সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় গরুর দুধে ভেজাল দেওয়ার অভিযোগে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানাআশাশুনিতে মাটির পুকুরে গলদা (চিংড়ি) পিএল উৎপাদনে অভাবনীয় সাফল্যসড়কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনেরপোতা এলাকায় মোটরযানের উপর মোবাইল কোর্টশ্যামনগর থেকে ৬ লাখ টাকা ভারতীয় ওষুধসহ এক চোরাকারবারী আটকসাতক্ষীরায় পৃথক সড়ক দূর্ঘটনায় এক কলেজ ছাত্রসহ দুই জনের মৃত্যুশ্যামনগরে ডাম্পার ট্রাকের চাপায় কলেজ ছাত্রের মৃত্যুআশাশুনিতে কমিউনিটি ক্লিনিকের জন্য কমিউনিটি সার্পোট গ্রæপ এর সাথে এক আলোচনা সভাআশাশুনিতে পুলিশী অভিযানে আট আসামী আটকআশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩ দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ উদ্বোধনআলিপুর এলাকাতে মোটরযানের উপর মোবাইল কোর্ট

সাজেক্রীস এর জরুরি সভা; নতুন সদস্য ২৬ ক্লাব, বঞ্চিত মুক্তিযুদ্ধের পক্ষেরগুলো!

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার একিমিত্র চাকমা, নির্বার্হী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা, আমিনুল ইসলাম, মোঃ আরিফ আদনান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিসুর রহমান, আশরাফুজ্জামান আশু, তৈয়ব হাসান বাবু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, আলতাফ হোসেন, কাউন্সিলর ফারহা দিবা খান সাথীসহ ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্যবৃন্দ। সংস্থাটির কার্যনির্বাহী কমিটির একাংশের অভিযোগ- তড়িঘড়ি করে ২৬টি নতুন ক্লাবকে সদস্যপদ দেয়া হয়েছে কিন্তু বঞ্চিত হয়েছে শহিদ মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রতিষ্ঠিত একাধিক ক্লাব।

এদিকে সভা শুরু হওয়ার আগেই উপস্থিতির স্বাক্ষর করানোর জন্য জেলা ক্রীড়া সংস্থার অফিস সহকারী খাতা নিয়ে প্রত্যেক সদস্যদের কাছ থেকে সহি করানোর জন্য গেলে অনেক সদস্য সহি না করলে তাদের রুমের বাইরে চলে যাওয়ার জন্য বলা হয়। এবং তাদের কোনো কথা শোনা হবে না বলেও জানিয়ে দেয়া হয়। অনেক সদস্য বিগত দিনের মিটিং এর রেজুলেশনের কপি চাইলে সেটি এড়িয়ে যান। সাংবাদিক সম্মেলন সম্পর্কে সাজেক্রীস সাধারণ সম্পাদক বলেন, কেনো সাংবাদিক সম্মেলন করা হলো? প্রতিত্তোরে এক সদস্য বলেন ক্লাব ঐক্য পরিষদের সাংবাদিক সম্মেলন। অবৈধভাবে ক্লাব অর্ন্তুভূক্তি না করেন সে জন্য এই সাংবাদিক সম্মেলন। এদিকে, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাংবাদিক সম্মেলন সম্পর্কে কথা না বাড়ানোর জন্য বলেন।

এরপর ক্লাব অর্ন্তভূক্তি করণ সম্পর্কে বলা হয়, এখানে ৬২টি ক্লাব অন্তর্ভূক্তির জমা পড়ে, কিন্তু যাচাই বাছাই কমিটি ৬২ টির মধ্যে ২৫ টি ক্লাব বাছাই করেন। কি কারণে বাকি ক্লাবগুলোর সঠিক কাগজপত্র জমা দেওয়া সত্ত্বে¡ও বাদ দেওয়া হয়েছে তার কোনো সুনির্দিষ্ট জবাব কমিটি দিতে পারেনি। এক পর্যায়ে একজন সদস্য বলেন, শেখ জামাল স্পোর্টিং ক্লাব, শেখ ফজলুল হক মনি স্পোর্টিং ক্লাব, সুলতানা কামাল স্পোর্টিং ক্লাব, সৈয়দ কামাল বখ্ত স্পোর্টিং ক্লাব, ক্যাপ্টেন শাজাহান মাস্টার স্পোটির্ং ক্লাব, শহীদ আব্দুর রাজ্জাক পার্ক স্পোর্টিং ক্লাব, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র, সকার ক্লাব, গ্লোরিয়াস ক্লাব, নিরালা ক্রিকেট ক্লাবসহ মুক্তিযুদ্ধের পক্ষের ক্লাবগুলো কে না দিয়ে অখ্যাত ক্লাবগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে। যেসকল ক্লাবকে অনুমোদন দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেক ক্লাবের ব্যাংক একাউন্ট পর্যন্তও নেই যেটি গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৭ লঙ্ঘন করে দেওয়া হয়েছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কমিটির একাংশের নেতৃবৃন্দ।

অনেক সদস্যের দাবি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির কোন ব্যক্তিকে যেন ক্লাব দেওয়া না হয় এর জন্যেও তারা জোর প্রতিবাদ জানান। অন্যদিকে জেলা ক্রীড়া সংস্থার সদস্য হওয়ার জন্য জেলার ৬২টি ক্লাব আবেদন করে। কিন্তু তাদের মধ্যে মাত্র ২৫টি ক্লাবকে সদস্য করার জন্য সুপারিশ করেছেন আহবায়ক কমিটি। অথচ উক্ত বাতিল হওয়ার ক্লাবগুলোর মধ্যে শেখ ফজলুল হক মনি, শেখ জামাল, সাবেক সাংসদ সৈয়দ কামাল বখ্ত সাকীসহ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্মরণে ক্লাব ছিলো দাবি করেন উপস্থিত কিছু সদস্য। ক্রীড়া সংস্থার বর্তমান কমিটির একাংশের নেতৃবৃন্দ মনে করেন সম্পূর্ণ অবৈধভাবে এটি করা হয়েছে। এঘটনায় উক্ত সভার রেজুলেশনে ক্রীড়া সংস্থার বর্তমান কমিটির একাংশের নেতৃবৃন্দ স্বাক্ষর করেন নি। এ নিয়ে ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন বলেন, ক্লাব অন্তর্ভূক্তি একটি চলমান প্রক্রিয়া, পর্যায়ক্রমে ক্লাবগুলো অন্তর্ভূক্তির সুযোগ আছে। এসময় জেলা প্রশাসক আরো বলেন, আহবায়ক কমিটি যাদের মনে করেছেন তাদের সদস্য করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : ফোরাম ৮৭ এর আয়োজনে এবং ওয়ারফান বিডি এর অর্থায়নে গতকাল দুপুর ১২টায় ফোরামের পলাশপোলস্থ কার্যালয়ে ৫জন এতিম দুস্থ্য অসহায় ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রতি ৬মাস অন্তর তাদেরকে ৩ হাজার করে টাকা দেওয়া হয়। ফোরাম ৮৭ এর সেক্রেটারী মোঃ শফিউল হাসান উক্ত সভায় সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোরাম ৮৭এর সাংগঠনিক সম্পাদক হাসিনা খাতুন পুতুল, প্রধান শিক্ষক পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালেকা পারভীন, কোষাধ্যক্ষ ইয়াছিন আলী, সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, সদস্য মোঃ ঈদুজ্জামান ইদ্রিসসহ ছাত্রছাত্রীবৃন্দ। এসময় বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা উক্ত টাকা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলার নবনির্মিত জেলা স্কাউটস ভবনটির ভিত্তি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল ৩টায় নতুন ভবনের ভিত্তি ঢালাইয়ের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা রোভারের কমিশনার এ এস এম আব্দুর রশীদ, সাতক্ষীরা জেলা স্কাউটসের সম্পাদক ঈদুজ্জামান ইদ্রিস, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল খালেক, খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম, জেলা রোভার সম্পাদক এস এম আসাদুজ্জামান, জেলা রোভার কোষাধ্যক্ষ মোঃ ইমদাদুল হক(প্রাক্তন অধ্যক্ষ সিটি কলেজ) , প্রাক্তন অধ্যক্ষ ইউনুস আলী,(পল্লী মঙ্গল স্কুল এ্যান্ড কলেজ) আবুল বাসার পল্টু, রাশেদুজ্জামান, কাজী আফজাল বারীসহ স্কাউসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের শ্যামনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বুধবার বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগের দায়িত্বরত ও সাতক্ষীরা জেলা হিন্দু যুবমহাজোটের সভাপতি মিহির কান্তি সরকার ও সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক দেবাশিষ কুমার সরকার স্বাক্ষরিত একপত্রে মোহন কুমার গাইন কে সভাপতি ও নরেশ মিস্ত্রীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা পৌর ৫নং ওয়ার্ড ছাত্রলীগের পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। সাথে সাথে ওয়ার্ড ছাত্রলীগের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে আল আমিনকে সভাপতি ও মোঃ উজ্জল হোসেনকে সহ-সভাপতি, নয়ন গাজী কে সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান ও লিটন সরকারকে সাংগঠনিক করে ৫নং ওয়ার্ড ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়ার হয়। ২৮ ফেব্র“য়ারি সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সভাপতি রমজান আলী রাতুল ও সাধারণ সম্পাদক আসাফুর রহমান শাওন স্বাক্ষরিত একপত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা পৌর ৩নং ওয়ার্ড ছাত্রলীগের পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। সাথে সাথে ওয়ার্ড ছাত্রলীগের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে তন্ময় কুমার মন্ডলকে সভাপতি ও মোঃ উজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩নং ওয়ার্ড ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়ার হয়। ২৮ ফেব্র“য়ারি সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সভাপতি রমজান আলী রাতুল ও সাধারণ সম্পাদক আসাফুর রহমান শাওন স্বাক্ষরিত একপত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাকিব আল হাসানকে প্রথম দুটি ম্যাচে না পাওয়ার মানসিক প্রস্তুতি ছিল দলের। তবে এখন অধিনায়ককে পুরো ত্রিদেশীয় সিরিজেই না পাওয়ার শঙ্কায় বাংলাদেশ। থাইল্যান্ডে কোনো সুখবর পাননি সাকিব। দেশে ফেরার পর এক সপ্তাহ বিসিবির চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন এই অলরাউন্ডার।

দেশের মাটিতে গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে আঙুলে চোট পান সাকিব। সেই চোট তাকে বাইরে রেখেছিল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে। সেরে না উঠলেও ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয় এই অলরাউন্ডারকে।

গত সোমবার অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে থাইল্যান্ড যান সাকিব। সেখানে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার জেনেছেন, দুই সপ্তাহ ফিজিওথেরাপি নিতে হবে তাকে।

বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক ডা.দেবাশীষ চৌধুরী জানান, বৃহস্পতিবার থাইল্যান্ডে একবার ফিজিওথেরাপি নিয়ে দেশে ফিরবেন সাকিব।

“এরপর ওকে আরও এক সপ্তাহ ফিজিওথেরাপি দেওয়া হবে। এরপর আমরা দেখব পরিস্থিতি কি। যদি অগ্রগতি হয় তাহলে এটা চলতে থাকবে, নয়তো আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে।”

চোট থেকে সেরে উঠার পর শুরু হবে সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া।

বৃহস্পতিবার রাতে দেশে ফিরবেন সাকিব। পরদিন শুরু হবে ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশের প্রস্তুতি। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, সাকিবের সঙ্গে আলোচনা করে তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা।

“ও আগে দেশে ফিরুক। ওর সঙ্গে আমরা আলোচনা করি। এরপর ওর শ্রীলঙ্কা যাওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ৪ মার্চ কলম্বো যাবে বাংলাদেশ দল। সেখানে তাদের প্রথম ম্যাচ ৮ মার্চ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : ৩মার্চ খুলনায় মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা তাঁতীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাতক্ষীরা জেলা ছাত্রলীগ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা তাতীলীগের সভাপতি মীর আজাহার আলী শাহীন। সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় তাঁতীলীগের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় তাঁতীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নেছার উদ্দিন। বিশেষ বক্তা ছিলেন, কেন্দ্রীয় তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, ঢাকা উত্তর রামপুরা থানা তাঁতীলীগের ভাইস প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম, জেলা তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন, সহ-সভাপতি এড. শাহেদুজ্জামান সাহেদ(এপিপি), সহ-সভাপতি মিলন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আজিম হোসেন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসান ইমাম। এছাড়া উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা কাজী আক্তার হোসেন,নুর ই আলম মুকুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহুরুল হক নান্টু, আওয়ামী যুব আইনজীবী পরিষদের সভাপতি এড. তামিম আহমেদ সোহাগ, সদর উপজেলা সভাপতি এনামুজ্জামান নিপ্পন, সহ-সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সানা, সহ সদর উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষের উন্নয়ন হয়। মানুষ সুখে শান্তিতে বাসবাস করতে পারে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীককে পুনরায় বিজয়ী করতে হবে। কারণ নৌকা প্রতীকের পরাজয় হলে বাংলাদেশ আবারো পিছিয়ে পড়বে। সেকারণ আবারো নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

২৮.০২.২০১৮

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest