মশা যাদের রক্ত বেশি পছন্দ করে!

আপনি হয়তো একটু লক্ষ্য করলে দেখবেন, আপনারা দু’জন একসঙ্গে বসে আছেন। অথচ আপনার পাশের লোককেই বেশি মশা কামড়াচ্ছে! দু’জনই ব্যাপারটা খেয়াল করছেন। কিন্তু এর কারণ বুঝতে পারেন না?

তাহলে জেনে রাখুন, মশারা কিন্তু ‘ও’ পজিটিভ গ্রুপের রক্ত খেতে বেশি পছন্দ করে! তাই যদি আপনার ‘ও’ পজিটিভ গ্রুপের রক্ত হয়, মশা তো আপনাকে কিছুতেই ছাড়বে না। আপনি মশার কাছে প্রায় অমৃত সমান। তাছাড়া আরও কিছু অদ্ভূত কিন্তু বিজ্ঞানসম্মত কারণে মশা আমাদের কামড়িয়ে থাকে। মশা কেন বেছে বেছে কিছু মানুষদেরই বেশি কামড়ায়? মশা আকৃষ্ট হয়, এমন কয়েকটি কারণ খুঁজে বের করেছেন গবেষকেরা। যেমন-

গবেষকরা বলেছেন, লম্বা, বেঁটে না মোটা তার থেকেও মশা বেশি নজর দেয় গন্ধে! মশার রয়েছে দারুণ গন্ধ বিচার ক্ষমতা। যাদের শরীরে কায়রামোনস রাসায়নিক বেশি থাকে তাদের রক্তই মশার দারুণ পছন্দ। অন্যদিকে অ্যালামোনস রাসায়নিক শরীরে বেশি থাকলে মশা ফিরেও তাকায় না।

শুনতে অদ্ভূত মনে হলেও ব্যায়াম করার পর পর মশা মানুষকে কামড়িয়ে থাকে। কেন? কারণ হল ব্যায়াম করলে মানুষ বেশি বেশি নিশ্বাস নেয়। আর এই নিশ্বাসের সাথে বের হয়ে আসে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডে মশা আকর্ষিত হয়। আপনাকে যে মশাটি কামড় দিচ্ছে সেটি একটি নারী মশা কারণ পুরুষ মশারা মানুষের রক্ত খায় না। পুরুষ মশার পেট ভরে গাছগাছালির রস খেয়ে। আর নারী মশারা একবার রক্ত দিয়ে ডিনার করে যেখানে সেখানে একশ থেকে চারশ’র মত মশার ডিম পাড়ার ক্ষমতা অর্জন করে।

আবার বিয়ার পান করলে মশা সেটা টের পেয়ে আপনার রক্ত খেতে চায়। মশা ঘন ঝোপঝাড়ের আশেপাশে থাকতে পছন্দ করে। সেই সাথে অন্ধকার ও ভ্যাপসা জায়গা তাদের কাছে সবচেয়ে আরামের জায়গা। আর জমে থাকা পানি তো তাদের জন্মস্থানই। গর্ভবতী নারীদের তুলনামূলকভাবে বেশি কামড়িয়ে থাকে মশা। জিন দেখেও নাকি মশা নিজের খাদ্য তালিকা পছন্দ করে। আইডেন্টিকাল টুইনসদের উপর পরীক্ষা করে দেখা গেছে, হয় দুজনকেই মশা পছন্দ করে। অথবা দু’জনকেই অপছন্দ করে মশা।
আর দশজনের মধ্যে এই বিশেষ একজনকে খুঁজে পেতে মশাদের খুব বেগ পেতে হয় না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার বিজ্ঞাপনে নোবেল-পূর্ণিমা

প্রথমবারের মত একটি বিজ্ঞাপনে দেখা যাবে মডেল ও অভিনেতা নোবেল ও চিত্রনায়িকা পূর্ণিমাকে। শুক্রবার উত্তরার একটি শপিংমলে শুটিংয়ে অংশ নেন তারা। বিজ্ঞাপনটি হল জমজম টাওয়ার শপিং মলের। এটি নির্দেশনা দিয়েছেন রানা মাসুদ।

এর আগে হুমায়ূন আহমেদের গল্প নিয়ে রায়হান খানের নির্দেশনায় ‘যদি ভালো না লাগে তো দিওনা মন’ টেলিছবিতে এবং ‘যখন সময় থমকে দাঁড়ায়’ নাটকে নোবেল ও পূর্ণিমা একসঙ্গে কাজ করেন। এবার বিজ্ঞাপনচিত্রে এই দুই তারকাকে দর্শকরা ছোট পর্দায় দেখতে পাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুফিয়া কামাল হলে প্রাতিষ্ঠানিকভাবে নারী নির্যাতিত হয়েছে: সৈয়দ আবুল মকসুদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিকভাবে নারী নির্যাতিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। রবিবার (২২ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে সচেতন শিক্ষকদের ব্যানারে ‘ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা কর’ দাবির পক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘মধ্যরাতে ছাত্রীদের হল থেকে বের করে দেওয়ার ঘটনা খুবই বেদনাদায়ক। বাংলাদেশে বিভিন্নভাবে নারীরা নির্যাতিত হচ্ছেন। কিন্তু এই প্রথম প্রাতিষ্ঠানিকভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। আমি শিক্ষকদের সব দাবির সঙ্গে সংহতি জানিয়ে বলছি, প্রাতিষ্ঠানিকভাবে যে নারী নির্যাতন করা হয়েছে, তা যেন এদেশে আর দ্বিতীয়বারের মতো না ঘটে। এটা সবার কাছে খুবই লজ্জার।’

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষকদের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা উল্লেখ করে কয়েকটি দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো— বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র-ছাত্রীর নিরাপত্তা অক্ষুণ্ন রাখতে হবে এবং তাদের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে; রাষ্ট্রীয় বাহিনী কিংবা বেসরকারি কোনও গোষ্ঠী দ্বারা কোনও ছাত্র-ছাত্রী যাতে আক্রান্ত না হয়, সেজন্য অবিলম্বে একটা বিশেষ সেল গঠন করতে হবে; অজ্ঞাতনামা কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, আন্দোলন চলাকালে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে সুনির্দিষ্টভাবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে; ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে চালানো তাণ্ডবের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে;বিশ্ববিদ্যালয় উপাচার্য বাসভবনসহ সব আবাসিক এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে; শিক্ষক-শিক্ষার্থীদের মর্যাদা অক্ষুন্ন রাখতে হবে এবং তাদের ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষা দিতে হবে ।
সভাপতির বক্তব্যে অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘আমরা কোনও বিশেষ রঙের স্বার্থ উদ্ধার করার জন্য এখানে দাঁড়াইনি। আমরা সাধারণ ছাত্র, শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষার জন্য এখানে দাঁড়িয়েছি। যে সংকট তৈরি হয়েছে, তার জন্য রাষ্ট্রযন্ত্র দায়ী। আমরা জানি, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও প্রক্টরের অনুমতি ছাড়া পুলিশ ঢুকতে পারে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা রয়েছেন তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। আমরা হলে হলে দেখতে পাই সামন্ত প্রভুর কর্তৃত্ব কায়েম হয়েছে। কিন্তু সেই হলের প্রভোস্ট সেই হলের হাউজ টিউটরের দায়িত্ব ছিল এই ধরনের কার্যক্রম থেকে তাদের বিরত রাখা। কিন্তু তারা দলের স্বার্থ দেখবেন নাকি ছাত্রদের স্বার্থ দেখবেন, এই দুইয়ে দ্যোদুল্যমান রয়েছেন।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসরীন ওয়াদুদ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ আটক ৪৬

সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের তিন নেতা কর্মীসহ ৪৬ আটক করা হয়েছে পুলিশ।আজ সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ২০ পিস ইয়াবা ও ২৫ পিস ফেনন্সিডিল।

পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ৭ জন, কলারোয়া থানা থেকে ৮ জন, তালা থানা ৬ জন, কালিগঞ্জ থানা ৪ জন,শ্যামনগর থানা ৮ জন,আশাশুনি থানা ৪ জন,দেবহাটা থানা ৩ জন,পাটকেলঘাটা থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মাছ শিকারের অভিযোগে ৮ জেলে আটক

আসাদুজ্জামান: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গবীর অভয়ারন্য এলাকায় মাছ শিকার করার সময় বিভিন্ন মালামালসহ ৮ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। রোববার সকাল ৮টার দিকে গভীর অভয়ারন্যের মাইটার খাল নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন, আশাশুনি থানার মনিপুর গ্রামে রজব আলী গাজীর পুত্র আব্দুল হান্নান (৪০), পাইকগাছা থানার বাকা গ্রামে বকস সরদারের পুত্র শুকর আলী সরদার (৫২), খুলনা রুপসা থানার জয়পুর গ্রামের শেখ আফজাল হোসেন এর পুত্র শেখ ইসমাইল হোসেন (৪০), কয়রা থানার গোগড়া গ্রামের আকবর আলী সরদারের পুত্র আলমগীর হোসেন (২১) একই এলাকার মদিনাবাদ গ্রামের আব্দুল হামিদ গাজী পুত্র আব্দুল খালেক(২০), গাটাখালী গ্রামের ইউনুচ আলী মোল্যার ছেলে আব্দুল মালেক (৪২), গোদাড়া গ্রামের নুরুল ইসলাম সানার ছেলে আলমগীর হোসেন (৩৩) ও মইনদ্দীন এর ছেলে তৈয়বুর রহমার (৩০)।

বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা কে,এম কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তার নেতৃত্বে বন বিভাগের সদস্যরা সুন্দরবনের নিরাপত্তা টহল দেওয়ার সময় কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে গভীর অভয়ারন্যে মাছ শিকারের অভিযোগে উক্ত জেলেদের আটক করা হয়। এ সময়ে তাদের ব্যবহৃত ২টি ট্রলার, জাল ও মাছ সহ আনুসাঙ্গিক মালামাল জব্দ করা হয়। তিনি আরো জানান, আটক ৮ জেলেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে শ্যামনগরে বিশাল সাইকেল র‌্যালি

রবিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে সংসদ সদস্য জগলুল হায়দারের নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, অাওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী তথা অাপামর জনসাধারণের অংশগ্রহনে বিশাল সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীর স্লোগান ছিল, ” “অাসুন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলি”।

র্যালীতে অংশগ্রহণকারী সকলের বুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদার ‘সুচিকিৎসা’ নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘সুচিকিৎসা’ নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন দলটির দুই নেতা।
রোববার বেলা ১১টা ২৮ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে প্রবেশ করেন।

কারাবন্দি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করছে না সরকার- এমন দাবি করে বিএনপি নেতারা বলছেন, ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এজন্য স্কয়ার বা বিশেষায়িত কোনো হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা করার দাবিও জানিয়েছে দলটির নেতারা। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কারাবিধি মেনে খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি সুস্থ আছেন।

জানা গেছে, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে রোববার কারা কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করবে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দলটির জ্যেষ্ঠ নেতারা কারা কর্তৃপক্ষের কাছে এ আবেদন করবেন। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেন।

এর আগে গত ২৭ মার্চ বিএনপির তিন নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন। তখন তারা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতিসহ বিভিন্ন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তা চেয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে সেখানে সফরে যাচ্ছেন বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দল। তারা বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। কিছুদিন আগে চীনেও সফর করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
এই সফরকারী দলের একজন সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক বৃদ্ধি করতেই তাদের এই সফর।
“এই সফরের মূল লক্ষ্য হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও টেনে নিয়ে যাওয়। পাশাপাশি ভারতের প্রধান রাজনৈতিক দল যেগুলো আছে তাদের সাথে সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি করা।”
তিনি বলেন, “কংগ্রেসের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের একটা গভীর সম্পর্ক ছিল। ভারতীয় জনতা পার্টির সাথেও আওয়ামী লীগের সম্পর্ক ছিল, ক্ষমতায় আসারা পর (বিজেপি) সে সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে।”
এই সফর সরকারি কোনও প্রতিনিধি দলের নয়, তারা যাচ্ছে ক্ষমতাসীন রাজনৈতিক দল হিসেবে । বিজেপির সদস্যদের সাথে তারা বৈঠক করবে। সেখানে কী আলোচনা হতে পারে?
“সুনির্দিষ্ট সেভাবে কোন এজেন্ডা তো ঠিক করি নাই। দুটি প্রতিবেশী দেশের মধ্যে অনেককিছু নিয়ে আলোচনা হতে পারে। সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ করার ক্ষেত্রে কী করা যেতে পারে, সম্পর্কের ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা আছে কি-না, সেক্ষেত্রে কী করণীয় এসব। অথবা যেসমস্ত সমস্যা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেগুলো নিয়ে মূলত আলাপ হবে,” জানান আওয়ামী লীগের এই নেতা।
এই সফরে বিজেপির বাইরে অন্য কোনও রাজনৈতিক দলের সাথে বৈঠকের সম্ভাবনা নেই বলেও তিনি জানান। কিছুদিন আগে চীন সফরের পর এবার ভারতে আওয়ামী লীগ নেতাদের এই সফর। এসব সফর হচ্ছে এমন সময় যখন বাংলাদেশে ২০১৮ সালকে বলা হচ্ছে নির্বাচনের বছর।
এ ধরনের সফরের সাথে নির্বাচনের কোনও যোগসূত্র রয়েছে কি? জানতে চাইলে হানিফ বলেন, “নির্বাচনের সাথে ভারত বা চীন সফরের সাথে কোন সম্পর্ক নেই। আওয়ামী লীগ কখনো বহি:শক্তির ওপর নির্ভর করেনি।”
তিনি জানান, প্রায় প্রতিবছরই দলের পক্ষ থেকে চীনে সফর করা হচ্ছে রাজনৈতিক দল বা সরকারের আমন্ত্রণে।
ভারতে জনতা পার্টির আমন্ত্রণে যাওয়ার ব্যাপারে তিনি জানান, “অনেক আগেই তারা দাওয়াত দিয়েছিল কিন্তু নানা ব্যস্ততার কারণে বিলম্ব হয়েছে। এখন আমরা মনে করছি সঠিক সময়। এর সাথে নির্বাচনের কোনও সম্পর্ক নেই।”
বাংলাদেশের পক্ষ থেকে তাদেরও আমন্ত্রণ করা হবে বলে জানান আওয়ামী লীগের এই নেতা।

সূত্র: বিবিসি বাংলার প্রতিবেদন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest