সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

সাকিবদের কাছে হেরে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্সের বিদায়!

সাকিব’র সানরাইজার্সের কাছে হেরে একাদশ আইপিএল থেকে কার্যত বিদায় নিল বিরাটবাহিনী৷ আর ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে প্লে-অফে চলে গেল চারমিনারের শহর৷ ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে একাদশ আইপিএলের প্লে-অফে পৌঁছে গেল সানরাইজার্স হায়দরাবাদ৷

দেড়শোর কম রান টার্গেটে নেমেও শুরুটা ভালো হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্সের৷ পার্থিব প্যাটেল ও মনন ভোরা রয়্যাল ইনিংস শুরু করলেও মাত্র ২৪ রানে ডাগ-আউটে ফেরেন পার্থিব৷ ভোরা মাত্র ৮ রান করে আউট হন৷ বিরাট ক্রিজে এসেই আক্রমণাত্মক ব্যাটিং করলেও ইউসুফ পাঠানের দুরন্ত ক্যাচে ডাগ-আউটে ফেরেন রয়্যাল ক্যাপ্টেন৷

৩০ বলে পাঁচটি চার ও একটি ছক্কা-সহ ৩৯ রান করেন বিরাট কোহলি৷ বিরাটের পিছনে পিছনে ডাগ-আউটে ফেরেন এবি ডি’ভিলিয়ার্স (৫), মোয়েন আলি (১০)৷ ১৪৬ রান তাড়া করতে গিয়ে মাত্র ৮৪ রানে ৫ উইকেট হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স৷ এখান থেকে মনদীপ-গ্র্যান্ডহোম লড়াই করলেও রয়্যালদের জেতাতে পারেনি৷ শেষ ওভারে জয়ের জন্য ১২ রান করতে হত বিরাটদের৷ কিন্তু ভুবনেশ্বর কুমারের ওভারে তা তুলতে ব্যর্থ হয় গ্র্যান্ডহোম-মনদীপ৷ মাত্র ৭ রান করতে পারে তারা৷ ৬ উইকেটে ১৪১ রানে থেমে যায় রয়্যাল ইনিংস৷

এর আগে রয়্যালের আঁটোসাঁটো বোলিংয়ের বিরুদ্ধে মাত্র ১৪৬ রানে অল-আউট হয়ে যায় হায়দরাবাদ৷ লিগ শীর্ষে থাকা সানরাইজার্সের ব্যাটিং এদিন শুরু থেকে নড়বরে ছিল৷ হায়দরাবাদের হয়ে ইনিংস শুরু করেন অ্যালেক্স হ্যালস ও শিখর ধাওয়ান৷ কিন্ত তৃতীয় ওভারে হ্যালসকে ডাাগ-আউটে ফেরত পাঠান টিম সাউদি৷ মাত্র ১৫ রানে প্রথম উইকেট হারায় সানরাইজার্স৷ ধাওয়ানের সঙ্গে ক্যাপ্টেন কেন উইলিয়ামসন বড় ইনিংসের লক্ষ্য নিয়ে এগিয়ে গেলেও এই পার্টনারশিপও বেশিক্ষণ স্থায়ীী হয়নি৷ ব্যক্তিগত ১৩ রানে ধাওয়ানকে ডাগ-আউটে ফেরান মহম্মদ সিরাজ৷ এর পর মনীশ পাণ্ডে মাত্র ৫ রান করে আউট হন৷ তারপর উইলিয়ামসন-শাকিব আল হাসান দলকে একশোর গণ্ডি পার করলেও ৫৬ রানে ডাগ-আউটে ফেরেন সানরাইজার্স অধিনায়ক৷ ৩৯ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান উইলিয়ামসন৷ ৩২ বলে ৩৫ রান করে আউট হন সাকিব৷

বল হাতে দুরন্ত সিরাজ৷ ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৫ রান দিয়ে তিনটিি উইকেট তুলে নেন ডানহাতি রয়্যাল পেসার৷ আইপিএল অভিষেকে বল হাতে দুরন্ত মোয়েন আলি৷ ৩ ওভারে মাত্র ১৯ রান দেন ইংল্যান্ড অল-রাউন্ডার৷ দারুণ বোলিং করেন সাউদিও ও চাহাল৷ কিন্ত ব্যাটিং ব্যর্থতায় ফের হার হজম করে কার্যত একাদশ আইপিএল থেকে বিদায় নিল রয়্যাল চ্যালেঞ্জার্স৷ ১০ ম্যাচে বিরাটদের সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট৷ অর্থাৎ শেষ চারটি ম্যাচ জিতলেও ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত নয় বিরাটবাহিনীর৷

এর আগে টস জিতে প্রথমে সানরাইজার্সকে ব্যাট করতে পাঠান রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক কোহলি৷ সানরাইজার্সের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে ৯ ম্যাচে মাত্র তিনটিতে জিতে লিগ টেবিলে শেষ দিক থেকে তিন নম্বরে ছিল বিরাট অ্যান্ড কোং৷ আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে মাঠে এদিন লিগ শীর্ষে থাকা নামে রয়্যাল চ্যালেঞ্জার্স৷ দলে এদিন দু’টি পরিবর্তন করেন বিরাটবাহিনী৷ ব্রেন্ডন ম্যাকালাম ও মরুগান অশ্বিনকে বাদ দিয়ে মোয়েন আলি ও মনন ভোরাকে খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্রের আবির্ভাবের দিন

আজ বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্রের আবির্ভাবের দিন। ১২৬৮ বঙ্গাব্দের এই দিন, পঁচিশে বৈশাখে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর।

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর-সারদা দেবী দম্পতির চতুর্দশ এই সন্তান বিশ্ব দরবারে তুলে ধরেন বাংলা ভাষা ও জাতিসত্ত্বাকে।

বাংলাদেশের জাতীয় সংগীতের রচিয়তা রবি ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী বরাবরের মতোই আজ সারাদেশে আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে। দেশের বেশ কিছু সংগঠনসহ রাষ্ট্রীয়ভাবে এ দিনটি বিশেষভাবে পালন করা হবে।

রবীন্দ্রনাথের রচনা সম্ভার বিপুল, বৈচিত্র্যময়। সাহিত্যের প্রায় সব শাখায় নিপুণভাবে কলম চালিয়েছেন কবিগুরু।

তার কবিতা, ছোটগল্প, নাটক, সংগীত, ভ্রমণ, প্রবন্ধ, শিশুতোষ রচনা, পত্রসাহিত্য বাঙালি ঐতিহ্য পালনে অন্যতম অনুষঙ্গ হিসেবে কাজ করে।

এ মানুষটি সাহিত্য-সংস্কৃতির বাইরেও তার কীর্তি রেখেছেন সাংগঠনিক ও সামাজিক কাজে। প্রবর্তন করেন কৃষিঋণ-ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা নিয়ে রয়েছেন তার অনন্য প্রতিষ্ঠান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

তার সৃষ্টির স্বীকৃতি হিসেবে ১৯১৩ সালে গীতাঞ্জলী কাব্যগ্রন্থের জন্য তিনি পান নোবেল পুরস্কার।

রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের একজন দিকপাল, উজ্জ্বল নক্ষত্র। তার কালজয়ী লেখায় একদিকে ঋদ্ধ হয়েছে বাংলা ভাষা ও সাহিত্য, অন্যদিকে তা বিশ্বসাহিত্যের অপরিহার্য উপাদানে পরিণত হয়েছে আপন বৈভব, আঙ্গিক, বহুমাত্রিকতা আর সর্বজনীনতায়।

তিনি বলেন, রবীন্দ্রনাথ রচিত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ আমাদের জাতীয় সংগীত। এই গান জাতীয় ঐক্য ও সম্প্রীতির স্মারক। যেকোনও দুর্যোগ-সংকট, আনন্দ-বেদনায় রবীন্দ্রনাথের সাহিত্যসম্ভার শক্তি ও সাহস জোগায়। তার সাহিত্যপাঠে আমরা আনন্দিত হই-আন্দোলিত হই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ও বাঙালির অহংকার, বিশ্বসাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র। অসাধারণ সব সাহিত্যকর্ম দিয়ে তিনি বিস্তৃত করেছেন বাংলা সাহিত্যের পরিসর।

ব্রিটিশবিরোধী আন্দোলন, ২৪ বছরের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনে রবি ঠাকুরের লেখনী আমাদের উজ্জীবিত করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তার (রবীন্দ্রনাথ) জাতীয়তাবোধ বাঙালির অনন্ত প্রেরণার উৎস। কবির প্রতি অন্তহীন ভালোবাসায় ১৯৬১ সালে পাকিস্তানি শাসকচক্রের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা রবীন্দ্র জন্মশতবর্ষ উদযাপন করেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এশিয়া মডেল অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ইমি

দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত ‘এশিয়া মডেল অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশের র‌্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমি। গতকাল সকাল ১১টায় পুরস্কার হাতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘এটা শেষরাতের অর্জন। এই পুরস্কার আমার মা-বাবার জন্য।’ এদিকে দক্ষিণ কোরিয়ার সিউলের সমঝান হোটেলে এশিয়া মডেল ফেস্টের আয়োজক কোরিয়া মডেল অ্যাসোসিয়েশন, বাংলাদেশের ক্রসওয়াক কমিউনিকেশন ও কোরীয় প্রতিষ্ঠান কোরবানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। সে সময়ও উপস্থিত ছিলেন ইমি। ফেস্টের ১৩তম আয়োজনে বাংলাদেশের হয়ে অংশ নেবেন বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার শিক্ষার্থী শাওন অনন্য প্রতিভার এক আঁকিয়ে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় এক অনন্য প্রতিভার নাম নাঈম হাসান শাওন। নিজের অদম্য ইচ্ছাশক্তি আর প্রচেষ্টাকে এক করে সুপ্ত প্রতিভা বিকশিত করে চলেছে সে। একেকজনের একেকটি প্রতিভা থাকে। শাওনের প্রতিভা ছবি আকাঁতে। চিত্রাংকন, হোক সেটা ব্যক্তি বিশেষের, প্রকৃতির কিংবা যেকোন ছবির। শাওনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিভা হলো সে যেকোন ছবি অনেকটা হুবুহু আকঁতে পারে। কাগজে পেন্সিল, রং-তুলির ছোয়ায় ‘সাধ আর সাধ্য’কে কাছাকাছি নিয়ে এসেছেন শাওন।
ছোট্ট কোমলমতি নাঈম হাসান শাওন ৬মে এস.এস.সি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলকে গৌরভের শিখরে তুলেছেন।
প্রতিভাবান এ শিক্ষার্থীকে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়ে আগামিতে ভালো মানুষ হওয়ার প্রত্যাশায় তাঁকে নিয়ে এই বিশেষ প্রতিবেদন।
এ পর্যন্ত ২শতাধিক ছবি এঁকেছেন শাওন। যার মধ্যে বেশির ভাগই পেন্সিল স্কেচ। এছাড়া জল রং এবং এক্রেলিক কালারের ছবিও রয়েছে অনেক।
বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ১০ বারের মতো। এরমধ্য প্রথম হয়েছে ৬বার। যদিও ছবি আকাঁর উপর কোন প্রাতিষ্ঠানিক বা একাডেমিক প্রশিক্ষণ কিংবা শিক্ষা তার নেই।
ছোট বেলা থেকেই ছোটখাটো অংকনে আগ্রহি ছিলো শাওন। কলারোয়া পৌরসদরের তুলশীডাঙ্গা গ্রামের শিক্ষক রুহুল কুদ্দুস, তাসলিমা খাতুনের ছোট ছেলে সে। রয়েছে বড় ভাই আর বড় আপু। তাদের অনুপ্রেরণা আর ভালোবাসায় এবং বন্ধু-শুভাকাঙ্খিদের সহযোগিতায় এ পর্যন্ত ৬টি চিত্রাংকন প্রদর্শনীও হয়েছে ২০০২সালের ১৮ ফেব্রুয়ারী জন্ম নেয়া এ কিশোরের।
নাঈম হাসান শাওন জানান- ‘আমি ছোটবেলা থেকেই টুকটাক ছবি আঁকতাম। আমার ছবি আঁকার প্রিয় মাধ্যম হলো পেন্সিল কালার। এছাড়া জল রং, পেন, এক্রেলিক কালার দিয়েও আঁকতে পছন্দ করি। আমি কখনও কোনো একাডেমীতে শিখতে যাইনি। আমি আমার ভাইয়া ও আপুর সাথে বসে আঁকতাম ছোটবেলায়। তাদের অনুকরণ করেই আঁকতাম। এরপর কয়েক বছর আর তেমন আঁকা পড়তো না। কিন্তু কলারোয়া সরকারি প্রাইমারিতে ৫ম শ্রেনিতে থাকতে আমি বইয়ের মধ্যে থাকা ছবি গুলো অনুকরণ করা শুরু করি। বই তে থাকা কবি, বীরশ্রেষ্ঠদের ছবি, রাজাদের ছবি, রাজপ্রাসাদ ইত্যাদি আঁকতাম।
শাওন আরো জানান- ‘আমার আঁকা প্রথম প্রোটের্ট হলো শহিদ তিতুমীরের ছবি। যেটি কিনা আমি ২য় শ্রেনিতে থাকতে আঁকি। আমি এটা দেয়ালে দেয়ালে আঁকতাম। এভাবে আমি আমার বইয়ের প্রায় সকল মহান ব্যক্তিদের ছবি এঁকে ফেলি। তারপরে কলারোয়া পাইলটে ৬ষ্ঠ শ্রেণীতে থাকতে আমি অভিনেতা সজলের ছবি আঁকি। এরপর ২ বছরের আমার আর ছবি আঁকা হয়নি। তবে একেবারে বন্ধও করিনি কখনও। ৮ম শ্রেণীতে ওঠার পরে আমি প্রথম কোনো প্রতিযোগিতায় অংশ গ্রহন করি। সেসময় ফেসবুকের মাধ্যমে আগে আঁকা ছবিটি অভিনেতা সজলকে দেখাই। ছবিটির প্রসংশা করে তিনি আমাকে আরও একটা ছবি এঁকে দিতে বলেন। তার কথায় আমি আরও ভালভাবে এঁকে দেয়ার জন্য আরও ভালভাবে অনুশীলন শুরু করি। এরপর থেকে আমি আমার আঁকা ছবি গুলো ফেসবুকে আপলোড দিতে থাকি।’
নিজের আঁকিয়ের ইতিহাস পর্যালোচনা করে শাওন জানান- ‘যখন ক্লাস ৯ম এ উঠি তখন আমার বন্ধুরা আমাকে স্কুলে চিত্র প্রদর্শনীর জন্য বলে। তাদের সহযোগিতায় এবং প্রধান শিক্ষকের অনুমতিক্রমে আমরা ২০১৬ সালের ১৭ জানুয়ারিতে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলে প্রথম বারের মতো চিত্র প্রদর্শনীর আয়োজন করি। ব্যাপক সাড়া পাওয়ার কারণে এরপরের বছর ২০১৭ এর ২৬ জানুয়াতিতে আরোও বড় পরিসরে ২য় বারের মতো পাইলট হাইস্কুলে প্রদর্শনী করি। এবারও আমরা আগত সকলের মন জয় করতে সক্ষম হই। এক্ষেত্রে আমাদের প্রধান শিক্ষক আব্দুর রব স্যারের অবদান অনেক । কারণ এই প্রদর্শনী দুইটির কারণে আমি ছবি আঁকার প্রতি বেশি পরিমাণে উৎসাহিত হই। এরপর থেকে আমি নিয়মিত আঁকতে থাকি।’
শাওন আরো জানান- ‘২০১৭ এর ১২ আগস্ট কলারোয়া সরকারি কলেজে আবারও আমার ৩য় চিত্রাংকন প্রদর্শনি অনুষ্ঠিত হয়। স্কুলের বাইরে অন্য জায়গায় করাটা আমাদের জন্য অনেক কঠিনই ছিল, তবে বন্ধু ও শুভাকাঙ্খিদের সহযোগিতায় আমরা সফল হই। প্রদর্শনিতে কলারোয়া থানার ওসি বিপ্লব দেবনাথসহ অন্যান্য অতিথিরা উপস্থিত হয়ে আমাকে উৎসাহ প্রদান করেন।’
‘আমি তেমন একটা চিত্র প্রতিযোগিতায় যেতাম না এবং কোনো একাডেমিক ছাত্র না হওয়াতে তেমন কেঊ বুঝতেই পারে না আমি আঁকতে পারি কিনা এবং আমার পরিচয়’- যোগ করেন শাওন।
সমাজসেবা মূলক উন্নয়নের অন্যতম ক্ষুদ্র সংগঠক নাঈম হাসান শাওন জানান- ‘২০১৮ সালের ২৭ এপ্রিল কলারোয়া মডেল হাইস্কুলে ৪র্থ, ২৯ এপ্রিল কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলে ৫ম ও ৬ষ্ঠ তম প্রদর্শনিটি বামনখালি হাইস্কুলে চিত্র প্রদর্শনীর আয়োজন করি। শেষ দুই প্রদর্শনীতে পাইলটের ৮ম শ্রেনির শোহানা আসরাফ প্রাপ্তি সহযোগি হিসেবে অংশ নেয়। আমরা “রং-পেন্সিল” গ্রুপ এর মাধ্যমে আমাদের কয়েকটি প্রদর্শনির প্রাপ্ত টাকা মানবসেবায় ব্যয় করি। আমার প্রদর্শনি গুলো সফল করার পিছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে আমার বন্ধুদের। তারা আমার প্রত্যেক কাজে সাহায্য করে।’
সে আরো জানায়- ‘বতর্মানে আমি আমাদের “স্বস্তি” নামক মানবসেবা গ্রুপেও যুক্ত রয়েছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অপুকে নিয়ে মালয়েশিয়ায় যাচ্ছেন ফেরদৌস

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে নিয়ে মালয়েশিয়া উড়াল দিচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন সেবা সংবলিত সম্প্রতি চালু হওয়া ফেলডা মোবাইলের নতুন প্যাকেজ ফেলমো’র আনুষ্ঠানিক উদ্বোধন ও ডিলার সম্মেলন ফেলমো নাইটে যোগ দিতেই মালয়েশিয়ায় যাচ্ছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ফেলডা মোবাইলের সিইও এম সাজ্জাদ চৌধুরী।

তিনি জানান, আগামী ১৩ মে কুয়ালালামপুরের একটি হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ফেরদৌস ও অপু বিশ্বাস বাংলাদেশ-মালয়েশিয়া যৌথভাবে পরিচালিত ফেলডা মোবাইল এসডিএন বিএইচডির ব্যান্ড এম্বাসেডর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একাদশে ভর্তি শুরু ১৩ মে, ক্লাস ১ জুলাই

দেশের সব সরকারি-বেসরকারি কলেজে আগামী ১৩ মে থেকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। জুনের মধ্যে ভর্তির কাজ শেষ করে আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে। আজ সোমবার ২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নীতিমালায় বলা হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। অনলাইনের (www.xiclassadmission.gov.bd) পাশাপাশি টেলিটক মোবাইল থেকে এসএমএস করে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে।

আগামী ১৩ থেকে ২৪ মে পর্যন্ত অনলাইন ও টেলিটক মোবাইল থেকে এসএমএস করে আবেদন করা যাবে। ২৫ থেকে ২৭ মের মধ্যে শিক্ষার্থীদের আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হবে। পুনঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে তারা ৫ থেকে ৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। ১০ জুন প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ২৭ থেকে ৩০ জুন শিক্ষার্থী ভর্তি শেষে আগামী ১ জুলাই ক্লাস শুরু হবে।

নীতিমালায় বলা হয়েছে, অনলাইনে ১৫০ টাকা ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করা যাবে। প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি দিয়ে সর্বোচ্চ ১০টি কলেজে অনলাইন ও এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চতুর্থবার রাশিয়ার প্রেসিডেন্ট হলেন পুতিন

চতুর্থবারের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট হলেন ভ্লাদিমির পুতিন। সোমবার গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে প্রেসিডেন্ট পদে শপথ পাঠ নেন তিনি। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন শাসক জোসেফ স্তালিনের পর পুতিনই দীর্ঘদিন ক্ষমতায় রয়েছেন রাশিয়ায়। এবারের মেয়াদ পূর্ণ হলে ২৪ বছর সুপ্রিম পদে আসীন থাকবেন তিনি।

২০০০ সালে প্রেসিডেন্ট বরিস ইয়েলেতসিন পদত্যাগ করলে কার্যনির্বাহী প্রেসিডেন্ট হিসাবে স্থলাভিষিক্ত হন পুতিন। ২০০৪ সালে ৭০ শতাংশের বেশি ভোট পেয়ে পুর্নিবাচিত হন তিনি। ফের ক্ষমতা আসেন ২০১২ সালে।

শপথ অনুষ্ঠানে তাকে সমর্থন করার জন্য রাশিয়ার নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন। তিনি বলেন, আমার কাঁধে যে প্রকাণ্ড দায়িত্ব, তা আমি জানি। আমি বিশ্বাস করি জীবনের শেষ বিন্দু অবধি রাশিয়ার জন্য কাজ করে যাব। এদিন পুতিনের শপথ নেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান বেশ কিছু নাগরিক।

অভিযোগ উঠে, বিক্ষোভ দেখানোয় ১০০ বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুতিনের পুলিশ। রাশিয়ার নির্বাচনে প্রভাব খাটিয়ে ক্ষমতায় এসেছেন এমনও অভিযোগ উঠেছে পুতিনের বিরুদ্ধে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইয়েমেনের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলা, নিহত ৬

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রেসিডেন্ট কার্যালয় লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। এতে অন্তত ছয় জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও ৩০ জন।

রবিবার হুতিদের ছোঁড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পরই সৌদি জোট এ হামলা শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সানায় বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছে সৌদি জোট। বিদ্রোহী নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশন বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা পরপর দুটি বিস্ফোরণের ঘটনা শুনেছেন। ওই এলাকায় একটি হোটেল, একটি ব্যাংক এবং বেশ কয়েকটি দোকান রয়েছে। তারা আরও জানায়, ভবনটি হুতি বিদ্রোহীদের প্রশাসনিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আহমেদ দেশাইর নামের এক ব্যক্তি জানায়, আমরা ওই ভবনের পাশেই কাজ করছিলাম। কিন্তু হঠাৎ করে বিস্ফোরণের শব্দ শুনতে পাই।

জানা গেছে, ধ্বংসস্তুপের নিচে অনেকেই আটকে আছেন। তাদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। ২০১৫ সালে সৌদি নিয়ন্ত্রিত জোট ইয়েমেনে হামলা শুরু করে। সৌদি নিয়ন্ত্রিত সরকারকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে তিনি সৌদি জোট এ হামলা শুরু করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest