সর্বশেষ সংবাদ-
শীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভপ্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা -অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনবিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যানল স্টুডেন্টস ফোরামের নির্বাচন সম্পন্নসাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৯০ দশক ছাত্রদলের দোয়াশ্যামনগরে ঘের ব্যবসায়ীকে কুপি×য়ে হত্যা : আ×টক ৯সাতক্ষীরায় প্লাস্টিক “অদল-বদল” ক্যাম্পেইনহাদির মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজাসাতক্ষীরার সাবেক পিপি লতিফের ৪ দিন : ছেলে রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুরসাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনী

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে শিবির কর্মীদের উপরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর (শুক্রবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের শ্যামনগর উপজেলা সভাপতি আব্দুস সামাদ।

তিনি লিখিত অভিযোগে জানান, গত ০৩/১০/২০২৪ ইং তারিখে দুপুর ১১.৩০ মিনিটে গুমানতলী কামিল মাদ্রাসার কয়েকজন ছাত্রশিরিরের দায়িত্বশীল, এ মাদ্রাসার শিক্ষার্থীদের ছাত্র শিবিরের দাওয়াতী কাজ করছিল।

এ প্রতিষ্ঠানে বহিরাগত কিছু ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ছাত্র শিরিরের ছাত্রদের দাওয়াতী কাজে বাধা সৃষ্টি করে এবং তাদের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি করে। পরবর্তীতে এ প্রতিষ্ঠানে শিবিরের দায়িত্বশীল কর্মীদের কে আটকিয়ে রাখে। উপজেলা শিবিরের দায়িত্বশীলরা জানতে পেরে তাদের উদ্ধারের উদ্যেশ্যে ছাত্রশিরিরের থানা সভাপতি রাশিদুল ইসলাম সহ আরো অনেক নেতাকর্মীরা যাওয়ার পথে সাবেক সংসদ সদস্য এস,এম আতাউল হক দোলন এর বাড়ির সামনে পৌঁছালে তার ছেলে রাব্বি সরদার এর নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের উপর রড, হকস্টিটিক, চাপাতি, অবৈধ্ পিস্তল এবং লাঠি শোটা নিয়ে তাদের উপর হামলা করে গুরুতর জখম করে।

শিবিরের ১জন কে কর্মীকে পানিতে ডুবিয়ে শ্বাষরোধ করে মারার চেষ্টা করে। ছাত্রশিবিরের অন্য আর একটি টিম আব্দুস সামাদের নেতৃত্বে এবং স্থানীয়দের সহযোগীতায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতরদের উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স জরুরী বিভাগে ভর্তি করা হয়। তাদের ২জনের অবস্থ্য গুরুতর। এলাকার জনগণ পূর্বের আক্রশে তাদের মটর সাইকেল ভাংচুর করে এবং তারপর সাবেক এম,পির বাড়ীর লোকজন নিজেদের বাড়ীঘর, প্রাইভেট এর গ্লাস নিজেরাই ভাংচুর করে ছাত্রশিরিরের নেতাকর্মীদের উপর দোষ চাপায়। তিনি আরো জানান, এ ভাংচুর সহ মালামাল ক্ষতিতে শিবির বা জামায়াত আদৌও জড়িত নয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের শ্যামনগর উপজেলা শাখার সাবেক সেক্রেটারী আশিকুর রহমান ও শ্যামনগর পৌরসভা শাখার সেক্রেটারী আব্দুল্লাহ আল সিয়াম প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রশিবিরের দাওয়াতি কার্ড বিতরণকালে সাবেক সাংসদ ও আওয়ামীলীগ নেতা আতাউল হক দোলনের পুত্র রাব্বিসহ ১০/১২ জন তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় ছাত্র শিবিরের চার নেতা-কর্মী আহত হয়েছে। 

উত্তেজিত ছাত্র শিবিরের নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকেলে একত্রিত হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আতাউল হক দোলনের বাড়িতে হামলা চালিয়েছে বলে জানা গেছে। তবে জেলা ছাত্রশিবিরের সভাপতি তাদের কয়েকজন আহত হয়েছেন বলে জানালেও আতাউল হক দোলনের বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের বিষয়টি অস্বীকার করেছেন। 

আহতরা হলেন, কাশিমাড়ি ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মোঃ রাশিদুল ইসলাম,পৌরসভা যাদবপুর গ্রামের সাইফুল ইসলাম, মিয়ারাজ,মুন্সিগঞ্জ ইউনিয়নের আসাদুল্লাহ। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছাত্রশিবিরের কিছু নেতাকর্মী সংগঠনের কাজ করার জন্য দাওয়াতি কার্ড নিয়ে গুমানতলী ফাজিল মাদ্রাসায় গেলে এসএম আতাউল হক দোলনের ছোট ছেলে রাব্বির নেতৃত্বে ১০/১২ জন সেখানে উপস্থিত হয়ে তাদের বাধা দেয়। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে রাব্বির নেতৃত্বে ছাত্রশিবির নেতা কর্মীদের উপর হামলা চালায়। এঘটনায় ছাত্র শিবিরের ৪ নেতাকর্মী আহত হন । আহতদের শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে উত্তেজিত শিবিরের নেতাকর্মীরা বিকেলে একত্রিত হয়ে আতাউল হক দোলনের বাড়িতে হামলা চালায়। এসময় তারা তিনটি মোটর সাইকেল ভাংচুর করে এবং বাড়ি ঘরে হামলা চালায়। খবর পেয়ে শ্যামনগর উপজেলায়‌ দায়িত্বরত সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। 
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) ফকির তাইজুল ইসলাম জানান, পূর্বে মারপিটের ঘটনায় এধরনের ঘটনা ঘটেছে। পরিস্থিতি ইতোমধ্যে নিয়ন্ত্রন করা হয়েছে। 

এব্যাপারে সাবেক সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন জানান, আমার ও আমার পিতার বাড়ি ছাত্রশিবিরের কর্মীরা সংঘবদ্ধ ভাবে ভাঙচুর করে। এতে আমার ও আমার পিতার ঘরের আসবাবপত্র, ফ্রিজ, টিভি, কম্পিউটার, বিশুদ্ধ পানির প্লান, তিনটি মোটরসাইকেল ও আমার ব্যবহৃত প্রাইভেট কার ভেঙে নষ্ট করে। তিনি আরো জানান, এতে আমার প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।

জেলা ছাত্রশিবিরের সভাপতি এনামুল ইসলাম জানান, দাওয়াতি কার্ড বিতরণের সময় আওয়ামী লীগ নেতা আতাউল হক দোলনের ছেলের নেতৃত্বে আমাদের ভাইদের উপর হামলা চালানো হয়। এতে আমাদের কয়েকজন ভাই আহত হয়েছেন। তবে বাড়িতে হামলার বিষয়টি আমার জানা নেই।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা ডে নাইট কলেজের সভাপতি হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান।

জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত হওয়ায় ৩ অক্টোবর ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত একপত্রে তাকে সভাপতি করা হয়।

এছাড়া একই পত্রে মনিরুজ্জামান কে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়াতে পূজামন্ডপের পূজারীদের মান ভাঙিয়ে পূজা করতে উদ্বুদ্ধ করেছেন সাবেক এম পি গাজী নজরুল ইসলাম।

শ্যামনগর উপজেলার বয়ারশিং গ্রামের বিশ্বাষভবন পূজা মন্ডপের পূজারীগন বৈসম্যবিরোধী আন্দোলনের বিজয়োর পরে তাদের পূর্ব প্রস্তুতিমূলক তৈরী করা দূর্গামূর্তির মন্দিরে পূজা না করার সিদ্ধান্ত নিলে সাবেক এম পি গাজী নজরুল ইসলাম উপজেলা পূজা কমিটির সভাপতি এ্যাডভকেট কৃষ্ণপদ মন্ডল সহ কয়েকজন নেতৃবৃন্দ সহ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঐ পূজা মন্ডপে পরিদর্শন করেন । এলাকার সনাতন সম্প্রদয় নেতাদের সাথে মত বিনিময় করেন। এসময় সনাতন ধর্ম অবলম্বীদের কিছু আর্থিক সহযোগীতা সহ সকল প্রকার নিরাপত্তার আশ্বাস দিলে পূজারীগন তাদের পূর্বসিদ্ধান্ত প্রত্যাহার করে ।

পূর্ণোদ্যমে পূজা করার নতুন সিদ্ধান্ত গ্রহন করেন। তাদের দাবীর প্রেক্ষিতে পূজামন্ডপের বিচ্ছিন্ন বিদ্যুতের সংযোগ জন্য পল্লী বিদুৎ সমিতির জেনারেল ম্যানেজারের সাথে তাৎক্ষণিক ফোনালাপ করে সংযোগের ব্যাবস্থা, উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলাপ করে প্রয়োজনীয় সরকারী বরাদ্দের ব্যবস্থা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আলাপ করে অদ্য থেকে কড়া নিরাপত্তাবিধানের ব্যবস্থা করেন।এতেকরে স্থানীয় পূজা মন্দিরের সভাপতি বিজয় বাবু সহ প্রায় অর্ধশত মহিলা,পুরুষ,যুবকেরা সাবেক এম পি সাহেবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। এ সময় অন্যেনের মধ্যে উপস্থিত ছিলেন , ফজলুর হক , আশিকুল ইসলাম , রবীন মন্ডল , বীরেন মন্ডল ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সীমান্ত আদর্শ কলেজের এডহক কমিটির সভাপতি হয়েছেন পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক গোলাম আজম।

এছাড়া বিদ্যুৎসাহী সদস্য হিসেবে কে বি এ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক মো: শাহানুর রহমানকে মনোনীত করে ২৪ সেপ্টেম্বর জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এডহক কমিটির অনুমোদন দেন। প্রভাষক গোলাম আযম আলীপুর ইউনিয়নের মাহমুদপুরের কৃতি সন্তান।

নব গঠিত কমিটি সীমান্ত আদর্শ কলেজ কে আরো এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করে কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে গ্রাম পুলিশদের সাথে আশাশুনি থানার ওসির ব্রিফিং।

(২ অক্টোবর) বুধবার দুপুরে থানা চত্বরে এব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, সকলেই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারের সম্প্রীতির যে সুনিপুণ মেলবন্ধন তা অধিকতর তরান্বিত করতে এবং আশাশুনি উপজেলায় সুশৃঙ্খল, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা উদযাপনের লক্ষ্যে সকলে সম্মিলিতভাবে পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেন।

যদি কেউ সামাজিক সম্প্রীতি জনশৃঙ্খলা ও টেকসই শান্তি, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচিন্তা করে থাকে তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বরং আগের চেয়ে অধিককতর কঠোরভাবে আইন প্রয়োগ নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, পূজামণ্ডপ সংশ্লিষ্ট পুজা উদযাপন কমিটির সম্মানিত নেত্রীবৃন্দের সাথে সবাইকে সমন্বয় করে চলতে হবে। এসময় থানার এস আই, এএস আই সহ অফিসার বৃন্দ ও উপজেলার গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, তার দলের নেতাকর্মীরা যদি কেউ কোন হিন্দু ভাই বোনের উপর নির্যাতন চালায় তাহলে দলে তার আর কোন জায়গা হবে না।
এটা শুধু তার কথা নয়, এটা দলের ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের নির্দেশ। কোনো হিন্দু ভাইয়ের ক্ষতি হবে আর তিনি (হাবিব) বসে থাকবেন এমনটি কখনই হবেনা।

বুধবার বিকালে সাতক্ষীরার কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে আসন্ন দূর্গাপুজা উপলক্ষে সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা এসময় তার দলের নেতাকর্মীদের প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষতি না করার নির্দেশ দেন। তিনি বলেন, আওয়ামী লীগ যে চরিত্র দেখিয়েছে, সেই চরিত্র বিএনপি নেতা-কর্মীরা দেখাতে পারে না। তিনি এসময় তার দলের কোন নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
কলারোয় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হরেন্দ্র নাথ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সন্তোষ কুমার ঘোষের সঞ্চালনায় এসময় সেখানে আরও বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ রইচউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মারুফ উল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ পূজা উদযাপন পরিষদের প্রতিটি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরায় বৈশম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ এর পক্ষ থেকে ৯ম, ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত ২ অক্টোবর বিকাল ৪.৩০ মিনিট সময় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিহারিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসনাত, মাধবকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান,

উত্তর তলুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহেল হক, পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ,হ,ম মোস্তফা জামান।

মানববন্ধন কর্মসূচিতে শিক্ষকরা তাদের বক্তব্যে “শতভাগ পদোন্নতি সহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করেন। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা। মানববন্ধন কর্মসূচি শেষে “প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ” এর পক্ষ থেকে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়েব আহমেদ এর মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর লিখিত স্বারকলিপি তুলে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest