সর্বশেষ সংবাদ-
৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়৯০ দশক ছাত্রদল প্লাটফর্ম এর সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠনসাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান চেয়ারম্যান আলিমেরএসএসসি ২০০০ সালের ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় সিলভার জুবিলি “মেঘা মিটআপ-২০২৫” অনুষ্ঠিততালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি : নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটসাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির ১১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি গঠন

যুক্তরাষ্ট্র বিশ্বের সব দেশের জন্যই বিপজ্জনক: ফিলিস্তিন

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সব দেশের জন্যই বিপজ্জনক। মার্কিন প্রশাসন ফিলিস্তিনিদের সঙ্গেও শত্রুতা করছে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে ফিলিস্তিনের পশ্চিমতীরকে ইসরাইলের অধিকৃত ভূখণ্ড হিসেবে উল্লেখ করায় ক্ষোভ প্রকাশ করে তিনি এ কথা বলেন।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মার্কিন এ সিদ্ধান্ত কখনো বাস্তবতাকে উল্টে দিতে পারবে না। ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ডি ফ্রেডম্যান পশ্চিমতীরকে অধিকৃত ভূখণ্ড হিসেবে অভিহিত না করে দখলদারদের পক্ষে সাফাই গেয়েছেন। ইসরাইল কর্তৃক উপশহর নির্মাণকে সমর্থন করেছেন। তার এসব বক্তব্য প্রমাণ করে যুক্তরাষ্ট্র তার গ্রহণযোগ্যতা পুরোপুরি নষ্ট করে ফেলেছে।

রিয়াদ আল মালিকি বলেন, বর্ণবাদী ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সমঝোতা ইস্যুতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে এলেও সবসময় ইসরাইলের স্বার্থরক্ষাকে প্রাধান্য দিয়েছে। তবে মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রতিক্রিয়া দেখাবে এবং শত্রুরা হতভম্ব হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মা হচ্ছেন সানিয়া মির্জা

মা হচ্ছেন সানিয়া মির্জা

কর্তৃক Daily Satkhira

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার রোমান্স নিয়ে বেশ কানাঘুষা চলে। তবে পাক-ভারত বৈরীর কারণে তেমন জোরালো আলোচনা হয়নি। এরই মধ্যে ২০০৯ সালে শোয়েব মালিকের সঙ্গে বাগদান হয় সানিয়ার। পরের বছর অর্থাৎ ২০১০ হায়দরাবাদে জাঁকজমকপূর্ণভাবে পাকিস্তানি রীতি মেনে সানিয়াকে বিয়ে করেন শোয়েব।

এরপর দুবাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট নিয়ে সংসার পাতেন পাক-ভারতের জনপ্রিয় দুই তারকা। এবার তাদের ছোট সংসারে আগমন ঘটতে যাচ্ছে নতুন মুখ। মা হতে চলেছেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা! গত সোমবার টুইটারে তেমনই ইঙ্গিত দিলেন সানিয়া। টুইটারে তিনি লিখেছেন, “#BabyMirzaMalik”। সেখানে শোয়েব মালিকও লিখেছেন, “#MirzaMalik”। পাক-ভারত দম্পতির এই পোস্ট রীতিমতো ভাইরাল হয়ে যায়। সানিয়া-শোয়েবকে অভিনন্দন জানিয়েছেন তার বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা।

গত মাসে এক অনুষ্ঠানেও সাংবাদিকরা বাচ্চার ব্যাপারে সানিয়াকে প্রশ্ন করেন। জবাবে ভারতীয় টেনিস তারকা জানিয়েছিলেন, ‘তার মেয়ে পছন্দ।’ এবং এটাও জানিয়েছেন তাদের সন্তান শোয়েব ও তাঁর দু’জনেরই পদবি (মির্জা-মালিক) ব্যবহার করবে। আশা করা হচ্ছে, আগামী অক্টোবরেই নিজেদের প্রথম সন্তানের মুখ দেখবেন সানিয়া-শোয়েব।

হাঁটুর চোটের জন্য গত অক্টোবর থেকে কোর্টের বাইরে আছেন সানিয়া। ফলে ডাবলসে এক নম্বর জায়গা হারান ৩১ বছর বয়সী এই টেনিস সুন্দরী। ভারতীয় এই তারকা ক্যারিয়ারে তিনটি ডাবল গ্র্যান্ড স্ল্যাম জয় করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তারেককে ফিরতেই হবে- প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দেশে ফিরতেই হবে। এ ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আমার কথা হয়েছে। সোমবার গণভবনে দলের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সাবেক ছাত্রলীগ নেতা সাহাবুদ্দিন ফরাজী এ সময় শেখ হাসিনাকে বলেন, ‘বিএনপির এক আইনজীবী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, বিএনপি ক্ষমতায় আসলে জাতির পিতার নাম পাল্টে ফেলবে।’ জবাবে শেখ হাসিনা বলেন, ‘২১ বছর বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারেনি। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজাতে দেয়নি। আজকে এই ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।’ এ সময় দলের নেতাদের লেখালেখির মাধ্যমে অপপ্রচারের জবাব দিতে নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলে এখন সবাই এক ধরনের সাংবাদিক।’
শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ড. আবদুর রাজ্জাক, অসীম কুমার উকিল, ফরিদুন্নাহার লাইলী, শামসুন্নাহার চাঁপা, দেলোয়ার হোসেন, মারুফা আক্তার পপি, ইকবাল হোসেন অপু প্রমুখ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে আজ শপথ নেবেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদের জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে আজ মঙ্গলবার শপথ নেবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। তিনি জানান, বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, দেশের সাবেক রাষ্ট্রপতিগণ, বিচারকগণ, মন্ত্রিসভার সদস্যবর্গ, সংসদ সদস্যগণ, সিনিয়র রাজনীতিকগণ, কূটনীতিকবর্গ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

আবদুল হামিদ এর আগে ২০১৩ সালের ২২ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত এবং ২৪ এপ্রিল শপথগ্রহণ করেন। তার আগে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তিনি ২০১৩ সলের ১৪ মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। জিল্লুর রহমানের মৃত্যুর পর তিনি ২০১৩ সালের ২০ মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন।

আবদুল হামিদ দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে এবং দ্বিতীয়বারের মতো বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কানাডার টরেন্টোতে গাড়ি হামলায় নিহত ৯

কানাডার টরেন্টোতে পথচারীদের ওপর গাড়ি হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ১৬ জন গুরুতর আহত হয়েছে। এর আগে হামলাকারী গাড়ির চালককে আটক করা হয়। টরেন্টোর ডেপুটি চিফ পিটার ইউয়েন হতাহতের সংখ্যা জানিয়ে বলেন, ‘এ ঘটনায় একটি বিস্তারিত তদন্ত করা হবে’।

কানাডার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিবিসি নিউজ এ খবর জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম আলেক মিনাসিয়ান। তবে পরিচয় জানার সূত্র উল্লেখ করেনি সংবাদমাধ্যমটি। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, হামলাকারী কোনও সংগঠিত জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত নয়।

কানাডার জননিরাপত্তা মন্ত্রী রালফ গোদালে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘তদন্ত চলায় এখন আর কোনও বিষয়ে নিশ্চিত তথ্য দেওয়া সম্ভব নয়। পুলিশ অবশ্যই তাদের বিস্তারিত তদন্ত করবে। আসলে কী ঘটেছে আর কেন ঘটেছে তা খুঁজে বের করার চেষ্টা করা হবে’।

পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়, স্থানীয় সময় দুপুর দেড়টার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) দিকে টরেন্টোর ইয়োনগি সড়কে এ ঘটনা ঘটনা ঘটে। ওই সময় পথচারীরা রাস্তা পার হওয়ার জন্য একটি ক্রসিংয়ে দাঁড়িয়ে ছিল। হামলার পর ক্যাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যায়। তবে তার কিছুক্ষণের মধ্যে গাড়িসহ হামলাকারীকে আটক করা হয়।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে তিনি এই ঘটনার কথা শুনেছেন বলে জানান। ওই সময় তিনি বলেন, ‘আক্রান্ত সবার জন্য আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে।’ ট্রুডো এ ঘটনা নিয়ে পরে কথা বলবেন বলে জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমার কোনও বিদেশি পাসপোর্ট নেই: সজীব ওয়াজেদ জয়

কোনও বিদেশি পাসপোর্ট ব্যবহার করেন না সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলেও গর্বের সঙ্গে সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই তিনি যাতায়াত করেন। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা জয় এসব কথা জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাংলাদেশি পাসপোর্ট ফেরত দিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এ নিয়ে করা সংবাদ সম্মেলনের একটি খবর ফেসবুকে শেয়ার দিয়ে জয় বলেন, ‘সবার অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কোনও বিদেশি পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে। গর্বের সাথে আমার সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই আমি যাতায়াত করি।’

ওই ফেসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা আরও বলেন, ‘বিএনপি সম্পূর্ণরূপে একটি অসৎ দলে পরিণত হয়েছে। তাদের কোনও কথাই আর বিশ্বাসযোগ্য না। এই সংবাদে আপনারা দেখতে পাবেন তারেক রহমান ও তার পরিবারের পাসপোর্টগুলোর কপি যা লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে হস্তান্তর করা হয়।’

এর আগে, সোমবার (২৩ এপ্রিল) নিজের গুলশানের বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সেখানে তিনি বলেন, ‘২০১৪ সালের ১০ জুন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারেক রহমান ও তার পরিবারের পাসপোর্ট লন্ডনে বাংলাদেশ দূতাবাসে ফেরত পাঠানো হয়।’ তাদের (তারেক রহমান, জোবাইদা রহমান ও রাইমা) কারও কাছে কোনও ট্রাভেল ডকুমেন্ট নেই, যা দিয়ে তারা বাংলাদেশ আসতে পারবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ভয়েস অব জার্নালিস্ট’ এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি আ. লীগের

জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে অনলাইনে জরিপকারী ওয়েবসাইট ‘ভয়েস অব জার্নালিস্ট’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আশ্বাস পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও নির্বাচন কমিশনের (ইসি) কর্তাব্যক্তিদের কাছে ফোন করে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম এ আহ্বান জানান।
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন সোমবার এতথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “নির্বাচন কমিশনের লোগো ব্যবহার করছে এমন একটা সাইট চলতে পারে কি না? এ বিষয়ে আমি আমাদের দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানকে অবহিত করেছি। এ সাইটটির আইনি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি না থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি। আবার সাইটটিতে যোগাযোগেরও নিজস্ব কোনো ঠিকানা নেই। তাহলে এর দায় দায়িত্ব কে নেবে?
“এইচ টি ইমাম সাহেব বিটিআরসি চেয়ারম্যান ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে ফোন করে ওই ওয়েবসাইটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। সংশ্লিষ্ট দুই কর্মকর্তাও আশ্বস্ত করেছেন, শিগগিরিই সাইটটি বন্ধ করে দেওয়া হবে।”
‘ভয়েস অব জার্নালিস্ট’ ওয়েবসাইটটিতে জাতীয় সংসদ ও মেয়র নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে অনলাইনে জরিপ শুরু হয়েছে। ফেইসবুকে তাদের পাতায় নির্বাচন কমিশনের লোগোও ব্যবহার করছে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, “একটি প্রতারক চক্র এমন জরিপ চালাচ্ছে, এই জরিপের কোনো ভিত্তি নেই। এ জরিপের ফলে সরকারদলীয় সংসদ সদস্যরা ছাড়াও সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।”
বিষয়টি নিয়ে জানতে চাইলে ইসির নির্বাচন ব্যবস্থাপনার শাখার একজন উপ-সচিব বলেন, “এ নিয়ে কমিশনের কোনো নির্দেশনা আমরা এখনও পাইনি। কমিশনের নির্দেশনা পেলেই সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
নির্বাচন কমিশনের লোগো ব্যবহারের ক্ষেত্রেও কমিশন আইনগত ব্যবস্থা নিতে পারে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জের ঘুষখোর শিক্ষা কর্মকর্তা আজিজের বিরুদ্ধে দুদক’র তদন্ত শুরু

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ঘুষ খোর, দূর্নীতিবাজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান কিরনের বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু হয়েছে। নানাবিধ ঘুষ, দূর্নীতি, স্বেচ্ছাচারিতার কারণে সুনাম গঞ্জ জেলার শাল্লা উপজেলায় বদলী হয়েও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বহাল তবিয়াদে কালিগঞ্জ উপজেলায় যোগদানের অভিযোগ উঠেছে। নানাবিধ দূর্নীতির অভিযোগ ওঠায় দূর্নীতি দমন কমিশন আইন ২০০৪ ও দূর্নীতি দমন কমিশন বিধি মালা ২০০৭ অনুযায়ী দূর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশ সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোঃ মোশারাফ হোসেন গত ৯ এপ্রিল ৯১১নং স্মারকে তদন্তের জন্য সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার কে চিঠি দিয়েছেন। সূত্র মতে কালিগঞ্জ উপজেলার ঘুষ খোর, দূর্নীতিবাজ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান কিরণ কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক প্রফেসর মাহবুবুর রহমান স্বাক্ষরিত গত ২৬ ফেব্রুয়ারী ৩৭.০২.০০০.১০১.১৯.০০৬.১৬-৬৪৫২/১৪ নং স্মারকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুনাম গঞ্জ জেলার শাল্লা উপজেলায় বদলী করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী জনস্বার্থে ২৮ ফেব্রুয়ারীর মধ্যে তাকে বিমুক্ত করা হয়। সে অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারী আজিজুর রহমান কিরন দায়িত্বভার অর্পন করেন এবং সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এস,এম আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব ভার গ্রহন করেন। ঐদিন উঃমাঃশিঃঅঃ/কালি/সাত/২০১৮/৩২(১৪) নম্বর স্মারকে মহা হিসাব রক্ষক (সিভিল) বাংলাদেশ কে পত্র দিয়ে অবগত করা হয়। বদলীর খবর শুনে দূর্নীতিবাজ আজিজুর রহমান বদলী থাকাতে ঢাকা প্রশাসনিক সিনিয়র জেলা জর্জ আদালতে ট্রাইবুনাল একে একটি এ.টি মামলা করে মামলা নং-৮৪/২০১৮, উক্ত মামলায় শিক্ষা সচিব সহ ৪ জন কে ৭দিনের কারণ দর্শানো নির্দেশ দেওয়া হয়। উক্ত কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায় গত ১৪ই মার্চ বিজ্ঞ আদালত তার বদলী আদেশ স্থগিত করেন। এরপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কোন নির্দেশনা এবং কাগজ পত্র ছাড়াই আজিজুর রহমান কিরণ সরাসরি কালিগঞ্জ উপজেলায় যোগদান করেছে। বর্তমান অধিদপ্তরের কোন নির্দেশনা ছাড়াই হিসাব রক্ষন অফিস থেকে বেতন ভাতা উত্তোলন করে বহাল তবিয়াদে কাজ করে গেলেও জেলা শিক্ষা কর্মকর্তা এস,এম, আব্দুল্লাহ আল মামুন বলেন তার যোগদান গৃহীত হয়নি এবং সেটা নিয়ম বহিঃভূত। অফিসের পাসওয়ার্ড ব্যবহার এবং যাবতীয় কাজ তিনি করছেন বলে জানান। তিনি আরও বলেন আজিজুর রহমান কিরন গায়ের জোরে অনিয়মতান্ত্রিক ভাবে অফিস করায় আমি উদ্ভুত পরিস্থিতির নির্দেশনা প্রদান প্রসংগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক কে লিখিত ভাবে গত ২৯ শে মার্চ জানানো হয়েছে। এদিকে শিক্ষা অফিসার আজিজুর রহমান কিরণ কালিগঞ্জ উপজেলায় ফিরে আসায় শিক্ষকদের মাঝে চরম ক্ষোভ ও আতংঙ্ক বিরাজ করছে। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা শিক্ষক সমিতি শিক্ষা মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest