সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের দরিদ্র পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণে অনিয়মের অভিযোগদেবহাটার মামুন জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীতইটাগাছায় রোজাদারদের সম্মানে ঠিকাদার আশরাফ আলীর ইফতারশ্যামনগরসহ পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ৫ মণেরও বেশি হরিণের মাংস জব্দ-আটক ১খলিশাখালীতে খাসজমির সংক্রান্তে হাইকোর্টে মামলার রিটের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধনআছিয়া হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরা জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধনধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদার স্মরণে ইফতারআশাশুনিতে নিরাপদ পানি নিশ্চিত করনে সুধীজনের সাথে অবহিত করন সভাসাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানায় তারেক রহমানের পক্ষ থেকে ইফতারতাঁতীদল শিবপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি অনুমোদন

দেবহাটায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত রুহুল হক

কে এম রেজাউল করিম দেবহাটা :

সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক আ.ফ.ম রুহুল হক নির্বাচনী এলাকায় এসে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। মঙ্গলবার ঢাকা থেকে ফিরে গোপালগঞ্জ বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে সাতক্ষীরা-৩ আসনের নির্বাচনী এলাকায় আসেন তিনি। এসময় কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া, দেবহাটা ইউনিয়ন থেকে নেতাকর্মীরা আলাদা আলাদা ফুলেল শুভেচ্ছা জানান।

দেবহাটা উপজেলা প্রান্তে পৌঁছালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানের নেতৃত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মণ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরা আগে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসউজ্জামান খোকন, সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড় সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা প্রদান ও মিষ্টি মুখ করান নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক আ.ফ.ম রুহুল হককে।পরে পারুলিয়া রায়হান চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আলী মোর্তোজা মোহাম্মদ আনারুল হক, আরশাদ আলী মোল্যা, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দেবহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আবু বকর গাজী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম মোল্যা, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনেকি সম্পাদক মহিউদ্দীন খোকন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির, কৃষকলীগের সদস্য সচিব হুমায়ন কবির হীম, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।এদিকে, অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক নৌকা প্রতিকে মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সখিপুর মোড়স্থ বঙ্গবন্ধু মুর‌্যাল চত্বরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহিন উল্লাহ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশাদ আলী, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন খোকন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এছাড়া সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের উদ্যোগে সকল ইউপি সদস্যদের পক্ষ থেকে অধ্যাপক আ.ফ.ম রুহুল হককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।অপরদিকে, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলুর নেতৃত্বে অধ্যাপক আ.ফ.ম রুহুল হককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর নেতৃত্বে গাজীরহাটস্থ আওয়ামী লীগের কার্যালয় থেকে অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এমপিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এসময় বীরমুক্তিযোদ্ধা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এদিকে, সাতক্ষীরা-৩ আসনের টানা তিন বারের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফ.ম রুহুল হক নিজ নির্বাচনী এলাকায় ফিরে নেতাকর্মীদের আচারণ বিধি মেনে সরকারের উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের কাছ যাওয়ার নির্দেশ প্রদান করেন। সেই সাথে দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ালিগঞ্জে সাংবাদিকতের সাথে  তৃণমূল বিএনপি‘র মতবিনিময়

কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন সাতক্ষীরা-৪ আসনের তৃণমূল বিএনপি‘র মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আসলাম আল মেহেদী। মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেন। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে এসময় তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি‘র প্রার্থী হিসেবে সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক) আসনের সংসদ নির্বাচনে প্রদ্বি›িদ্বতা অংশগ্রহন করছি।

ব্যাক্তি হিসেবে দেশ ও দেশের বাহিরে ডক্টরেটসহ অনেক বড় বড় ডিগ্রি পেয়েছি। এখন সময় এসেছে নিজ এলাকার জনগনের কল্যাণে কিছু করার। সিদ্ধান্ত নিয়েছি এবং দৃঢভাবে শফত নিয়ে সেই লক্ষ্যে এই নির্বাচনে অংশগ্রন করেছি। অবদান রাখতে চাই সংসদীয় আসনের অবহেলিত মানুষের কল্যাণে। সংবাদপত্রের মাধ্যমে আমার এই চাওয়াকে প্রচার করবেন। শিক্ষিত, মার্জিত ও সর্বজন গ্রহনযোগ্য ব্যাক্তিকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। বিগত দিনে সাতক্ষীরা ৪-আসনে আশানুরূপ উন্নয়ন হয়নি। সড়ক ও জনপদে উন্নয়নের তেমন কোন ছোয়া লাগেনি। আমি নির্বাচিত হতে পারলে জনগনের সেই চাওয়াকে প্রাধান্য দিয়ে কাজ করবো। সে ক্ষেত্রে সাংবাদিকবৃন্দ আমার সাথে থেকে সহযোগিতা করবে বলে আমি মনে করি। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু‘র পরিচালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন তৃণমূল বিএনপি‘র সাতক্ষীরা-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুবেল হোসেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তৃণমুল বিএনপি‘র মনোনিত প্রার্থী ড. আসলাম আল মেহেদী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ‘লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় কালিগঞ্জে আতাউল হক দোলনকে গনসংবর্ধনা

কালিগঞ্জ প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনের আ‘লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় আতাউল হক দোলনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। মনোনয়ন নিয়ে ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে মঙ্গলবার বিকেলে খানবাহাদুর আহছানউল্লা সেতু সংলগ্ন বঙ্গবন্ধু‘র ম্যুরালের পাদদেশে উপজেলা আ‘লীগের আয়োজনে এই গনসংবর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়।

উপজেলা আ‘লীগের সভাপতি মাস্টার নরিমা আলী মুন্সির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলামের পরিচালনায় গনসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আ‘লীগের দপ্তর সম্পাদক হারুণ আর রশিদ, কালিগঞ্জ উপজেলা আ‘লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, ইউনিয়ন আ‘লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন,

কাজী কাহফিল আরা সজল, মৌতলা ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, শ্রমিক লীগের সভাপতি শাহজালাল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে এলাকার ফিরলেন আশু

নিজস্ব প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশুকে সাতক্ষীরা সদর ২ আসনে মনোনীত করায় জেলা জাতীয় পার্টির সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সাতক্ষীরা সদর ২ আসনের জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে এলাকার ফিরলেন আশরাফুজ্জামান আশু ঢাকা থেকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হলে বিনের পোতা এলাকা থেকে জাতীয় পার্টির হাজার হাজার নেতাকর্মীরা পুষ্প বৃষ্টিতে বরণ করে নেয়।

মোটরসাইকেল বহর নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তার কাঠিয়া বাসভবনে সংবর্ধনা সভায় মিলিত হয়। এসময় জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু, জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন,জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপা, সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক, ফিংড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ নাঈম, যুগ্ম অর্থ সম্পাদক মোঃ নাজমুল হোসেন,জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ , সাধারণ সম্পাদক শ্রী কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, বদরুজ্জামান বদু , ঘোনা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবদার ঢালী,বৈকারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, কুশাখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি গোলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, ঝাঁউডাঙা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউপি সদস্য মফিজুল ইসলাম,

সাধারণ সম্পাদক ইপতিয়ার রহমান সিনিয়র সহ-সভাপতি আবুল মালেক সহ জেলা জাতীয় পার্টির , সদর উপজেলা জাতীয় পার্টি, পৌর জাতীয় পার্টি, ইউনিয়ান জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুদকের মামলায় কারাগারে সাতক্ষীরা সিটি কলেজে সাবেক অধ্যক্ষ আবু সাঈদ

নিজস্ব প্রতিনিধি :
জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রতারণা, জালিয়াতি ও তথ্য গোপনের মাধ্যমে কনিষ্ট শিক্ষকদের এমপিওভুক্তকরণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলায় সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদের জামিন আবেদন না’ মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার বিশেষ জজ আদালতের বিচারক চাঁদ মোঃ আব্দুল আলীম আল রাজী এক জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন।

আবু সাঈদ সাতক্ষীরার আশাশুনী উপজেলার কচুয়া গ্রামের ও বর্তমানে শহরের পলাশপোল মরু মোল্লার ডাঙির নূর আলী সরদারের ছেলে এবং সাতক্ষীরা সিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ।

সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে, প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে চার প্রভাষককে এমপিওভুক্ত করার মাধ্যমে ২০ লাখ ৫৭ হাজার ৩৯৬ টাকা আত্মসাতের অভিযোগে আশাশুনি উপজেলা কচুয়া গ্রামের ও বর্তমানে শহরের পলাশপোল মধুমল্লারডাঙীর বাসিন্দা সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদ, দেবহাটা গ্রামের উত্তর পারুলিয়া গ্রামের দেলবার মৃধার ছেলে সিটি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ মনিরুল ইসলাম, আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে ইংরাজী বিভাগের প্রভাষক এসএম আবু রায়হান, সদর উপজেলার নেবাখালি গ্রামের আব্দুল কাদিরের ছেলে দর্শণ বিভাগের প্রভাষক নাসির আহম্মেদ এবং সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ধীরেন্দ্র নাথ সরকারের ছেলে হিসাব বিজ্ঞানের প্রভাষক অরুন কুমার সরকারের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ের সহকারি পরিচালক প্রবীর কুমার দাস ২০২২ সালের ৯ মার্চ খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা (৩/২০২২)দায়ের করেন। যাহা পরবর্তীতে সাতক্ষীরা বিশেষ আদালতে ২/২০২২ মামলা হিসেবে নথিভুক্ত হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা দুদকের খুলনা অফিসের সহকারি পরিচালক বিজন কুমার রায় চলতি বছরের ৫ মে আদালতে ওই পাঁচ আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত ২৬ অক্টোবর বিশেষ আদালতের জজ তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির নির্দেশ দেন।৩০ অক্টোবর প্রভাষক মনিরুল ইসলাম, প্রভাষক এসএম আবু রায়হান,প্রভাষক নাসির আহমেদ ও প্রভাষক অরুণ কুমার সরকার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত অসুস্থতার কারণে মনিরুল ইসলামের জামিন মঞ্জুর করে বাকী তিনজনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার এ মামলার মূল আসামী সাবেক অধ্যক্ষ আবু সাঈদ আদালতে আত্মসমপর্ণ করে জামিন আবেদন করলে বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. মিজানুর রহমান পিন্টু।

রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন দুদকের মামলার বিশেষ সহকারী পিপি অ্যাডভোকেট সাধন কুমার চক্রবর্তী।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মোঃ মেহেদি হাসান জানান মঙ্গলবার বিকেলে আসামী আবু সাঈদকে জেল হাজতে পাঠানো হয়েছে। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন দোলন

সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন আতাউল হক দোলন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস আমা আতাউল হক দোলন। স্থানীয় সরকার মন্ত্রণালয় পদত্যাগ পত্র গ্রহণ করে সোমবার একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়।

এর আগে রবিবার বিকালে সাতক্ষীরা-৪ আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পান তিনি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই : নতুনধারা

নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মীরা বলেছেন, হরতাল-অবরোধ-দ্রব্যমূল্য বৃদ্ধির এই সময়ে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। আর তাই নতুনধারা নির্বাচনে অংশ নিচ্ছে না। ২৭ নভেম্বর বেলা ১১ টায় বিজয় মিলনায়তন (২৭/৭ তোপখানা রোড(পঞ্চম তলা)-এ ঢাকা দ্রব্যমূল্য বৃদ্ধি-সহিংসতার রাজনীতি-সীমাহীন দুর্নীতি, ১০০ বিলিয়ন ডলার ঋণ এবং অস্থিতিশীল পরিস্থিতিতে হটকারী নির্বাচনে অংশ গ্রহণে প্রতিবন্ধকতাসহ সামগ্রীক বিষয়ে সংবাদ সম্মেলন-এ নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, নির্মম বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে চলছে আমাদের দৈনন্দিন জীবন। যেখানে নিয়ম করে রাজপথে অবরোধ-হরতাল আর সহিংসতাকে জনগণের কাঁধের উপর চাপিয়ে দিচ্ছে ছাত্র-যুব-কৃষক-শ্রমিক-মেহনতিজনতা বিরোধী-দুর্নীতিগ্রস্থ রাজনৈতিকচক্র। তারা যখন ক্ষমতায় ছিলো লোভ- মোহ আর সহিংসতার রাম রাজত্ব কায়েম করেছে, আর এখন যারা আছে তারা রামরাজত্ব ছাড়িয়ে আরো অনেকদূর এগিয়ে গেছে। ছাত্র-যুব-জনতার কথা ভাবার সময় কোন পক্ষেরই নেই। যারা ক্ষমতায় ছিলো, তারা অতিতের দুর্নীতির টাকায় রাজনৈতিক কর্মসূচির নামে মানুষের জীবন নিয়ে তামশা করে হলেও ক্ষমতায় আসার স্বপ্নবিভোর; আর যারা ক্ষমতায় আছে, তারা ক্ষমতাকে কুক্ষিগত করে আরো কয়েকদশক থাকার সংকল্প প্রকাশ করছে। মধ্যিখানে যুদ্ধাপরাধী-দুর্নীতিবাজ-জঙ্গী-সন্ত্রাসী-চাঁদাবাজরা আমজনতার জীবন বিষিয়ে তুলছে। কোথাও এরা ব্যাংক-বীমা-কর্পোরেট প্রতিষ্ঠান করে জনগণকে বোকা বানিয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, আর কোথাও উন্নয়ন প্রকল্পের নামে মানুষের রক্তে উপার্জিত অর্থ লোপাট করছে, আবার কোথাও ফুটপাত দখল করে, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চঘাটসহ বিভিন্ন স্থাপনায় চাঁদাবাজী করে কোটি কোটি টাকা পাচার করছে। তারই ফলশ্রুতিতে আমরা এখন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে বেশি ঋণের রেকর্ড গড়েছি। ১০০ কোটি বিলিয়ন ডলার ঋণের বোঝা নিয়ে আমরা পদ্মা সেতু, মেট্রোরেল, এক্সপ্রেস হাইওয়ে, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড হাইওয়েসহ বেশ কিছু প্রত্যক্ষ উন্নয়নের আত্মতুষ্টিতে ভুগলেও দ্রব্যমূল্যের বাজারে গিয়ে হুশ হারানোর দশায় পতিত হয়েছি। এমতবস্থ্ায় এ নির্বাচন সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের চেয়ে বেশি সমস্যা তৈরি করবে, যা মরার উপর খড়ার ঘা হয়ে আমজনতাকে কষ্টের মুখোমুখি করবে বলে আমরা এ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।

এসময় লিখিত বক্তব্যটি ইংরেজিতে অনুবাদ করে পাঠ করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ লিজা, সদস্য আফতাব মন্ডল, মামুন রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে টাইলস ও মোজাউক শ্রমিক ইউনিয়নের আনন্দ মিছিল

সাতক্ষীরা সদর ২ আসনে আসাদুজ্জামান বাবু নৌকার মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলা টাইলস ও মোজাউক শ্রমিক ইউনিয়নের আয়োজনে একটি আনন্দ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন, সদর উপজেলা টাইলস ও মোজাউক শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মো: শামীম হোসেন বাবু, ক্যাশিয়ার লুকমান হোসেন, দপ্তর সম্পাদক সাহাদত বাবু, সিনিয়র সদস্য আলমগীর, অজিয়ার, হাকিম, আরিফুল, জামাল, আমির আনোয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest