সর্বশেষ সংবাদ-
পুনরায় সচল বৈছাআ, অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের ঘোষণা দিলেন সাতক্ষীরার আহ্বায়কজাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাসাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভাসীমান্ত প্রেস কাবের সভাপতি ইমন – সম্পাদক লিংকন,সাতক্ষীরায় জেলা তাঁতীদলের সভাপতি রিপন – সম্পাদক সাহেব আলীআশাশুনিতে এক রাতে ৪ দোকানে দুঃসাহসীক চুরিসাতক্ষীরা সদরে বাঁশদহা সমাজকল্যাণ পরিষদের অফিস উদ্বোধনউত্তর-পশ্চিম কাটিয়া জামে মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে মামলা : প্রতিবাদে মানববন্ধনআশাশুনিতে কিশোরীকে অপহরনের অভিযোগ: ৮ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশশ্যামনগরে কিশোর কিশোরী-যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা  

মাঝ আকাশে মুখোমুখি রুশ-মার্কিন যুদ্ধবিমান

ফের মাঝ আকাশে যুদ্ধের পরিস্থিতি! মাঝ আকাশে মুখোমুখি রাশিয়া এবং মার্কিন যুদ্ধবিমান। জানা গেছে, রাশিয়ার যুদ্ধবিমানগুলো বাল্টিক সাগরের উপর একটি মার্কিন বিমানকে তাড়া করে। আর সেই তাড়া খেয়ে বিমানটিকে উড়ে যেতে বাধ্য হয়। সেই সময় রাশিয়ান যুদ্ধবিমান মার্কিন ওই যুদ্ধবিমানের একাধিকবার পথ আটকানোর চেষ্টা করে বলেও অভিযোগ।

মার্কিন নিউজ চ্যানেল সিএনএন জানিয়েছে, রাশিয়ার সুখোই-২৭ বোমারু-বিমান মার্কিন নৌবাহিনীর একটি পি-এইট গোয়েন্দা বিমানের ওপর অন্তত ১০ মিনিট ধরে নজরদারি চালিয়েছে। এক পর্যায়ে রাশিয়ার ওই যুদ্ধবিমান মার্কিন বিমানটির প্রায় ২০ ফুটের মধ্যে চলে আসে বলেও চাঞ্চল্যকর অভিযোগ।

মার্কিন ওই কর্মকর্তা আরও জানিয়েছে, একই রকমের একটি ঘটনা গত জানুয়ারি মাসেও ঘটেছিল। সে সময় রুশ-বিমান মার্কিন একটি সামরিক জেটকে কৃষ্ণ সাগরের উপরে তাড়া করেছিল।

রিপোর্টে বলা হয়েছে, রুশ বিমান বাহিনীর মাধ্যমে প্রায়ই মার্কিন যুদ্ধ জাহাজ এবং যুদ্ধবিমানের ওপর নজরদারির ঘটনা ঘটছে। এই আচরণকে আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন বলে দাবি করেছেন রুশ কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সারা দেশে বজ্রপাতে মোয়াজ্জিনসহ নিহত ১১

সারা দেশে বজ্রপাতে এক মসজিদের মোয়াজ্জিনসহ ১১জন নিহত হয়েছেন। এছাড়া এসব ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনা রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের জয়

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের আগে সফরের দ্বিতীয় ও শেষ চারদিনের প্রস্তুতি ম্যাচে নর্দাম্পটনশায়ারকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী পাকিস্তান।

প্রথম ইনিংসে নর্দাম্পটনশায়ারের ২৫৯ রানের জবাবে আসাদ শফিকের অপরাজিত ১৮৬ রানের সুবাদে ৪২৮ রান সংগ্রহ করে পাকিস্তান। ফলে প্রথম ইনিংস থেকে ১৬৯ রানের লিড পায় পাকিস্তান।

প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ২৪০ রান তুলেছিলো নর্দাম্পটনশায়ার। শেষ পর্যন্ত ৩০১ রানেই গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১১৮ রান করেন অধিনায়ক রব নিউটন। বল হাতে পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ও শাহদাব খান ৪টি এবং রাহাত আলী ২ উইকেট নেন।

জয়ের জন্য ১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় পাকিস্তান। আজহার আলী ১০ রান করে ফিরলেও, ইমাম-উল-হক ৫৯ ও হারিস সোহেল ৫৫ রানে অপরাজিত থাকেন।

যুক্তরাজ্য সফরে কেন্টের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ ড্র করেছিলো পাকিস্তান। দু’টি ম্যাচ শেষে আগামী ১১ মে থেকে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলতে নামবে পাকিস্তান। এ ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হবে আয়ারল্যান্ডের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগর নবীন সংঘ ক্লাব মাঠে যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। নুরনগর নবীন সংঘ ক্লাবের আয়োজনে ৬ই মে রোজ রবিবার সন্ধা ৭টা থেকে শুরু হয়ে মধ্য রাত্র পর্যন্ত যাত্রা পালার আয়োজন করা হয়। মুন্সীগঞ্জ থেকে আগত স্বপ্নময় যাত্রা শিল্পী ফেডারেশনে পরিবেশনায় উক্ত মঞ্চে পুষ্পমালা নামক যাত্রাপালা উপস্থাপন করা হয়। যাত্রা পালার পরিচালক হিসেবে ছিলেন সাগর বিশ্বাস। যাত্রা শিল্পীরা তাদের অভিনয় নৈপূর্ন দিয়ে দর্শকের মন মাতাতে দেখা যায়। এলাকা ছাড়াও বাইরের এলাকার দর্শকদের আগমন লক্ষণীয় ছিল। পুরুষ দর্শকদের সাথে সাথে নারীদেরও উপস্থিতি ছিল। বর্তমান র্স্মাট ফোনের যুগে গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য কে স্মরন করিয়ে দিতে উদ্যোক্তারা এই অয়োজন করেছেন বলে জানা গেছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি, সাধারন সম্পাদক এস এম সোহেল রানা বাবু, নুরনগর নবীন সংঘের সভাপতি মুনির আহমেদ, সাধারন সম্পাদক দেবাশীষ ঘোষ, নুরনগর পাবলিক লাইব্রেরীর সভাপতি সওকাত ওসমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলিপুরে প্রতিপক্ষের দায়ের কোপে আহত-১

নিজস্ব প্রতিবেদক : জমি নিয়ে বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে সদর উপজেলার আলিপুরে আনারুল ইসলাম (৪২) নামের এক নিরীহ ব্যক্তিকে কুপিয়েছে একই গ্রামের খোরশেদ আলম (২৮) নামের এক দুর্র্ধষ সন্ত্রাসী। সোমবার সকাল ৯টার দিকে তাদের রিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে। এলাকাবাসি ও পুলিশসূত্রে জানা গেছে, আলিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে খোরশেদ আলম একজন দুর্ধ্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সাতক্ষীরা থানায় অর্ধ ডজনের বেশি অভিযোগ রয়েছে। সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, আলিপুর গ্রামের মওলা বকস সরদারের ছেলে বাহাদুর ইসলামকে তাদের কবরস্থানে একা পেয়ে খোরশেদ ও তার পিতা জয়নাল আবেদীন পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে গাছ কাটা দা ও বাঁশের লাঠি দিয়ে হামলা করে। এসময় একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে (বাহাদুরের চাচাতো ভাই) আনারুল ইসলাম ঠেকাতে গেলে দুর্র্ধষ সন্ত্রাসি খোরশেদ আলম সেই দা দিয়ে কুপিয়ে জখম করে আনারুলকে। এলাকাবাসি তাদের চিৎকার শুনে হামলাকারীদের কবল থেকে আনারুল ও বাহাদুরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে। সাতক্ষীরা সদর থানার একাধিক পুলিশ অফসার জানান, খোরশেদ আলমের বিরুদ্ধে ইতোপূর্বে কমপক্ষে ছয়টি অভিযোগ জমা আছে। প্রত্যেকটি অভিযোগে সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত খোরশেদ। এমনকি খোরশেদ আলমের বোন সাবিনা খাতুনের স্বহস্তে লিখিত মুচলেকাও আছে পুলিশের হাতে। এলাকাবাসির অভিযোগ, খোরশেদ আলমের অত্যাচারে তারা নিরীহ গ্রামবাসি অতিষ্ঠ। জনপ্রতিনিধিরাও বাদ যায় না তার অত্যাচার থেকে। বাড়ির মহিলাদের উস্কানী দিয়ে গ্রামবাসির রান্নাঘরে মানুষের মল পর্যন্ত নিক্ষেপ করতেও দ্বিধা করেনি খোরশেদের মা রিজিয়া ও দাদি জেলেখা বেগম। মল নিক্ষেপের ঘটনায় থানা পুলিশ পর্যন্ত গড়ালে মুচলেকা দেয় খোরশেদ পরিবার। কিন্তু তাতেও খাছলত পাল্টায়নি। সপ্তাহ পার হতেই আবারো বেপরোয়া হয়ে ওঠে খোরশেদ। এবার কুপিয়েছে নিরীহ আনারুলকে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ জানান, ইতোপূর্বে গ্রামবাসি পৃথকভাবে কমপক্ষে ছয়টি অভিযোগ দেয় খোরশেদের বিরুদ্ধে। প্রত্যেক বারই থানার গোলঘরে বসাবসি হলে মুচলেকা দিয়ে রেহাই পায় খোরশেদ ও তার পিতা। এবার কুপিয়েছে আনারুলকে। খবর পেয়েছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেসবুকে গড়ে উঠেছে বাংলাদেশি মেয়েদের ঘুরে বেড়ানোর দল

দেশে ইদানীং ফেসবুকে যোগাযোগের মাধ্যমে গড়ে উঠছে শুধুমাত্র মেয়েদের ভ্রমণের দল।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এক হিসেবে এমন ২৭ টি দলের খোঁজ পাওয়া গেছে,যার সদস্য শুধু মেয়েরা।

তারা একে অপরের সাথে পরিচিত হচ্ছেন ফেসবুকে এবং একসাথে মিলে দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যে বেড়াতে যাচ্ছেন। নিজেরাই আয়োজন করছেন সবকিছু।

এরকম একটি দলের নাম ট্রাভেলেটস অফ বাংলাদেশ ভ্রমণ কন্যা। দুই শিক্ষানবিশ চিকিৎসক বান্ধবীর উদ্যোগ।

কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে বন্ধুত্ব হয়েছে আরো অনেকের সাথে। এ পর্যন্ত বাংলাদেশের ২৮টি পর্যটন কেন্দ্রে ভ্রমণের আয়োজন করেছেন তারা।

কী কারণে তারা এমন দল তৈরি করছেন?

এই ভ্রমণ কন্যাদের একজন সাকিয়া হক। তিনি বলেন, “আমি আর আমার বান্ধবী মানসী এ গ্রুপটা খুলি এ কারণে যে আমরা চাচ্ছিলাম মেয়েরা যাতে ভ্রমণে উদ্বুদ্ধ হয়।”

সাকিয়া ও কয়েক বান্ধবী মিলে স্কুটিতে চড়ে বাংলাদেশের ২০ টি জেলা ঘুরেছেন। ফেসবুকে ভ্রমণ কন্যার সদস্য সংখ্যা এখন ১৮ হাজার।

শুধু সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচয়ের ভিত্তিতে এমন আরো অনেক দল গড়ে উঠেছে।
যেমন ফিমেল ট্র্যাভেলারস অফ বাংলাদেশ, ওয়ান্ডার উইমেন এমন তাদের নাম। যেগুলো প্রথাগত প্যাকেজ টুর নয়, যার কোন ব্যবসায়িক উদ্দেশ্যও নেই।
এগুলো মূলত ফেসবুকে সদস্য-ভিত্তিক ক্লোজড গ্রুপ। শুধু বান্ধবীরা মিলেও বেড়াতে যাচ্ছেন এমন দলও তৈরি হয়েছে।
ফারহানা আলম তাদের একজন। তিনি বলছেন, শুধু মেয়েরা যাতে একত্রিত হয়ে নিজেদের সময় কাটাতে পারে সেজন্যই এ আয়োজন।
“যদি হাজবেন্ড বা বয় ফ্রেন্ডদের কথা বলি, তখন ব্যাপারটা হয় যে তাদের জন্য সময় দিতে হয়। কিন্তু আমরা শুধু আমাদের জন্যই বেড়াবো। আমাদের যেটা মনে হবে, আমরা সেটাই করবো,” বলছিলেন ফারহানা আলম।
এসব গ্রুপের সদস্য মূলত তরুণ প্রজন্মের মেয়েরা। তাদের কেউ পড়াশোনা করছেন।
কেউবা হয়ত তরুণ প্রফেশনাল, বেসরকারি কোন সংস্থায় কাজ করেন।
কিন্তু রক্ষণশীল বাংলাদেশে পরিবার থেকে এমন মেয়েরা কতটা উৎসাহ পান? জিজ্ঞেস করা হয়েছিল ভ্রমণ পিপাসু আরেকজন তামান্না খায়েরের কাছে।
তিনি বলেন, দলবদ্ধ হয়ে মেয়েদের সাথে ঘুরতে যাবার ক্ষেত্রে পরিবার থেকে অনেক উৎসাহ পেয়েছেন।
কিন্তু সবার ক্ষেত্রে এমন নাও হতে পারে। তবুও ফেসবুক গ্রুপের পাশাপাশি গড়ে উঠছে ট্যুর কোম্পানি যারা মেয়েদের জন্য আলাদা করে প্যাকেজ তৈরি করছেন বা ভ্রমণের সহায়তা দিচ্ছেন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডও যোগ দিয়েছে মেয়ে পর্যটকদের জন্য ক্যাম্পেইনে।
বিশ্ববিদ্যালয়গুলোতে মেয়েদের জন্য ওয়ার্কশপ, প্রবন্ধ বা আলোকচিত্র প্রতিযোগিতা এমন অনেক কিছুই আয়োজন হচ্ছে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাথে উইমেন ট্র্যাভেলারস ক্যাম্পেইন পরিচালনা করছে ট্রিপযিপ ট্যুরস। এর নির্বাহী পরিচালক কানিজ ফাতেমা।
তিনি বলেন, যারা ঘুরতে যাচ্ছে তাদের কেউ কাউকে চেনে না । পর্যটনের ক্ষেত্রে এটা বড় ধরনের পরিবর্তন বলে তিনি উল্লেখ করেন।
কিন্তু এমন আয়োজনে প্রশ্ন ওঠে নিরাপত্তা প্রসঙ্গে। সেটির ব্যাপারে তারা কী করছেন?
কানিজ ফাতেমা বলেন, এসব ক্ষেত্রে তারা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং টুরিস্ট পুলিশের সহায়তা নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে ট্রাম্প-কিমের যুগান্তকারী বৈঠক!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী মাসে সিঙ্গাপুরে বৈঠকে বসতে যাচ্ছেন। এ দুই নেতার মধ্যে নজিরবিহীন আলোচনার প্রত্যাশা তৈরি হওয়ার প্রেক্ষাপটে এমন ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।

বিস্তারিত উল্লেখ না করে ট্রাম্প বলেছেন, উভয় পক্ষ যুগান্তকারী এ বৈঠকের তারিখ ও স্থান নির্ধারণ করেছে। আর এটি হবে মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার নেতার মধ্যে প্রথম বৈঠক।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা শিগগিরই এ বৈঠকের তারিখ ও স্থানের নাম ঘোষণা করবো।’

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সোমবার দক্ষিণ কোরিয়ার চোসান ইলবো দৈনিকের খবরে বলা হয়, এ যুগান্তকারী বৈঠক ‘মধ্য-জুনে’ অনুষ্ঠিত হবে।

ওই সংবাদপত্রের খবরে আরও বলা হয়, বৈঠকটি সিঙ্গাপুরে হওয়ার সম্ভাবনা অনেক বেশী। এ মাসের শেষের দিকে হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের সময়ে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ সপ্তাহান্তে একই ধরনের এটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনেও এ সম্মেলনের সম্ভাব্য স্থানের ক্ষেত্রে সিঙ্গাপুরের নাম উল্লেখ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমেরিকা ইরান চুক্তি না মানলে যুদ্ধ : ফ্রান্স

ইরানের সুরে সুর মেলাল ফ্রান্স। এদিন স্পষ্ট হুঁশিয়ারি দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার বক্তব্য ২০১৫ সালে ইরান চুক্তি মানতেই হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। যদি তা না হয়, তবে নিজেদের শক্তি দেখাতে বাধ্য হবে ফ্রান্সও।

এখানে ফরাসি প্রেসিডেন্ট স্পষ্টই যুদ্ধের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ফ্রান্স আশা করে যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না। আর তাই ইরান চুক্তি বাতিলের পথে হাঁটবে না তারা। জার্মানির একটি পাক্ষিক পত্রিকায় সাক্ষাৎকারে একথা জানিয়েছেন ইমানুয়েল।

২০১৫ সালে সুইজারল্যান্ডে চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র- এই ছয়টি দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র বানানোর কর্মসূচি থেকে সরে আসার আবেদন করে। একইসঙ্গে বিশ্বের গঠনমূলক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে ইরানকে তেল উৎপাদন ও অন্যান্য শিল্পে গুরুত্ব দেওয়ার কথা বলে।

এজন্য ইরানকে ১১০ বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দেয় ওই ছয়টি দেশ। প্রস্তাবটি ইরান গ্রহণ করায় পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাও শিথিল করে ওই দেশগুলো। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই চুক্তিটির বিরোধিতা করে আসছেন। চুক্তিটি যাতে পুনঃনিরীক্ষণ করা হয়, তার জন্যও দাবি জানিয়েছেন। এই প্রেক্ষিতেই ফ্রান্সের এই অবস্থান বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এর আগে, ইরান চুক্তি বাতিল করা হলে পরিণাম খারাপ হবে বলে হুঁশিয়ারি দেয় ইরান। ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জাসিফ হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি চুক্তি থেকে সরে আসে তবে এবার আরও বৃহৎ আকারের শক্তি নিয়ে পারমাণবিক কর্মসূচি শুরু করবেন তারা।

তবে ফ্রান্স, চীন ও রাশিয়াসহ আন্তর্জাতিক শক্তি গুলি কিন্তু চুক্তিটির পক্ষেই রয়েছে। এ চুক্তি ছাড়া আর বিকল্প কোনও পথ নেই উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ইরানের সাথে সম্পর্কের ক্ষেত্রে চুক্তিটি সঠিক নয়, তবে ইরানকে পারমাণবিক নিরস্ত্রকরণের প্রশ্নে এ চুক্তির কোনো বিকল্পও নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest