সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনকারী রাজকে গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরায় ১৭ বিঘা সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসনসাতক্ষীরায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে মাষ্টার ট্রাভেলসকে ভোক্তা অধিকারের জরিমানাসাতক্ষীরায় পানিবন্দী ১০০ পরিবারে ছাত্রশিবিরের উপহারআশাশুনিতে জমি জবর দখল ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধনসাতক্ষীরায় ভেজাল দুগ্ধজাত পণ্য তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও ঘিসহ আটক-২শ্যামনগরের সরকারী দিঘির পানি পাইপ লাইন স্থাপন করে ব্যক্তিস্বার্থে ব্যবহারের অভিযোগঈদ পরবর্তী প্রীতি ক্রিকেট খেলায় সাবেক মেয়র গাজী আক্তারুলের দলের জয়সাতক্ষীরায় রাইফেল ক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে শুটিং প্রতিযোগিতাআশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা

চার দফা দাবিতে সাতক্ষীরা সদর হাসপাতাল ও বুশরা ম্যাটস এর শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাস বর্জন

আসাদুজ্জামান ঃ ইন্টার্নশিপ বহাল ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে সারা দেশের ন্যায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে ধর্মঘট ও মানববন্ধন কর্মসুচি পালন করছে সাতক্ষীরা সদর হাসপাতাল ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসক ও বুশরা মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে এ ধর্মঘট পালন করেন তারা।

সেখানে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরে শ্লোগান দিতে থাকেন। পরবর্তীতে শিক্ষার্থীরা শহরের খুলনা রোড মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদী মানববন্ধন করেন ও শ্লেগান দেন।

বক্তারা বলেন, দাবি না মানা পর্যন্ত রাজপথে তাদের এ আন্দোলন চলবে। বক্তারা এ সময় অবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও নিয়োগ প্রদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের জোর দাবি জানান তারা।

সাতক্ষীরার নলতা মেডিকেল এ্যসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর শিক্ষার্থী মুজাহিদ আরেফিনের সভাপতিত্বে মানববন্ধন ও ধর্মঘটে বক্তব্য রাখেন, ম্যাটস শিক্ষার্থী ফাতেমা-তুজ-জোহরা, মিজানুর রহমান, শিমুল হোসেন, জাহিদ হাসান, মাসুম বিল্লাহ প্রমুখ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর বাঁশদহার গ্রাম্য ডাঃ হান্নান আর নেই

জুলফিকার আলীঃ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কাউনডাঙ্গা গ্রামের গ্রাম্য ডাক্তার আব্দুল হান্নান (৫২) আর নেই।তিনি সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন না ফেরার দেশে। পরিবার সূত্রে জানা যায়,গতকাল বুধবার রাত ১০টায় সাতক্ষীরা সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তিনি দীর্ঘদিন যাবত কিডনি রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে এক পলক দেখার জন্য দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজন ভিড় জমায় তার নিজ বাড়িতে।মৃত্যুর পরে দুই স্ত্রী, এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।জানাযা নামাজে অংশগ্রহণ করেন,মির্জানগর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জালাল উদ্দিন, সহকারী শিক্ষক আব্দুল আহাদ,মাওলানা বাবলু, মাওলানা হাবিবুর রহমান,শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের প্রফেসার আবু হাসান লিপু,১নং ইউপি সদস্য খোরশেদ আলম রিপন,সাবেক ইউপি সদস্য রাহাতুল্লাহ ডাঃ আল মামুন, গ্রাম্য ডাঃ বাবলু রহমান, গ্রাম্য ডাঃ জাকির হোসেন সহ স্থানীয় মুসল্লীবৃন্দ।জানাযা নামাজের শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শোক দিবসে জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরা’র সভা

নিজস্ব প্রতিনিধি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরা’র আয়োজনে সরকারি শিশু পরিবার (বালক) সাতক্ষীরা প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈনের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন

সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এমপি রবি বলেন,“১৯৭৫ সালের ১৫ আগস্টে যে বর্বর হত্যাকান্ডটি ঘটেছে পৃথিবীর ইতিহাসে বিরল। সেদিন জাতির জনক বঙ্গবন্ধু, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল সদস্যদের হত্যা করা হয়। মহান আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহেনা দেশের বাহিরে থাকায় সেদিন প্রাণে বেঁচে যান। জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনী ও মানবতা বিরোধী ও স্বাধীনতা বিরোধীদের বিচার করে কয়েকজন অপরাধীকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। এসব খুনীদের বিচার করে জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন কেউ বিচারের বাহিরে থাকতে পারেনা। যারা অন্যায় করে হত্যা করে তারা সকলে বিচারের আওতায় আসবে। তিনি এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. লিয়াকত পারভেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনূজ্জামান, সমাজসেবা উপপরিচালক আশাশুনি (অতি:) শেখ ফারুক হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা অফিসার মো. তরিকুল ইসলাম, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান,

জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) এর ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুছ আলী। সমগ্র সঞ্চালনা করেন সরকারি শিশু পরিবার (বালক) উপতত্ত্বাবধায়ক আয়েশা খাতুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু

তালা প্রতিনিধি :
সাতক্ষীরা তালা উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুশান্ত বিশ্বাস মনু (৫০) নামে এক জনের মৃত্যু হয়েছে। মৃত সুশান্ত বিশ্বাস মনুর বাড়ি তালা উপজেলার ১২ নং খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মৃত সুধীর বিশ্বাসের ছেলে। বুধবার (৩১ আগস্ট) রাত ১২টায় সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সুশান্ত বিশ্বাস মনুর ছেলে সাগর বিশ্বস জানান, ৫ দিন আগে জ্বর আসছিলো। জ্বর আসার পরে তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদরের একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। ঐদিনই তাকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়।

কিন্তু মেডিকেলে আইসিইউ না থাকায় বাবাকে সিবি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত ১২টায় সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবালু সুশান্ত বিশ্বাস মনুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ বছর এই প্রথম তালায় কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। আমাদের সকলকে সচেতন হতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার চিরঞ্জীব মুজিব এর উদ্বোধন

আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার চিরঞ্জীব মুজিব এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু কর্ণার চিরঞ্জীব মুজিবের উদ্বোধন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। ২৯ আগস্ট রাত ১০ টার দিকে শহরের বাঙ্গালের মোড় হতে গফুর সাহেবের ব্রীজগামী জনৈক রবিউল ইসলাম এর কাগজের গোডাউনের সামনে পাঁকা রাস্তার উপর থেকে উক্ত মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতরা হলো শহরের গড়েরকান্দার মৃত. আমির আলীর ছেলে আবু সাইদ মিলন(৩৫), এবং একই এলাকার আব্দুর জলিল মোড়লের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩৩)।

সাতক্ষীরা সদর থানা পুলিশের যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে ইটাগাছা পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সাইদুজ্জামান, এটিএসআই ইনামুল হক, এটিএসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ উক্ত অভিযান পরিচালনা করেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থান থেকে আসামীদ্বয়কে আটক করা হয়। তাদের তল্লাসী করে প্রত্যেকের হেফাজত হতে ৩৫ পিস করে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত ইয়াবার মূল্য ২১ হাজার টাকা।

এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী পঞ্চগড়ে বদলী

সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী রেজা রশীদকে বদলী করা হয়েছে।

২৯ আগস্ট ২০২৩ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখার উপ-সচিব মোহাম্মাদ শামছুল হক স্বাক্ষরিত এক পত্রে তাকে পঞ্চগড় জেলা পরিষদের বদলী করা হয়।

রেজা রশীদ গত ১২ ডিসেম্বর ২০২২ তারিখে সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শোক দিবসে সাতক্ষীরায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের  আলোচনাসভা

জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এড. আজহারুল ইসলাম।

বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক পিপি এড.ওসমান গণি, জেলা আওয়ামীলীগের উপদেস্টা মন্ডলীর সদস্য জজকোর্টের পিপি এড. আ:আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা এড. ইউনুচ আলী, জেলা আওয়ামীলীগের সদস্য অতিরিক্ত পিপি এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. শহীদুল ইসলাম পিন্টু, সিনিয়র আইনজীবী এড. শেখ আব্দুস সামাদ, পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. আমিনুর রহমান চঞ্চল, সিনিয়র আইনজীবী এড. অজয় কুমার সরকার, এড. প্রবীর কুমার মুখার্জী,

এড. রফিকুল ইসলাম, অতিরিক্ত পিপি এড. তামীম আহমেদ সোহাগ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের আইন সম্পাদক এড. রফিকুল ইসলাম, এড. শামীম জাহান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এড. সাঈদুজ্জামান জিকো ও এড. সাহেদুজ্জামান সাহেদ।

আলোচনসভায় বক্তারা বলেন, জাতির জনকের হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তাহলেই জাতি কলঙ্ক মুক্ত হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest