সর্বশেষ সংবাদ-
দেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা

ভোমরা লক্ষিদাঁড়ী সীমান্তে ১০ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী মিজান আটক

আসাদুজ্জামান: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাঁড়ী সীমান্ত পথে ভারত থেকে অধৈপথে হুন্ডির টাকা আনার সময় ১০ লাখ টাকাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সীমান্তের লক্ষ্মীদাঁড়ি জিরোপয়েন্ট থেকে তাকে আটক করা হয়।
আটক হুন্ডি ব্যবসায়ীর নাম মিজানুর রহমান (৩০)। তিনি ভোমরা ইউনিয়নের লক্ষিদাঁড়ী গ্রামের ইব্রাহিম গাজির ছেলে।
বিজিবির ভোমরা বিওপি কমান্ডার সুবেদার হাবিবুর রহমান জানান, ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে বিপুল পরিমান হুন্ডির টাকা আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবির একটি টহল দল ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাঁড়ী সীমান্তে অভিযান চালায়। এ সময় সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১০ লাখ হুন্ডির টাকাসহ উক্ত চোরাকারবারীকে আটক করা হয়। তিনি আরো জানান, তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুত চলছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ইছামতির বেড়িবাঁধে ভাঙন, আতংকে এলাকাবাসী

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলার গা ঘেষে বয়ে যাওয়া ভারত-বাংলাদেশের সীমান্ত নদী ইছামতির কয়েকটি স্থানে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। চলতি বর্ষা মৌসুমে ভেড়ীবাধে ভাঙন দেখা দেয়ায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসী। সহায় সম্পদ রক্ষার জন্য তাদের খাওয়া ঘুম প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় গ্রামবাসীর আতংক আরও বেড়ে চলেছে। অপরিকল্পিতভাবে চিংড়ি চাষ এবং গুটিকয়েক মানুষের ঠেলা জাল নদীতে ফেলার কারণে দেবহাটা উপজেলার চরকোমরপুর, ভাতশালা, টাউনশ্রীপুর, সুশীলগাতী ও নাংলা সহ কয়েকটি স্থানের ভেড়ীবাধে ভাঙ্গন দেখা দিয়েছে। গত বছরে যে সামান্য পরিমানের কাজ করা হয়েছিল সেসব স্থানে ছাড়াও নতুন নতুন স্থানে আবারো ভাঙ্গন দেখা দিয়েছে। গ্রামবাসীরা জানান, স্থানীয় কিছু প্রভাবশালী মহল ড্রেজার মেশিন দিয়ে নদীপাড় থেকে বালু তোলার কারনে নদীর বাধ নষ্ট হয়ে যাচ্ছে। বড় কোন জোয়ার বা বৃষ্টি হলেই ভেড়ীবাধগুলো যেকোন সময় ভেঙ্গে যেতে পারে। সরেজমিনে দেখা গেছে, ঝুকিপূর্ন ভেড়ীবাধগুলোর মধ্যে রয়েছে নাংলা ছুটিপুর, সুশীলগাতী এলাকার বিজিবি পোষ্টের সামনে, টাউনশ্রীপুর ও ভাতশালা। বাধ ভেঙ্গে গেলে দেশের কোটি টাকার সম্পদ যেমন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তেমনি অসংখ্যা প্রানহানী ঘটারও সম্ভাবনা আছে। তাছাড়া ভাতশালা থেকে খানজিয়া পর্যন্ত বালু ব্যবসায়ীরা ড্রেজার মেশিন লাগিয়ে বালু উত্তোলন করছে। কিন্তু বালু ব্যবসায়ীদের এই কাজ বন্ধ করার মতো কেউ আছে বলে মনে করেননা এলাকাবাসী। তাদের বক্তব্য, প্রতিবছর বর্ষা মৌসুমে ভেড়ীবাধগুলো ঝুকির মধ্যে থাকে। পাউবো মাঝে মাঝে সংষ্কার কাজ করেন। কিন্তু সেটাও নামমাত্র। তার মধ্যে এভাবে প্রকাশ্যে ড্রেজার মেশিন দিয়ে বালু ও নদীর মাটি কেটে নিয়ে যাচ্ছে অথচ প্রশাসন নীরব। গ্রামবাসী আরও জানান, চিংড়ি চাষীরা খেয়াল খুশী মতো মূল বাধের গা ঘেষে ছোট বাঁধ দিয়ে মুল বাঁধের সর্বনাশ ডেকে এনেছে। বেড়ি বাঁধের গা ঘেঁষে পোনা ধরা এবং বালু তোলার কারনে বাঁধগুলো ক্রমেই ঝুঁকিপূর্ন হয়ে ওঠে। কয়েক বছর আগে বাংলাদেশের শীবনগরের পাশে রাজনগর মৌজা ইছামতির নদী গর্ভে বিলীন হয়ে যায়। নওয়াপাড়া ইউনিয়ন আঃলীগের সভাপতি লাভলু বিশ^াস জানান, নাংলা এলাকার ভেড়ীবাধটি অত্যন্ত ঝুকিপূর্ন হওয়ায় তারা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড- ১ এর নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু অনেক দিন পার হলেও এখনো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। দেবহাটা উপজেলা আঃলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান জানান, নাংলা এলাকার ভেড়ীবাধ সংষ্কারের বিষয়ে তিনি সাবেক স্বাস্থ্য মন্ত্রী সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রুহুল হক কে নিয়ে সরেজমিনে দেখিয়েছেন এবং সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছেন। কিন্তু তারা এখনো কোন ব্যবস্থা গ্রহন করেনি। পানি উন্য়ন বোর্ড সূত্র জানিয়েছে, বাঁধগুলো সংস্কারে তারা দ্রুত কাজ শুরু করবেন। তবে ভাঙ্গন কবলিত স্থানগুলো দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ পরিদর্শন করেছেন। ইউএনও জানান, তিনি ইতিমধ্যে ভেড়ীবাধ সংষ্কারের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। এ পরিস্থিতিতে অসহায় ও আতঙ্কিত গ্রামবাসী নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহন করে দেশের ভূখন্ড রক্ষা সহ তাদের বেচে থাকার নিশ্চয়তা প্রদানে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কানাডায় শুভ ও তানহার ‘ভালো থেকো’

চলতি বছর ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিলো নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত আরিফিন শুভ ও তানহা অভিনীত ‘ভালো থেকো’ চলচ্চিত্রটি। সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে কানাডায়।

আন্তর্জাতিক ফিল্ম প্রোডাকশন এবং পরিবেশনা প্রতিষ্ঠান আরএস মিডকম প্রডাকশনের এর ব্যানারে মুক্তি পাচ্ছে সিনেমাটি। শুক্রবার থেকে কানাডার সিনেপেলক্স এন্টারটেইনমেন্ট এর টরন্টোর এগ্লিন্টন টাউন সেন্টার সিনেপ্লক্সে চলবে। ১২ মে থেকে ক্যালগারি, ভ্যাস্কুভার সহ পর্যায়ক্রমে ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ভালো থেকো’ সিনেমাটি।

সিনেমাটির প্রযোজক জাহিদ হাসান অভি জানান, কানাডার দর্শকরা ‘ভালো থেকো’ দেখতে টিকেট কিনতে পারবেন অনলাইন ও সিনেমা হলের কাউন্টার থেকে। তিনি সিনেমাটি আরো ১১টি দেশে মুক্তির প্রস্তুতি চলছে।

‘ভালো থেকো’য় আরিফিন শুভ ও তানহা তাসনিয়া ছাড়া আরোও অভিনয় করছেন আসিফ ইমরোজ, কাজী হায়াৎ, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি’

রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দান ও বাংলাদেশের ভূমিকার প্রশংসার পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থেকে কাজ করার আশ্বাস দিয়েছেন ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল।

আজ শুক্রবার দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এ কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের সফরের পরপরই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেলেন ওআইসির প্রতিনিধিরা।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা বলেন, ওআইসির পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি উত্থাপন করা হবে।

এর আগে আজ বেলা সাড়ে ১১টায় প্রতিনিধি দলটি প্রথমে তাজমিয়ার খোলায় যায়। এরপর সেখান থেকে কুতুপালং ডি ব্লক পরিদর্শন করে। সেখানে তারা নিপীড়িত, নির্যাতিত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের সঙ্গে কথা বলেন। সে সময় রোহিঙ্গাদের দুঃসহ বেদনার কথা শুনে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

আগামীকাল শনিবার ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উল্লেখ্য, ওআইসি বার বার মিয়ানমার সরকারকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ এবং সসম্মানে প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়ার কথা বলে আসছে। রোহিঙ্গাদের নিজেদের পুরনো বসতবাড়িতে ফিরিয়ে নিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবার আহ্বানও জানানো হয়েছে অনেকবার। মিয়ানমার সরকারের প্রতি রাখাইনের উত্তেজনার মূল কারণ খুঁজে বের করে তা নির্মূলের আহ্বান জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তিন নায়িকার ‘পাপ কাহিনি’

শুরু হলো নতুন চলচ্চিত্র ‘পাপ কাহিনি’র শুটিং। গতকাল বুধবার উত্তরার একটি শুটিং হাউজে ছবির শুটিং শুরু হয়। সোহানা সাবা, বিপাশা কবির ও তমা মির্জা এই তিন নায়িকাকে নিয়ে ছবিটি পরিচালনা করছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

শুটিংয়ে উপস্থিত ছিলেন শহীদুজ্জামান সেলিম, মডেল-অভিনেতা ইমন, সোহানা সাবা, বিপাশা কবির, তমা মির্জাসহ অনেকে। ছবিতে আরো অভিনয় করছেন আনিসুর রহমান মিলন।

ছবি নিয়ে বিপাশা কবির বলেন, ‘অভিনয়ের যে ক্ষুধা তা থেকেই আমি চলচ্চিত্রে কাজ করতে এসেছি, সে ক্ষুধা কিছুটা হলেও মিটবে বলে মনে হয় এই ছবির মাধ্যমে।অনেক সুন্দর একটি গল্প নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। আমার যেমন ভালো লাগছে তেমনি দর্শকও ছবিটি পছন্দ করবেন বলে আমি মনে করি।’

আনিসুর রহমান মিলন বলেন, ‘আমি সবসময় নতুন চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসতে চাই। নিজেকে বিভিন্ন চরিত্রে সাজাতে চাই। এই ছবির গল্প ও আমার চরিত্রটা আমাকে আকৃষ্ট করেছে। গতকাল ছবির শুটিং শুরু হলো, কিন্তু আমি প্রথম দিন কাজ করতে পারিনি। আগে থেকেই অন্য একটি কাজের শিডিউল দেওয়া ছিল। আশা করি আগামী দুয়েকদিনের মধ্যে আমি কাজটির সঙ্গে যুক্ত হবো।’

ছবির গল্প নিয়ে জয় বলেন, ‘ছবির গল্পটি মিডিয়ার দুই সেলিব্রেটি বোনকে নিয়ে। কোনো এক কারণে দুই বোনের এক বোন নিখোঁজ হয়ে যায়। আর এই রহস্য বের করার দায়িত্ব পড়ে ডিবি অফিসারের চরিত্রে অভিনয় করা মিলনের কাঁধে। সেখান থেকেই গল্পটি ভিন্নদিকে মোড় নেয়। একের পর এক রহস্য ভেদ করে এগিয়ে যান মিলন। এর বেশি বলতে চাই না। আশা করি সবার কাছে ছবিটির গল্প ভালো লাগবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশিষ্টজনদের মতে বুদ্ধিমান মানুষের ৫ বৈশিষ্ট্য

একবার তাত্ত্বিক পদার্থবিদ ও বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, ‘বুদ্ধিমত্তার সত্যিকারের লক্ষণ জ্ঞান নয় বরং কল্পনাশক্তি।’

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বেজবল খেলোয়াড় মাইকেল জর্ডান বলেছিলেন, ‘প্রতিভা খেলা জিততে সহায়তা করে কিন্তু দলবদ্ধ কাজ ও বুদ্ধিমত্তা মানুষকে চ্যাম্পিয়ন করে তোলে।’ মহান এই দুই ব্যক্তি যারা নিজ নিজ ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করেছেন তাদের থেকে বুদ্ধিমত্তার এই সংজ্ঞাকে খুব হালকা মনে হতে পারে।

তবে বুদ্ধিমত্তার সংজ্ঞা নিয়ে নানা জন নানা কথা বলেছেন। তবে কয়েকজন শিক্ষাবিদ, বিজ্ঞানী এমনকি ইন্টারনেট ঘেঁটে বুদ্ধিমান মানুষের সাধারণ পাঁচটি সাধারণ বৈশিষ্ট্য তুলে আনা হয়েছে। পাঠকদের সুবিধার্থে এগুলো উল্লেখ করা হলো:

. দেরিতে ঘুম থেকে ওঠা
কিছু মানুষ দেরিতে ঘুম থেকে ওঠেন, আবার কেউ কেউ খুব সকালে কাজের উদ্দেশে বেরিয়ে পড়েন। তবে মনোবিজ্ঞানীরা এই দুই প্রকৃতির মানুষের মধ্যে পার্থক্য তুলে ধরেছেন। মনোবিজ্ঞানীদের মতে, দেরিতে ঘুম থেকে ওঠা মানুষগুলোই বেশি বুদ্ধিমান হন। সাইকোলজি টুডে সাময়িকী মার্কিন তরুণদের মধ্যে এক গবেষণা পরিচালনা করে। সেই গবেষণা অনুযায়ী দেরিতে ঘুম থেকে ওঠা তরুণরাই সবচাইতে বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলো।

. ১৬-এর আগে সম্পর্ক নয়
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যারোলাইনার গবেষণা থেকে দেখা গেছে, যাদের বুদ্ধিমত্তা বা আইকিউ ৭০-এর চেয়ে কম এবং ১১০-এর চেয়ে বেশি ছিল, তাঁরা সবাই কুমার বা কুমারী (ভার্জিন)। গবেষণায় ৩৯ দশমিক ৮ কিশোর পাওয়া যায় যারা গড় বুদ্ধিমত্তার অধিকারী এবং সম্পর্কে জড়িয়েছিল। এছাড়া ২৯ দশমিক ৯ কিশোরের বুদ্ধিমত্তার স্তর মেলে ১১০।

৩. ধূমপান করে না
ধূমপানের ক্ষতিকর দিকের কথা বলা হয়েছে অনেক। তবে, ধূমপান যে সত্যিকার অর্থেই আপনার বুদ্ধিমত্তা লোপ করে সে সম্পর্কে যথেষ্ট প্রমাণ মিলেছে  গবেষণায়। ইসরায়েলের একটি হাসপাতাল প্রায় ২০ হাজার প্রাপ্ত বয়স্ক তরুণের মধ্যে গবেষণা করে দেখা গেছে, যে যত বেশি ধূমপান করে, তার বুদ্ধি তত কম। এমনকি যারা দিনে পুরো এক প্যাকেট সিগারেট খান, তারা  অধূমপায়ীদের তুলনায় কম বুদ্ধিমান হন।

৪. রাজনৈতিকভাবে উদার দৃষ্টিভঙ্গি ধর্মে অনীহা
কেন রাজনৈতিকভাবে উদার দৃষ্টিভঙ্গি এবং ধর্মের প্রতি বিরূপ মনোভাব পোষণকারী ব্যক্তিরাই বেশি বুদ্ধিমান সেবিষয়ে গবেষণা হয়েছে। এতে দেখা গেছে, যে যত বুদ্ধিমান তাঁর মধ্যে রাজনৈতিক উদারতা তত বেশি। অনেক ক্ষেত্রে ধর্মের প্রতি অনীহা থাকা ব্যক্তিদেরও বুদ্ধিমান হতে দেখা যায়।

. কঠিন পরিণাম সম্পর্কে ওয়াকিবহাল
নিয়তি আর ভাগ্যের মধ্যে একটা পার্থক্য থাকে। বুদ্ধিমানেরা এই পার্থক্যটুকু জানেন। ধরা যাক, একজন মানুষ ৯৮ বছর বয়সে একটি লটারি জিতলেন। আর এরপর দিনই তিনি মারা গেলেন। এটা তাঁর নিয়তি না। বরং খারাপ ভাগ্য। বুদ্ধিমানেরা এই পার্থক্যটুকু জানেন।

অক্সফোর্ড অভিধানে বলা হয়েছে, ‘মানুষ কোনো কাজ বা ঘটনায় যা আশা করে যখন তাঁর একদম বিপরীত ফল পায় তখনই তাঁকে ভাগ্যের পরিহাস বলে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শক্তিমান চাকমার অন্ত্যেষ্টিক্রিয়ায় আসার পথে গুলিতে নিহত ৫

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার অন্ত্যেষ্টিক্রিয়ার আসার পথে দুর্বৃত্তদের গুলিতে ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।

শুক্রবার (৪ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার ক্যাংড়াছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইউপিডিএফের (গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা, জেএসএস (এমএন লারমা) যুব সমিতির কেন্দ্রীয় সদস্য তনয় চাকমা ও মহালছড়ি যুব সমিতির সভাপতি সুজন চাকমা।

রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্ল্যেখ্য এর আগে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) দলের সহ-সভাপতি ও জেলার নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যানর অ্যাডভোকেট শক্তিমান চাকমা দুর্বৃত্তের গুলিতে নিহত হয়।

বৃহস্পতিবার (৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার সদরে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো আরো জানিয়েছে, নিজ বাস ভবন থেকে শক্তিমান উপজেলা পরিষদে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তাকে গুলি করে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমার সঙ্গে জনসংহতি সমিতির (এমএনলারমা) নানিয়ারচর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রূপম চাকমা নামে একজন গুলিবিদ্ধ হয় বলে জানা গেছে।

অ্যাডভোকেট শক্তিমান চাকমা ২০১০ সালে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন। পরে দলীয় কোন্দলের জের ধরে তিনি দল ত্যাগ করার পর সংস্কারপন্থী নামক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) দলের সাথে যোগ দেন। সংস্কারপন্থি এই নেতা ছিলেন ওই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। গেল উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নানিয়ারচর উপজেলা থেকে চেয়ারম্যান নির্বাচিত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যৌন কেলেঙ্কারির জন্য সাহিত্যের নোবেল স্থগিত

যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠার প্রেক্ষাপটে চলতি বছরের সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত ঘোষণা করেছে সুইডিশ অ্যাকাডেমি। ২০১৮ সালের পুরস্কার ২০১৯ সালে একসঙ্গে দেওয়া হবে। খবর বিবিসির।

১৯০১ সালে নোবেল পুরস্কার চালুর পর এটাই সবচেয়ে বড় কেলেঙ্কারির ঘটনা। দুই বিশ্বযুদ্ধের সময় ৬ বছর এবং ১৯৩৫ সালে এ পুরস্কার দেওয়া হয়নি। কারণ সেই বছর কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি।

সুইডিশ একাডেমির একজন সদস্যের স্বামীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। ইতোমধ্যে ওই সদস্য পদত্যাগও করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest