হত্যা মামলায় পলাতক প্রধান শিক্ষক আ: মান্নান: শ্যামনগরের নকিপুর পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন শাহাদাৎ

শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন মো. শাহাদাৎ হোসেন। বর্তমান প্রধান শিক্ষক ড. মুহাম্মদ আব্দুল মান্নান এর পরিবর্তে গত ২৬ জানুয়ারি শাহাদাৎ হোসেন এ পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এসএম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। একই সাথে শাহাদাৎ হোসেন কে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের আয়ন-ব্যয়নকারী কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হয়। জানা যায়,ড. মুহাম্মদ আব্দুল মান্নান এর বিরুদ্ধে বিজ্ঞ আমলী আদালত, সাতক্ষীরায়  দন্ডবিধি ৩০২, ৪২৭, ৩৭৯/৩৪ ধারা মোতাবেক ফৌজদারী মামলা নং ৪/২০২৪ চলমান থাকায় এ আদেশ জারী করা হয়। ২০১৭ সালে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামের অলিউল্লাহ মোল্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়। সে ঘটনায় গত নিহতের পরিবারের দায়েরকৃত মামলায় আসামীভুক্ত করা হয়েছে ড. মুহাম্মদ আব্দুল মান্নানকে। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন ড. মুহাম্মদ আব্দুল মান্নান।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপরোক্ত অফিস আদেশে আরও বলা হয় পরবর্তীতে শুন্য পদে প্রধান শিক্ষক/সহকারি প্রধান শিক্ষক যোগদানের পর স্বয়ংক্রিয়ভাবে উক্ত আদেশ প্রদত্ত ক্ষমতা বিলুপ্ত হবে। এছাড়া ট্রেজারী ও সাব-ট্রেজারী আইনের এস,আর/৯৬ ভলিউম-১ অনুযায়ী মোঃ শাহাদাৎ হোসেন কে আনুষংগিক ভাতা, সম্মানী ইত্যাদি বিল সমুহে স্বাক্ষর করার ক্ষমতা প্রদান করা হয়। একইসাথে দায়িত্ব পালনকালে যেকোন ধরনের আর্থিক অনিয়মের জন্য তিনি সর্বোতভাবে দায়ী থাকবেন বলেও উক্ত আদেশে উল্লেখ করা হয়। এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল, খুলনা এর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত)
মোঃ কামরুজ্জামান জানান, ২৮ জানুয়ারি (মঙ্গলবার) মোঃ শাহাদাৎ হোসেন
সূত্রের আলোকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ১৪৪ জন পেশাজীবী গাড়ি চালক পেল লাইসেন্স নবায়ন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা-২০২৪- ২৫ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি ‘২৫) দুপুরে সাতক্ষীরা সিটি কলেজে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় উপ-পরিচালক (ইঞ্জি;) মোঃ আতিকুর রহমান।

প্রশিক্ষক হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) কে, এম, মাহাবুব কবির, সাতক্ষীরা সিভিল সার্জন এর প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার, ট্রাফিক পুলিশের পরিদর্শক মোঃ শাহাবুদ্দিন, মোটরযান পরিদর্শক সজীব সরকার।

প্রশিক্ষণ কর্মশালয় প্রধান প্রশিক্ষক খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ আতিকুর রহমান পেশাজীবী চালকের উদ্দেশ্যে বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা গাড়ি চালাতে হবে, যাত্রীদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, প্রতিটি গাড়িতে নারী ও প্রতিবন্ধী আসন নিশ্চিত করতে হবে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক সজীব সরকার। কর্মশালায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবি ১৪৪ জন চালক অংশ গ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অশোক লেল্যান্ডের সার্ভিস সেন্টার উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় উদ্বোধন হলো সুনামধন্য গাড়ি বিক্রয় প্রতিষ্টান “অশোক লেল্যান্ড” এর সার্ভিস সেন্টার। মঙ্গলবার সকালে সাতক্ষীরার কাশেমপুর বাইপাস সড়ক সংলগ্ন হাজী মার্কেটে এই সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন ইফাদ অটো সার্ভিসেস লিমিটেড-এর হেড অফ বিজনেস আব্দুল্লাহ আল এহসান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার প্রবীণ আইনজীবী এড. এ কে এম শহীদউল্যাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আশিস বানষোডে, হেড অফ সার্ভিস অশোক লেল্যান্ড, সুমন মুখার্জি, হেড অফ স্পেয়ার পার্টস, অশোক লেল্যান্ড, মোঃ মোস্তাফিজুর রহমান এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং ইফাদ অটোস , মোহাম্মদ মনজুরুল আলম, জোনাল ম্যানেজার ইফাদ অটো সার্ভিসেস লিমিটেড।

সাতক্ষীরায় অশোক লেল্যান্ড সার্ভিস সেন্টারটি পরিচালনা করবেন আদর্শ সার্ভিস সেন্টার এর সত্বাধিকারি মনিরুজ্জামান সবুজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রধান শিক্ষকের উপর হামলা: গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারপিটের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সাতক্ষীরা-আশাশুনি সড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজটের দৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙকন কুমার দাশ জানান, আজ মঙ্গলবার সকালে বিদ্যালয়ে আসার পথে প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুুকুলের উপর কয়েকজন ব্যক্তি অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।

এঘটনা জানাজানি হওয়ার পর শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে হামলাকারীদের গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ করে। এঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুল বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে ডি. বি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল জানান, সোমবার স্থানীয় বাজারের ব্যবসায়ী পুরাতন সাতক্ষীরা এলাকায়র বাহারুল ইসলামের সাথে তুচ্ছ একটি বিষয়ে তর্কাতর্কি হয়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে স্কুলে আসার পথে পুরাতন সাতক্ষীরা ছয়আনি মোড়ে আগে থেকেই ওৎপেতে থাকা বাহারুল ইসলামের নেতৃত্বে আরও ৫/৬ জন অতর্কিত হামলা চালায়। এতে তিনি শারীরিকভাবে আহত হয়েছেন। ঘটনার পর শিক্ষার্থীরা প্রতিবাদে সড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীদের উপরও চড়াও হয়। এতে দুজন শিক্ষার্থী আহত হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তিনি আরও জানান, আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তুচ্ছ ঘটনায় এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সার্বিকভাবে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিবন্ধীকে মারপিট-লক্ষ টাকার গাছ কেটে নষ্ট

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিবন্ধীকে মারপিট ও লক্ষ টাকার গাছ কেটে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। মারধর পরবর্তী তাদেরকে ঘরের মধ্যে অবরুদ্ধ করা ও নানারকম হুমকি প্রদান করা হয়েছে।
এবিষয়ে দেবহাটা উপজেলার খাসখামার গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে আবুল হোসেন (৬৮) বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ মতে জানা গেছে, বহেরা মৌজার ১৩১৬ নং ডিপি খতিয়ানের ৬৯৭ ও ৫৬৭ দাগের মধ্যে তাদের পৈত্রিক ৬ শতক জমিতে বাদী আবুল হোসেন ও তার পরিবারের সদস্যরা দীর্ঘ ১৫ বছর ধরে গাছগাছালী লাগিয়ে ঘরবাড়ি বানিয়ে বসবাস করে আসছেন। বিবাদী খাসখামার গ্রামের জিয়াদ আলী গাজীর ছেলে মোস্তফা গাজী বহুদিন ধরে তাদের জমিটা দখল করার অপচেষ্টায় লিপ্ত আছে।

সে কারনে বাদী আবুল হোসেন তার মেয়ে সখিনা খাতুন, ছেলে হাফিজুল ইসলাম, তার ভাই প্রতিবন্ধী মোসলেম সরদারের বিরুদ্ধে গত ৩/৪ বছর ধরে ৩০টিরও বেশি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এমনকি কয়েকবার মারধর করে হাসপাতালে পাঠিয়েছে। মোস্তফা এলাকার প্রভাবশালী ও মাদক ব্যবসায়ী হওয়ায় এলাকার কেউ ও অসহায় দিনমজুর আবুল হোসেন তার বিরুদ্ধে কথা বলার সাহস নেই।

গত ২৩ জানুয়ারী মোস্তফা তার ভাই কাজল গাজী, তার পিতা জিয়াদ আলী, একই এলাকার মৃত তছিমউদ্দীন সরদারের ছেলে আলিম সরদারসহ অজ্ঞাতনামা আরো অনেকে আবুল হোসেনের বসতভিটায় এসে সকল বড় বড় আমগাছ, মেহগনি গাছসহ বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে ও বসতবাড়ি ভাঙচুর করে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি করে। এছাড়া তাদেরকে বাড়ির মধ্যে অবরুদ্ধ করে রাখে ও নানারকম হুমকি দেয়। এবিষয়ে আবুল হোসেন দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান আছে। অসহায় আবুল হোসেন এধরনের অত্যাচার নির্যাতনের সঠিক বিচার দাবী করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক পলাশ : সদস্য সচিব ডাবলু

সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী এবং সদস্য সচিব মো: আব্দুল আলিম চেয়ারম্যানের নেতৃত্বাধীন বিদ্যমান আহবায়ক কমিটি বাতিল করে রহমতউল্লাহ পলাশকে আহবায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিব করে ৬ (ছয়) সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপি’র বর্তমান আংশিক আহবায়ক কমিটিতে রয়েছেনÑআহ্বায়ক রহমতউল্লাহ পলাশ, যুগ্ম-আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম-আহবায়ক তাজকিন আহমেদ চিশতী, যুগ্ম-আহবায়ক ড. মনিরুজ্জামান, যুগ্ম-আহবায়ক মো. আখতারুল ইসলাম এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। রবিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ খবর জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিএনপির সদস্য ফরম বিতরন-কমিটি গঠন-সম্মেলনের কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলায় বিএনপির সদস্য ফরম বিতরন, কমিটি গঠন ও সম্মেলনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। রোববার (২ ফেব্রæয়ারি) বেলা ১২ টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জেলার শীর্ষ নেতাদের সাথে কেন্দ্রীয় সাংগঠনিক টিমের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী তার ফেসবুক পেজে উল্লেখ করেছেন যে, বিএনপি খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাতক্ষীরা জেলা বিএনপির অধীনস্থ সকল ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর ইউনিটের সকল পর্যায়ের বিএনপি’র সদস্য ফরম বিতরণ ও কমিটি গঠন কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই নির্দেশ যথাযথভাবে পালন করার জন্য দলের সকল পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দকে তিনি অনুরোধ জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে সদস্য সংগ্রহ করে সম্মেলনের কথা ছিল। তবে কেউ কেউ সাংগঠনিক টিমের নির্দেশনা অমান্য করে কমিটি দিয়ে দলের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। একারণে সাংগঠনিক টিম জেলার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে সবার কথা শুনে সব ধরনের সম্মেলন ও কমিটি গঠন স্থগিত করেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি রহমতুল্লাহ পলাশ, আহŸায়ক সৈয়দ ইফতেখার আলী, যুগ্ম আহŸায়ক তারিকুল হাসান, সদস্য সচিব আব্দুল আলিম, যুগ্ম আহŸায়ক মৃণাল কান্তি রায়, আয়নুল ইসলাম নান্টা প্রমুখ।

উল্লেখ্য, এর আগে গত ১৬ জানুয়ারি খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ী জেলা বিএনপির অন্তর্গত ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা বিএনপির সম্মেলন সফল করতে চারটি সাংগঠনিক টিম গঠন করা হয়। একই সঙ্গে সব সম্মেলন শেষে ২৩ ফেব্রæয়ারি সাতক্ষীরা জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করে সাংগঠনিক টিম। এর মধ্যে সাতক্ষীরা-১ নির্বাচনী এলাকার জন্য জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক তারিকুল হাসান, সাতক্ষীরা-২ এর জন্য জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মৃণাল কান্তি, সাতক্ষীরা-৩ নির্বাচনী এলাকার জন্য জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক হাবিবুর রহমান ও সাতক্ষীরা-৪ নির্বাচনী এলাকার জন্য জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীমকে প্রধান করে চারটি আহŸায়ক কমিটি করা হয়। একই সঙ্গে প্রত্যেকটি টিমে জেলা বিএনপির আহŸায়ক কমিটি থেকে দুই থেকে তিন সদস্যকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। পাশাপাশি উপজেলা-পৌর বিএনপির আহŸায়ক ও সদস্য সচিবরা পদাধিকার বলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সাংগঠনিক টিমের সদস্য মনোনীত করার জন্য বলা হয়।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু স্বাক্ষরিত গত ১৬ জানুয়ারির ওই চিঠিতে এ তথ্য জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দুই সন্তানকে হত্যার পর মায়ের করে আত্মহত্যার চেষ্টা: মায়ের ১৬৪ ধারায় জবানবন্দি

নিজস্ব প্রতিনিধি : স্বামী ও স্ত্রীর বিরোধকে কেন্দ্র দুই শিশু সন্তানকে বিষ পান করিয়ে হত্যার পর মা বিষ পানে আত্মহত্যার চেষ্টার ঘটনায় পুলিশ ওই মাকে গ্রেপ্তার করেছে।

রবিবার দুপুর দুইটার দিকে তাকে সাতক্ষীরা সদরের মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মা আঞ্জুয়ারা রতœা রবিবার বিকেল সাতক্ষীরার আমলী আদালত-৮ এর বিচারক মোঃ সালাহউদ্দিনের কাছে ১৬৪ ধরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

স্বীকারোক্তি প্রদানকারি আঞ্জুয়ারা রতœা(২২) কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পূর্ব কালিকাপুর গ্রামের শেখ মাহামুদুল হাসান ক্বারীর স্ত্রী।

মাহামুদুল হাসান ক্বারীর ছেলে আরিয়ান আবরার(৬ মাস) ও মাহির আরবার (৬ বছর)।
নিহত দুই শিশুর দাদা আব্দুল আজিজ শেখ হানান, তার ছেলে মাহামুদুল হাসান দিনমজুরের কাজ করতো।

প্রায় ৯ বছর আগে আঞ্জুয়ারা রতœার সাথে তার ছেলের বিয়ে হয়। অভাবের সংসারে স্বামী ও স্ত্রীর মধ্যে মাঝে মাঝে বিরোধ হতো। এমনই এক পর্যায়ে ২৯ জানুয়ারি দুপুরের দিকে দুই সন্তানকে নিয়ে ঘরের মধ্যে অবস্থান করছিলেন হাসানের স্ত্রী রতœা বেগম। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে কীটনাশকের গন্ধ পেয়ে রতœাকে ভিতর থেকে আটকানো দরজা খুলতে বলেন তিনি। তবে দীর্ঘক্ষণ কোন সাড়া না শৌচাগারের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে খাটের উপর আরিয়ান আবরার ও মাহির আবরারসহ তাদের মাকে সঙ্গাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রæত সবাইকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ জিয়াউর রহমান আরিয়ান ও মাহিরকে মৃত ঘোষনা করেন। রতœার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানান, দুই পোতার মৃত্যুর ঘটনায় আব্দুল আজিজ শেখ বাদি হয়ে ৩০ জানুয়ারি আঞ্জুয়ারা রতœার নাম উল্লেখ করে পেনাল কোডের ৩০২/৩০৯ ধারায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামী আঞ্জুয়ারা রতœা রবিবার বিকেলে সাতক্ষীরার আমলী আদালতের বিচারক মোঃ সালাহউদ্দিনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest