সর্বশেষ সংবাদ-
ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদার স্মরণে ইফতারআশাশুনিতে নিরাপদ পানি নিশ্চিত করনে সুধীজনের সাথে অবহিত করন সভাসাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানায় তারেক রহমানের পক্ষ থেকে ইফতারতাঁতীদল শিবপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি অনুমোদনআহছানিয়া মিশনের ৯০তম বর্ষপূর্তিতে নলতায় দিনব্যাপী নানা আয়োজনসাতক্ষীরা জেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে ১ ডজন সিদ্ধান্ততালায় ড্রেন পরিস্কার করণের কাজ পরিদর্শনে ইউএনওশ্যামনগরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা: বাদী কৃষকদল নেতাতালায় দেয়াল চাপা পড়ে ১ জনের মৃত্যুসাতক্ষীরায় শিশু আছিয়ার পৃথক গায়েবানা জানাজা অনুষ্ঠিত

হোপ ফর দি পুওরেষ্ট’র মানববন্ধনে অংশগ্রহণ

ঐক্য, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক
দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উপলক্ষ্যে মাবনবন্ধন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি সফল ও তাৎপর্যপূর্ণ করার জন্য ৯ ডিসেম্বর ২০২৩ তারিখে সকাল ৯ ঘটিকার সময় সাতক্ষীরা জেলা প্রশাসন চত্ত¡রে অনুষ্ঠেয় মানববন্ধনে হোপ ফর দি পুওরেষ্ট-এইচপি ব্যানারসহ সকল পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ উপজেলা ল্যাবরেটরী স্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলা ল্যাবরেটরী স্কুলের আয়োজনে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, মূল্যায়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

(৭ ডিসেম্বর) বৃহস্পতিবার বেলা ১১টায় স্কুলের হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা রাহিমা সুলতানা বুশরা‘র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আজাহার আলী, ম্যানেজিং কমিটির সদস্য ও প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা হোসনেআরা খানম, সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মাহাবুবর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ম্যানেজিং কমিটির সদস্য সুকুমার দাশ বাচ্ছু,

অভিভাবক শেখ রায়হানুল ফেরদাউস রিপন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি প্রমুখ। স্কুলের সিনিঃ শিক্ষক মুজিবর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বাছাড়। আলোচনা সভা শেষে শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে কালিপূজা অনুষ্ঠানে এম পি অধ্যাপক রুহুল হক

আশাশুনি ব্যুরো:
আশাশুনি উপজেলা সদরের কমলাপুরে ৭ হাত কালিপূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। বুধবার রাত্র ৮ টার দিকে তিনি পূজা মন্ডপে গমন করেন।

৭ হাত দীর্ঘ প্রতিমার কালিপূজা অনুষ্ঠানে গমন করে এমপি রুহুল হক ভক্তমন্ডলী, পূজা কমিটি, এলাকার সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে জ্ঞান গর্ভ আলোচনা রাখেন। তিনি বর্তমান সরকারের বাস্তবায়িত অভাবনীয় উন্নয়ন মূলক কর্মকান্ড, জনমানুষের কল্যানে বাস্তবায়িত ও গৃহীত প্রকল্পের তথ্য তুলে ধরে আশাশুনি তথা সাতক্ষীরা জেলার উন্নয়নের কথা বর্ণনা করেন। সাথে সাথে বিগত সময়ে ক্ষমতায় থাকা স্বাধীনতা বিরোধী শক্তির দেশ ও জনবিরোধী কর্মকান্ডের কথা উল্লেখ করে বর্তমান সময়ে ধর্মমত নির্বিশেষে স্বাধীন ভাবে ধর্মপালনের সুযোগের কথা বলেন। ধর্ম যার যার উৎসব সবার এমন মানসিকতা নিয়ে আওয়ামীলীগ সরকারের আমলে সকল ধর্মের মানুষের উৎসব মুখর ধর্মীয় উৎসব পালনের যে পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবেশ অক্ষুন্ন রাখতে ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

এসময় আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দিপু, সাবেক চেয়ারম্যান সেলিম রোজা মিলন, ঢালী সামছুল আলম, মনিরুজ্জামান বিপুল, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলা থেকে আগত এমপি সাহেবের সফরসঙ্গীবৃন্দ এবং আশাশুনি আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি মুক্ত দিবস উপলক্ষে র‍্যলী ও আলোচনা সভা

আশাশুনি ব্যুরো:
ডিসেম্বর আশাশুনি মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, পুস্প স্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

১৯৭১ সালের ৭ ডিসেম্বর হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাত থেকে বীর মুক্তিযোদ্ধারা আশাশুনি থানা মুক্ত করেন। দিবসটি পালনের লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীদের অংশ গ্রহনে র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়।

এরপর ইউএনও ও মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন করা হয়। সবশেষে মুক্তিযুদ্ধ ও আশাশুনি মুক্ত দিবসের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, ইউএনও মোঃ রনি আলম নূর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী। অনুষ্ঠানে জাতীয় সংসদ নির্বাচনে আশাশুনিতে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি, সাবেক ডেপুটি কমান্ডার লিয়াকত আলী, আঃ করিম, সাবেক সহকারী কমান্ডার সরদার নাজিম উদ্দিন, সদস্য আঃ আজিজ ফকির, বিভিন্ন ইউনিয়ন কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় জাসদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচলানার জন্য তালা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বেলা ১১টায় তালা বিএমসি মিলনায়তনে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির বিশেষ আলোচনা সভা শেষে জেলা জাসদের সভাপতি ও সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত প্রার্থী শেখ মোঃ ওবায়েদুস সুলতান বাবলুর নির্বাচন পরিচালনার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত বিশেষ আলোচনা সভায় তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালা উপজেলা জাসদের সহ-সভাপতি শেখ আজিজুর রহমান, পলাশ ব্যানার্জি, সাংগঠনিক সম্পাদক অমল সরকার, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস.এম আবদুল আলীম, জাসদ নেতা মাসুম বিল্লাহ, নজরুল ইসলাম, মুজিবর রহমান, রহিম মোড়ল, আতিয়ার রহমান, আবুল হোসেন, গৌতম দাশ প্রমুখ।

আলোচনা সভা শেষে তালা উপজেলা জাসদের সভাপতি বিশ^াস আবুল কাশেমকে আহবায়ক, সহ-সভাপতি পলাশ ব্যানার্জিকে যুগ্ম-আহবায়ক এবং বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস.এম আবদুল আলীমকে আহবায়ক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন আবু মুসা, শেখ নুরুল ইসলাম, মোঃ আইয়ুব আলী, অমল সরকার, আজিজুর রহমান, নজরুল ইসলাম, প্রভাষক ইয়াকুব আলী, মোল্ল্যা আবদুর রাজ্জাক, বিধান দাশ, কানুপদ দাশ, ইয়াকুব আলী, মিলন ঘোষাল, এবং শেখ আতিয়ার রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরার কালিগঞ্জে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে অনলাইন এর মাধ্যমে শপথ গ্রহণ প্রক্রিয়ায় কিশোর-কিশোরীদের সম্পৃক্তকরণ শীর্ষক দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে (০৭ ডিসেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জে শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে অনলাইন এর মাধ্যমে শপথ গ্রহণ প্রক্রিয়ায় কিশোর- কিশোরীদের সম্পৃক্তকরণ শীর্ষক দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে বৃহস্পতিবার কালিগঞ্জ সুশীলনের প্রশিক্ষণ কক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত দক্ষতা উন্নয়ন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আকতারুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। আরো উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের প্রতিনিধি, জেন্ডার প্রমোটর, আবৃত্তি শিক্ষক, সংগীত শিক্ষক, ফিল্ড সুপারভাইজার সহ সুধীজনেরা।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্ত্তী।

প্রশিক্ষণ কর্মশালায় শিশুর সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অনলাইন মাধ্যমে শপথ গ্রহণ প্রক্রিয়ায় কিশোর কিশোরীদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষণ কর্মশালায় বাল্যবিবাহ যৌন হয়রানি প্রতিরোধ নারী নির্যাতন প্রতিরোধে সরকারি হেল্পলাইন নম্বর ও বিভিন্ন বিষয়ে তাদের সাথে আলোচনা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবরোধ সমর্থনে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি ঃ
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবীতে অবরোধ সমর্থনে সাতক্ষীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়ছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৪ টায় শহরের রাধানগর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের সঙ্গীতা মোড় এলাকায় গিয়ে সমাবেশ মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান।

বক্তারা বলেন, সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপক্ষ তত্ত্ববোধক সরকারের অধীন নির্বাচনের এক দফা দাবীতে দেশ ব্যাপী তারা এ অবরোধ কর্মসুচি পালন করেছেন। দুর্নীতিবাজ ফ্যাসিবাদ এই সরকারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে এক দফা দাবীতে কঠিন থেকে কঠিনতম আন্দোলন গড়ে তোলা হবে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ক বিভাগীয় কর্মশালা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ক বিভাগীয় কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় সাতক্ষীরা লেকভিউতে বেলার আয়োজনে স্বদেশের পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে ও বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফিজুর রহমান মুকুলের পরিচালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান,

এড. মুনির উদ্দীন,জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা নাগরিক নেতা আলী নুর খান বাবুল ও সুন্দরবন ফাউন্ডেশন আফজাল হোসেন প্রমুখ।

কর্মশালার ভিজুয়াল প্রেজেন্টশন করেন অর্জন ফাউন্ডেশনের মহুয়া মঞ্জরী।

কর্মশালায় জলবায়ু পরিবর্তনে নারীদের শারিরীক বিভিন্ন সমস্যা এবং সমাধান বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সকলে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest