সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

সাতক্ষীরায় ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন আটক

সাতক্ষীরায় জননী কুরিয়ার সার্ভিস থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে সাতক্ষীরা শহরের সংগীতা মোড় এলাকার জননী এন্টারপ্রাইজ (কুরিয়ার সার্ভিস) গোডাউন থেকে ২০ হাজার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। রাতে অভিযান চালিয়ে ভোমরা ও আলিপুর এলাকা থেকে ইয়াবা চোরাচালানের মূল হোতা সাগরসহ ৩ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হবে বলে শুক্রবার সকালে প্রেস ব্রিফিং এ জানিয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান।

সকাল ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান আরো জানান, তার তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মেরিনা আক্তার ও ডিবি’র ওসি আলী আহম্মেদ হাশমীর নেতৃত্বে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জননী কুরিয়ার সার্ভিসের গোডাউন থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন। পুলিশের কাছে খবর থাকে চট্টগ্রাম থেকে কুরিয়ার সর্ভিসের মাধ্যমে ৪টি প্লাস্টিকের বস্তায় জগ, বদনা, ময়লা ফেলার বাস্কেটের মধ্যে ইয়াবার বড় চালান এসেছে। পুলিশ ওত পেতে থাকলে চালান গ্রহণ করতে আসে আব্দুস সাত্তার। পুলিশ এ সময় সাত্তারকে আটক করে। এ সময় তার দেওয়া তথ্য মতে লুকানো ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। পরে তার দেওয়া তথ্য রাত সাড়ে ৭টায় ভোমরা এলাকা থেকে নজরুল ইসলামকে ১১৯ পিচ ইয়াবাসহ আটক করা হয়। রাত সাড়ে ৯টায় আলীপুর এলাকা থেকে ইয়াবা আমদানীকারক সাগরকে আটক করে পুলিশ।
পুলিশ সুপার আরো জানান, মাদক ব্যবসায়ীরা কয়েকটি থানা মিলে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা কক্সবাজার, টেকনাফ ও কক্সবাজার বিভিন্ন মাধ্যম নিয়ে বড় বড় মাদক চোরাচালান করছে। তিনি আরো বলেন, সাতক্ষীরায় মাদকের রুট হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মেরিনা আক্তার, ডিবি’র ওসি আলী আহম্মেদ হাশমী প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইয়াবা বিক্রির অভিযোগে কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার বরখাস্ত

অনলাইন ডেস্ক: ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মোমিনুল ইসলামকে জব্দ করা ৫৯ পিস ইয়াবা আত্মসাৎ করে বিক্রি করে দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে কারা অধিদফতর।
বৃহস্পতিবার (০৩ মে) তাকে বরখাস্ত করা হয় এবং একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব রহমান জানান, পাঁচ মাস আগে এক কারারক্ষীর কাছ থেকে ৫৯ পিস ইয়াবা জব্দ করা হয়েছিল। এ বিষয়ে দায়ের করা বিভাগীয় মামলার আলামত হিসেবে ইয়াবাগুলো মোমিনুলের কাছে সংরক্ষিত ছিল। কিন্তু মোমিনুল সেই ইয়াবা আত্মসাৎ করে শাকিল নামে একজনের কাছে বিক্রি করে দেন। পরে কারা কর্তৃপক্ষ শাকিলকে আটক করে ইয়াবাগুলো উদ্ধার করে।
এছাড়া বুধবার (০২ মে) কারা কর্তৃপক্ষ ডেপুটি জেলার মোমিনুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কারা অধিদফতর বরাবর আবেদন করে। এ প্রেক্ষিতে মোমিনুলকে সাময়িক বরখাস্ত করা হয়।
বগুড়ার বাসিন্দা মোমিনুল ইসলাম প্রেষণে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দায়িত্ব পালন করছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭ শিক্ষার্থী অপহরণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

সাত শিক্ষার্থীকে অপহরণ মামলার আসামি মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার রাত সোয়া ১২টায় জেলার সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শিক্ষকের নাম আব্দুস ছাত্তারকে (৩০)। আব্দুস ছাত্তার সিংড়া উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের আব্দুস সোবাহান সরদারের ছেলে। তিনি নাটোর সদর উপজেলার ভাতুরিয়া এমদাদুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক। তার বিরুদ্ধে একই মাদ্রাসার ৭ শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ রয়েছে।

র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প কমান্ডার মেজর শিবলী মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতের কোনো এক সময়ে আব্দুস সাত্তার মাদ্রাসার সাত শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা পুলিশকে জানায়। পরে বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে সিংড়া উপজেলার তিরোইল গ্রামের একটি বাড়ি থেকে ওই সাত শিক্ষার্থীকে উদ্ধার করে। তবে আব্দুস সাত্তার পলাতক থাকায় মোবাইল ট্র্যাকিং করে তার অবস্থান শনাক্ত করে তাকে আটক করে র‌্যাব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শরীরে পানি জমার কারণ ও প্রতিকার

নানা কারণে শরীরে পানি জমতে পারে। ফুলে যেতে পারে পা, হাত, মুখমণ্ডল। শরীরে পানি জমে যাওয়ার জন্য সব সময় ওষুধ প্রয়োজন হয় না। বরং শরীরের পানি কমানোর জন্য যে ওষুধগুলো সেবন করা হয় সেগুলোই পানি জমার ঝুঁকি বৃদ্ধি করতে পারে। সবচেয়ে ভালো উপায় হচ্ছে জীবন যাপনের পরিবর্তন করা। শরীরে পানি জমাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এডিমা বলে।

হায়দ্রাবাদের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের সিনিয়র কনসালটেন্ট নিউরোলজিস্ট ডা. সুধীর কুমার পরামর্শ দিয়েছেন এ ব্যাপারে। চলুন জেনে নেওয়া যাক শরীরে পানি জমার কারণ ও এর প্রতিকারের উপায়গুলো-

দীর্ঘক্ষণ বসে থাকলে : অনেক বেশি সময় ধরে বসে বা দাঁড়িয়ে থাকলে রক্ত সংবহন কমে যাওয়ার ফলে শরীরে পানি জমতে পারে। এটি প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে শারীরিক সক্রিয়তা। একাধারে অনেকক্ষণ বসে বা দাঁড়িয়ে না থেকে হাঁটাহাঁটি করুন। প্রতি ২-৩ ঘন্টার মধ্যে ওয়াশরুমে ঘুরে আসুন।

পর্যাপ্ত পানি পান না করলে : শরীরে পানি আসার আরেকটি সাধারণ কারণ হচ্ছে কম পানি পান করা। শরীরে পানির পরিমাণ কমে গেলে ইলেক্ট্রোলাইটের লেভেল বৃদ্ধি পায়। যার ফলে শরীরে পানি জমে। এর অর্থ এই নয় যে আপনি মাত্রাতিরিক্ত পানি পান করবেন। এর ফলে উল্টো প্রতিক্রিয়াও হতে পারে। দিনে ৩-৪ লিটার পানি পান করাই যথেষ্ট।

স্বাস্থ্য সমস্যা : কিছু স্বাস্থ্য সমস্যা যেমন- কিডনি রোগ, হৃদরোগ, লিভার ইনফেকশন অথবা ব্রেইন টিউমারের কারণেও এডিমা হতে পারে। আপনার যদি এই ধরণের কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে চিকিৎসকের শরণাপন্ন হোন।

ওষুধ : কিছু ওষুধের প্রতিক্রিয়াতেও শরীরে পানি জমতে পারে। যেমন- হাই ব্লাড প্রেশারের ওষুধ এম্লোডিপিন সেবনের ফলে পানি আসতে পারে শরীরে। এছাড়াও নন স্ট্যারয়ডাল অ্যান্টিইনফ্লামেটরি ওষুধ, কর্টিকোস্ট্যারয়েডস এবং বার্থ কন্ট্রোল পিল এডিমা সৃষ্টিতে অবদান রাখে। তবে যেকোন ওষুধ বাদ দেয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন।

বেশি লবণ খাওয়া : শরীরে পানি জমার আরেকটি কারণ হচ্ছে অত্যধিক লবণ খাওয়া। সোডিয়াম পানিকে আবদ্ধ করে ফেলে এবং শরীরের কোষের ভেতরের ও বাহিরের তরলের মাত্রার ভারসাম্য রক্ষা করে। উচ্চমাত্রার সোডিয়াম সমৃদ্ধ খাবার যেমন- প্রসেসড ফুড খাওয়া থেকে বিরত থাকুন। খাবারের সাথে বাড়তি লবণ গ্রহণের অভ্যাস বদলে ফেলুন।

আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। শরীরের অতিরিক্ত পানি জমার সমস্যাটি কমানো যায় ম্যাগনেসিয়াম গ্রহণের মাত্রা বাড়িয়ে দিয়ে। গবেষণায় জানা যায় যে, দৈনিক ২০০ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম গ্রহণ করলে মেয়েদের শরীরে পানি আসার সমস্যা কমে। বাদাম, ডার্ক চকলেট, হোল গ্রেইন ও সবুজ শাকসবজিতে ম্যাগনেসিয়াম থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাবলিক পরীক্ষায় এমসিকিউ তুলে দেয়ার চিন্তাভাবনা

পাবলিক পরীক্ষায় এমসিকিউ (নৈর্ব্যক্তিক প্রশ্ন) তুলে দেয়ার চিন্তাভাবনা চলছে। এর পরিবর্তে ছোট প্রশ্ন প্রবর্তন করা হবে। প্রশ্নফাঁস রোধে শিক্ষা মন্ত্রণালয় এই পদক্ষেপ নিতে চাচ্ছে।

এ সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন হলে আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষায়ই এমসিকিউ বাদ দিয়ে ছোট প্রশ্ন প্রবর্তন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন।এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে পাবলিক পরীক্ষা সংক্রান্ত জাতীয় আইনশৃঙ্খলা ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সদস্যরা প্রশ্নফাঁস রোধে পাবলিক পরীক্ষা থেকে এমসিকিউ তুলে দেয়ার সুপারিশ করেন। এছাড়া নির্বিচারে পরীক্ষা কেন্দ্র অনুমোদন না দেয়া এবং ভেন্যু কেন্দ্র বাতিলের পরামর্শ দেন। সদস্যদের পরামর্শের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভায় বলেন, প্রশ্নফাঁসের কেন্দ্র হিসেবে এমসিকিউয়ের বিষয়টি চলে এসেছে।

ছেলেমেয়েদের জন্য বিষয়টি বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত জানাব। তিনি আরও বলেন, জেএসসি- জেডিসির ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিতে হবে। খুব শিগগির এটা নিয়ে নতুন পরিকল্পনা করব।

সভার শুরুতে এবারের এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়। এ সময় শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, এবারের এসএসসি পরীক্ষায় ১৭ বিষয়ের মধ্যে ১২ বিষয়ের এমসিকিউ প্রশ্ন ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ক্লোজ গ্রুপের মধ্যে ফাঁস হয়েছে।

এই ফাঁস হওয়ার ঘটনা ঘটে পরীক্ষার ২০ মিনিট আগে। এতে শিক্ষার্থীরা তেমন লাভবান হয়নি। তাছাড়া ২০ লাখ পরীক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ ৫ হাজার এই সুবিধা পেয়ে থাকতে পারে।

যেটা মোট পরীক্ষার্থীর তুলনায় একটি ক্ষুদ্র অংশ। তাই এই পরীক্ষা বাতিল করা হবে না। যারা প্রশ্নফাঁসের সুবিধা পেয়েছে তাদের শনাক্ত করার কাজ চলছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ফাঁসের সুবিধাভোগীদের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর তাদের ফল বাতিল করা হবে।শিক্ষামন্ত্রী বলেন, অনেকে বিচার বিশ্লেষণ না করেই ঢালাওভাবে প্রশ্নফাঁসের অভিযোগ করে শিক্ষা মন্ত্রণালয়কে অপরাধী বানিয়েছেন। এটি আমাদের প্রতি অবিচার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করে দেখেছেন আসলে সেটি আসল প্রশ্নপত্র ছিল না। তিনি বিষয়গুলো যাচাই-বাছাই করে প্রতিবেদন তৈরি প্রচার করার আহ্বান জানান।

এদিকে তদন্ত কমিটি চার পৃষ্ঠার প্রতিবেদন দিলেও ওই সভায় সরবরাহ করা হয় দুই পৃষ্ঠা। চারটি সুপারিশসহ তদন্ত প্রতিবেদনের ওই সার-সংক্ষেপে বলা হয়েছে, সম্প্রতি শেষ হওয়া এসএসসি পরীক্ষায় ০.২৫ শতাংশ প্রশ্ন ফাঁস হয়েছে। শুধু ‘খ’ সেট বা নৈর্ব্যক্তিক ৩০ নম্বরের অংশ ফাঁস হওয়ার প্রমাণ পাওয়া গেছে। মাদরাসা বোর্ডের কোনো প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া যায়নি।

অন্যদিকে প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ এবং তদন্ত করে সুবিধাভোগী সব পরীক্ষার্থীকে চিহ্নিত করে ফলাফল বাতিলসহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা, প্রশ্নফাঁস অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, বিকাশ, রকেটসহ বিভিন্ন ব্যাংকিং মাধ্যমে লেনদেনকারীদের তথ্য সংগ্রহ করে সন্দেহজনক মোবাইল নম্বরগুলো চিহ্নিত করার সুপারিশ করা হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, অতিরিক্ত সচিব রওনক মাহমুদসহ পুলিশ, র‌্যাব, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ বিভিন্ন বোর্ডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আগামী ৬ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলপ্রকাশ করা হবে। এর আগে শিক্ষা মন্ত্রণালয় গণমাধ্যম ডেকে এ ঘোষণা দিল।

এমসিকিউ বাতিল ইস্যু : ওই সভায় তদন্ত কমিটির একাধিক সদস্য প্রশ্নফাঁস রোধে পাবলিক পরীক্ষা থেকে এমসিকিউ তুলে দেয়ার পরামর্শ দেন। তারা বলেন, এবারে যে ১২টি প্রশ্ন ফাঁস হয়েছে তার সবই এমসিকিউ। কোথাও সিকিউ (সৃজনশীল প্রশ্ন) ফাঁসের কথা শোনা যায়নি। সহজে উত্তর দেয়া সম্ভব বলে এই প্রশ্নফাঁসের ঘটনা ঘটছে।

সদস্যদের বক্তব্য শেষে শিক্ষামন্ত্রী বলেন, এমসিকিউ সম্পর্কে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এ নিয়ে নানা সিদ্ধান্ত নেয়া যায়। এর মধ্যে এমসিকিউতে নম্বর কমানো হতে পারে, বা এক কথায় উত্তর যুক্ত করা যেতে পারে। সেটা হলে সৃজনশীল প্রশ্ন সংখ্যা বাড়তে পারে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। অতি শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

একই সভায় পরীক্ষা পরিবর্তন প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, চলমান পদ্ধতিতে পাবলিক পরীক্ষা চলতে থাকলে প্রশ্নফাঁস রোধ করা সম্ভব হবে না। এ কারণে আমরা পাবলিক পরীক্ষাগুলোতে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি। তার আলোকে চলতি বছর শুরু হওয়া জেএসসি-জেডিসি পরীক্ষায় পরিবর্তন আনা হবে। বিষয়টি চূড়ান্ত করতে সভা করা হবে। সেখানে অনেকের মতামত নিয়ে কী কী পরিবর্তন আনা যায় সেসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

পরে নিজের কক্ষে আলাপকালে সোহরাব হোসাইন বলেন, বিভিন্ন মহল থেকে এ ব্যাপারে প্রস্তাব আসছে। ব্যক্তিগতভাবে আমি দু’বছর ধরেই এ নিয়ে বলে আসছি। আমি মনে করি, এমসিকিউ যে উদ্দেশ্যে চালু করা হয়েছে আমাদের দেশের প্রেক্ষাপটে তার বাস্তবতা এখন নেই। তাই এমসিকিউ তুলে দিয়ে ছোট প্রশ্ন ধরনের কিছু প্রবর্তন করা যায়। সেটা আসন্ন জেএসসি থেকেই সম্ভব। তবে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় জড়িত থাকায় এ ব্যাপারে ঘোষণা দিতে একটু সময় লাগবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বছরের চার মাস চলে গেলেও কোনো সমস্যা নেই। কেননা আমরা তো বই পরিবর্তন করছি না বা বইয়ে নতুন কোনো পাঠ সংযোজন করা হয়নি। একই পাঠ ও পাঠ্য। কেবল এমসিকিউয়ের পরিবর্তে ছোট প্রশ্ন পড়তে হবে। এ সময় তিনি যুক্ত করেন, ‘আমি এমন মতের পক্ষে। তবে রাজনৈতিক সিদ্ধান্ত কী হবে জানি না। যে সিদ্ধান্ত হয় সেটাই বাস্তবায়িত হবে। কিন্তু এমসিকিউ এবারই বাতিল করা সম্ভব।’

এমসিকিউ বাতিলের নির্দেশনা হয়নি : দেশে পরীক্ষা পদ্ধতির পরিবর্তনসহ সার্বিক বিষয়ে কাজ করে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট (বিইডিইউ)। জানা গেছে, এমসিকিউ বাতিল করে ছোট প্রশ্ন প্রবর্তনের মতো কোনো নির্দেশনা ওই ইউনিট এখনও পায়নি। যে কারণে সংস্থাটিতে এ ব্যাপারে কোনো কার্যক্রম চলছে না। বিষয়টি নিশ্চিত করে ইউনিটের পরিচালক রবিউল কবীর চৌধুরী বৃহস্পতিবার বিকালে বলেন, আমরা এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো নির্দেশনা পাইনি। তবে নির্দেশনা পেলে কার্যক্রম শুরু করা হবে। তিনি আরও বলেন, প্রশ্ন কাঠামো সংযোজনের ব্যাপারে প্রথমে কাজ করে এনসিটিবি (জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড)। সাধারণত কোনো শিক্ষাবর্ষের শুরুতে এ ধরনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

গ্রেফতার ১০৬ : সভায় জানানো হয়, এসএসসি পরীক্ষার পর এবং এইচএসসি পরীক্ষা শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত পুলিশ ১০৬ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে অভিভাবক, প্রশ্নফাঁসের প্রলোভন দেয়া প্রতারক এমনকি শিক্ষার্থীও রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের পরীক্ষায় প্রশ্নফাঁস ও পরীক্ষা দেয়ার সিন্ডিকেটের ২৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে আরেকটি সংস্থা জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বমহিমায় ফিরছেন মাধুরী দীক্ষিত

ফের টিভির পর্দায় মাধুরী দীক্ষিত। ভারতের একটি বেসরকারি চ্যানেলের নাচের রিয়েলিটি শো ‘ড্যান্স দিওয়ানে’র বিচারক হিসেবে প্রত্যাবর্তন ঘটছে মাধুরী দীক্ষিতের।

বিচারকের হটসিটে মাধুরীর সঙ্গেই দেখা যাবে হাম্পটি শর্মা কি দুলহানিয়া, বাদ্রীনাথ কি দুলহানিয়াখ্যাত পরিচালক শশাঙ্ক খৈতান এবং কোরিওগ্রাফার তুষার কালিয়াকে। নতুন ফর্ম্যাটের এই রিয়েলিটি শোতে তিনটি ক্যাটাগরি থাকছে। শিশু, যুবক এবং প্রাপ্তবয়স্ক। এই তিন বিভাগের প্রতিযোগীরা নিজেদের নাচের স্কিল প্রমাণ করবেন সংশ্লিষ্ট ক্যাটেগরিতে।

ফর্ম্যাটের এই অভিনবত্বই মুগ্ধ করেছে মাধুরীকে। তিনি জানান, ‘‘অভিনব এই রিয়েলিটি শো’র অংশ হতে পেরে আমি ভীষণ উত্তেজিত। এই শো’র ইউএসপি হল তিন প্রজন্মের প্রতিযোগীদের নাচের সুযোগ করে দেওয়া একই মঞ্চে।’’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চেন্নাইয়ের হারে শীর্ষে সাকিবদের হায়দরাবাদ

শুরুতে চেন্নাই সুপার কিংসকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তকে মনে হচ্ছিল বুমেরাং। ১৭৭ রানের বড় পুঁজি পেলেও কলকাতাতে আটকাতে পারেনি ধোনির দল। ১৪ বল হাতে রেখেই জিতে গেছে ৬ উইকেটে। কলকাতার জয়ে চেন্নাইকে টপকে শীর্ষে ওঠে গেছে সাকিবদের দল সানরাইজার্স।

৮ ম্যাচে হায়দরাবাদের সংগ্রহ ১২। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া চেন্নাইয়ের সংগ্রহ ১২ পয়েন্ট হলেও ম্যাচ খেলেছে ৯টি।

টস জিতেই ফিল্ডিং- এবার এমন তত্ত্বেই যেন বিশ্বাসী অধিনায়করা। মাঠ ছোট হওয়ায় শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেননি কলকাতা অধিনায়ক দিনেশ কার্তিক। যদিও তার এমন সিদ্ধান্ত সঠিক বলে মনে হচ্ছিল না চেন্নাইয়ের দারুণ ব্যাটিংয়ে। সব ব্যাটসম্যানই রান পেয়েছেন। উদ্বোধনী জুটিতে শেন ওয়াটসন ও ফাফ দু প্লেসিসের জুটিতে আসে ৪৮ রান। প্লেসিস ২৭ রানে ফিরলে আরও কিছুক্ষণ রানের যোগান দিয়ে ওয়াটসন ফেরেন ৩৬ রানে।

এরপর রায়না ও রাইডু রানের চাকা সচল রেখে ফিরে যান যথাক্রমে ৩১ ও ২১ রানে। অপরাজিত ইনিংস খেলে ঝড় তুলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২৫ বলে করেন ৪৩ রান। যাতে ছিল ১টি চার ও ৪টি ছয়। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলে চেন্নাই সুপার কিংস।

জবাবে কলকাতার শুরুটা দুরন্ত ছিল না। ৬৪ রানে ৩ উইকেট হারানো কলকাতাকে জেতান শুবমান গিল ও অধিনায়ক দিনেশ কার্তিক। গিল ৩৬ বলে ঝড়ো ইনিংস খেলেন শেষ পর্যন্ত। ৬ চার ও ২টি ছয়ে ৫৭ রানে ছিলেন অপারজিত। কার্তিক ছিলেন আরও আগ্রাসী। ১৮ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। যাতে ছিল ৭টি চার ও ১টি ছয়। এ দুজনের ব্যাটেই ১৭.৪ ওভারে ৪ উইকেটে জয় নিশ্চিত করে কলকাতা।

এই ম্যাচে কলকাতার স্পিন বিভাগই ছিল তাদের মূল অস্ত্র। ১২ ওভারে রান হজম করেছে ৮৯। বিনিময়ে ৫ উইকেট নেন নারিন, পিযুশ চাওলা ও কুলদিপ যাদব। ম্যাচসেরা হন বল হাতে দুই উইকেট ও ব্যাট হাতে ওপেনিংয়ে ৩২ রান করা সুনিল নারিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাম্পের চিঠি

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে দেশটির ওপর চাপ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীকে পাঠানো একটি চিঠিতে তিনি এ আশ্বাস দেন।

বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ট্রাম্পের পাঠানো চিঠি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

বৈঠকের বিস্তারিত প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের সামনে তুলে ধরেন। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে চিঠিতে ট্রাম্প বলেন, ‘রোহিঙ্গারা যাতে তাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ প্রত্যাবর্তন করতে পারেন সে জন্য প্রয়োজনীয় অবস্থা সৃষ্টিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।’

চিঠি পাওয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest