সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ সম্পত্তিতে ঘর নির্মাণের অভিযোগদেবহাটায় অপরিপক্ক ক্যামিক্যাল মিশানো ১১৫০ কেজি আম বিনষ্টজাতীয় শিক্ষা সপ্তাহে সাতক্ষীরা জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হাওয়ায় আলআমিনকে সম্বর্ধনাসাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধনজাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভাকালিগঞ্জে আকস্মিক বজ্রপাতে কিশোরের মৃত্যুশ্যামনগরে উপজেলা চেয়ারম্যান হলেন সাঈদ-উজ জামান. ভাইস চেয়ারম্যান রিপন. মহিলা ডলিকালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সুমন, ভাইস চেয়ারম্যান পুরুষ বাবলু – মহিলা আফি বিজয়ী“নানা রঙের রবীন্দ্রনাথ” বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীত অনুষ্ঠিতসাতক্ষীরায় ভূমি কর্মকর্তা তপন কর্তৃক না মেনে প্রাচীর নির্মান বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

সীমান্তে ভারী অস্ত্র নিয়ে মিয়ানমার বাহিনী

অনলাইন ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের সেনাসদস্যরা ভারী অস্ত্র হাতে কাঁটাতারের বেড়ার পাশে দাঁড়িয়ে পাহারা বসিয়েছেন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আজ শুক্রবার সকাল থেকে সেনাসমাবেশ বাড়িয়ে চলেছে মিয়ানমার। এপারে সতর্কাবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এপার-ওপারের মাঝখানে শূন্যরেখার আশ্রয়শিবিরে আতঙ্কে সময় পার করছে হাজারো রোহিঙ্গা। ওপার থেকে ক্ষণে ক্ষণে মাইকে ঘোষণা আসছিল, আশ্রয়শিবির থেকে রোহিঙ্গাদের দ্রুত সরে যেতে হবে।

আজ সকাল সাড়ে আটটায় শূন্যরেখার আশ্রয়শিবিরের একেবারে কাছে (তুমব্রু সীমান্তের কোনারপাড়ায়) গিয়ে দেখা গেছে, ট্রাকে করে সীমান্তে সেনাসমাবেশ ঘটাচ্ছে মিয়ানমার। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই সীমান্তে ১৪-১৫টি ট্রাকে আনা হয়েছে তিন শতাধিক সেনা। আগের দিন বৃহস্পতিবার সেখানে আনা হয়েছিল সাত-আটটি ট্রাকে করে আরও ২০০ সেনাসদস্য।

পাথরকাটা নামের ছোট একটি খালের ওপারে শূন্যরেখার আশ্রয়শিবিরটি দাঁড়িয়ে আছে। শিবিরের পেছন লাগোয়া মিয়ানমারের কাঁটাতারের বেড়া। বেড়ার পাশে যানবাহন চলাচলের রাস্তা। তারপরে উঁচু-নিচু পাহাড়। কাঁটাতারের বাইরে ১০ গজ অন্তর দূরত্বে দাঁড়িয়ে আছেন সে দেশের ভারী অস্ত্রধারী সেনাবাহিনীর সদস্যরা। পাহাড়ে চূড়ায়, ঢালুতে এবং খেজুর ও আমগাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সেখানকার শতাধিক সেনাসদস্যকে। তাঁদের অনেকে পাহাড়ে দাঁড়িয়ে এপারের ছবি ও ভিডিও চিত্র ধারণ করছিলেন।

পাথরকাটা খালের এপারে কথা হয়, তুমব্রু বিজিবি ক্যাম্প প্লাটুন কমান্ডার বদিউর রহমানের সঙ্গে। তিনি বলেন, সকাল ছয়টার পর থেকে সীমান্তে অতিরিক্ত সেনাসমাবেশ ঘটাতে থাকে মিয়ানমার। বেলা ১১টা পর্যন্ত ১৫টি ট্রাকে আনা হয়েছে তিন শতাধিক সেনা। সেনাদের পাশাপাশি সে দেশের সীমান্ত পুলিশ বিজিপিও টহল দিচ্ছেন। শূন্যরেখার আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গাদের সরে যেতে তাঁরা অনবরত মাইকিং করে চলেছেন। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে সেনারা একটি গুলি ছোড়ে। তারপর গভীর রাত পৌনে তিনটার দিকে আরেকটি গুলি ছোড়ে। উদ্দেশ্য শূন্যরেখায় আশ্রয়শিবিরে থাকা প্রায় ছয় হাজার রোহিঙ্গার ফিরে যাওয়া থামিয়ে দেওয়া। গুলিবর্ষণের ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

ঘটনাস্থলে দায়িত্বরত বিজিবির কয়েকজন সদস্য বলেন, সেখানকার সেনাবাহিনীর সদস্যরা কে কী করছেন, তা তাঁরা নিকটতম দূরত্বে দাঁড়িয়ে থেকে প্রত্যক্ষ করছেন। এপারে দাঁড়িয়ে সবকিছু খালি চোখে দেখা যায়।

মিয়ানমারের সেনাসদস্যরা জি-থ্রি, একে-৪৭, চায়নিজ রাইফেল, মেশিনগানসহ ভারী অস্ত্র নিয়ে পাহারা বসিয়েছেন। ট্রাক থেকে আনা হয়েছে রকেটলঞ্চার, মর্টার। এসব মর্টার থেকে ৬০-৭০ মিটার দূরত্বে শেল নিক্ষেপ করা যাবে। পাহাড়ের চূড়ায় পলিথিনের বেড়া দিয়ে তৈরি হয় একাধিক ছাউনি। পাহাড় খনন করে তৈরি হচ্ছে করা অসংখ্য বাংকার। সেখানে ভারী অস্ত্র নিয়ে পাহারা বসিয়েছেন সেনাসদস্যরা। এসব পরিস্থিতি দেখে স্থানীয় লোকজন আতঙ্কিত।

বৃহস্পতিবার রাত আটটার দিকে মিয়ানমারের সেনাবাহিনী যে গুলিটি ছুড়েছিল, সেটি এসে পড়ে শূন্যরেখার আশ্রয়শিবিরের রোহিঙ্গা আমির হোসেনের ঘরে। তিনি বলেন, গুলিটি প্রথমে ঘরে রাখা দুই লিটার পরিমাণ সয়াবিন তেলের একটি প্লাস্টিক বোতল ভেদ করে একটি ব্রিফকেসে লাগে। তখন ব্রিফকেসে থাকা তিন জোড়া কাপড় পুড়ে যায়। এরপর বিজিবি সদস্যরা গুলিটি নিয়ে গেছে। তখন ঘরে কেউ ছিল না বলে প্রাণে রক্ষা পেয়েছেন তাঁরা।

আমির হোসেনের বাড়ির ৩০ গজ পেছনে মিয়ানমারের কাঁটাতারের বেড়া। সেখানে দাঁড়িয়ে এদিকে অস্ত্র তাক করে আছেন সেখানকার ১০-১২ জন সেনাসদস্য। রোহিঙ্গাদের ছবি তোলা দৃশ্য দেখে সেনাসদস্যরা ওপারে হইচই শুরু করেন। সেনাসদস্যদের পাশের একটি তল্লাশিচৌকি থেকে তখন মাইকে ঘোষণা দেওয়া হচ্ছিল, প্রথমে বার্মিজ ভাষায় এবং পরে রোহিঙ্গাদের আঞ্চলিক ভাষায়। ঘোষণায় বলা হচ্ছিল, ‘রাখাইন রাজ্যের মংডু জেলাজুড়ে এখন ১৪৪ ধারা চলছে। শূন্যরেখার যে স্থানে ধাওয়া বাঙালিরা (পলাতক বাঙালি) অবস্থান করছ, সেটি মিয়ানমারের ভূখণ্ড। সুতরাং এই ভূখণ্ডে বাঙালিদের (রোহিঙ্গা) থাকা বেআইনি। তাই দ্রুত এই ভূখণ্ড ত্যাগের নির্দেশ দেওয়া হচ্ছে। অন্যথায় কোনো কিছুর জন্য মিয়ানমার দায়ী থাকবে না।’

এখানে উপস্থিত বিজিবি সদস্যরা বলেন, প্রতিদিন এ রকম ১৫-১৬ বার ঘোষণা দেয় তারা। কিন্তু রোহিঙ্গারা তা কানে নিচ্ছে না।

বেলা ১১টার দিকে তুমব্রু সীমান্তে কথা হয়, বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খানের সঙ্গে। তিনি বলেন, মিয়ানমার তাঁদের নিরাপত্তা বৃদ্ধি করতে পারে, তাতে সমস্যা নেই। কিন্তু তাঁরা গুলি করছে কেন? এ নিয়ে মিয়ানমারের কাছে প্রতিবাদ পাঠিয়েছে বিজিবি। পাশাপাশি বিজিবিও সতর্ক রয়েছে। ওপারের ঘটনায় এপারের লোকজনের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, শূন্যরেখার আশ্রয়শিবির থেকে গত দুই দিনে কোনো রোহিঙ্গা বাংলাদেশ ঢোকেনি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সরওয়ার কামাল বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তের শূন্যরেখায় সেনা সমাবেশ ঘটিয়েছে মিয়ানমার। উদ্দেশ্য—রোহিঙ্গা প্রত্যাবাসন বন্ধ ও সীমান্তে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা।

গত বছরের ২৫ আগস্টের পর থেকে রাখাইন রাজ্য থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পালিয়ে আসে সাত লাখের বেশি রোহিঙ্গা। এর আগে আসে আরও চার লাখের বেশি রোহিঙ্গা। ১১ লাখের বেশি রোহিঙ্গার মধ্যে ইতিমধ্যে ১০ লাখ ৭৬ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন হয়েছে।
সূত্র: প্রথম আলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি বড়দলে জেলা পরিষদের অনুমতি ছাড়াই প্রায় ৬০টি গাছ কর্তন

মোস্তাফিজুর রহমান: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদে (বুড়িয়া) বড়দল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কর্তৃক জেলা পরিষদের অনুমতি ছাড়াই অবৈধভাবে জেলা পরিষদের পুকুরের পাড়ের বিভিন্ন প্রজাতির প্রায় ৬০টি গাছ কর্তন করা হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ইউনিয়নের ফকরাবাদ (বুড়িয়া) গ্রামের সর্বসাধারণের ব্যবহারের জেলা পরিষদের পুকুরের খনন ও সংস্কার কাজ চলছে। বৃহৎ এই পুকুরের চারিদিক বিভিন্ন প্রজাতির গাছে আচ্ছন্ন। বুধবার ও বৃহস্পতিবার দুই দিনে পুকুরের পাড়ের প্রায় অর্ধেকের বেশি গাছ কেটে ফেলা হয়েছে। কেটে ফেলা গাছের গোড়াগুলো মাটি দিয়ে ঢেঁকে দেওয়া হয়েছে। আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও প্রেসক্লাবের প্রায় ১০ জন সাংবাদিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা তাদেরকে জানান, এলাকার কাঁঠ ব্যবসায়ী নওশের গাজীর পুত্র মান্নান গাজী এসকল গাছ ক্রয় করছেন। দু’দিনে প্রায় ৬০টির মত খেজুর গাছ, কিছু জাম গাছ ও পাঁপড়া গাছ কেটে ফেলা হয়েছে।

কাঁঠ ব্যবসায়ী মান্নান গাজী জানান, পুকুরের পাড়ের জাম, পাপড়া ও খেজুর গাছগুলি তিনি ইউপি চেয়ারম্যান আঃ আলিম মোল্যা ও ইউপি সদস্য হাফেজ রুহল আমিন থেকে ক্রয় করেছেন। ক্রয়কৃত সব গাছ কেটে এখনও শেষ করতে পারেননি তারপরও ২০ হাজার টাকা অগ্রিম দিয়ে দিয়েছেন। তবে জেলা পরিষদের অনুমোদন আছে কি না, সেটা উনারা তাকে বলেননি বলে জানান তিনি। এলাকাবাসী জানায়, গাছগুলো না কেটে পুকুর সংস্কার ও পাড় মেরামত করলে সেটা আরও মজবুত হতো। এ বিষয়ে জানার জন্য ইউপি সদস্য হাফেজ রুহল আমিনের সাথে বহুবার তার ব্যবহৃত মোবাইল ফোন নং ০১৭১৪-৫১৫০১৫ তে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

অবশেষে তার বাড়িতে গিয়ে জানা যায়, তিনি সাতক্ষীরাতে গেছেন। সাতক্ষীরা জেলা পরিষদের ১৩ নং ওয়ার্ড সদস্য এস এম দেলোয়ার হুসাইনের সাথে অনুমোদন ছাড়া জেলা পরিষদের গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি প্রতিবেদককে জানান, “মামার সাথে সকালে আমার কথা হয়েছে। আমি পরে আপনাকে ফোন দেব।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে আওয়ামীলীগের উদ্দ্যেগে মটর শোভাযাত্রা

আব্দুল আলিম: খুলনায় ৩ মার্চ প্রধনমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে শ্যামনগরে ২ মার্চ বিকাল ৪টায় এক বিশাল মটরসাইকেল শোভাযাত্রা,র্যালি, আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর-কালিগঞ্জ উপজেলার একাধিক ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা।
সাতক্ষীরা ৪ আসনের এমপি ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম,জগলুল হায়দার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস,এম,আতাউল হক দোলন,বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও তার সকল অঙ্গ সহযোগি সংগঠনের সভাপতি,সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সহস্ররাধিক মটরসাইকেল ও কয়েকটি পিকআপে ব্যান্ডবাদ্য বাজিয়ে জনসভাকে সফল করতে ব্যাপক জনসচেতনতার লক্ষ্যে এই নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে অনন্ত বৈরাগী নামে এক বৃদ্ধা বিষপানে আত্মহত্যা করেছে। অনন্ত বৈরাগী(৭০) কুল্যা ইউনিয়নের কচুয়া (হামকুড়া) গ্রামের মৃতঃ নবীন বৈরাগীর পুত্র। তার পরিবার সূত্রে জানাগেছে, বুধবার বিকালে সবার অজান্তে সে বিষপান করেন। পরিবারের লোকজন বুঝতে পেরে প্রথমে বুধহাটার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐ দিন সন্ধ্যায় তার মৃত্যু হয়। বিষয়টি সাতক্ষীরা সদর থানাকে অবহিত করলে সদর থানা পুলিশ লাশের সুরুতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মৃত্যুর সময় তিনি পুত্র, কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তবে তার আত্মহত্যার সঠিক কারন জানা জায়নি। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে স্বাধীনতা দিবস টি-২০ ম্যাচে গ্লোরিয়াস ক্রিকেট ক্লাব জয়ী

আব্দুল আলিম: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে শ্যামনগর উপজেলার কলবাড়ী মিতালী সংঘের আয়োজনে গতকাল ০১ লা মার্চ স্থানীয় কলবাড়ী নেকজানিয়া মাধ্যঃ বিদ্যালয় মাঠে এক প্রীতি টি-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় চির প্রতিদ্বন্দ্বী “গ্লোরিয়াস ক্রিকেট ক্লাব” ও “রয়েল ক্রিকেটারস” এর মধ্যকার জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচে গ্লোরিয়াস ক্রিকেট ক্লাব ৬০ রানে জয়লাভ করেন।
বেলা ১১ ঘটিকায় অনুষ্ঠিতব্য ম্যাচ শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন গ্লোরিয়াস ক্রিকেট ক্লাবের অধিনায়ক স.ম ওসমান গনী সোহাগ।
প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারের খেলায় ১৯ তম ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করেন।
জবাবে ব্যাট করতে নেমে রয়েল ক্রিকেটারস এর খেলোয়াড়েরা প্রথমে বিপর্যের সম্মুখীন হয়। ২১৩ রানের লক্ষ্য তাড়া করে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান করতে সক্ষম হন। উক্ত ম্যাচে সেরা ব্যাটসম্যান হিসেবে রাকেশ মন্ডল ব্যক্তিগত ৮৪ রান এবং সেরা বোলার হিসেবে তানভীর সোহেল ৫ টি উইকেট শিকার করেন।

বিজয়ী দল, সেরা খেলোয়াড়, আম্পায়ার, স্কোরার ও কমেন্টেটরের হাতে পুরষ্কার তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের ১০ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান, পরিচ্ছন্ন তরুণ জননেতা বাবু ডালিম কুমার ঘরামী।
এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন সাংবাদিক গৌতম মন্ডল, ইউপি সদস্য কামরুজজামান, শ্যামল কুমার, সমাজসেবক সাবুত আলী, রেজাউল ইসলাম মোল্লা প্রমুখ।

স্কোরারের দায়িত্বে ছিল আল-মামুন ও কমেন্টেটরের দায়িত্বে ছিল গৌতম। সমগ্র খেলাটি পরিচালনা করেন আম্পায়ার দেবদাস বর্ম্মন ও মো. ফারুক হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষ্যে খলিষখালী আ. লীগের স্বাগত মিছিল ও প্রস্তুতি সভা

সমীর দাশ,পাটকেলঘাটা: রাত পোয়ালেই খুলনা বাসির কয়েকটি স্বপ্ন পূরাণে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী উপমহাদেশের প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা। তার আগমনকে কেন্দ্র করে সাজ সাজ রব সমগ্র বিভাগ জুড়ে, তারই অংশ হিসাবে খলিষখালী ইউনিয়ন আওয়ামীলীগ প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল করে।
১ লা মার্চ বিকাল ৫ ঘটিকায় বাংলা দেশ আওয়ামীলীগ ৯ নং খলিষখালী ইউনিয়ন শাখা খলিষখালী মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে শেখ হাসিনার খুলনায় আগমনকে স্বাগত জানাতে প্রস্তুতি সভা করে। সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি বাবু সুনিলদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পদক বাবু সমীর কুমার দাশ, সদস্য ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাফ্ফার রহমান, সহ-সভাপতি আফতাব মোড়ল, যুগ্ম- সম্পদক শরিফুল সরদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পদক নজরুল ইসলাম, ওয়ার্ড কমিটি গুলোর সভাপতি/সম্পদক দুলাল দাশ, ভৈরব চন্দ্র সরকার, মোকাম গাজী, সত্যেন্দ্র নাথ বিশ্বাস, টুটুল খাঁ, সন্তোষ চক্রবর্তী, নীলকোমল দাস, তোতা সরদার, শফিকুল মোল্ল্যা, কার্ত্তিক মণ্ডল, শফিকুল সরদার, শেখর কুণ্ড, সুলতান সরদার, ইউনিয়ন কৃষকলীগের আহব্বায়ক বিধান দাশ, যুবলীগনেতা বিপ্লব মুখার্জী (চাঁদু),সুজাত সানা, আব্দুল্লাহ আল মামুন (রনি),ফজলু সরদার, ছাত্রলীগের সভাপতি ফারদ্বীন এহসান দ্বীপ প্রমুখ। সভাশেষে স্বাগত মিছিলটি বাজার প্রদক্ষিণ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রচণ্ড শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানানোর দাবি পুতিনের, যুক্তরাষ্ট্রের বিস্ময়

নির্বাচনের আগে দেওয়া এক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অসীম ক্ষমতার ক্ষেপণাস্ত্র নির্মাণের দাবি করেছেন। তার এ ক্ষেপণাস্ত্র বানানোর দাবিতে মার্কিন কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন এ ধরনের কোনো অস্ত্র পরীক্ষার প্রমাণ তারা পাননি।

বৃহস্পতিবার পার্লামেন্টের দুই কক্ষের যৌথ অধিবেশনে বার্ষিক ‘স্টেট অব দ্য ন্যাশন’ ভাষণে পুতিন এ ক্ষেপণাস্ত্র নির্মাণের দাবি করেন। তিনি এ সময় অ্যানিমেশন ভিডিও প্রদর্শন করে দাবি করেন, রাশিয়া নতুন কয়েকটি অস্ত্র বানিয়েছে। এগুলো মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলেও দাবি তার।

পুতিন বলেন, তার দেশ একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একটি ছোট পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র, পানির নিচে চলাচলে সক্ষম পারমাণবিক ড্রোন, একটি সুপারসনিক অস্ত্র এবং লেজার অস্ত্র তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন বিশেষজ্ঞ রাশিয়ার নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির ব্যাপারে বিস্ময় ও সন্দেহ প্রকাশ করেছেন। তারা বলছেন, রাশিয়া সম্প্রতি খুব কমই ক্ষেপনাস্ত্র পরীক্ষা করেছে। এছাড়া যেগুলো পরীক্ষা করেছে তার সবই ধ্বংস হয়ে গেছে বলে প্রতীয়মান হয়েছে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স এ বিষয়ে বলেন, পুতিন বিষয়ে এতদিন ধরে যে বিষয়গুলো যুক্তরাষ্ট্র  জানত, তাই নিশ্চিত করেছেন তিনি। রাশিয়া প্রায় এক দশক ধরে স্থিতিশীলতা নষ্ট করার মতো অস্ত্র তৈরি করছে, যা পূর্ববর্তী চুক্তিবিরোধী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিগগিরই মন্ত্রীসভা থেকে পদত্যাগ করবো : এরশাদ

শিগগিরই আমি ও আমার পার্টির মন্ত্রীরা মন্ত্রীসভা থেকে পদত্যাগ করবো বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরশাদ এটিকে রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেন।

আজ শুক্রবার সকালে রংপুরে সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এরশাদ বলেন, বিএনপির সাথে জাতীয় পার্টির জোট করার কোনো সম্ভাবনা নেই। আগামী নির্বাচনে বিএনপি আসবে কিনা সে ব্যাপারে আমার যথেষ্ঠ সন্দেহ আছে। তার পরেও সরকার চেষ্টা করছে। আমরাও মনে করি তাদের নির্বাচনে অংশ গ্রহণ করা উচিত।

তিনি বলেন, খালেদা জিয়ার জামিন পাওয়া নিয়ে হৈচৈ করা হচ্ছে। আমি ৬ বছর ২ মাস কারাগারে ছিলাম। আমার বিরুদ্ধে সব মামলাই ছিলো জামিন যোগ্য। তার পরেও আমি জামিন পাইনি।

আমার প্রতি যে অবিচার করা হয়েছে তার কোনো নজির নেই।

এ সময় জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, নির্বাহী সদস্য শাফিউল ইসলাম শাফী প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest