সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলামসাতক্ষীরা সদরের দত্তবাগ টাইগার ক্লাবের নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনজাতীয় সংহতি দিবস,এই দিনে বিভাজন নয়, ঐক্যের আহবান -কাজী আলাউদ্দিনসাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিলতরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো গ্রীন ইনোভেশন ফেয়ারExplorez les avis des utilisateurs sur gtbet et rejoignez la communautéΕξερευνήστε τις καλύτερες στρατηγικές καζίνο στο gtbet για μεγαλύτερα κέρδηCome registrarsi su Nixbet e iniziare a vincere in pochi passiদেবহাটায় কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজনগণমানুষের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নলতা হাসপাতাল হুমকির মুখে :রক্ষার দাবি

২০তম অধিবেশনে যাননি ৩৫ এমপি

* সংসদবিমুখ এমপিরা
* গড়ে উপস্থিত ছিলেন ২৭৯ এমপি
* অধিবেশন শুরুর দিন সর্বোচ্চ আর শেষের দিন সর্বনিম্ন উপস্থিতি

জাতীয় সংসদের ২০তম অধিবেশনে ৩৫ জন এমপি সংসদে যাননি। ৮ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ৫ কার্যদিবস চলা ওই অধিবেশনে গড়ে ২৭৯ জন এমপি উপস্থিত ছিলেন। অধিবেশন শুরুর দিন সর্বোচ্চ ২৫৪ জন এমপি সংসদে উপস্থিত ছিলেন। আর সর্বনিম্ন ১৯৬ জন উপস্থিত ছিলেন শেষের দিন। এছাড়া ৩৫ কার্যদিবসের দীর্ঘ ১৯তম অধিবেশনেও যেতে পারেননি ১১ জন এমপি।

সংসদে এমপিদের লবিতে রাখা ডিজিটাল হাজিরা বই থেকে এমন তথ্য জানা গেছে।

২০তম অধিবেশনে আওয়ামী লীগের ২৮ এমপি অনুপস্থিত ছিলেন। দলটির ভিআইপিদের মধ্যে এই তালিকায় জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১), শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (ঝালকাঠি-২), সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীও (ফরিদপুর-২) রয়েছেন।

আর জাতীয় পার্টির অনুপস্থিত ছিলেন ৫ জন এমপি। এর মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাও ছিলেন। এছাড়া একজন স্বতন্ত্র এমপিও অনুপস্থিত ছিলেন। আর খুনের মামলার আসামি হয়ে জেলে থাকায় সংসদে যেতে পারেননি আমানুর রহমান খান রানা (টাংগাইল-৩)।

অধিবেশনের শেষ দিন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বক্তব্য দিয়ে থাকেন। এদিন সর্বনিম্ন উপস্থিতি এমপিদের সংসদ বিমুখতার প্রমাণ করে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।

এমপিদের এই অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদ নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সংসদের অধিবেশনের শেষ দিন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বক্তব্য দিয়ে থাকেন। এই অধিবেশনেও তারা বক্তব্য রেখেছেন। অথচ সেই দিন সর্বনিম্ন উপস্থিতি ছিল। এতেই প্রমাণিত হয় এমপিরা সংসদবিমুখ।

২০তম অধিবেশনে যারা যাননি

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ছাড়াও ২০তম অধিবেশনে আওয়ামী লীগের মো. দবিরুল ইসলাম (ঠাকুরগাঁও-২), হুইপ ইকবালুর রহিম, (দিনাজপুর-৩), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), মো. শিবলী সাদিক (দিনাজপুর-৬), মো. ইসরাফিল (নওগাঁ-৬), আ. মজিদ মন্ডল (সিরাজগঞ্জ-৫), ফরহাদ হোসেন (মেহেরপুর-১), শেখ হেলাল উদ্দীন (বাগেরহাট-১), মীর মোস্তফা আহমেদ রবি (সাতক্ষীরা-২), আলী আজম (ভোলা-২), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), মো. জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), নিজাম উদ্দিন হাজারী (ফেনী-২), মোহাম্মদ একরামুল করিম চৌধুরী (নোয়াখালী-৪), দিদারুল আলম (চট্টগ্রাম-৪), এম আবদুল লতিফ (চট্টগ্রাম-১১), সাইফুজ্জামান চৌধুরী (চট্টগ্রাম-১৩), কুজেন্দ্র লাল ত্রিপুরা (পার্বত্য খাগড়াছড়ি), বেগম মনোয়ারা বেগম (মহিলা আসন-১৭), ফিরোজা বেগম চিনু (মহিলা আসন-৩৩), মিসেস আমিনা আহমেদ (মহিলা আসন ৩৪), বেগম রহিমা আখতার (মহিলা আসন-৩৬) অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে জাতীয় পার্টির মো. মশিউর রহমান রাঙ্গা ছাড়াও এম এ হান্নান (ময়মনসিংহ-৭), লিয়াকত হোসেন খোকা (নারায়ণগঞ্জ-৩), এ কে এম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫), সেলিম উদ্দিন (সিলেট-৫) বেগম রওশন আরা মান্নান (মহিলা-৪৭) অনুপস্থিত ছিলেন। আর অনুপস্থিত থাকা স্বতন্ত্র এমপি হলেন তাহজীব আলম সিদ্দীকি (ঝিনাইদহ-২)।

১৯তম অধিবেশনে অনুপস্থিত ১১ এমপি

চলতি বছরের ৭ জানুয়ারি শুরু হওয়া ১৯তম অধিবেশন চলে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই অধিবেশনে মোট কার্যদিবস ছিল ৩৫টি। বছরের দীর্ঘ এই অধিবেশনেও ১১জন এমপি যেতে পারেননি। এই অধিবেশনে গড়ে ১৯৩ জন উপস্থিত ছিলেন। অধিবেশন শুরুর দিন সর্বোচ্চ ২৫৫ জন এমপি উপস্থিত ছিলেন। আর ১১ জানুয়ারি সর্বনিম্ন ১৪১ জন উপস্থিত ছিলেন। এ অধিবেশনে আওয়ামী লীগের ৬ জন, জাতীয় পার্টির ৪ জন ও স্বতন্ত্র একজন এমপি অনুপস্থিত ছিলেন।

যারা অনুপস্থিত ছিলেন

এ অধিবেশনে আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), আ. মজিদ মন্ডল (সিরাজগঞ্জ-৫), এস এম মোস্তফা রশিদী (খুলনা-৪), আমানুর রহমান খান রানা (টাংগাইল-৩), সৈয়দ আশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১) ও হাজী মো. সেলিম ( ঢাকা-৭) অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে জাতীয় পার্টির এম এ হান্নান (ময়মনসিংহ-৭), বেগম সালমা ইসলাম ( ঢাকা-১) লিয়াকত হোসেন খোকা (নারায়ণগঞ্জ-৩) এবং এ কে এম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫) অনুপস্থিত ছিলেন। আর স্বতন্ত্র এমপি উষাতন তালুকদারও এই অধিবেশনে যাননি।

প্রসঙ্গত, দশম জাতীয় সংসদে আওয়ামী লীগের ২৭৪ জন, জাতীয় পার্টির ৪১ জন, ওয়ার্কাস পার্টির ৭জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের ৬জন, তরিকত ফেডারেশনের ২জন, জাতীয় পার্টির (জেপি) ২জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনএফ) ১ জন এবং ১৬ জন স্বতন্ত্র এমপি রয়েছেন। আর বর্তমানে বাগেরহাট-৩ একটি সংসদীয় আসন শূন্য রয়েছে। ওই আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক সদস্য পদ থেকে পদত্যাগ করে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় অগ্নিকাণ্ডে ৬ প্রবাসী বাংলাদেশী নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চৌদ্দগ্রামের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের ছেলে দুই সহদোয় এমরানুল হক সোহেল (৩৪), ইমামুল হক মুন্না (২২)ও গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০)। লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার করইতোলা বাজার সংলগ্ন চর লরেঞ্চ গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন (২৬) এবং তার ছোট ভাইয়ের নাম মো. ইব্রাহিম (২৩), ফেনির বিরিন্চি এলাকার ইলিয়াছ মেম্বার বাড়ির রফিকুল ইসলামের ছেলে মহিউদ্দিন রাশেদ (৩৫)।

নিহতদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) ফখরুল ইসলাম ।

নিহতদের লাশ জ্বলে যাওয়ায় তাদের ডিএনএ টেষ্ট করে পরিচয় নিশ্চিত করা হবে বলে জানান রিয়াদ দূতাবাস শ্রম কর্মকর্তা সরওয়ার আলম।

সৌদি আরবের হাইল থেকে বিডি কোম্পানির এজেন্ট আজিজ উল্লাহ সেলিম জানান, জেলার হোলাইফা শহর এলাকায় চাকরি করতো এমরানুল হক, মুন্না ও সোহেলসহ ৭ জন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের খাবার রান্না ও খাওয়া শেষে একই রুমে সাত বাংলাদেশি ঘুমিয়ে পড়েন। হঠাৎ একজন বুধবার রাতে রুমের বারান্দায় সিগারেট খেয়ে ফেলে দেয়। সিগারেটের গোড়ালির আগুন থেকে তা ইলেকট্রনিক শটসার্কিট হয়ে পুরো রুমে ছড়িয়ে পড়ে। এরমধ্যে চৌদ্দগ্রামের দুই সহোদয়সহ ৩ জন, নোয়াখালীর দুইজন ও ফেনীর একজন নিহত হন। গুরুতর আহত একজনকে হাইল কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন যারা

বাংলাদেশ ক্রি‌কেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৬ ক্রি‌কেটারের সংখ্যাটা ১০-এ নেমে এসেছে। বাদ পড়েছেন ছয়জন তারকা ক্রিকেটার। গত এক বছরে বাদ পড়া ক্রিকেটারদের পারফরম্যান্স আশাতীত ছিলো না। তাই বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের নতুন চুক্তিতে রাখা হয়নি এ তারকাদের।

বাদ পড়া ক্রিকেটাররা হলেন- সৌম্য সরকার, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি ও ইমরুল কায়েস।

তবে আরও তিন ক্রি‌কেটারকে চুক্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও তাদের নাম প্রকাশ করেননি তিনি। বুধবার বিসিবির সভা শেষে এ তথ্য জানান বিসিবি সভাপতি।

এদিকে চুক্তিতে বহাল থাকা বাকি ১০ ক্রিকেটার হলেন- মাশরাফি বিন মর্তুজা, তাইজুল ইসলাম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক, রুবেল হোসেন ও মেহেদি হাসান মিরাজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজস্থানের বিপক্ষে কলকাতার দুর্দান্ত জয়

জয়ের ধারায় ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। আগের ম্যাচে ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে দারুণ এক জয় তুলে নিয়েছিল শাহরুখের দল। আর সেই আত্মবিশ্বাস নিয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শুরু থেকেই বিধ্বংসী ভূমিকায় পাওয়া দেখা যায় দীনেশ কার্তিকদের। নির্ধারিত ওভারে রাজস্থানের সংগ্রহ ১৬০/৮। সহজেই সেই রান টপকে যায় কলকাতা। ৭ উইকেটের দুর্দান্ত এক জয় তুলে নেয় দীনেশ কার্তিকের দল।

জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর অধিনায়ক কার্তিক। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল দু’বছর নির্বাসন কাটিয়ে ফেরা রাজস্থান। দুই ওপেনার অজিঙ্ক রাহানে ও ডার্সি শট ভিতটাও তৈরি করে দিয়েছিলেন। রাহানে ১৯ বলে দুরন্ত ৩৬ রানের অধিনায়কসুলভ ইনিংস খেলেন। অন্যদিকে ৪৪ রান করেন শর্ট।

তিন নম্বরে ব্যাট করতে নেমে ফ্লপ সঞ্জু স্যামসন। মাত্র ৭ রান করে ফিরে যান তিনি। এর পর আর কেউই বড় রান করতে পারেননি। রাহুল ত্রিপাঠী ১৫, বেন স্টোকস ১৪, কৃষ্ণাপ্পা গৌথম ১২ ও শ্রেয়াস গোপাল কোনও রান করেই প্যাভেলিয়নে ফেরেন। এর মধ্যে ২৪ রানের ইনিংস খেলেন জোস বাটলার।

কলকাতার হয়ে দু’টি করে উইকেট নেন নীতিশ রানা ও টিম কুরান। একটি করে উইকেট পীযুশ চাওলা, কুলদীপ যাদব ও শিবম মাভির।

অন্যদিকে ব্যাট করতে নেমে ১৯ তম ওভারের পঞ্চম বলে লাফলিনকে ছক্কা মেরে নাইট রাইডার্সকে ম্যাচ জিতিয়ে দেন কার্তিক। কলকাতা ১৮.৫ ওভারে ৩ উইকেটে ১৬৩ রান তুলে ম্যাচ জিতে যায়। কার্তিক ২৩ বলে ৪২ ও রানা ২৭ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যে গ্রামে সব পুরুষের দুই বউ!

দেরাসর। ভারতের রাজস্থান রাজ্যের বার্মের জেলায় অবস্থিত একটি গ্রামের নাম। সব মিলিয়ে ওই গ্রামে ৭০টি পরিবার বসবাস করে থাকে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সে গ্রামে প্রত্যেক পুরুষেরই দু’জন করে স্ত্রী রয়েছে। এমন আশ্চর্য প্রথার পেছনে রয়েছে অন্য এক কাহিনী।

জানা যায়, ওই গ্রামে সবমিলিয়ে ৬০০ মানুষের বাস। সবাই ইসলাম ধর্মাবলম্বী। তবে এই গ্রামের প্রত্যেক পুরুষের দু’জন করে স্ত্রী থাকার কারণ কিন্তু ধর্ম নয়। এর পিছনে রয়েছে ভিন্ন বিশ্বাস। সেই বিশ্বাসটি একেবারেই আজব। সে গ্রামে কারোই প্রথম পক্ষের স্ত্রীর গর্ভে নাকি সন্তান আসে না! কোনো ব্যাখ্যা নেই এই ঘটনার। কিন্তু এমনটাই নাকি ঘটে আসছে বহু বছর ধরে। গ্রামবাসীদের দাবি অন্তত সেটাই।

দ্বিতীয় বিয়েতে প্রথম পক্ষের স্ত্রীদের কোনো ক্ষোভ থাকে না। তারাই অপত্যস্নেহে মানুষ করেন দ্বিতীয় স্ত্রীর গর্ভের সন্তান। তবে ঠিক কী কারণে প্রথম পক্ষের স্ত্রীদের ক্ষেত্রে এরকমটা ঘটে তা এখনো জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কাউন্সিলর কালুর ৫১তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর ৫১তম জন্মদিন পালন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে কেক কেটে ও মিষ্টি বিতরণ করে জন্মদিন পালন করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইটাগাছা ভিআইপি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ সাহাঙ্গীর হোসেন শাহিন, ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান, আবুল কাশেম পুটে, জাগ্রত যুব সংঘের সাধারণ সম্পাদক পিয়াল, যুবলীগ নেতা ফজলুল রহমান ঢালী সহ নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে জমিজমা সংক্রান্ত বিরোধে মহিলাকে মারপিট

নিজস্ব প্রতিবেদক : আশাশুনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ একই পরিবারের ৩ জন আহত হওয়ার ঘটনা একদিন পার হতে না হতেই আবারও যশমান্ত সরকারের স্ত্রী তারামনি কে ইট দিয়ে মাথায় আঘাত সহ বেধড়ক মারপিট করে শ্লীলতাহানীর ঘটনাটি ঘটেছে।
সূত্র জানায়, সোমবার সকালে খাজরা ইউনিয়নের গজুয়াকাঠি গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে আহত ধনঞ্জয় সরকার, পারুল রাণী সরকার, জগদিশ সরকার ও যশমান্ত সরকার সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আহতরা জানান, চিত্ত রঞ্জন সরকার, জিতেন্দ্র নাথ সরকার, জয়দেব সরকার, স্বপন সরকার ও মৃগগঙ্গাসহ ১০/১৫ জন দলবদ্ধ হয়ে আমাদের বসতবাড়ীতে এসে হামলা চালায়। এসময় ধনঞ্জয় ও যশমন্ত সরকারের দু’টি ঘরের চাল, জানালা-দরজা ও খাট ভাংচুর করা হয় এবং বাড়ীতে থাকা প্রায় ২লক্ষ ৭০ হাজার টাকা ও একটি সোনার চেইন লুটপাট করে নিয়ে যায়। এঘটনার একদিন পার হতে না হতেই আবারও ধনঞ্জয় সরকারের পরিবারের সদস্যের উপর হামলার ঘটনায় বর্তমানে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।
সংঘর্ষ চলাকালে চিত্তরঞ্জনের পক্ষের লোকজন ধনঞ্জয়ের বসতঘর ভাংচুর করাসহ ঘরে থাকা নগদ টাকা পয়সা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এঘটনার পরে মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে ০১৯৫৯-৩১১০০১ নাম্বার থেকে ভবতোষ সরকার ধনঞ্জয় সরকারের ছেলে কে প্রাণ নাশের হুমকি দিয়ে বলে তোদের কাউকে বাঁচতে দেবো না।
এদিকে ভূক্তভোগী পরিবারের অপর সদস্যরা প্রতিপক্ষের হামলার ভয়ে বাড়িতে যেতে পারছেনা। তাদের নিজ বাড়িতে প্রবেশ করতে যেগে বাঁধার সম্মুখিন হতে হচ্ছে, প্রতিদিন ৮/১০ জন ব্যক্তি তাদের বাড়ির সামনে পাহারায় আছে। অপরদিকে ভূক্তভোগী পরিবারের বৃদ্ধ কনক চন্দ্র সরকার নিজ বাড়িতে গৃহবন্দি হয়ে পড়েছেন। অসুস্থ কনক চন্দ্র সরকারের জন্য খাবার নিয়ে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্থক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা। এব্যাপারে অভিযুক্তরা বলেন, আমাদের উপর মিথ্যাভাবে দোষারাপ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের নুরনগরে কাল বৈশাখীর তান্ডব

পলাশ দেবনাথ, নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরে কাল বৈশাখী ঝড়ের তান্ডবে প্রচুর পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার প্রায় সর্বত্রই কম বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত মঙ্গলবার রাত্র ৯টার দিকে শুরু হয়ে প্রায় ১ঘন্টা যাবৎ ঘূর্নিঝড় সহ বৃষ্টি হতে থাকে। এতে বসত ঘর, বোরো ধান, ছোট বড় গাছ, কারেন্টের পোল সহ আমের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসি। সরেজমিন ঘুরে দেখাযায় নুরনগরের বিভিন্ন এলাকা সহ মানিকপুর এলাকার প্রায় ২০/২৫টি ঘরের চাল উড়ে গেছে। এছাড়া মানিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে কারেন্টের পোল সহ একাধিক বড় ছোট গাছ উপড়ে পড়ে আছে। মানিকপুর ৭নং ওয়ার্ড ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন আমার এলাকায় গরীব অসহায়দের বসত ঘর ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে, আমি নিজে তাদের তালিকা করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর জমা দিয়েছি। এসময় তিনি ক্ষতিগ্রস্থদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সাহায্যের আশ্বাস দেন। অন্যদিকে নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী সুবোল রক্ষিত ঝড় চলা কালিন সময়ে স্কুলের একটি গাছের ডাল ভেঙ্গে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest