সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া ধরার অপরাধে ১০ জেলে আটক: দুই লাখ টাকায় মুক্তি

নিজস্ব প্রতিনিধি ঃ প্রজনন মৌসুমে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীন অরণ্যে কাঁকড়া ধরার অপরাধে মালামালসহ ১০ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। মঙ্গলবার ভোর ৬টার দিকে সুন্দরবনের নোটাবেকী অভয়ারন্য এলাকা থেকে উক্ত জেলেদের আটক করা হয়। আটককৃত জেলেদের কাছ থেকে পরে বন আইনে দুই লাখ টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়।

আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের আবু সাইদ, আজিকুল ইসলাম, মহসীন মোল্যা, আবুল কালাম, আরাফাত হোসেন, রিকাব আলী, মোজাফ্ফার মোড়ল, আবু হানিফ ও বিল্লাল হোসেন।

বনবিভাগের সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গভীন অরণ্যে প্রজনন মৌসুমে কয়েকজন জেলে কাকড়া আহরন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সুন্দরবনের নোটাবেকী অভয়ারন্য এলাকার একটি নদীতে অভিযার চালান। এ সময় সেখান থেকে উক্ত ১০ জেলেকে আটক করা হয়। এ সম জব্দ করা হয় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা ও ৪’শ কেজি মা কাঁকড়াসহ অন্যান্য মালামাল। জব্দকৃত কাঁকড়া গুলো এসময় নদীতে অবমুক্ত করা হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত জেলেদের বন আইনে দুই লাখ টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঝাউডাঙায় ৪ দিনবাপি কালীপুজা ও পৌষ সংক্রান্তি  উৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ঝাউডাঙা শ্রী শ্রী শ্মশান কালীপুজা ও পৌষ সংক্রান্তি উৎসব -২০২৪ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় ঝাউডাঙা শ্মশান মন্দির প্রাঙ্গনে এর উদ্বোধন করেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক বিশ্বানাথ ঘোষ।

এর আগে দুপুর ১২টায় শ্মশান মন্দির প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী জগন্নাথ মন্দির, কালিমন্দির, কার্তিক ঘোষের রাইস মিল হয়ে শ্মশান মন্দিরে ফিরে আসে।

ঝাউডাঙা শ্রী শ্রী শ্মশান মন্দির ও পৌষ সংক্রান্তি উৎসব-২০২৪ উদযাপন কমিটির অন্যতম সদস্য রাজু ঘোষ জানান, শ্রী শ্রী শ্মশান কালীপুজা ও পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে প্রতি বছরের ন্যয় সোমবার থেকে চার দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিন সোমবার দুপুর ১২টায় র‌্যালি শেষে পুজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত পুজা শেষে প্রসাদ বিতরণ করা হয়। রাত ৭টায় ভাগবত আলোচনা করবেন দিবাকর ভট্টাচার্য।

মঙ্গলবার দুপুর ১২টায় মন্দির চত্বরে পদাবলী কীর্তণ পরিবেশন করবেন কালিগঞ্জের পার্বতী অধিকারী ও গৌর সুন্দর অধিকারী।

বুধবার বিকেল তিনটায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। রাত ৮টায় পাটকেলঘাটা নাট্য সংস্থা আয়োজিত “লাল বাবু জগৎ শেঠ” ধমীয় যাত্রাপালা অনুষ্ঠিত হবে।

বৃহষ্পতিবার বিকেল তিনটায় শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাত ৭টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ঝাউডাঙা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নব নির্বাচিত সাংসদ মোঃ আশরাফুজ্জামান আশু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবু। এ ছাড়া উপস্থিত থাকবেন আওয়ামী লীগ নেতা শওকত হোসেন, আব্দুর রশিদ, শাহজাহান কবীরসহ স্থানীয় মহাজোটের নেতৃবৃন্দ।

রাত ৮টায় ঝাউডাঙা জয় জগন্নাথ নাট্য সংস্থা আয়োজিত “ বেদের মেয়ে জ্যো¯œা” মঞ্চস্ত হবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সভা

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এম এনামুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় বিগত সভার সিদ্ধান্ত সমুহ পাঠ করেন সভাপতি। সভায় আগামী ৫ই ফেব্রয়ারি থেকে নির্বাচনী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা বাকশিসের আওতায় যে সকল কলেজ গুলো আছে সব কলেজ গুলো তে বাকশিস এর প্রশ্ন পত্রে পরীক্ষা নেওয়া হবে সিদ্ধান্ত হয়।

বক্তব্য রাখেন অধ্যক্ষ এ আর এম মোবাশ্বেরুল হক জ্যোতি, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যক্ষ বিধান সাধু, অধ্যক্ষ মাহবুবুর রহমান, উপাধ্যক্ষ আলতাফ হোসেন, অধ্যাপক নুর মোহাম্মদ, পাড় অধ্যাপক মহিউদ্দিন অধ্যাপক অমিত চক্রবর্তী, অধ্যাপক সফিউর রহমান, অধ্যাপক ইদ্রিস আলী, প্রভাষক বাসুদেব সিংহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন জেলা বাকশিসের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় আহত – ৩

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে মোটরসাইকেলের ধাক্কায় ইঞ্জিন ভ্যানের চালক ও যাত্রীসহ ৩জন আহত হয়েছে।

সোমবার দুপুরে দিকে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন ভ্যানচালক আশাশুনি সদরের আবু সাঈদ এর ছেলে মোঃ আব্দুল্লাহ (১৮), যাত্রী পাইথালী গ্রামের মৃত ছাব্বুর গাজীর ছেলে মফিজুর রহমান ও মোঃ রুহুল আমিন সরদারের ছেলে সাদ্দাম সরদার (৩০)।

উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল জানান, মাহেশ্বরকাঠি থেকে একটি ইঞ্জিনভ্যান যাত্রী নিয়ে পাইথালির দিকে যাচ্ছিলেন।

ইঞ্জিন ভ‍্যানটি চিলিডাঙ্গা মেইন সড়ক থেকে ডাইনে মোড় নেওয়ার সময় সাতক্ষীরা থেকে দ্রুতগামী একটি (সাতক্ষীরা হ: ১৪-৬২৭৯) মোটরসাইকেল এসে ভ‍্যানের পিছনে ধাক্কা মারে।

খবর পেয়ে আহতদের উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ইঞ্জিন ভ্যান চালকের বাম পা ভেঙ্গে গেছে বলে ফায়ার সার্ভিসে কর্মকর্তা জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় মোটরসাইকেল ও বাইসাইকেলে মুুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা তালায় মোটরসাইকেল ও বাইসাইকেলে মুুখোমুখি সংঘর্ষে অভি কুমার দে (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত অভি পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমার দের ছেলে ও তালা সরকারী কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
ঘটনাটি ১৪ জানুয়ারি বেলা ২টার দিকে উপজেলা সাতক্ষীরা- খুলনা মহাসড়কে ভৈরবনগর এলাকায় ঘটেছে।
সংঘর্ষের ঘটনায় মোটর সাইকেলে থাকা নিহতের দুই বন্ধু গুরুত্বর আহত হন।

আহতরা হলেন, কুমিরার কদমতলা এলাকার কাঠ ব্যাবসায়ী আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন (২০) ও খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মন্ডলের ছেলে শিমুল মন্ডল (২১)। আহতরা বর্তমানে সাতক্ষীরা সিভি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

প্রতক্ষদর্শী কুমিরা ইউপি সদস্য মফিদুল ইসলাম ও খলিষখালী এলাকার প্রবীর মল্লিক জানান, বেলা ২টার দিকে তিন বন্ধু ইয়ামা এফ জেড মোটর সাইকেল যোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা- খুলনা মহাসড়কের ভৈরব নগর এলাকায় আসলে বাইসাইকেলটি রাস্তাপার হওয়ার সময় মোটরসাইকেলের সাথে মুুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন অভি। পরে স্থানীয়রা শিমুল ও আসিফকে উদ্ধার করে সাতক্ষীরার সিভি হাসপাতালে পাঠান। বর্তামানে আহতরা সাতক্ষীরা সিভি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের সাথে স্বপ্নসিঁড়ির মতবিনিময়

সাতক্ষীরার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম এর সাথে মতবিনিময় করেছেন প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ি, সাতক্ষীরার সদস্যরা।

শনিবার সকালে চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন পিপি এড. ওসমান গণি, এমআর পরিবহনের চেয়ারম্যান শেখ নুরুল হক, স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দীন রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক সেলিম হোসেন প্রমুখ।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলামকে সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তুলে ধরা হয়।

তিনি মানুষের কল্যানে কাজ করার আহবান জানান। এ সময় সংগঠনের ২০২৪ সালের ক্যালেন্ডার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন প্রলোভনে নারীর অশ্লীল স্থিরচিত্র ও ভিডিও ধারণের অভিযোগ রয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া ঈদগাহর সামনের সড়ক থেকে পূর্বপরিকল্পিত ভাবে ফাঁদ পেতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মারুফ হোসেন বাপ্পী (২৬)। সে সাতক্ষীরা পৌর এলাকার মুনজিতপুর গ্রামের মৃত আনোয়ারুল ইসলামের পুত্র।

সম্প্রতি দেশের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রীকে ফাঁদে ফেলার চেষ্টা করে ওই যুবক। বিগত ২৫ ডিসেম্বর ২০২৩ তারিখে ওই ছাত্রীর পিতা সাতক্ষীরা সদর থানায় প্রতিকার চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন। একই সাথে প্রতারক ওই যুবককে ধরতে পুলিশের সাথে পরামর্শক্রমে সুকৌশলে ফাঁদ পাতা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ^বিদ্যালয়ে পড়ুয়া ওই ছাত্রী জানান, প্রথমে টেলিগ্রাম অ্যাপে এবং পরবর্তীতে হোয়্যাটস্অ্যাপ ম্যাসেঞ্জারে তাকে এবং তার বন্ধুদেরকে এ.আই দ্বারা প্রস্তুতকৃত কিছু কুরুচিপূর্ণ ছবি দিয়ে ব্ল্যাকমেইলের চেষ্টা করে গ্রেফতারকৃত মারুফ হোসেন বাপ্পী।

এঘটনায় ওই ছাত্রী ও তার পরিবার পুলিশের সাথে পরামর্শক্রমে বহু অপরাধের হোতা ওই যুবককে ধরতে সুকৌশলে বিশেষ ফাঁদ পাতে। প্রথমে তার ব্যবহারিত হোয়্যাটস্অ্যাপ নাম্বারের তথ্য যাচাই করে দেখা যায় সে সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রাণালয়ের এক প্রশাসনিক কর্মকর্তার নামে রেজিষ্ট্রেশন করা মোবাইল নাম্বার ব্যবহার করে এমন প্রতারণা করেছে। পরে সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রাণালয়ের সেই প্রশাসনিক কর্মকর্তার সাথে যোগাযোগ করে জানা যায় তার একজন নিকট আত্মীয়ও ওই প্রতারক যুবকের দ্বারা বø্যাকমেইলের স্বীকার হয়েছেন এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে তার সেই নিকট আত্মীয়ের কাছ থেকে তার নামে নিবন্ধন করা মোবাইল সিম হাতিয়ে নিয়ে দীর্ঘদিন বন্ধ রাখার পর আবার চালু করে এমন অপকর্ম শুরু করে ওই যুবক।

বিশ^বিদ্যালয়ে পড়ুয়া ওই ছাত্রী আরও জানান, তার পাতা ফাঁদে পা দিয়ে গত ১২ জানুয়ারি ঢাকা থেকে সাতক্ষীরায় আসে ওই যুবক। পরবর্তীতে পূর্বপরিকল্পিতভাবে তার পরিবার এবং স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিমের এডমিন শেখ মাহবুবুল হক জানান, মারুফ হোসেন বাপ্পী সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসক পরিচয় দিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতেন। পরে তাদের কাছ থেকে ভিডিও কলে বা হোয়াটসএ্যাপ-ম্যাসেঞ্জার-টেলিগ্রামে ন্যুড ছবি সংগ্রহ করতেন। সুবিধামতো সময়ে তাদেরকে ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে অর্থ হাতিয়ে নিতেন। কখনও কখনও তাদেরকে শয্যাসঙ্গী হতে বাধ্য করতেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এস.আই মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত বাপ্পী ‘ডা. আরমান হোসন নিলয়’ হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বিভিন্ন নারীদের অন্তরঙ্গ মুহুর্তের ছবি ধারণ করে পরে তাদের সাথে প্রতারণা করতেন। কখনও অর্থ হাতিয়ে নিতেন, আবার কখনও শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করতেন। সম্প্রতি সদর থানায় দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। একাধিক আইডি ও অন্যের নামের মোবাইল সিম ব্যবহার করে তিনি প্রতারণার সাম্রাজ্য গড়ে তোলেন। পুলিশ তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করে তা থেকে একাধিক নারীর অশ্লীল ছবি জব্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই ছাত্রীর পিতা বাদী হয়ে গ্রেপ্তারকৃত বাপ্পীর বিরুদ্ধে ২০১২ সালে প্রণিত পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১),/৮(৫)(ক) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১২। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর ইউসিসিএ নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লিমিটেড (ইউসিসিএ) এর কমিটি গঠন উপলক্ষে নির্বাচন সম্পন্ন হয়েছে। ১১জানুয়ারি বিনাপ্রতিদ্বন্দ্বীতায় উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্বপন কুমার শীল, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো: জেহের আলী।

এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বী নির্বাচিত সদস্যরা হলেন-অসিত কুমার মন্ডল, মো: মাহমুদ আলী গাজী, মো: রাহাতুল্লাহ সরদার, মো: হাবিবুর রহমান, তহমিনা মোসলেম ও অর্চনা দে।
নির্বাচন কমিটির সভাপতি মো: করিমুল ইসলাম, সদস্য মো: আবু তালেব ও মো: নজরুল ইসলাম কর্তৃক যৌথ স্বাক্ষরিত একপত্রে সাতক্ষীরা সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লিমিটেডের (ইউসিসিএ) কমিটি ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি স্বপন কুমার শীল বলেন, সমবায়ীদের আর্থ-সামাজিক উন্নয়ন করাই আমার লক্ষ্য।

আমি সমবায়ীদের সেবার ব্রত নিয়েই নির্বাচনে অংশ নিয়েছিলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া এ প্রতিষ্ঠানটি দেশের ক্ষুদ্র প্রান্তিক জনগোষ্ঠীর সমৃদ্ধি দরজা মুক্ত করেছে। অদক্ষ এবং আধা দক্ষ জনগোষ্ঠী এ প্রতিষ্ঠানের সেবা নিয়ে স্বাবলম্বী হচ্ছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest