সর্বশেষ সংবাদ-
দেবহাটার ইছামতি নদীর ভাঙ্গনে বদলে যাচ্ছে মানচিত্র- হুমকির মুখে রুপসী ম্যানগ্রোভইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিদেবহাটায় বোরো ধান কাটার ব্যস্ত সময় পার করছে কৃষকরাকাল বৈশাখী ঝড়ে লন্ডভÐ সাতক্ষীরা কমার্স কলেজসাতক্ষীরায় ট্রাক ভর্তি ভারতীয় উন্নত মানের শাড়ি-পোস্তদানাসহ ৮ কোটি টাকার মালামাল জব্দআশাশুনিতে প্লাস্টিক পলিথিন দুষণ প্রতিরোধে গণশুনানিসাতক্ষীরায় কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ষ আম জব্দইটাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকের বিদায়ী সংবর্ধনাপোস্ট অফিস মোড হতে পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড় পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনযুব নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় সাতক্ষীরায় ‘এসওডি’ বিষয়ক ডায়ালগ

সাতক্ষীরায় ৫৮ লক্ষ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি:
ভারতে পাচারের সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ৫৮ লক্ষ টাকা মূল্যর ৬টি স্বর্ণের বারসহ মোঃ ফারুক হোসেন নামে একজন চোরাকারবারিকে আটক করেছে বিজিবির সদস্যরা।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে কাকডাঙ্গা সীমান্তের বটগাছ তলা পাকারাস্তা এলাকায় তাকে আটক করা হয়। আটককৃত মোঃ ফারুক হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত্যু কিতাব আলীর ছেলে।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, সাতক্ষীরার কলারোয়া কাকডাঙ্গা সীমান্তের বটগাছতলা পাকারাস্তা এলাকার দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদে বিজিবি সদস্যরা অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারী।

শনিবার দুপুর ১২ টার দিকে কাকডাঙ্গা সীমান্তের বটগাছ তলা পাকারাস্তা এলাকায় গোপনে অবস্থান করে। ওই সীমান্ত এলাকায় মোঃ ফারুক হোসেনকে আটক করে বিজিবির সদস্যরা। পরে তার ভ্যানগাড়ি তল্লাশী করে ৬টি স্বর্ণের বার উদ্ধার
করে। জব্দকৃত এই সোনার ওজন ৭০১ গ্রাম ৫১০ মিলি গ্রাম। যার মূল্য প্রায় ৫৭ লক্ষ ৭৩ হাজার ৭৪৩ টাকা।

তিনি আরও জানান, স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে ও আটক মোঃ ফারুক হোসেনকে সাতক্ষীরার কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটা গৃহবধু ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় এক সন্তানের মা এক গৃহবধু (২২) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৬ আগস্ট) ভোররাতে পাটকেলঘাটা বাজারের পাশের একটি গ্রামে স্বামী বাড়ি না থাকার সুযোগে শিকার হন। বর্তমানে গৃহবধু সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত আরিফুল ইসলাম (৩২) পাটকেলঘাটা বাজারের পাশে পার-কুমিরা গ্রামের আবুল কালামের ছেলে। তিনি মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে জীবীকা নির্বাহ করেন।

গৃহবধুর শ্বাশুড়ি জানান, তার ছেলে পেশায় একজন ট্রাক চালক। পেশার তাগিদে তাকে প্রায়ই বাইরে থাকতে হয়। শুক্রবার সন্ধ্যার পরে ছেলে পণ্যবাহী ট্রাক নিয়ে চট্রগ্রামে চলে যায়। রাতে বৌমা ও তার নাতি এক ঘরে ঘুমিয়ে ছিল। ভোররাতে বিশেষ কৌশলে আরিফুল ঘরে ঢুকে তার বৌমাকে হাত ও মুখ বেধে উপুর্যপরি ধর্ষণ করে। পাশে ঘুমিয়ে থাকা নাতির চিৎকারে তিনি ও তার স্বামীর ঘুম ভেঙে গেলে তারা বৌমার ঘরে ঢোকার আগেই আরিফুল পালিয়ে যায়। পরে তার রক্তাক্ত বৌমাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার বৌমা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ধর্ষিতা গৃহবধু জানান, মাস ছয়েক আগে তার স্বামীর অনুপস্থিতির সুযোগে একইভাবে ঘরের বেড়া কেটে তাকে ধর্ষণ করে আরিফুল। তবে এনিয়ে শালিস হলে তাকে বকা-ঝকা দিয়ে ক্ষমা করে দেন শালিসদাররা।

সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে গৃহবধু ধর্ষণের শিকার হয়েছেন।

পাটকেলঘাটা থানার ওসি মাহমুদ হোসেন জানান, ঘটনাটি শুনে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার দিনমজুর জামাত আলী বাচতে চায়

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলার পারুলিয়া গড়িয়াডাঙ্গা গ্রামের মৃত রওশন আলীর ছেলে জামাত আলী গাজী (৬০) একজন দিন মুজুর। তিনি গত ২০ আগস্ট ২৩ ইং তারিখ আনুমানিক বেলা আড়াইটার দিকে অন্যের মৎস্য ঘেরে দিন মজুরের কাজ শেষে প্রধান সড়ক থেকে তিন ফিট বাইরে মাটির রাস্তা দিয়ে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় পারুলিয়া গাজী বাড়ী জামে মসজিদের সামনে পৌছালে সাতক্ষীরার দিক হতে কালিগঞ্জ উপজেলার কলিজোগা গ্ৰামের আব্দুল হাকিম (মেম্বর) এর ছেলে ফাইম বেপরোয়া ও দ্রুত গতিতে মটর সাইকেল চালানোর কারণে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জামাত আলীকে সজোরে ধাক্কা দেয়।

এতে করে দিনমজুর জামাত আলীর ডান পায়ের উরু, হাঁটু, গোড়ালী, দুই হাতের কনুইয়ের নীচে ও নাক ভেঙ্গে যায় এবং কপাল ও মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। তখন দ্রুত স্থানীয়রা দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা আশঙ্খা জনক হওয়ায় কর্তব্যরত ডাক্তারের পরামর্শে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। অসহায় জামাত আলীর শারীরিক অবস্থার খারাপ হওয়ায় চিকিৎসকের নিকট নিয়ে গেলে তাকে জরুরী অপরেশন করার কথা বলেন।

জামাত আলীর ছেলে মাছুম গাজী বলেন, আমার পারিবারিক অবস্থা খুবই খারাপ। আমার পিতার অবস্থাও খুব মারাত্মক। চিকিৎসকরা বলেছেন, দ্রুত উন্নত চিকিৎসা না করালে চিরদিনের জন্য পঙ্গুত্ববরণ করতে হতে পারে। গত কয়েকদিনে অসহায় পিতার চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছি। তার পিতার উন্নত চিকিৎসার জন্য বহু টাকার প্রয়োজন যেটা তার একার পক্ষে ব্যয় করা সম্ভব নয়। পিতার চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। জামাত আলীর জন্য সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ- ০১৮২৪-৫৬৯২৬৮ অথবা- নং- ০১৭১৭-৩৩৭২৯৭

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জের যমুনা খাল থেকে অজ্ঞাত ব্যক্তির কাটা পা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের ভদ্রখালী হাজাম পাড়ার এলাকার যমুনাখাল থেকে অজ্ঞfত ব্যক্তির ভাসমান কাটা ১টি পা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ভদ্রখালী হাজাম পাড়া সংলগ্ন আদি যমুনা খালে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির একটি পা দেখতে পায় স্থায়ীরা। পরবর্তীতে তারা কালিগঞ্জ থানায় খবর দিলে এসআই নকিব সঙ্গীয় ফোস নিয়ে (পা) টি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মামুন রহমান জানান, এ ব্যাপারে থানায় থানা একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। পরবর্তীতে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এস এস সি ৮৬ সাতক্ষীরা কার্যনির্বাহী কমিটি গঠন

এস এস সি ৮৬ সাতক্ষীরা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল সকাল ১১টায় ম্যানগ্রোভ সভাঘরে এস এস সি ৮৬ সাতক্ষীরার বার্ষিক সাধারণ সভা সংগঠনের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মাগফুর রহমান, স্বপন কুমার শীল, মাহমুদ আলী সুমন, ফারুক আহম্মেদ খান টগর, মনিরুল ইসলাম মনি, ফজলুর রহমান, মিজানুর রহমান, কবির হোসেন, পাল শুভাশীষ, আবুল কাশেম প্রমুখ।

সভায় নতুন গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সর্বসম্মতিক্রমে মাগফুর রহমানকে সভাপতি ও মাহমুদ আলী সুমন, স্বপন কুমার শীলকে সহ-সভাপতি এবং ফারুক আহম্মেদ খান টগর কে সাধারণ সম্পাদক ও কবির হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে সতেরো সদস্য বিশিষ্ট দুইবছর মেয়াদী কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাঁকাল আহলেহাদীস জামে মসজিদের নতুন কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি :

বাঁকাল আহলেহাদীস জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৫ আগস্ট শুক্রবার বাদ জুম্মা মসজিদের মুসুল্লীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মো: আব্দুল জলিল (মাষ্টার) ও মো: জামালউদ্দীনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি মো: মনিরুজ্জামান মনি, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান কামু, কোষাধ্যক্ষ মো: ইমামুল হোসেন, সহ-সাংগঠনিক মো: আজিজুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক মো: মনিরুল ইসলাম বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক একরাম হোসেন, প্রচার সম্পাদক বাবর আলী, পাঠাগার সম্পাদক তরিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ডা: মো: জাহিদ হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ আওয়ামী লীগ ফিংড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ড আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে অনুষ্ঠিত সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব মো.আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সদস্য ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সদস্য সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা আওয়ামী লীগের সদস্য সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান শামসুর রহমান, সভাপতি রবিউল ইসলাম রবি, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোনায়েম,

সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান. ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক আজমির হোসেন বাবু সহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শেখ হারুন।
এসময় বক্তারা বলেন, শোক কে শক্তিতে পরিণত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌরসভার স্থবিরতা থেকে সকল কার্যক্রম পূনরায় সচল

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা পৌরসভার স্থবিরতা উত্তরন ঘটিয়ে সকল কার্যক্রম পূনরায় সচল করা হয়েছে। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসান এ দায়িত্বভার গ্রহণ করেন। গত ২ আগস্ট ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য নির্দেশ দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পউর-১ শাখার উপ-সচিব ফারজানা মান্নান। সে অনুযায়ী ২৪ আগস্ট পৌরসভার প্রধান নির্বাহী নাজিম উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে কাজী ফিরোজ হাসানকে দায়িত্ব হস্তান্তর করা হয়।

২৪ আগস্ট ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান দায়িত্ব গ্রহণ করায় পুনরায় সচল হয়েছে পৌরসভার সকল কার্যক্রম। তিনি দায়িত্ব গ্রহণ করেই পৌরসভার সড়ক বাতি চালু, স্লাপ্লাই পানি, ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন, প্রত্যায়নপত্র নাগরিক সনদসহ পৌরসভার উন্নয়ন কার্যক্রম চালু করতে অনুমোদন দেন।
চলতি আগস্ট মাসের ৩ তারিখের পর থেকে মেয়র তাজকিন আহমেদ চিশতি ২২ দিন পৌরসভায় না আসার কারনে কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছিল না। পৌরসভার সড়ক বাতি বন্ধ, স্লাপ্লাই পানি, ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন, প্রত্যায়নপত্র নাগরিক সনদসহ পৌরসভার সেবা থেকে পৌরবাসী বঞ্চিত হচ্ছিল। বেতন না পেয়ে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ২৩ আগস্ট ময়লার গাড়ী নিয়ে পৌরসভায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে। সকল সমস্যার অবসান ঘটিয়ে আজ থেকে সব কিছুই সচল করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest