সর্বশেষ সংবাদ-
কোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদেররাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাবতালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিতভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণসাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ইটাগাছা এলাকা পরির্দশনে সদর ইউএনওপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় শিক্ষার্থীদের জন্য ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ !জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমানের পিতার মৃত্যুখুলনার নাছিরপুর খাল উন্মুক্ত হলো: ২০ গ্রামের মানুষের উচ্ছ্বাস উল্লাস

শেখ হাসিনা-মোদির বৈঠক আজ

৫৩টি দেশের সরকার প্রধানের উপস্থিতিতে ২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠক (সিএইচওজিএম) শুরু হচ্ছে আজ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপর ৫২ জন সরকার প্রধানের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

এ অনুষ্ঠানের পর বিকেলে সেন্ট জেমস প্রাসদে কমনওয়েলথ মহাসচিব আয়োজিত অপর এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী ব্যস্ত কর্মসূচির সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হওয়ারও কথা রয়েছে আজ।

কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনের সাইড লাইনে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ব্যস্ত সময় পার করছেন।

এবারের শীর্ষ সম্মেলন (সিএইচওজিএম) নানা কারণে গুরুত্বপূর্ণ। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘একটি অভিন্ন ভবিষ্যতের দিকে।’ ওই আয়োজনে বেক্সিট পরবর্তী বৃটেনের সঙ্গে কমনওয়েলথ কান্ট্রিগুলোর সম্পর্ক নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হবে।

এর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ওয়েস্টমিনস্টারে রানী দ্বিতীয় এলিজাবেথ সম্মেলন কক্ষে কমনওয়েলথ নারী ফোরামের ‘এডুকেট টু এম্পাওয়ার: মেকিং ইকুইটেবল অ্যান্ড কোয়ালিটি প্রাইমারি এডুকেশন অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন এ রিয়েলিটি ফর গার্লস অ্যাক্রোস দ্য কমনওয়েলথ’ শীর্ষক অধিবেশনে বক্তব্য রেখেছেন।

২০ এপ্রিল প্রধানমন্ত্রী তিনটি ‘রিট্রিট সেশন’ ও শীর্ষ সম্মেলনের সমাপনী কার্যনির্বাহী অধিবেশনে অংশ নেবেন। ২১ এপ্রিল তিনি রয়েল কমনওয়েলথ সোসাইটি (আরসিএস) আয়োজিত শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী সরকার প্রধানদের সংবর্ধনা এবং রাণীর জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেবেন।

একই দিনে প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া শীর্ষ সম্মেলনে যোগদানের পাশাপাশি শেখ হাসিনা বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। আগামী ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অপহৃত ৮ জেলেসহ অস্ত্র ও গুলি উদ্ধার

আসাদুজ্জামান: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে বনদস্যুদের কবল থেকে অপহৃত আট জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় একটি দু’নলা বন্দুক ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়ার বাদুর ঝুলি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের লে. কমান্ডার আবদুল্লাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের দোবেকী ও কয়রা স্টেশনের সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আওতাধীন কলাগাছি ফরেস্ট স্টেশন সংলগ্ন বাদুর ঝুলি এলাকায় অভিযান চালায়। এ সময় বনদস্যু দাদা ভাই ও মোস্তাক বাহিনীর সদস্যরা কোস্ট গার্ডকে লক্ষ্য করে গুলি ছুড়লে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। কোস্টগার্ডের প্রতিরোধের মুখে বনদস্যুরা পালিয়ে যায়। পরে ধ্বংস করা হয় বনদস্যুদের একটি আস্তানা। এ সময় ঘটনাস্থল থেকে অপহৃত আট জেলে, চারটি নৌকা, একটি দু’নালা বন্দুক, ১৫ রাউন্ড গুলি ও ৮০ রাউন্ড গুলির খোসাসহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শ্যামনগরের বুড়িগোয়ালিনী নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক :
সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যুদের কবল থেকে অপহৃত আট জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় একটি দু’নলা বন্দুক ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭ টায় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়ার বাদুর ঝুলি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের লে. কমান্ডার আবদুল¬াহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের দোবেকী ও কয়রা স্টেশনের সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলাগাছি ফরেস্ট স্টেশন সংলগ্ন বাদুর ঝুলি এলাকায় অভিযান চালায়। এ সময় বনদস্যু দাদা ভাই ও মোস্তাক বাহিনীর সদস্যরা কোস্ট গার্ডকে লক্ষ করে গুলি ছুড়লে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। কোস্টগার্ডের প্রতিরোধের মুখে বনদস্যুরা পালিয়ে যায়। ধ্বংস করা হয় বনদস্যুদের একটি আস্তানা। ঘটনাস্থল থেকে অপহৃত আট জেলে, চারটি নৌকা, একটি দু’নলা বন্দুক, ১৫ রাউন্ড গুলি, ৮০ রাউন্ড গুলির খোসাসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শ্যামনগরের বুড়িগোয়ালিনী নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফোনে আড়ি পাতা শুরু করেছে দুদক

অনলাইন ডেস্ক: ফোনে আড়ি পেতে বেশ কয়েকজন সন্দেহভাজন ও তালিকাভুক্ত দুর্নীতিবাজের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক্ষেত্রে তাদের গতিবিধি পর্যবেক্ষণ ও কথোপকথন রেকর্ড এবং পলাতকদের অবস্থান শনাক্ত করা হচ্ছে।
ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির পর ২৭ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু করেছে দুদকের স্বতন্ত্র গোয়েন্দা ইউনিট। এ কাজে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সহায়তা নেয়া হচ্ছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
আরও জানা গেছে, দুদকের অনুসন্ধান ও তদন্ত কাজে ভয়েজ রেকর্ড, ডাটা সার্ভিস ও তথ্যপ্রযুক্তিনির্ভর তথ্য সংগ্রহ করতে সংস্থাটির সিস্টেম এনালিস্ট মো. রাজিব হাসানকে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।
সন্দেহভাজন দুর্নীতিবাজদের ফোনে আড়ি পাতার কার্যক্রম প্রসঙ্গে দুদকের একজন কর্মকর্তা মঙ্গলবার বলেন, একটি বিশেষ টিমের মাধ্যমে সন্দেহভাজন ও তালিকাভুক্ত দুর্নীতিবাজদের ওপর নজরদারি শুরু করা হয়েছে। তাদের সবকিছু (কথোপকথন, গতিবিধি, অবস্থান ইত্যাদি) ট্র্যাকিং করে সার্ভারে ধারণ করা হচ্ছে। প্রথম দফায় দুই সরকারি কর্মকর্তাসহ ৯ ব্যক্তিকে অনুসরণ করা হচ্ছে।
এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সোমবার বলেন, কারও কথা বলার স্বাধীনতা যেন খর্ব না হয়, সেটা আমি নিজে নিশ্চিত করতে চাই। তবে যাদের বিষয়ে দুর্নীতির অভিযোগ আছে, তারা এর আওতায় পড়বেন। সরকারি কর্মকর্তাদের মধ্যে যাদের দুর্নীতির বিষয়ে জনশ্র“তি আছে, যাদের দুর্নীতির বিষয়টি সবাই জানে, তাদের ব্যাপারে গোপনে আমরা তথ্য সংগ্রহ করব।
ইকবাল মাহমুদ আরও বলেন, মোবাইল ট্র্যাকিংয়ের কার্যক্রমটি পুরোপুরিভাবে শুরু করতে হলে আরেকটু সময় লাগবে। আমরা এর জন্য একটি নীতিমালাও করার চিন্তাভাবনা করছি। কেউ কমিশনের অনুমোদন ছাড়া এ কাজ করতে পারবে না।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ কয়েক মাস ধরে দুর্নীতির সঙ্গে জড়িতদের সতর্ক করে আসছেন। বিভিন্ন অনুষ্ঠানে তিনি বলেন, তালিকা করে বড় বড় দুর্নীতিবাজকে ধরা হবে। সরকারি সেক্টরের দুর্নীতিবাজদের বিশেষ নজরদারির আওতায় আনা হবে।
সর্বশেষ ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত দুদকের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের প্রায় সব অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ইকবাল মাহমুদ দুর্নীতির বিরুদ্ধে দুদকের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করে জানিয়ে দেন। এক্ষেত্রে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের সতর্ক করেছেন তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, দুদক চেয়ারম্যান তার দায়িত্ব গ্রহণের তৃতীয় বছরের শুরু থেকেই (মার্চ ২০১৮) কী করবেন, তার ধারণা আগেই জানিয়েছেন এবং সেভাবেই কমিশন তার পরিকল্পনার ছক চূড়ান্ত করেছে। যার মধ্যে মোবাইল ট্র্যাকিং কার্যক্রম অন্যতম।
দুদক চায়, সংস্থাটির কার্যক্রম যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) আদলে পরিচালনা করতে। আর সেভাবেই নিজস্ব গোয়েন্দা ইউনিটের মাধ্যমে রাঘববোয়ালদের দুর্নীতির তথ্য সংগ্রহ শুরু করা হচ্ছে।
দুদকের পঞ্চবার্ষিক কৌশলগত কর্মপরিকল্পনা (২০১৭-২০২১) বাস্তবায়নের অগ্রাধিকার তালিকায়ও আছে গোয়েন্দা ইউনিটের কার্যক্রম। তথ্য-উপাত্ত সংগ্রহ, যাচাই-বাছাই, অভিযোগের অনুসন্ধান ও মামলা তদন্ত করতে অধিকাংশ ক্ষেত্রেই সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করতে হয় দুদককে।
দুদক এখন চাচ্ছে নির্ভুল অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে নিজস্ব গোয়েন্দা ইউনিটের মাধ্যমে তথ্য সংগ্রহ করে রাখতে। এরই অংশ হিসেবে আড়ি পাতার কাজ শুরু হয়েছে।
দুদকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, মোবাইল ট্র্যাকিংয়ের কার্যক্রম চালু হওয়ায় দুদকের তালিকাভুক্ত কোনো সন্দেহভাজন দুর্নীতিবাজ বা কোনো আসামি দেশ ত্যাগের পরিকল্পনা করছে কি না, সেটি আগেভাগে জানা যাবে। এরই মধ্যে সংশ্লিষ্টদের বিষয়ে কিছু আগাম তথ্য পাওয়াও গেছে।
আর এ কারণেই একাধিক দুর্নীতির ঘটনায় অনুসন্ধান পর্যায়ে সন্দেহভাজনদের বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা আরোপের কাজটি করতে পেরেছে দুদক। সর্বশেষ ফারমার্স ব্যাংক কেলেঙ্কারিতে জড়িত ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বাবুল চিশতীসহ ১৭ জনের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা চায় সংস্থাটি।
আর এ পর্যায়ে ১৬০ কোটি টাকা আÍসাৎ ও মানি লন্ডারিংয়ের অপরাধে বাবুল চিশতীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার পর চারজনকে গ্রেফতারও করা হয়। আগাম তথ্যের ভিত্তিতে এ কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে বলে দাবি করেন ওই কর্মকর্তা।
এদিকে সম্প্রতি সরকারদলীয় চার সংসদ সদস্য ও বিএনপির শীর্ষ ৮ নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক জানান দিয়েছে, সংস্থাটি দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে। নানা আলোচনা-সমালোচনার পর ধীরে ধীরে প্রভাবশালীদের দিকে নজর দেয়া শুরু করেছে দুদক।
গোপনে অনুসন্ধান চলছে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে। এর মধ্যে আছেন সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, ট্রেড ইউনিয়নের নেতা, চোরাচালানি, মাদক ব্যবসায়ী, কোচিং সেন্টারের মালিক, সরকারি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা। এর মধ্যে বিএনপির ৮ শীর্ষ নেতাসহ ১০ ব্যক্তি রয়েছেন।
১২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ২ এপ্রিল তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। ২২ এপ্রিলের মধ্যে তাদের ব্যাংক হিসাব চেয়ে সংশ্লিষ্ট ৮টি ব্যাংকে চিঠি পাঠান অনুসন্ধানকারী কর্মকর্তা। অন্যদিকে বিএনপির এই ৮ নেতার অনুসন্ধান শুরুর পরপরই সরকারদলীয় একাধিক এমপির বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধানের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দুদকের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বিএনপি নেতা ও সরকারদলীয় এমপিদের বাইরেও বেশকিছু অনুসন্ধান ও তদন্ত চলছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ তালিকায় আওয়ামী লীগের একাধিক নেতার নামও আছে। এছাড়া দুই সচিব আছেন এ তালিকায়। আছেন একজন কাস্টম কর্মকর্তা, পুলিশের ডিআইজি মিজানুর রহমানসহ তিন পদস্থ পুলিশ অফিসার।
এছাড়া মাদক ব্যবসায় জড়িত ও গডফাদার হিসিবে চিহ্নিত অন্তত দুই ডজন ব্যক্তিকে ‘তারকা চিহ্নিত’ করে অনুসন্ধান চালাচ্ছে দুদক। অচিরেই তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ করা হবে।
চলমান অনুসন্ধানের বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, আমরা কারও মুখ দেখে অনুসন্ধান তদন্ত করি না। দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে আছে, সেই অভিযোগ আমরা যে মাধ্যম থেকেই পাই না কেন, তা অনুসন্ধান করব। অনুসন্ধান ও তদন্তে দুদক স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এসএসসি ও সমমান পরীক্ষার ফল ৬ মে

ওই দিন এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দীন খান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

রেওয়াজ অনুযায়ী, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে ৬ মে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা ফল জানাতে পারবেন।

গত ১ থেকে ২৫ ফেব্রুয়ারি এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার তত্ত্বীয় এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ব্যবহারিক পরীক্ষা হয়।

দেশের তিন হাজার ৪১২টি কেন্দ্রে এবার ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

গত কয়েক বছর ধরে এসএসসি ও এইচএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদোর গোলে হার এড়াল রিয়াল
আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে প্রথমার্ধে এগিয়ে যায় আথলেতিক। দ্বিতীয়ার্ধে রোনালদোর গোলে ম্যাচ শেষ হয় ১-১ সমতায়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তান ছেড়েছেন নওয়াজ শরীফ

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশ ছেড়েছেন। বুধবার অসুস্থ স্ত্রীকে দেখার জন্য লন্ডন যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। মেয়ে মরিয়ম নওয়াজ তাঁর সঙ্গে ছিলেন বলে জানা গেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তান ছেড়ে যাবার আগে তিনি আবার দেশে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন। ক্যানসারে আক্রান্ত নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজের লন্ডনে চিকিৎসা চলছে।

এদিকে, মরিয়ম নওয়াজ এক টুইট বার্তায় জানিয়েছেন, তাঁর মাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ জন্যই লন্ডন যাচ্ছেন তাঁরা। স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় কাতার এয়ারলাইনসের ফ্লাইটে ওঠেন তাঁরা।

প্রসঙ্গত, গত শুক্রবার সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে যেকোনো রাষ্ট্রীয় পদে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করে। পাঁচ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দেন।

আদালত রায়ে জানায়, নওয়াজ শরিফ নির্বাচনে অংশগ্রহণ বা পার্লামেন্টের সদস্য হতে পারবেন না।

সূত্র: দ্য ডন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একজনের মুখ কেটে বসানো হলো অন্যের মুখে

পৃথিবীতে প্রথমবারের মতো এক ব্যক্তির দু’বার মুখমন্ডল প্রতিস্থাপনের অপারেশন করা হয়েছে। অপারেশনের তিন মাসের মাথায় জেরোম হ্যামন নামের ওই ব্যক্তি বলছেন, তিনি এখন ভালো অনুভব করছেন।

তেতাল্লিশ বছর বয়স্ক হ্যামনের মুখমন্ডল প্রথমবার প্রতিস্থাপন করা হয় ২০১০ সালে। দ্বিতীয়টি করা হয় গত বছর।

প্রথম অপারেশন সফল হয়েছিল। কিন্তু ২০১৫ সালে ঠান্ডা লেগে তার সংক্রমণ হবার পর তাকে এন্টিবায়োটিক দেওয়া হয়। তার প্রতিস্থাপিত মুখমন্ডল সেই এন্টিবায়োটিককে গ্রহণ করছিল না, এর ফলে দেখা দেয় জটিলতা।

প্রথম লক্ষণ দেখা দেয় ২০১৬ সালে, আর গত বছর নভেম্বরে তার প্রতিস্থাপিত মুখে নেক্রোসিস দেখা দেয়। অর্থাৎ সেই মুখের টিস্যুগুলো মরে যেতে থাকে। ফলে তার সেই বসিয়ে দেওয়া মুখটিকে কেটে বাদ দিতে হয়।

এর পর শুরু হয় তার মুখে নতুন করে বসানোর জন্য নতুন আরেকটি মুখের সন্ধান। কিন্তু এমন দাতা পাওয়া যাচ্ছিল না যার মুখমন্ডলকে জেরোমের শরীর `মেনে নেবে`। এই দু`মাস সময় জেরোমকে `মুখমন্ডল-বিহীন অবস্থায়` জর্জ পম্পিডু হাসপাতালে একটি কক্ষে থাকতে হয়।

এ সময়টা তার কোন মুখ ছিল না। তিনি কিছু দেখতে পেতেন না, শুনতে পেতেন না বা কোন কথাও বলতে পারতেন না। এ অবস্থা চলেছে জানুয়ারি মাস পর্যন্ত। সেই মাসেই একজন দাতা পাওয়া যায়, এবং দ্বিতীয় বারের মতো তার মুখমন্ডল প্রতিস্থাপন করা হয়।

পর পর দু`বার মুখমন্ডল প্রতিস্থাপনের অপারেশন হয়েছে। পৃথিবীতে এমন একমাত্র ব্যক্তি হচ্ছেন এই জেরোম হ্যামন। এ অপারেশনের আগে বিশেষ চিকিৎসার মাধ্যমে তার রক্ত শোধন করা হয়।

ফরাসী সংবাদ মাধ্যম তার নাম দিয়েছে `তিন মুখ বিশিষ্ট ব্যক্তি। এখন জেরোম হ্যামনের নতুন মুখটি মসৃণ কিন্তু নড়াচড়া করে না। তার মাথার খুলি, চামড়া, এবং চোখমুখ এখনো পুরোপুরি যথাযথ অবস্থানে আসে নি।

তিনি এখনো হাসপাতালে। সেখান থেকেই এক সাক্ষাতকারে তিনি ফরাসী টিভিকে বলেন, তিনি আশাবাদী যে তিনি ভালোভাবেই সেরে উঠবেন। আমি আমার নতুন মুখকে মেনে না নিলে তা একটা ভয়াবহ ব্যাপার হতো। এটা আমার পরিচয়ের প্রশ্ন ।তবে যাই বলুন, আমার ভালো লাগছে, এটাই আমি। আমার বয়েস ৪৩। আমার মুখ দাতার বয়েস ছিলো ২২, তাই আমার বয়েসও এখন ২২।

অপারেশনটি করেছেন যে ডাক্তার সেই অধ্যাপক লরাঁ লাঁতিয়েরি বলেন, এখন আমরা জানি যে দু দুবার মুখ প্রতিস্থাপন সম্ভব। এটা এখন আর কোন গবেষণার ব্যাপার নয়।

তবে যার মুখে এই অপারেশন হয়েছে তার এই পুরো ব্যাপারটা সহ্য করার যে সাহস, তা সত্যি অসাধারণ, বলেন তিনি।

উত্তর ফ্রান্সেই প্রথম মুখমন্ডল প্রতিস্থাপন অপারেশন হয়েছিল ২০০৫ সালে। এর পর বিশ্বের নানা দেশে প্রায় ৪০টি এমন অপারেশন হয়েছে। সূত্র: বিবিসি বাংলা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest