সর্বশেষ সংবাদ-
দেবহাটার ইছামতি নদীর ভাঙ্গনে বদলে যাচ্ছে মানচিত্র- হুমকির মুখে রুপসী ম্যানগ্রোভইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিদেবহাটায় বোরো ধান কাটার ব্যস্ত সময় পার করছে কৃষকরাকাল বৈশাখী ঝড়ে লন্ডভÐ সাতক্ষীরা কমার্স কলেজসাতক্ষীরায় ট্রাক ভর্তি ভারতীয় উন্নত মানের শাড়ি-পোস্তদানাসহ ৮ কোটি টাকার মালামাল জব্দআশাশুনিতে প্লাস্টিক পলিথিন দুষণ প্রতিরোধে গণশুনানিসাতক্ষীরায় কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ষ আম জব্দইটাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকের বিদায়ী সংবর্ধনাপোস্ট অফিস মোড হতে পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড় পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনযুব নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় সাতক্ষীরায় ‘এসওডি’ বিষয়ক ডায়ালগ

কলারোয়া থেকে ৬৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার কলারোয় থেকে ৬৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা রবিবার রাতে কলারোয়া উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করেন। সোমবার দুপুরে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গালিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম কবিরুল ইসলাম (৩২)। তিনি কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, কলারোয় উপজেলা সদর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এরপর স্থানীয় লোকজনের সামনে তার কাছে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গালিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ফেন্সিডিলসহ গ্রেপ্তারকৃত মাদকব্যবসায়ীদের কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে সাংবাদিক পলাশ ও বৃদ্ধ মাকে কুপিয়ে জখম

বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে কথা কাটাকাটি জেরে সাংবাদিক পলাশ দেবনাথ (৪০)ও তার মা জবা রানী দেবনাথ(৬৪)কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। শনিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার নুরনগর ইউনিয়নের দক্ষিন হাজীপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ বিষয়ে মামলা দায়েরের পর পুলিশ ঘটনার সাথ জড়িত বাবলু মোল্যা নামের একজনকে গ্রেপ্তার করেছে। আহত মা ও ছেলেকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্যামনগর উপজেলা রিপোর্টস ক্লাবের সহ-সভাপতি পলাশ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কাফেলা পত্রিকায় কর্মরত।

পলাশের ভাই শিমুল দেবনাথ জানায় সম্প্রতি তাদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। শনিবার রাত দশটার দিকে বাবলুসহ কয়েকজন তাদের বাসার সামনে আড্ডায় লিপ্ত ছিল। এসময় তার মা জবা রানী বাবলুকে ডেকে বাসায় সম্প্রতি ঘটে যাওয়ার চুরির বিষয়টি জানিয়ে সেখান থেকে সরে যেতে বলে। একপর্যায়ে বাবলু তর্কে জড়িয়ে লোকজন নিয়ে তার মা ও ভাইকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তার মা আর ভাইকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে পরিস্থিতির অবনহিত হওয়ায় পলাশকে রাতেই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এঘটনায় তিনি বাদি হয়ে তাদের প্রতিবেশী আব্দুল গফ্ফার মোল্যার ছেলে বাবলুসহ তার দু’ভাই ফজলু ও লাভলুকে আসামী করে মামলা করেছেন।
গ্রেপ্তার বাবলুর ভাই লাভলু হামলার কথা স্বীকার করে বলেন, গালিগালাজের কারনে পলাশ ও তার মায়ের উপর সামান্য হামলা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান ঘটনার পরপরই খবর পেয়ে হামলার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর অভিুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারের উন্নয়ন তুলে ধরে এমপি জগলুল হায়দারের উঠান বৈঠক

শ্যামনগর প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়ন কর্মকাণ্ড ও সফলতা তৃণমূলে পৌঁছে দিতে একের পর এক উঠান বৈঠক করে যাচ্ছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস, এম, জগলুল হায়দার। তারই ধারাবাহিকতায় গত ইং ২৭ আগষ্ট রবিবার বিকাল ৫ টায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছোটকুপট গ্রামে ঈদগাহ মাঠে উঠান বৈঠকে হাজারো মানুষের ঢল নামে। এ বৈঠকে আটুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নানান শ্রেনীপেশার সহস্রাধিক নারী, পুরুষ, শিশু সহ বয়োবৃদ্ধরাও ছুটে আসে। উঠান বৈঠক মূহুর্তেই জনসভায় পরিনত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়ন কর্মকাণ্ডের কথা একটু জানতে বা শুনতে অধীর আগ্রহে বসে থাকতে দেখা যায় উপস্থিত সকলের। এ সময় তৃণমূলের সাধারণ মানুষ তাদের মনের কথা ও বিভিন্ন চাওয়া পাওয়া সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর নিকট তুলে ধরেন ।

হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ও ১৫ই আগষ্টের জাতীয় শোককে শক্তিতে পরিনত করার লক্ষ্যে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছোটকুপট গ্রামের ঈদগাহ ময়দানে উক্ত উঠান বৈঠকে সংসদ সদস্য জগলুল হায়দার বতর্মান সরকারের নানান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং স্থানীয়দের সুখ-দুঃখ, চাওয়া পাওয়ার কথা মনোযোগ দিয়ে শোনেন।

উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ (বাবু), আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, সাধারন সম্পাদক সাধু রঞ্জন মন্ডল,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এস এম জাকির হোসেন, যুবলীগ নেতা অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য রামকৃষ্ণ মন্ডল, হাসিম সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েস, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুব বাবু, যুবলীগ নেতা শেখ সুজন, এস এম ফেরদাউস হায়দার, শ্যামনগর সরকারী কলেজ ছাত্রলীগ নেতা ফয়সাল হায়দার সহ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগ নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শোক দিবসে সাতক্ষীরায় সদর উপজেলা আ’লীগের আলোচনাসভা

নিজস্ব প্রতিনিধি :
শোকের মাস আগস্ট মাসব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সাতক্ষীরায় আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রবিবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন,

দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য এস এম শওকত হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সহ-সভাপতি স্যামুয়েল ফেরদৌস, শিবপুর ইউনিয়ন আওয়মাীলীগের সভাপতি শওকত হোসেন, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সফিয়ান সজল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান জুয়েল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ হাসান, সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ’রা। সাতক্ষীরা সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ওয়ার্ড আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ্জাহান আলী।
এসময় প্রধান অতিথি বলেন, আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। আপনাদের উপস্থিতি প্রমান করে জাতির জনকের আদর্শে আপনারা আদর্শিত হয়েছেন। তাঁরই আদর্শ বুকে ধারন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৪০ কেজি হরিণের মাংস জব্দ

আসাদুজ্জামান ঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। রবিবাবর গভীর রাতে সুন্দরবনের কাঠেশ^র টহলফাড়ির আওতাধীন হাজির ভারানি নামক স্থান থেকে উক্ত হরিনের মাংস জব্দ করা হয়। তবে, এ সময় বনবিভাগের সদস্যরা কোন চোরাশিকারীকে আটক করতে সক্ষম হননি।

বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন বুড়িগোয়ালিনী সহকারী রেঞ্জ কর্মকর্তা নূর আলমের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সুন্দরবনের কাঠেশ^র টহলফাড়ির আওতাধীন হাজির ভারানি নামক স্থানে রবিবার গভীর রাতে অভিযান চালায়। এ সময় অভিযানের খবর টের পেয়ে সংঘবদ্ধ চোরা শিকারীরদল গহীন সুন্দরবনের ভিতরে পালিয়ে যায়। তবে,
বনবিভাগের সদস্যরা চোরাশিকারীদের ব্যবহৃত নৌকায় তল্লাশি চালিয়ে ৪০ কেজি হরিণের মাংস, মাথা, চামড়া ও হরিণের পাসহ আনুসঙ্গিক বিভিন্ন মালামাল জব্দ করেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে.এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত চোরা শিকারীদের চিহ্নিত করে তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, জব্দকৃত হরিনের মাংস মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন’র সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধিঃ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ আগস্ট শনিবার বিকেলে শহরের আসমানী কিনতেন স্কুল কামালনগর রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি গোলাম রসুল রাসেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চলনায় বৃক্ষ রোপন কর্মসুচি, ৭টি উপজেলায় কমিটি গঠন, মাদক বিরোধী প্রতিরোধ ও উক্ত সংগঠনের আগামী ৩০ তারিখে সাধারণ সভা করার বিষয়ে উক্ত মাসিক সাধারণ সভায় সিন্ধান্ত গৃহীত হয়।

উক্ত মাসিক সভায় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি আদিত্য মল্লিক, আব্দুস সামাদ গাজী, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, দপ্তর সম্পাদক শাহাজান আলী ছোট বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আলী সরদার, কার্যকারী সদস্য আলমগীর হোসেন, মীর হাসিবুর রহমান, শেখ আবু আলম, জাকির হোসেন, শেখ ইলিয়াস হোসেন প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরায় প্রাচীর ভাংচুর-জমি দখলের চেষ্টার ঘটনা পরিদর্শনে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি :
ভোমরায় সংখ্যালঘু সম্প্রদায়ের জমির প্রাচীর ভাংচুর করে জমি দখলের চেষ্টার ঘটনা সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। ২৬ আগস্ট বিকাল ৫টায় সরেজমিনে পরিদর্শন যান নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যনন্দ আমিন, শিব পদ গাইন, সদর উপজেলার দপ্তর সম্পাদক প্রবীর পোদ্দার, কার্যকরি সদস্য দিপংকর ঘোষ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অমিত কুমার ঘোষ, সদর উপজেলা শাখার আহবায়ক অরবিন্দ কর্মকার,

পৌর শাখার আহবায়ক বাধন ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোমরা ইউনিয়ন শাখার সভাপতি কার্ত্তিক চন্দ্র ঘোষ, স্থানীয় ব্যবসায়ী গণেশ চন্দ্র ঘোষ, ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, ভোমরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বর সাজ্জাদ গাজী, ৫নং ওয়ার্ডের আনছার আলী গাজী প্রমুখ। এর আগে গত ১৮ আগস্ট দুপুরে ভোমরা পূর্বপাড়া এলাকায় কিনু বিশ^াসের জমি দখলের উদ্দেশ্যে হামলা করে। এঘটনায় তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে নেতৃবৃন্দ সরেজমিনে পরিদর্শনে যান।

উল্লেখ্য: ৬৫নং ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ১.৬০ শতক জমি রয়েছে ভোমরা পূর্বপাড়ার মৃত কার্তিক চন্দ্র বিশ^াসের পুত্র কিনু কুমার বিশ^াসের। গত ১৮ আগস্ট যুবলীগ নেতা আ: মজিদ গাজীর পুত্র মোত্তালেব হোসেন পলাশ ভাড়াটিয়া লোকজন নিয়ে উক্ত সম্পতিত্তে থাকা প্রাচীর ভাংচুর করে এবং উক্ত সম্পত্তি দখলে চেষ্টা করে। এসময় তারা প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে এবং খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করে যাচ্ছে। এঘটনার পর থেকে ভুক্তভোগীর চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ব্যাংক খুলনার আয়োজনে সাতক্ষীরা সোনালী ব্যাংক পিএলসি ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহ আলমের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক মোঃ আমিনুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন মশু, সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ মশিউর রহমান সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তার।

বক্তব্য’রা বলেন, বাংলাদেশে কিছু চক্র বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে জাল নোটের কারবার চালিয়ে আসছে। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা বাজারে জাল টাকা ছাড়েন। বিভিন্ন জাল নোট ঘুরে বেড়ায় এক হাত থেকে অন্য হাতে। আসল নোট চেনার ব্যাপারে সতর্ক হতে বলেন।

আরো বলেন, ঈদ, পূজাসহ বড় বড় উৎসবে জাল টাকা প্রতারক চক্রদের তৎপরতা বেড়ে যায়। এ থেকে রেহাই পেতে ব্যাংক গ্রাহক ও সাধারণ মানুষকে জাল নোট চেনার উপায় হিসেবে টাকার ওপরে প্রধান নিরাপত্তা চিহ্ন তুলে ধরে তারা নানা পরামর্শ দেন।জাল টাকা চেনার পদ্ধতি, জাল টাকার কুফল ও প্রভাব সম্পর্কে জন সাধারণকে অবহতিকরণসহ সচেতনতামুলক আলোচনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest