সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

ডিবি হাইস্কুলের সভাপতির পদ ছাড়লেন বিএনপি নেতা শহিদুল

নিজস্ব প্রতিবেদক: অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এস, এম শহিদুল ইসলাম পদত্যাগ করেছে। বৃহস্পতিবার (৩ মে) ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুলের কাছে এই পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে শুক্রবার (৪ মে) সকালে তিনি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
জানা যায়, ডিবি ইউনাইটেড হাইস্কুলে সম্প্রতি একটি ম্যানেজিং কমিটি গঠন হয়। এই কমিটি নিয়ে এলাকার মানুষ ব্যাপক ক্ষোভ প্রকাশ শুরু করে। এমনকি কমিটি বাতিলের দাবী জানিয়ে বৃহস্পতিবার (৩ মে) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এলাকার মানুষ মানব বন্ধন করে। এতে করে দারুন জটিলতা ও টানা-পোড়েনের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ্যাডভোকেট ফরিদা আক্তার বানু এই বিষয়টি শান্তিপূর্নভাবে নিষ্পত্তি করতে উদ্যোগ নেয়। এলাকার একাধিক মহল ঐক্যমতের ভিত্তিতে সকল শ্রেণী পেশার মানুষের মতামতে ডিবি ইউনাইটেড হাইস্কুলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তার কাছে কমিটি গঠনের প্রস্তাব দিলে উভয়পক্ষ সেই প্রস্তাব মেনে নিতে রাজী হয়।
এ ব্যাপারে ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুছ ছালাম জানান, উভয়পক্ষ একমত হওয়ায় বিষয়টি শান্তিপূর্ন সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে।
জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ্যাডভোকেট ফরিদা আক্তার বানু জানান, এটা নিছক ভুল বোঝাবুঝি ছিল। আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হতে যাচ্ছে। আমি উভয়পক্ষের সাথে কথা বলে বিষয়টি সুরাহা করতে পেরেছি। এডহক কমিটি গঠনের পর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবুসহ বিভিন্ন নেতৃবৃন্দকে সাথে নিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে একটি ম্যানেজিং কমিটি গঠন হবে বলেও তিনি জানান।
ডিবি ইউনাইটেড হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস,এম শহিদুল ইসলাম জানান, এলাকায় শান্তি স্থাপনের স্বার্থেই পদত্যাগ করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা, ত্যাগেই শান্তি আসে, ভোগে নয়। এলাকার সকলে মিলে-মিশে বিদ্যালয়টি পরিচালিত হোক এই প্রত্যাশা করি।
ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল সভাপতির পদত্যাগ পত্র হাতে পাওয়ার কথা স্বীকার করে জানান, কেউ ভুলের উর্দ্ধে নয়। ছোট একটি ভুলের কারনেই ম্যানেজিং কমিটি নিয়ে জটিলতা সৃষ্টি হয়। যাই হোক এটা শান্তিপূর্ন সমাধান হয়েছে এটা মনের কাছে ভালো লাগছে। ভবিষ্যতে এমনটি হবে না বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও জানান, বর্তমান কমিটি থেকে ইতিমধ্যে আরো কয়েকজন পদত্যাগ করেছে। যার ফলে কোরাম সংকটের কারনে ২/১ দিনের মধ্যে এই কমিটি বিলুপ্ত ঘোষনা করে এডহক কমিটি অনুমোদনের জন্য যশোর বোর্ডে পাঠানো হবে। পরবর্তীতে একটি সুন্দর ও সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন হবে।
ব্রহ্মরাজপুর ইউপি মেম্বার রেজাউল করিম মিঠু জানান, ডিবি হাইস্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে চলমান জটিলতা সুষ্ঠুভাবে সমাধানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সবখানে শান্তির সু-বাতাস বইছে। এটি নিয়ে অনেকেই আনন্দ প্রকাশ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জয়ের ‘সেন্স অব হিউমার’-এ ঋতুপর্ণা-শুভ

নাজিম শাহরিয়ার জয়ের আলোচিত অনুষ্ঠান ‘সেন্স অব হিউমার’-এ অতিথি হিসেবে হাজির হয়েছেন ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের জুটি ঋতুপর্ণা সেনগুপ্ত ও আরিফিন শুভ।

অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে শনিবার রাত ১১টায়। জয়ের পরিকল্পনা, উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আবদুস সাত্তার।

জয় বলেন, “প্রতি পর্বেই আমরা অনুষ্ঠানে বৈচিত্র আনার চেষ্টা করি। এই পর্বেও প্রাণ খুলে আড্ডা দিয়েছি অতিথিদের সঙ্গে। দর্শকরা অনেক তথ্যই জানতে পারবেন আশা করি।”

অনুষ্ঠানের পরিচালক জানান, ব্যক্তিগত জীবনের নানা ঘটনার পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্ত ও আরেফিন শুভ তাদের ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা নিয়েও আলোচনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনার স্বপ্ন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেয়া -ডা. রুহুল হক এমপি

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: আশাশুনিতে সি এইচ সি পি ও গ্রাম ডাক্তাদের সাথে ফিস্টুলা উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে শুক্রবার সকালে আশাশুনি হাসপাতাল হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আদ-দ্বীন ওয়েলফেয়ার ইউনিভার্সিটি ফিস্টুলা সেল্টার ও বঙ্গবন্ধু মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় ফিস্টুলা কেয়ার প্লাস প্রকল্পের সহযোগিতায় সিভিল সার্জন ডা: তাওহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সাংসদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রালয়ের সভাপতি, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক এমপি। এসময় প্রধান অতিথি বলেন, জন নেত্রী শেখ হাসিনার স্বপ্ন ছিল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেয়া। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আজ আমরা সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে সক্ষম হয়েছি। কমিউনিটি ক্লিনিক গুলোকে কাজে লাগাতে হবে তাহলে আমরা প্রয়োজনিয়তার উপর নির্ভর করে এগুলোকে আরও মান সম্মত করার চেষ্টা করব। প্রসবজনিত ফিস্টুলা কোন অভিশাপ নয়, এটি প্রসবকালীন জটিলতাজনিত একটি রোগ। সফল অপারেশন প্রসবজনিত ফিস্টুলা সারিয়ে তুলে মায়েদের নতুন জীবন দান করতে পারে। চিকিৎসার পর তাকে পুনর্বাসিত করা সামাজিক দায়িত্ব। কর্মশালার শুরুতে ফিস্টুলা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ফিস্টুলা কেয়ার প্রজেক্ট ইন জেন্ডার বাংলাদেশের ডা: ইশরাত জাহান। ডা: ছাইফুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডা: নাজমূল হুদা, ডা অরুণ কুমার ব্যানার্জী, ডা: আশিকুর রহমান, ডা: আব্দুস রশিদ, এমপি প্রতিনিধি শম্ভুজিত মন্ডল প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় নারী উন্নয়ন উদ্যোক্তাদের প্রশিক্ষণের উদ্বোধন

দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে নারী উন্নয়ন উদ্যোক্তা কর্মসূচীর আওতায় নারী উদ্যোক্তাদের প্রশিক্ষনের উদ্বোধন শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার। এসময় অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র ট্রেইনার মিলন কৃঞ্চ মূখার্জি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক কে.এম রেজাউল করিম, ডলি সুলতানা সহ প্রমুখ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত ৩০ জন নারীকে বিভিন্ন বিষয়ে আগামী ৩ দিন প্রশিক্ষন প্রদান করা হবে। আগামী রবিবার এই প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হবে। আগামীতে কয়েকদিনের মধ্যে আরো ৩০ জন নারীকে প্রশিক্ষন প্রদান করা হবে বলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা লক্ষিদাঁড়ী সীমান্তে ১০ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী মিজান আটক

আসাদুজ্জামান: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাঁড়ী সীমান্ত পথে ভারত থেকে অধৈপথে হুন্ডির টাকা আনার সময় ১০ লাখ টাকাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সীমান্তের লক্ষ্মীদাঁড়ি জিরোপয়েন্ট থেকে তাকে আটক করা হয়।
আটক হুন্ডি ব্যবসায়ীর নাম মিজানুর রহমান (৩০)। তিনি ভোমরা ইউনিয়নের লক্ষিদাঁড়ী গ্রামের ইব্রাহিম গাজির ছেলে।
বিজিবির ভোমরা বিওপি কমান্ডার সুবেদার হাবিবুর রহমান জানান, ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে বিপুল পরিমান হুন্ডির টাকা আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবির একটি টহল দল ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাঁড়ী সীমান্তে অভিযান চালায়। এ সময় সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১০ লাখ হুন্ডির টাকাসহ উক্ত চোরাকারবারীকে আটক করা হয়। তিনি আরো জানান, তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুত চলছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ইছামতির বেড়িবাঁধে ভাঙন, আতংকে এলাকাবাসী

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলার গা ঘেষে বয়ে যাওয়া ভারত-বাংলাদেশের সীমান্ত নদী ইছামতির কয়েকটি স্থানে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। চলতি বর্ষা মৌসুমে ভেড়ীবাধে ভাঙন দেখা দেয়ায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসী। সহায় সম্পদ রক্ষার জন্য তাদের খাওয়া ঘুম প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় গ্রামবাসীর আতংক আরও বেড়ে চলেছে। অপরিকল্পিতভাবে চিংড়ি চাষ এবং গুটিকয়েক মানুষের ঠেলা জাল নদীতে ফেলার কারণে দেবহাটা উপজেলার চরকোমরপুর, ভাতশালা, টাউনশ্রীপুর, সুশীলগাতী ও নাংলা সহ কয়েকটি স্থানের ভেড়ীবাধে ভাঙ্গন দেখা দিয়েছে। গত বছরে যে সামান্য পরিমানের কাজ করা হয়েছিল সেসব স্থানে ছাড়াও নতুন নতুন স্থানে আবারো ভাঙ্গন দেখা দিয়েছে। গ্রামবাসীরা জানান, স্থানীয় কিছু প্রভাবশালী মহল ড্রেজার মেশিন দিয়ে নদীপাড় থেকে বালু তোলার কারনে নদীর বাধ নষ্ট হয়ে যাচ্ছে। বড় কোন জোয়ার বা বৃষ্টি হলেই ভেড়ীবাধগুলো যেকোন সময় ভেঙ্গে যেতে পারে। সরেজমিনে দেখা গেছে, ঝুকিপূর্ন ভেড়ীবাধগুলোর মধ্যে রয়েছে নাংলা ছুটিপুর, সুশীলগাতী এলাকার বিজিবি পোষ্টের সামনে, টাউনশ্রীপুর ও ভাতশালা। বাধ ভেঙ্গে গেলে দেশের কোটি টাকার সম্পদ যেমন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তেমনি অসংখ্যা প্রানহানী ঘটারও সম্ভাবনা আছে। তাছাড়া ভাতশালা থেকে খানজিয়া পর্যন্ত বালু ব্যবসায়ীরা ড্রেজার মেশিন লাগিয়ে বালু উত্তোলন করছে। কিন্তু বালু ব্যবসায়ীদের এই কাজ বন্ধ করার মতো কেউ আছে বলে মনে করেননা এলাকাবাসী। তাদের বক্তব্য, প্রতিবছর বর্ষা মৌসুমে ভেড়ীবাধগুলো ঝুকির মধ্যে থাকে। পাউবো মাঝে মাঝে সংষ্কার কাজ করেন। কিন্তু সেটাও নামমাত্র। তার মধ্যে এভাবে প্রকাশ্যে ড্রেজার মেশিন দিয়ে বালু ও নদীর মাটি কেটে নিয়ে যাচ্ছে অথচ প্রশাসন নীরব। গ্রামবাসী আরও জানান, চিংড়ি চাষীরা খেয়াল খুশী মতো মূল বাধের গা ঘেষে ছোট বাঁধ দিয়ে মুল বাঁধের সর্বনাশ ডেকে এনেছে। বেড়ি বাঁধের গা ঘেঁষে পোনা ধরা এবং বালু তোলার কারনে বাঁধগুলো ক্রমেই ঝুঁকিপূর্ন হয়ে ওঠে। কয়েক বছর আগে বাংলাদেশের শীবনগরের পাশে রাজনগর মৌজা ইছামতির নদী গর্ভে বিলীন হয়ে যায়। নওয়াপাড়া ইউনিয়ন আঃলীগের সভাপতি লাভলু বিশ^াস জানান, নাংলা এলাকার ভেড়ীবাধটি অত্যন্ত ঝুকিপূর্ন হওয়ায় তারা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড- ১ এর নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু অনেক দিন পার হলেও এখনো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। দেবহাটা উপজেলা আঃলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান জানান, নাংলা এলাকার ভেড়ীবাধ সংষ্কারের বিষয়ে তিনি সাবেক স্বাস্থ্য মন্ত্রী সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রুহুল হক কে নিয়ে সরেজমিনে দেখিয়েছেন এবং সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছেন। কিন্তু তারা এখনো কোন ব্যবস্থা গ্রহন করেনি। পানি উন্য়ন বোর্ড সূত্র জানিয়েছে, বাঁধগুলো সংস্কারে তারা দ্রুত কাজ শুরু করবেন। তবে ভাঙ্গন কবলিত স্থানগুলো দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ পরিদর্শন করেছেন। ইউএনও জানান, তিনি ইতিমধ্যে ভেড়ীবাধ সংষ্কারের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। এ পরিস্থিতিতে অসহায় ও আতঙ্কিত গ্রামবাসী নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহন করে দেশের ভূখন্ড রক্ষা সহ তাদের বেচে থাকার নিশ্চয়তা প্রদানে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কানাডায় শুভ ও তানহার ‘ভালো থেকো’

চলতি বছর ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিলো নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত আরিফিন শুভ ও তানহা অভিনীত ‘ভালো থেকো’ চলচ্চিত্রটি। সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে কানাডায়।

আন্তর্জাতিক ফিল্ম প্রোডাকশন এবং পরিবেশনা প্রতিষ্ঠান আরএস মিডকম প্রডাকশনের এর ব্যানারে মুক্তি পাচ্ছে সিনেমাটি। শুক্রবার থেকে কানাডার সিনেপেলক্স এন্টারটেইনমেন্ট এর টরন্টোর এগ্লিন্টন টাউন সেন্টার সিনেপ্লক্সে চলবে। ১২ মে থেকে ক্যালগারি, ভ্যাস্কুভার সহ পর্যায়ক্রমে ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ভালো থেকো’ সিনেমাটি।

সিনেমাটির প্রযোজক জাহিদ হাসান অভি জানান, কানাডার দর্শকরা ‘ভালো থেকো’ দেখতে টিকেট কিনতে পারবেন অনলাইন ও সিনেমা হলের কাউন্টার থেকে। তিনি সিনেমাটি আরো ১১টি দেশে মুক্তির প্রস্তুতি চলছে।

‘ভালো থেকো’য় আরিফিন শুভ ও তানহা তাসনিয়া ছাড়া আরোও অভিনয় করছেন আসিফ ইমরোজ, কাজী হায়াৎ, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি’

রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দান ও বাংলাদেশের ভূমিকার প্রশংসার পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থেকে কাজ করার আশ্বাস দিয়েছেন ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল।

আজ শুক্রবার দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এ কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের সফরের পরপরই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেলেন ওআইসির প্রতিনিধিরা।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা বলেন, ওআইসির পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি উত্থাপন করা হবে।

এর আগে আজ বেলা সাড়ে ১১টায় প্রতিনিধি দলটি প্রথমে তাজমিয়ার খোলায় যায়। এরপর সেখান থেকে কুতুপালং ডি ব্লক পরিদর্শন করে। সেখানে তারা নিপীড়িত, নির্যাতিত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের সঙ্গে কথা বলেন। সে সময় রোহিঙ্গাদের দুঃসহ বেদনার কথা শুনে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

আগামীকাল শনিবার ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উল্লেখ্য, ওআইসি বার বার মিয়ানমার সরকারকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ এবং সসম্মানে প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়ার কথা বলে আসছে। রোহিঙ্গাদের নিজেদের পুরনো বসতবাড়িতে ফিরিয়ে নিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবার আহ্বানও জানানো হয়েছে অনেকবার। মিয়ানমার সরকারের প্রতি রাখাইনের উত্তেজনার মূল কারণ খুঁজে বের করে তা নির্মূলের আহ্বান জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest