সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

দেবহাটার পারুলিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটার পারুলিয়ায় চলন্ত ট্রাকের ধাক্কায় ১ ইঞ্জিনভ্যান যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২ জন যাত্রী। নিহত ব্যক্তির নাম মনিরুল ইসলাম (৩২)। সে দেবহাটা উপজেলার পারুলিয়া ফুলবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। শুত্রবার দুপুর ১ টার দিকে সখিপুর-পারুলিয়া কাকড়া সমিতির অফিসের সামনে এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১ টার দিকে একটি ইঞ্জিনভ্যান কয়েকজন যাত্রী নিয়ে পারুলিয়া থেকে সখিপুরের দিকে যাচ্ছিলো। এসময় একটি দ্রুতগামী ভারী ট্রাক যার নং সিলেট শ ১১-০০৫১ ঐ ইঞ্জিনভ্যানটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঐ ভ্যান যাত্রী মনিরুল ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া এ ঘটনায় দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামের হরিপদ দাশের ছেলে মাধব দাশ (৪০) ও রতেœশ^রপুর গ্রামের প্রদীপ দাশের ছেলে ভোলানাথ দাশ (৪২) আহত হয়। তাদেরকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে দূর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটির ড্রাইভার ও হেলপাররা পালিয়ে যায়। দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী ১ জন নিহত হওয়ার বিষয়টি স্বীকার করে জানান, দূর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ক কেউ কোন অভিযোগ দেয়নি বা মামলা হয়নি বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বর্ষায় বিশেষ ধরনের সব চা

স্বোস্থ্য কণিকা: বর্ষাকালে নানা রোগের প্রকোপ দেখা যায়। এ সময় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে। তাই সাবধান থাকা জরুরি। বিশেষজ্ঞদের মতে, বর্ষায় সুস্থ থাকতে বেশ কয়েক ধরনের চা-ই যথেষ্ট। এমন কিছু চা নিয়েই আজকের টিপস :

মসলাদার চা

এই চা কে না পছন্দ করেন? কোনো কারণ ছাড়াই মসলা চা দারুণ লাগে। নতুন কিছু নয়, নানা ধরনের মসলার চা বর্ষায় একটু বেশি বেশি খাবেন। আদা, গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ আর এলাচ চাকে এক জাদুকরি পানীয়ে পরিণত করে। ঠাণ্ডা জ্বর, সর্দি, কাশি ও ফ্লু জাতীয় সংক্রমণ থেকে নিরাপত্তা দেবে মসলাদার চা।

যষ্টিমধুর চা

দেহের বহু উপকারিতার জন্যে আদিকাল থেকেই যষ্টিমধু বেশ জনপ্রিয়। খুসখুসে কাশির মতো ঝামেলার যম এটি। এই মৌসুমে দিনে অন্তত একবার এই বিশেষ চা খেতে পারেন। তবে শুধু যষ্টিমধুতেই থামবেন না। এতে যোগ করুন আদা, লেবুপাতা আর পুদিনাপাতা।

আম-আদা-হলুদ চা

এমনিতেই হলুদ মেশানো চায়ের গুণ সবারই জানা। তার মধ্যে যদি সামান্য আমের রস আর আদা মেশাতে পারেন তো কথাই নেই। হজমঘটিত কোনো সমস্যা থাকলে দূর হয়ে যাবে। পেটের সমস্যা বর্ষাকালে বেশ দেখা যায়। আমের সঙ্গে হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই চায়ে থাকে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি-ইনফ্লামেশন উপাদান।

মিন্ট ব্লেন্ড হার্বাল

যেকোনো হার্বাল উপাদান দেহে নানা ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট দেয়। বিশেষ করে দূষণের কারণে দেহে যেসব ক্ষতিকর উপাদান জমে, তা দূর করতে হার্বাল চায়ের তুলনা নেই। এই চায়ের মধ্যে পুদিনা ও ধনে পাতার মিশ্রণ আছে। দুই ধরনের মিন্ট হার্বাল মিলেমিশে এই চা বর্ষায় আপনাকে সুরক্ষিত রাখবে।

মসলাদার গোলাপ চা

এ কথা অনেকেই জানেন না যে গোলাপ মনমেজাজ ভালো করে দেয়। তাত্ক্ষণিকভাবে সতেজ করে তোলে। এর সঙ্গে যদি স্বাস্থ্যগুণে সম্পন্ন মসলা ব্যবহার করা যায় তো কথাই নেই। কিছুটা বিলাসিতা মনে হতে পারে। কিন্তু জোগাড় করতে পারলে তা খরচবহুল মনে হবে না। চায়ের মধ্যে কয়েকটা গোলাপের পাপড়ি দিতে হবে শুধু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শার্শায় এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারণে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তরিকুল ইসলাম বাবু (৩৮) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান নাভারণ ইলেকট্রিকস ওয়ার্কস থেকে পুলিশ মৃত দেহটি উদ্ধার করে। নিহত তরিকুল ইসলাম বাবু শার্শা উপজেলার পাড়িয়ার ঘোপ গ্রামের তোতা মীরের ছেলে।
নিহতের স্বজনরা জানান, তরিকুল ইসলাম বাবুর বৃহস্পতিবার রাতে বাড়িতে ফিরতে দেরি দেখে তার মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ দেখায়। তখন বাজারে এসে তার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ডাকাডাকি করে দোকানের শার্টার না খুললে তাদের সন্দেহ হলে শার্টার ভেঙ্গে ভিতরে ঢুকে বাবুর ঝুলন্ত লাশ দেখতে পায়। এরপর পুলিশ ও এলাকাবাসীর সহযোগীতায় লাশটি উদ্ধার করা হয়। এবিষয়ে শার্শা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রতিবেশি ব্যবসায়ীদের নিকট জানতে চাইলে তারা বলেন, আমাদের ধারনা অনেক টাকা ঋনগ্রস্থ হওয়ায় পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় বাবু আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মার্কিন ডেমক্র্যাটিক পার্টির সিইও হলেন সীমা নন্দ

বিদেশের খবর: ডেমক্র্যাটিক পার্টির নীতি-নির্ধারণে ভূমিকা পালনকারী সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলেন ভারতীয়-অমেরিকান সীমা নন্দ। ভারতীয় তথা এশিয়ান-আমেরিকান হিসেবে এই প্রথম সীমা নন্দকে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলের সিইও নিয়োগ করা হলো। এ মাসেই তিনি এ দায়িত্বে অধিষ্ঠিত হবেন বলে ডিএনসি (ডেমক্র্যাটিক ন্যাশনাল কমিটি)’র পক্ষ থেকে জানানো হয়েছে।

সীমা বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম মানবাধিকার সংগঠন ‘দ্য লিডারশিপ কনফারেন্স অন সিভিল অ্যান্ড হিউম্যান রাইটস’র চীফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। ডিএনসির সিইও হিসেবে সীমাকে এই সংগঠনের সকল কর্মকাণ্ডের তদারকি ছাড়াও আমেরিকার কল্যাণ ও উন্নয়নে পার্টির ভূমিকা ঢেলে সাজাতে হবে। সামনের নির্বাচনে পার্টির বিজয় নিশ্চিত কল্পে কী ধরনের কর্মসূচি নেয়া উচিত-সে দিক-নির্দেশনা দেবেন। সীমা এর আগে শ্রমমন্ত্রী টম পেরেজের চীফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন।

এরও আগে একই মন্ত্রীর ডেপুটি চীফ অব স্টাফের দায়িত্ব পালনকালে ইমিগ্রেশন, ওয়ার্কফোর্স উন্নয়ন এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রেখেছেন।

বর্তমান সিইও ম্যারি বেথ ক্যাহিল বিদায় নেবেন শিগগিরই। এজন্যে গত ৫ মাস ধরেই তিনি একজন যোগ্য সিইও খুঁজছিলেন। সীমার নিয়োগ-সংবাদকে অভিনন্দন জানিয়ে ডিএনসি চেয়ার টম পেরেজ (সাবেক শ্রম মন্ত্রী) বলেছেন, আমি অত্যন্ত আনন্দিত যে, মেধাবী এবং দক্ষ সংগঠক সীমাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে জনগোষ্ঠীর সামগ্রিক কল্যাণে সীমার আন্তরিকতার অভাব নেই। সেটি তিনি ইতিমধ্যেই প্রমাণে সক্ষম হয়েছেন বিভিন্ন স্থানে। তার তৃণমূলের অভিজ্ঞতায় ডেমক্র্যাটিক পার্টি সামনের দিনগুলোতে আরও জনপ্রিয়তা অর্জনে সক্ষম হবে বলে আশা করছি।

এ নিয়োগে গভীর সন্তোষ প্রকাশ করে সীমা নন্দ বলেন, সারাজীবনের জন্যে এ এক অপূর্ব সুযোগ, যা আমাকে সম্মানিত করেছে। এতে আমি গৌরববোধ করছি। আর এমন সময়ে আমাকে এ দায়িত্ব দেয়া হলো যখন সারা আমেরিকার মানুষেরা কষ্টে নিপতিত হয়েছে। এহেন পরিস্থিতি থেকে মানুষজনকে উদ্ধারের লক্ষ্যে ডেমক্র্যাটিক পার্টি যথাযথ দিক-নির্দেশনা প্রদানে সক্ষম হবে বলে মনে করছি। আর সে সমাধানের পথ খুঁজতে হবে যুক্তরাষ্ট্রের বহুজাতিক সমাজের সম্প্রীতির বন্ধন অটুট রেখে, আমাদের নীতি-আদর্শের ওপর ভর করে এবং মূল্যবোধকে জাগ্রত রেখে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র শ্রম মন্ত্রণালয়ে যোগদানের আগে বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশনে ইমিগ্রেশন অ্যান্ড অ্যামপ্লয়ি রাইটস সেকশনের নেতৃত্ব দিয়েছেন সীমা নন্দ। সীমা বস্টন কলেজের ল’ স্কুল এবং ব্রাউন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন। তিনি ম্যাসেচুসেটস বার অ্যাসোসিয়েশনেরও মেম্বার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতা ইউনিয়ন ছাত্রলীগের নতুন সভাপতি সুজন সম্পাদক মামুন

নলতা প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আহমেদ সোহাগ ও সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার সাক্ষরিত ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন করেন। মোস্তাফি সুজনকে সভাপতি ও মামুন হোসেনকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে অন্যান্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি শেখ রনি ইসলাম, সহ-সভাপতি মেহেদী হাসান মুন্না, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান নয়ন ও ইসরাইল হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জুভেন্টাসেই যাচ্ছেন রোনালদো!

খেলার খবর: চ্যাম্পিয়নস লিগ ফাইনাল শেষেই রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় বছরের সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন দলটির পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপের ডামাডোলে এরপর আর এ নিয়ে তেমন কিছু শোনা যায়নি। কিন্তু বিশ্বকাপের দ্বিতীয় পর্ব থেকে পর্তুগালের বিদায়ের পর পুনরুজ্জীবিত হয়েছে গুঞ্জনটি। এখনকার খবর ইতালীয় পরাশক্তি জুভেন্টাসে পাড়ি জমাচ্ছেন রোনালদো।

জুভেস্তাসের সাবেক সিইও লুসিয়ানো মোজ্ঞির মতে ইতোমধ্যেই দলটির সঙ্গে চুক্তি সই করে ফেলেছেন রোনালদো। উল্লেখ্য যে, রোনালদোর কৈশোরেই তাকে দলে ভেড়ানোর একটা চেষ্টা করেছিলেন মোজ্ঞি।

বিভিন্ন সূত্র মোতাবেক জানা গেছে, ৮৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে দলে ভেড়াতে চায় জুভেন্টাস। লুসিয়ানো মোজ্ঞি ১৯৯৪ সাল থেকে ২০০৬ পর্যন্ত জুভেন্টাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। কিন্তু ২০০৬ সালে ইতালীয় ফুটবল কেলেঙ্কারিতে প্রধান চরিত্র সাব্যস্ত হওয়ায় আজীবনের জন্য সব ধরনের ফুটবল কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়। মোজ্ঞি মনে করেন শুধু প্রস্তাব দেওয়াতেই সীমাবদ্ধ নেই ব্যাপারটি, ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে তা। ৮০ বছর বয়সী মোজ্ঞি ইতালীয় এক টিভি নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘আমার মনে হয়, সে ইতোমধ্যে মিউনিখে জুভেন্টাসের সঙ্গে চুক্তিতেও সই করে ফেলেছে এবং সব ধরনের মেডিক্যাল পরীক্ষাতেও উের গেছে। গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলার পরে আমার এমনটাই মনে হয়েছে।’

২০০২ সালে রোনালদোকে জুভেন্টাসে ভেড়ানোর চেষ্টা করেছিলেন মোজ্ঞি। স্পোর্টিং লিসবনে তখন রোনালদো উদীয়মান তারকা, ধীরে ধীরে ইংলিশ লিগের দলগুলোর আকর্ষণে পরিণত হতে শুরু করেছেন। সাক্ষাত্কারটিতে সে ঘটনাটিরও স্মৃতিচারণ করেন তিনি। তত্কালীন জুভেন্টাস স্ট্রাইকার মার্সেলো সালাসের সঙ্গে রোনালদোকে অদলবদল চুক্তির প্রস্তাবটি আলোর মুখ দেখেনি শেষে। পরের মৌসুমে রোনালদো যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সাবেক জুভেন্টাস প্রধান বলেন, ‘আমি তার সম্পর্কে আগেই একটা খবর পেয়েছিলাম। তার যখন ১৮ বছর বয়স তখন তাকে পর্যবেক্ষণ করতে আমি একজন পর্যবেক্ষককে পাঠিয়েছিলাম সেখানে। সে তার পরিপক্বতা দিয়ে আমাকে মুগ্ধ করেছিল।’

তিনি আরও বলেন, ‘আগেই আমি চুক্তিটি করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মার্সেলো সালাস এতে সম্মত হয়নি কারণ সে রিভার প্লেটে ফিরতে চেয়েছিল।’ রোনালদোকে জুভেন্টাসে আনতে টাকার অঙ্কেরও প্রস্তাব দিয়েছিলেন মোজ্ঞি। কিন্তু স্পোটিং লিসবন তাতেও সম্মতি প্রকাশ করেনি। তিনি বলেন, ‘১৮ বছর বয়সী খেলোয়াড়টির জন্য আমি তাদেরকে আরও পাঁচ মিলিয়ন দিতে চেয়েছিলাম। কিন্তু সে সময় সেটা সম্ভব হয়নি আর।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ রাতে শিরোপা প্রত্যাশী ব্রাজিল ও বেলজিয়ামের অগ্নিপরীক্ষা

খেলার খবর: এক দল হটফেভারিট হয়ে রাশিয়ায় পা রেখেছিল, আরেক দল তাদের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আদায় করেছে ফেভারিটের মর্যাদা। রাশিয়া বিশ্বকাপের সবচেয়ে ‘উত্তেজনাপূর্ণ’ কোয়ার্টার ফাইনাল মঞ্চস্থ করতে প্রস্তুত কাজান অ্যারেনা। আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও মাত্র একবার সেমিফাইনাল খেলা বেলজিয়াম।

ব্রাজিল ও বেলজিয়ামের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক, মাছরাঙা, সনি টেন ২ ও টেন ৩ চ্যানেল।

সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে শুরুটা হতাশার ছিল ব্রাজিলের। তারপর কোস্টারিকার সঙ্গে ইনজুরি সময়ের জোড়া (২-০) গোলে জিতে ফেরার আভাস দেয় তারা। সার্বিয়া তো পাত্তাই পেল না। তবে ব্রাজিল তাদের আসল চেহারা দেখাল শেষ ষোলোতে। বিশেষ করে নেইমারের ফর্মে ফেরার পর সেলেসাওদের আশা আরও দৃঢ় হয়েছে। মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ে পিএসজি স্ট্রাইকার গোল করেছেন, করিয়েছেনও।

চার ম্যাচের সবগুলো জেতা বেলজিয়ামের বিপক্ষে নেইমারকে ঘিরে দারুণ কিছুর স্বপ্ন দেখছে ব্রাজিল। ‘ফেভারিট’ হয়ে রাশিয়ায় পা রাখা দলটি এখন সত্যিই শিরোপার দাবিদার। ‘হেক্সা’র স্বপ্ন পূরণের পথে আরও একধাপ এগিয়ে যেতে পেরোতে হবে বেলজিয়ান বাধা। ইউরোপিয়ান দলটির শক্তিশালী আক্রমণভাগকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত তাদের চমৎকার রক্ষণভাগ। গোলরক্ষক অ্যালিসনকে খুব বেশি কঠিন পরীক্ষায় পড়তে হয়নি থিয়াগো সিলভা ও মিরান্দাদের প্রতিরোধে। এই বিশ্বকাপে মাত্র একবার তাদের জালে বল জড়িয়েছে। সব মিলিয়ে গত ২৫ ম্যাচে তিতের দল ‘ক্লিন শিট’ রেখেছে ১৯ ম্যাচে।

তারপরও সতর্ক কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে ব্রাজিলের অধিনায়কত্ব পাওয়া মিরান্দা। প্রতিপক্ষের সব খেলোয়াড়কে নিয়ে সতীর্থদের হুঁশিয়ার থাকতে বলেছেন এই ডিফেন্ডার, ‘বেলজিয়াম কেবল (রোমেলু) লুকাকু নয়। তারা অনেক শক্ত আগ্রাসী দল। কিন্তু প্রতিপক্ষকে থামানোর প্রধান উপায় হলো মাঠে থাকা সব খেলোয়াড়কে নিয়ে সতর্ক থাকতে হবে। কারণ, তাদের বেশ কয়েকজন মানসম্পন্ন খেলোয়াড় আছে। তারা অনেক দক্ষ। প্রতিপক্ষের আক্রমণভাগকে নিষ্প্রভ করে দিতে আমাদের ডিফেন্ডাররা ভালো প্রস্তুতি নিয়েছে।’

ফুটবল বিশ্বকাপের অন্যতম কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত বেলজিয়ামও। গ্রুপে শতভাগ সাফল্য পাওয়া দলটির জন্য এটা হতে যাচ্ছে সবচেয়ে কঠিন লড়াই। যদিও শেষ ষোলোতে জাপানের বিপক্ষে খাদের কিনারে পড়ে গিয়েছিল তাদের সব আশা। তবে সব শঙ্কা দূর করে ওই ম্যাচটিই তাদের উজ্জীবিত করে তুলছে।

জাপানের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলের জয় মানসিকভাবে বেলজিয়ামকে চাঙ্গা রাখবে নিশ্চিত বলা যায়। ১৯৮৬ সালের পর প্রথম সেমিফাইনালের টিকিট পেতে যে জিততেই হবে ‘সোনালি প্রজন্ম’কে।

কিন্তু পাঁচবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের আন্ডারডগ বলে স্বীকার করে নিলেন কোচ রবেতো মার্তিনেস, ‘এটা একটা বিশাল উপলক্ষ। আপনি এটা লুকাতে পারবেন না। যদি সেই চেষ্টা করেন, তাহলে আপনি বোকা।’ স্প্যানিশ কোচ আরও বলেছেন, ‘আমরা এই উপলক্ষটি রাঙাতে সব প্রস্তুতি সেরে রেখেছি। এই টুর্নামেন্টে আমরা বিকশিত হচ্ছি। এই দলের মধ্যে সত্যিই বিশেষ কিছু আছে।’

দলের মধ্যে পূর্ণ আত্মবিশ্বাস দেখতে পাচ্ছেন মার্তিনেস, ‘সবাই যে ইতিবাচক, সেটা স্পষ্ট। ফুটবল মাঠে ভালো করার আকাঙ্ক্ষা সবার মধ্যে। মাঠে নামতে আর তর সইছে না। আমার মনে হচ্ছে আমরা আমাদের সেরা প্রস্তুতি নিয়েছি।’

দুই দলেই আছে বিশ্বমানের আক্রমণভাগ। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া স্বাভাবিক। কিন্তু মার্তিনেস মনে করিয়ে দিলেন সবচেয়ে বড় পার্থক্য, ‘পার্থক্য হলো আমরা একটিও বিশ্বকাপ জিতিনি, এটা বুঝতে পারা খুব সহজ।’

অবশ্য ব্রাজিল কোচ তিতে মনে করেন লড়াইটা হবে রোমাঞ্চে ভরপুর, ‘এটা হবে সেরা একটি ম্যাচ। দুই দলই সুন্দর ফুটবল খেলে এগিয়ে যাচ্ছে। বেলজিয়ামের সেরা খেলোয়াড় আছে, কোচও সেরা। আমি সবসময় তাদের ফেভারিটের (শিরোপার জন্য) দলে রেখেছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২য় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

খেলার খবর: প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে অলআউট হয়ে দ্বিতীয় ইনিংসেও চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। তাই অ্যান্টিগুা টেস্টে ইনিংস হারের মুখে পড়েছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে পঞ্চাশের নিচে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এখন একশর নিচে অলআউট হওয়ার শঙ্কায়। সেই অর্থে প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে উন্নতিই হয়ে বলা যায়! দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৬২ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ইনিংস পরাজয় এড়াতে এখনো দরকার ৩০১ রান।

প্রথম ইনিংসের চরম ব্যর্থতার সঙ্গে তাল মিলিয়ে দ্বিতীয় ইনিংসেরও প্যাভিলিয়নে ফিরে গেছেন ওপেনার তামিম ইকবাল, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহীম, অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। যেভাবে মুড়িমুড়কির মতো উইকেট পতন শুরু হয়েছিল, দ্বিতীয় দিনের খেলা আর কিছু সময় থাকলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসও হয়তো ঘুটিয়ে যেতে পারত। ভাগ্য ভালো, টেস্টের দুই আম্পায়ার তার আগেই দ্বিতীয় দিনের সমাপ্তি টেনেছেন।

দ্বিতীয় ইনিংসে কেমার রোচ বোলিং করেননি। হোল্ডার ১৫ রানে ২টি ও গ্যাব্রিয়েল ৩৬ রানে ৪টি উইকেট নিয়েছেন। আর তাই বাংলাদেশের পরাজয় এখন সময়ের ব্যাপার মাত্র। সুতরাং তৃতীয় দিনের শুরুতেই ম্যাচ নিজেদের করে নিতে পারে ওয়েস্ট ইন্ডিজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest