দেবহাটার বিস্তির্ণ এলাকা হলুদে ছেয়েছে

কে এম রেজাউল করিম, দেবহাটা : সাতক্ষীরার দেবহাটার ফসলের মাঠে যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সরিষা ফুলের সমারোহ। চারিদিকে শুধু হলুদ আর হলুদ। কৃষকেরা এবছর বোরো আবাদের আগে এই সরিষার চাষ করে নিজেদের তেলের চাহিদা মিটানোর পাশাপাশি বাড়তি টাকায় আশায় এই সরিষার আবাদ করেন। এছাড়া সরিষা থেকে তেলের পাশাপাশি সরিষার হলুদ ফুলের গন্ধে মধু সংগ্রহ করতে উড়তে দেখা যাচ্ছে মৌমাছিদের। মৌয়ালরা সরিষা ক্ষেতের পাশে বাক্স রেখে মৌমাছিদের মাধ্যমে মধু সংগ্রহ করেন।

দেবহাটা উপজেলা কৃষি অধিদপ্তরের দেয়া তথ্য মতে, চলতি বছর দেবহাটা উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে সরিষা চাষ করা হয়েছে। ২০২৩-২৪ মৌসুমে দেবহাটায় ১১ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। যেখানে গত ৫ বছর আগে চাষ হতো মাত্র ৮ থেকে ৯ হেক্টর। কয়েক বছরের ব্যবধানে সরিষার আবাদ বেড়েছে। চাষের সময় আর খরচ কম হওয়ায় সরিষা চাষ বাড়ছে। গত কয়েক বছরে নতুন নতুন জাত উদ্ভাবনের ফলে শস্যটির ফলনও আগের চেয়ে বেড়েছে। এ কারণে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে দিন দিন বাড়ছে সরিষার চাষ। মূলত সয়াবিনের উচ্চ মূল্যের কারণে ভোজ্যতেলের চাহিদা পূরণে সরিষার চাষ জনপ্রিয় হয়ে উঠেছে।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কয়েক বছরে বেশকিছু নতুন জাত উদ্ভাবন করেছে। সংস্থাটির তথ্যমতে, বিনার সরিষা হেক্টরপ্রতি গড় ফলন ১ দশমিক ৮ টন। জীবনকাল মাত্র ৮৭ দিন। বাড়তি ফলন ও কম সময়ের কারণে লাভবান হচ্ছেন কৃষকেরা।

অপরদিকে বাজারে দাম ভালো দাম পাওয়ায় সরিষা চাষে আশার আলো দেখছেন কৃষকেরা। বাজারে সরিষা ফুল ও সরিষা শাকেরও চাহিদা বাড়ছে। ফলে ফুল ও শাক বিক্রি করেও বাড়তি উপার্জন করছেন অনেকে।
দেবহাটা উপজেলার কোড়া গ্রামের কৃষক মোবারক আলী বলেন, ‘চলতি মৌসুমে ৩ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। আবহাওয়া ভালো থাকলে ১ বিঘা জমিতে প্রায় ৫-৭ মণ করে সরিষার ফলন হবে। প্রতি বিঘায় ৩-৪ হাজার টাকা খরচ হয়েছে।

দেবহাটা কৃষি উপজেলা কর্মকর্তা কৃষিবিদ শরীফ মোহাম্মদ তিতুমীর বলেন, ‘দেশের বর্তমান ভোজ্যতেলের চাহিদার শতকরা ৯০ ভাগ বিদেশ থেকে আনতে হয়। এতে বছরে প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। এ অবস্থায় দেশে ৫০ ভাগ তেল উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমাতে ৩ বছর মেয়াদী রোডম্যাপ বাস্তবায়নে আমরা কাজ করছি। তিনি বলেন, চলতি মৌসুমে ১১ হেক্টর জমিতে টরি-৭, বারি সরিষা-১৪, বিনা সরিষা- ৯ ও ১১ এবং জটাই (স্থানীয় জাতের সরিষা) এই ৪ প্রকারের সরিষার আবাদ করা হয়েছে। এবছর ১৯৯৫ টন সরিষার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে বলে এই কর্মকর্তা জানান। এছাড়া মৌ বক্সেও মাধ্যমে ১০ টর মধু সংগ্রহ হবে বলে তিনি জানান। দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান জানান, চাষীরা যাতে সহজে ঋন নিয়ে চাষাবাদ করতে পারে সেজন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া উপজেলা পরিষদের পক্ষ খেকে চাষীদেরকে বিনামূল্যে সরিষার বীজ ও সার প্রদান করা হয়েছে।

কৃষি বিভাগ জানায়, অনেকেই আমন ধান সংগ্রহের পর জমি ফেলে না রেখে সরিষা চাষ করছেন। এরপর আবার বোরো ধান রোপণ করতে পারছেন। এতে একই জমিতে বছরে তিনবার ফসল উৎপাদন হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার পারুলিয়ায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটার পারুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী বক্সের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার পারুলিয়া খাসপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী বক্স ইন্তেকাল করেছেন)(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মঙ্গলবার ১৬ জানুয়ারী নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থ অবস্থায় দুপুর ১ টা ১০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ২ মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন। বুধবার ১৭ জানুয়ারী মরহুমের রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন করা হয়। পুলিশের একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আলহাজ্ব মুজিবর রহমান, কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নিজ শিশু সন্তানকে হত্যায় পিতা ইয়াসিন আলীর তিন দিনের রিমান্ড

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামে স্ত্রীর সাথে গোলযোগের জের ধরে দ্বিতীয় শ্রেণীতে পড়–য়া নিজের শিশু সন্তান আরিফ বিল্লাহকে হত্যা করে ঘরে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত মাদকাসক্ত বাবা ইয়াসিন আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার ( ১৭ জানুয়ারী) সাতক্ষীরা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াউর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৫ জানুয়ারি শুক্রবার ভোর রাতে সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই দিনই ঘাতক পিতা ইয়াসিন আলী গাজীকে আটক করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই অভিক বড়াল গত ৭ জানুয়ারী তিন দিনের রিমান্ড আবেদন জানালে আদালত আজ বুধবার শুনানি শেষে তা মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই অভিক বড়াল জানান, ঘাতক ইয়াসিন আলী একজন মাদকাসক্ত ব্যক্তি। তার নামে থানায় মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। মাদক সেবনকে কেন্দ্র করে তার স্ত্রী রোকেয়া খাতুনের সাথে তার প্রায়ই ঝগড়াঝাঁটি হতো।

গত দুই সপ্তাহ আগেও ইয়াসিন গাজীর সাথে তার ঝগড়া হয়। এ ঘটনার পর তার স্ত্রী তার শিশু সন্তান আরিফকে নিয়ে তার বাবার বাড়ি ধুলিহর গ্রামে চলে যান। গত ৪ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে তার স্বামী ইয়াসিন আলী গাজী তার বাবার বাড়ি যেয়ে তার শিশু সন্তান আরিফকে ধলবাড়িয়া গুচ্ছ গ্রামে তার নিজ বাড়িতে নিয়ে আসে। এরপর শুক্রবার ভোর রাতে সে তার শিশু সন্তাান আরিফ হোসেনকে হত্যার পর নিজের ঘরে আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ইয়াসিন আলী গাজীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। এরপর ঘাতক ইয়াসিন আলীর স্ত্রী রোকেয়া খাতুন ওই দিনই বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গত ৭ জানুয়ারী তিনি তিন দিনের রিমান্ড আবেদন জানালে আদালত আজ ১৭ জানুয়ারী বুধবার শুনানি শেষে তা মঞ্জুর করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নারীর অশ্লীল ভিডিও ধারন: গ্রেফতার হওয়া বাপ্পির তিন দিনের রিমান্ড

নিজস্ব প্রতিনিধি :
বিভিন্ন প্রলোভনে নারীর অশ্লীল স্থির চিত্র ও অশ্লীল ভিডিও ধারনের অপরাধে গ্রেফতার হওয়া যুবক বাপ্পিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

১৭ জানুয়ারি সাতক্ষীরা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াউর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। গত ১৪ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এর প্রেক্ষিতে শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
মারুফ হোসেন বাপ্পী(২৬) সাতক্ষীরা পৌর এলাকার মুনজিতপুর গ্রামের আনোয়ারুল ইসলামের পুত্র। গত ১৩ জানুয়ারি সদর থানা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মারুফ হোসেন বাপ্পী নারকেলতলা এলাকার বিশ^বিদ্যালয় পড়–য়া একছাত্রীকে হোয়াটস এ্যাপে বিভিন্ন ম্যাসেজ দিয়ে বিরক্ত করে। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে তল্লাশী করে দেখা যায় তার কাছে বিভিন্ন নারীদের অশ্লীল ছবি, ভিডিও পাওয়া যায়। বাপ্পি ঢাকার একটি বেসরকারি কলেজে বিবিএ পড়াশোনা করলেও নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে প্রতারণা করতেন। তার কাছ থেকে দুইটি স্মার্ট ফোন ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়।

এঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে সদর থানায় পর্ণগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেছেন। এর প্রেক্ষিতে গত ১৪ জানুয়ারি রিমান্ডের জন্য আবেদন করেন তিনি। বুধবার রিমান্ড শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর আদালত। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সিটি কলেজের সভাপতি হলেন আগরদাড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন

সাতক্ষীরা সিটি কলেজের সভাপতি হয়েছেন আগরদাড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন।

১৬ জানুয়ারি ২০২৪ তারিখে জাতীয় বিশ^বিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত একপত্রে কবির হোসেন কে সভাপতি এবং তাপস কুমার আচার্যকে বিদে্যুাৎসাহী করে পত্র প্রদান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে জাল নোটসহ প্রতারক জামাই-শ^শুর আটক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে চার হাজার টাকা মূল্যের জাল নোটসহ জনতার হাতে একটি প্রতারক চক্রের দুই সদস্য আটক। আটক দু’জন সম্পর্কে জামাই-শশুর। তাদের কাছ থেকে চার হাজার টাকা মূল্যের জাল নোট জব্দ করা হয়েছে।
সোমবার রাতে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীফলকাটি এলাকায় এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান জি.এম শোকর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক দুজনই প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন।

আটকরা হলেন- শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামের ইমাম আলী গাজীর ছেলে মনসুর আলী গাজী ও কালিগঞ্জ বাজার গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে মিজানুর রহমান।

তিনি জানান, ঈশ্বরীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীফলকাটি গ্রামের রবিউল ইসলামের স্ত্রী আসমা বেগমের নিকট থেকে ভেড়া ক্রয়ের সময় জাল টাকা প্রদান করার সময় স্থানীয়দের হাতে আটক হয় দুই প্রতারক। পরে আমাকে খবর দিলে সেখানে পৌঁছে ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানাকে অবহিত করলে শ্যামনগর থানার এসআই পিংকু ঘটনাস্থলে এসে তাদের আটক করে।

এ ঘটনা এর আগেও তারা এখানে ঘটিয়েছে উল্লেখ করে তিনি জানান, তারা এই প্রতারক চক্র এর আগেও একই স্থান থেকে জাল টাকা দিয়ে ভেড়া কিনে নিয়ে গিয়েছে। গ্রামের সহজ-সরল মহিলাদের টার্গেট করে তারা এই প্রতারণা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে শ্যামনগর থানার এসআই পিংকু মন্ডল জানান, ঈশ্বরীপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যানে খবরে শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদের নির্দেশে ঘটনাস্থল থেকে চার হাজার টাকা মূল্যের জাল নোটসহ দুইজন প্রতারককে আটক করা হয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা -২ আসনে নব নির্বাচিত এমপি আশু’র গণ সংবর্ধনা

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা সদর-২ আসনে নব নির্বাচিত এমপি’র গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর ২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু।

জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্ব সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখে, জলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম। এ সময় সেখানে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, জেলা জাতীয় পার্টির সহ সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, জেলা পরিষদ সদস্য শাহনাজ পারভীন মিলি,তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নজরুল ইসলাম প্রমুখ।

নবনির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু এসময় সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিক ছাড়া আর কোন অপশক্তির কর্তৃত্ব চলবে না বলে মন্তব্য করে বলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃত্ব যাতে সাংবাদিকদের হাতেই থাকে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সাতক্ষীরায় যে কয়টি প্রতিষ্ঠান ও সংস্থায় এতদিন দূর্নীতি ও অপশাসন চলেছে তা শীঘ্রই বন্ধ করা হবে।
তিনি বলেন, সাতক্ষীরা চেম্বার অফ কমার্সের অচলাবস্থা করে সন্ত্রাসী আখড়ায় পরিণত করা হয়েছে। কার শক্তির বলে চেম্বার অফ কমার্স দখল করে রাখা হয়েছে। চেম্বার অব কমার্স প্রকৃত ব্যবসায়ী নেতাদের হাতে ছেড়ে দিতে হবে। ভোমরা স্থলবন্দরে টাকার বিনিময়ে বিভিন্ন পকেট কমিটি করে ব্যবসা-বাণিজ্য ধ্বংস করা হয়েছে।

ভোমরা বন্দরে যাতে ব্যবসায়ীরা নির্বিঘেœ ব্যবসা বাণিজ্য করতে পারে সে দিকে নজর দিতে হবে। আধুনিকায়ন করতে হবে এ বন্দরকে। সাতক্ষীরা আইনজীবী সমিতিতে যারা নেতৃত্ব দিতে পারে তাদেরকে বসাতে হবে। সুন্দরবন টেক্সটাইল মিলকে পুনরায় চালু করতে হবে, রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে, যুব সমাজকে বেকারত্ব মুক্ত করতে হবে এবং সাতক্ষীরা থেকে দুর্নীতি বিতাড়িত করতে হবে। তিনি এসময় গত ৭ জানুয়ারি সাতক্ষীরায় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য নির্বাচন কমিশন, সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ ও জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতৃবৃন্দ এ সময় নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় স্থানীয় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এ্যাডভোকেসি সভা

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে স্থানীয় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৬ জানুয়ারী, ২৪ ইং সকাল ১১টায় উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আশার আলোর আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক।

শুভেচ্ছা বক্তব্য দেন আশার আলোর নির্বাহী পরিচালক জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ এসএম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মফিজুল ইসলাম ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সম্পাদক রফিকুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আশার আলো এনজিওর মেডিকেল অফিসার ডাক্তার আরাফাত হোসেন, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিমুজ্জামান ও কুলিয়া ইউনিয়নের ইউপি সদস্যগণ ও সুধীজন ব্যক্তিরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest