সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মুল হোতা আলিমুদ্দীন গাজি গ্রেপ্তারদেবহাটায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনাজিয়াউর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াজেলা জে এস ডির শোকনওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানাশ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভসাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটাসাতক্ষীরার বিভিন্ন সীমান্ত জব্দ হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংসআশাশুনিতে এনসিটিবি’র অনুমোদনহীন বই বাজারজাতে চুক্তিবদ্ধ হওয়ার অভিযোগ

সাতক্ষীরায় চাঁদাবাজি করার অভিযোগে অস্ত্রসহ তিন ব্যক্তি আটক

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা পৌরসভার কাটিয়া সরকারপাড়ায় চাঁদাবাজি করার অভিযোগে অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী।শনিবার রাত সাড়ে আটটার দিকে এ আটকের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন,পৌরসভার রাজারবাগান উত্তরপাড়া এলাকার রেজাউল ইসলাম খোকন (৪৫),মোহাম্মদ আলী (৪০) ও সাইফুল ইসলাম (৪৬)।

কাটিয়া সরকারপাড়া এলাকার ভাড়াটে বাসিন্দা আব্দুল অহিদ সরদার জানান, ‘‘ আটক ব্যক্তিরা আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকার করায় আমাকে ধরে সাইফুলের দোকানে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে কাছে থাকা ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা মাথায় পিস্তল ঠেকিয়ে বাকী টাকা অনতিবিলম্বে না দিলে হত্যার হুমকি দেয়। উপায়ন্তর না পেয়ে সেনাবাহিনীর কাছে অভিযোগ করি।’’

সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান,‘যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদ আলী, চাঁদার টাকাসহ রেজাউল ইসলাম খোকন ও একটি ওয়ান শ্যুটারগানসহ সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।এঘটনায় ভুক্তভোগী অহিদ সরদার বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।‘’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

শনিবার ৫ অক্টোবর সন্ধ্যা ৭টার সময় উপজেলার গাজীরহাট দূর্গা মন্দির পরিদর্শন ও দূর্গাপূজার প্রস্তুতি সম্পর্কে সার্বিক খোজ খবর নেন। এবছর উপজেলায় মোট ২১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজার প্রস্তুতিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে দেখতে আসেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এসময় জেলা প্রশাসকের সাথে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, ৪নং নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, গাজীরহাট দূর্গা মন্দিরের সভাপতি শরৎ ঘোষ, সাধারণ সম্পাদক অজয় ঘোষ, ২ নং ওয়ার্ডের ইউ পি সদস্য আজগর আলী, ৯ নং ওয়ার্ডের ইউ পি সদস্য জনাব জাকির হোসেন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ইউ পি সদস্যা মোছাঃ খাদিজা পারভীন (কনা) প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও পূজা পরিষদের নেতৃবৃন্দকে দিকনির্দেশনা দেন। সাথে সাথে জেলা প্রশাসক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা বিএনপি নেতা হাবিবের নেতৃত্বে সিএন্ডএফ এজেন্ট দখল ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সমন্বয়ক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে সিএন্ডএফ এজেন্ট দখল, লুটপাট ও ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়াসহ নানা অনিয়ম দূর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের নিউমার্কেট মোড়স্থ আলবারাকা হোটেলের তৃতীয় তলায় উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের রাহাতুল্লাহ গাইনের পুত্র সাবেক যুবদল নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ব্যবসায়ী মোঃ আসাদুর রহমান।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি ভোমরাস্থল বন্দরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমি দীর্ঘ ১৫ বছর ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেছি। ব্যবসায়ী হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরেই ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সদস্য হিসাবে ভোটও প্রদান করে আসছি। দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠানটি নিজেদের দখলে রেখেছিল। কিন্তু আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারনে আমাকে কোন পদে আসতে না দিয়ে বঞ্চিত করেছে। তারা ইচ্ছামত ব্যবসায়ীদের নানা ধরনের অত্যাচার নির্যাতন চালিয়ে আসছিলো। গত ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, লুৎফর রহমান মন্টুসহ কয়েকজন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কার্যালয় অবৈধভাবে দখল করে। পরবর্তীতে এসোসিয়েশনের অর্থ অবৈধভাবে আত্মসাতসহ লুটপাট চালাতে থাকে। ইচ্ছামত সাধারণ সভার তারিখ নির্ধারন, ভোটার তালিকা থেকে অবৈধভাবে অনেক ভোটারদের নাম বাতিলসহ অনিয়ম করতে থাকে। অথচ হাবিবুর রহমান হাবিব নিজেই দীর্ঘদিন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সদস্য ছিলেন না। সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন দখল করেই ইচ্ছামত তার নাম সংযুক্ত করেছে। দখলের পর আমাকে তাদের কমিটিতে রাখার জন্য ১ লক্ষ টাকা দাবি করে এবং চিঠিও ইস্যু করে। ওই চিঠিতে আমার নাম ছিলো। কিন্তু দাবি মোতাবেক ১ লক্ষ টাকা দিতে না পারায় পরবর্তী এক চিঠিতে আমার নামের পরিবর্তে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ এস এম মাকছুদ খানের নাম সংযুক্ত করেন। অথচ এই মাকছুদ খান সিএন্ডএফ এর সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি বলেন, হাবিবের দাবি মোতাবেক টাকা দিতে না পারায় ওই কমিটির তালিকা থেকে আমার নাম বাদ দিয়েই শুধু ক্ষ্যান্ত হননি। আমাকে ভোটার তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ অগঠনতান্ত্রিক। এছাড়া আমাকে হয়রানি করার জন্য হত্যা মামলার আসামীদের ভাড়া করে নাজমুল আলম মিলন ও লুৎফর রহমান মন্টুর নেতৃত্বে আমার বিরুদ্ধে একটি মানববন্ধনের নাটকও সাজানো হয়েছে। এছাড়া হাবিবুর রহমান হাবিরের ইন্ধনে লুৎফর রহমান মন্টুর নেতৃত্বে ভোমরা ট্রান্সপোর্ট এসোসিয়েশন দখল করে লুটপাট চালানো হচ্ছে।
মিলন ও মন্টু মাদক এবং চোরাচালানের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকের মামলাও রয়েছে। গত ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে জমি দখলের ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে। উক্ত মামলার প্রধান আসামী মিলন এবং তার বাহিনীর সদস্যরাও আসামী। সংবাদ সম্মেলন থেকে এসময় বিএনপির নাম ভাঙিয়ে দখল ও লুটপাটের সাথে জড়িত হাবিবসহ তার সহযোগিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব জানান, আমরা যা কিছু করেছি তা সব বৈধভাবেই করেছি। যে সব অপপ্রচার চালানো হচ্ছে তা সবই মিথ্যা। ##

০৫.১০.২৪

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাদাকাটিতে পানিবন্ধি মানুষের মাঝে আরিজ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রি বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে দীর্ঘ ২ মাস পানিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেছে ঢাকার আরিজ ফাউন্ডেশন।

গতকাল পানিবন্দি এলাকার মানুষের মধ্যে খাদ্য সামগ্রি এবং পানি বাহিত রোগে আক্রান্তদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করে সংগঠনটি।
এসময় ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু পেঁয়াজ, তেল ও ঔষধ সামগ্রি তুলে দেন সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।

উল্লেখ্য: টানা বর্ষনে আশাশুনির কাদাকাটি ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দীর্ঘ দুই মাস অতিবাহিত হলেও সেখানের পানি নিস্কাশনের কোন উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চরম দুর্ভোগে পড়েছে এখানকার মানুষ। আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে। এছাড়া খাদ্য সংকটেও ভুগছে বহু মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহর জামাতের আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন কুখরালী  একাদশ

প্রেস বিজ্ঞপ্তি : “সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আয়োজনে আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের গুরুপ পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কুখরালী ফুটবল মাঠে শহর জামাতের আয়োজনে ও কুখরালী আদর্শ যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় এ আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের গ্ররুপ পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় কুখরালী আর্দশ যুব সংঘ বনাম কুখরালী আমতলা ফুটবল একাদশ মধ্যে ফাইনাল খেলায় খেলার দ্বিতীয় অর্ধে কুখরালী আমতলা ফুটবল একাদশ ১টি গোল করে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড জামাতের রোকন আব্দুল হামিদ।

এসময় উপস্থিত ছিলেন,পৌর উলামা পরিষদের প্রচার সম্পাদক মাও রুস্তম আলী তাওহীদ, ৬নং ওয়ার্ড জামাতের যুব কমিটির সভাপতি আব্দুল হাকিম, জামাতের উলামা পরিষদের সদস্য আবু তালেব,জামাতের ইউনিটের সভাপতি আজিজুল ইসলাম,সেক্রেটারি নজরুল ইসলাম, কুখরালী আর্দশ যুব সংঘের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ আরো অনেকে। খেলা পরিচালনা করেন সাতক্ষীরা জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সদস্য মোঃ একরামুজ্জামান (জনি) সহকারী রেফারি, আসাদুর রহমান আছাদ, হারুন খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:
ছাত্র জনতার হত্যাকারী শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী, গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে এক পথ সভায় মিলিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুল্লাহ হাবিলের সভাপতিত্বে সদস্য সচিব আশিকুজ্জামান আশিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন বাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট গোলাম গনি দুদু, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ, সাজিনুর রহমান সাজু, আরিফুল হক, জাতি দলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন,

মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, জাসাস নেতা শফিকুল ইসলাম, অহেস কুরনি, তারেক পরিষদের সভাপতি খালিদ মাহমুদ, ছাত্রদল নেতা সবুজ হোসেন, শফিকুল ইসলাম, আতিকুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা রিপন হোসেন, ইসরাফিল হোসেন, আব্দুল্লাহ, আবুল কালাম, এবাদুল, শাকিব, সুমন প্রমুখ। বক্তারা অবিলম্বে শেখ হাসিনা সহ তার দোসরদের ফাঁসির দাবি জানান একই সাথে আসন্ন দুর্গাপূজায় কেউ যাতে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে পানিবন্ধি মানুষের মাঝে ভূমি কর্মকর্তার খাদ্য সামগ্রী বিতরণ

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড ও কাদাকাটি গ্রামে দীর্ঘ দেড় মাস পানিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বরাদ্দকৃত উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের নির্দেশনায় এ খাদ্য সামগ্রী প্যাকেজ বিতরণ করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন, সার্ভেয়া ইমদাদুর রহমান তারেক, সাংবাদিক সোহরাব হোসেন প্রমূখ উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। উল্লেখ্য শুক্রবার ও শনিবার দুই দিনে ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহীদ জিয়াউর রহমানের সমাধিতে হাবিবসহ কারামুক্ত নেতৃবৃন্দের শ্রদ্ধা

প্রেস বিজ্ঞপ্তি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন হয়রানি মূলক মিথ্যা মামলায় ৭০ বছর কারাদণ্ড থেকে সদ্য জামিনে কারামুক্ত কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি-সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিব কারা মুক্তি নেতৃবৃন্দ। গতকাল বেলা ১২ টায় সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে কারাবরণকারী ৪৬ বিএনপি নেতা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ন মহাসচিব এড রুহুল কবির আহমেদ,বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু,নিতাই রায় চৌধুরী,যুগ্ন মহাসচি হাবিবুন নবী খান সোহেল,খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত,কৃষিবিদ শামিমুর রহমান শামীম, কেন্দ্রীয় সদস্য ডাঃ শহিদুল আলম,কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন। সাতক্ষীরার থেকে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি’সাবেক সাধাঃ সম্পাদক ও যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান, বিএনপির নেতা মৃণাল কান্তি রায়,অধ্যাপক মোশাররফ হোসেন,সিরাজুল ইসলাম,
যুবদলের সাবেক সভাপতি আইনুল ইসলাম নান্টা,ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজীব, সাধাঃ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন। কারাবরণকারী নেতা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চু, উপজেলা বিএনপির সাধাঃ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুবদলের আহবায়ক আব্দুল হাকিম সবুজ, সদস্য সচিব তৌফিকুর রহমান সঞ্জু সহ নেতৃবৃন্দ।

সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন বিএনপি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব কর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে এবং দেশের আইন-শৃঙ্খলা সব কিছু মেনে চলতে শপথ করান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest