সর্বশেষ সংবাদ-
সাউথ-এশিয়ান পিপলস ডায়ালগে জলবায়ু সংকট মোকাবিলায় এগ্রোইকোলজির গুরুত্বারোপগ্রীন টিভির সাতক্ষীরা প্রতিনিধি হলেন মীর খায়রুলস্থানীয় জাতবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণে নেপালের পারমাকালচারের প্রতিনিধি দলসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাসাতক্ষীরায় জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় ইসলামী সংগীত পরিবেশন : পুলিশ সদস্য মহিবুল্লাহ বরখাস্তসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও তার ছেলেকে কারাগারে প্রেরণসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি  লতিফ ও তার ছেলে রাসেল আটকসাংবাদিক মোমিনের সুস্থ্যতা কামনায় সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতিশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দসাতক্ষীরায় ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছোঁড়া বিস্ফোরক দ্রব্যে আহত-২

সাতক্ষীরা পুলিশের মাসিক অপরাধ সভায় চৌকস পুলিশ কর্মকর্তারা পুরস্কৃত

নিজস্ব প্রতিনিধি: মাদক, সন্ত্রাস, জঙ্গি, নাশকতা মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতারসহ সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে সাতক্ষীরা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ে সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

মাদক, সন্ত্রাস, জঙ্গি, নাশকতা মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতারসহ সার্বিক আইন শৃঙ্খলার সাফল্যে সাতক্ষীরা জেলার কলারোয়া থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়। একই সাথে আইন শৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় তিন পুলিশ কর্মকর্তাকে জেলার শ্রেষ্ঠ চৌকস কর্মকর্তা নির্বাচিত হয়।

শ্রেষ্ঠ চৌকস পুলিশ কর্মকর্তা নির্বাচিতরা হলেন, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ, জেলা গোয়েন্দা শাখার এসআই মুনজুরুল হাসান ও কলারোয়া থানার এএসআইআহসান হাবিব।

পুরস্কৃত অন্যান্য পুলিশ কর্মকর্তারা হলেন, সাতক্ষীরা সদর থানার এস আই বিপ্লব কুমার কান্তি ও মনির হোসেন, কলারোয়া থানার এসআই সোলায়মান আক্কাস, শরিফুল ইসলাম, ইসমাইল হোসেন ও এএসআই আহসান হাবিব, পাটকেলঘাটা থানার এএসআই হারুনর রশিদ, তালা থানার এসআই রফিকুল ইসলাম ও মিজানুর রহমান, আশাশুনি থানার এএসআই উস্তার আলী ও জহুরুল ইসলাম, কালিগঞ্জ থানার এস আই সোহরাব হোসেন, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শরিফুল ইসলাম, এসআই শংকর কুমার ঘোষ, ইমদাদুল হক, এএসআই আমিরুল ইসলাম, মামুনুর রশিদ, ফজলুল হক ও তরিকুল(২)।

সভা শেষে নির্বাচিতদের হাতে সম্মাননা ক্রেস্ট ও আর্থিক উপহার তুলে দেন সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার( সাতক্ষীরা সদর সার্কেল) মেরিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার( কালিগঞ্জ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার( ইন সার্ভিস ট্রেনিং) রাসেলুর রহমান।

সভায় সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, গত এপ্রিল মাসে জেলার পুলিশ কর্মকর্তারা অভিযান চালিয়ে মাদক, জঙ্গি, নাশকতাসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভ’ক্ত আসামীকে গ্রেফতার করে। মাদক, সন্ত্রাস, জঙ্গি, নাশকতা মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতারসহ সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে কাজ করায় জেলা পুলিশের পক্ষথেকে মোট ২২ জন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃৃত করা হয় ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐশ্বরিয়ার অভিষেক

শুনে আশ্চর্য লাগলেও সত্যি, এতদিন পর্যন্ত ফেসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রামে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়ার কোনো একাউন্ট ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তিনি সবসময় দূরে থেকেছেন। অবশেষে ১১ মে কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় হাঁটার আগে ইনস্টাগ্রামে নিজের একাউন্ট খুলছেন ঐশ্বরিয়া। এর মধ্য দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিষেক ঘটতে যাচ্ছে সাবেক এই বিশ্বসুন্দরীর।

চলচ্চিত্র শিল্পে ঐশ্বরিয়ার কাছের বন্ধুরা অনেকদিন ধরেই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগ দেওয়ার জন্য বলছিলেন। এছাড়া কান উৎসবে যে ব্রান্ডের শুভেচ্ছা দূত হয়ে তিনি ১৭ বারের মতো উৎসবে যোগ দিচ্ছেন সেই ‘লরিয়েল’ কোম্পানির কর্মকর্তারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐশ্বরিয়ার উপস্থিতি চাইছেন।

এর আগে অনেকেই বচ্চন পরিবারের বউ ঐশ্বরিয়াকে বারবার ফেসবুক টুইটারে যোগ দেওয়ার কথা বললেও তিনি তা এড়িয়ে যান। তার ভাষায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় কাটালে মানুষ অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বিশ্বের নানা প্রান্ত থেকে ভক্ত, শুভাকাঙ্খীদের অনবরত অনুরোধ আসার পর অবশেষে ঐশ্বরিয়া ফেসবুক টুইটার ও ইনস্টাগ্রামে একাউন্ট খোলার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে ঐশ্বরিয়ার ব্যক্তিগত জীবন এবং কাজ নিয়ে অনেক ধরনের পোস্ট দেখা যাবে। সূত্র: ইন্ডিয়া ডট কম

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কিছুক্ষণের মধ্যে শপথ নিতে যাচ্ছেন মাহাথির
মালয়েশিয়ার ৯২ বছর বয়সী সাবেক নেতা মাহাথির মোহাম্মাদ বৃহস্পতিবার বলেছেন, কিছুক্ষণের মধ্যে তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। নানা কেলেঙ্কারির মুখে পড়া ক্ষমতাসীন জোটের বিরুদ্ধে অভূতপূর্ব জয়লাভের পর তিনি এ শপথ নিচ্ছেন। জোটটি দীর্ঘ ছয় দশক ধরে মালয়েশিয়া শাসন করে আসছিল। খবর এএফপি’র।
দেশটিতে ব্যাপক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে মাহাথিরের বিরোধী জোট বারিসান ন্যাশনাল (বিএন) জোটের ক্ষমতার অবসান ঘটালো। ১৯৫৭ সালে মালয়েশিয়া স্বাধীন হওয়ার পর থেকেই বিএন জোট অপ্রতিরোধ্যভাবে দেশ শাসন করে আসছিল।
মালয়েশিয়ার এ নির্বাচনকে কেন্দ্র করে মাহাথির নাটকীয়ভাবে রাজনীতিতে ফিরে আসেন। কেননা, এরআগে তিনি দীর্ঘ ২২ বছর ধরে খুব সুনামের সাথে দেশ শাসনের পর প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ওপর আস্থা রেখে রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন।
নাজিবের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায় তিনি আবারো রাজনীতিতে ফিরে আসেন এবং এ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন। শপথ গ্রহণের মধ্যদিয়ে মাহাথির মালয়েশিয়ার দায়িত্ব গ্রহণ করলে তিনি হবেন বিশ্বে ক্ষমতাসীন সবচেয়ে প্রবীণ নেতা।
স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ তাকে শপথ নেয়ার আহবান জানানো হয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কারও পৌষ মাস, কারও সর্বনাশ !

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর বৃহস্পতিবারের (১০ মে) একমাত্র ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

প্রবাদ আছে- কারও পৌষ মাস, কারও সর্বনাশ। দিল্লি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে এই মর্মের। সানরাইজার্স হায়দরাবাদ যেখানে এই ম্যাচ জিতলেই নিশ্চিত করবে প্লে-অফ, আর হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে দিল্লি। চলতি আসরে দারুন ছন্দে অরেঞ্জ আর্মিরা। তাদের বড় শক্তি বোলিং লাইন আপ যার কারণে লো স্কোরিং ম্যাচেও সাকিব-রশিদদের নৈপুণ্যে জয় ছিনিয়ে নিতে সক্ষম হচ্ছে। এখন পর্যন্ত ১০ ম্যাচে খেলে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে-অফে খেলা নিশ্চিত করতে চায় সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ।

অপরদিকে চলমান আসরে ভালো করতে পারছে না দিল্লি। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দিল্লি আছে টেবিল পয়েন্টের তালানিতে। এ ম্যাচে হেরে গেলেই প্লে-অফে খেলার আশা বিসর্জন দিতে হবে শ্রেয়াস আয়ারের দলকে। আর জিতলে সামান্য হলেও টিকে থাকবে তাদের আশা। জয় পেতে মরিয়া তারাও। ফলে একটি জমজমাট লড়াইয়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই ম্যাচে।

হায়দরাবাদ চাইবে প্লে-অফ নিশ্চিত করতে। অন্যদিকে দিল্লি ঘরের মাঠে শেষ কামড়টি দিতে চাইবে। জয় সাকিবের দলের হবে নাকি দিল্লির তা জানতে অপেক্ষা করতে হবে। আজকের ম্যাচের ফলাফল পর্যন্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘সৌদি যুবরাজ শত্রু নন, ইসরায়েলের মিত্র’

মিশরে নিযুক্ত ইহুদি রাষ্ট্র ইসরায়েলে রাষ্ট্রদূত ডেভিড গুভেরিন বলেছেন, মধ্যপ্রাচ্যে সৌদি আরব ইসরায়েলের শত্রু নয়। বরং সৌদি যুবরাজ (ক্রাউন প্রিন্স) ইসরায়েলের মিত্র (পার্টনার)।

ইসরায়েলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রতি এ মন্তব্য করেন ডেভিড। এসময় তিনি দীর্ঘ দিনের দুই বৈরী রাষ্ট্রের মধ্যে বর্তমানে উষ্ণতম সম্পর্ক বিরাজ করছে বলেও দাবি করেন।

ইসরায়েলি সরকারের আরবি ভাষার টুইটার একাউন্টে রাষ্ট্রদূতের এ বক্তব্য প্রচার করা হয়।

যদিও ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে এখনো কূটনৈতিক সম্পর্ক নেই তবে ডেভিড গুভেরিন বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পরিবর্তনের ওপর নজর রাখছে এবং এসব দেশ ইসরায়েলের সঙ্গে যে পরিবর্তিত সম্পর্ক রাখছে তা এ অঞ্চলের জন্যে এক ভাল বাস্তবতা। সৌদি আরবকে শত্রু নয় বরং ইসরায়েলের এক অংশীদার দেশ হিসেবে অভিহিত করেন এই রাষ্ট্রদূত।

তিনি বলেন, সৌদি আরব ইসরায়েল ও মিসরের সঙ্গে যে অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিয়ে কাজ করছে তা এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ইসরায়েল এধরনের সম্পর্ককে আরো জোরদার ও সম্প্রসারণ করবে যা ইরান ও দেশটির অনুপ্রাণিত রাষ্ট্র ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।

সাম্প্রতিক সময়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন, ফিলিস্তিনিদের যুক্তরাষ্ট্রে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া মেনে নেওয়া উচিত অথবা তাদের নিশ্চুপ থাকা ভাল। তিনি এও বলেন ইসরায়েলের ভূমির অধিকার রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মালয় রাজাকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আহ্বান জোহর সুলতানের

জনগণের মতামতের প্রতি সম্মান রেখে মালয়েশিয়ার রাজাকে জরুরি ভিত্তিতে নতুন প্রধানমন্ত্রীর শপথের ব্যবস্থা করতে আহ্বান জানিয়েছেন দেশটির স্বায়ত্তশাসিত রাষ্ট্র জোহরের সুলতান ইব্রাহীম ইসকান্দার।

বৃহস্পতিবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তিনি এ আহ্বান জানান। খবর মালয় মেইলের।

তিনি স্পষ্ট করে বলেন, গতকাল মালয়েশিয়ার নাগরিকরা নির্বাচনে নতুন সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে। এবং তাদের সিদ্ধান্তের প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে।

ইব্রাহীম ইসকান্দার বলেন, আমি বলতে চাই জরুরি ভিত্তিতের একটি সরকার গঠন করতে হবে এবং কোনো সময় অপচয় করা ঠিক হবে না। আমি আশা করি, ইস্তানা নেগারা (রাজার বাসভবন) নতুন একজন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন খুব দ্রুত, এখন, এখন।

তার এই আহ্বান নিজের ব্যক্তিগত ইচ্ছার নয়, জনগণের ভালোর জন্য তিনি এ আহ্বান জানাচ্ছেন বলেও জানান জোহর সুলতান। তিনি নতুন সরকারের সঙ্গে কাজ করতে উদগ্রীব হয়ে আছে বলেও উল্লেখ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুর্নীতি মামলায় ৪ জুন পর্যন্ত খালেদার জামিন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ৪ জুন পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মামলার বকশীবাজার কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আক্তারুজ্জামান এ রায় দেন। রাজধানীর বকশিবাজারে অবস্থিত ঢাকার ৫নং বিশেষ জজ আদালতে মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল।

এদিন কারাগার থেকে খালেদা জিয়াকে হাজির না করে কাস্টডিতে পাঠান কারা কর্তৃপক্ষ। কাস্টডিতে লেখা হয়, খালেদা আজ শারীরিকভাবে অসুস্থ। তাই তাকে আদালতে হাজির করা হয়নি। অপরদিকে, খালেদা জিয়ার আইনজীবীরা তার জামিন বৃদ্ধির আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী ৪ জুন পযন্ত খালেদার জামিন মঞ্জুর করেন। ২২ এপ্রিল খালেদা জিয়ার জামিন ১০ মে পর্যন্ত মঞ্জুর করেন আদালত। এর আগে ৫ এপ্রিল খালেদা জিয়ার জামিন ২২ এপ্রিল পর্যন্ত এবং তার আগে ২৮ মার্চ ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান ৫ এপ্রিল পর্যন্ত খালেদা জিয়ার জামিন বৃদ্ধি করেন।

দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এ দুটি মামলারই প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মোট আসামি চারজন। আসামিদের মধ্যে জামিনে থাকা দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছেন। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন মোট ৩২ জন। ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগে মামলা করে দুদক। চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ আনা হয় ওই মামলায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাজীপুর সিটি নির্বাচন ২৮ জুনের মধ্যে আয়োজনে আপিল বিভাগ’র নির্দেশ

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে নির্বাচন কমিশনকে আগামী ২৮ জুনের মধ্যে এই নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার সকালে জিসিসি নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে দুপুর ১টার দিকে আদালত এ সংক্রান্ত নির্দেশ দেন।

রিটকারীর পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে অ্যাডভোকেট ওবায়দুর রহমান মোস্তফা শুনানিতে অংশ নেন। হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলকারী জিসিসি নির্বাচনের প্রার্থী ও বিএনপি নেতা হাসান সরকারের আইনজীবী জয়নুল আবেদিনও শুনানিতে ছিলেন। তিনি আদালতকে বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ১৫ মে পূর্বনির্ধারিত তারিখে ভোটগ্রহণ সম্ভব না। পরে ইসির আইনজীবী বলেন, সামনে রোজা। রোজার পর ভোটগ্রহণ হতে পারে। এরপর আদালত ২৮ জুনের মধ্যে ভোটগ্রহণের নির্দেশ দেন।

এর আগে বুধবার (৯ মে) জিসিসি নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) আপিলের সিদ্ধান্তের কথা জানিয়ে সময় চেয়ে আবেদন করে। পরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আপিলের শুনানির জন্য বৃহস্পতিবার ধার্য করেছিলেন।

গত ৬ মে জিসিসি নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ছয়টি মৌজাকে জিসিসি’র অন্তর্ভুক্ত করা গেজেট এবং নির্বাচন সংক্রান্ত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব (সিটি করপোরেশন-২), ঢাকা জেলা প্রশাসক, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনারসহ ৯ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচার জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতা বিষয়ে সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজের ওই রিট আবেদন করেন।

গত ৭ মে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেন জিসিসি নির্বাচনের বিএনপি’র মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। এরপর মঙ্গলবার (৮ মে) একই বিষয়ে আপিল আবেদন করেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী আগামী ১৫ মে গাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest