নাশকতার মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির দুই নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :
নাশকতার মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আটক আবুল হাসান হাদী সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য এবং জেলা যুবদলের সাবেক সভাপতি। এছাড়া এড. কামরুজ্জামান ভুট্টো জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। রোববার রাতে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে নাশকতার মামলা ছিলো। সেই মামলায় তাদের কে গ্রেফতার করা হয়েছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ৪টি আসনে নৌকা : ১টিতে লাঙ্গল বিজয়ী

নিজস্ব প্রতিনিধি :

শান্তিপূর্ণ পরিবেশে সাতক্ষীরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাতক্ষীরা ০১ আসনে ১লক্ষ ৪৪ হাজার ০৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ দিদার বখত পেয়েছেন ১৮ হাজার ৫৫৩ ভোট।

সাতক্ষীরা ০২ আসনে ৮৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জোটের লাঙ্গল প্রতিকের প্রার্থী আশরাফুজ্জামান আশু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মীর মোস্তাক আহমেদ রবি পেয়েছেন ২৭ হাজার ৪৪৭ ভোট।

সাতক্ষীরা ০৩ আসনে নৌকার প্রার্থী ডা: আ ফ ম রুহুল ১ লক্ষ ৫৬ হাজার ১৪৬ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলিফ হোসেন লাঙ্গল প্রতিকে ১১ হাজার ২৭৯ ভোট।

সাতক্ষীরা ০৪ আসনে নৌকার প্রার্থী আতাউল হক দোলন ১লক্ষ ৩৬ হাজার ৩৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নোঙর প্রতিকের প্রার্থী এইচ এম গোলাম রেজা পেয়েছেন ৩৮ হাজার ০৮৮ ভোট। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে আগুনে ভস্মিভূত নৌকা প্রতীকের নির্বাচনী অফিস

নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ থানা এলাকায় অবস্থিত নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে দেয়া আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে নির্বাচনী অফিস ও পাশের দু’টো ব্যবসা প্রতিষ্ঠান। ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে।

নৌকার নির্বাচনী অফিসের তত্ত্বাবধায়ক সুলতান আহমেদ জানান, সম্ভবত শনিবার ভোর ৫টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা থানার সন্নিকটে অবস্থিত নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন জ¦লতে দেখে স্থানীয়রা নেভানোর চেষ্টার পাশাপাশি কালিগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই অফিসের আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ভস্মিভূত হয়ে যায়। অগ্নিকান্ডে রাজ টেলিকম ও এশিয়া স্টীল এন্ড থাই এ্যালূমিনিয়াম নামক দু’টি ব্যবসা প্রতিষ্ঠানও আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান তিনি।

খবর পেয়ে সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এসএম আতাউল হক দোলনসহ তার নেতাকর্মীরা শনিবার দুপুর ১টার দিকে ঘটনাস্থলে আসেন।

এসময় এসএম আতাউল হক দোলন বলেন, নৌকার বিজয় নিশ্চিত জেনে তার অন্যতম নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিএনএম এর নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজার ইন্ধনে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস আগুন দিয়ে পোড়ানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন তিনি। পাশাপাশি তিনি ভয়ভীতির তোয়াক্কা না করে কেন্দ্রে যেয়ে ভোটারদের ভোট দিতে অনুরোধ করেন।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান বলেন, অগ্নিকান্ডের ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের পূর্বমুহূর্তে সকলকে শান্ত থাকার অনুরোধ জানান এ পুলিশ কর্মকর্তা।

এবিষয়ে জানার জন্য নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-১ আসনে নৌকার প্রার্থী স্বপনের বিরুদ্ধে মামলার নির্দেশ

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (৫ জানুয়ারি) ইসির আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম নির্দেশনাটি পাঠিয়েছেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সাতক্ষীরা-১ নির্বাচনি এলাকায় অভিযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের দিন আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের ভোটাররা ভোট দিতে কেন্দ্রে যাবে না। তাদের দলের কোনো প্রার্থী নেই। তারা যদি ভোটকেন্দ্রে যায় একটা গণ্ডগোল বাধবে। আমার কর্মীরা যদি দেখে তারা নৌকাতে ভোট দেয়নি, তাহলে অন্য একটি ঝামেলা হবে। তার চেয়ে তারা কেন্দ্রে যাবে না, আমরা নির্বাচিত হলে কথা দিচ্ছি তাদের কোনো ক্ষতি হবে না, এটাই হলো বড় ম্যাসেজ। প্রার্থী গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর দফা ১১(ক) এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠিয়েছে।

অভিযুক্ত ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর দফা ১১(ক) এর অধীন সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থায় অভিযুক্ত ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে বর্ণিত অভিযোগে অনতিবিলম্বে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য অনুরোধ করা হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভবানিপুরে ঈগলের কর্মীদের হামলায় একজন গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলার ভবানিপুরে লাঙ্গলের কর্মী আফজালুল হককে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এমপি মীর মোস্তাক আহমেদ রবির কর্মী সমর্থকরা।

রাত ৯টার দিকে ভবানীপুরে ৮-১০ জনের একটি বাহিনী তাকে মারপিট করে। আহতকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের স্বজনরা জানায়, বিকালে লাঙ্গল প্রতীকের জনসভা শেষ করে বাড়ি ফেরার পথে ঈগল সমর্থকরা অতর্কিতভাবে তার উপর হামলা চালায়।

এখবর ছড়িয়ে পড়লে হাসপাতালে আহতের খোঁজখবর নিতে হাজির হন লাঙ্গলের প্রার্থী আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুসহ আওয়ামী লীগ ও জাতীয় পাটির নেতাকর্মীরা। তারা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নষ্টে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী জানান, ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শিশুসন্তানকে হত্যা করার অভিযোগ পিতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামে দ্বিতীয় শ্রেণিতে পড়–য়া ছেলে আরিফ বিল্লাহকে হত্যা করে ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত বাবা ইয়াসিন আলীর বিরুদ্ধে।
শুক্রবার ভোররাতে ধলাবাড়িয়া মাঠপাড়ার আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। এঘটনায় ইয়াসিন আলীকে আটক করেছে সদর থানার পুলিশ।
আরিফ বিল্লাহ ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বির্দ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

আরিফের মা রোকেয়া খাতুন জানান, ‘‘সদর উপজেলার চুপড়িয়া গ্রামের নূর ইসলামের ছেলে ইয়াছিন আলীর সাথে আমার ১০ বছর আগে বিয়ে হয়। তিন বছর আগে ধলবাড়িয়া মাঠপাড়ায় প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পান তিনি। এরপর থেকে একমাত্র সন্তান আরিফবিল্লাহসহ স্বামীকে নিয়ে আমি সেখানে বসবাস করতে থাকি। ’’
রোকেয়া খাতুন আরো বলেন, ‘‘ আমার স্বামী মাদকাসক্ত ও অস্ত্র মামলার আসামী। এ নিয়ে স্বামীর সঙ্গে আমার বিরোধ লেগেই থাকে। গত মঙ্গলবার স্বামী আমাকে মারপিট করলে আরিফকে নিয়ে আমি আমার নানা ধুলিহর গ্রামের ইজ্জত আলীর বাড়িতে আশ্রয় নেই। বৃহষ্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে নানার বাড়ি থেকে আরিফকে নিয়ে চলে আসে ইয়াছিন। পরে আর মোবাইলে যোগাযোগ হয়নি। বৃহষ্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে মোবাইল ফোনে খবর পাই,আমাদের বাড়ি আগুনে পুড়ে গেছে। তাৎক্ষণিক স্বজনদের নিয়ে বাড়িতে এসে জানতে পারি, ছেলেকে ঘরের মধ্যে হত্যা করে দরজা বাইরে থেকে লাগিয়ে ঘরে আগুন দিয়েছে ইয়াসিন।’’

আরিফ বিল্লাহর দাদী মলুদা খাতুন জানান, ‘‘ ইয়াছিন তার ছেলেকে হত্যা করে ঘরে আগুন লাগিয়ে তার মামার বাড়ি আগরদাড়িতে চলে যায়। সেখানে সে সামনে যাকে পেয়েছে,তাকে পিটিয়েছে। পরে ইয়াছিনকে ছিকল দিয়ে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করা হয়।’’

ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রোকন আল জামান জানান, আরিফ বিল্লাহ এবার দ্বিতীয় শ্রেণিতে পড়াশুনা উঠেছে। এর আগে সে কয়েক পারা কোরআন মুখস্ত করেছিল।’’ এঘটনায় অভিযুক্ত ইয়াসিন আলীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন রোকন আল জামান।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, ইয়াছিন আলীকে আটক করা হয়েছে। সম্ভবত,সে মাদকাসক্ত। থানায় সে অসংলগ্ন আচরণ করছে। ছেলেটির দেহ পুড়ে কঙ্কাল হয়ে গেছে। চেনা যাচ্ছে না,এমন অবস্থা। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে জানা যাবে,মৃত্যুর প্রকৃত কারণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ডাঃ রুহুল হকের নির্বাচনী জনসভা

কালিগঞ্জ প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাতক্ষীরা-৩ আসনে বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নলতা কলেজ মাঠে ইউনিয়ন আ’লীগের সভাপতি আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক।

নির্বাচনী জনসভায় তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করেছি। আজ নলতা রেসিডেন্সিয়াল কলেজ মাঠে আপনাদের ভালোবাসায় সিক্ত হলাম। বিগত দিনে আমাকে যে ভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন। এবারও ঠিক তেমনি ভাবে আপনাদের মূল্যবান ভোট আমাকে দেবেন আশা করছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভালবেসে পঞ্চম বারের মত নৌকার নমিনেশন আমাকে দিয়েছেন এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়ন হয়না। পদ্মা সেতু, মেট্রোরেল, বিদ্যুৎ, রাস্থাঘাট, বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই। তার উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না।
তিনি সব কিছু দেয় বলে আমি আপনারাদের কাছে সেটা পৌছে দিতে পারি। আ‘লীগ সরকারের উন্নয়নের কথা বলতে গেলে সারা দিনেও শেষ হবেনা। ইতি মধ্যে সাতক্ষীরা জেলাকে অর্থনীতি জোন ঘোষনা করা হয়েছে। দেশে চতুর্থ শিল্প বিপ্লব হতে যাচ্ছে। আগামিতে সাতক্ষীরায় রেল লাইন স্থাপন, সুন্দরবন পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ উন্নয়নের জন্য কাজ করব। বিগত সরকার গুলো দেশের জন্য কিছুই করেনি। যে সব দলের জম্ম হয়েছে সন্ত্রাসের মধ্যে দিয়ে তারা দেশের কোন কিছুই করতে পারেনা। শেখ হাসিনাকে হত্যা করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, কোনটাই সফল হয়নি। বিএনপি সরকার বঙ্গবন্ধু‘র হত্যাকারীদের প্রোমশন দিয়ে বড় বড় চেয়ারে বসিয়ে ছিল। বিদ্যুৎ দেওয়ার কথা বলে শুধুমাত্র খুটি পুতে টাকা নিয়ে বিদেশে চলে গেছে। কৃষকরা সার চাইতে গেলে তাদেকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশের মানুষ সে সব কথা ভুলে যাইনি। ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আহ্বান জানান। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোটোর সঞ্চালনায় নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা।

সাতক্ষীরা জেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর আফসান আহমেদ, অর্থোপেটিক সার্জন ডাঃ কামরুজ্জামান, ডাঃ তারেক মেহেদী পারভেজ, সংসদ সদস্য প্রার্থীর নাতনী তানিশা জামান, দেবহাটা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ সেহেদী, আশাশুনি উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ শহিদুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক শম্ভু চরণ মন্ড, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর আসনে কৃষক লীগের লাঙ্গল প্রতীকের প্রচার অব্যাহত

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা সদর নির্বাচনী আসনে মহাজোট প্রার্থী মোঃ আশরাফুজ্জামান আশু’র লাঙ্গল প্রতীকের প্রচারণা দুর্বার গতিতে এগিয়ে নিচ্ছেন কৃষকলীগের নেতৃবৃন্দ।

৩ জানুয়ারি বুধবার সারাদিন শিবপুর ইউনিয়নের পরানদহা, জগন্নাথপুর,খানপুর এবং সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ডের আমতলা, নারকেলতলা ও টাউন বাজার এলাকায় লাঙ্গল প্রতীকের লিফলেট বিতরণের মধ্য দিয়ে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়। নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন বাংলাদেশ কৃষকলীগের জাতীয় পরিষদ সদস্য মোঃ মনজুর হোসেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুজ্জামান জুয়েল,দপ্তর সম্পাদক মোঃ শফি উদ্দিন ময়না, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ মজুর নেতা হাসান ইমাম,সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম,

আইন বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আনারুল ইসলাম,সহ-সভাপতি (হোমিও)এ.আর হাবিব,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, ৮নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মোঃ আফসার আলী,৯নং সভাপতি মোঃ মিজানুর রহমান, যুবলীগ নেতা সৈয়দ হাসান ইমামসহ প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest