এসএ টিভির ১২ তম বর্ষে পদার্পন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজন

নিজস্ব প্রতিনিধি : দর্শক নন্দিত টিভি তৃতীয় প্রজন্মের এইচডি চ্যানেল এসএ টিভির ১২ তম বর্ষে পর্দাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২টায় সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আবু কাজী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এস এ টিভি সাতক্ষীরার দর্শক ফোরামের সভাপতি ডা: আবুল কালাম বাবলা। শুভেচ্ছা বক্তব্য রাখেন এস এ টিভির সাতক্ষীরা প্রতিনিধি এম শাহীন গোলদার।

বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সময় টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পী, এটিএন বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান, মোহনা টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল জলিল।
এছাড়া উপস্থিত ছিলেন, বাংলাভিশন টিভির আসাদুজ্জামান, একাত্তর টিভির বরুন ব্যানার্জি, দৈনিক প্রবর্তনের সাতক্ষীরা প্রতিনিধি কাজী জামাল উদ্দীন মামুন, আমাদের অর্থনীতির সাতক্ষীরা প্রতিনিধি শেখ ফরিদ আহমেদ ময়না, যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম, এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি এস এম জিন্নাহ, হৃদয় বার্তার ব্যবস্থাপনা সম্পাদক মুক্তাদির আলী হৃদয়, প্রকৌশলী মাহমুদ হাসান, ব্যবসায়ী শহীদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডিবিসি টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন। আলোচনা সভা শেষে এসএটিভির ১২ তম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।

আলোচনাসভায় বক্তারা বলেন, এসএ টিভি দেশ ও জনগনের জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও কাজ করে যাবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষে দেশের উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে জনপ্রিয়তা পেয়েছে এস এ টিভি। এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে শীতার্ত অসহায়দেরকে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় ফেয়ার মিশনের নিজস্ব শিক্ষা প্রতিষ্টান কম্পিউটার চাইল্ড হোম চত্বরে অনুষ্ঠিত উক্ত শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন।

প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ¦ রফিকুল ইসলাম ও দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
ফেয়ার মিশনের কোষাধ্যক্ষ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম,

উপজেলা আওয়ামীলীগের সদস্য অহিদুল ইসলাম, ফেয়ার মিশনের সভাপতি হাবিবুল বাশার, ফেয়ার মিশনের কুলিয়া শাখার সভাপতি মোস্তফা কামাল প্রমুখ। উক্ত শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নের ৩শত বিভিন্ন বয়স্ক ও অসহায় শীতার্ত মানুষকে কম্বল বিতরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিংড়ীর গাভায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আবু ছালেক : সাতক্ষীরা সদরের গাভায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে ফিংড়ী ইউনিয়নের গাভায় এঘটনা ঘটে।

জানা গেছে গাভা গ্রামের বিধান চন্দ্র বিশ্বাসের কন্যা ৩ বছর বয়সী শিশু দিয়া বাড়ীতে খেলা করতে করতে বাড়ীর পাশে পুকুরে পড়ে যায়। পরে দিয়াকে না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে পুকুরে তার মৃত্যু দেহ ভেসতে দেখে।

দিয়ার মৃত্যু দেহকে উদ্ধার স্থানীয় ব্যাংদহা বাজারে ডা: সুমলের নিকট নিয়ে তিনি শিশুটির মৃত্যু নিশ্চিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকীতে সাতক্ষীরায় দোয়া

আসাদুজ্জামান ঃ শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা বিএনপি। শুক্রবার সকালে শহরের আমতলা মোড়স্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী।

জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সহ-সমন্বয়ক শেখ তারিকুল হাসানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদ চিশতি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষকদলের সাবেক আহŸায়ক আহসানুল কাদির স্বপনসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন, মধ্যবর্তী সময়ের মধ্যে একটি নির্বাচন দিন, সকল দলের অংশগ্রহণে গণতন্ত্র ও সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন,বাংলাদেশের সব চেয়ে জনপ্রিয় দল বিএনপিকে বাদ রেখে একের পর এক যে নির্বাচন হচ্ছে তা থেকে ফিরে আসুন। বিএনপি নেতারা এ সময় সকল দলের অংশগ্রহনে একটি অবাধ সুষ্ট ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জোর দাবী জানান। বক্তারা বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং সাতক্ষীরাসহ সারা বাংলাদেশের জেলখানায় যে সকল বিএনপি নেতাকর্মীরা কারাবন্দী রয়েছেন তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎ স্পৃষ্টে দুই জনের মৃত্যু

আসাদুজ্জামান: সাতক্ষীরার শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎ স্পৃষ্টে দুই জনের মৃত্য হয়েছে। বৃহষ্পতিবার রাতে উপজেলার পাতড়াখোলা ও লক্ষীখালি এলাকায় এ দূর্ঘটনাটি দুটি ঘটে।

নিহতরা হলেন, শ্যামনগর উপজেলার গোপালপুর গ্রামের কেশব চন্দ্র দাসের ছেলে সন্ন্যাসী চরণ দাস (৪৮) ও লক্ষীপুর গ্রামের হযরত আলী গাইনের ছেলে উজ্জ্বল হোসেন (২৭)।

নিহতের স্বজনরা জানান, বৃহষ্পতিবার সন্ধ্যার পর রমজাননগর থেকে ব্যাটারীচালিত ভ্যান যোগে বিচলী নিয়ে আসছিলেন সন্ন্যাসী দাস। পথিমধ্যে রাত ৯টার দিকে পাতড়াখোলা মসজিদের সামনে ঝুলে থাকা বৈদ্যুতিক তার তার শরীরে স্পৃষ্ট হয়ে ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে যায় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, রাত ৯টার দিকে উজ¦ল হোসেন তার নিজ বাড়ি থেকে ভাত খেয়ে লক্ষীখোলা গ্রামের একটি মৎস্য ঘেরে যান। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, রাতের কোন এক সময় মৎস্য ঘেরে পানি দেওয়ার জন্য মটর চালু করার সময় এতে সে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান। শুক্রবার সকালে মটরে জড়ানো অবস্থায় তার মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে তার স্বজনদের খবর দেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ দুটি ঘটনা নিশ্চিত করে জানান , নিহতদের মরদেহ উদ্ধারসহ ঘটানাস্থল পরিদর্শন করা হয়েছে। দূর্ঘটনার বিষয় দুটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার ঢেপুখালী থেকে ভূমিদস্যু রুহুল আমিনসহ ১৬ জন অস্ত্রসহ গ্রেফতার: মামলা

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটার ঢেপুখালি ভূমিহীন পল্লীতে ভোর রাতে আতঙ্ক সৃষ্টি করে লুটপাট এবং জমি দখলের চেষ্টার অভিযোগে ভূমিদস্যু রুহুল আমিনসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ই জানুয়ারি, ২৪ ইং) দিবাগত ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঢেপুখালি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় খবর পেয়ে দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহম্মেদ এবং দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিকের নেতৃত্বে এসআই গোলাম আজম, এএসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ ইং ১৮/০১/২৪ তারিখ সকাল অুনমান সাড়ে ৫টার দিকে ঢেপুখালী গ্রাম থেকে স্থানীয় জনগনের সহায়তায় কালীগঞ্জের সন্ন্যাসির চক গ্রামের মৃত রুপচাঁদ গাজীর ছেলে ভূমিদস্যু বাহিনীর প্রধান আসামী রুহুল আমিন গাজী (৬৫) সহ তার অন্যান্য সহযোগী দেবহাটা কালাবাড়িয়া,গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে তানভীর হোসেন সজিব (২১), রুহুল আমিন গাজীর স্ত্রী তানিয়া বেগম (৪০), কালাবাড়িয়া গ্রামের মৃত ইছা শেখের ছেলে হোসেন আলী (৪০), দেবহাটার দক্ষিন পারুলিয়া (দিঘিরপার) গ্রামের নুর ইসলামের ছেলে সজিব হোসেন (১৯), কালীগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের হোসেন আলীর ছেলে রায়হান শেখ (১৯), দেবহাটার মাঝ পারুলিয়ার খালেকের ছেলে মোমিন হোসেন (২৩), কালীগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের মাদার গাজীর ছেলে মুনসুর গাজী (৬৮), দেবহাটার উত্তর সখিপুর গ্রামের নেছার আলীর ছেলে সজিব হোসেন (১৯), ধোপাডাঙ্গার নজরুল ইসলামের ছেলে তৈয়বুর রহমান (১৯), সখিপুরের আজারুল চৌকিদারের ছেলে তাজমির হোসেন (২১), উত্তর সখিপুরের শফিকুল ইসলামের ছেলে সাকিব হোসেন (১৯), মাঝ সখিপুরের রবিউল ইসলামের ছেলে মারুফ হোসেন (২১), কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের মুনসুর আলীর স্ত্রী ফিরোজা খাতুন (৫৫), কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের ভূমিদস্যু আবুল হোসেনের স্ত্রী রোকেয়া খাতুন (৪৮),
কালাবাড়িয়ার রায়হানের স্ত্রী বৃষ্টি খাতুন (১৯) কে জোরপুর্বক ভূমি দখলের চেষ্টাকালে আটক করে এবং ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এঘটনায় আসামীদের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা নং- ০৮(০১)২৪ রুজু করা হয়। আসামীরা উত্তেজিত জনতাকর্তৃক জখমপ্রাপ্ত হওয়ার কারনে ৯ জন আসামী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। অন্য আটককৃত ৭জন আসামীদেরকে ইং-১৯/০১/২৪ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে দেবহাটা থানার ওসি (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক বলেন, আটককৃত ভূমিদস্যুরা ঐ এলাকায় অস্ত্রসস্ত্র নিয়ে ভূমি দখল করতে গেলে স্থানীয়রা তাদের প্রতিরোধ করে ও পুলিশকে সংবাদ দেয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ১৬জনকে দেশীয় অস্ত্রসহ আটক করে। এ ঘটনায় দেবহাটা থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির কৃতি সন্তান অতি. ডিআইজি আবু বক্কর সিদ্দিক নিজ গ্রামে গণসংবর্ধিত

আশাশুনি প্রতিনিধি:
রংপুর বিভাগের অতিরিক্ত ডিআইজি আশাশুনির কৃতি সন্তান আবু বক্কর সিদ্দিককে গণসংবর্ধনা ও প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শ্রীউলায় পুলিশ কর্মকর্তার নিজ গ্রামের নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে শ্রীউলা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দীপুর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি তার বক্তব্যে বলেন, যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিতে সুশিক্ষার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চায় মনোযোগী হতে হবে। বড় কিছু হতে হলে লক্ষ্য টাকে স্থির করতে হবে।
দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে সহায়তা করলে বিশ্বদরবারে বাংলাদেশের মাথা উঁচু হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথির সহোদর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর হিসাবরক্ষক মোঃ ফরহাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম বুলু, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বাবলু, যুবলীনেতা আলাউদ্দিন লাকী, ইউপি সদস্য নজরুল ইসলাম বাচ্চু, আবু হাসান, ইয়াছিন আলী, মোঃ আবু হাসান, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মুকুল হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু হাসান, ইউনিয়ন সেচ্ছাসেনক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রাসেল হোসেন, মেহরাব হোসেন অপি প্রমুখ।

সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠিত প্রীতি ভলিবল খেলায় অংশগ্রহণ করেন হাঁড়িভাঙ্গা ভলিবল একাদশ ও শ্রীউলা একাদশ। খেলায় ২-১ সেটে হাঁড়িভাঙ্গা একাদশ বিজয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় তীব্র শীতে ব্যাহত জীবনযাত্রা : বোরোর আবাদ সংকটাপন্ন

কে এম রেজাউল করিম দেবহাটা : সাতক্ষীরার দেবহাটা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ ঘন কুয়াশার সাথে সাথে শীতের তীব্র প্রকোপে জবুথুবু হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। সেই সাথে নষ্ট হচ্ছে মাঠের ফসল। দরিদ্ররা শীতবস্ত্রের অভাবে নিদারুন কষ্টে দিনানিপাত করছেন। সেই সাথে এ ঠান্ডায় কাহিল হয়ে শিশু ও বয়স্করা শীতবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। ঠান্ডায় ব্যহত হয়ে পড়েছে উপজেলার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, তীব্র কনকনে শীতে উপজেলায় শিশু ও বয়স্করা শীতবাহিত রোগ ডায়রিয়া, শ্বাসকষ্ট, কাশি, অ্যাজমা, জ্বর, কোল্ড অ্যালার্জি, ম্যালেরিয়া, ফাইলেরিয়া রোগে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে শীতকালীন রোগে অনেকে আক্রান্ত হয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসারত আছেন অনেকে। গত ১১ জানুয়ারী থেকে ১৭ জানুয়ারী পর্যন্ত শীতকালীন ডায়রিয়া রোগে ০৭ জন শিশু ও বয়স্ক রোগী চিকিৎসা নিয়েছেন। ৬ জন চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন আর একজন চিকিৎসাধীন আছেন।

আবহাওয়া বিভাগ বলছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সাতক্ষীরা জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। যা চলতি মাসের তৃতীয় সপ্তাহ ও চতুর্থ সপ্তাহ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বাড়তে পারে তীব্র শীত ও কুয়াশা।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে হিমেল হাওয়ার কারণে বাড়তি শীত অনুভূত হচ্ছে। এতে করে বাজারঘাট সন্ধ্যার আগেই মানুষ শূন্য হয়ে পড়ছে। খেটে খাওয়া শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ কাজে যেতে পারছেন না। সেই সাথে অনেক দরিদ্র মানুষ শীতের কাপড়ের অভাবে কষ্টে আছেন।
ভ্যানচালক আলাউদ্দিন, মোসলেম, পুটলু বলেন, গত কয়েকদিন তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতের কারণে হাট বাজার জনশূন্য থাকায় আয় রোজগার নেই বললেই চলে।
কৃষক নুর ইসলাম, আব্দুল মাজেদ জানান, ঘন কুয়াশায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ফসল নষ্ট হচ্ছে। আমাদের ধানের চারা ও ধানের পাতা পচে গিয়েছে। সেই সাথে পচন ধরছে জমিতে লাগানো ফুলকপি, পাতা কপি, লাউ, কদুসহ বিভিন্ন ফসলের। শীতের তীব্র প্রকোপ থাকায় কোন প্রতিকার মিলছে না। তাই চিন্তিত তারা।
দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফ মোহাম্মদ তিতুমীর জানান, প্রথমত আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সকল সাবধানতা অবলম্বন করতে বলেছি। বীজতলায় রাতে মেশিনের গরম পানি দিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পলিথিন দিয়ে ঢেকে রাখতে বলা হয়েছে। তীব্র শীত ও কুয়াশায় ফসলের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। ইতোমধ্যে প্রতিটি ইউনিয়ন মাঠ কর্মকর্তারা কৃষকদের সহযোগিতা করছেন। পাতা ঝরে যাওয়া রোধ, সবজি ও ফসলের পোকা আক্রমণ ঠেকাতে কৃষককে নানা রকমের পরামর্শ দেওয়া হচ্ছে।
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ এসএম সাখাওয়াত হোসেন বলেন, শীতজনিত রোগে আক্রান্ত হওয়া এড়াতে বাড়িতে শিশু ও বৃদ্ধদের বিশেষ যত্ন নেওয়ার ওপর জোর দেওয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে।
এদিকে, অসহনীয় ঠান্ডার হাত থেকে শীতার্ত এই মানুষগুলোকে রক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে বিত্তবান সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest