সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের দরিদ্র পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণে অনিয়মের অভিযোগদেবহাটার মামুন জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীতইটাগাছায় রোজাদারদের সম্মানে ঠিকাদার আশরাফ আলীর ইফতারশ্যামনগরসহ পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ৫ মণেরও বেশি হরিণের মাংস জব্দ-আটক ১খলিশাখালীতে খাসজমির সংক্রান্তে হাইকোর্টে মামলার রিটের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধনআছিয়া হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরা জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধনধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদার স্মরণে ইফতারআশাশুনিতে নিরাপদ পানি নিশ্চিত করনে সুধীজনের সাথে অবহিত করন সভাসাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানায় তারেক রহমানের পক্ষ থেকে ইফতারতাঁতীদল শিবপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি অনুমোদন

সাতক্ষীরার ৪টি আসনের মধ্যে ৩টিতেই নতুন মুখ

ডেক্স রিপোর্ট : সাতক্ষীরার ৪টি আসনে নৌকার মনোনয়নে তিনটি নতুন মুখ আনা হয়েছে। রোববার কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোনয়ন পাওয়াদের নাম ঘোষণা করেন।

সাতক্ষীরা-০১(তালা-কলারোয়া) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন।

সাতক্ষীরা সদর-০২ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা-৩(দেবহাটা-আশাশুনি ও কালিগঞ্জ আংশিক) সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং সাতক্ষীরা-০৪ আসনে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধি :
মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে কালিগঞ্জে ৪ দলীয় “স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দেয়া ডি.এম.সি ক্লাবের আয়োজনে শনিবার বিকেলে উপজেলার দেয়া ফুটবল মাঝের মাঠে যাকযমকপূর্ণ পরিবেশে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা ফুটবল একাডেমি ও মৌতলার নামাজ গড় ফুটবল একাদশের মধ্যকার ফাইনাল খেলা নির্ধারিত সময়ে গোল না হওয়ায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। ট্রাইবেগারে কালিগঞ্জ ফুটবল একাডেমি ৩ গোল এবং মৌতলা নামাজগড় ফুটবল একাদশ ১ গোল করে। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিমের সভাপতিত্বে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী ও রার্নাস আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের সদস্য ফিরোজ কবীর কাজল।

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ জহুরুল হায়দার, অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ আকছেদুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস.এম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, সভাপতি মোকলেছুর রহমান মুকুল প্রমুখ।

রেফারী হিসেবে খেলাটি পরিচালনা করেন জাহাঙ্গীর কবীর, সহকারী ছিলেন মঞ্জু এলাহী এবং আবু সফিয়ান। ধারাভাষ্যে ছিলেন ইসমাইল হোসেন মিলন ও এম.আর, মোস্তাক। খেলায় চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা ও রার্নাসআপ দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। খেলায় সেরা খেলোয়াড় কালিগঞ্জ ফুটবল একাডেমির খেলোয়াড় রায়হান ও একই দলের সেরা গোলকিপার বাবু সহ সেরা দর্শকের পুরস্কার প্রদান সহ ধারাভাষ্যকর দুজনকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষ পর্যায়ে অতিথিবৃন্দের কাছ থেকে কালিগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি রেজা ও কর্মকর্তা জাহাঙ্গীর সহ দলের নেতৃবৃন্দ ও খেলোয়াড় চ্যাম্পিয়ন টফি সহ প্রাইস মানি গ্রহণ করেন। দীর্ঘদিন পর ডি.এম.সি ক্লাবের সভাপতি বাবলা আহমেদ সহ কমিটির সার্বিক আয়োজনে সুন্দর পরিবেশে চার দলীয় “স্বাধীনতা কাপ” ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় এলাকাবাসী সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ওয়াস এসডিজি প্রকল্পের উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরায় ওয়াস এসডিজি প্রকল্পের উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস ২০২৩ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা ওয়াস এসডিজি প্রকল্পের অধীনে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) ও প্র্যাকটিক্যাল এ্যাকশনের আয়োজনে বিশ্ব টয়লেট দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রগতি নাট্য সংস্থার সদস্যরা উন্নত ওয়াস চর্চা বিষয়ক নাটিকা এবং উন্নত টয়লেট সামগ্রী প্রদশর্ণী করা হয়। বিশ্ব টয়লেট দিবস উৎযাপনের তাৎপর্য বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন নন্দিতা রানী দত্ত।

অনুষ্ঠানে আশা’র শাখা ব্যবস্থাপক আমিনুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর নূরজাহান বেগম, অনিমা রানী মন্ডল ও পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ফারুক রহমান ও আসাদুজ্জামান আসাদ।

অনুষ্ঠানে বক্তারা এসডিজি ৬নং লক্ষ্য মাত্রা অর্জন ও মানুষের মাঝে উন্নত স্যানিটেশন সচেতনতা সৃষ্টির গুরুত্ব বিষয়ক আলোকপাত করেন।

কমিউনিটি পর্যায়ে স্যানিটেশন চাহিদা সৃষ্টির ক্ষেত্রে উদ্যোক্তাদের ভূমিকা বিষয়ক বক্তব্য রাখেন রবিউল ইসলাম ও জেসমিন আরা এবং কনজুমার গ্রুপ সদস্য পিংকী রানী দাস। কমিউনিটি পর্যায়ে স্যানিটেশন ব্যবকারীদের মধ্যে বক্তব্য রাখেন ফতেমা খাতুন ও তহমিনা খাতুন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কো-অর্ডিনেটর মৃনাল সরকার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে এসডিজি ৬ নং লক্ষ্য মাত্রা অর্জনের জন্য আমাদের অনেক কাজ করতে হবে। যারা ওয়াস উদ্যোক্তা আছেন তাদেরকে সকল শ্রেণীর মানুষের উপযোগী পণ্য উৎপাদন করতে হবে। মানব বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। মানব বর্জ্য সুস্থ ব্যবস্থাপনা করার জন্য সরকারী ও বেসরকারী পর্যায়সহ সিভিল সোসাইটি মেম্বার, সাংবাদিক ও কমিউনিটির সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। উল্লেখ্য ওয়াস এসডিজি প্রকল্প কমিউনিটি পর্যায়ে মানুষের সচেতনতা বৃদ্ধি, ওয়াস উদ্যোক্তাদের দক্ততা বৃদ্ধি ও ওয়াস সেবার ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার জন্য সাতক্ষীরা পৌরসভার সাথে কাজ করে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদরের তালতলা এলাকার বিজিবি হেড কোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভারতের শিলিগুড়ি এলাকার অসিম কুমার বিশ^াস এবং কারিমপুর এলাকার ছবি বিশ^াস। এঘটনায় গুরুতর আহত হয়েছে প্রাইভেটকারটির চালক রফিকুল ইসলাম সজিব। চালকের বাড়ি খুলনার ফুলবাড়ি এলাকায়।

স্থানীয়রা জানান, প্রাইভেটকারটি দুইজন যাত্রী (ভারতীয় নাগরিক) নিয়ে খুলনা হতে সাতক্ষীরার দিকে আসছিলো।

পথিমধ্যে সাতক্ষীরার তালতলা এলাকার বিজিবি হেড কোয়ার্টার সামনে পৌছালে বিপরীতগামী(খুলনা গামী) একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী ভারতীয় নাগরিক মারা যান। গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো: সাইফুজ্জামান বলেন মারা যাওয়া দুইজন কে মর্গে পাঠানো হয়েছে এবং আহত চালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ১১১ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ১১১ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটার দিকে দেবহাটা থানার কামটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রেশমা খাতুন(৪৫) কালিগঞ্জ উপজেলার বারদাহ গ্রামের আলী নেওয়াজ গাজীর স্ত্রী ।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, রেশমা খাতুন দেবহাটার কামটা এলাকায় মৃত আ: জলিল গাজীর পুত্র নাজির উদ্দিন গাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। সেখানে তিনি মাদক ব্যবসা পরিচালনা করেন এমন খবরে ডিবি পুলিশ সেখানে অভিযান পরিচালনা করেন।

এসময় তার বাসা হতে ১১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এঘটনায় ওই নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজশাহীর জেলা ও দায়রা জজ হিসেবে শেখ মফিজুর রহমানের পদায়ন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান কে রাজশাহীর জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন করা হয়েছে। ২৩ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর সিনিয়র সচিব মোর্শেদ আল মামুন ভ‚ঁইয়া স্বাক্ষরিত এক পত্রে সাতক্ষীরার সাবেক জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান কে রাজশাহীর জেলা ও দায়রা জজ হিসেবে পদায়নের নির্দেশ দেন।

এর আগে শেখ মফিজুর রহমান সাতক্ষীরা জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পরে শরিয়তপুরের জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গলায় ফাঁস দিয়ে এক পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে এক পুলিশ কর্মকর্তার আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে সাতক্ষীরা পুলিশ লাইনের ব্যারাকের দোতালায় নিজের কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। রাতের কোন এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে।

আত্মহননকারী পুলিশের উপপরিদর্শক মো. আজাহার আলী(৫৯)। তিনি যশোর সদর উপজেলার রামনগর গ্রামের নুরুজ্জামান মিয়ার পুত্র। গত ১৪ নভেম্বর নড়াইল জেলা থেকে বদলি হয়েতিনি সাতক্ষীরা পুলিশ লাইনে যোগদান করেন।

সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক (ডিআইও-১) ইয়াছিন আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্প্রতি তিনি সাতক্ষীরায় যোগদান করেছেন। এর আগে তিনি সাতক্ষীরাতে চাকুরি করেছেন। তবে কি কারনে আত্মহত্যা করেছেন সেটি নিশ্চিত করতে পারেননি। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কৃষকদল আশাশুনি উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন

জাতীয়তাবাদী কৃষকদল আশাশুনি উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত ২২ নভেম্বও ২৩ তারিখে জেলা আহবায়ক সালাউদ্দিন ও সদস্য সচিব রবিউল ইসলাম রবি স্বাক্ষরিত একপত্রে লিয়াকত হোসেন কে আহবায়ক, একলেছুর রহমানকে সিনিয়র যুগ্ম আহবায়ক, ফিরোজ হোসেন, শাহজাহান, খায়রুল ইসলাম, মনিরুজ্জামান ছট্টু, মোস্তাক হোসেনকে যুগ্ম আহবায়ক ও আব্দুল কাদের কে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা কমিটির অনুমোদন দেন। ### প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest