সর্বশেষ সংবাদ-
নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভদৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা  দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসা

কলারোয়ায় নাশকতা মামলায় দুই ব্যক্তি আটক

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় নাশকতা মামলায় দুই ব্যক্তিকে পুলিশ আটক করেছে। রবিবার রাতে পৃথক অভিযানে তারা আটক হয়।
থানা সূত্র জানায়- উপজেলার বাটরা গ্রামের সোলায়মানের পুত্র আমিরুল দফাদার (৩৫) ও জয়নগর গ্রামের আনসার আলীর পুত্র হায়দার আলী (৩৪)কে তাদের বাড়ি থেকে পুলিশ আটক করে। তাদের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা (নং-৩(২)১৮) রয়েছে।
সোমবার তাদের সাতক্ষীরার আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ছাত্রলীগের মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় মিছিল-সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ।
আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামি ৭জুলাই সাতক্ষীরা আ.লীগের তৃণমূল নেতৃবৃন্দের মতামতকে প্রাধান্য দিতে জননেত্রী শেখ হাসিনা গণভবনে ডাকায় ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলের আয়োজন করে ছাত্রলীগ।
সোমবার বিকেলে কলারোয়া উপজেলা সদরে বের হওয়া মিছিল শেষে বাসস্ট্যান্ড মোড়ে সমাবেশ করে দলটির নেতৃবৃন্দ।
সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আবু সাঈদের সভাপতিত্বে ও সিনিয়র সহ.সভাপতি শেখ মারুফ আহম্মেদ জনির পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাকিল খাঁন জজ, যুগ্ম সম্পাদক সামছুজ্জামান টিটু, সরকারি কলেজ সভাপতি ফাহিম হাসান, ছাত্রলীগ নেতা নাজিম, তুহিন, মিলন, রাজিব, জনি প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ৩ যুবককে কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ৩ যুবককে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যামাণ আদালত।
সোমবার ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। এর আগে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ওই যুবকদের আটক করে এসআই বিপ্লব রায়ের নেতৃত্বে পুলিশ একটি দল।
জানা গেছে- গাঁজা বিক্রির সময় ১’শ গ্রাম গাঁজাসহ উপজেলার লাঙ্গলাঝাড়া গ্রামের আনছার আলীর ছেলে সাইফুল ইসলাম (২৫)কে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আর গাঁজা সেবনের অপরাধে একই গ্রামের ফারুক হাজরার পুত্র রাসেল কবির (১৮) ও আবু জাফর গাজির পুত্র আফজাল হোসেন (১৮) কে ১৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় ইউএনও অফিসের বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা নিয়ে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে কমিটি, রিপোর্ট ১৫দিনে

দেশের খবর: সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিল, সংরক্ষণ বা সংস্কারের জন্য মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমকে আহ্বায়ক করে ৭ সদস্যর কমিটি গঠন করেছে সরকার।

আগামী ১৫ কর্যিদিবসের মধ্যে এ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

এরআগে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিল, সংরক্ষণ বা সংস্কারের বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে বিবেচনাধীন আছে। কোটা নিয়ে জটিলতা আছে, একটু সময় লাগবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি চাকরিতে কোটা বাতিল, সংরক্ষণ বা সংস্কারের বিষয়টি নিয়ে অনেক বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত আসবে। এটা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন আছে। আমাদের পর্যায়ে এখনো আসেনি। তবে আপনারা যত সহজভাবে এটা বিশ্লেষণ করছেন, তত সহজ নয়। জটিলতা আছে।

বিচার-বিশ্লেষণ কবে শেষ হবে এমন প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, ‘এটা অনুমান করা কঠিন। একটু সময় লাগবে মনে হচ্ছে।’

গত শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন আহ্বান করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

সংবাদ সম্মেলন শুরুর ঠিক আগমুহূর্তে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূরসহ সাত শিক্ষার্থী আহত হন।

আজ সোমবারও কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

হামলায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকেও মারধর করেছে।

বর্তমানে সরকারি চাকরিতে সংরক্ষিত কোটা ৫৬ শতাংশ। বাকি ৪৪ শতাংশ নেয়া হয় মেধা যাচাইয়ের মাধ্যমে। বিসিএসে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় ৩০, জেলা কোটায় ১০, নারী কোটায় ১০ ও উপজাতি কোটায় ৫ শতাংশ চাকরি সংরক্ষণ করা আছে। এই ৫৫ শতাংশ কোটায় পূরণযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে ১ শতাংশ পদে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগের বিধান রয়েছে।

এ কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধও করছিলেন তারা। গত ৯ এপ্রিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীরা। সেখানে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কোটার বিষয়ে সিদ্ধান্ত নিতে ৭ মে পর্যন্ত সময় নেন ওবায়দুল কাদের। কিন্তু এরপরের দিনও আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ এপ্রিল জাতীয় সংসদে কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘কোটা নিয়ে যখন এতকিছু, তখন কোটাই থাকবে না। কোনো কোটারই দরকার নেই। যারা প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদের আমরা অন্যভাবে চাকরির ব্যবস্থা করে দেব।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে!

ভিন্ন স্বাদের খবর: বেলজিয়ামের আট বছর বয়সী এক শিশু মাত্র দেড় বছরেই স্কুলের পড়াশোনা শেষ করেছে। সাধারণত স্কুলের পড়াশোনা শেষ করতে অন্যদের ছয় বছর সময় লাগে। এ জন্য তার সহপাঠীদের বয়স ১৮-তে পৌঁছে যায়।

শিশুটির নাম লরাঁ সাইমন। স্কুলের পড়াশোনা শেষ হওয়ার পর এখন সে দুই মাসের ছুটি কাটাচ্ছে। এরপর সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছে।

শিশুটির বাবা বেলজিয়ামের নাগরিক আর মা নেদারল্যান্ডসের। তাঁরা জানিয়েছেন, স্কুলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আইকিউ পরীক্ষায় লরাঁ ১৪৫ নম্বর পেয়েছে। এ পর্যায়ে ১৪০ নম্বর পেলেই চলে।

বেলজিয়ামের সংবাদমাধ্যমকে বালক লরাঁ বলছে, তার প্রিয় বিষয় গণিত, কারণ এটি বিশাল একটি বিষয়। সেখানে পরিসংখ্যান আছে, জ্যামিতি আছে আর বীজগণিত আছে।

শিশুটির বাবার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আরো ছোটবেলায় লরাঁ অন্য শিশুদের সঙ্গে মিশতে পারত না বা খেলতে পারত না। একটু বড় হলে খেলনার প্রতিও তার কোনো আগ্রহ ছিল না।

লরাঁ জানিয়েছে, পড়াশোনা শেষ করে সে শল্যচিকিৎসক বা সার্জন এবং নভোচারী হওয়ার কথা ভেবেছিল। কিন্তু এখন সে কম্পিউটার নিয়েই কাজ করতে চায়।

লরাঁর বাবা বলেছেন, ‘আগামীকালকে সে যদি আবার কাঠমিস্ত্রি হওয়ার সিদ্ধান্ত নেয়, এতে আমাদের কোনো সমস্যা নয়। সে যা করে খুশি থাকবে, তাতেই আমরা খুশি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অশালীন স্পর্শ: কাম্বলির স্ত্রীর ঘুঁষিতে ধরাশায়ী গায়ক অঙ্কিতের পিতা!

বিনোদন সংবাদ: সাবেক ভারতীয় হার্ড হিটার বিনোদ কাম্বলির স্ত্রী এন্ড্রিয়া হিউইট খ্যাতিমান প্লেব্যাক গায়ক অঙ্কিত তিওয়ারির পিতাকে ঘুষি মেরেছেন- এই অভিযোগে মামলা হয়েছে কাম্বলি ও তার স্ত্রীর বিরুদ্ধে। আর তিওয়ারির প্রায় বৃদ্ধ (৫৯ বছর) পিতার বিরুদ্ধে অভিযোগ তিনি শপিং মলের ভীড়ে এন্ড্রিয়ার শরীরে বারবার অশালীন স্পর্শ করেছেন।

এনডিটিভির খবরে বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সাদা টি-শার্ট পরা এক ব্যক্তি কাম্বলির স্ত্রীর পাশ দিয়ে যাচ্ছেন। এসময়ে তার হাত মেয়েটির শরীর ছুঁয়ে যায়। প্রতিক্রিয়ায় ওই নারী তার মাথায় ঘুষি মারেন।

অঙ্কিতের বাবা রাজকুমার জানান, এন্ড্রিয়া হিউইট তাকে পেটাতে পা থেকে স্যান্ডেলও খুলেন। এসময় তার কনিষ্ঠ পুত্র আহত হন কাম্বলির বডিগার্ডদের হাতে।

প্রসঙ্গত, বিনোদ কাম্বলি হচ্ছেন লিটল মাস্টার শচিন তেন্ডুলকারের বাল্যবন্ধু। অনেকেই মনে করেন শচিনের চেয়ে প্রতিভাবান ক্রিকেটার ছিলেন কাম্বলি।

গতকাল রবিবার উত্তর মুম্বাইয়ের মালাদ এলাকার বিখ্যাত ইনঅর্বিট মলের এ ঘটনায় বিনোদ কাম্বলি ও স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার বাদী অঙ্কিতের বড় ভাই অঙ্কুর।

অঙ্কিত জানান, রবিবার ছুটির দিন হওয়ায় মার্কেটে প্রচণ্ড ভীড় ছিল। সেখানে গেম জোনে অঙ্কিতের পিতা রাজকুমার তিওয়ারি নাতনিকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। সঙ্গে তার বন্ধুরাও ছিল। তার বাবা এক নারীর পাশ অতিক্রম করছিলেন এমন সময় ওই নারী তাকে প্রচণ্ড এক ঘুষি মেরে বসেন।

হিন্দি অনলাইন জনসত্তা.কম জানায়, ঘটনার সময় বিনোদ কাম্বলি তার স্ত্রীকে নিয়ে ওই মলে ঘুরছিলেন। টু্ইটার হ্যান্ডেলে কাম্বলি জানান, তিনি স্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য মলে উপস্থিত হন। এসময় শিশুদের গেম জোনে এক ব্যক্তিকে একই ধরনের অপকর্মের জন্য পাকড়াও করেন। এ ঘটনার কিছুক্ষন পরে সেখানে অপর দুই ব্যক্তি তার স্ত্রীর ওপর হামলার চেষ্টা করে।

দুঃখজনকভাবে নারীদের নিরাপত্তা ফের হুমকির মুখে- টুইটারে মুম্বাই পুলিশকে ট্যাগ করে এমন বক্তব্য দিয়েছেন কাম্বলি। তিনি আরও বলেন, কিছু দুর্বৃত্ত তার স্ত্রীকে অশালীনভাবে স্পর্শ করতে চেষ্টা করে। বাধা দেওয়ায় সে তার ছেলেদের ডেকে মারামারির চেষ্টা করে।

কাম্বলি আরও জানান, ঘটনা জানার পর মুম্বাই পুলিশের এক কর্মকর্তা তার বাসায় গিয়েছিলেন।

তবে অঙ্কুর তিওয়ারি জানান, তার বাবা ঘুষি খেয়ে হতবাক হয়ে যান। এসময় সেখানে উপস্থিত নারী (কাম্বলির স্ত্রী এড্রিনা) তার বাবার বিরুদ্ধে অন্যায়ভাবে শরীরে হাত লাগানোর অভিযোগে চিৎকার করতে থাকে। পরে তারা জানতে পারেন যে ওই নারী কাম্বলির স্ত্রী।

অপরদিকে, এ উপস্থিত লোকজনের অনেকেই মোবাইল ফোনে এ ঘটনার ভিডিও করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন কাম্বলি। তিনি মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন অনেকের। তিনি পলায়নপর ব্যক্তিদের কয়েকজনকে ধাওয়াও করেন।

সর্বশেষ খবরে জানা গেছে, ঘটনার তদন্ত করছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ম্যাজিকাল নেইমারে মেক্সিকোর বিদায়, কোয়ার্টারে ব্রাজিল

খেলার খবর: আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল। শিরোপা জয়ের হেক্সা মিশনে থাকা দলটিকে গোল উপহার দেন সুপারস্টার নেইমার এবং ফিরমিনো।

অন্যদিকে দারুণ শুরুর পর গোল খেয়ে এলোমেলো হয়ে যায় মেক্সিকোর খেলা। আক্রমণের ধার কমে যায়। একের পর এক ফাউলের শিকার হন নেইমার। তারপরেও হেক্সা মিশনে আরও একধাপ এগিয়ে যায় লাতিন আমেরিকার দেশটি।

সামারা অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের ডিফেন্সে আক্রমণ চালিয়ে যেতে থাকে মেক্সিকো। তখন ডিফেন্স নিয়ে ব্যস্ত থাকলেও দ্রুতই সামলে ওঠে ব্রাজিল। শুরু হয় পাল্টা আক্রমণ। নেইমারকে আটকে রাখার কাজ প্রথমার্ধে খুব সূঁচারুরূপেই দেখিয়েছে মেক্সিকো। ব্রাজিল সুপারস্টারকে ফাউলের শিকার হতে হয় একবার।

২৫তম মিনিটে পায়ের সেই জাদুকরী ড্রিবলিংয়ে মেক্সিকান ডিফেন্ডারদের কাটিয়ে খুব কাছ শট নিয়েছিলেন নেইমার। কিন্তু তৎপর ওচোয়া হাত লাগিয়ে সেই চেষ্টা ব্যর্থ করে দেন। এরপর খেলায় ফেরে ব্রাজিল। ৩২তম মিনিটে আবারও ডি-বক্সে ঢুকে শট নিয়েছিলেন নেইমার। কিন্তু এবারও তাকে ব্যর্থ হতে হয়েছে। রুদ্ধশ্বাস আক্রমণ-প্রতিআক্রমণের মাঝেও গোলশূন্য কাটে প্রথমার্ধ।

দ্বিতীয়ার্থের তৃতীয় মিনিটে ডি-বক্সের ভেতর থেকে কুতিনহোর জোড়ালো শট ঠেকিয়ে দেন গোলকিপার। অবশেষে ব্রাজিলকে কাঙ্খিত গোল উপহার দেন সুপারস্টার নেইমার। ৫৩তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে তার বুদ্ধিদীপ্ত ব্যাক হিলে বল পেয়ে সামনে এগিয়ে বাঁ দিক থেকে নিচু ক্রস বাড়ান উইলিয়ান। বল গোলকিপারের বাড়ানো হাত আর গাব্রিয়েল জেসুসের পা ফাঁকি দিলেও নেইমার ব্যবধান ১-০ করেন।

৬৮তম মিনিটে পাল্টা আক্রমণে আবারও মেক্সিকোর রক্ষণে আতঙ্ক ছড়ান উইলিয়ান। দুর্দান্ত গতিতে বাঁ দিক দিয়ে এগিয়ে ক্রস দিয়েছিলেন নেইমারকে। ব্রাজিল সুপারস্টারের শট এক মেক্সিকান ডিফেন্ডারে পায়ে লেগে পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।

ম্যাচের এই মুহূর্তে এসে খেই হারিয়ে ফেলে মেক্সিকো। এলোমেলো হয়ে যায় তাদের খেলা। ৮৯তম মিনিটে গোলটা নেইমারই করতে পারতেন। কিন্তু তার শটটি মেক্সিকান গোলকিপারের পা ছুঁয়ে চলে আসে ফিরমিনোর কাছে। নিখুঁত শটে বল জালে জড়াতে এতটুকু ভুল করেননি এই তারকা।

ব্রাজিল একাদশ: আলিসন, ফাগনার, চিয়াগো সিলভা, মিরান্দা, ফিলিপে লুইস, পাওলিনিয়ো, কাসেমিরো, ফিলিপে কৌতিনিয়ো, উইলিয়ান, গাব্রিয়েল জেসুস, নেইমার।

মেক্সিকো একাদশ: গিলের্মো ওচোয়া, এদসন আলভারেস, উগো আইয়ালা, কার্লোস সালসেদো, হেসুস গাইয়ার্দো, এক্তর এররেরা, রাফায়েল মার্কেস, আদ্রেয়াস গুয়ার্দাদো, কার্লোস ভেলা, হাভিয়ের এরনান্দেস, ইয়ার্ভিং লোসানো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

শ্যামনগর অফিস ঃ শ্যামনগরে সাংবাদিকদের সাথে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ইউএসএআইডি, ওয়ার্ল্ড ভিশন, ডব্লিউএফপি ও উইনরক সহযোগীতায় নবযাত্রা প্রকল্পের প্রজেক্ট অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২ জুলাই সকাল ১০টায় মতবিনিময় সভায় নবযাত্রা প্রকল্পের আওতাধীন উপজেলার দরিদ্র জনগোষ্ঠির জীবন মান উন্নয়নকে গতিশীল করতে মিডিয়ার ভূমিকা নিয়ে বিশদ আলোচনা হয়। নবযাত্রা প্রকল্পের মাঠ সমন্বয়ক কর্মকর্তা রবার্টসন সরকারের সভাপতিত্বে মত বিনিময় সভায় শ্যামনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ সুমন সহ সাংবাদিকবৃন্দ, সংস্থার জিজিএ কর্মকর্তা আমোস মুর্মু, প্রোগ্রাম কর্মকর্তা সত্যরঞ্জন তরফদার, ওয়াশ কর্মকর্তা জিয়াউর রহমান, জেন্ডার কর্মকর্তা মমতা চক্রবর্তী ও উপজেলা সমন্বয়ক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আমোস মুর্মু। উল্লেখ্য শ্যামনগর উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে বে-সরকারী উন্নয়ন সংস্থা নবযাত্রা প্রকল্প দীর্ঘদিন ধরে সুষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest