সর্বশেষ সংবাদ-
প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিক ওনার্স এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার ইফতারসাতক্ষীরায় ছাত্রদলকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদে অর্ঘ্য কে দেখতে চায় তৃণমূলের কর্মীরাএক মাস বন্ধ থাকার পর আশাশুনি সদরের টেঁকসই বেড়িবাঁধ নির্মানের কাজ চালুসাতক্ষীরায় শেখ মুজিবর রহমানের ম্যুরাল নিশ্চিহ্নশ্যামনগরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতারআইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের ইফতার বিতরণদেবহাটার পারুলিয়া ইউনিয়ন বিএনপির ইফতারকলারোয়ায় দোকান ভাড়ার টাকা চাওয়ায় মাথা আঘাতের ৩৫ দিন পর ছাত্রদল নেতার মৃত্যুপলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন পল্টু চৌধুরীউপকূলীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবার পথ দেখাচ্ছে সাতক্ষীরার ফ্রেন্ডশিপ হাসপাতাল

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন

জুলফিকার আলী : সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় অত্র কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপাধাক্ষ্য ডক্টর গোপাল চন্দ্র সরদার, সহকারী অধ্যাপক পরিমল কুমার ঘোষ, সহকারী অধ্যাপক জেসমিন নাহার, সহকারী অধ্যাপক বিলকিস আক্তার মজুমদার, সহকারি অধ্যাপক মোল্লা কামাল হোসেন,

সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক আক্তারুজামান, সহকারী অধ্যাপক শওকত হোসেন, প্রভাষক লুৎফর রহমান, প্রভাষক আল মাসুদ, প্রভাষক লিটন হোসেন, প্রভাষক ওহিদুজ্জামান লাভলু সহ অন্যান্য শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ: দিশেহারা পরিবার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় নবম শ্রেণির এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। বিগত ২৫ সেপ্টেম্বর বিকালে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) নিখোজ মেয়ের বাবা সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ১০ দিন ধরে তার কোন খোজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারের সদস্যরা।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা পৌরসভার ০১নং ওয়ার্ডের উত্তর কাটিয়া এলাকার মজিজুল ইসলামের মেয়ে মোছাঃ সাদিয়া আফরিন মুন্নি শহরের টাউন গার্লস হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। বিগত ২৫ সেপ্টেম্বর বিকাল পাঁচটার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পরে আর ফিরে আসেনি সে। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করা হলেও এখন পর্যন্ত কোথাও তার কোন সন্ধান মেলেনি।

বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে সাদা-কালো রঙের সালোয়ার কামিজ ছিলো। নিখোঁজ সাদিয়া আফরিন মুন্নির গায়ের রং ফর্সা, মুখমÐল গেলাকার এবং উচ্চতা চার ফুট পাঁচ ইঞ্চি।

বিগত কয়েকদিন যাবৎ তার পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করা হলেও এখনো পর্যন্ত কোথাও তার কোন সন্ধান মেলেনি। সাদিয়া আফরিন মুন্নির সন্ধান পেতে দ্রুত পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলীপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মন্টুকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

৪ অক্টোবর ২০২৩ তারিখে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক শাহাজান আলী স্বাক্ষরিত একপত্রে তাকে বহিস্কার করা হয়। এছাড়া তাকে স্থায়ী বহিস্কারের জন্য জেলা আওয়ামীলীগ বরাবর পত্র পাঠানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাথে শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির শুভেচ্ছা বিনিময়

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সাথে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এবং সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান’র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় ও পরে পুলিশ সুপারের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ, শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি মো. রওশন আলী, সহ-সভাপতি শেখ মিয়রাজ মাহমুদ, সাধারণ সম্পাদক মো. রজব আলী, সহ-সাধারণ সম্পাদক ফজর আলী মন্ডল, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম (শহীদ), সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,প্রচার সম্পাদক নুরুজ্জামান, দপ্তর সম্পাদক মো. ফজলু রহমান, ক্রীড়া সম্পাদক মো. ইলিয়াস হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ গাজী, কার্যকরী সদস্য মতিয়ার রহমান, মো. রফিকুল ইসলাম রফিক, মো. রায়হান গাজী প্রমুখ।

মতবিনিময়কালে সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে বাজার পরিচালনা করতে পারে সে জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সার্বিক সহযোগিতা কামনা করেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আটুলিয়ায় সরকারের উন্নয়ন ও সফলতা প্রচারে লিফলেট বিতরনে এমপি জগলুল

বিশেষ প্রতিনিধি :
শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের চুনার ব্রীজ সংলগ্ন নিজ নির্বাচনী এলাকা হাটবাজারে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন ও সফলতা প্রচারে লিফলেট বিতরন করলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার। গত ইং ৪ অক্টোবর বুধবার বিকাল ৪ টায় এ লিফলেট বিতরণ করা হয়েছে।

উক্ত লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসময় সরকারের সাফল্য প্রচার ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দূর্গাপদ চক্রবর্তী, শ্যামনগর উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জাকির হোসেন,
শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েস সহ আটুলিয়া ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের শতাধিক নেতৃবৃন্দ, সমার্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নিখোঁজের ২ দিন পর গৃহবধূর গলাকাটা  অর্গধলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর এক গৃহবধূর গলাকাটা অর্গধলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের কামালনগর এলাকার একটি বাঁশবাগানে গলিত ওই মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত গৃহবধূর নাম তাসলিমা খাতুন (২৫)। সে শহরের কামালনগর এলাকার আদম আলী সরকারের কন্যা।
নিহতের মাতা আয়েশা খাতুন জানান, তাসলিমার স্বামী মাকসুদুল হক সোহানের সাথে গত ১১ দিন আগে তার ডিভোর্স হয়। এর পর থেকে সোহান তাসলিমাকে মেরে ফেলার হুমকি দিতো। একপর্যায়ে গত সোমবার (২ অক্টোবর) সন্ধ্যার পর থেকে তাসলিমা নিখোঁজ হয়। এ ঘটনায় ওই দিন রাতেই সদর থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়। নিখোঁজের দুই দির পর আজ বুধবার বিকালে পাশ্ববর্তী একটি বাঁশবাগানে স্থানীয়রা তাসলিমার গলিত মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করেন। ধারনা করা হচ্ছে তাসলিমাকে তার স্বামী সোহান হত্যার পর মরদেহটি বাঁশবাগানে ফেলে রেখে সে পালিয়ে যায়।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিকভাবে বিষয়টিকে হত্যাকান্ড ধরে নিয়েই পুলিশ কাজ করছে। মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বর্ণিল আয়োজনে সাতক্ষীরায় আমাদের সময় এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘সময় এবার আমাদের বাংলাদেশের’ এই স্লোগানকে সামনে রেখে বর্ণিল আয়োজনে উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে দেশের বহুল প্রচারিত নতুন ধারার দৈনিক আমাদের সময় এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিক।
এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়ের সভাপতিত্ব আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম।

আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এম কামরুজ্জামান, উন্নয়ন সংস্থা সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক পিএলসি সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. আব্দুল কাদের, রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র পাস্ট প্রেসিডেন্ট হাসিবুর রহমান রনি, কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি প্রভাষক মনিরুজ্জামান, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক গোলাম সরোয়ার, আবদুল জলিল, শেখ মাসুদ হোসেন, মো. আসাদুজ্জামান আসাদ, মো. মনিরুল ইসলাম মনি, এস.এম রেজাউল ইসলাম, এম রফিক, খন্দকার আনিসুর রহমান, আব্দুল আলিম, শাকিলা ইসলাম জুঁই, সদর উপজেলা সুজনের সাংগঠনিক সম্পাদক জি. এম মাহবুবুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা আমাদের সময় এর অগ্রযাত্রার ভূয়সী প্রসংসা করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশের সকল ক্রান্তিলগ্নে তাদের ক্ষুরধার লেখনী জাতি সবসময় স্মরণ করবে। ভবিষ্যত বাংলাদেশ বিনির্মানে তাদের ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া অনষ্ঠানে উপস্থিত ছিলেন, অগ্রগতি সংস্থার প্রকল্প কর্মকর্তা আল-মামুন, প্রোগ্রাম অফিসার কামরুন্নাহার রেখা, মনিরা সুলতানা মুন্নি, জাহিদা জাহান মৌ, টিআইবি’র আলমগীর হোসেন টিটু, সাংবাদিক আকরামুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, তাজমিনুর রহমান টুটুল, এস.কে কামরুল হাসান, শহিদুল ইসলাম, মসিউর রহমান ফিরোজ, হাফিজুর রহমান, এস এম হাবিবুল হাসান, রাহাত রাজা, মীর মোস্তফা আলী, সোহরাব হোসেন আকরামুজ্জামান জনি প্রমূখ।

অনুষ্ঠানের শেষপর্বে কেক কেটে উদযাপন করেন আগত অতিথিরা। অনুষ্ঠানে সংবাদকর্মী, সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষকসহ সমাজের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা

সাতক্ষীরার কলারোয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মঙ্গলবার দুপুরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন কলারোয়া প্রেসক্লাব সভাপতি দীপক শেঠ এশিয়ান টিভি ও ঢাকা টাইমসের সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন , পলাশ চৌধুরী, জাহাঙ্গীরনগর হোসেন, আরিফ মাহমুদ, আনিছুর রহমান, তরিকুল ইসলাম, নাজমুল হোসেন, সেলিম খান,আরিফ চৌধুরী, জাকির হোসেন জুলফিকার আলী রাজু রায়হান, প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষ্ণা রায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন , যে কোনো সমস্যা সমাধানে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। তিনি ৩৫ তম বিসিএসের এ কর্মকর্তা এবং কলারোয়া উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বলে জানান ।

তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের আয়না।উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে কলারোয়া উপজেলায় ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

এর আগে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest