সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান চেয়ারম্যান আলিমেরএসএসসি ২০০০ সালের ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় সিলভার জুবিলি “মেঘা মিটআপ-২০২৫” অনুষ্ঠিততালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি : নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটসাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির ১১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি গঠনপাইকগাছা থেকে খুলনা যাওয়ার পথে নিখোঁজ মাদরাসা ছাত্রকলারোয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়াদেবহাটায় তীব্র শীতে ব্যাহত জীবন যাত্রাOntdek de wereld van Supergame: Alles wat u moet weten over online casino’s in Belgiëসাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধনদেবহাটার বিস্তীর্ণ মাঠে এখন সরিষা ফুলের হলুদের সমারোহ

রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার বর্জন করেছিলেন- ত্রিপুরার সেই মুখ্যমন্ত্রী

১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। একের পর এক বেফাঁস মন্তব্য করে আলোচনায় আসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবার দাবি করেছেন, রবীন্দ্রনাথ নোবেল বর্জন করেছিলেন।

ব্রিটিশ সরকার ১৯১৫ সালে রবীন্দ্রনাথকে সম্মানসূচক ‘নাইট’ উপাধিতে ভূষিত করে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ‘নাইট’ খেতাব প্রত্যাখান করলেও নোবেল পুরস্কার বর্জন করেননি।

সম্প্রতি ত্রিপুরার উদয়পুরের ভুবনেশ্বরী মন্দিরে বিপ্লব দেব বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বখ্যাত কবি হয়েও তৎকালীন ইংরেজ সরকারের বিরোধিতা করে নোবেল পুরস্কার বর্জন করেছিলেন!

ক্ষমতাগ্রহণের পর থেকেই একের পর এক বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির এ নেতা। এর আগে তিনি যেসব বক্তব্য দিয়ে আলোচনার ঝড় তোলেন তার কয়েকটি হল:

-পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে হাসপাতালে গিয়ে মস্তিষ্কের চিকিৎসা নেয়া উচিত।
-চাকরির জন্য রাজনীতিবিদদের পিছনে না দৌড়ে যুবকদের পানের দোকান খোলা ও গরুর দুধ বিক্রি করা উচিত।
-ভারতীয় নারী ডায়না হেডেন ১৯৯৭ সালে ‘মিস ওয়ার্ল্ড’ শিরোপা জিতলেও তিনি সেটির যোগ্য ছিলেন না।
-মহাভারতের যুগ থেকেই ভারতে ইন্টারনেটের প্রচলন ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আমি যে মিলা ইসলাম নিজেই ভুলে গেছি’

‘আমি গান ভুলে গেছি…হাসতে ভুলে গেছি, স্বপ্ন দেখতে ভুলে গেছি…আমি যে মিলা ইসলাম নিজেই ভুলে গেছি।’ নিজের বর্তমান অবস্থার কথা লিখতে গিয়ে আরো বেশি আবেগী হয়ে পড়েন এই গায়িকা মিলা ইসলাম।

তিনি বলেন, সেলিব্রিটি বলেই তাঁকে যাচ্ছেতাই ভাষায় অপমান করা হয়েছে সমাজে। যাঁরা এসব করেছেন তাঁদের হুঁশিয়ার করে দিয়ে লিখেছেন, ‘দুর্ভাগ্যক্রমে দেশের একজন মহিলা রকস্টার হওয়ার কারণে যারা আমার এই অপ্রত্যাশিত দুর্ঘটনার সুযোগে আমাকে লাঞ্ছিত করেছে…তাদের কাউকে আমি ছাড়ব না।

জেলে গেলেন সানজারি, জামিনে ছাড়াও পেলেন। এর পর থেকে আড়ালেই আছেন মিলা। নতুন গান, স্টেজ শো, পার্টি বা সামাজিক যোগাযোগ মাধ্যম—কোথাও তিনি সেভাবে সরব নন। অবশেষে প্রায় সাত মাস পর মুখ খুললেন ‘শুকনো পাতা’র গায়িকা। বুধবার (৯ মে) দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে। শুরুতেই লেখেন, ‘সবাই অবাক হবেন, যখন জানতে পারবেন আমার সঙ্গে কী করা হয়েছে একটা মামলার জন্য।’

দশ বছর প্রেম করার পর গত বছরের ১২ মে বৈমানিক পারভেজ সানজারিকে বিয়ে করেছিলেন গায়িকা মিলা ইসলাম। বিয়েটা টিকে থাকলে আজ রাত ১২টা ১ মিনিটে প্রথম বিয়েবার্ষিকী উদ্‌যাপন করতে পারতেন তাঁরা। তা আর হলো কই! বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদে গিয়ে ঠেকল। শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ এনে অক্টোবরে সানজারির বিরুদ্ধে মামলা করেছিলেন মিলা।

সাবেক স্বামীকে উদ্দেশ করে লেখেন, ‘হ্যাঁ, ভালোবেসেছিলাম আমি। কিন্তু এই ভালোবাসা যেভাবে আমার মান-সম্মান, আমার আত্মাকে ধর্ষণ করে, জেলে থাকা অবস্থায় নিজের গুনাহ চাপা দিতে যে এতগুলো মানুষ দিয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, তাকে আমি ঘেন্না করি।’

কিভাবে সাক্ষী ও মেডিক্যাল রিপোর্ট গায়েব করার চেষ্টা করা হয়েছে, হুমকি দিয়ে এবং সামাজিকভাবে বদনাম করে তাঁর জীবনটাকে অন্ধকারে ঢেকে দেওয়া হয়েছে এভাবেই লিখেছেন মিলা। অভিযোগ প্রমাণ করে চার্জশিট দাখিল করার পরও কিভাবে ২০ দিনের মধ্যে জামিন নিয়ে ছাড়া পেয়ে গেলেন সানজারি, এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন এই গায়িকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীলেখা মিত্রকে মশারির মতো শাড়ি পরে অভিনয়ের প্রস্তাব!

একটি ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব পান কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেখানে মশারির মতো শাড়ি পরে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় তাকে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার প্রত্রিকাকে শ্রীলেখা নিজেই এ কথা জানিয়েছেন। আর সেই ওয়েব সিরিজেও কাজ করেননি তিনি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার পত্রিকাকে দেওয়া শ্রীলেখার সেই সাক্ষাৎকারের চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হল-

শ্রীলেখাকে প্রশ্ন করা হয়, ‘দুপুর ঠাকুরপো’র নির্মাতারা বলছেন, আপনি ওজন কমাননি বলে তারা আপনাকে বাদ দিয়েছেন। আপনি বলেছিলেন, কুরুচিপূর্ণ কনটেন্টের কারণে আপনিই কাজটা করেননি। কোনটা সত্যি?

উত্তরে শ্রীলেখা জানান, ‘আমি তো এই প্রথম বার আপনার কাছ থেকে শুনছি যে, ওজনের জন্য আমাকে বাদ দেওয়া হয়েছে! ইন্ডাস্ট্রিতে তো সকলেই জানে, আমি মোটাসোটা। সেই হোমওয়ার্কটা করে নিয়ে ওদের আসা উচিত ছিল! আমাকে লুকটেস্টে যে শাড়িটা পরতে দেওয়া হয়েছিল, সেটা একেবারে মশারির মতো! এ রকম স্লিজ় শো আমি কেন করব? আর ওদের বাঙালি বউদি চাই, না কি ভোজপুরি বউদি চাই- সে ব্যাপারেও একটু পরিষ্কার থাকা উচিত ছিল।’

শ্রীলেখাকে ফের প্রশ্ন করা হয়, ‘আপনি নাকি ‘দুপুর ঠাকুরপো’র স্পুফ বানাতে চলেছেন?’

উত্তরে তিনি জানান, ‘কথা এগোচ্ছে। এ ব্যাপারে এখনই খোলাখুলি কিছু বলতে পারব না।’

শ্রীলেখার এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা। সকলেরই প্রশ্ন শ্রীলেখার মত সিনিয়র একজন অভিনেত্রীকে এ কেমন প্রস্তাব?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অস্ট্রেলিয়ায় সাতজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

পশ্চিম অস্ট্রেলিয়ার মার্গারেট নদীর উত্তর-পূর্বাঞ্চলীয় ওসমিংটনের একটি গ্রামীণ বাড়ি থেকে সাতজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চারটি শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ দু’টি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে।

নিহতদের দেহে গুলির চিহ্ন রয়েছে। এ ঘটনাকে গুলি করে হত্যার পর আত্মহত্যা বলে মনে করছে পুলিশ।

এ ব্যাপারে পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিশ কমিশনার ক্রিস ডাউসন বলেন, ভোর সোয়া ৫টার দিকে ওই বাড়ি থেকে ফোন করে পুলিশকে সাতজনের মৃত্যুর কথা জানানো হয়। দু’জন প্রাপ্তবয়স্কের লাশ ছিল ঘরের বাইরে এবং চার শিশুসহ পাঁচজনের লাশ ঘরের ভেতরে ছিল।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষে ঘটনার কারণ জানা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আনোয়ার ইব্রাহিম রাজকীয় ক্ষমা পেতে যাচ্ছেন: মাহাথির

মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, রাজা দেশটির রাজনৈতিক নেতা আনোয়ার ইব্রাহিমকে ক্ষমা করে দিতে রাজি হয়েছেন।

মাহাথির টানা ২২ বছর মালয়েশিয়া শাসনের পর রাজনীতি থেকে অবসর নেন। চলতি বছরের জানুয়ারিতে ফের তিনি রাজনীতিতে ফেরার ঘোষণা দেন। বিরোধী জোটের হয়ে সম্প্রতি ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।

মাহাথিরের সময়ই প্রথম জেলে পাঠানো হয় আনোয়ার ইব্রাহিমকে। এবারের নির্বাচনে মাহাথিরের জোটের প্রতি সমর্থন ছিল আনোয়ার ইব্রাহিমের, যাকে একসময় দেশটির সবচেয়ে সম্ভাবনাময়ী নেতা হিসেবে বিবেচনা করা হতো।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের একদিন পর শুক্রবার মাহাথির সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিমের বিষয়ে কথা বলেন। তিনি বলে, ‘সে পুরোপুরিভাবেই ক্ষমা পাচ্ছে, তাকে দ্রুত মুক্তি দেয়া হবে। তারপর রাজনীতিতে পুরোদমে অংশগ্রহণের বিষয়েও তাকে বাধা দেয়া হবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীলেখার নাম ব্যবহার করে আর্থিক প্রতারণা!

বেশ বিপাকে পড়েছেন কলকাতার বাংলা সিনেমার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার নাম ব্যবহার করে আর্থিক প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

প্রতি মাসে নাকি তাকে কিস্তির টাকাও গুণতে হচ্ছে। শ্রীলেখার দাবি, তিনি এধরনের কোনো ঋণ নেননি।

ভারতের একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, তার নাম ব্যবহার করে একটি ঋণ প্রদানকারী সংস্থা থেকে ১ লাখ ১৮ হাজার টাকা লোন নেয় রূপচর্চা, লাইফস্টাইল সংক্রান্ত একটি প্রতিষ্ঠান। এরপর গত ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত মোট ৬০ হাজার টাকার কিস্তি শোধ করেছেন তিনি। নিজের অজান্তেই এমনটা করেছেন তিনি।

শ্রীলেখা জানান, ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত প্রতি মাসে আমার অ্যাকাউন্ট থেকে ৬,৫৫৬ টাকা করে কেটে নেয়া হতো। এসএমএস আসত। কিন্তু আমি খেয়াল করিনি। যে সংস্থা থেকে লোন নেয়া হয়েছিল তাদের থেকেই মাস খানেক আগে টিভি কিনেছিলাম।

এজন্য ভাবতাম তারই কিস্তি নিয়ে হয়তো মেসেজ এসেছে। তবে হঠাৎ করে এসএমএস চেক করতে গিয়ে ব্যাপারটা নজরে আসে। এরপর কোন এলাকা থেকে টাকা কাটা হচ্ছে সেটা ট্রেস করি।
এখন বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন শ্রীলেখা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ আয়ারল্যান্ডের টেস্ট অভিষেক হচ্ছে

ক্রিকেট বিশ্বের ১১তম দেশ হিসেবে আজ শুক্রবার টেস্ট অভিষেক হতে যাচ্ছে আয়ারল্যান্ডের। নিজেদের মাঠ ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটবে আইরিশদের। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে এক ম্যাচের এই সিরিজটি।

১৯৯৩ সালে ক্রিকেটে প্রধান সংস্থা ইন্টারন্যাশাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী সদস্য হয় আয়ারল্যান্ড। এরপর ওয়ানডে স্ট্যাটাস পায় ২০০৭ সালে। ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার ১০ বছর পর টেস্ট মর্যাদা লাভ করে আইরিশরা।

টেস্ট মর্যাদার পরীক্ষা আজই প্রথম দেবে আয়ারল্যান্ড। ক্রিকেট জগতে প্রবেশের প্রায় তিনশ’ বছর পর টেস্ট ফরম্যাটে খেলতে নামবে আইরিশরা।

১৯৩১ সালে ডাবলিনের ফনিক্স ক্রিকেট ক্লাবে ব্যাট-বল হাতে পথ চলা শুরু আয়ারল্যান্ডের। সেই পথ ধরে ইতোমধ্যে ক্রিকেট জগতে সুনাম কুড়িয়েছে আইরিশরা। ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার বছরই প্রথমবারের মত ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ খেলে তারা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের সাথে টাই করে আয়ারল্যান্ড।

এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১৩২ রানে গুটিয়ে দিয়ে শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ৩ উইকেটে জয় পায়। এতেই বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরে সুপার এইটে নাম লেখায় আইরিশরা।

সুপার এইটে ছয় ম্যাচে অংশ নিয়ে মাত্র একটিতে জয় পায় আয়ারল্যান্ড। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার কাছে হারলেও বাংলাদেশের বিপক্ষে ৭৪ রানে জয় তুলে নেয় ট্রেন্ট জনসনের দলটি।

প্রথম আসরে সুপার এইটে উঠতে পারলেও ২০১১ ও ২০১৫ বিশ্বকাপ আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় আয়ারল্যান্ড। তবে দু’টি আসরেই নিজেদের পারফরমেন্সে উজ্জ্বল ছিলো আইরিশরা।

২০১১ বিশ্বকাপে আয়ারল্যান্ডের সবচেয়ে বড় চমক ছিলো ইংল্যান্ড বধ। ভারতের ব্যাঙ্গালুরুতে ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ৩২৮ রানের বিশাল টার্গেট ৩ উইকেট হাতে রেখেই স্পর্শ করে ফেলে আয়ারল্যান্ড।

পরের বিশ্বকাপে শুরুতে ক্রিকেট বিশ্বকে আবারো চমকে দেয় আয়ারল্যান্ড। নিউজিল্যান্ডের নেলসনে ওয়েস্ট ইন্ডিজের করা ৩০৪ রান ৬ উইকেট খরচ করে ৩০৭ রান তুলে ম্যাচ জিতে নেয় আইরিশরা।

শুধুমাত্র বিশ্বকাপের বড় মঞ্চেই নয়, দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজগুলোতেও দুর্দান্ত সব জয়কে সঙ্গী করেছে আয়ারল্যান্ড। এবার ক্রিকেটের প্রধান ফরম্যাট টেস্টে প্রথমবারের মত পরীক্ষা দিবে আইরিশরা।

নিজেদের প্রথম টেস্টকে বড় উপলক্ষ হিসেবে অভিহিত করেছেন আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। তিনি বলেন, ‘আয়ারল্যান্ড ক্রিকেটের সাথে জড়িত সকলের জন্য এটি অনেক বড় উপলক্ষ।’

নিজেদের অবিস্মরণীয় টেস্টে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অবদান অস্বীকার্য বলে জানান পোর্টারফিল্ড, ‘অতীতে আমরা অনেক খেলোয়াড় পেয়েছি। কিছু খেলোয়াড় এখানেও আছে, আবার কিছু নেই। কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং স্বীকৃতি দিতে হবে এ পর্যায়ে আসতে তারা কি করেছেন। তাদের অবদান না থাকলে আমরা শুক্রবারের ম্যাচের জন্য ভাগ্যবান নাও হতে পারতাম।’

আয়ারল্যান্ডের এমন ঐতিহাসিক ম্যাচের অংশ হতে পেরে বেশ খুশী পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদও। তিনি বলেন, ‘এমন ঐতিহাসিক টেস্টে অংশ হতে পারাটা বিশেষ কিছু।’

অস্ট্রেলিয়া বাদে ক্রিকেট ইতিহাসে নিজেদের অভিষেক টেস্ট এখনও কোনো দল জিততে পারেনি। ১৮৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্টে জয়ের স্বাদ পেয়েছিল অসিরা। আয়ারল্যান্ডের বেলায় এমন কিছু ঘটে কি-না সেটিই এখন দেখার বিষয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ওপর চাপ বাড়াল যুক্তরাষ্ট্র

নিষেধাজ্ঞা জারি করে নতুন করে ইরানের ওপর চাপ সৃষ্টি করল যুক্তরাষ্ট্র। ইরানের সশস্ত্র বাহিনী ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত ছয় ব্যক্তিসহ তিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মানুচিন বলেন, ‘ধ্বংসাত্মক কাজের জন্য ওই বাহিনীতে যারা লাখ লাখ টাকা সরবরাহ করেছে, তাদের জন্যই যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা।’

বিস্তারিত আসছে……

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest