সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদেররাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাবতালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিতভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণসাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ইটাগাছা এলাকা পরির্দশনে সদর ইউএনওপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় শিক্ষার্থীদের জন্য ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ !জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমানের পিতার মৃত্যু

আশাশুনির বাইনতলা স্কুলে পুনারায় সভাপতি হলেন চিত্তরঞ্জন

আশাশুনি ব্যুরো: আশাশুনির বাইনতলা আরসি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদে পুনঃনির্বাচিত হলেন চিত্তরঞ্জন মন্ডল। বুধবার দুপুর ২টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার এম বাকী বিল্লাহ সভাপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার আহবান জানান। এতে পূর্বের সভাপতি ও প্রতিষ্ঠাতা চিত্ত রঞ্জন মন্ডল ও বড়দলের কিশোরী মোহন মন্ডল মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক খগেন্দ্র নাথ মন্ডল, সহকারি প্রধান শিক্ষক প্রসাদ কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি সতী রানী, পরিতোষ কুমার সানা, পীযুষ কান্তি সানা, অভিভাবক সদস্য মালঞ্চ বৈদ্য, বঙ্কিম চন্দ্র মন্ডল, রবেন্দ্র নাথ শীল, বিজন মন্ডল সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রিজাইডিং অফিসার এম বাকী বিল্লাহ’র পরিচালনায় গোপন ব্যলটের মাধ্যমে ভোট প্রদান করলে স্কুল প্রতিষ্ঠাতা চিত্ত রঞ্জন মন্ডল ৫ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হন। তার প্রতিদ্বন্দি প্রার্থী কিশোরী মোহন মন্ডল পেয়েছেন ৪ ভোট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অনুশ্রী পিএসসিতে ট্যালেটপুলে বৃত্তি লাভ

আশাশুনি ব্যুরো: আশাশুনির অনুশ্রী উর্মি রায় পিএসসিতে ট্যালেটপুলে বৃত্তি লাভ করেছে। উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৭ সালের পিএসসি পরীক্ষায় অংশ নেয়। সে দন্ত চিকিৎসক উজ্জল কুমার দাস ও উপজেলার শ্রীউলা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি অলোকা রানী রায় নুপুরের একমাত্র কন্যা। এবং আশাশুনি সদরের সোদকোনা গ্রামের অবসরপ্রাপ্ত কাস্টম অফিসার মুক্তিযোদ্ধা অরুন কুমার রজক রায়ের নাতনী। মঙ্গলবার সরকারিভাবে পিএসসি’র ফলাফল প্রকাশে অনুশ্রী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সে ভবিষ্যতে সুচিকিৎক হয়ে সেবা করতে চাই। তার এ ফলাফলে স্কুলের শিক্ষক, পিতা-মাতা ও দাদুসহ সকলের আশির্বাদ কামানা করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে পিএসসিতে বৃত্তি পেয়েছে ১২৭ জন

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা’১৭ ফলাফলে উপজেলায় বৃত্তি পেয়েছে ১২৭ জন। যার মধ্যে ট্যালেন্টপুলে ৫৮ জন ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৬৯ জন। উপজেলার ১৬৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রি-ক্যাডেট স্কুল ও অন্যান্য বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষা (পিএসসি) অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের নভেম্বর মাসে। মঙ্গলবার ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। ফলাফলে দেখাগেছে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৫৮ জন, যার মধ্যে ছাত্রী ২৯ জন এবং ছাত্রও ২৯জন। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৬৯ জন। যার মধ্যে ছাত্রী ৩৪ জন এবং ছাত্র ৩৫ জন। বৃত্তিপ্রাপ্ত বিদ্যালয়ের মধ্যে রয়েছে, আশাশুনি মডেল সররকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ২জন, সাধারণ ৩ জন। আশাশুনি কিন্ডার গার্টেন স্কুলে ট্যালেন্টপুলে ৪ জন ও সাধারণ ১ জন। নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ৪ জন, বাওচাষ সররকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্ট ৪ জন, শরাফপুর সররকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ৪ সজন, পূর্ব কামালকাটি সররকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ৪ জন, বদরতলা সররকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ২ জন ও সাধারণ গ্রেডে ২ জন, আগরদাড়ি সররকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ২ জন ও সাধারণ গ্রেডে ২ জন, কচুয়া সররকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ১ জন ও সাধারণ গ্রেডে ৩ জন, আশাশুনি প্রি-ক্যাডেট স্কুল ট্যালেন্টপুলে ১ জন ও সাধারণ গ্রেডে ১ জন, চম্পাখালী সররকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ১ জন ও সাধারণ গ্রেডে ১ জন, বুধহাটা সররকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ২ জন, কুল্যা বেনাডাঙ্গা সররকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ২ জন, উত্তর চাপড়া সররকারি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ গ্রেডে ২ জন বৃত্তিলাভ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একসঙ্গে জন্ম; একইদিনে বাবাও হলেন যমজ ভাই!

পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে চলেছে কত না কাকতালীয় ঘটনা। তার কোনওটা জন্ম দেয় রহস্যের। আবার কোনও ঘটনায় থাকে অদ্ভূত মিল। এমনই এক ঘটনা ঘটলো সম্প্রতি যুক্তরাষ্ট্রে। সাধারণত যমজ ভাইদের মাঝে অনেক বিষয়েই মিল থাকে। তবে তাদের স্ত্রীরা একই দিনে সন্তান প্রসব করছে, এমন মিল আগে দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের দুই ভাই জাস্টিন ও জসুয়া থরিংটনের খুব মিল। তারা যেমন জন্মগ্রহণ করেছিলেন এক দিনে তেমন বহুদিন একত্রেই কাটিয়েছেন। এরপর তারা দুই ভাই বিয়ে করেন ভিন্ন দুই নারীকে।

দুই ভাইয়ের স্ত্রীই গর্ভবতী ছিলেন। সন্তান জন্মদানের তারিখ এগিয়ে আসাতে তাদের মিশিগান রাজ্যের থ্রাভার্স সিটির হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরপর তাদের সন্তান জন্মদানের সম্ভাব্য তারিখ প্রায় দুই সপ্তাহের ব্যবধান ছিল। গত ২৭ মার্চ এক ভাই জসুয়ার স্ত্রী প্রথমে হাসপাতালে ভর্তি হন। তাদের এক সন্তান জন্মগ্রহণ করে।

এর ঘণ্টাখানেক পরেই অপর ভাই তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে হাজির হন। তারও প্রসব বেদনা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় যমজ ভাইয়ের স্ত্রীরও একটি সন্তান জন্মগ্রহণ করে। উভয় ভাই একত্রে বাবা হওয়ায় যেন আনন্দ ধরছে না তাদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্লু হোয়েল ফাঁদ এবার মিশরে; এমপির পুত্রের আত্মহনন

মরণঘাতি গেম ব্লু হোয়েলের ফাঁদে পড়েছে এবার মিশর। ব্লু হোয়েলের ফাঁদে পড়ে দেশটির একজন সাবেক এমপির ছেলে আত্মহত্যা করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম অারব নিউজ সূত্রে জানা গেছে, মিশরের সাবেক পার্লামেন্ট সদস্য হামদি আল ফাখরানির ছেলে খালিদ সোমবার রাতে ব্লু হোয়েলের ফাঁদে পড়ে আত্মহত্যা করে। যে কক্ষে তার মৃতদেহ পাওয়া গেছে, সেখানে বিভিন্ন কাগজে হিজিবিজি হাতের লেখা ছিল।এ ছাড়া যেসব আলামত রেখে গেছে, তাতে প্রমাণিত হয়েছে, সে ব্লু হোয়েল খেলেই আত্মহনন করেছে।

নিহতের বোন ইয়াসমিন আল ফাখরানি ফেসবুক পোস্টে বলেন, তার ভাই ব্লু হোয়েল গেম খেলে আত্মহত্যা করেছে। মৃত্যুর আগে এই ভয়ঙ্কর গেম খেলার বিভিন্ন আলামত রেখে গেছে। তার ভাই ধর্মচর্চা করত। কাজেই সহজেই তার আত্মহত্যার করার কথা নয়। সে এমন কোনো সমস্যার মধ্য দিয়ে যায়নি, যাতে তাকে মৃত্যুর পথ বেছে নিতে হবে।

ইয়াসমিন বলেন, পরিস্থিতি দাঁড়িয়েছে এমন- শিশুরা অল্পতেই ইন্টারনেটভিত্তিক এই ভয়ঙ্কর খেলায় ডুবে যেতে পারে। কারো স্বজন যাতে এমন ঘটনার শিকার না হন, সে জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ব্লু হোয়েল গেমে ৫০ দিনে ৫০টি ধাপ পার হতে হয়। নিজেকে হত্যা করার মধ্য দিয়ে এই খেলার শুরু। শেষ ধাপে এসে উঁচু ভবন থেকে লাফিয়ে কিংবা কোনো নৃশংস উপায়ে আত্মহত্যা করতে হয়।

ইয়াসমিন জানান, তার ভাই যে হিজিবিজি হাতে লেখা রেখে গেছে, তাতে ৫০টি ধাপের কথা রয়েছে। গেমের সর্বশেষ নির্দেশনা হচ্ছে, সব কিছু গোপনীয় রাখতে হবে। আত্মহত্যার আগে সব কিছু মুছে ফেলতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী বস্তু ইকারাস নক্ষত্রের সন্ধান

পৃথিবী থেকে ৯০০ কোটি আলোকবর্ষ দূরের নিঃসঙ্গ নক্ষত্র ইকারাসের খোঁজ পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বলা হচ্ছে, এটি এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে দূরবর্তী বস্তু। নক্ষত্রটি থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছুতে ৯০০ কোটি বছর সময় লাগে।

নাসার বিজ্ঞানীদের দাবি, এর আগে যে নক্ষত্রের অবস্থানকে দূরতম বলে মনে করা হত, ইকারাস তার চেয়েও ১০০ গুণ দূরে রয়েছে। নাসা দাবি করেছে, তারা নক্ষত্রটির স্পষ্ট নীলচে আলো সনাক্ত করতে সক্ষম হয়েছে। এটি সম্ভব হয়েছে হাবল স্পেস টেলিস্কোপের অসামান্য দৃষ্টিশক্তির কারণেই।

বিজ্ঞানীরা বলেন, মহাবিশ্বের জন্ম হয়েছিল আজ থেকে ১ হাজার ৩৭০ কোটি বছর আগে। সেই হিসেবে সদ্য-আবিষ্কৃত এই নক্ষত্রটি মহাবিশ্বের বয়সের তিন-চতুর্থাংশ সময় আগেকার।

৯০০ কোটি বছর আগে আলো পাঠিয়েছিল ইকারাস। যা সম্প্রতি পৃথিবীতে এসে পৌঁছেছে। ফলে এর অস্তিত্ব সম্পর্কে জানা গেছে। তবে সেটি এখনো মহাবিশ্বে টিকে আছে কি না, তা বের করতে হলে আরো গবেষণার প্রয়োজন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দায়িত্ব পালনে ব্যর্থতায় পরীক্ষা কেন্দ্র থেকে অধ্যক্ষ আব্দুর রহমানকে অব্যাহতি

প্রেস বিজ্ঞপ্তি : চলমান এইচ.এস.সি পরীক্ষা কেন্দ্র (তালা মহিলা কলেজ, কেন্দ্র কোড-৪০৯) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। কিন্তু তিনি তার দায়িত্ব যথাভাবে পালনে অবহেলার কারণে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বুধবার ৪ এপ্রিল’১৮ তারিখে তালা উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত এক আদেশে দায়িত্বে অবহেলার কারণে তাকে অব্যাহতি দিয়ে শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এম এম এনামুল ইসলামকে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ইউনিয়ন ওয়াটসন কমিটির মাসিক সভা

তরিকুল ইসলাম লাভলু, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন ওয়াটসন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় মৌতলা ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ইউপি সচিব শেখ তানজীর আহম্মেদের সঞ্চালনায় এবং মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাস্থ ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শেখ মুজিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব অমিতোষ সরকার, প্রধান জনস্বাস্থ্য প্রকৌশলী সুপারেন্টিং ইঞ্জিনিয়ার মো ঃ মনিরুজ্জামান, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের (ডিডিএম) যুগ্ম সচিব ও পরিচালক হারুনঅর রশিদ মোল্লা, এডিশোনাল ডাইরেক্টর অপ জেনারেল স্বাস্থ্য বিভাগ (ডিজিএইচএস) প্রফেসার ডাঃ নাসিমা সুলতানা, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসান, দেবহাটা উপজেলা নির্বাহ অফিসার হাফিজ আল আসাদ, নবযাত্রা প্রকল্পের সিনিয়র এ্যাড ভাইজার গর্ভামেন্ট রিলেশন আহম্মেদ হোসেন খান, নবযাত্রা প্রকল্পের কমিনেকেশন ম্যানেজার সায়েখ কবির প্রমুখ। উক্ত সভায় মৌতলা ইউনিয়ন ওয়াটসন কমিটির সকল সদস্যবৃন্দ সুধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়াটার এন্ড স্যানিটেশন কার্যক্রম সরেজনিমে পরিদর্শন এবং ইউনিয়ন ওয়াটসন কমিটির সাথে অতিথিবৃন্দ পরামর্শ সূচক আলোচনা করেন এবং ইউনিয়ন ওয়য়াটসন কমিটির সাথে সার্বিক বিষয়ে আলোচনা করেন। অত্র এলাকায় মৌতলা তথা কালিগঞ্জ উপজেলার অধিকাংশ এলাকায় গভির নলকুপের পানির স্তর না থাকায় এবং পর্যাপ্ত পুকুর না থাকায় পিএসএফ কার্যক্রম বাস্তব সম্মত হবেনা বিধায় কমিউনিটি বেজ ওয়ার্টার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে সুপেয় পানি সরবারাহের ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে সকলে একমত পোষন করেন। পরবর্তিতে সরকারী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ওয়াল্ড ভিশন নবযাত্রা প্রকল্প সহ অন্যান্য এনজিও এবং স্থানীয় সহয়তায় ভবিষ্যৎতে কমিউনিটিবেজ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হবে। সম্মানিত অতিথিবৃন্দ মৌতলা ইউপির ১ নং- ওয়ার্ডের সাতক্ষীরা উন্নয়ন সংস্থার মাধ্যমে এবং পিকে এস এফ এর অর্থায়নে নির্মিত পানির প্লান্ট পরিদর্শন করেন এবং স্থানীয় জনগনের সাথে মতবিনিময় করেন। ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী মৌতলা প্রান কেন্দ্রে এক একর জমির উপরে প্রতিষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের জরাজীর্ণ হাসপাতাল ও আবাসিক ভবনটি পুর্ণ নির্মান ও ২, ৩ ও ৭ নং- ওয়ার্ডের কেন্দ্র স্থলে একটি কমিউনিটি ক্লিনিক নির্মানের জন্য দাবি করিলে মৌতলা ইউনিয়নের চেয়ারম্যানের স্বেচ্ছাব্রত রাস্তা, নির্মান, খাল খনন, স্বাস্থ্য সচেতনতার উপর নবযাত্রা ও ইউনিয়নের এ্যাকটিভ সিটিজেন গ্রুপ, সুধি সমাজ, স্বর্ণ কিশোরী গ্রুপ, ধর্মীয় নেতা, সকলের সম্পৃক্ততার মাধ্যমে স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলার জন্য মৌতলা চেয়ারম্যানের ভূষসী প্রশংসা করেন এবং সকল দপ্তরের কর্মকর্তাগন হাসপাতাল, পানির প্লান্ট, কমিউনিটি ক্লিনিক সহ দূর্যোগ ব্যবস্থাপনা সকল কার্যক্রম বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহনের জন্য আশ্বাস প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest