সর্বশেষ সংবাদ-
তালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি : নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটসাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির ১১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি গঠনপাইকগাছা থেকে খুলনা যাওয়ার পথে নিখোঁজ মাদরাসা ছাত্রকলারোয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়াদেবহাটায় তীব্র শীতে ব্যাহত জীবন যাত্রাOntdek de wereld van Supergame: Alles wat u moet weten over online casino’s in Belgiëসাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধনদেবহাটার বিস্তীর্ণ মাঠে এখন সরিষা ফুলের হলুদের সমারোহসাতক্ষীরায় ৪ সংসদীয় আসনের ১০ জনের মনোনয়নপত্র বাতিলসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

এবার লাক্স সুপারস্টার মানতাশা মিম

১২ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের ‘লাক্স সুপারস্টার ২০১৮’ প্রতিযোগিতায় বিজয়ী হলেন মিম মানতাশা। বিচারকদের নম্বর, দর্শকদের ভোট ও পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এবারের বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন মিম মানতাশা।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল। এবারের প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন সাদিয়া ইসলাম মৌ, তাহসান খান, আরিফিন শুভ। গ্র্যান্ড ফিনালেতে অতিথি বিচারক ছিলেন সংস্কৃতি মন্ত্রী ও দেশ বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর, আলী জাকের ও অভিনেত্রী ঈশিতা।

এ বছর মুকুটের সর্বশেষ দাবিদার ছিলেন পাঁচজন।  তারা হলেন সামিয়া অথৈ, মিম মানতাশা, সারওয়াত আজাদ বৃষ্টি, ইশরাত জাহিন ও নাবিলা আফরোজ। তবে সবাইকে পেছনে ফেলে শেষ হাসি হেসেছেন মিম মানতাশা। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ব্র্যান্ড নিউ গাড়ি ও নগদ পাঁচ লাখ টাকা। পাশাপাশি বাংলাদেশে লাক্সের শুভেচ্ছাদূত হওয়ার সুযোগ।

এছাড়াও বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমিতে প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ পাবেণ মিম মানতাশা।

সেই সঙ্গে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের নাটক, সিনেমা ও টেলিছবিতে অভিনয়ের সুযোগ। এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন সারওয়াত আজাদ বৃষ্টি।   তিনি পেয়েছেন চার লাখ টাকা। দ্বিতীয় রানার আপ হয়েছেন সামিয়া অথৈ।   তিনিও পুরস্কার হিসেবে পেয়েছেন তিন লাখ টাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু স্যাটেলাইট; আজ রাতে আবার যাত্রা

দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের জন্য নতুন সময় নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার দিনগত রাত ২টা ১৪মিনিট থেকে পরবর্তী দুই ঘণ্টার মধ্যে বঙ্গবন্ধু-১ মহাকাশে উৎক্ষেপণ করা হবে।

এর আগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৩টা ৪৭ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড-৩৯ এ থেকে কক্ষপথে উড়াল দেয়ার প্রক্রিয়া শুরু হলেও প্রাথমিক কাজ শুরুর পর কারিগরি ত্রুটির কারণে একেবারে শেষ মুহূর্তে এসে তা একদিনের জন্য পিছিয়ে দেয় স্পেসএক্স।

স্পেসএক্স বলছে, বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টা ১৪মিনিট থেকে পরবর্তী দুই ঘণ্টার মধ্যে বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের কাজ আবারও শুরু হবে।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ও একই কথা জানিয়েছেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘উৎক্ষেপণের শেষ মুহূর্তগুলো কম্পিউটার দ্বারা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। হিসেবে যদি একটুও এদিক সেদিক পাওয়া যায়, তাহলে কম্পিউটার উৎক্ষেপণ থেকে বিরত থাকে। আজ যেমন নির্ধারিত সময়ের ঠিক ৪২ সেকেন্ড আগে নিয়ন্ত্রণকারী কম্পিউটার উৎক্ষেপণের সিদ্ধান্ত থেকে সরে আসে। স্পেসএক্স সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে আগামীকাল একই সময়ে আবারও আমাদের প্রথম কৃত্রিম উপগ্রহ বহনকারী রকেটটি উৎক্ষেপণের চেষ্টা চালাবে। যেহেতু এই ধরণের বিষয়ে কোনো ঝুঁকি নেয়া যায় না, সেহেতু উৎক্ষেপণের মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করা খুবই সাধারণ বিষয়, চিন্তিত হওয়ার কিছু নেই।’

এদিকে বার্তাসংস্থা রয়টার্স বলছে, উৎক্ষেপণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর এক মিনিটেরও কম সময় আগে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর কাউন্টডাউন স্থগিত করা হয়েছে। এছাড়া স্পেসএক্সের ফ্যালকন ৯ ব্লক ফাইভ রকেটের মহাকাশে প্রথম যাত্রার কাউন্টডাউন পুনরায় শুরু অথবা অন্যদিনের জন্য উৎক্ষেপণ বাতিল করবে কি না তা এখনো পরিষ্কার নয়।

গত বছরের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের দিনক্ষণ ঠিক করা হলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। ওই সময় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হারিকেন আরমা আঘাত হানে। এতে প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ায় স্যাটেলাইট উৎক্ষেপণ পিছিয়ে দেয়া হয়।

পরে ৫ মে উৎক্ষেপণের দিনক্ষণ ঠিক করা হয়। স্যাটেলাইট উৎক্ষেপণে আবহাওয়া অনুকূলে না থাকায় এবারও তারিখ পিছিয়ে ৭ মে নির্ধারণ করা হয়। কিন্তু এদিনও আবহাওয়া প্রতিকূলে থাকতে পারে এমন আশঙ্কায় স্যাটেলাইট উৎক্ষেপণের সিদ্ধান্ত পিছিয়ে দেয়া হয়। তার আগে ৪ মে (শুক্রবার) বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ চালানো হয়।

ওইদিন অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টারে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয় ফ্যালকন-৯ রকেটের। এসময় কেনেডি স্পেস সেন্টারের ব্লক ৫ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

পরীক্ষামূলক উৎক্ষেপণের পর তথ্য পর্যালোচনা করে স্পেসএক্স। ফলাফল ইতিবাচক হওয়ায় ১০ মে বঙ্গবন্ধু-১ মহাকাশে ডানা মেলবে বলে জানায়।

উল্লেখ্য, স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মহাকাশে পাঠানোর লক্ষ্যে রাশিয়ার উপগ্রহ কোম্পানি ইন্টারস্পুটনিকের কাছ থেকে কক্ষপথ (অরবিটাল স্লট) কেনে বাংলাদেশ। ২০১৫ সালের ১৫ জানুয়ারি রাশিয়ার কাছ থেকে মহাকাশের ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমায় দুই কোটি ৮০ লাখ মার্কিন ডলারে (বাংলাদেশি প্রায় ২১৯ কোটি টাকায়) কেনা হয়েছে এ স্লট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সত্যিই রিয়ালে যাচ্ছেন নেইমার!

গুঞ্জনটা তাহলে সত্যি হতে চলেছে? ফরাসি ক্লাব ফুটবল যে স্প্যানিশ লিগের চেয়ে ঢের পিছিয়ে তা মনে হয় এবার বুঝতে পেরেছেন ব্রাজিল ও পিএসজির তারকা নেইমার জুনিয়র। তাইতো বছর না ঘুরতেই আবার স্পেনে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়।

স্প্যানিশ পত্রিকা মার্কার খবর অনুযায়ী স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে রোনালদোর সতীর্থ হতে যাচ্ছেন নেইমার।

মার্কা জানিয়েছে, নেইমারকে রিয়ালে ভেড়াতে পরিকল্পনা আঁটছেন রিয়াল মাদ্রিদ কর্মকর্তারা, নেইমারের বাবা, এজেন্ট ও নেইমার নিজেও। নেইমারের বর্তমান ক্লাব পিএসজিও জানে নেইমারের ক্লাব ত্যাগের ইচ্ছার কথা। ২০২২ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকা সত্ত্বেও পিএসজিতে থাকতে রাজি নন ব্রাজিলের তারকা। কয়েকদিন আগে পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফির সাথে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন নেইমারের বাবা। নেইমারকেও আলোচনায় বসার আহবান জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে।

২৬ বছর বয়সী নেইমার প্রথম মৌসুম পিএসজিতে কাটিয়েই বুঝে গেছেন ফরাসি লিগ ওয়ান আর স্প্যানিশ লা লিগার পার্থক্য। তাছাড়া ড্রেসিংরুমে সতীর্থদের সাথে সময়টাও খুব একটা জমেনি বিশেষ করে ক্লাবের আরেক তারকা এডিনসন কাভানির সাথে প্রকাশ্যেই বিবাদে জড়িয়ে পড়ে সমালোচনার জন্ম দেন।

গত বছরের ৭ ডিসেম্বর ব্যালন ডি’অর পুরস্কার বিতরণের অনুষ্ঠানে রিয়ালের পরিচালকদের সাথে আলোচনায় স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিতে যাওয়ার ইচ্ছা পোষণ করেন নেইমার। রিয়ালও বেশ জোরেশোরে মাঠে নামছে।

তবে নেইমারের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারেন পিএসজির মালিক ও কাতারের আমির হামাদ আল থানি। টাকার জন্য নেইমারকে বিক্রয় করার কোনো প্রশ্নই ওঠে না, উপরন্তু এটা সম্মানের ইস্যু হয়ে দাঁড়াবে তার জন্য।

গত বছর নেইমার আর কিলিয়ান এমবাপ্পেকে দলে টেনে সারা বিশ্বের নজর কেড়েছিলো পিএসজি। মাত্র এক বছর পরই তাদের কাউকে বিক্রি করে দিতে যে চাইবে না পিএসজি, তাতে আর সন্দেহ কী?

তবে হিসাব আছে আরও। নেইমারকে কিনতে গেলে আবারও ট্র্যান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়তে হবে যেকোন দলকে। সেক্ষেত্রে ২২২ মিলিয়ন ইউরোর নেইমারের জন্য ২৬০-৩০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে রিয়ালকে। আর তাহলে আরও কাউকে দলে নিতে চাইলেও হিসাবে ঝামেলায় থাকবে রিয়াল।

আরেকটা বিষয়। রিয়ালে রোনালদো আছেন। ক্লাবের সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলারটি নিশ্চয় চাইবেন না তার স্থান নেইমারের দখলে চলে যাক। রোনালদো নিজেই মৌসুম শেষে তার বেতন-ভাতা এবং ৪০ ইউরোর সাইনিং মানি বোনাস নিয়ে ক্লাবের কর্তাদের সাথে আলোচনায় বসবেন।

তবে রিয়ালের তোড়জোড় দেখে বিশ্লেষকদের ধারণা, আগেরবার মিস করলেও এবার আর নেইমারকে নেয়ার সুযোগ কিছুতেই মিস করবে না তারা। প্রয়োজনে গ্যারেথ বেলকে বিক্রি করে দেবে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাসদ তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

গতকাল বিকাল সাড়ে ৪টায় পাটকেলঘাটাস্থ ডাক বাংলো চত্বরে মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সরদার মোঃ মোসলেমের পরিচালনায় জাসদ তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু। বিশেষ জাতীয় কৃষক জোটের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোল্লা আব্দুর রাজ্জাক, জেলা কমিটির সদস্য মীর মোর্তুজা, জালালপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল আলীম, প্রভাষ ঘোষ জীবন, শেখ হিরো আলম প্রমুখ। সম্মেলনে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে মোঃ মোক্তার হোসেন কে সভাপতি, সরদার মোসলেম, মীর মোর্তেজা কে সহ-সভাপতি, আবু মুছাকে সাধারণ সম্পাদক, গৌতম দাশকে যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ আসাদুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট সরুলিয়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
সম্মেলনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তালা- কলারোয়া সাতক্ষীরা-১ আসনে নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রুপার থালায় খেলেন বিয়ের সব অতিথি!

চমকের যেন শেষ নেই! একের পর এক ঝুলি থেকে বের হচ্ছে খবর, যা দেখে চোখ ছানাবড়া সবার। আংটিবদল, বাওয়ালি রাজবাড়িতে বিয়ের অনুষ্ঠানের পর এবার রুপার আসবাব।

তবে শুধু জামাই বা মেয়ে নয়, শুক্রবার দুপুরে বজবজ রাজবাড়িতে রুপার থালা, বাটি, চামম, গ্লাসেই খাবার খেলেন বিয়ের আমন্ত্রিত অতিথিরা।

রাজ-শুভশ্রীর বিয়েতে আমন্ত্রিতদের জন্য রুপার কুকারি সেটের ব্যবস্থা করেছেন অভিনেত্রীর বাবা দেবপ্রসাদ বাবু।

কলকাতার নামী রেস্তোরাঁ ‘স্কি বালিগঞ্জ প্লেস’ থেকে আনা হয় দুপুরের সব খাবার। দুপুরের মেনুতে ছিল- সাদা ভাত, শাকভাজা, চিংড়ি বাটা, শুক্তো, আম-আদা মুগডাল, নারকেল পোস্ত বড়া, মৌরলা মাছের পেঁয়াজি, ভেজ কাটলেট, ভেটকি পাতুড়ি, ছানার কালিয়া, কাঁচালঙ্কা-ধনেপাতার মুরগি, ধোকার ডালনা, খেঁজুর আমসত্তের চাটনি, সাবুর পাঁপড়, তোতাপুলী, দই এবং পান।

ইতিমধ্যে হয়ে গিয়েছে রাজ-শুভশ্রীর গায়ে হলুদের পর্ব। রাত ১১টা রয়েছে বিয়ের লগ্ন। টলিগঞ্জের হাইপ্রোফাইল অভিনেতা-অভিনেত্রী থেকে উঁচুদরের মন্ত্রী-সাংসদ এই বিয়ের নিমন্ত্রিতদের লিস্ট বিশাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই বছরের ছেলেকে নিয়ে ট্রেনের নিচে মা!

কুষ্টিয়ার মিরপুরে দুই বছরের ছেলেকে নিয়ে ট্রেন আসার আগে রেললাইনে হাঁটছেন এক নারী। স্থানীয়রা চিৎকার করলেও তিনি শোনেননি। ওই সময় ট্রেনের নিচে কাটা পড়ে মা (৩৫) ও ছেলে নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর স্টেশনের ২ কিমি. আগে গেটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মহিলাটি তার শিশুকে নিয়ে আত্মহত্যা করেছে। আশপাশের লোকজন তাকে রেললাইন থেকে সরে যেতে বললেও কিন্তু তিনি শোনেননি।

পোড়াদহ জিআরপি থানার ওসি সুনিল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছে।

ঘটনাস্থলে জিআরপি থানার এসআই আবুল হোসেন তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টাইগারদের নিয়ে পাকিস্তানের প্রস্তাবিত ত্রিদেশীয় সিরিজ বাতিল

অবশেষে বাতিল হয়ে গেল বাংলাদেশ, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আমেরিকায় অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টুর্নামেন্ট। পাকিস্তানের প্রস্তাবিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি বাতিল হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের ব্যস্ত সূচি। এ কারণেই ওয়েস্ট ইন্ডিজ এ সিরিজে অংশ নিতে অপরাগ প্রকাশ করেছে।

পাকিস্তান দল বর্তমানে যুক্তরাজ্য সফর করছে। এই সফরে আজ থেকে শুরু হওয়া আয়ারল্যান্ডের অভিষেক টেস্টে প্রতিপক্ষ দল হিসেবে মাঠে নামবে সরফরাজ বাহিনী। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। ইংল্যান্ড সিরিজের পর ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে স্কটল্যান্ড সফর করবে পাকিস্তান। যা শেষ হবে ১৩ জুন।

যুক্তরাজ্যের পর জিম্বাবুয়ে সফর রয়েছে উপমহাদেশের দলটির। আফ্রিকার দেশটিতে অস্ট্রেলিয়াকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজের সুচিও রয়েছে পাকিস্তানের। ১-৮ জুলাই চলবে এ সিরিজ। সংক্ষিপ্ত ভার্সনের প্রতিযোগিতা শেষে পাকিস্তান-জিম্বাবুয়ে খেলবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। চলবে ১৩-২২ জুলাই। এরপর আগস্ট মাসে যুক্তরাস্ট্রে ত্রিদেশীয় সিরিজ খেলার একটা সুযোগ ছিল।

ডেইলি এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড যুক্তরাষ্ট্রে পরিকল্পিত এই সিরিজে অংশ নেওয়ার জন্য চেষ্টা করছিল। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সুচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সময় বের করতে পারছেনা তারা। ওই সময়ে বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দলই ব্যস্ত থাকবে। ১৩ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। উপমহাদেশীয় সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দেবে পাকিস্তান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকায় সাতক্ষীরা সমিতির উপদেষ্টামণ্ডলী ও কার্যনির্বাহী পরিষদের মিলন সন্ধ্যা

তোষিকে কাইফু: আজ শুক্রবার সন্ধ্যায় পশ্চিম পান্থপথ কে পি আর রেস্টুরেন্টে সাতক্ষীরা জেলা সমিতি ঢাকা কর্তৃক সম্মানিত উপদেষ্টা মন্ডলী ও কার্যনির্বাহী পরিষদের মিলন সন্ধ্যা অনুষ্ঠত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সমিতির প্রধান উপদেষ্টা সাবেক স্বাস্থ্য মন্ত্রী,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক এমপি।

সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন বি আরের সাবেক চেয়ারম্যান অাব্দুল মজিদ,মাহমুদা খানম পাপড়ী,প্রকৌশলী অাব্দুল কাসেম,অাব্দুল অাজিজ,শেখ নজরুল ইসলাম,ডা. আব্দুল জলিল, এ্যাড. সরোয়ার অায়েনউদ্দিন অাহমেদ ও তারেক উদ্দীন।সমিতির সাধারণ সম্পাদক এ্যাড শহিদুল হকের সঞ্চলনায় এবং সভাপতি রেজোয়ান খান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে অারও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি ইকবাল মাসুদ, ডা.রুবি খানমসহ সাতক্ষিরা জেলা সমিতি ঢাকার সকল কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

অালোচনায় বক্তারা সাতক্ষীরা জেলার বিভিন্ন উন্নয়ন এবং সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের মানোন্নয়ন সহ মোট ১৪ দফা পরিকল্পনা তুলে ধরেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest