সর্বশেষ সংবাদ-
চতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভা

কলারোয়ায় বোরো ধানের বাম্পার ফলন, লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় গত কয়েক বছরের তুলনায় এবার রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। চাষের অনুকূল আবহাওয়ায় বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছেড়ে গেছে। মাঠের পর মাঠ জুড়ে এখন বোরো ধানের হিল্লোল। আগাম জাতের ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পুরোদমে ধান কাটা সম্পন্ন হবে। এখন একমাত্র ভয় প্রাকৃতিক দুর্যোগ। এ থেকে রক্ষা পাওয়া গেলে কৃষকের কষ্টের ফসল কৃষক ঘরে তুলতে পারবে ।
উপজেলা কৃষি অফিসার মহাসীন আলী জানান- ‘১টি পৌরসভা ও উপজেলার ১২টি ইউনিয়নে ১৩হাজার ২০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। যদিও লক্ষ্যমাত্রা ছিলো ১২হাজার হেক্টর। সেই হিসেবে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে।’
গত মৌসুমে বোরো ও আউস ধানের ফলন বিপর্যয়ে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে এবারে এলাকায় অনেক বেশি জমিতে বোরো আবাদ করা হয়েছে। আর ফলন দেখেও মনে হচ্ছে বাম্পার ফলন হবে। তবে এখন কৃষকের একমাত্র আশঙ্কা প্রাকৃতিক বিপর্যয়। তা থেকে রক্ষা পেলে তারা সোনালী ধান ঘরে তুলতে পারবে।
উপজেলার লাঙ্গলঝাড়া, সোনাবাড়িয়া, কেড়াগাছী সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, গত বছর বীজ সংকট ও প্রাকৃতিক দুর্যোগে ধানের চাষ এবারের চেয়ে প্রায় অর্ধেক উৎপাদন হয়েছিল। এবারে কৃষকরা পুষিয়ে নিতে গত বছরের থেকে প্রায় দ্বিগুণ ধান চাষ ও উৎপাদন তারা ঝুঁকেছেন।
বাকসা গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান- ৩ বিঘা জমিতে এবারে বোরো ধান চাষ করা হয়েছে। ইতিমধ্যে ১০ কাঠা জমির আগাম স্থানীয় বি-২৮ জাতের ধান কাটা হয়েছে। ধানের ফলন অত্যন্ত ভালো।
একই ভাবে বাগাডাংগা গ্রামের মাস্টার শাহিনুর রহমান জানান- জমির ধান বেশী ভাগ পেকে গেছে, ধানের ফলন গত কয়েক বছর থেকে ভালো। তবে সব জিনিসের দাম বেশী হবার কারণে শ্রমিকের দামও বেড়ে গেছে। ফলে ধানের ন্যায্য মূল্য না পেলে পুষাবে না।
বর্তমানে এলাকায় ধানের মূল্য ১২০০/- টাকা। এক বিঘা জমিতে বোরো ধান চাষ করতে ১৮-২০ হাজার টাকা খরচ হয়। এদিকে কৃষির উপকরণসহ সকল দ্রব্য মূল্যে ঊর্ধ্বগতির পাশাপাশি কৃষকরা চাচ্ছেন উৎপাদিত ধানের ন্যায্যমূল্য। ধানের উপযুক্ত মূল্য না হলে আগামীতে ধান চাষ ব্যাহত হবে এমনটি আশঙ্কা সুধীমহলের। সরকার নিধারিত বিক্রয় মূল্য বেধে দিলেও এ ধান প্রকৃত কৃষকরা গোডাউনে ন্যায্য মূল্য পাবে কি না এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এজন্য সরকারের বাস্তবমুখী পদক্ষেপের প্রয়োজন বলে মন্তব্য করেন অভিজ্ঞমহল।
বোরো ধানের বাম্পার ফলন প্রসঙ্গে কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা বলেন- ‘গত কয়েক বছরের তুলনায় এবারে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশী পরিমাণ জমিতে বোরো আবাদ হয়েছে।’
বর্তমানে শতকরা ৫ ভাগ জমির ধান কাটা পড়েছে। কিছু ধান কাঁচাসহ শ্রমিক সংকট রয়েছে। প্রাকৃতিক বিপর্যয় না হলে চলতি বছর বোরোর রেকর্ড পরিমাণ উৎপাদন হবে। দুর্যোগ এড়াতে তিনি ধানের ৯০ ভাগ পেকে গেলেই অতিসত্বর কেটে নেয়ার পরার্মশ দিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। ধান ক্রয় ব্যাপারে তাঁর তেমন হাত নেই। তবে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার পদক্ষে করবেন বলে তিনি মন্তব্য করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দের সাথে দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা দেবহাটা উপজেলা শাখার আহবায়ক ও দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহাবুবুল আলম খোকন সম্প্রতি দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় গত কাল শনিবার সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবকলীগের অফিসে জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এসময় দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংগঠনের কাছে আমি অনেক ঋণি। আপনারা যে ভাবে সবসময় আমাকে সহযোগীতা করেছেন তা কখনোই ভূলতে পারবোনা। মতবিনিময় শেষে জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা মীর মোস্তাক আলী, এ্যাড.শেখ শফিক মাহমুদ পুষ্প, সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক সাংবাদিক স.ম তাজমিনুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি গোলাম মোস্তফা, এড.সাইদুজ্জামান জিকো, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খোকন, ওয়াহিদুজ্জামান টিটু, ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক রিয়াদ মাহমুদ রানা, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান তাজু, পৌর সাধারণ সম্পাদক আশরাফ খান শফি, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম উজ্জল, ৩নং ওয়ার্ডের সভাপতি মাজহারুল ইসলাম জীবন, মোঃ কুতুব উদ্দিন, আলাউল রহমান, সাইফুল, তুহিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে সড়ক দূর্ঘটনায় আহত-১

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে কোলা-ঘোলা সড়কে মটরসাইকেল-ইঞ্জিনভ্যান মুখোমুখি সংঘর্ষে এক মটরসাইকেল যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০টার দিকে আশাশুনির কোলা-ঘোলা সড়কের শ্রীউলায়। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা গ্রামের মৃত ওয়াজেদ আলী মোড়লের পুত্র শফিকুল ইসলাম(৪৩) একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে মাড়িয়ালা থেকে আশাশুনি আসছিলেন। পথিমধ্যে শ্রীউলা গ্রামের কাছে পৌছুঁলে সামনের দিক থেকে আসতে থাকা একটি ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে আরোহী শফিকুল গুরুতর আহত হয়। মটরসাইকেল ও ইঞ্জিনভ্যান চালক সামান্য আহত হয়েছেন বলে জানাগেছে। তাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তার অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদরে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির শ্রীউলায় খাস জমির দখল নিয়ে সংঘর্ষে দুই পক্ষের আহত-৭

আশাশুনি ব্যুরো: আশাশুনির শ্রীউলায় খাস জমির দখল নিয়ে সংঘর্ষে দুই পক্ষের মোট ৭ জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে, কলিমাখালী গ্রামে মৃত ছবেদ আলী সরদারের পুত্র শওকত সরদার ও পরিবারের লোকজন তার বাড়ী সংলগ্ন ৮ কাঠা চরভরাটি খাস জমি দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছেন। তার প্রতিপক্ষ একই গ্রামের ফজলে গাজীর পুত্র ওসমান গনি তার লোকজন প্রায় ৩ মাস আগে থেকে ঐ জমি জবর দখলের পায়তারা করে আসছিল। প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, শনিবার দুপুরে ওসমান গনি তার পুত্র হযরত আলী, কামাল গাজীর পুত্র তাসকিন ও জিয়াউর, এবং আজিজ সরদারের পুত্র মুজাহেদুল লোকজন নিয়ে উক্ত জমি জবর দখল করতে যায়। তারা ঘরবাড়ি ভাংচুর করতে থাকলে শওকতের লোকজন বাঁধা দিলে হামলাকারিরা তাদের বেধড়ক মারপিট শুরু করে। এতে গুরুতর আহত হয় শওকত (৬৫) নিজে, তার পুত্র আবুল কালাম (৩২), স্ত্রী রুপিয়া খাতুন (৬০), পুত্রবধু লাকিয়া (৩০) ও আব্দুস সালামের স্ত্রী তাজবিলিন (২৫)। তাদেরকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রুপিয়ার অবস্থা আশংকাজনক। এ ঘটনায় ফজলে গাজী গংদের দুই জন মারাত্বক যখম হয়েছে তাদেরকে সাতক্ষীরা সদরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানাগেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির উপর মাঠ দিবস

মোস্তাফিজুর রহমান : আশাশুনিতে রবি-১৮ মৌসুমে খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বোরো ফসলে এ.ডাবলু.ডি প্রদর্শীনির উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বুধহাটা ইউনিয়নের চিলেডাংগা হাফিজিয়া মাদ্রাসায় এ মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশাশুনি কৃষি সম্প্রসারন কর্মকর্তা রাজিবুল হাসানের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ প্রকল্প ব্যবস্থাপক কৃষি প্রকৌশুলী আলতাফুন্নাহার। উপ সহকারি কৃষি কর্মকর্তা জাহিদ হাসানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কৃষি প্রকৌশুলী হারুনুর রশীদ, বিনেরপুতা ধান গবেষনা ইনেস্টিটিউটের উর্দ্ধতন কর্মকর্তা মামুনুর রশীদ, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান। এসময় স্থানীয় কৃষক মাঠ স্কুলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগর দক্ষিন হাজীপুর সার্বজনীন রাধা কৃষ্ণ মন্দিরে ১৬ প্রহর মহানাম সংকীর্ত্তণ

পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরে দক্ষিন হাজীপুর রাধা কৃষ্ণ মন্দিরে ৪৩ তম বার্ষিক ১৬ প্রহর ব্যাপী মহানাম সংর্কীতন অনুষ্ঠিত হয়েছে। গত ২৭শে এপ্রিল মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আমন্ত্রণ ও শুভ অধিবাস পর্ব শেষ করে মূল অনুষ্ঠান শুরু হয়। শুক্রবার ও শনিবার দিন-রাত্র ব্যাপী পূর্ণ নাম সংর্কীতন চলে। মহানাম সংর্কীতন অনুষ্ঠানে নামামৃত পরিবেশন করেন নুরনগরে মাধ্বাচায্য সম্প্রদায়, কুমিল্লার মোহন লাল সম্প্রদায় মাষ্টার নিখিল সরকার, খুলনার জ্যোতিশ্রী সম্প্রদায় মাষ্টার পূর্ণিমা সরকার, খুলনার মা যশোদা সম্প্রদায় মাষ্টার শিখা রানী সরকার, সাতক্ষীরার অষ্টসখী সম্প্রদায় মাষ্টার পূর্ণিমা রাণী, সাতক্ষীরার ভক্ত জয়দেব সম্প্রদায় মাষ্টার বিধান চন্দ্র সরকার, সাতক্ষীরার মামা ভাগ্নে সম্প্রদায় মাষ্টার হরিদাস বাবু। উক্ত অনুষ্ঠনে পৌরহিত্য করেন দেবহাটা পাটবাড়ির পুরোহিত তপন দাস গোস্বামী ও তার পুত্র পলাশ গোস্বামী। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন নুরনগরের মাধ্বাচার্য্য সম্প্রদায়। ২৯ শে এপ্রিল রবিবার মধ্যাহ্নে অনুষ্ঠিত হবে কুঞ্জভঙ্গ, নগর পরিক্রমা ও মহা উৎসব। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জি এম হাবিবুর রহমান হবি, মন্দির কমিটির সভাপতি ধর্ম অনুরাগী ধর্মদাস কর্মকার, সাধারন সম্পাদক কাশিনাথ দেবনাথ, নন্দদুলাল কর্মকার, প্রবীন শিক্ষক গোপীনাথ ঘোষ, বাবু পরিমল সাহা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে গ্লোবাল এ্যাকশান উইক ফর এ্যাডুকেশন উপলক্ষ্যে র‌্যালি

ভ্রাম্যমাণ প্রতিনিধি:”আমরা চাই প্রতিবন্ধি সহ সকল শিশু স্কুলে আসুক,আসুন আমরা তাদের স্বাগত জানাই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় সারা বিশ্বে একযোগে কর্মসূচি পালনের অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলার সদরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ডিআরআরএ এর উদ্যোগে কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয়ের সমন্বয়ে ও লিলিয়ানা ফন্ডস এর সহযোগিতায় প্রতিবন্ধি,সাংবাদিক ও সূধিজনের অংশগ্রহনে কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয় থেকে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় সদর প্রাথমিক বিদ্যালয়ে এসে শেষ হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলার সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলামিন হোসেন,বিশেষ অতিথি হিসেবে কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংবাদিক আহম্মাদ উল্ল্যাহ বাচ্চু,ডিআরআরএ এর জেলা প্রতিনিধি আনজির হোসেন,প্রকল্প ম্যানেজার মাহাবুবুর রহমান,দেবাশিষ ঘোষ,প্রতাপ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেরা প্যানেল আইনজীবী এড. নাজমুন নাহার ঝুমুর

সাতক্ষীরা জেলায় নির্যাতিত, অসহায়, দুস্থ মানুষকে সেবা দিয়ে পর পর ৫ বার সেরা প্যানেল আইনজীবী হিসাবে মনোনীত হয়েছেন এড. নাজমুন নাহার ঝুমুর। শনিবার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনাসভায় তাকে সেরা প্যানেল আইনজীবীর পুরস্কার প্রদান করা হয়। ২০১৮ সালের সেরা প্যানেল আইনজীবী পুরস্কার তুলেদেন জেলা দায়রা সাদিকুল ইসলাম তালুকদার। এসময় সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এড. নাজমুর নাহার ঝুমুর সাতক্ষীরা ল কলেজের প্রভাষক ও অতিরিক্ত পিপি এড. ফাহিমুল হক কিসলুর সহধর্মীনি। বিগত ২০১৩, ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালেও সেরা প্যানেল আইনজীবী হিসেবে মনোনীত হয়েছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest