সর্বশেষ সংবাদ-
সাউথ-এশিয়ান পিপলস ডায়ালগে জলবায়ু সংকট মোকাবিলায় এগ্রোইকোলজির গুরুত্বারোপগ্রীন টিভির সাতক্ষীরা প্রতিনিধি হলেন মীর খায়রুলস্থানীয় জাতবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণে নেপালের পারমাকালচারের প্রতিনিধি দলসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাসাতক্ষীরায় জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় ইসলামী সংগীত পরিবেশন : পুলিশ সদস্য মহিবুল্লাহ বরখাস্তসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও তার ছেলেকে কারাগারে প্রেরণসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি  লতিফ ও তার ছেলে রাসেল আটকসাংবাদিক মোমিনের সুস্থ্যতা কামনায় সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতিশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দসাতক্ষীরায় ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছোঁড়া বিস্ফোরক দ্রব্যে আহত-২

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পুষ্টি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৫ নভেম্বর সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ ইকবাল।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এমএএইচ মঈনুল হাসান, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা জগস্ময় বিশ্বাস, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস কুমার, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল,

সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, সরকারী কেবিএ কলেজের প্রভাষক জি.এম আসাদুজ্জামান, ইউপি সদস্য নজরুল ইসলাম, কমিউনিটি ক্লিনিকের সাপোর্ট গ্রুপের সভাপতি মোঃ সালাহউদ্দিন, আশার আলোর প্রতিনিধি আল আমিন, আইডিয়ালের প্রতিনিধি সমরেশ কুমার, সফল প্রকল্পের প্রজেক্ট অফিসার মশিয়ার রহমান প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী। সভায় জানানো হয়, সরকারী ২২টি দপ্তরের সমন্বয়ে গঠিত পুষ্টি কমিটির মাধ্যমে সকল মানুষের পুষ্টি নিশ্চিতে কাজ করা হচ্ছে। খাদ্য উৎপাদন, খাদ্যের নিরাপত্তা, নির্দিষ্ট পরিমানে খাওয়া, শিশুদের খাদ্য গ্রহনে সতর্কতা অবলম্বন গ্রহনের সাথে সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি বিষয়ে বিষদ আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি :
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে আত্মসমর্পনকৃত বনদস্যুদের পুনরায় তৎপর হওয়ার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যাপী ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুন্দরবন পশ্চিম বনবিভাগের মৎস্যজীবিদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বনজীবি ও তাদের পরিবারসহ উপকুলীয় জনপদের নানা শ্রেনী পেশার মানুষ বক্তব্য রাখেন।

সুন্দরবনের উপর নির্ভরশীর মৎস্যজীবি আজিবর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াত দলীয় সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, বিএনপি সভাপতি আব্দুল ওয়াহেদ, মৎস্যজীবি আমজাদ হোসেন, ফজলুর রহমান, মোশারফ হোসেন, আব্দুস সাত্তার, ফজলুর রহমান(২) প্রমুখ।

মানববন্ধনে অংশ নেয়া বনজীবিরা বলেন গত আট/নয় সপ্তাহ ধরে সুন্দরবনে আবারও দস্যু তৎপরতা শুরু হয়েছে। ইতিপুর্বে র‌্যাব-এর হাতে অস্ত্র সমর্পন করে আত্মসমর্পনকারী মজনুসহ মিলন পাটোয়ারী ও আলিম নিজ নিজ বাহিনী নিয়ে সুন্দরবনে যাওয়া জেলেদের মুক্তিপনের জন্য অপহরণ করছে। প্রতি গোনে অসংখ্য জেলেকে জিম্মি করে মাথাপিছু ২০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করা হচ্ছে। এমনকি মুক্তিপণের টাকা দিতে বিলম্বের কারনে জিম্মি জেলেদের গভীর বনের মধ্যে আটকে বেপরোয়া শাররীক নির্যাতন করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

দ্রæত সময়ের মধ্যে পুনরায় দস্যু তৎপরতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার মাধ্যমে নির্ভরশীল জেলেদের সুন্দরবনে যাতায়াত নির্বিঘœ করতে তারা মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে নিরুপায় জেলে পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুনের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা, র্যাব প্রধানসহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন বলেন, সম্প্রতি বনবিভাগের সহায়তায় বনদস্যুদের কবল থেকে জিম্মি ১০ জেলেকে উদ্ধার করা হয়। যথাযথ কতৃপক্ষের নিকট স্মারকলিপি পৌছে দেয়ার প্রতিশ্রæতি দিয়ে তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি আলোচনার পর ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকায় ৫৮ জন তরুণ-তরুণী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৫৫ জন এবং নারী তিনজন রয়েছেন। এছাড়া আরও ছয় প্রার্থী অপেক্ষায় রয়েছেন।

সোমবরা ভোর রাত দুইটার দিকে পুলিশ লাইন্স ড্রিলসেডে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশের পর তাদেরকে অভিনন্দন জানান, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এ সময় খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীসহ তাদের অভিভাবকরা। আবেদন ফি ১২০ টাকা ছাড়া আর কোনো টাকা না লাগায় পুলিশ সুপারের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত সবার এসময় হৃদয় ছুঁয়ে যায়।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সম্পূর্ণ যোগ্যতা ও মেধার ভিত্তিতে আপনারা সবাই আজ এ জায়গায় এসেছেন। পুলিশকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের এ নিয়োগ অন্যতম একটি ধাপ। আপনাদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

তিনি আরো বলেন, পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় সাতক্ষীরা জেলার প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা সম্পূর্ণ তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন।

এ সময় নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই শ্লোগানে সাতক্ষীরায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও মানবাধিকার পক্ষ দিবস উপলক্ষে সাতক্ষীরা মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৫ নভেম্বর) সকালে ১৫ সংগঠনের শতাধিক নারী পুরুষের সমন্বয়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যান ব্যানার্জি, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা পূলক চক্রবর্তী, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব দত্ত, সিডো’র পরিচালক শ্যামল বিশ্বাস, ওয়ান স্টপ সার্ভিসের আব্দুল হাই সিদ্দীকি, হেড এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, চুপড়িয়া মহিলা সংস্থার মরিয়ম মান্নান প্রমুখ।

বক্তারা এসময় নারী ও শিশু নির্যাতন বন্ধে আইনের যথাযথ প্রয়োগসহ জনসচেতনতার প্রতি জোর দিয়ে বলেন, সাতক্ষীরা জেলাতে বাল্য বিবাহ আশংকাজনক হারে বেড়ে গেছে যা বন্ধ করতে প্রশাসনের পাশাপাশি বেসরকারী সংস্থাগুলির কার্যকর ভুমিকা প্রয়োজন।

মানববন্ধন থেকে বক্তারা এসময় নারীর প্রতি সকল প্রকার হয়রানি, নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং প্রতিকারে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেয়া, নারীর উপর যেকোনো ধরনের সহিংসতা সংঘটনকারী ব্যক্তি ও তার আশ্রয়-প্রশ্রয় দানকারীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কঠোর ব্যবস্থা নেয়া, নারী নির্যাতনের প্রতিটি ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করা, নারী নির্যাতনের কোন ঘটনা ঘটতে দেখলে বা শুনলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জানানো এবং জন-প্রতিরোধ গড়ে তোলা, সংবাদ মাধ্যম গুলো নারীর প্রতি অধিকতর সংবেদনশীল থেকে নিরপেক্ষ ও সত্য সংবাদ প্রকাশ করা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীগন ঘটনার শিকার নারীকে হেয় ও প্রতিপন্ন না করে ঘটনা সংঘটনকারীকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে সহায়তা করা, ঘটনার ছবি বা ভিডিওচিত্র প্রকাশ ও প্রচারে দায়িত্বশীল হওয়া যাতে ওই নারী ও তার পরিবারকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হতে না হয়, এসব দাবি সমুহ তুলে ধরেন তারা।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ৮৯ টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছে পুলিশ। একই সময়ে বিকাশ ও নগদের ভুল নাম্বারে চলে যাওয়া ৮১ হাজার টাকাও মালিকদের কাছে ফেরত দেন।

সোমবার সাতক্ষীরা পুলিশ লাইস্ এর ড্রিল সেডে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন ও টাকা ফেরত দেওয়া হয়।

এসময় সাতক্ষীরা পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর সার্কেল মীর আসাদুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, সাতক্ষীরায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যাত্রা শুরুর পর থেকে এপর্যন্ত ১৩৪০ টি হারানো মোবাইল এবং ৩৬লক্ষ ৬৪ হাজার ২৪০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির চাপড়ায় মাটি চাপা পড়ে জামিরুল ইসলাম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে মরিচ্চাপ নদের চাপড়া এলাকায় এ ঘটনা ঘটে। জামিরুল ইসলাম উত্তর চাপড়া গ্রামের মামুদ আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, , জামিরুল, তার ভাই ইমামুল ও চাচাতো ভাই আনারুলসহ আরো অনেকে চাপড়া হিন্দোল যুব সংঘের মাঠ সংলগ্ন এলাকায় মরিচ্চাপ নদীর খননকৃত মাটি কাটার কাজ করছিলেন। এক পর্যায়ে স্তুপ করা মাটি ধ্বসে পড়লে জামিরুল মাটি চাপা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মাটি সরিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামিরুলকে মৃত বলে ঘোষণা করেন।

আশাশুনি থানার ওসি নজরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক :
শপথের সম্মান বজায় রেখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে সবাইকে সঙ্গে নিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতেও প্রস্তুত বলে মন্তব্য করেছেন নতুন সিইসি।

নবগঠিত নির্বাচন কমিশনের শপথগ্রহণ শেষে রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি নাসির উদ্দীন। এসময় এক প্রশ্নের জবাবে সিইসি একথা বলেন।

নতুন সিইসি বলেন, ‘শপথ যেটা নিয়েছি। শপথের সম্মান রাখতে চাই। শপথ সমুন্নত রাখবো। এই দায়িত্বকে জীবনের বড় সুযোগ হিসেবে দেখছি। জাতির জন্য কিছু করতে এটা বড় সুযোগ।’

‘দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দেশের মানুষ আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন।’

তাই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নবগঠিত নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে সিইসি বলেন, ‘আমাদের দক্ষ টিম রয়েছে, আমরা আত্মবিশ্বাসী। গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্ধপরিকর।’

তবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান ইসির একার বিষয় নয় মন্তব্য করে নাসির উদ্দীন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

নির্বাচন করতে গেলে বিদ্যমান ব্যবস্থায় কিছু সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে সিইসি বলেন, ‘সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন করে দিয়েছেন। তারা কাজ করছেন। ডিসেম্বরের মধ্যে তাদের সুপারিশ পেশের জন্য বলা হয়েছে। সংস্কার কমিশনের সুপারিশ এলে প্রয়োজন অনুযায়ী তা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক দলগুলো ভোটাধিকার নিয়ে দাবি জানিয়ে আসছে। আমরা তাদের সঙ্গে পাবো। এছাড়া নতুন প্রজন্ম ভোট দিতে মুখিয়ে আছে। তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।’

এক প্রশ্নের জবাবে তার চাকরি জীবনে বহু চ্যালেঞ্জ মোকাবেলা করার উল্লেখ করে সাবেক সচিব নাসির উদ্দীন বলেন, ‘নির্বাচন কমিশনেও সংশ্লিষ্ট সবাইকে নিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করব।’

এর আগে নবগঠিত নির্বাচন কমিশনের সিইসি ও চার নির্বাচন কমিশনারকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা।

শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিগণ, নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটির সদস্যবৃন্দ, নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হলেন— সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেসবিজ্ঞপ্তিঃ বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরা জেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউস্নিল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। পদাধিকার বলে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সভাপতি নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ জন সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। ৪১ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্পাদক পদে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার পল্টু ১৭ ভোট পান।কমিশনার পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল মাজেদ নিকটতম প্রতিদ্বন্দী পেয়েছেন ১৩ ভোট। কোষাধক্ষ পদে কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুহুল আমিন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ স্বপন কুমার মিত্র পেযেছেন ১৪ ভোট। বিনা প্রতিদ্বন্দিতায় যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন অনুপ কুমার ঘোষ। নির্বাচন পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। এ সময় উপস্থিত ছিলেন স্কাউটস এর জাতীয় নির্বাহী কমিটির আঞ্চলিক প্রতিনিধি মো: আবু হান্নান এলটি, ও সহকারী পরিচালক বাংলাদেশ স্কাউট সাতক্ষীরা মো: জামাল উদ্দীন এলটি সহ আরও অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest