কালিগঞ্জে কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। (৪ ফেব্রুয়ারী) রবিবার বেলা ১১টায় পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পল্লী ভবন ইউসিসিএ মিলনায়তনে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

ইউসিসিএ-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম, শাহাদাত হোসেনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। জুনিয়র কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় সাধারণ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন।

বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, প্রেসক্লাবের সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস.এম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, নির্বাহী সদস্য এস.এম, গোলাম ফারুক, ইউসিসিএ-এর ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, সদস্য শেখ লুৎফর রহমান, আবুল কাশেম, প্রমূখ। বার্ষিক সাধারণ সভায় সমবায়িদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতার কর্মশালা

কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জে অমর একুশে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় সংলগ্ন চত্ত্বরে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতার কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাজস্ব অফিস গণপাঠাগারের আয়োজনে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয় ও ৪টি কলেজের শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশগ্রহন করে। গণপাঠাগারের সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় বির্তক প্রতিযোগিতার সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন রাজস্ব অফিস গনপাঠাগারের সহ-সভাপতি সাহিত্যিক প্রাবান্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, শ্যামাপদ দাশ, রামপ্রসাদ ঘোষ, কমিটির সদস্য সুকুমার দাশ বাচ্চু, আশেক মেহেদী, শেখ শাওন আহমেদ সোহাগ, নলতা কলেজের অধ্যাপক মাহমুদুর নবী খান, প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, সহকারী শিক্ষক সরজিত কুমার প্রমূখ।

উল্লেখ্য আগামি ৬ ফেব্রুয়ারী প্রথম পর্বে কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংসদীয় পদ্ধতিতে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে। ৭ ফেরুয়ারি কালিগঞ্জ রোকেয়া মুনসুর মনসুর মহিলা কলেজ কলেজে এবং ৮ ফেব্রুয়ারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ দীপু। দ্বিতীয় পর্বে ও ফাইনাল রাউন্ড একুশে ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আয়োজক কমিটি সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতার সকল প্রস্তুতি গ্রহন করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট” এর মনোমুগ্ধকর পরিবেশ

কে এম রেজাউল করিম দেবহাটা : শীত মৌসুমে সব বয়সী পর্যটকদের মুগ্ধ করতে নতুন সাজে রূপ নিয়েছে দেবহাটা রূপসী ম্যানগ্রোভ মিনি সুন্দরবন। পরিপূর্ণ বিনোদন কেন্দ্রের রূপ দিতে সব ধরনের ব্যবস্থা করেছে প্রশাসন। যোগাযোগ ব্যবস্থা, সুপেও পানি, পর্যাপ্ত বসার স্থান, বিশ্রাম কক্ষ, সেমিনার রুম, রান্নার স্থান, ইন্টারনেট ব্যবস্থা সহ বিভিন্ন সুবিধা রয়েছে এখানে।

তথ্য মতে, এক সময়ের উপজেলার শীবনগর এলাকায় নদী ভাঙ্গন রক্ষায় গড়ে তোলা বন এখন মানুষের বিনোদনের খোরাক জোগাচ্ছে। পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ে বিশেষ ভূমিকা রাখছে। সেই সাথে এই বিনোদন কেন্দ্রকে ঘিরে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

জেলার সদর হতে প্রায় ৩০ কিলোমিটার দুরে ইছামতি নদীর তীরে শিবনগর মৌজায় প্রায় ১৫০ একর জমি জুড়ে রয়েছে এ বিনোদন কেন্দ্রটি। এটি উপজেলার “রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র” নামে পরিচিত। ইছামতি নদীর তীরে কৃত্রিমভাবে সৃষ্টি এ ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি এখন উপজেলায় মানুষকে গর্বিত করে। এই পর্যটন কেন্দ্রর সার্বিক উন্নয়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন সহযোগীতা প্রদান করা হয়েছে।

পর্যটন কেন্দ্রটিতে অধিকাংশ সময়ে জেলা, উপজেলা প্রশাসনের পাশাপাশি বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, পারিবারিকভাবে বনভোজনের আয়োজন করা করা হয়। এই বনটিতে বহু প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রয়েছে। সুন্দরবনের আদলে বিভিন্ন প্রজাতির বনজ বৃক্ষের চারা এনে রোপন করে ব্যাপক বনের সৃষ্টি করা হয়েছে। যার ফলে সহজে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা যায়।

এখানে সুন্দরবনের কেওড়া, বাইন, গোলপাতা, কাঁকড়া, নিম, সুন্দরী, হরকচাসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ উদ্ভিদ রয়েছে। বনের পাশে ১০একর জমির বুকে রয়েছে “অনামিকা লেক”। এই লেকে রয়েছে শান বাধানো পাঁকা ঘাট। বিনোদন প্রিয়াসীদের জন্য রয়েছে বসারস্থান। ঘোড়ার পিঠে ওঠা ও ইঞ্জিন চালিত বোডে চড়ার সুযোগ। শিশুদের আনন্দ দেওয়ার জন্য জীবন্ত ও কৃত্রিম বিভিন্ন প্রজাতির পশুপাখি রাখা হয়েছে।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, উপজেলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং একটি আকর্ষণীয় বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ম্যানগ্রোভ বনে যাওয়ার ২টি রাস্তার মধ্যে একটি পিচ ঢালা রাস্তা। অপরটি ডাবল হেয়ারিং বন রাস্তা রয়েছে। এছাড়া সমগ্র বনটির উপভোগের জন্য বনের ভিতর দিয়ে ট্রেইল ব্যবস্থা, বনের লেকে বোটের ব্যবস্থাসহ নানামূখি প্রস্তাবনা ও বাস্তাবায়ন কাজ সম্পন্ন হয়েছে। ঘুরতে এসে রাত্রি যাপন সহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে।

শীতের প্রথম থেকে শুরু হয় পিকনিক উৎসব। অনেকে এসে রান্নাবান্না করে ধুমধাম চড়–ই ভাতিও করেন অনেকে। কয়েক মাস ধরে চলতে থাকে উৎসবের আমেজ। বর্তমান স্থানটিতে প্রবেশ করতে হলে ২০টাকা মূল্যের ফি দিতে হয়। যার পুরো টাকা সরকারি রাজস্ব তহবিলে জমা হয় এবং কেন্দ্রটির উন্নয়নে ব্যবহার করা হয়। স্থানটি ইছামতির নদীর তীরে নিরিবিলি হওয়ায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এখানে সময় কাটাতে আসেন। তাছাড়া সুন্দরবনের সৌন্দর্য এবং বাংলাদেশের পাড় থেকে ভারত সীমান্ত উপভোগ করা যায়।

বিনোদন কেন্দ্রটির ম্যানেজার সোহেল রানা জানান, সার্বিক নিরাপত্তা ও সুন্দর পরিবেশ যাতে বজায় থাকে সে জন্য সর্বদা তৎপর আছি। এখানে ছুটির দিনে অসংখ্য মানুষ বেড়াতে আসেন। জায়গাটি নদীর তীরে হওয়ায় এখান থেকে টাকি পৌরসভা ও ভারতের দেখা যায়। পর্যটকদের সুবিধায় পাকা রাস্তা, বিদ্যুৎ, নামাজের ঘর, বাথরুম, পানির লাইন সব কিছু ব্যবস্থা কার হয়েছে। পিকনিকের জন্য স্পট আছে। দুরদুরন্ত থেকে মানুষ পিকনিক করতে আসে এখানে।

সাবেক উপজেলা নির্বাহী অফিসার বর্তমান উপ-সচিব আ.ন.ম তরিকুল ইসলামের উদ্যোগে বনটি গড়ে তোলা হয়। পরবর্তীতে সাবেক উপজেলা নির্বাহী অফিসার বর্তমান উপ-সচিব হাফিজ আল-আসাদ বনটির সৌন্দর্য বৃদ্ধি ও ব্যাপক উন্নয়ন করেন এবং কেন্দ্রটির বানিজ্যিক ভাবে গড়ে তোলেন। এরপর পর্যয়ক্রমে বিভিন্ন নির্বাহী অফিসারগন এটির উন্নয়ন করছেন।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান জানান, সব বয়সী মানুষের উপযোগী বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য বিভিন্ন সংযোগ ঘটানো হয়েছে। এখানে আসলে সুন্দরবনে যাওয়ার অনেকটাই স্বাদ মেটানো যাবে। নির্মল বাতাসে মনোমুগ্ধকর এই বনটিতে আসা এবং উপভোগ করার জন্য উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে।

উল্লেখ্য, বনটি নান্দনিকভাবে তৈরি করায় সাবেক উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদ জাতীয় পুরস্কারে ভূষিত হন। এদিকে, বিনোদন কেন্দ্রটি আগামীদিনে দক্ষিণাঞ্চলের মানুষের বিনোদনের চাহিদা মিটিয়ে সরকারের রাজস্ব বাড়বে বলে মনে করেন উপজেলাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাবিতে সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি ইকবাল, সম্পাদক জাহিদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাতক্ষীরা জেলা সমিতির ২০২৪-২৫ মেয়াদে কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়েছে। এতে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ইকবাল হোসেনকে সভাপতি ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী জাহিদ হোসেনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ হবিবুর রহমান হল মাঠে আয়োজিত নবীনবরণ, প্রবীণ বিদায় ও বার্ষিক বনভোজন অনুষ্ঠান শেষে নতুন এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক।

কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক। আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন করেন তাঁরা। নতুন দায়িত্বপ্রাপ্তদের আগামী ১০ দিনের মধ্যে বাকি সদস্যদের নাম ঘোষণা করে কমিটি পূর্ণাঙ্গ করার দায়িত্ব দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৭ম শ্রেণি পড়–য়া কন্যা নিখোঁজ : পিতার জিডি

সাতক্ষীরায় ৭ম শ্রেণি পড়–য়া কন্যা নিখোঁজ হয়েছে। এঘটনায় নিখোঁজ হওয়া কন্যার পিতা সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং-৪৭। সে সাতক্ষীরা শহরের কামালনগর গ্রামের আব্দুল আলিম গাজীর কন্যা তানিয়া খাতুন। সে কামালনগর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে পড়ে।

ডায়েরি সূত্রে জানা গেছে, ৩০ জানুয়ারি বিকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও না পেয়ে সদর থানায় ডায়েরি করেন তার পিতা আলিম গাজী। তার উচ্চতা ৫ফুট, গায়ের রং ফর্সা।

তার সন্ধান কেউ পেয়ে থাকলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পিতা আলিম গাজী। যোগাযোগের নাম্বার ০১৯৬৩ ৮৭১৩৩৩। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে অসহায় দু:স্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে অসহায় দু:স্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১২টায় জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত শীতবস্ত্র(কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম।

জেলা পরিষদের প্রধান নির্বাহী সাধন কুমার বিশ^াসের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু,

সদস্য শাহানাজ পারভীন মিলি, আমজাদ হোসেন, মো: নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান প্রমুখ। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন,জাতীয় সংসদ নির্বাচনের কারনে জেলা পরিষদ কোন অনুদান দিতে পারবে না।

যে কারনে এবছর কম্বল বিতরণ করতে বিলম্ব হয়েছে।এবছর জেলা পরিষদের পক্ষ থেকে ৭ হাজার কম্বল বিতরণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাঁশদহা আলহাজ¦ মোহাম্মাদ আলী দাখিল মাদ্রাসার সভাপতি শেখ শরিফুজ্জামান বিপুল

বাঁশদহা আলহাজ¦ মোহাম্মাদ আলী দাখিল মাদ্রাসায় পুনরায় সভাপতি মনোনীত হয়েছেন জাতীয় পার্টি নেতা শেখ শরিফুজ্জামান বিপুল।

১ ফেব্রæয়ারি ২৪ তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকার উপ-রেজিষ্ট্রার(প্রশাসন) মো: ওমর ফারুক স্বাক্ষরিত একপত্রে শেখ শরিফুজ্জামান বিপুলকে সভাপতি এবং মাদ্রাসার সুপারকে সদস্য সচিব করে ১০ সদস্যের মাদ্রাসা পরিচালনা কমিটির অনুমোদন দেওয়া হয়। বিগত ২০০৮ সাল থেকে শেখ শরিফুজ্জামান বিপুল অত্যন্ত সুনামের সাথে মাদ্রাসাটি সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

এছাড়া তিনি সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বদ্দিপুর জনকল্যাণ সমিতির কার্যনিরবাহী কমিটির অভিষেক

বদ্দিপুর জনকল্যাণ সমিতির কার্যনিরবাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বদ্দিপুর জনকল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনকল্যাণ সমিতির সভাপতি মো. হোসেন আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহ সভাপতি মিজানুর রহমান মিজু,

যুগ্ম সাধারণ সম্পাদক মো: মহসিন হোসেন, দপ্তর সম্পাদক সাহেব আলী বাবু, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খোকন, প্রচার সম্পাদক শওকত মোড়লসহ সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest