিপক্ষে সরকারি কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয়, কারবালা মাধ্যমিক বিদ্যালয়, মিলনী মাধ্যমিক বিদ্যায়ল ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীরা অংশগ্রহন করে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে প্রতিযোগিতায় বিজয়ী হয় নলতা মাধ্যমিক বিদ্যালয় ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়।

বুধবার বেলা ১০টায় দ্বিতীয় দিনের বিতর্ক প্রতিযোগিতা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্ত¡রে তারকনাথ মাধ্যমিক বিদ্যালয়, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় ছিলেন রাজস্ব অফিস গনপাঠাগারের সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, সদস্য আশেক মেহেদী ও শেখ শাওন আহমেদ সোহাগ। বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একুশে বই মেলায় পাওয়া যাচ্ছে সাতক্ষীরার বিশিষ্ট চিকিৎসক গাজী নাসিরের উপন্যাস ‘স্বপ্নভঙ্গ’

অমর একুশে বই মেলায় সাতক্ষীরার বিশিষ্ট চিকিৎসক গাজী নাসির উদ্দীনের উপন্যাস ‘স্বপ্নভঙ্গ’ প্রকাশিত হয়েছে। ৬ ফেব্রæয়ারি ২০২৪ ঢাকায় উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়। শব্দশিল্প প্রকাশনী থেকে প্রকাশিত বইটি একুশে বইমেলায় ৮৯, ৯০ ও ৯১ নং স্টলসহ সারা দেশে পাওয়া যাচ্ছে। ২০১৯ সালে লেখকের প্রকাশিত প্রথম কাব্যগ্রস্থ ‘কবিতার ভ‚বন’ ব্যপক সাড়া জাগিয়েছিলো।

ডা. গাজী নাসির উদ্দীন সাতক্ষীরা মেডিকেল কলেজে ফরেনসিক মেডিসিন বিভাগে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছেন। তিনি দেবহাটা টিকেট গ্রামের আলহাজ¦ মাওলা বক্স গাজী ও আশুরা খাতুনের দ্বিতীয় সন্তান। লেখক ১৯৯০ সালে টিকেট সরকারি প্রাথমিক স্কুল থেকে প্রাথমিক শিক্ষা ১৯৯৫ গাভা এ.কে.এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা, ১৯৯৭ সনে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ২০০৪ সনে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ন হন। তিনি মাধ্যমিক পরীক্ষায় বিশেষ কৃতিত্বের জন্য জেলা প্রশাসক গোল্ড মেডেল পুরুষ্কার লাভ করেন। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিনস্থ রংপুর মেডিকেল কলেজ থেকে ফরেনসিক মেডিসিন বিষয়ে ২০১৪ সালে ডি.এফ.এম ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি ইন্ডিয়ান হেলথ্ সায়েন্স ইউনিভার্সিটি থেকে ফিজিক্যাল থেরাপি ও রিহ্যাবিলিটেশন এর উপর মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন। বাংলাদেশের বিভিন্ন মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান যেমন বারডেম থেকে ডায়াবেটোলজিতে সিসিডি, ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় ঢাকা মেডিকেল কলেজ থেকে এ্যানেসথেসিওলোজী বিষয়ে ইওসি কোর্স, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সিন্সিনাটি থেকে মাস্টার্স ইন ফ্যামিলি মেডিসিন- অনলাইন কোর্স, এপোলো হাসপাতাল চেন্নাই থেকে নিউরোলজিকাল রিহ্যাবিলিটেশন বিষয়ে ফেলোশিপসহ অনেক ডিগ্রী সম্পন্ন করেছেন।

তিনি ২৭তম বি.সি.এস (স্বাস্থ্য ক্যাডার)এর মাধ্যমের সরকারি চাকুরিতে যোগদান করেন। ১২ জুলাই ২০০৫ সালে রাঙ্গুনিয়া, চট্টগ্রাম এর আব্দুল আজিজ চৌধুরীর কনিষ্ঠ কন্য জাকিয়া সুলতানা রুমির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গাজী নাহিদ সুলতান বাবু ও যায়রা ওয়াসেনাত নায়যা তাঁদের সন্তান। লেখক বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজে অধ্যাপনার পাশাপাশি ছাত্র হল সুপার, ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির সম্পাদক এবং টিচার্স এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

লেখক ছোট বেলা থেকেই ক্রীড়া ও সাহিত্যে চর্চায় বিশেষ করে ছন্দ কবিতা, নাটক ও ছোট গল্প রচনা সহ ফুটবল, ক্রিকেট, হাডুডু, টেবিল টেনিস ইত্যাদিতে স্কুল, কলেজ, মেডিকেল কলেজের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ‘স্বপ্ন ভঙ্গ’ উপন্যাসটি লেখকের প্রকাশিত দ্বিতীয় লেখা। এর আগে লেখক ‘কবিতার ভূবণ’ নামক প্রথম কবিতার বই প্রকাশ করেছেন। সেই সময় কবিতার বইটি পাঠক সমাজে ব্যাপক সাড়া জাগিয়েছিল। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুদচক্রে ভিটাবাড়ি দখল : সম্বল হারিয়ে নিখোঁজ ৫ সদস্যের পরিবার

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগরে মহাজনের সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক মুন্ডা পরিবারের বসতবাড়ি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে৷ গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামে এই ঘটনা ঘটে৷ এঘটনার পর থেকে পরিবারের চারজন সদস্যসহ নিখোঁজ রয়েছেন রনজিৎ মুন্ডা। তিনি ওই গ্রামের মৃত পূর্ন চরন মুন্ডার ছেলে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, করোনা কালীন সময়ে রনজিৎ মুন্ডা ২০২০ সালে টেংরাখালী গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে আনিছুর রহমানের নিকট থেকে ৭৬ হাজার ৫০০টাকা গ্রহণ করেন বাৎসরিক ৪ হাজার টাকা সুদ হিসাবে। আর এই টাকা গ্রহণের সময় আনিছুর সু-কৌশলে রনজিৎ মুন্ডার নিকট থেকে ১৫০ টাকার নন জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে টিপ সহি নেওয়াসহ বন্দোবস্ত জমির দলিল গ্রহণ করেন। এরপর থেকে রনজিৎ মুন্ডা প্রতি বছর আনিছুর রহমানকে সুদের ৪ হাজার টাকা প্রদান করে আসছিল। কিন্তু বর্তমানে আনিছুর রহমান স্ট্যামের বলে রনজিৎ মুন্ডা তাকে ১১ কাটা জমি লিখে দিয়েছে বলে তার বসত ভিটা জবর দখলসহ সেখানে পুকুর খনন করতে থাকে। এ নিয়ে গত বৃহস্পতিবার স্থানীয় ইউপি সদস্য আলী আজগর বুলু , সাবেক ইউ,পি সদস্য আব্দুল গফ্ফার তরফদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশসহ বসত ভিটার মাপ জরিপ করা হয়। মাপ জরিপ করে রনজিৎ মুন্ডার বসত ঘরের বারান্দায় খোটা মারেন আনিছুর। আর এঘটনার পর ওইদিন রাত থেকে রনজিৎ মুন্ডাসহ তার ছেলে সতীষ মুন্ডা , সতীষ মুন্ডার স্ত্রী সেফালী মুন্ডা, সতীষ মুন্ডার মেয়ে স্মৃতি মুন্ডা ও তার ছেলে অভিজিৎ মুন্ডা নিখোঁজ রয়েছেন। বর্তমানে তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা বলে জানান রনজিৎ মুন্ডার প্রতিবেশিরা।

স্থানীয় গ্রাম পুলিশ গোপাল মুন্ডা বলেন , রনজিৎ মুন্ডাসহ তার পরিবারের সদস্যরা নিখোঁজ হওয়ার পর হতে স্থানীয় সুদ ব্যবসায়ী আবুল কালাম, আকবার শেখ, নূরালী মোল্যা, মহরম কাগুচী, আব্দুল আজিজ সুদের টাকার জন্য রনজিৎ মুন্ডার বাড়িতে পায়তারা করছেন।

মনোরঞ্জন মুন্ডা, আবু নুর আলম মোল্যা নামে অপর দুই ব্যক্তি বলেন, বৃহস্পতিবার বিকালে রনজিৎ মুন্ডা, সতীষ মুন্ডাসহ তাদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় কান্না জড়িত কন্ঠে তারা বলেন, ‘আনিছুর তাদের ভিটাবাড়ি জোরপূর্বক ভাবে নিয়ে নিয়েছে। পরিবার নিয়ে তারা কোথায় থাকবে?’ এরপর পরদিন সকাল হতে রনজিৎ মুন্ডাসহ তার পরিবারের কোন সদস্যের সন্ধান পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তারা।

স্থানীয় ইউ,পি সদস্য আলী আজগর বুলু বলেন, চেয়ারম্যানের নির্দেশনায় আমিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা রনজিৎ মুন্ডা- আনিছুরের সালিশে ছিলাম। তবে মাপ জড়িপের বিষয়টি রনজিৎ মুন্ডা মেনে না নেওয়ায় পরবর্তীতে আবাারও সালিশের দিন ধার্য্য করা হয়। আর এরপর থেকে ওই পরিবার নিখোঁজ হয়েছে বলে শুনেছি।

রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আল মামুন বলেন , বিষয়টি আমি শুনেছি। আমরা চেষ্টা করছি তাদের সন্ধান পাওয়ার জন্য।

এ ব্যাপারে অভিযুক্ত আনিছুর রহমানের সাথে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি সম্পর্কে অবগত নন তিনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জের জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে মৎস্য ঘেরে বিষ দিয়ে ব্যাপক ক্ষতিসাধন করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১ লা ফেব্রুয়ারী রাতে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল গ্রামে। এঘটনায় ভূক্তভোগি ঘের মালিক তারক চন্দ্র বর্মন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। থানায় লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল ও সেরকাটি মৌজায় ১২ একর ২০ শতক জমিতে পৃথক দুইটি অংশ তারক বর্মন (৫২) ও বাসুদেব বর্মন (৪৫) মৎস ঘেরে মাছ চাষ করিয়া আসছে। চলতি মৌসুমে বাসুদেব বর্মন মৎস্য ঘেরে আনুমানিক ৬০ লাখ টাকার মাছ ছাড়ে।

মৎস্য ঘের তাদের বসত বাড়ি সংলগ্ন হওয়ায় তারা বাড়ি থেকে ঘের দেখাশোনা করতেন। প্রতি দিনের ন্যায় মৎস্য ঘের দেখাশুনা করেন রাত ১০টার দিকে তারা বাড়িতে চলে আসেন। প্রকৃতির ডাকে সাড়া দিতে রাত অনুঃ ১টার দিকে ঘুম থেকে উঠে মৎস্য ঘেরে লাইটের আলোয় বেশ কয়েকজন ব্যাক্তিকে ঘোরাফেরা করতে দেখতে পান। উল্লেখিত ব্যাক্তিরা হলেন, একই গ্রামের ধিরেন ঘোরামীর ছেলে শ্যামপদ ঘোরামী, মৃত অধার কয়ালের ছেলে নিখিল কয়াল, অনুকুল বৈদ্যের ছেলে নিতাই বৈদ্য, সন্তোষ কয়ালের ছেলে বিধান কয়ালসহ কয়েকজন ব্যাক্তিকে দৌড়ে পালাতে দেখতে পান। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয় মৃত সুধান্য বর্মনের ছেলে সমিত্র বর্মন, মৃত নিরঞ্জন কয়ালের ছেলে তুষার কয়াল, মৃত সন্যাসী ভাঙ্গী ছেলে নিরাপদ ভাঙ্গী, মৃত সুধান্য বর্মনের ছেলে বাসুদেব বর্মন সর্ব-সাং-ড্যামরাইল, থানা-কালিগঞ্জসহ আরো অনেকে বিষয়টি দেখতে পায়।

এসময় তারা লক্ষ্য করেন বিষ দেওয়ার ফলে ঘেরে মাছ লাফালাফি করতে করতে মারা যাচ্ছে। ধারণা করা হচ্ছে জমি যায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উল্লেখিত ব্যক্তিরা (কীটনাশক) বিষ প্রয়োগ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য এ ধনণের জঘন্য কাজ করেছে। বিষ প্রয়োগের ফলে প্রায় ৬০ লাখ টাকার মাছ মারা গেছে বলে অভিযোগে করেন। মৎস্য ঘেলে বিষ প্রয়োগের বিষয় নিয়ে এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্যঃ অভিযোগকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে ইতিপূর্বে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মারায় ঘটনায় মামলা হলে জীবনে আর কখনো এমন ধরণের কাজ করবেনা বলে মুচলেকা দিয়ে সে যাত্রায় রেহাই পায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমি‘র মতবিনিময়

কালিগঞ্জ প্রতিনিধি॥
কালিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নতুন প্রজম্মের অহাংকার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমি। (৫ জানুয়ারী) সোমবার দুপুরে প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় মতবিনিময় সভায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুরাইয়া আফরোজ সুমি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমি নির্বাচন করার জন্য আশা পোষণ করেছি। আমার পিতা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এবং মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম আমি তার একমাত্র কন্যা। ছোট বেলা থেকে পিতার পাশা-পাশি থেকে জনকল্যাণমুখী কাজকর্ম দেখতে দেখতে আমি বড় হয়েছি। সেই সূত্রধরে নিজেকে জনসেবায় ও জনকল্যাণে সামিল করতে চাই। এই জনপদের অসহায়, দূস্থ্য, নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে অবদান রাখতে চাই। আমার স্বামী একজন ব্যবসায়ি এবং সাংবাদিক। সে কারণে আমিও সাংবাদিক বান্ধব মানুষ।
আপনাদের ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করলে ১২ ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডের সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী হতে পারবো। আর এই কর্মজজ্ঞে আমি আপনাদের পরামর্শ, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করছি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি বাবলা আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ডিএম, সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মদ উল্লাহ বাচ্ছু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য প্রভাষক সেলিম শাহারিয়ার, শিল্পকলা একাডেমির কষ্ঠশিল্পী শিক্ষিকা কনিকা সরকার প্রমুখ। মতবিনিময় কালে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ ও সূধীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌরসভার ১নং ওয়ার্ডে  বীর মুক্তিযোদ্ধা আ: সালেকের স্মরণে রাস্তার নাম ফলক উন্মোচন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা পৌর সভার ১ নং ওয়ার্ডের কাটিয়া আমতলা সংলগ্ন পাবলিক স্কুলের পার্শ্ববর্তী সড়ক হতে শুরু হয়ে মুসা মসজিদ হয়ে পদ্ম পুকুর পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সালেক এর স্মরণে রাস্তার নামকরণ ও নামফলক উন্মোচন করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সাতক্ষীরা পৌর সভার আয়োজনে এ নাম ফলক উন্মোচন করা হয়। সাতক্ষীরা পৌর সভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে ও পৌর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালেকের নামে নামফলক উন্মোচন করেন, মরহুমের বড় পুত্র বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উপ- সচিব মো. সেলিম হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর কাউন্সিলর নূরজাহান বেগম নূরী, পৌর সভার প্রধান প্রকৌশলী নাজমুল করিম সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাখাওয়াতুল করিম পিটুল, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য মীর মশারফ হোসেন মন্টু,জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমাম, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক শফিউদ্দিন ময়না, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের উপদেষ্টা আশরাফুল কবির ধ্বনি, যুবলীগনেতা কামরুজ্জামান বকুল প্রমুখ । ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ কারী ফিরোজ আহমেদ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই নাম ফলক উন্মোচন এর মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধাদের স্মৃতি লালন করবে। যাদের ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ পেয়েছি তাদের কখনও ভূলা যায় না। তিনি আরো বলেন,সাতক্ষীরার উন্নয়নে রাস্তা-ঘাট, স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় ও রেললাইনসহ সকল উন্নয়নে রোড ম্যাপ তৈরি করে ঐক্যবদ্ধভাবে কাজ করলে উন্নয়নকে এগিয়ে নিতে পারব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় জমি নিয়ে বিরোধ গুলিবিদ্ধ ২ ঘেরমালিকসহ জখম -৪

নিজস্ব প্রতিনিধি : জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই ঘের কর্মচারিকে নির্যাতনের পর মালিককে বাড়ি থেকে তুলে এনে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন হরিণখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ও আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, পাটকেলঘাটা থানাধীন হরিণখোলা গ্রামের অভিরাম মÐলের ছেলে অলঙ্গ মÐল (৬১), তার ভাই জগদীশ মÐল (৪৫), ঘেরের পাহারাদার বীরেন্দ্রনাথ মÐলের ছেলে বিশ্বনাথ মÐল (৫৩) ও ঘেরকর্মচারি আসননগর গ্রামের নারদ মুÐার ছেলে শ্রীপদ মুÐা (৩০)।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন পাটকেলঘাটা থানাধীন হরিণখোলা গ্রামের অলঙ্গ মÐল জানান, হরিণখোলা বিলে ১০০ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে চিংড়ি ঘের পরিচালনা করে আসছেন। এর মধ্যে চার বিঘা সরকারি খাস জমির লীজের টাকা হরিণখোলা গ্রামের কার্তিক মÐলকে না দিয়ে জমির মালিক দাবিদার স্বপন মÐলকে দেওয়ায় তাদের সঙ্গে কার্তিক মÐলের বিরোধ চলে আসছিলো ২০২২ সাল থেকে। এ ছাড়া পাঁচ শতক জমি নিয়ে কাকাতো ভাই শিব শেখরের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল।

এ নিয়ে শালিসি বৈঠক হয়েছে কয়েকবার । রয়েছে আদালতে মামলাও। এরই জের ধরে রবিবার রাত সাড়ে ১২টার দিকে তার ঘের কর্মচারি বিশ্বনাথ মÐল ও পার্শ্ববর্তী দীলিপ মÐলের ঘের কর্মচারি শ্রীপদ মুÐাকে ঘেরের বাসা থেকে মুখোশধারী ৭/৮ জন সশস্ত্র সন্ত্রাসী ডেকে তুলে নির্যাতনের পর তার বাড়ির সামনে আনা হয়। তাকে ও ভাই জগদীশকে ঘুম থেকে ডেকে তুলে বুকে সট গান দিয়ে গুলি করার চেষ্টা করলে তারা সট গান ধরে ফেলেন। একপর্যায়ে তার দুই উরুতে ও ভাই জগদীশের ডান উরু গুলিবিদ্ধ হয়। পুলিশ তিন রাউÐ গুলি তাদের বাড়ির উঠান থেকে নিয়ে যায়। রাত সাড়ে তিনটার দিকে তাদের দুই ভাই ও দুই ঘের কর্মচারিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মাহফুজুর রহমান ও অর্থোপেডিকস সার্জন ডাঃ হাফিজুল্লাহ জানান, অলঙ্গ মÐলের দুই উরুতে ও জগদীশ মÐলের ডান উরুতে গুলি লেগে বিপরীত দিক থেকে বেরিয়ে গেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ সোমবার সকালে জানান, জমি ও ঘের নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে গুলির ঘটনা ঠিক নয় বলে তিনি দাবি করে বলেন, লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে চাঁদার দাবীতে এক ঠিকাদারকে কুপিয়ে হত্যার চেষ্টা

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার শ্যামনগরে চাঁদার দাবীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদার নাজমুল হাসানকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দূর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের ল²ীখালী গ্রামে আবুল হোসেনের বাড়ীর সংলগ্ন পাউবো বেড়িবাঁধের উপরে মুখোশপরা দুর্বৃত্তরা এঘটনা ঘটায়।

গুরুতর আহত ঠিকাদার নাজমুল হাসান (৩২) খুলনা জেলা সদরে টুথপাড়া গ্রামে জাহাঙ্গীর হোসেনের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে নিজ ঠিকাদারী কর্মস্থল হতে মোটর সাইকেল যোগে বাড়িতে ফেরার সময় পথিমধ্যে দুর্বৃত্তরা ব্যারিকেট দিয়ে নাজমুল হাসানের গতিরোধ করে তার কাছে চাঁদা দাবি করে। এ সময় তিনি চাঁদা দিতে অস্বীকার করায় মুখোশপরা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে আশঙ্খাজনক অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় শ্যামনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest