সর্বশেষ সংবাদ-
দেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা

শেখ মহিবুর রহমান (ময়না)’র দাফন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি: বিশিষ্ট ব্যবসায়ী মৃত শেখ ছামছুর রহমান (সূর্যমিয়া)’র পুত্র শেখ মহিবুর রহমান (ময়না) অসুস্থতা জনিত কারণে গত বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী …রাজিউন)। মৃতকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি, আশাশুনি উপজেলার শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, বিশিষ্ট ঠিকাদার হায়দার আলী, আশরাফুল করিম ধনী, এড. মোস্তফা। শুক্রবার বাদ জুমা জানাজা শেষে রসুলপুর সরকারি করবস্থানে তাকে দাফন করা হয়। আগামী রবিবার বাদ আছর নারিকেল তলা জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকলকে উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলেজ ছাত্রীকে ছাত্রলীগ সভাপতির মারপিটের ভিডিও ভাইরাল

রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজের এক ছাত্রীকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান অনিকের মারধরের ভিডিও প্রকাশ করেছেন ভুক্তভোগী। শুভ্রা মাহমুদা নামে ওই ছাত্রী বৃহস্পতিবার (৪ মে) তার ফেসবুকে এই ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা গেছে, অনিক ও তার এক সহযোগী রুটি তৈরির বেলুনি দিয়ে শুভ্রা ও তার এক রুমমেটকে বেধড়ক মারধর করছে। ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
গত বছরের ২৪ অক্টোবর দুপুরে বাঙলা কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি মুজিবর রহমান অনিক কয়েকজনকে নিয়ে শুভ্রার বাসায় গিয়ে তাকে বেধড়ক মারধর করে।
এ ঘটনায় ছাত্রলীগ থেকে মুজিবর রহমান অনিককে বহিষ্কার করা হলেও সম্প্রতি সেই বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়। নির্যাতনের শিকার শুভ্রা মাহমুদা বাদী হয়ে দারুস সালাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
ভিডিওতে থাকা ওই তরুণী এবং ছাত্রলীগ নেতা অনিকের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। তবে মুজিবর রহমান অনিক ঘটনাস্থলে উপস্থিত থাকলেও মারধরের কথা অস্বীকার করেছে।

নির্যাতনের শিকার বাঙলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শুভ্রা মাহমুদা জানান, মিরপুরের দারুস সালামের ৭৭/এ নম্বর বাসার ৫ম তলা ভাড়ায় থাকতেন তিনি। গত বছরের ২৪ অক্টোবর দুপুরে বাংলা কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি মুজিবর রহমান অনিক ও শেখ রাশেদ রহমান, ফয়েজ আহম্মেদ নিঝু, সাদেক প্রধানীয়া, মাসুম রাজু, জিলেন হাওলাদার, রিয়াদ হোসেন ও হাফিজ হাওলাদার মিলে তার বাসায় গিয়ে তাকে বেধড়ক মারধর করে। রুটি বেলুনি দিয়ে মারধরের পাশাপাশি কিল-ঘুষি ও গলাটিপে হত্যার চেষ্টা করে তারা। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করলে তিনি থানায় গিয়ে এ ঘটনায় মামলা (নম্বর ৩৭) দায়ের করেন।

শুভ্রা মাহমুদা বলেন, “সেসময় প্রাথমিক অভিযোগের ভিত্তিতে অনিকসহ তার সহযোগীদের ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। কিন্তু পরবর্তীতে মারধরের ঘটনা অনেকেই অবিশ্বাস করতে শুরু করে। উল্টো আমাকেই ‘খারাপ মেয়ে’ প্রমাণের চেষ্টা করে। একপর্যায়ে চলতি মাসের প্রথম দিকে অনিকের বহিষ্কারাদেশও তুলে নেওয়া হয়।” শুভ্রা বলেন, ‘আমি গতকাল (বৃহস্পতিবার) হঠাৎ সেদিনের মারধরের ঘটনাটির একটি ভিডিও হাতে পাই। যারা মারধরের ঘটনাটা অবিশ্বাস করেছে তাদের প্রমাণের জন্য আর পুলিশও যেন ঘটনার সত্যতা পায় সেজন্য ফেসবুকে আপলোড করেছি।’

শুভ্রা জানান, সরকারি বাঙলা কলেজের সাধারণ সম্পাদক থেকে সভাপতি হয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে অনিক। সে সাধারণ ছাত্রছাত্রীদের অত্যাচার ও জিম্মি করে রাখতে চাইতো। স্থানীয় ওয়াসা, ড্যাব, ডেলটা, কলেজের সামনের চায়ের দোকান থেকে মাসিক চাঁদা আদায় করতো। ভর্তি বাণিজ্যের সঙ্গেও যুক্ত ছিল সে। এসবের প্রতিবাদ করতে গিয়ে তার ওপর অনিক ক্ষিপ্ত হয় বলে জানান শুভ্রা।

শুভ্রা বলেন, ‘২০১৫ সালের সেপ্টেম্বর মাসে অনিক তার ছেলেদের দিয়ে আমায় ইভটিজিং করায় একবার। ওই বছরেরই ডিসেম্বর মাসে হাতে কোপ দিয়ে হত্যার চেষ্টা করে। মামলা করলেও কাউকে বিশ্বাস করাতে পারিনি। চাপে পড়ে আপস করেছিলাম। একপর্যায়ে ছাত্রলীগের কমিটিতে আমাকে ভাইস প্রেসিডেন্ট বানায়। কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল আমার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার। সেই ঘটনার জের ধরে ২৪ অক্টোবর বাসায় এসে আমাকে ও আমার এক রুমমেটকে মারধর করে।’

এদিকে শুভ্রার এসব অভিযোগের প্রেক্ষিতে যোগাযোগ করা হলে মুজিবর রহমান অনিক ঘটনার দিন শুভ্রার বাসায় উপস্থিত থাকার কথা স্বীকার করলেও মারধরের কথা অস্বীকার করে। ভিডিওতে তাকে মারধর করতে দেখা যাচ্ছে বলা হলে সে নিশ্চুপ ছিল। অনিক বলে, ‘মেয়েটা ভালো না। সে বাংলা কলেজের নেতাকর্মীদের বিরুদ্ধে ৫টা মামলা করেছে। মামলা করে সে টাকা-পয়সা হাতিয়ে নেয়। এটা তার ব্যবসা।’

কোনও অপরাধ করলেও আইন নিজের হাতে তুলে নিতে পারে কি না জানতে চাইলে অনিক বলে, ‘সেসময় সেখানে অনেকেই ছিল। আমি বাসার নিচে ছিলাম। পরে উপরে গিয়েছি। ওখানে পুলিশও ছিল। মেয়েটা আসলে আগে থেকেই খারাপ। শাহবাগ থানায় একবার গ্রেফতার হয়ে জেলও খেটেছিল।’

এদিকে এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান বলেন, ‘ওই মামলার তদন্ত চলছে। মারধরের কোনও ভিডিও বাদীর কাছে যদি থাকে তাহলে আমরা তা সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবো।’

https://www.facebook.com/BanglaTribuneOnline/videos/1000444610124272/

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রহ্মরাজপুরে আ’লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বিকেলে সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। বড়খামার ইউসি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এস,এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিক, সাধারণ সম্পাদক নুর ইসলাম মগরেব ও জেলা তাঁতী লীগের সদস্য সচিব মনিরুজ্জামান তুহিন।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক অজিয়ার রহমান, মেম্বার কালিদাস সরকার, রেজাউল করিম মিঠু, কুরবান আলী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোঃ শাহাদাত হোসেন রাজ, শেখ আব্দুল আহাদ, আবুল কালাম, ডালিম হোসেন, আব্দুর রহিম, সিরাজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যদের নবায়ন করেন ও কয়েকজনকে প্রাথমিক সদস্য পদ প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই-উঠান বৈঠাকে ডা: রুহুল হক

মোস্তাফিজুর রহমান: বাংলাদেশের এ উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। জন নেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকা কালিন সময়ে দেশের যে উন্নয়ন হয়েছে সেটা আমরা বলছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন। দেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশ নেত্রী যাকে নৌকার মাঝি করে আপনাদের কাছে পাঠাবেন তাকেই আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কথা দিচ্ছি নৌকায় যারা থাকবেন তাদের সুখে দু:খে আমার তাদের পাশে থাকবো। আর কয়েক মাস পরে জাতীয় সংসদ নির্বাচন। প্রধান মন্ত্রীর নির্দেশে আমি নৌকার মাঝি হয়ে আপনাদের পাশে এসে দাড়িয়েছি। শেখ হাসিনার মূলমন্ত্র সাধারন মানুষকে নিয়ে। আজ আপনাদের ছেলে মেয়েদের বাড়ি থেকে ডেকে ন্যাশনাল সার্ভিসে কাজ দেওয়া হচ্ছে। সাধারন মানুষদের নিয়ে শেখ হাসিনার যে মমতা আছে এটা তার একটা উদাহরন। ভাল কাজ করার জন্য সদ ইচ্ছাই যথেষ্ট। আশাশুনির প্রায় ৮৫ ভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। কয়েক মাসের মধ্যেই শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে আশাশুনি। আশাশুনি উপজেলার হাড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শুক্রবার বিকালে উঠান বৈঠাকে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরতে এসব কথা গুলো বলেন সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সাংসদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সভাপতি ডা: আ ফ ম রুহুল হক। প্রান্তিক যুব সংঘের সভাপতি কৃষ্ণপদ সরকারের সভাপতিত্বে এবং সাংবাবিদ অসীম বরুন চক্রবর্তীর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন এমপি প্রতিনিধি শম্বুজিত মন্ডল, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুবুল আলম খোকন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা: মোস্তাফিজুর রহমান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, ছাত্রলীগ সভাপতি হুমাইয়ন কবির সুমন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এম এম সাহেব আলী, যুব মহিলালীগ সভাপতি সীমা সিদ্দিকী প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিবি হাইস্কুলের সভাপতির পদ ছাড়লেন বিএনপি নেতা শহিদুল

নিজস্ব প্রতিবেদক: অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এস, এম শহিদুল ইসলাম পদত্যাগ করেছে। বৃহস্পতিবার (৩ মে) ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুলের কাছে এই পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে শুক্রবার (৪ মে) সকালে তিনি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
জানা যায়, ডিবি ইউনাইটেড হাইস্কুলে সম্প্রতি একটি ম্যানেজিং কমিটি গঠন হয়। এই কমিটি নিয়ে এলাকার মানুষ ব্যাপক ক্ষোভ প্রকাশ শুরু করে। এমনকি কমিটি বাতিলের দাবী জানিয়ে বৃহস্পতিবার (৩ মে) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এলাকার মানুষ মানব বন্ধন করে। এতে করে দারুন জটিলতা ও টানা-পোড়েনের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ্যাডভোকেট ফরিদা আক্তার বানু এই বিষয়টি শান্তিপূর্নভাবে নিষ্পত্তি করতে উদ্যোগ নেয়। এলাকার একাধিক মহল ঐক্যমতের ভিত্তিতে সকল শ্রেণী পেশার মানুষের মতামতে ডিবি ইউনাইটেড হাইস্কুলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তার কাছে কমিটি গঠনের প্রস্তাব দিলে উভয়পক্ষ সেই প্রস্তাব মেনে নিতে রাজী হয়।
এ ব্যাপারে ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুছ ছালাম জানান, উভয়পক্ষ একমত হওয়ায় বিষয়টি শান্তিপূর্ন সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে।
জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ্যাডভোকেট ফরিদা আক্তার বানু জানান, এটা নিছক ভুল বোঝাবুঝি ছিল। আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হতে যাচ্ছে। আমি উভয়পক্ষের সাথে কথা বলে বিষয়টি সুরাহা করতে পেরেছি। এডহক কমিটি গঠনের পর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবুসহ বিভিন্ন নেতৃবৃন্দকে সাথে নিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে একটি ম্যানেজিং কমিটি গঠন হবে বলেও তিনি জানান।
ডিবি ইউনাইটেড হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস,এম শহিদুল ইসলাম জানান, এলাকায় শান্তি স্থাপনের স্বার্থেই পদত্যাগ করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা, ত্যাগেই শান্তি আসে, ভোগে নয়। এলাকার সকলে মিলে-মিশে বিদ্যালয়টি পরিচালিত হোক এই প্রত্যাশা করি।
ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল সভাপতির পদত্যাগ পত্র হাতে পাওয়ার কথা স্বীকার করে জানান, কেউ ভুলের উর্দ্ধে নয়। ছোট একটি ভুলের কারনেই ম্যানেজিং কমিটি নিয়ে জটিলতা সৃষ্টি হয়। যাই হোক এটা শান্তিপূর্ন সমাধান হয়েছে এটা মনের কাছে ভালো লাগছে। ভবিষ্যতে এমনটি হবে না বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও জানান, বর্তমান কমিটি থেকে ইতিমধ্যে আরো কয়েকজন পদত্যাগ করেছে। যার ফলে কোরাম সংকটের কারনে ২/১ দিনের মধ্যে এই কমিটি বিলুপ্ত ঘোষনা করে এডহক কমিটি অনুমোদনের জন্য যশোর বোর্ডে পাঠানো হবে। পরবর্তীতে একটি সুন্দর ও সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন হবে।
ব্রহ্মরাজপুর ইউপি মেম্বার রেজাউল করিম মিঠু জানান, ডিবি হাইস্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে চলমান জটিলতা সুষ্ঠুভাবে সমাধানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সবখানে শান্তির সু-বাতাস বইছে। এটি নিয়ে অনেকেই আনন্দ প্রকাশ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জয়ের ‘সেন্স অব হিউমার’-এ ঋতুপর্ণা-শুভ

নাজিম শাহরিয়ার জয়ের আলোচিত অনুষ্ঠান ‘সেন্স অব হিউমার’-এ অতিথি হিসেবে হাজির হয়েছেন ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের জুটি ঋতুপর্ণা সেনগুপ্ত ও আরিফিন শুভ।

অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে শনিবার রাত ১১টায়। জয়ের পরিকল্পনা, উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আবদুস সাত্তার।

জয় বলেন, “প্রতি পর্বেই আমরা অনুষ্ঠানে বৈচিত্র আনার চেষ্টা করি। এই পর্বেও প্রাণ খুলে আড্ডা দিয়েছি অতিথিদের সঙ্গে। দর্শকরা অনেক তথ্যই জানতে পারবেন আশা করি।”

অনুষ্ঠানের পরিচালক জানান, ব্যক্তিগত জীবনের নানা ঘটনার পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্ত ও আরেফিন শুভ তাদের ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা নিয়েও আলোচনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনার স্বপ্ন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেয়া -ডা. রুহুল হক এমপি

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: আশাশুনিতে সি এইচ সি পি ও গ্রাম ডাক্তাদের সাথে ফিস্টুলা উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে শুক্রবার সকালে আশাশুনি হাসপাতাল হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আদ-দ্বীন ওয়েলফেয়ার ইউনিভার্সিটি ফিস্টুলা সেল্টার ও বঙ্গবন্ধু মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় ফিস্টুলা কেয়ার প্লাস প্রকল্পের সহযোগিতায় সিভিল সার্জন ডা: তাওহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সাংসদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রালয়ের সভাপতি, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক এমপি। এসময় প্রধান অতিথি বলেন, জন নেত্রী শেখ হাসিনার স্বপ্ন ছিল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেয়া। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আজ আমরা সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে সক্ষম হয়েছি। কমিউনিটি ক্লিনিক গুলোকে কাজে লাগাতে হবে তাহলে আমরা প্রয়োজনিয়তার উপর নির্ভর করে এগুলোকে আরও মান সম্মত করার চেষ্টা করব। প্রসবজনিত ফিস্টুলা কোন অভিশাপ নয়, এটি প্রসবকালীন জটিলতাজনিত একটি রোগ। সফল অপারেশন প্রসবজনিত ফিস্টুলা সারিয়ে তুলে মায়েদের নতুন জীবন দান করতে পারে। চিকিৎসার পর তাকে পুনর্বাসিত করা সামাজিক দায়িত্ব। কর্মশালার শুরুতে ফিস্টুলা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ফিস্টুলা কেয়ার প্রজেক্ট ইন জেন্ডার বাংলাদেশের ডা: ইশরাত জাহান। ডা: ছাইফুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডা: নাজমূল হুদা, ডা অরুণ কুমার ব্যানার্জী, ডা: আশিকুর রহমান, ডা: আব্দুস রশিদ, এমপি প্রতিনিধি শম্ভুজিত মন্ডল প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় নারী উন্নয়ন উদ্যোক্তাদের প্রশিক্ষণের উদ্বোধন

দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে নারী উন্নয়ন উদ্যোক্তা কর্মসূচীর আওতায় নারী উদ্যোক্তাদের প্রশিক্ষনের উদ্বোধন শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার। এসময় অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র ট্রেইনার মিলন কৃঞ্চ মূখার্জি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক কে.এম রেজাউল করিম, ডলি সুলতানা সহ প্রমুখ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত ৩০ জন নারীকে বিভিন্ন বিষয়ে আগামী ৩ দিন প্রশিক্ষন প্রদান করা হবে। আগামী রবিবার এই প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হবে। আগামীতে কয়েকদিনের মধ্যে আরো ৩০ জন নারীকে প্রশিক্ষন প্রদান করা হবে বলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest